এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.223.159.253 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৬:৩৪66020
  • এত রাগ করার কি আছে? আপনার পোস্টের উত্তর jsl আগেই দিয়েছেন, কিন্তু আপনি যে প্রবন্ধ টি নামিয়েছেন; সেটা কি নিজেকে স্মার্ট এযাস প্রমান করার ব্যর্থ প্রচেষ্টা নয়?
  • জুলু সর্দার লোচবক্ষুলা | 215.174.22.27 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৬:৩৪66019
  • ও আচ্ছা, তাহলে সরি, আর থ্যাঙ্কিউটাও ফেরৎ নিলাম।
  • Sakyajit Bhattacharya | 116.51.19.59 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৬:৩৭66021
  • আরে আমায় যত খুশি যা খুশি বলুন না কেন, তাতে কি আসে যায় ! আমি সাধারণত কাউকে পার্সোনাল অ্যাটাক করি না। কিন্তু ক্রমাগত মলত্যাগ নিয়ে বলে যাচ্ছে এদিকে জানেই না প্রতিবাদের ফর্ম কিরকম হতে পারে বা কোন মাত্রায় যেতে পারে। সেই অশিক্ষিতপনাকে আর কিভাবে কাউন্টার করা যায় জানি না
  • | 24.99.11.145 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৬:৩৯66022
  • আমি ও এই লেখা টার উদ্দেশ্য নিয়ে ভাবছি। এখনো সদুত্তর পাই নি।
  • জুলু সর্দার লোচবক্ষুলা | 215.174.22.27 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৬:৫০66023
  • এমনিতে উদ্দেশ্য কিন্তু আমার কাছে পরিস্কার, প্রবন্ধের নাম থেকেই 'শহরে বনধ সফল করার দশটি উপায়' বিষয়ে কিছু মতামত বা পরামর্শ। উপায়গুলি এফেকটিভ তাতে খুব সন্দেহ নেই।

    এখন সেগুলি সম্ভব কিনা বা উচিত কিনা, যেকোন ধরনের সন্ত্রাস সমর্থনযোগ্য কিনা, সন্ত্রাসের বদলে সন্ত্রাস দিয়ে সন্ত্রাস দুগুণে কত হবে, তা তর্কযোগ্য, এবং নানান লোকের নানান মতামত হবে।
  • ... | 177.124.124.21 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৬:৫১66024
  • শাক্য কি গুরুর নতুন বিপ?
  • তাত | 59.248.242.54 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪০65917
  • আমার মনে হয় ইন্টারনেট ও ফোন পরিষেবা বন্ধ না করে বনধ করাটা হাস্যকর। যে সময়ে বনধ আবিস্কার হয়েছিল এই পরিষেবাগুলো ছিলনা বলে আজও এগুলোকে নিয়ে ভাবব না, এরকমটা হাদিস মেনে চলার মতন লাগে।
  • Sakyajit Bhattacharya | 116.51.19.59 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪২65918
  • একদম। মেন ম্মেন ডোমেইন গুলো ব্লক না করে দিলে এফেক্ট পৌঁছবে না। জাস্ট গোটা দেশে একদিনের জন্য ইন্টারনেট বন্ধ থাকলে পাব্লিক এবং সরকারের হাতা হয়ে যাবে
  • তাতিন | 59.248.242.54 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪৮65919
  • আর উৎপাদন বন্ধ করতে হলে বিদ্যুৎ বন্ধ করাও জরুরি, মধ্যবিত্ত-উচ্চবিত্তর ফুলিয়ে তোলা লাইফস্টাইলের কংকাল বেরিয়ে যাবে একদিন কারেন্ট না থাকলে, কারখানাতেও পিকেটিং না করিয়েই উৎপাদন বন্ধ করে দেওয়া যাবে, রেল মেট্রোও।
    শুধু গ্রিড থেকে হাসপাতাল, মর্গ, কোল্ড স্টোরেজের মতন কিছু অত্যাবশ্যক পরিষেবাকে বিদ্যুত সরবরাহে ছাড় দিতে হবে, যেমন দুধের গাড়ি, শবযাত্রী ও অ্যাম্বুলেন্সকে দেওয়া হয়
  • kc | 47.39.41.102 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০৪65921
  • এটা বনধ সফল করার রেসিপি থোরি? এটা তো বিপ্লবের রেসিপি। এটা করেঙ্গে ইয়া মরেঙ্গের রেসিপি।
  • de | 69.185.236.54 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০৮65922
  • কল্লোলদা কই - এই ত্তো প্রপার অ্যানার্কি! স্বপ্নের দুনিয়া!
  • Sakyajit Bhattacharya | 116.51.19.59 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১০65923
  • বললাম তো। আধুনিক পৃথিবীতে একদিন চাক্কা জ্যাম করে রাখলে সিস্টেমের ছেঁড়া যায়। লোকজন ওয়ার্ক ফ্রম হোম করবে আর ফালতু অসংগঠিত শ্রমিকেরা একদিনের টাকা হারাবে। ব্যাপক ও সর্বাত্মক করার জন্য ইন্টারনেট, ফোন, ইলেকট্রিসিটি এগুলোকে সাবোতাজ করে দেওয়া হক। ভারত ছাড়ো আন্নদোলনে অরুণা অসফ আলীদের লাইনটাই আরো ধ্বন্গ্সাত্মকভাবে প্রয়োগ করা হোক ।
  • তাতিন | 59.248.242.54 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১৫65924
  • বনধের মধ্যে 'আমরা বিপ্লব করে দিতে পারি' এই স্পিরিটটা থাকা দরকার। বিপ্লব তো ক্ষমতা বদল অবধি চলবে, কিন্তু বন্ধ একদিনের, যথার্থ অর্থে প্রতীকী-
  • kc | 47.39.41.102 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১৮65925
  • জানাই যখন আছে যে এতে সিস্টেমের ছেঁড়া যাবে, তখন এসবের ফালতু একদিনের হ্যাজ গুলো অর্গানাইজ করে কী বালটা হচ্ছে? বিপ্লবের তৈয়ারি করা কবে হব্বে?
  • Sakyajit Bhattacharya | 116.51.19.59 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২২65926
  • ও সেইজন্যেই তো এত কিছু বলা, অলতারনেটিভ কি হতে পারে যাতে ছেঁড়া যায় না ! সব আন্দোলন তো আর বনধ-বিরোধী শাইনিং সিপিএম-দের কাস্টমাইজড রাস্তায় হবে না ! কারোর কাস্টমাইজড রাস্তাতেই হবে না, ওই দশখানা হল জাস্ট সাআজেশন। এরকম আরো উপায় থাকতে পারে। তাতিন একটু আগেই বলল যেমন একটা চমৎকার পয়েন্ট, এটিএম গুলো সব ব্লক করে দেওয়া
  • কল্লোল | 135.17.65.130 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২৩65927
  • শাক্য। মাইরী। এতো কিছু করার ক্ষমতা থাকলে বাকিটুকুও করেই ফ্যাল। মন্ত্রী-শান্ত্রীদের পোঁদে লাথ মেরে নিজেরাই রাষ্ট্র চালা। তুই আমার মতো নৈরাষ্ট্রবাদী নোস, তাই রাষ্ট্র চালাতে বল্লুম।

    দে - ঃ-))
  • Sakyajit Bhattacharya | 116.51.19.59 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২৫65928
  • না তো ! রাষ্ট্রকে বাধ্য করা যাতে জনজীবন স্বাভাবিক অবস্থায় ফেরে। সেটাই উদ্দেশ্য। স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য এবার যা করার করুক
  • pi | 233.176.12.61 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৬65929
  • শ্রম আইনের প্রস্তাবির পরিবর্তনগুলো থাক এখানেঃ
    ১) ৩০০ জনের কম শ্রমিক কাজ করে যে কারখানাগুলিতে, সেখান থেকে শ্রমিক-ছাঁটাই করতে গেলে সরকারের অনুমতি নিতে লাগবে না (এখন ১০০ জন কাজ করলেই এই অনুমতি নিতে হয়)।
    ২) বিদ্যুৎ-বিহীন কারখানায় ৪০ জন এবং বিদ্যুৎ-সহ কারখানায় ২০ জনের কম থাকলে সেখানে 'ফ্যাক্টরি-আইন' গ্রাহ্য হবে না (এখন সংখ্যাটা যথাক্রমে ২০ এবং ১০)। প্রসঙ্গতঃ, এর ফলে দেশের প্রায় ৭০ শতাংশ কারখানার শ্রমিকরা 'ফ্যাক্টরি-আইন'-এর সুরক্ষার বাইরে চলে যাবে।
    ৩) কোনো কারখানায় কন্ট্রাকটারের অধীনে ৫০ জনের কম কাজ করলে সেখানে 'কন্ট্রাক্ট-লেবার আইন' গ্রাহ্য হবে না (এখন সংখ্যাটা ২০ জন)।
    ৪.) বর্তমানে 'অ্যাপ্রেন্টিস-আইন' মোতাবেক কেবলমাত্র ইঞ্জিনিয়ারিং শিল্পে মালিক চাইলে 'অ্যাপ্রেন্টিস' বা 'শিক্ষানবিশ' নিয়োগ করতে পরে। এই বিধি-নিষেধ তুলে দেওয়ার কথা বলা হচ্ছে। তাছাড়া ঠিকা-শ্রমিক, দিন-মজুর, অস্থায়ী-শ্রমিক এবং এজেন্সি-শ্রমিকদেরও এই আইনের আওতায় ফেলার প্রস্তাব দেওয়া হচ্ছে। এর ফলে প্রায় সমস্ত শিল্পেই স্থায়ী-শ্রমিকের বদলে 'অ্যাপ্রেন্টিস'-দের দিয়ে বছরের পর বছর কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যাবে মালিকরা।
    ৫) বর্তমান আইনে কোনো কারখানায় ১০% শ্রমিক চাইলেই নিজেদের ইউনিয়ন তৈরী করতে পারে। সেই সীমা বাড়িয়ে ৩০% করার প্রস্তাব দেওয়া হচ্ছে। ফলে, শ্রমিকদের নিজস্ব ইউনিয়ন তৈরীর অধিকারের ওপরেও ব্যাপক কাট-ছাঁট নামবে।
    ৬) ৪০ জনের কম শ্রমিক কাজ করেন, এমন কারখানাকে সমস্ত শ্রমআইনের আওতার বাইরে নিয়ে যাওয়ার প্রস্তাব এসেছে। এই প্রস্তাব গৃহীত হলে দেশের ৭৩ শতাংশ কারখানা কার্যত শ্রমআইনের আওতার বাইরে চলে যাবে।'
  • PM | 116.76.154.230 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৮65930
  • শাক্যকে ব্যাঙ্গালোর আর মুম্বাইএর সপ্তাহব্যাপী বন্ধের দায়িত্ব দেওয়া হোক।

    কলকাতাতে বন্ধ করলে সফল হলেও লোকে পাত্তা দেবে না । বন্ধ নগরীকে বন্ধ করে আর কি বীরত্ব? এরাজ্যে শিল্প টিল্প-ও নেই যে সফল বন্ধ করে খুব কিছু স্যাস্টিস্ফ্যাকসন পাওয়া যাবে ঃ)। মরার ওপোর খাড়ার ঘা মারাতে আর কি বীরত্ব ঃ)

    শাক্যর মত বীর "বন্ধ" সেনানী-দের মুম্বাই আর ব্যাঙ্গালোরে ছেড়ে দেওয়া হোক বাঙলার উপহার হিসেবে ।

    অবশ্য বাংলার বাইরে গিয়ে বাংলার লঙ্কার ঝাঁঝ কমে যায়, সেটাও ঘটনা। তাবর নৈরজ্যবাদীরাও অ্যাক্সেন্চারের বিসনেস কন্সালটেন্ট বনে যায় অবলিলায় বাঙলার বাইরে গিয়েঃ)

    তবে শাক্যর ওপোর আমাদের অনেক আশা
  • ... | 74.233.173.203 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৯65931
  • রাস্তা জুড়ে হাগু করা হোক ও পুরুষাঙ্গ বার করে নাড়তে নাড়তে হাঁটা হোক।
  • pi | 233.176.12.61 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৪০65932
  • পি এম সিপিএম , শাক্যও সিপিএম , যাক তাও আশা আছে ;)
  • কল্লোল | 135.17.65.130 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৪৮65933
  • ইয়াহুউউউউ
    চাহে কৈ মুঝে কুছভি কহে / কহনে দো জি কহতা রহে / নৈরাজ্য কি তুফাঁ মে ডুবে হ্যায় / হম ক্যা করে..........
    ইয়াহুউউউউ

    গুরু বলে গেছেন।
  • Sakyajit Bhattacharya | 116.51.19.59 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫৩65934
  • আমি নৈরাজ্যবাদী নই তো ! তবে এখানকার পাব্লিকের বনধ নিয়ে খোরাক করা দেখে বেশ ভাল লাগছে :)

    শ্রেণীই আলটিমেটলি শেষ কথা বলে :) আবার বুঝলাম
  • PM | 116.76.154.230 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫৪65935
  • পাই ঃ)।

    আমি শিল্প পন্থী, কর্মসংস্থান (সংগঠিত+অসংগঠিত+ কৃষি) পন্থী , আর আইনের শাসন পন্থী। সিপিয়েম দিতে পারলে আমি সিপিএম ঃ)

    সিপিয়েমের রাজত্ব্কালেও সিটুকে বলা হয়েছিলো সরকারী ক্ষমতার নিশ্চিন্ত আশ্রয়ে থেকে ১০০% সফল বন্ধ করে কলার তুলো না বাপু, আগে দিল্লী , বম্বে, ব্যাঙ্গালোরে বন্ধ সফল কোরে এসো ।

    তবে আজকের সফল বন্ধের ( সরকারে না থেকে) জন্য কৃতিত্ব দাবী করতেই পরেন ওরা।

    কিন্তু শাক্যের ১০ দফা কর্মসূচী কি সিপিয়েম সমর্থন করে ? ঃ)
  • de | 24.139.119.171 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫৬65937
  • সে তো বলেই - আপনার আইডিয়াগুলো তো যে শ্রেণীর জন্য, সেখানে কিছু না বলে, এখানে আপনিই বা বেনাবনে মুক্তো ছড়ান কেন?
  • PM | 116.76.154.230 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫৬65936
  • কল্লোলদা ঃ)
  • PM | 116.76.154.230 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫৮65938
  • শাক্যের শ্রেনী চরিত্র কি?
  • Arpan | 116.197.150.92 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫৯65940
  • ভ্যানগার্ড শ্রেণী।

    (আমার ধারণায়)
  • তাপস | 126.202.202.138 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫৯65939
  • এটা ঠিক কোন শ্রেণীর প্রতিভূদের জায়গা বলে ঠিক করা হয়েছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন