এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • নারী-ধর্ষণ সম্পর্কে দু’চার কথা যা আমরা জানি অথবা জানিনা

    অবন্তিকা লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ২৭ আগস্ট ২০১৫ | ৮২০১ বার পঠিত
  • [কেন 'নারী-ধর্ষণ' তাই নিয়ে প্রশ্ন উঠতে পারে, তাই প্রথমেই শিরোনাম সম্পর্কে আত্মপক্ষ সমর্থনে বলে রাখি, যেহেতু ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ধর্ষণ ব্যাপারটা জেন্ডার-নিউট্রাল একটা ইস্যু, যেহেতু ভারতে ধর্ষণের সংজ্ঞার আরও আরও পরিমার্জন কাম্য বলে মনে করি, আর এই লেখাটা কেবলমাত্র মহিলাদের ধর্ষণ প্রসঙ্গেই একটা ওভারভিউ, তাই এ হেন নাম l
    লেখাটা প্রাথমিকভাবে লিখেছিলাম মার্চ মাসে, রাণাঘাট কাণ্ড ও সুজেটের মৃত্যুর অব্যবহিত পর l একটি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু কিছু টেকনিকাল প্রবলেমের কারণে শেষমেষ হয়নি l তারপর বেশ কিছুদিন যাবৎ লেখাটা জাস্ট পড়েই ছিল l জয়ন্ত দা পত্রিকার জন্য লেখা চাইলে বলি, ধর্ষণ সম্পর্কিত একটা লেখা হাতে আছে, কিন্তু সেটা স্বাস্থ্যের বৃত্তের জন্য কতটা উপযুক্ত হবে জানিনা l অরুণার মৃত্যু ও আরও সামান্য কয়েকটি তথ্যের সংযোজন করে, ওনাকে পাঠাই l উনি কয়েকদিনের মধ্যে জানান লেখাটা অগস্ট ইস্যুর কভার স্টোরি করতে চান l
    কারো কারো পক্ষে যেহেতু পত্রিকার কপি সংগ্রহ করা সম্ভব হচ্ছে না, তাই জয়ন্ত দার অনুমতিক্রমে লেখাটা ব্লগে দিলাম l উপরন্তু সাইটের মানুষজনের মনোজ্ঞ মতামত পেলে নিজের জানার পরিধিও, বলা বাহুল্য, ব্যপ্ত হবে l
    লেখাটার জন্য গুরুচন্ডা৯-র 'প্রসঙ্গ ধর্ষণ' বই থেকে কয়েকটি তথ্য নিয়েছিলাম, তাই এই সুযোগে সৈকতদা আর ঈপ্সিতাকেও ধন্যযোগ l ]



    সোশাল নেটওয়ার্কিং সাইটের জনপ্রিয় গ্রুপে একখানা সুতো খোলা হয়েছিল l একটি নগণ্য সমীক্ষা l জানতে চাওয়া হয়েছিল- গ্রুপের মহিলা সদস্যরা গত ২০১৪ সালের ৩৬৫ দিনে ঠিক কতবার ইভটিজিং-এর মুখোমুখি হয়েছেন l রাস্তায়, অফিসে, বাজারে, কলেজে, পাবলিক ট্রান্সপোর্টেবিবিধ নোংরা মন্তব্য, খারাপ দৃষ্টিবা গায়ে হাত- এ সমস্তই মাথায় রেখে স্রেফ একটা সংখ্যার উল্লেখ l বলা বাহুল্য, উত্তরগুলো ছিল বেশ চোখে পড়ার মতো l মহিলাদের কাছ থেকে জবাব আসছিল- ‘অসংখ্যবার, গোনা সম্ভব নয়’, ‘মানেটা কী? মোর দ্যান হান্ড্রেড টাইমস আই গেস!’, ‘প্রায় প্রত্যেকদিনই কিছু না কিছু’- জাতীয় l এবং পুরুষরা কেউ বিস্মিত হচ্ছিল, কেউ বিশ্লেষণ করতে চাইছিল এরকমটা কেন, আর কেউ কেউ জানতে চাইছিল খারাপ দৃষ্টি - ভালো দৃষ্টির তফাৎ করা যায় কীভাবে l না l সত্যিই এমন কোনো মানদণ্ড নেই বটে l পুরো ব্যাপারটাই ভুক্তভোগীর অনুমান বা দৃষ্টিভঙ্গী-নির্ভর l প্রসঙ্গত, একটা গল্প মনে পড়ে গিয়েছিল l বলি...২০০৮ সালে, আমেরিকান উড়ানে ২১ বছর বয়সী এক তরুণী ঘুমোতে ঘুমোতে যাচ্ছিল l ঘুম ভাঙার পর লক্ষ্য করল, জনৈক পুরুষ সহযাত্রী তার দিকে হাসি হাসি মুখে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে l মেয়েটি সন্দিগ্ধ হলো ও আবিষ্কার করল ওই পুরুষটি তার দিকে তাকিয়ে হস্তমৈথুন করছে l পরিশেষে মেয়েটির চুলে বীর্যপাতও করে ফেলল l এরোপ্লেনটি নামার সাথে সাথে ভিকটিম পুলিশ ডেকেছিল, ও পরবর্তীকালে ক্ষতিপূরণও চেয়েছিল l তরুণী জানিয়েছিল, সহযাত্রীর দৃষ্টিযে ‘স্বাভাবিক’ ছিল না, সেটা প্রথম থেকেই আন্দাজ করছিল সে l ঘটনা সামান্য হোক বা সাজানো, ভিড় বাসে বৃদ্ধের করস্পর্শ স্নেহসূচক নাকি যৌন ইঙ্গিতপূর্ণ, এ তারাই বোঝে যারা অহরহ এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার l মহিলার প্রোফাইল পিকচারে অন্তর্বাসের দৃষ্টিগোচরতা নিয়ে অবলীলায় মন্তব্য করাও তো একপ্রকার ইভটিজিং-ই, সে কমেন্টকর্তা ‘মজা করেই’ লিখে ফেলুক অথবা ‘ভুল করে’ ! মহিলাদের প্রতি এইসব ছোটোখাটো যৌন হেনস্থাই কিন্তু বড় বড় আকার নিতে সক্ষম l এমনকি ধর্ষণ করতে বা ধর্ষণে ইন্ধন যোগাতেও l

    এ দেশে ক্রমে ক্রমে পরিবর্তিত ও পরিমার্জিত ধর্ষণের সংজ্ঞা অপরাধীদের সাজা দেওয়ার পথকে প্রশস্ত করছে ঠিকই, কিন্তু সার্বিকভাবে ঘটনার বাহুল্যকে কমাতে পারছে কি? কী বলছে স্ট্যাটিসটিক্স? কী কী বলছেন বিশেষজ্ঞরা? স্রেফ আর স্রেফ সংখ্যাতত্ত্ব? সম্প্রতিআন্তর্জালে ভাইরাল হয়ে যাওয়া, লেসলি উডউইন-এর তথ্যচিত্র ‘ইন্ডিয়া’জ ডটার’-এর সূত্রে নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত মুকেশ সিং-এর সাক্ষাৎকার প্রকাশিত হয়ে পড়ল l নির্ভয়া ও তার পুরুষসঙ্গী ১৬ই ডিসেম্বর ২০১২-র রাতে যে মিনি বাসটিতে ওঠে, মুকেশ তার চালক ছিল l ধরা পড়ার পর প্রাথমিকভাবে সে অভিযোগ অস্বীকার করে, কিন্তু ডিএনএ পরীক্ষায় তার বয়ান মিথ্যে প্রমাণিত হয় l বক্তব্যে মুকেশ জানায়,“ধর্ষিত হওয়ার সময় মেয়েটির উচিত ছিল না পাল্টা প্রতিরোধ জানানো l বরং মুখ বুজে থাকা ও ধর্ষণ করতে দেওয়া উচিত ছিল l তাহলেই তাকে ‘করে’ ছেড়ে দেওয়া হতো আর ওই ছেলেটাকে (সঙ্গী) শুধুমাত্র মারধর করা হতো l এক হাতে তো তালি বাজে না, সবসময় দুটো হাতই লাগে l একজন ভদ্র মেয়ে কখনও রাত্তির ন’টার সময় রাস্তায় ঘুরে বেড়ায় না lযেকোনো ধর্ষণকাণ্ডে ছেলেটির (ধর্ষকের) চেয়ে মেয়েটির (ধর্ষিতের) দায় অনেক বেশি থাকে l ছেলে আর মেয়ে কখনও সমান হয়না l ঘরের কাজকর্ম, পরিবারের দেখভাল এইসব মেয়েদের কাজ, রাত্তিরবেলা ডিস্কোয় যাওয়া, বার-এ যাওয়া, খারাপ কাজ করে বেড়ানো বা বাজে পোশাক পরা নয় l আসলে মাত্র ২০ শতাংশ মহিলাই ভালো হয় যারা এগুলো করে না l (ধর্ষকের) ফাঁসির আদেশ হলে পুরো পরিস্থিতিটা মেয়েদের পক্ষে আরো খারাপ হতে পারে l আগে ধর্ষণ করার সময় বলা হতো- আরে ছেড়ে দে, এ কাউকে বলবে না; এখন ধর্ষণ করার পর ছেলেরা, মানে যারা দুষ্কৃতী গোছের, ধরা পড়ার ভয়ে মেয়েটাকে খুন-ই করবে l মেয়েগুলো মরে যাবে…” (সাক্ষাৎকারের অংশবিশেষ) l মুকেশের বক্তব্য সমাজের চেহারাটাকে আরেকটু স্পষ্ট করে দিল l বোঝা গেল, বিভিন্ন সামাজিক স্তরে আর্থ-সাংস্কৃতিক প্রেক্ষিত নির্বিশেষে, মানুষ (মানে পুরুষ, এমনকি নারীও) এই জাতীয় অশিক্ষার শিকার, যা ধর্ষণ ঘটায় এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধর্ষণকে প্রশ্রয় দেয় l

    কাকে দিয়েছি রাজার পার্ট !!!
    ....................................
    ১) ১৬ই ডিসেম্বর ২০১২-র দিল্লি-গণধর্ষণ প্রসঙ্গে ডিফেন্স-এর উকিল এ.পি.সিং:
    যদি আমার নিজের মেয়েবা বোন বিয়ের আগে যৌনতা করত এবং মাঝরাতে ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াত আমি তাকে ফার্মহাউসে নিয়ে গিয়ে গায়ে পেট্রল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারতাম l এইরকম ঘটনা ঘটতেই দিতাম না l সমস্ত অভিভাবকেরই এরকম মানসিকতা থাকা উচিত l
    ২) বিজেপি নেতা যোগী আদিত্যনাথ:
    আমাদের (হিন্দুদের) উচিত মুসলিম মহিলাদের মৃতদেহ কবর থেকে তুলে তাদের ধর্ষণ করা l
    ৩) উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়াম সিং যাদব:
    ছেলেরা তো ছেলে l ওমন ভুল করে থাকে l আরে বন্ধুত্ব চলে গেলেই মেয়েরা ছেলেদের ওপর ধর্ষণের অভিযোগ আনে !
    ৪) মুম্বই-এর পুলিশ কমিশনর সত্যপাল সিং:
    পঠনপাঠনের মধ্যে সেক্স এডুকেশন ঢোকানোর ফলে দেশে মহিলাদের প্রতি অপরাধ বাড়ছে l
    ৫) পুরীর শঙ্করাচার্য:
    এককালে ভাইবোনেরা একসাথে স্বাধীনভাবে ঘুরে বেড়ানো সত্ত্বেও তাদের সঙ্গে খারাপ কিছু ঘটত না l এখন মানুষের আবেগ, আদর্শ সবকিছুই বদলে গেছে l আমাদের সংস্কৃতি আমাদের শেখায় মহিলাদের সম্মান করতে- যে নারীরা আমাদের মা, বোন l এমন ভয়ানক ঘটনা (দিল্লিকাণ্ড) নিশ্চয় একদিনে ঘটে না l মানুষ উন্নয়ন ও আধুনিকতার নামে সভ্যতা-সংস্কৃতির সংকীর্ণ রেখাটিকে অতিক্রম করে বলেই ঘটে l
    ৬) মধ্যপ্রদেশের মন্ত্রী বাবুলাল গৌর:
    পাশ্চাত্যের দেশগুলোতে মহিলারা জিন্স-টিশার্ট পরে ঘুরে বেড়ায়, পুরুষদের সাথে নাচানাচি করে, মদ খায়- সেটা তাদের কালচার l ওসব ওই দেশে চলে, এ দেশে নয় l এখানে এখানকার রীতিনীতি মেনে চলাই ভালো l
    ৭) গোয়ার এমএলএ বিষ্ণু বাঘ:
    যদি মডেলরাও এসে পার্লামেন্টে যোগ দিতে থাকে তাহলে তো গোটা পার্লামেন্ট-এই ফ্যাশন শো বসে যাবে ! মালাইকা অরোরা, রাখি সাওন্ত-এর মতো ফ্যাশন দুনিয়ার মহিলারা ভোটে জিতে পার্লামেন্টে ঢুকে পড়লে দেশে দাঙ্গাও বেঁধে যেতে পারে l
    ৮) সমাজবাদী পার্টির এমএলএ আবু আজমি:
    অবিবাহিত নারী পুরুষদের মধ্যে যৌন সম্পর্ককে আইনত অপরাধ হিসেবে ঘোষণা করা উচিত l আমার স্বীকার করতে দ্বিধা নেই যে গ্রামীণ ভারতে শহুরে দেশের তুলনায় ধর্ষণের ঘটনা অনেক কম ঘটত l
    ৯) স্বঘোষিত ঈশ্বরের দূত আশারাম বাপু:
    শুধুমাত্র পাঁচছ’জনকে দোষ দিয়ে লাভ নেই l ধর্ষিতা ও ধর্ষণকারী উভয়েই সমান অপরাধী l আক্রান্ত হওয়ার আগে মেয়েটির উচিত ছিল ধর্ষণকারীদের ভাই বলে ডাকা এবং করুণাভিক্ষা করা l এটা তার সম্মান ও জীবনকে রক্ষা করতে পারত l এক হাতে কি তালি বাজে ? বাজে না বোধ হয় l
    ১০) জামাত-ই-ইসলামি-হিন্দ:
    কো-এডুকেশন সিস্টেম বন্ধ হওয়া উচিত এবং মেয়েদের জন্য পৃথকভাবে সমস্ত স্তরে শিক্ষার সুযোগ তৈরী হওয়া উচিত l শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের পরিশীলিত পোশাক চালু করা উচিত l
    ১১) বিশ্ব হিন্দু পরিষদের প্রেসিডেন্ট অশোক সিংহল:
    ব্রিটিশ আমলের আগে মহিলাদের সতীত্ব অটুট থাকত l এই মডেলদের জন্যই এখন তা বিঘ্নিত হয়ে গেছে l
    ১২) ছত্তিশগড় মহিলা কমিশনের চেয়ার-পারসন বিভা রাও:
    মহিলারা শরীর প্রদর্শনের মাধ্যমে পুরুষদের অপ্রীতিকর ক্রিয়াকলাপে প্রলুব্ধ করে l মেয়েরা বুঝতে পারছে না কি ধরণের বার্তা তারা সমাজের কাছে পৌঁছে দিচ্ছে l
    ১৩) বিএসপি নেতা রাজপাল সৈনি:
    মহিলা ও শিশুদের হাতে ফোন দেওয়ার কোনো যৌক্তিকতা নেই l ফোন তাদের মনকে বিক্ষিপ্ত করে l আমার মা, স্ত্রী, বোন সকলেই তো ফোন ছাড়া দিব্যি কাটিয়েছে l
    ১৪) খাপ পঞ্চায়েত নেতা জিতেন্দ্র ছাতার:
    দারিদ্র্য, নেশাগ্রস্ততা বা যুব সমাজের খারাপ মেলামেশা ধর্ষণের মূল কারণ l তবে চাউমিন খেলেও হরমোনের সমস্যা দেখা দেয় যা ধর্ষণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ l
    ১৫) হরিয়ানার খাপ পঞ্চায়েত সদস্য সুবে সিং:
    আমার মনে হয় মহিলাদের ১৬ বছর বয়সে বিয়ে করে নেওয়া উচিত যাতে স্বামীরা তাদের যৌন চাহিদা মেটাতে পারে l এর ফলে তাদের আর অন্য পুরুষের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না l এভাবেই ধর্ষণ বন্ধ করা সম্ভব l
    ১৬) কংগ্রেসের এমপি সঞ্জয় নিরুপম, স্মৃতি ইরানীর উদ্দেশে:
    কাল পর্যন্ত পয়সার জন্য টিভিতে নাচ দেখাত, আর আজ ভোট বিশ্লেষক হয়ে গেল!
    ১৭) বিজেপি নেত্রী হেমা মালিনী, মহিলাদের উদ্দেশে:
    যেখানে ইচ্ছে হয় বেরিয়ে পড়বেন না l যেকোনো কিছু ঘটে যেতে পারে l আক্রান্ত হতে পারেন l ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে বাঁচাতে এসেছিলেন l কিন্তু আমরা তো ততখানি আধ্যাত্মিক নই যে ঈশ্বর আমাদেও বাঁচাবেন !
    ১৮) সিপিএম-এর এমপি অনিল বসু, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি:
    তৃণমূলের ভোটের খরচের জন্য উনি কোন্ ভাতারের কাছ থেকে ২৪ কোটি টাকা নিয়েছিলেন?
    ১৯) তৃণমূল কংগ্রেস নেত্রী কাকলি ঘোষদস্তিদার:
    পার্ক স্ট্রিটের ঘটনা সম্পূর্ণ আলাদা। এটা ধর্ষণের কোনও ঘটনাই নয়। ওই মহিলার ও তাঁর খদ্দেরের মধ্যে ভুল বোঝাবুঝির জের l
    ২০) বৈবাহিক ধর্ষণকে আইনত অপরাধ স্বীকারের মাধম্যে বিল-টিকে সংশোধনের জন্য ডিএমকে-র এমপি কানিমোজির চিঠির উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী হরিভাই পারাথিভাই চৌধুরীর বক্তব্য:
    অশিক্ষা, বিবিধ সামাজিক রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস ও অন্যান্য নানাবিধ কারণে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসাবে স্বীকার করা সম্ভব নয়, কারণে ভারতীয় প্রেক্ষিতে বিবাহ একটি পুণ্য বিষয় l

    হ্যাপি নিউ ইয়ার
    .....................
    চলতি বছরের ১৪ই ফেব্রুয়ারি বহু প্রতীক্ষিত রাজীব দাস হত্যা মামলার ফল ঘোষণা হলো l দিদি রিঙ্কু দাস-কে শ্লীলতাহানি, বেআইনি অস্ত্র রাখা, এবং দিদিকে রক্ষা করতে এগিয়ে আসা ষোলোবছর বয়সী রাজীবকে গুণে গুণে সতেরো বার ছুরির আঘাতে খুন করার অপরাধে মিঠুন দাস, বিশ্বনাথ চ্যাটার্জী ও মনোজিত বিশ্বাস-কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আদালত, মূল ঘটনার ঠিক চার বছর পর l কেস রিপোর্টেড না হওয়ার ফলে বা হলেও প্রমাণের অভাবে কিংবা প্রশাসনিক ঔদাসীন্যের কারণে পুরো ব্যাপারটাই ধামা চাপা পড়ে যাওয়ায় ধর্ষকদের একটা বড় অংশের কলার তুলে ঘুরে বেড়ানোর আধিক্যে, এ হেন দু’চারটে দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত যে কিছুটা হলেও আমাদের পুনরুজ্জীবিত করে তা নিয়ে সন্দেহ নেই l তবে একটা কেসের সুরাহা হতে না হতেই ঘটে যায় আরো একগুচ্ছ ঘটনা l
    বছর পড়তে না পড়তে গোটা দেশ জুড়ে আরো কিছু ধর্ষণের খবর l ১)২৬শে ফেব্রুয়ারি এআইআইএমএস-এর জনৈক ডাক্তারের বিরুদ্ধে দক্ষিণ দিল্লিতে পঁচিশ বছর বয়সী সিকিম নিবাসী একটি মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল l২)উত্তর প্রদেশের মোতিপুরওয়া গ্রামে ১৬ বছরের একটি দলিত-কন্যার ধর্ষিত মৃতদেহ পাওয়া গেল গাছের ডালে ঝুলন্ত অবস্থায় l ভিকটিমের বাবার অনুমান, ওই গ্রামেরই দুজন যুবক তার মেয়েকে ধর্ষণ ও খুন করে l ৩)মহারাষ্ট্রের লোনাভালার একটি রিসর্টে সাত বছরের শিশুর মৃতদেহ পাওয়া গেল, মেয়েটি নিখোঁজ থাকার দুদিন পর l আংশিক অন্ধত্বে আক্রান্ত এই শিশুটি গিয়েছিল আত্মীয়ের বিয়ের নিমন্ত্রণে l তাকে ধর্ষণ করে খুন করা হয় l ৪)উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরে একইসাথে দুই শিশুকন্যাকে (পরস্পর তুতো বোন) ধর্ষণ করে পাড়ারই এক বছর পঞ্চাশেকের প্রৌঢ l৫)কোলকাতায় বিজেপি-র পার্টি অফিসে একটি পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় সতেরো বছর বয়সী জনৈক যুবককে l৬)হরিয়ানার রোহতক গ্রামের গণধর্ষণ কাণ্ড- একটি আঠাশ বছর বয়সী মেয়ে তিন দিন নিখোঁজ থাকার পর তার ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায় যখন তার দুটো হাত, বেশ কিছু অত্যাবশ্যকীয় অঙ্গ ও শরীরের বাঁদিকটা পশুতে খেয়ে গেছে l মেয়েটিরদেহে লাঠি ও পাথর ঢুকিয়ে দেওয়া হয়েছিল, প্রবল মারধর করে অচেতনও করে দেওয়া হয়েছিল l এই ঘটনার প্রেক্ষিতে আটজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ এবং নবম ব্যক্তিকে খোঁজা হচ্ছে l৭)দিল্লির নিজামুদ্দিনে একটি স্কুলের বত্রিশ বছর বয়সী এক ফিজিকাল ইন্সট্রাকটর ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ l ৮)পুরুলিয়ার জনৈক স্কুল-বাস ড্রাইভারকে,চার বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় l৯)জয়পুরে উনিশ বছর বয়সী একটি জাপানি মহিলা পর্যটককে ধর্ষণ করে চব্বিশ বছরের যুবক l অপরাধ স্বীকার করার পর সাতজন বন্ধুর সহায়তায় সে শহর ছেড়ে পালায় l অবশেষে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে পুলিশ এবং দোষীকে গ্রেফতার করতে সক্ষম হয় l ১০)মালদা জেলার কালিয়াচকে ন’ বছরের একটি শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করে তেত্রিশ বছরের যুবক l১১)মার্চ মাসের মধ্যরাতে রানাঘাটের একটি কনভেন্ট স্কুলে বাহাত্তর বছরের জনৈক সিস্টারকে গণধর্ষণ করা হয় l ঘটনায় আরো তিনজন সিস্টার দুষ্কৃতীদের দ্বারা গুরুতর আহত হয়েছিল l রানাঘাটের কাণ্ডের দিনেই, এন্সেফেলাইটিস-এ মারা গেল লড়াকু মেয়ে সুজেট জর্ডন, ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে পার্ক স্ট্রিটে ঘটে যাওয়া বহুচর্চিত ও বিতর্কিত গণধর্ষণ কাণ্ডের সেই ভিকটিম, দুই শিশুকন্যা ও অসমাপ্ত ‘কেস’-কে পিছনে রেখে l ১২) সম্প্রতি, মে মাসে, আর জি কর হাসপাতাল চত্বরের মধ্যেই মাঝরাতে ২৪ বছরের একটি মেয়েকে ধর্ষণ করে হাসপাতালে কর্তব্যরত দুজন লিফ্টম্যান l
    ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে, দেশে প্রতিদিন গড়ে বিরানব্বই থেকে তিরানব্বই জন মহিলা ধর্ষিত হয়ে চলেছে l এবং চুরানব্বই শতাংশ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি(/রা) ভিকটিমের পূর্বপরিচিত l

    ধর্ষণ ও ধন-তন্ত্র
    ...................
    ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো ১৯৭১ সাল থেকে ধর্ষণের খতিয়ান নথিভুক্ত করতে শুরু করে l জানা যাচ্ছে, সে বছর রিপোর্টেড রেপ কেসের সংখ্যা ছিল ২৪৮৭ l আইপিসি-৩৭৬ ধারায় ২০১৩ সালে দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে রিপোর্টেড রেপ কেসের সংখ্যা ৩৩৭০৭l২০১২-র রিপোর্টেড রেপ কেসের সাপেক্ষে এই সংখ্যা ৩৫.২ শতাংশ বেশি !আবার গত ১০ বছরের খতিয়ান দেখলে জানা যায়, ২০০৩ থেকে ২০১৩-এ রিপোর্টেড রেপ কেসের শতাংশের হার বেড়েছে ৯১.৮ ! এই বৃদ্ধির কারণ হিসেবে বলা যায়, এক- সত্যিই ধর্ষণের সংখ্যা বেড়ে চলেছে, দুই- ধর্ষণের হার যা ছিল তাই আছে, কিন্তু মহিলাদের মধ্যে সামাজিক প্রতিবন্ধকতা বা সোশাল স্টিগমা-গুলোকে অতিক্রম করে অপরাধীদেরদের প্রতি অভিযোগ জানানোর প্রবণতা বাড়ছে l ‘স্লাট শেমিং এন্ড ভিকটিম ব্লেমিং’, মানে ঘটনা যাই ঘটে থাকুক না কেন আসলে তো মেয়েটি মাঝরাত্তিরে একা বেরিয়েছিল, আসলে তো মহিলার পোশাক বড্ডবেশি খোলামেলা ছিল কিংবা আসলে তো ও মেয়ে নয় মেয়েছেলে- এইসব মিথ ভেঙে প্রতিবাদ জানাতে সক্ষম হচ্ছে বহু মহিলাই l ২০১৩ সালে দেশে রিপোর্টেড ইনসেস্ট রেপ কেসের সংখ্যা ছিল ৫৩৬ ও আক্রান্তের সংখ্যা ৫৪৮ l ইনসেস্ট রেপের ক্ষেত্রেও আশির দশকে বাড়ির ছোট বৌমাকে শাশুড়ি যেমনটা বোঝাতে সমর্থ হতেন- আহা নিজেরই তো শশুরমশাই, অমন হয়ে থাকে, তুমি বাপু পাঁচকান কোরো না- মেয়েরা কিছুটা হলেও এখন ক্রমে ক্রমে উপেক্ষা করতে চাইছে বা পারছে এইসব পরোক্ষ হুমকিকে l তবে,একটা ধর্ষণ ঘটে যাওয়ার পর ধর্ষকের শাস্তি যতটা জরুরি, ততটাই গুরুত্বপূর্ণধর্ষণের উৎসগুলোকে খুঁড়ে বার করা l ফাঁসি বা যাবজ্জীবন কারাবাসেরভয় দেখিয়ে ধর্ষণ বা যৌন হেনস্থার ঘটনা আটকানোর থেকে অধিক কার্যকরী সার্বিক সচেতনতার বোধ তৈরি করা l বহু ক্ষেত্রেই ছোটবেলা থেকে মেয়ে ও ছেলেদের পৃথক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা শুরু করানোর বা আলাদা পরিবেশে বড় করার ফলে শিশুমনে একটা অদ্ভুত ধারণা পুষ্ট হতে থাকে যে মেয়েরা ভিনগ্রহের জীব l তাদের প্রত্যঙ্গের বেড়ে ও গড়ে ওঠা ছেলেদের থেকে বিলকুল আলাদা এবং আশ্চর্য এক রহস্যের জালে আবৃত l বয়ঃসন্ধিতে সেই কৌতুহল আরো চরমে পৌঁছয় l বাড়ির কিশোরটি যুবতী বুয়ার পাতিয়ালায় রক্তের ছিটে দেখে বিচলিত ও সন্দিগ্ধ হয়ে ওঠে l অধিকাংশ মধ্য-চিত্তের পরিবারেই তাকে মাথায় হাত বুলিয়ে কেউ বোঝাতে আসে না, এটি একটি স্বাভাবিক ঘটনা, ঠিক যেমনটা ওই নাইট ফলস-ও l বোঝালে, অপরাধবোধ ও অপরাধের প্রবণতা কমত বৈ বাড়ত না l নারী-পুরুষ-ভিন্নলিঙ্গ বহিরঙ্গে পৃথক, শারীরবৃত্তীয় কারণে আলাদা, সাংস্কৃতিক প্রেক্ষিতে সেসব ডিসক্রিমিনেশন-কে অতিক্রম করা উচিত, এই বোধটা মানবিক বিকাশের এক্কেবারে শুরু থেকে কোথাও মাথার ভেতর রোপণ করা দরকার l প্রশ্ন উঠতেই পারে, মধ্যপ্রদেশের প্রত্যন্ত গ্রামে কোএডুকেশন কালচার এবং অত্যাবশ্যক সেক্স এডুকেশনএকটি ষোলো বছরের মেয়েকে স্কুলমুখী করে তোলার পক্ষে পরিপন্থী হয়ে উঠবে না কি? বলা বাহুল্য এ পরিবর্তনও একদিনে ঘটবে না l কিন্তু সর্বাগ্রে তো প্রতীত হতে হবে শিক্ষার কান্ডারীদেরও, যারা বদলটা আনতে পারবে !
    ২০১৩-র রিপোর্টে, রিপোর্টেড রেপ কেসের সংখ্যা ৩৩৭০৭ হলেও ভিকটিমের সংখ্যা কিন্তু ৩৩৭৬৪ l এই পরিসংখ্যানকে বয়সের নিরিখে ভাগ করে দেখা গেছে: ১০ বছর বয়স পর্যন্ত ধর্ষিত নারীর সংখ্যা ১৫৮৪, ১০-এর বেশি বয়স থেকে ১৪ বছরের মধ্যে ২৮৪৩, ১৪-র বেশি বয়স থেকে ১৮ পর্যন্ত ৮৮৭৭, ১৮-র অধিক থেকে ৩০ অবধি ১৫৫৫৬, ৩০-এর বেশি থেকে ৫০ পর্যন্ত ৪৬৪৮, ৫০-এর ঊর্ধে ২৫৬ l স্পষ্টতই ১৮ থেকে ৩০ এই বয়সকালকে রিপোর্টের ভিত্তিতে সবচেয়ে বেশি ভালনারেবল ধরা যেতে পারে l কারণটা বোধ করি এই যে, ভারতীয় (অপ)সংস্কৃতিতে যৌবনের কনসেপ্ট মূলত এই বয়সের পরিসরে সীমাবদ্ধ l গয়নার বিজ্ঞাপনে কচি মেয়েটি যেমন মায়ের চুড়ি হাতে গলিয়ে রমণী হয়ে উঠতে চায়, তেমনই মধ্যবয়সী নারীকে সাবান মাখিয়ে বয়স কমানোর চেষ্টা চালানো হয় এবং স্তাবকের কণ্ঠ থেকে ভেসে আসে- আপকো দেখকে তো উমর কা পাতা হি নহি চলতা ! একটা বড় সংখ্যক মূল ধারার ঝিনচ্যাক দিশি ছবিতে নায়িকার বয়স কিচ্ছুতেই তেইশের বেশি হয়না l গোটা বিপণনের দুনিয়া যৌবন বেচতে বদ্ধপরিকর l এবং যারা খাচ্ছেতাদের কাছে ‘পূর্ণযৌবনা’ নারীকে সবচেয়ে বেশি উপভোগ্য হিসেবে পরিবেশন করার অদম্য প্রয়াস l ফলত এরাই ‘টার্গেট’ l আর উন্নয়নশীল দেশে পূর্বোল্লিখিত কনসেপ্ট-এর সাথে ভার্জিনিটি-র পাঞ্চ মিশিয়ে দিলে ১৪ থেকে ১৮-র ভীতিপ্রদ সংখ্যার ব্যাখ্যাটা জলের মতো পরিষ্কার হয়ে ওঠে l ১৬ই ডিসেম্বর ২০১২-র দিল্লি কাণ্ড সমাজের পক্ষে একটা কালো দিক হলেও ধর্ষণের সংজ্ঞায় তা কিছুটা আলো দেখাতে পারলো l এই ঘটনার অব্যবহিত পরে সরকারের পক্ষ থেকে নিযুক্ত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত জাস্টিস যে.এস ভার্মা-র তত্ত্বাবধানে গঠিত কমিটির সিদ্ধান্তে ২০১৩ সালের ৩রা ফেব্রুয়ারি আইপিসি-৩৭৫ ধারায় বেশ কিছুটা (উত্তর)আধুনিকতার ছোয়াঁচ লাগলো lআমরা জানলাম, ধর্ষণ শব্দটা শুধুমাত্র যোনি ও লিঙ্গের মধ্যে সীমাবদ্ধ করে রাখার বিষয় নয় l আরো কিছু বয়সসীমা ও শর্তের তারতম্য ঘটানো হলো পরিমার্জিত সংজ্ঞায় l তবে ম্যারাইটাল রেপ এখানেও অপরাধ হিসেবে গণ্য হলো না l ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র ২০১২-র রিপোর্টে আমরা দেখেছি দেশে মোট ১০৬৫২৭ জন মহিলা গৃহনির্যাতন (আইপিসি ৪৯৮ এ)-র শিকার l এখানে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়তে অর্থাৎ ত্রিপুরার পরেই l যেখানে ডোমেসটিক ভায়োলেন্স-এর পরিসংখ্যান এ হেন, সেখানে বৈবাহিক ধর্ষণের সংখ্যাও যে বিপুল হবে তা সহজেই অনুমেয় l
    যৌনাচারে নারীটি নিয়ন্ত্রিত হবে তার পুরুষটির দ্বারা, এই মিথ-এর কারণেই বোধ করি ম্যারিটাল রেপ-কে শুধুমাত্র ‘রাফ সেক্স’ হিসেবে চালিয়ে দেওয়ার একটা কালচার আগেও ছিল এবং এখনও আছে l নাহলে রাষ্ট্র দ্বারা নির্ধারিত পুরুষতান্ত্রিক পরিবার-পরিকাঠামোর সুখী সুখী ইমেজ ঝুরঝুর করে ভেঙে পড়ার অবশ্যম্ভাবী সম্ভাবনাথেকে যায় l ১৯৭৫ সালে কেমব্রিজ ডকুমেন্টারি ফিল্মস-এর জন্য মার্গারেট লাজারাস ও রেনার উন্ডারলিচ ‘রেপ কালচার’ নামে একটি তথ্যচিত্র বানান যেখানে নারী ও পুরুষ উভয়কেইধর্ষণ করার যে প্রবণতা তাকে ‘স্বাভাবিক’ বলার বিরুদ্ধে অভিমত প্রকাশ করা হয় l ছবিটা ধর্ষণের ধারণাকে প্রথম সংজ্ঞায়িত করার স্বীকৃতি পায় lপ্রসঙ্গত মনে পড়ে যাচ্ছে এর ঠিক ত্রিশ বছর পরে, ২০০৫ সালে ভারতে মুক্তিপ্রাপ্ত‘মাতৃভূমি’ ছবিটির কথাও যা একইসাথে ফিমেল ফিটিসাইড, ডাওরি, ম্যারাইটাল রেপ, ইনসেস্ট রেপ ও ডোমেস্টিক ভায়োলেন্স-এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিল l মোদ্দা কথাটা হলো উৎস যাই হোক না কেন, আর্থসামাজিক সমস্যা, জাতিবিদ্বেষ, লিঙ্গবৈষম্য, ধর্মীয় ভেদভাব, হোমোফোবিয়া, যুদ্ধ পরিস্থিতি, পর্নোগ্রাফি, মানসিক বিকার ইত্যাদি প্রভৃতি, মূল লক্ষ্য কিন্তুআঘাত করার মধ্যে দিয়ে ক্ষমতাপ্রদর্শন l পাওয়ার এক্সারশন l বীরভোগ্যা পৃথিবী ও রূপমুগ্ধা নারী- এই কনসেপ্ট থেকে যেমন একজন বলশালী রাজা ভূমি দখল করার পর জমিতে তলোয়ার পুঁতে জাহির করতো ওই পরিসরের ওপর তার কতৃত্ব, একজন পুরুষও নারীর মুখ, যোনি, পায়ু অথবা শরীরের যেকোনো ছিদ্রে লিঙ্গ বা অন্যকোনো বস্তুর প্রবেশ ঘটিয়ে তার ক্ষমতাকে প্রদর্শন করায় l পেনিট্রেশন- মাটি হোক বা রমণী, গ্রোথিত করার মাধ্যমে তার ওপর ক্ষমতাশীলের অধিকারপ্রয়োগ l অথচ শুধু ধর্ষণ কেন, আমরা যাকে স্বাভাবিক যৌনাচার বলে জানি, সেখানেও এই পুরুষতন্ত্র ও ক্ষমতাপ্রদর্শনের রাজনীতি l কারণ চিকিৎসা বিজ্ঞানের উন্নততর গবেষণা জানায়, নারীর অরগ্যাজম ‘কেবলমাত্র’ পেনিট্রেশন কেন্দ্রিক- এটাও স্রেফ একটা মিথ !
    সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে একক ব্যক্তির দ্বারা ধর্ষণের সাথে সাথে গণধর্ষণের ঘটনাও অনেক বেশি ঘটছে lগবেষণা বলছে এর পেছনে কারণগুলো মূলত যৌনতার অধিকারপ্রয়োগ, বিনোদন ও শাস্তি দেওয়ার প্রবণতা l একজন পুরুষ এককভাবে ধর্ষণ করাকালীন যতখানি বলপ্রয়োগ করতে সক্ষম, দলবদ্ধ অবস্থায় তার আঘাত করার ক্ষমতা বেশ কয়েকগুণ বেড়ে যায় l গণধর্ষণের ক্ষেত্রে সাধারণত তিনজন বা তার বেশি মানুষ অংশগ্রহণ করে যারা বেশিরভাগ ক্ষেত্রেই বয়সে তরুণ l বলা বাহুল্য, এ বিষয়টি অনেক বেশি হিংসাত্মক এবং যৌন অত্যাচারের পাশাপাশি অযৌন অত্যাচারও করা হয় ভিকটিমকে l যুদ্ধ বা দাঙ্গার পরিস্থিতিতে মহিলাদের গণধর্ষণের মাধ্যমে ভিকটিম ও তার কম্যুনিটিকে ভয় দেখানোর জন্য ব্যাপক হারে গণধর্ষণের প্রবণতা দেখা গেছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন সময়ে l তবে সাধারণভাবে, যুবসমাজের বেকারত্ব আর নেশাগ্রস্ততাকে গণধর্ষণের বড় কারণ বলে দাবি করছেন সমাজবিজ্ঞানীরা l আর যারা গণধর্ষিত হচ্ছে তারা অধিকাংশ ক্ষেত্রে নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের সদস্য l কেননা সামাজিক কারণেই তাদের প্রতিরোধ করার ক্ষমতা ও সাহস বহুলাংশে কম l আমাদের দেশে এখনও আলাদা করে গণধর্ষণের রেকর্ড সংগ্রহ করা হয়না l হলে দেখা যাবে সার্বিক পরিস্থিতির মতোই গণধর্ষণের ঘটনাও ক্রমবর্ধমান l

    না-ফুরোনো গল্পগুলো
    ............................
    বড় বেদনার বোধও ক্রমে ঝাপসা হয়ে আসে l মেয়েটির স্বজনেরা, এমনকি সে নিজেও শরীর-মনের ক্ষতগুলোর সাথে অভ্যস্ত হয়ে যেতে থাকে ধীরে ধীরে l আর আমরা যারা খবর কাগজের পাতায় ঘটনার বিবরণ পড়লাম, দু’চারদিন ভেতরে ভেতরে কোথাও আগুনটুকু জ্বলল, তারাও দ্রুত ফিরে যেতে চাই পরিচিত স্বাভাবিকতায় l টানা বিয়াল্লিশটা বছর ভেজিটেটিভ স্টেটে অরুণা শানবাগ পড়ে ছিল হাসপাতালের বিছানাতে l ১৯৭৩ সালের ২৭শে নভেম্বর সোহনলাল বাল্মীকি নামে সরকারি হাসপাতালের এক চতুর্থ শ্রেণীর কর্মী পঁচিশ বছর বয়সী একটি নার্সকে গলায় কুকুরের চেন বেঁধে সোডোমি অর্থাৎ পায়ুছিদ্র দিয়ে ধর্ষণ করে l সেই নার্স, মানে অরুণার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, ব্রেন স্টেম ও সারভাইকাল কর্ড ক্ষতিগ্রস্ত হয় এবং কর্টিকাল ব্লাইন্ডনেস ঘটে l সোহনলালের কেবল সাত বছরের হাজতবাস হয় ‘ডাকাতি ও খুনের চেষ্টার অপরাধে’, কেননা আইপিসি-৩৭৬ অনুযায়ী সোডোমি-র মাধ্যমে ধর্ষণকে তখন ধর্ষণ হিসাবে স্বীকৃতি দেওয়া হতো না l গত ১৮ই মে ২০১৫ তে, অরুণা ‘মরিয়া প্রমাণ করিল সে মরে নাই’ lযদিও তার অস্তিত্বের, চেতনার, মৃত্যু ঘটেছিল বহু বছর আগেই l
    বিহারের দেওঘর থেকে ত্রিশ কিলোমিটার দূরে পারারিয়া গ্রামে এক রাতে উনিশজন আদিবাসী মহিলা ধর্ষিত হয় l নিমিয়া, রাধিয়া, দারিয়া, সুমিয়া ও ভগবতিয়া, পারারিয়া গণধর্ষণ কাণ্ডে (১৯৮৮) মাত্র এই পাঁচজন ছিল অভিযোগকারী l যে ষোলো জনের বিরুদ্ধে কোর্টে যায় এই মহিলারা, তারা সকলেই ছিল পুলিশকর্মী, চৌকিদার ও হোমগার্ড l ধর্ষণের সাথে সাথে মারধর ও তাদের বাড়িতে লুঠতরাজও চলে l অভিযোগ দায়ের করা সত্বেও ধর্ষিতদের যথাযথ মেডিকেল পরীক্ষা হয়না l সরকারি পক্ষ থেকে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয় l এবং পরবর্তীকালে ওই পাঁচজন মহিলাকে প্রতারক হিসেবে সাব্যস্ত করা হয় l বলা হয়, মিথ্যাচারের জন্য এরা যেকোনো কিছু করতে পারে কারণ হাজার টাকা এদের কাছে সত্যিই অনেক l
    ২০০২-এর গুজরাত দাঙ্গায় অসংখ্য মুসলিম মহিলাকে ধর্ষণ করা হয় যার হিসাব কেউ দেয়নি আজ পর্যন্ত l
    ২০০৩ সালে একজন আঠাশ বছর বয়সী সুইস ডিপ্লোম্যাট-কে তার নিজের গাড়িতে ধর্ষণ করা হয় l ধর্ষিত তার বিবৃতিতে বলে- ধর্ষকদের একজন অনর্গল ইংরিজিতে কথা বলে যাচ্ছিল l এমনকি তাকে প্রশ্ন করছিল সুইজারল্যান্ড সম্পর্কে, আর সম্ভবত ভারতীয় সংস্কৃতি নিয়ে তাকে জ্ঞানও দিচ্ছিল !
    মণিপুরের বত্রিশ বছর বয়সী মেয়ে মনোরমাকে আসামের সৈন্যরা বাড়ি থেকে তুলে নিয়ে যায় ‘রাষ্ট্রদ্রোহীদের’ সঙ্গে যোগাযোগের অপরাধে l কয়েক ঘন্টা পর তার বিক্ষত শরীর পাওয়া যায় l মনোরমার তলপেট ঝাঁঝরা হয়ে গিয়েছিল অসংখ্য বুলেটের আঘাতে l সালটা ২০০৪ l
    ২০০৯ সালে ভারত-শাসিত কাশ্মীরের সোপিয়ান টাউনে দুটি তরুণীকে গণধর্ষণ করে হত্যা করা হয় l প্রতিবাদে টানা সাতচল্লিশ দিন সশস্ত্র আন্দোলন ও ধর্মঘট চলে l
    মাওবাদীদের সংবাদপ্রেরক সন্দেহে ২০১১-র অক্টোবর পর্যন্ত সোনি সোরি-কে ছত্তিসগড়ের জেলে আটকে রাখা হয় l জেল থেকে বেরোনোর পর সোনি সুপ্রিম কোর্টে অভিযোগ জানায়, বন্দী থাকাকালীন তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল ও তার যোনিপথে ঢুকিয়ে দেওয়া হয়েছিল পাথর l
    ২০১২ সালে উত্তর প্রদেশের একটি থানার ভেতরে সোনম নামে চোদ্দ বছরের একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয় l
    ২০১৩ সালে কলকাতা থেকে কুড়ি কিলোমিটার দূরে কামদুনি গ্রামে কুড়ি বছর বয়সী কলেজ পড়ুয়াকে গণধর্ষণ করে খুন করা হয় l ন’জন অভিযুক্তের মধ্যে আটজনকে গ্রেফতার করে পুলিশ l আপাতত তদন্দের ভার সিবিআই-এর হাতে l ভিকটিমের পরিবার ও বন্ধুরা বিচারের অপেক্ষায় l
    এমন আরো একগুচ্ছ জানা অজানা ঘটনা নিয়ত ঘটে চলেছে চারপাশে l তার কতগুলো কেস রিপোর্টেড হচ্ছে? ঠিক কতগুলো ঘটনার মীমাংসা হচ্ছে? কতজন অভিযুক্ত শাস্তি পাচ্ছে? ‘তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ’–এর চক্করে একাধিক প্রমাণ লোপাট হয়ে যাবে l উচ্চবংশের ছেলে দলিতের মেয়েকে ধর্ষণ করে না- এমন হাস্যকর কিছু যুক্তি সাজিয়ে বেমালুম ছাড়া পেয়ে যাবে ধর্ষক l অমুক যখন শাস্তি পেল না তখন আমাদেরই বা কে কী করবে- এমন মনোবল নিয়ে ধর্ষণে উদ্যত হবে আরো আরো পুরুষ l ধৈর্য্যচ্যুতি ঘটবে ভিকটিম ও তার পরিবারের l কোনো কোনো ধর্ষিত অর্থের বিনিময়ে কন্যাসন্তানের ভবিষ্যত সুনিশ্চিত করতে চাইবে l অন্তত এই রাষ্ট্রব্যবস্থায় সেই চাওয়াটুকু জাস্টিফায়েড l আর যাদের হাতে ভুবনের ভার, দেখাই যাচ্ছে,নারী-পুরুষ নির্বিশেষে তাদের একটা বড় অংশ চরম পুরুষতান্ত্রিকতা, ক্ষেত্রবিশেষে চূড়ান্ত অশিক্ষার শিকার l রিপোর্টের ভিত্তিতে সামাজিক অবক্ষয়ের কাটাছেঁড়া চলবে, চলবে সামাজিক অবক্ষয়ের ভিত্তিতে রিপোর্টের কাটাছেঁড়াও l বয়স উনিশ লিখে যে পনেরো বছরের মেয়েটিকে শহর কোলকাতা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে বিয়ে দিয়ে দিল তার মা-বাবা, ইনসেস্ট রেপের খতিয়ানে তার বয়স কিন্তু রইলো উনিশই l ১৮ থেকে ৩০-এর এই লম্বা ঘরটিকে কেন ১৮ থেকে ২৪ এবং >২৪ থেকে ৩০–এ ভাগ করা হলো না, প্রশ্ন থেকে যাবে l জানা হবে না, আঠেরো বছরের কমবয়সী একটি ছেলে যদি গণধর্ষণে সামিল হয় এবং পূর্ণাঙ্গ ধর্ষণে সক্ষম হয় তাহলে শাস্তি ঘোষণার সময় তাকে কেন দেখা হবে একজন নাবালক হিসেবেই? এক্ষণে প্রশ্ন উঠবে সাবালকত্বের মাপকাঠি, ভোটাধিকার, মদ্যপান, বিবাহের বয়স এবং রাষ্ট্র কতৃক নির্ধারিত অন্যান্য নানাবিধ মাইলস্টোন নিয়েও l বরং আজ থাক l উত্তর খোঁজা যাবে অন্য কোথাও... অন্য কোনোখানে...
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ২৭ আগস্ট ২০১৫ | ৮২০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.160.98.96 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৪:৫২68138
  • পুলিশ কারাটে ক্যাম্প অর্গানাইজ করলে বা ধরা যাক সরকার যদি স্কুল পাঠ্যক্রমে সেল্ফ ডিফেন্স কোর্স ইন্ট্রোডিউস করে - তার মনে কি এই যে পুলিশ/সরকার তাদের নাগরিক-কে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে?

    তর্কটা মনে হয় এইখানে দাঁড়িয়ে।
  • :( | 69.160.210.3 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৫:২৪68132
  • পক্ষে বিপক্ষে একটা এক্সটেনসিভ সামারি হোক। বন্দুক রাখতে চাইলে হুকোবাবুকে ভুলবেন না। যে কোনো অস্ত্রের ব্যবহার দ্বিপাক্ষিক হতে পরে মনে রাখবেন। ছ্যাঁচড়া ছিঁচকে খুচরো সুযোগসন্ধানী অপরাধীদের সাথে কঠিন ক্রিমিনালদের গুলোবেন না। সবার ক্ষেত্রে একই ভাবে অ্যাপ্লিকেবেল কোনো জেনেরালাইজদ মডেলের খোঁজ করবেন না। যাত্রা শুভ হোক।
  • /\ | 152.4.206.228 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৫:২৭68139
  • আমার মনে হয় এটা আদৌ তর্কের বিষয়বস্তুই হওয়া উচিত না। রাষ্ট্রকে তার কর্তব্য পালন করতেই হবে। আমি আত্মরক্ষার কৌশল শিখব মানে রাষ্ট্র আমার নিরপত্তা দেওয়ার দায়িত্ব ঝেড়ে ফেলবে, এটা কোন অপশানই না।

    দিল্লী পুলিশের ইনিশিয়েটিভ যেটা দেখলাম, সেখানেও মনে হয়না এরকম কিছু ইমপ্লাই করা হয়েছে বলে। যারা পেপার স্প্রে ব্যবহার করার পরামর্শ দেয় (দাবী না) তারাও মনে হয়না এরকম বলে যে তোমার কাছে তো পেপার স্প্রে রইল, এবার সব দায়িত্ব তোমার। মেয়েদের (বা ছেলেদের) আত্মরক্ষার কৌশল অবলম্বন করার পরামর্শ দেওয়া মানে এই না যে পুলিশের দায়িত্ব কমাতে বলা হচ্ছে।
  • aranya | 154.160.98.93 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৫:৩৮68140
  • এগ্রিড, আমারও আপনার মতই মনে হয়। রাষ্ট্র আত্মরক্ষার কৌশল শিখতে উৎসাহ দিচ্ছে, দ্যাটস অল।
    তার মনে এই নয় যে রাষ্ট্রের দায়িত্ব কমে গেল। এমন কোন ইম্প্লিকেশন-ও থাকতে পারে না।
  • ঈশান | 214.54.36.245 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৬:০৭68141
  • শুধু ঝেড়ে ফেলা নয়, দিল্লি পুলিশের এই নারী নির্যাতনসংক্রান্ত পুরো দৃষ্টিভঙ্গীটাই অসম্ভব পিতৃতান্ত্রিক। গোটা দেশেই হয়তো তাই, কিন্তু দিল্লিতে চোখে পড়ে ক্যাটক্যাট করে। এই ট্রেনিং ক্যাম্পটা নতুন জানলাম। এর আগে দিল্লি পুলিশ প্রথম ধর্ষণবিরোধী ক্যাম্পেনটাই ছিল দাদা-ভাই ইত্যাদিদের মহিলাদের সম্মান রক্ষায় এগিয়ে আসতে হবে। একজন পেশীবহুল ফিল্মস্টারকে রেখে অ্যাড করা হয়েছিল। সেটা শুধু দায় ঝেড়ে ফেলাই নয়, দাদাগিরিকে তোল্লাই দেওয়া। বাপ-দাদারা মেয়েদের "সম্মান" রক্ষা করবে, সেই একই সিকোয়েন্সে তারপর অসবে পাড়ার দাদারা। সে নিয়ে বিস্তর চিল্লামিল্লি হয়েছিল, সবাই জানেন।

    এর পরের ফেজে দেখা গেল, দিল্লি পুলিশ অতিসক্রিয় হয়েছে। ধর্ষণের কেসের সংখ্যা বেড়ে গেল। সেসব এনসিআরবি ডেটাতেও এল পরে। তা, সে ভালো কথা। কিন্তু পরে, কেস বাই কেস একটা স্টাডিতে দেখা গেল এক অপূর্ব চিত্র। ধর্ষণের কেসগুলির সিংহভাগ আসছে বাপ-দাদার-পরিবারের অমতে একটি মেয়ের বিয়ে করার ঘটনায়। অর্থাৎ, বাপ-দাদা-পরিবারকে "অসম্মান" করে যে প্রেমজনিত বিয়েথা গুলি করছে মেয়েরা, তাদের বর বা প্রেমিককে ধরে ধর্ষণের কেস দেওয়া হয়েছে। সঙ্গে কিছু "ফাঁসানো"র কেস ও আছে। এরাই দিল্লির রিপোর্টেড ধর্ষণের ষাট শতাংশের বেশি (আরও বেশিই হবে, ঠিক সংখ্যাটা মনে নেই)। উল্টোদিকে, আনরিপোর্টেড কেসের পরিমান কিছু কমেছে বলে শুনিনি।

    এবং এরও পরের ধাপে, যেটা কাল জানলাম, সেল্ফ হেল্প। রুখে দাঁড়ান ইত্যাদি। মডেলটা খুব পরিষ্কার। পরিবার বা পাড়ার দাদারা মেয়েদের সম্মান রক্ষা করুন। মেয়েরাও একটু হাত পা ছুঁড়ুন, কিন্তু সে ওই পরিবার বা খাপ নির্দিষ্ট মাপকাঠির মধ্যে। "খাপসে আজাদি"র চেষ্টা করলে পুলিশ তখন সক্রিয় হবে। আপুনার প্রেমিককে ধরে জেলে পুরবে।

    পুরো পিকচারটা হল এই। হাত ঝেড়ে ফেলা তো শুধু একটা খন্ডাংশ। সেটা তো আছেই। সঙ্গে একটা খাপ মেন্টালিটিকে প্রোমোট করা হচ্ছে। রাষ্ট্র এবং পুলিশ খাপের পরিপূরক হিসেবে কাজ করতে শুরু করেছে, সেটা থেকে নজর ঘোরানোর জন্য এই সেল্খ ডিফেন্সের চক্কর। অনেক মানুষ তাতে ভুলছেন, সে তো দেখাই যাচ্ছে।
  • aranya | 154.160.98.94 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৬:১৭68142
  • ঈশান একটা কনস্পিরেসি থিয়োরি-র কথা বলছে - এ তো কখনো প্রমাণ, অপ্রমাণ কিছুই করা যাবে না। শুধু তর্ক করাই সার
  • /\ | 152.4.206.228 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৬:১৮68143
  • পিতৃতান্ত্রিকতা কমাতে হবে তো নিশ্চয়ই। আর হ্যাঁ, বাবা-দাদারা মেয়েদের সম্মন রক্ষা করবে এটা একটা গা গুলানো কনসেপ্ট। সেই জঘন্য হিন্দি সিনেমার ডায়ালগটার মতো, "ঘরে মা বোন নেই?" এগুলো অতি অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে।

    তবে মেয়েরা যদি নিজের আত্মরক্ষা নিজেই করতে চায় আর সেইমতো কৌশল অবলম্বন করতে চায় তো সেরকম পরামর্শও অবশ্যই দেওয়া যেতে পারে। সরকার থেকে সেল্ফ হেল্পে উতসাহ দিলেও সেটা ভালো। তাতে যদি পিতৃতান্ত্রিকতার ঝোঁক থাকে তো সেটা কমাতে হবে। কিন্তু সেল্ফ হেল্পের কনসেপ্টটা ভালো, তার সাথে পিতৃতান্ত্রিকতা গুলিয়ে ফেলার দরকার নেই।
  • ঈশান | 214.54.36.245 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৬:২৬68144
  • কনস্পিরেসি কেন হবে? জাঠ কুলপতিরা কি আর পুলিশের সঙ্গে ষড়যন্ত্র করছেন? আমার একেবারেই তা মনে হয়না। তবে ধ্যানধারণাটা একই গোত্রের পিতৃতান্ত্রিক, বা বলা উচিত সামন্ততান্ত্রিক। এবং সেল্ফ ডিফেন্স এখানে কোনো গুলাবী গ্যং তৈরির উদ্দেশ্যে করা হচ্ছেনা। মেয়েদের নিজেদের রক্ষা করতে হবে, এটা তো শুধু একটা একলা ধারণা নয়, বাপ-দাদা-পাড়ার লোকেদেরও মেয়েদের প্রতিরক্ষা দিতে হবে, এটাই বিধেয়। এই কনসেপ্টটা চালু হয়ে গেলে, বাকিটা কোথায় গড়াবে, বা গড়াচ্ছে, সে তো পরিসংখ্যানেই স্পষ্ট। যাঁরা বিষয়টা নিয়ে উৎফুল্ল, তাঁরা একটা গুলাবী গ্যাং এর রোমাঞ্চে রোমাঞ্চিত। কিন্তু গুলাবী গ্যাং একটিই, আর খাপ লাখে লাখে।
  • ঈশান | 214.54.36.245 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৬:৩০68145
  • "বাবা-দাদারা মেয়েদের সম্মন রক্ষা করবে এটা একটা গা গুলানো কনসেপ্ট"। কেন গা গুলোনো কেন? শুনতে তো বেশ ভালই। ধরুন, মেয়েদের বাপ-দাদা-বয়ফ্রেন্ডরাও যদি ক্যারাটে শিখে মেয়েদের "রক্ষা" করে, বা বন্দুক-পিস্তল নিয়ে দুষ্কৃতী ঠেকায়, সেটা শুনতে তো বেশ ভালই। বেশ সহজ সরল ফিল-গুড একটা কনসেপ্ট। অসুবিধেটা কোথায়? এইটা বুঝতে চাই।
  • /\ | 152.4.206.228 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৬:৩২68133
  • এটা নিজেই তো চমৎকার একটা সামারি! তিনটে জরুরি পয়েন্টঃ

    ১। যে কোনো অস্ত্রের ব্যবহার দ্বিপাক্ষিক হতে পরে মনে রাখবেন।
    ২। ছ্যাঁচড়া ছিঁচকে খুচরো সুযোগসন্ধানী অপরাধীদের সাথে কঠিন ক্রিমিনালদের গুলোবেন না।
    ৩। সবার ক্ষেত্রে একই ভাবে অ্যাপ্লিকেবেল কোনো জেনেরালাইজদ মডেলের খোঁজ করবেন না।

    (ডিসক্লেমার হিসেবে একটা লাইন যোগ করতে চাই - আমি আত্মরক্ষার কৌশল অবলম্বন করলেও রাষ্ট্রকে তার দায়িত্ব থেকে কোনভাবেই অব্যাহতি দিলাম না। প্রত্যেক নাগরিককে সুরক্ষা দেওয়ার দায় রাষ্ট্রের। তবে সেই আপ্তবাক্যও মনে রাখা উচিত, সেল্ফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প।

    এই ডিসক্লেমার না দিলেও হতো, তবে যেভাবে স্লিপারি স্লোপ আর্গুমেন্টস আনা হচ্ছে তাতে দরকার মনে হল।)
  • রৌহিন | 113.42.127.122 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৬:৩৯68146
  • ঈশান এবার একদম ঠিক জায়গাটায় খুঁচিয়েছে - এই কনসেপ্টটা কেন "গা-গোলানো"। আমার মনে হয় এর উত্তরটা যদি সৎভাবে আসে তাহলেই এই ডিসকোর্সের মূল অবয়বটা স্পষ্ট হবে। ব্রাউনি পয়েন্ট করার চেষ্টা করছি জাতীয় মন্তব্য আসতে পারে জেনেও এটার কী উত্তর আসে দেখার অপেক্ষায় রইলাম -
  • aranya | 154.160.98.94 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৬:৪২68147
  • 'রাষ্ট্র এবং পুলিশ খাপের পরিপূরক হিসেবে কাজ করতে শুরু করেছে, সেটা থেকে নজর ঘোরানোর জন্য এই সেল্খ ডিফেন্সের চক্কর'

    - 'নজর ঘোরানো' কথাটা শুনলে কনস্পিরেসি থিয়োরি মনে হয়
  • সে | 94.75.173.148 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৬:৪৩68135
  • গান * ভায়োলেন্স
  • সে | 94.75.173.148 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৬:৪৩68134
  • এবার দান ভায়োলেন্সটা চাপিয়ে দিতে পারলেই প্রশ্ন কমন পড়ে যাবে, তার জন্যে গরুর রচনাও রেডি আছে উইথ সাইটেশন।
  • /\ | 152.4.206.228 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৬:৫৬68148
  • যে কথাগুলো আমি বলিইনি সেগুলোর ব্যাখ্যা আমার থেকে চাইলে মুশকিল।

    "ধরুন, মেয়েদের বাপ-দাদা-বয়ফ্রেন্ডরাও যদি ক্যারাটে শিখে মেয়েদের "রক্ষা" করে, বা বন্দুক-পিস্তল নিয়ে দুষ্কৃতী ঠেকায়, সেটা শুনতে তো বেশ ভালই।"

    এগুলো আমি বলিনি। তাই এগুলো কেন শুনতে ভালো সেটা আমি বলতে পারব না।

    "বেশ সহজ সরল ফিল-গুড একটা কনসেপ্ট। অসুবিধেটা কোথায়?"

    এটা আমি বলিনি, তাই এটার কি অসুবিধে সেটাও বলতে পারব না।

    "এইটা বুঝতে চাই।"

    যেটা বলিনি সেটা বোঝাতে অপারগ।

    "কেন গা গুলোনো কেন?"

    শুধু এটুকুরই ব্যাখ্যা দিতে পারি। গা গুলানো কারন আমার মনে হয় মেয়েদের আর ছেলেদের সব কিছুতে সমানাধিকার, ইকুয়াল রাইট হওয়া উচিত। কমও না বেশীও না। তাই মেয়েদের আত্মরক্ষাও তারা নিজেরা করলে ভাল্লাগবে, অন্য কেউ এসে করে দেবে এটা আমার ঠিক মনে হয়না। মেয়েরা যদি সেল্ফ হেল্প শিখতে চায়, ক্যারাটে বা ওরকম কিছু শিখতে চায়, ব্যাগে পেপার স্প্রে রাখতে চায় তো সেটা তাদের অধিকার, যদি চায় তো নিজেদের সম্মান নিজেরাই রক্ষা করাটাও তাদের অধিকার। মেয়েদের সেল্ফ হেল্পের পরামর্শ দেওয়াটা কোনভাবেই খাপ বা পিতৃতান্ত্রিকতার সাথে ইকুয়েট করা যায়্না।
  • aranya | 154.160.98.94 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৭:০১68149
  • 'মেয়েদের সেল্ফ হেল্পের পরামর্শ দেওয়াটা কোনভাবেই খাপ বা পিতৃতান্ত্রিকতার সাথে ইকুয়েট করা যায়্না'

    - একমত। নিজের মেয়েকেও কারাটে শিখতে উৎসাহ দিয়েছি। এই উৎসাহ দেওয়াটা কেমন করে পিতৃতান্ত্রিক হয়? যদি না পিতা হিসাবে যা করব তাই পিতৃতান্ত্রিক এমন কোন সরল সমীকরণ থাকে :-)
  • /\ | 152.4.206.228 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৭:০৫68150
  • আমিও আমার দুএকজন আত্মীয়কে উৎসাহ দি। তাদের কেউ শিখছে, কেউ শিখছে না। কে কি করবে সেটা তার নিজের চয়েস। তবে উত্সাহ বা পরামর্শ দেওয়াটা, সরকারি বা বেসরকারি স্তরে, ভালো অপশন। কিন্তু আমরা সবাই একটা ব্যাপারে একমত, এর মানে এই না যে পুলিশের আর কোন দায় থাকবে না।

    পরে লিখব।
  • ঈশান | 214.54.36.245 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৭:১২68151
  • সে তো ছেলেরা বিপদে পড়লে মেয়েরাও রক্ষা করতে পারে। সমানাধিকারই হল। এতে গা গুলোনোর কি আছে বুঝিয়ে দেন।
  • সে | 94.75.173.148 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৭:৫৫68152
  • ব্যাপারটা এখন ক্যারাটে মার্শাল আর্ট পেপার স্প্রে সেল্ফ ডিফেন্স থেকে ডাইভার্জ করছে।

  • সে | 94.75.173.148 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৮:০৫68153








  • সে | 94.75.173.148 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৮:১৪68154








  • ঈশান | 202.43.65.245 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৮:৫৬68155
  • মার্কিটিং ক্যাম্পেন চালিয়ে যান। আমি ক্ষান্ত দিলাম। পোস্টারের কাউন্টার আর্গুমেন্ট কিকরে দিতে হয় জানিনা। :-)
  • haldar | 149.72.158.28 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ০৯:৪৮68156
  • TB | 118.171.131.188 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ১০:০১68157
  • ক্ষান্তি দিলেই কি প্রভু ক্লান্তি ক্ষমা কর্বেন?
  • de | 24.139.119.171 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ১১:০১68136
  • আত্মরক্ষার ক্ষমতা আত্মবিশ্বাস বাড়ায়। সেটা সবারই কিছু কিছু শিখে রাখা ভালো - ছেলে বা মেয়ে ! যার ইচ্ছে শিখবে - না হলে শিখবে না। কিন্তু কাল কোন মহিলা শ্লীলতাহানির কমপ্লেন দায়ের করতে গেলে যদি পুলিশ বলে "ক্যারাটে টা কেনো শেখেন্নি, পেপার স্প্রে কেনো সাথে রাখেন্না, ডান-পটকান প্যাঁচ জানেন্না, একটু কুস্তিও তো শিখলে পারেন, নিদেনপক্ষে মিনিটে কয়েকশো মিটার দৌড়নো তো প্র্যাক্টিস করবেন!" - তাহলে বিচ্ছিরি হবে!
  • /\ | 152.4.206.228 (*) | ০৭ অক্টোবর ২০১৫ ১১:০৯68137
  • একমত। পুলিশের এরকম বলার কোন এক্তিয়ারই নেই।

    তবে দিল্লী পুলিশের থেকে যেমন সামার ক্যাম্প টাইপের উদ্যোগ নেওয়া হয়েছে দেখলাম সেটা ভালো কারন এগুলো জেনারাল অ্যাওয়ারনেস বাড়ায়। এরকম ক্যাম্প অ্যাটেন্ড করে কারুর যদি আরো শেখার আগ্রহ জন্মায় তো ভালোই। বলা বাহুল্য এরকম ক্যাম্পগুলোতে যোগদান পুরোপুরি নিজের ইচ্ছার ওপর, একেবারেই বাধ্যতামূলক না।
  • /\ | 152.4.206.228 (*) | ০৮ অক্টোবর ২০১৫ ০১:৫০68158
  • "সে তো ছেলেরা বিপদে পড়লে মেয়েরাও রক্ষা করতে পারে। সমানাধিকারই হল। এতে গা গুলোনোর কি আছে বুঝিয়ে দেন।"

    হ্যাঁ পারে তো। মেয়েরা ছেলেদের রক্ষা করতে পারেনা এরকম তো বলিনি। ইন ফ্যাক্ট ছেলেরাও মেয়েদের বিপদে রক্ষা করতে পারে, আমি ঠিক সেটা নিয়ে আপত্তি করিনি। আমি আপত্তি করেছি ইন জেনারাল আমাদের সমাজে যেভাবে "মা বোনেদের রক্ষা করতে হবে" বলে প্রোজেক্ট করা হয় সেটা নিয়ে। এটা একটা ফিউডাল কনসেপ্ট, এতে মেয়েদেরি অপমান করা হয়।

    যাই হোক, আলোচনা একেবারেই অন্য দিকে ঘুরে যাচ্ছে। মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখার পরামর্শ দেওয়ার সাথে পিতৃতান্ত্রিকতার সম্পর্ক নেই।
  • ঈশান | 183.17.193.253 (*) | ০৮ অক্টোবর ২০১৫ ০৩:১৩68159
  • আলোচনা ঘুরছে না তো। মেয়েদের রক্ষা করা নিয়ে আপনার আপত্তি নেই। আপত্তি আছে 'ইন জেনারাল আমাদের সমাজে যেভাবে "মা বোনেদের রক্ষা করতে হবে" বলে প্রোজেক্ট করা হয় সেটা নিয়ে।' আমারও তাই।

    একই ভাবে, মেয়েরা শখ করে ক্যারাটে শিখলে আমার কোনো আপত্তিই নেই। আপত্তি ইন জেনেরাল একটা প্রজেকশন নিয়ে, যে, "ইহাই আত্মরক্ষার উপায়"। শখ করে দশদিনের ট্রেনিং দিয়ে যে আত্মরক্ষার উপায় শেখানো যায়না সে আপনিও জানেন, আমিও জানি (ওটাকে সক্ষমতা বাড়ানোর ট্রেনিং বললে কোনো আপত্তি করতাম না)। এর পিছনে গপ্পো একটাই। ওই ট্রেনিং এ তো আত্মরক্ষা হয়না, বাপ-দাদারাই এর ভার নেবে। পুরোটাই মেয়েদের "রক্ষা"র প্রজেক্ট। অধিকার নয়, রক্ষা। পিতৃতন্ত্রটা এখানেই।
  • /\ | 152.4.206.228 (*) | ০৮ অক্টোবর ২০১৫ ০৩:৪২68160
  • আপনি বোধায় দিল্লি পুলিশের প্রোগ্রামটায় বেশী ফোকাস করে ফেলছেন। ওটা একটা প্রোগ্রাম মাত্র, মেয়েদের আত্মরক্ষার পরামর্শ দেওয়াটা কিন্তু শুধু ওটা দিয়ে ডিফাইন্ড হচ্ছে না। ইন ফ্যাক্ট এই প্রোগ্রামটা নিয়ে আমি জানতামই না, আলোচনার শুরুর দিকে আমি যে আত্মরক্ষার পরামর্শ দিয়েছিলাম, ক্যারাটে-পেপার স্প্রে-ইত্যাদি, সেটার সাথে এই প্রোগ্রামটার কোন সম্পর্কই ছিলনা। (তবে এই প্রোগ্রামটার একটা লাইন আমার ভাল্লেগেছে, হাতের ব্যাগ, ওড়না ইত্যাদি নেহাত সাধারন জিনিসগুলোকেও দরকারে কিভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় সেই শিক্ষা দেওয়া। এটা সত্যি উপযোগী)।

    আর দশ দিনে এরকম ট্রেনিং ঠিকমতো দেওয়া সম্ভব না বলেই মনে হয়, যদিও সরকারী-বেসরকারী নানা স্তরে এই অ্যাওয়ারনেস বাড়ানোর উদ্যোগটা ভালো। নানান শহরে স্কুল-কলেজে বা ট্রেনিং ইনস্টিটুটে মেয়েদের এনরোলমেন্ট আগের থেকে বেড়েছে। এরা কেউই ঐ দিল্লি পুলিশের দশ দিনের প্রোগ্রামে আটকে নেই, কাজেই ওটা নিয়ে এতো আলোচনা করেও লাভ নেই।

    "ইহাই আত্মরক্ষার উপায়" - এটাও কেউ বলছে না, বরং "ইহাও আত্মরক্ষার (একটি) উপায়" এর উপর জোর দেওয়া হচ্ছে। তবে মেয়েরা শুধু শখ করে ক্যারাটে শিখছে না, অনেকে জরুরি মনে করেও শিখছে (যারা শিখতে চায় তাদের কথা বলছি)। আর যারা প্রফেশনাল ট্রেনার তারা বোধায় কেউই শেখায় না যে বাপ-দাদারাই আসলে মেয়েদের আত্মরক্ষার ভার নেবে, যেকোন ভালো কোর্সে বরং মেয়েদের আত্মরক্ষার ব্যাপারে স্বাবলম্বী হতে শেখানো হয়, বিপদের মুহূর্তে যখন কেউ কাছে নেই তখন কিভাবে আত্মরক্ষা করবে সেটা শেখানো হয়। তাই এই কোর্সগুলোকে বা এই কোর্স করার পরামর্শ দেওয়াকে পিতৃতন্ত্রর সাথে ইকুয়েট করলে ভুল হবে।
  • /\ | 152.4.206.228 (*) | ০৮ অক্টোবর ২০১৫ ০৩:৪৭68161
  • একটা ডিসক্লেমার দিয়ে দি। দিল্লি পুলিশের প্রোগ্রামটা আমি ডিফেন্ড করছিনা। তবে ওটাকে স্ট্র ম্যান খাড়া করে পুরো মেয়েদের আত্মরক্ষার ব্যাপরটাকে ডেমোলিশ করার চেষ্টা হচ্ছে দেখে ওটা নিয়ে লিখলাম। ইন জেনারাল সরকারি-বেসরকারি নানান লেভেলে যদি মেয়েদের আত্মরক্ষার ব্যাপারে অ্যাওয়ারনেস বাড়ানো হয় তো সেটা ভালো উদ্যোগ। (আরেকটা ডিসক্লেমারঃ এই উদ্যোগ নেওয়ার মানে এই না যে সরকারের তরফে সুরক্ষা দেওয়ার দায় কমে যাবে)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন