এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বিবিধ

  • চোপ ! আইপিএল চলছে !

    সিদ্ধার্থ সেন লেখকের গ্রাহক হোন
    আলোচনা | বিবিধ | ০২ এপ্রিল ২০১৩ | ২৪০৭ বার পঠিত
  • ধন্যবাদ আপনাদের সবাইকে। পুলিশের হাতে লাঠিটা তো প্রতীকি! সুদীপ্তকে সফলভাবে হত্যা এবং জোশেফ হুসেনকে প্রায় আধমরা (এই লেখা তৈরী করার সময় পর্যন্ত বেঁচে ওঠার সম্ভাবনা খুব-ই কম) করে দেবার জন্যে আপনাদের সকলের সম্মিলিত যুক্তি, আবেগ এবং পরিশ্রমের যে মূল্য, তা কখনো বৃথা যেতে পারে না। আপনারা সফলভাবে একটি রাজনৈতিক হত্যাকান্ডকে নিপুণ তুলির টানে পারফেকশনের শেষ পর্যায়ে নিয়ে গেছেন। ধন্যবাদ এই কারণে যে আপনাদের এই সকলের সম্মিলিত প্রয়াস না থাকলে আমরা আম-আদমী বুঝতেই পারতাম না এই সোনার গণতন্ত্রে ঠিক কত ধানে কত চাল হয়। তবু এত কিছুর পরেও বিশেষভাবে কয়েকজনকে ধন্যবাদ না জানালে অস্বীকৃতির অভিযোগ উঠতে বাধ্য।
    প্রথমেই ধন্যবাদ, পুলিশমন্ত্রী, আপনাকে। শুনেছিলাম লাতিন আমেরিকায় এক একনায়ক নাকি বলতেন শাসকের মেরুদণ্ড তৈরী করার মূল উপাদান হল খুন উপভোগ করা। আপনি হাতে কলমে দেখিয়ে দিলেন যে আপনি, এবং আপনিই, শাসক হবার যোগ্যতম ব্যক্তি। আমরা যারা লজ্জায় কাঁদব ভাবছিলাম, যদি লজ্জা জিনিসটা এখনো থেকে থাকে, মেরুদণ্ডের কথা না হয় বাদই দিলাম, তাদের এই শোকের মুহূর্তে বরাভয় দেবার জন্যে আর কে থাকতে পারে, আপনি ছাড়া? যখন সুদীপ্ত এস এস কে এম-এ মরে যাচ্ছে, আপনি তখন আই পি এল-এ শাহরুখ খানের সংগে উদবোধনী অনুষ্ঠানে ব্যস্ত। বেসরকারি চ্যানেলের কল্যাণে আপনার হাসিমুখ ছড়িয়ে গেছে আসমুদ্র হিমাচল। প্রসন্ন ভংগীতে আপনি তাকিয়ে আছেন সামনের জমকালো স্টেজের দিকে। হয়ত তখন আপনার কানে এসেছে আপনারই পুলিশের লাঠির বাড়ি খেয়ে একটি ছেলের মৃত্যুর খবর। কিন্তু শাসকের অবিচলিত প্রত্যয়ে মুখের একটা মাংসপেশীও কাঁপাননি আপনি। স্বাভাবিক। আপনাকে রাজ্য চালাতে হয়। আর তার জন্যে দরকার ভোট। যখন নন্দীগ্রামে বামফ্রন্টের পুলিশ অমানবিক গুলি চালিয়ে ১৪ জনকে মেরে ফেলেছিল, আপনি ছুটে গিয়েছিলেন, কারণ ওই মৃতদেহগুলো আপনাকে ভোট এনে দেবে। আজ সেই লাশের পাহাড় ডিংগিয়ে বিপুল জনাদেশ পেয়ে আপনি ক্ষমতায় এবং সুদীপ্ত গুপ্ত আপনাকে কোনো বাড়তি ভোট এনে দেবে না। তাই শাসকোচিত ঔদ্ধত্য আপনাকেই সাজে। আমাদের জন্য শাসক হিসেবে আপনি এক্কেবারে আদর্শ। আজ প্রমাণ করে দিলেন। আপনি আজ একদম গন্ডী কেটে দেখিয়ে দিলেন যে এইটুকুই আমাদের নাগরিক অধিকারের সীমানা। এর বাইরেটা জলপুলিশের অধীন। আমরা আন্তরিক আশা রাখি যে এইটুকু সীমানার মধ্যেই আমরা নাগরিক স্বাধীনতা হারানো উদবাস্তুদের দল, নিয়ম মাফিক কুমীরডাংগা খেলে যাব।
    কিন্তু আরেকটা কারণেও আপনার ধন্যবাদ প্রাপ্য। হাজারটা মার্ডার যা করতে পারেনি, এমনকি হয়ত নন্দীগ্রাম-ও নয় (যদিও ধারে এবং ভারে তার বীভৎসতা অকল্পনীয়), আপনি আজ একটা মার্ডার করেই তা দেখিয়ে দিলেন। সুদীপ্ত-র মার্ডার তো আসলে সুদীপ্তকে খুন করা নয়। গণতন্ত্রকে খুন করা। সাধারণ আইন অমান্য আন্দোলনেই যদি পুলিশ এরকমভাবে পিটিয়ে মেরে ফেলতে পারে, তাহলে কতখানি বজ্রমুষ্টি হতে পারে আপনার হাত এবং কতটা ব্যাপ্ত হতে পারে আপনার পুলিশ স্টেটের মানসপ্রতিমা, সেটা ভেবেই জাস্ট রোমাঞ্চ হচ্ছে। এমনিতেই গণতন্ত্র জিনিসটা শাসকের পক্ষে যথেষ্ট অস্বস্তিকর। ও জিনিস নেহাত ভারতের মতন দেশে চক্ষুলজ্জার কারণে পাকাপাকি বিসর্জন দেওা যায় না তাই রাখা। কিন্তু তার মধ্যেই আপনি গণতন্ত্রের সীমাটাকে কমাতে কমাতে একেবারে ঘরের চৌকাঠে নিয়ে এসেছেন প্রায়। এরপর হয়ত ঘরের বাইরে পা বাড়ালেই সেটা আইন অমান্য বলে সাব্যস্ত হতে পারে। আবার সেই আপনি-ই আমাদের আই পি এল দেখাচ্ছেন, কলকাতাকে লন্ডন বানাচ্ছেন, দশ লাখ চাকরীর প্রতিশ্রুতি পুরণ করছেন। শাসন করা তার-ই সাজে, সোহাগ করে যে। আবারো বলি, এরকম বেনেভোলেন্ট ডিক্টেটরের ছত্রছায়ায় আমরা অনেক নিরাপদে থাকি। আমাদের নাগরিক অধিকার নিয়ে আপনি মাথা ঘামান, তাতে আমাদের-ই কাঁধ থেকে একটা বাড়তি চিন্তার বোঝা নেমে যায়। আমরা বরং বিশ্বাস রাখি শাইনিং কলকাতায়, বিশ্বাস করি যে শাসকের প্রতি বিশ্বাস হারানো পাপ। আর আপনার হাতে রক্তের দাগ? আপনি তো আর লেডি ম্যাকবেথের মতন বোকা নন! বিপুল জনসমর্থনের সাবান কি ওটুকু দাগ মোছার জন্য যথেষ্ট নয়, যেমন হয়েছে মোদীর বেলায়?
    ধন্যবাদ পুলিশকে। অহিংস আইন অমান্যকারীদের বাসে তুলে পেটানোর কায়দাটা বেশ অভিনব। কিন্তু শুধু সেটুকুতে থেমে গেলে আমরা পাত্তাও দিতাম না। যেভাবে নিপুণ রুলের বাড়িতে সুদীপ্তর বাঁ-চোখ খুলে উপড়ে দিলেন, বা জোশেফের হাতের শিরা ছিঁড়ে-খুঁড়ে দিলেন, তাতে আপনারাই যে দেবী-রুণুর যোগ্য উত্তরসুরী, সেটা মেনে নিতে আর কোনো দ্বিধা থাকার কথা নয়। এত দেখে শুনে প্রায় শিল্পীর সংযমে লাঠি গুলি চালালেন সমাজকে অবাঞ্ছিত হঠকারিতা থেকে রক্ষা করার জন্যে, আপনাদের যদি সমাজবন্ধু না বলি, তো বলব কাকে? আপনারা প্রমাণ করে দিলেন, আইন অমান্য করার ফলশ্রুতি ঠিক কতখানি হতে পারে। বিশ্বাস করুন, আমরা অনেক নিরাপদ বোধ করছি আপনাদের হাতে জান-মালের দায়িত্ব ছেড়ে দিয়ে।
    ধন্যবাদ সেই নাগরিকদের, সুদীপ্তর মৃত্যুতে টসকানো পাত্তাটুকুও না দিয়ে যাঁরা আইপিএল দেখলেন আজ সারা সন্ধ্যে। যে আইন ভেংগেছে, প্রাপ্য সাজা সেই পাবে। তার দায়ভার আপনাদের ঘাড়ে এসে বর্তায় না। আর গণতান্ত্রিক অধিকার? সেটা তো পুলিশ এবং সরকার দেখছেই। শপিং মল পার্কিং প্লাজা ফ্লাইওভার আইটি হাব সমৃদ্ধ ভারতবর্ষে যে আলাদা করে আর কোনো নাগরিক অধিকারের দরকার নেই, বাদবাকিটুকু হত্যাযোগ্য অপরাধ, সেটা আমাদের চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিলেন আপনারা। অবধারিতভাবে আপনাদের-ই কেউ কেউ কাল অশ্রুপাত করবেন এই বলে যে সর্বনাশা ছাত্র রাজনীতি এরকম কত কত প্রাণ অকালে কেড়ে নিচ্ছে! যুক্তি এবং নৈতিকতার দিক থেকে আপনাদের অবস্থান এত-ই স্বচ্ছ, যে চিনে নিতে বিন্দুমাত্র অসুবিধে হয় না।
    আর সবশেষে ধন্যবাদ বিরোধী দলকে, যাদের অপদার্থতার কারণে, হঠকারিতা, অন্যায় আর অবিমৃষ্যকারিতার কারণে আমরা এমন যোগ্য শাসক এবং আলোকপ্রাপ্ত পরিবর্তনের রাস্তায় হাঁটছি।দীর্ঘ চৌঁত্রিশ বছরের বিরোধিতাহীন এক অধ্যায়  আপনাদের রূপান্তরিত করেছিল নন্দীগ্রামের শাসকে। আজ তার বিপরীতে, তুমুল জনাদেশ পেয়ে আসা শাসক দলের সেই একই বিরোধীতাহীন অধ্যায় চলেছে। কিন্তু বিশ্বাস করুন, আপনাদের থেকে এরা আরো অনেক বেশি ভণ্ডামিহীন। একটা বাইশ বছরের ছেলেকে মেরে ফেলার সময়ে আই পি এল অনুষ্ঠান করতে এদের হাত কাঁপে না। এরা জানে, মানুষের স্মৃতি খুব দুর্বল। কাল যদি নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়, সুদীপ্ত গুপ্ত নামটা ইতিহাসের পাতার একটা ফুটনোটেও জায়গা পাবে না। ঠিক এই শাসকই তো আমরা চেয়েছিলাম, কারণ এদের আমরাই ডিজার্ভ করি। এরা আন্দোলন করতে দেবে না। কিন্তু আন্দোলন ধুয়ে তো আর জল খাওয়া চলে না! এরা যা দিতে পারে, যা আপনারা শেষের দিকটায় দেবার স্বপ্নে বুঁদ হয়ে থেকেছেন কিন্তু পারেননি, তা হল এক অবিমিশ্র নিখাদ অরাজনৈতিক উন্নয়ন। যেখানে কোনো আন্দোলন থাকবে না, পঞ্চায়েত ভোট থাকবে না, ধর্মঘট থাকবে না, ট্রেড ইউনিয়ন থাকবে না। আপনাদের ধন্যবাদ যে এমন এক শাসককে আপনারাই হাতে করে রাইটার্সে বসিয়ে দিয়ে গেছেন।

    সবশেষে আশা করি কাল কলকাতায় কোনো প্রতিবাদ হবে না। প্রতিবাদ হলে কিন্তু মুখ্যমন্ত্রীর দায়িত্ব, প্রতিবাদকারীদের ধরে চোখ উপড়ে হাঁটু ভেংগে পেটের নাড়িভুঁড়ি বার করে দিতে হবে! সবথেকে ভাল হয় লাশগুলো রাস্তার ওপর সাজিয়ে রাখলে, বা ত্রিফলা ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিলে। যাতে প্রতিবাদের প্রতিবাদ করার আগে মানুষের গায়ের রক্ত একবার হিম হয়ে যায়। আশা রাখি, বিপুল জনাদেশে জিতে আসা মুখ্যমন্ত্রী আমাদের এই গণতান্ত্রিক দাবিটুকু পূরণ করবেন। অবশ্য এই দাবিটুকু করতে গিয়েও ‘কুমীর তোর জলকে নেমেছি’ বলে ফেললাম কি না, এখনই ঠিক বুঝতে পারছি না।
     


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ০২ এপ্রিল ২০১৩ | ২৪০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • কৃশানু | 213.147.88.10 (*) | ০২ এপ্রিল ২০১৩ ০৮:৩১76379
  • হাড়হিম করা সময়।
  • aranya | 154.160.226.53 (*) | ০২ এপ্রিল ২০১৩ ০৮:৪২76380
  • শুধু কলকাতা নয়, সারা পশ্চিমবঙ্গেই হোক প্রতিবাদ মিছিল । তাতে সামিল হোন সাধারণ মানুষ, নিজেদের বিবেকের টানে, রাজনীতির রঙ না দেখে। এইটুকুই চাই।
  • এস জি | 77.244.155.7 (*) | ০২ এপ্রিল ২০১৩ ০৯:৪৯76381
  • ছিঃ। আর কিছু বলার মতন খুঁজে পাচ্ছি না। ছিঃ!
  • cb | 41.6.140.217 (*) | ০২ এপ্রিল ২০১৩ ০৯:৫৫76382
  • হীরকের রানী শয়্তান
  • কল্লোল | 125.241.16.156 (*) | ০৩ এপ্রিল ২০১৩ ০১:১৯76383
  • চুপ করে থেকো না
    কিছু বলো
    চুপ করে থাকাটা এখন
    শব্দহীন পাপ
  • ওপু | 24.96.35.163 (*) | ০৩ এপ্রিল ২০১৩ ০১:৩৫76394
  • বড় লজ্জা লাগে, ঘেন্না লাগে। এটা প্রথম না, বোধহয় এটা শেষও না।
  • siki | 132.177.29.237 (*) | ০৩ এপ্রিল ২০১৩ ০১:৪৩76384
  • টেস্ট।
  • রোহণ | 92.100.5.215 (*) | ০৩ এপ্রিল ২০১৩ ০১:৫৫76385
  • এখন যারা বিরোধী আর এখন যারা সরকারে আছেন, তাঁদের মধ্যে পার্থক্য করতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেই ঘটনা মনে পড়ে যায়। ভেতরে লাগা আগুন থেকে বাঁচতে বহুতলের জানালা থেকে ঝাঁপ দিচ্ছেন মানুষজন। গত বিধানসভা নির্বাচনের সময় আমরা কি জানতাম না, আমরা কাদের হাতে রাজ্যের শাসনভার তুলে দিচ্ছি?

    আমরা যখন ছুঁড়তে থাকি কাদা
    ওপর থেকে গা বাঁচিয়ে ওড়েন দিদি-দাদা

    আমরা যখন ছুঁড়ি গোলাগুলি
    দাদার হাতে বেয়লা তখন, দিদির রং তুলি

    আমরা যখন সিদ্ধ নুন ভাত
    বাজেট নামক হাড্ডি ছুঁড়ে দাদা ধুলেন হাত

    আমরা যখন ঘুরি গোলকধাঁধাঁ
    রেল নিয়ে খেলেন দিদি, ন্যানো নিয়ে দাদা

    তবু দাদা-দিদি রয়
    আমরা থাকি শির ঝুঁকিয়ে, শিরদাঁড়াতে ভয়
  • debu | 82.130.151.116 (*) | ০৩ এপ্রিল ২০১৩ ০২:৪২76395
  • IPL এর ৯৫% money এসেছে মরিসাস থেকে।
    No one raise any voice
    IPL is used for betting only.,
  • ঐশিক | 132.181.132.130 (*) | ০৩ এপ্রিল ২০১৩ ০৪:৫০76386
  • লজ্জা!!!!!!!!!!!!!
  • কান্তি | 212.90.109.226 (*) | ০৩ এপ্রিল ২০১৩ ০৪:৫৪76387
  • রোহনকে ক। কিন্তু তার পর?
  • dukhe | 212.54.74.119 (*) | ০৩ এপ্রিল ২০১৩ ০৫:২৭76388
  • আইন অমান্য আন্দোলন। কয়েক মাস অন্তর হয় বোধহয়। কিছু লোক জমায়েত হয়। পুলিশ গাড়িতে তোলে। লালবাজারে নিয়ে যায়। আবার ছেড়ে দেয়। একটি অর্থহীন বিরক্তিকর প্রহসন। রুটিনমাফিক, ইনকন্সিকোয়েন্শিয়াল। কিন্তু এটির পিছনে পবিত্র 'রাজনৈতিক আন্দোলন' মার্কা লাগানো আছে। অতএব সেই জ্যোতিতে সংবাদপত্র আলোকিত হয়। সিরিয়াস মুখ করে খবর পড়তে হয়।
    মৃত্যু হয়। অকারণ। প্রাণের নিতান্ত অপচয়। কাদা ছোঁড়াছুঁড়ি শুরু হয়। চলতে থাকে। আমরা অভ্যস্ত। যার যায়, তার যায়।
  • রূপঙ্কর সরকার | 126.203.220.159 (*) | ০৩ এপ্রিল ২০১৩ ০৫:২৭76389
  • এমন ঘটনায় আশ্চর্য হবার কিছু নেই। এতদিন অনেকগুলো ঘটেনি, সেটাই আশ্চর্য।
  • de | 190.149.51.69 (*) | ০৩ এপ্রিল ২০১৩ ০৬:০৮76390
  • ছিঃ!!!!
  • Mainul Hassan | 213.117.19.195 (*) | ০৩ এপ্রিল ২০১৩ ০৬:২৪76391
  • আইন তো আমার বাবার সম্পত্তি, যখন খুশি অমান্য করতে পারি। যেখানে সেখানে যা খুশি করতে পারি। ব্লগে আমিই ঠিক করব প্রশাসনের কাজ, আমিই নির্দেশ দেব মুখ্যমন্ত্রীর কি করা উচিত। কেউ বাধা দিতে পারবে না। বাধা দিলে আছে না ব্লগ, ফেসবুক, টুইটার ইত্যাদি। ব্লগীয় বিপ্লব করে ছাড়ব না।
  • DB | 125.187.36.41 (*) | ০৩ এপ্রিল ২০১৩ ০৭:২৩76392
  • ভাবছি অপর্ণা সেন,শাঁওলি মিত্র মহাশ্বেতাদেবী এই দিগ্গজ সমাজসেবীরা কি বলবেন এবার। অবশ্য বলার অর কি ই বা আছে -সুদীপ্ত তো কৃষকভাই নয় ।ওঁদের অনুকম্পা পেতে হলে কৃষকভাই হতে হবে।
  • khilli | 131.241.218.132 (*) | ০৩ এপ্রিল ২০১৩ ০৯:৪৮76393
  • চোপ। বুদ্ধিজীবী রা এখন কামাচ্ছে দুহাতে । বলার সময় নেই ওদের। যদি কোনদিন বোঝে বার পরিবর্তন হতে পারে অমনি পালটি খেয়ে কুমিরের কান্না কাঁদবে যাতে নতুন জমানাতেও কিছু করে খাওয়া যায় ।
  • Anirban | 166.45.254.70 (*) | ০৪ এপ্রিল ২০১৩ ০৯:২৬76396
  • আচ্ছা পুলিসের পেটানোর কি কোনো rule book আছে ?
    মানে কোন অপরাধে কতখানি মারবে - বা কখন গুলি চালাবে - অথবা সেরকম কিছু ?
  • Ritam | 127.194.83.208 (*) | ০৫ এপ্রিল ২০১৩ ০৮:১০76397
  • আছে কিন্তু আজ অবধি কোন পুলিস সেটা মেনেছে বলে শুনিনি।
  • উদয়ন ভদ্র, শার্লট, উত্তর আমের | 202.234.122.28 (*) | ০৭ এপ্রিল ২০১৩ ০৮:০৯76398
  • এ আর নতুন কি? ৭০ দশকে নক্ষাল সময়ে দেখেছি, এখনো সেই রকমই চলছে!
  • test | 60.82.180.165 (*) | ০৭ এপ্রিল ২০১৩ ০৯:২৮76399
  • হ্যাঁ।
  • মিয়া সাহেব | 182.15.102.76 (*) | ০৮ এপ্রিল ২০১৩ ০৬:০০76400
  • তসলিমা কে তাড়াল বুদ্ধ ও মুসলিম সমাজ। সুদীপ্ত ও তার দলবলকে পথে দেখিনি। রুশদি কে ঢুকতে দিল না মমতা ও মুসলিম সমাজ। । নীরব (অথবা অতি-সোচ্চার) সমর্থন দিল সুদীপ্ত ও তার দলবল- পথে না নেমে। প্রতিবেশী দেশে গনহত্যাকারিদের বিচারকামীদের ওপর ঝাঁপিয়ে পড়ল দাড়ি- টুপির দল। সুদীপ্তরা বাজারে নেই। দাড়ি- টুপির দলের অনেক ভোট পশ্চিম বাংলায় ও আছে, তাই সুদীপ্তরা নীরব। সুদীপ্ত, এবার তুমি ঝাড় খেয়েছ, সরি খুব খারাপ লাগছে কিন্তু আমরা দিদির সাথে আইপিএল দেখব। শাহ-রুখ আছে, ওর পাশে না দাঁড়ালে বিজেপির পালে হাওয়া লাগবে।
  • SFI -এর সেই মেয়েটি | 151.0.8.140 (*) | ০৯ এপ্রিল ২০১৩ ১০:৫৮76401
  • name: সিদ্ধার্থ mail: country:

    IP Address : 233.239.130.252 (*) Date:10 Apr 2013 -- 12:37 AM

    কল্পনা কেন? মেয়েটাকে আমি দেখেছি। ডবকা দেখতে

    ----------------------------------------------------------------

    ছিঃ

    আপনাকে এবং যাঁরা খিল্লি করলেন তাঁদের সব্বাইকে -----
  • অর্নব মন্ডল | 233.179.150.26 (*) | ১০ এপ্রিল ২০১৩ ০৬:১৮76402
  • হীরক রানির দেশে এর চেয়ে আর কি আশা করা যায়!
    লেখাটা পড়লাম। ভাল লাগল বলাটা ঠিক হবে কিনা জানিনা। কারন ঘটনাটা ভাল লাগার মতন নয়।
  • কৃশানু | 213.147.88.10 (*) | ১১ এপ্রিল ২০১৩ ০৬:২১76403
  • খিল্লি করার জন্য দুঃখ-প্রকাশ করছি।
  • SFI-এর সেই মেয়েটি | 151.0.9.76 (*) | ১১ এপ্রিল ২০১৩ ০৭:২০76404
  • ......................

    name: সিদ্ধার্থ mail: country:

    IP Address : 233.239.140.185 (*) Date:11 Apr 2013 -- 08:35 PM

    যাহ বাবা, এই এখন দেখলাম !!!

    আই পি এল এর লেখাটার নিচে 'এস এফ আই এর সেই মেয়েটি' যে অমিত মিত্র-র ওপর লাফিয়ে পড়েছিল সে আমায় ধিক্কার দিয়েছে। তাকে ডবকা বলেছিলাম বলে :(

    অন্যদের-ও ধিক্কার, খিল্লি করেছিল বলে :(

    আমি লজ্জিত-নিজেকে কেমন একটা মেল শভিনিস্ট শুওর লাগছে :(

    ==============

    name: sch mail: country:

    IP Address : 111.63.130.37 (*) Date:11 Apr 2013 -- 10:23 PM

    just এইটাই জানতে চাইছিলাম -- ডবকা উভলিংগ,। তাহলে তো সেক্সিস্ট কমেন্ট হওয়া উচিত না - আমি কিন্তু এখনো সিদ্ধার্থ বাবুর "ডবকা" কমেন্ট টা খুঁহে পাই নি ... ফলে পুরো ঘ...

    ========================

    আমার কথা :

    @সিদ্ধার্থ ---- আপনি "একটা মেল শভিনিস্ট শুওর" বা MCP নন। এটা আমি বিশ্বাস করি। আপনিও বিশ্বাস করবেন।

    কিন্তু অসতর্ক মন্তব্য আহত করে, কষ্ট দেয় .......

    এবং সম্ভবত আপনার প্রিয়জনদের সম্পর্কে এই মন্তব্য আপনি করেন না
    ( আপনার পরিচিত কারুর মেয়ের সম্পর্কে আপনি -- বলতে পারা বাদ দিন -- ভাবতেও পারবেন না যে আপনি বলবেন : বাঃ , তোর / তোমার / আপনার মেয়েটা তো বেশ " ডবকা " হয়েছে ।)

    আচমকা আঘাত ছিল, আপনার ওই মন্তব্যে।

    ভাল থাকবেন।

    মহিলাদের কষ্টের, অসহায়তার , পরিসর তো আপনি অনুভব করেন... তবে কেন বার বার আপনি ( এবং আপনার সহমর্মিরা) ওই জায়গায় তাদের নিয়ে উৎকট উল্লাসে মেতে ওঠেন ! !

    @ sch
    " ডবকা " একটি adjective. তার কোন লিঙ্গ হয়না।
    আর কোন কথা নেই আমার। আপনি নিজেই totally confused . ...

    2013 সালে এ-ধরনের মন্তব্য ---- হাস্যরস নয়, করুণা - র উদ্রক করে।

    @ISHAN

    আপনাকে কিছু বলা থেকে বিরত থাকলাম।

    আমার নীরবতা , হয়ত , আপনাকে বোঝাতে পারবে, যে, আমরা মেয়েরা --
    এই ভাবনা থেকে বেরিয়ে আসার পথে -----

    " .....একজন রমণীর কতখানি গুণাবলী প্রয়োজন
    একজন পুরুষকে সুখী করবার;
    সুউচ্চ নাকে, কাজলটানা চোখে, আকর্ষণীয় গ্রীবায়
    -------
    হুম, পেয়েছি রমণীর সবচাইতে অপ্রয়োজনীয় অংশ – মস্তিষ্কের ভেতরের অংশ।
    ওটাই যদি কেটে বাদ দেওয়া যায়,
    তবেই যথার্থ সুখী একজন পরিপূর্ণ পুরুষ। ..."

    আপনাদের আর কিছু বলা বাহুল্যমাত্র।
  • SFI- এর সেই মেয়েটি | 151.0.9.76 (*) | ১১ এপ্রিল ২০১৩ ০৭:৫১76405
  • @কৃশানু

    Nothing personal Krishanu..

    আমরা নিজেরা রুচিশীল এবং সংবেদনশীল-আধুনিক মানুষ হওয়া সত্ত্বেও ( আমাদের মধ্যে, স্ত্রী- পুরুষ নির্বিশেষে , প্রায় সবাই) কিভাবে সম্পূর্ণ একটি অজানা , অচেনা মেয়েকে নিয়ে " লোফালুফি " [ intelectually, ofcourse] খেলাতে অংশগ্রহন করি ! !

    অনেক কথা বলা হয়েছে এই নিয়ে ... নতুন করে গুণীজন বলবেন ---

    আমি শুধু এটুকুই বলতে চাই ---- বড্ড কষ্টো , বড্ডো যণ্ত্রনা ---- মাঝে মাঝে লুকোবার জন্য অন্ধকার
    কোনা-ঘুপচি খুঁজি --- ' বিপ্লবের সেবাদাসী' আমরা ----

    বাবুজনদিগে এটুকখানি নিবেদন মাত্তর ...

    Krishanu , plz blv -- nothing personal ..

    [ আপনার post-টা & Shidhartha-র post-টা --- আমার কষ্ট অনেকটাই কমিয়ে দিয়েছে।]
  • SFI-এর সেই মেয়েটি | 151.0.9.76 (*) | ১১ এপ্রিল ২০১৩ ০৮:৩৬76406
  • @ ISHAN

    name: Ishan mail: country:

    IP Address : 202.43.65.245 (*) Date:12 Apr 2013 -- 01:42 AM

    সবই হল। কিন্তু বিপ্লবের সেবাদাসী? এইটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না?

    ==============================================

    কি হল -- সবই ! ! Ishan স্যার / Ishan babu ??

    বাড়াবাড়ি হয়ে গেল কিভাবে ! ! সরল সাধারন আম কোশ্নো ।

    " এইটা একটু" -- কোনটা sir ? আরও একটি সরল সাধারন আম কোশ্নো ।

    Nothing personal Sir / babu ....

    আম-জনতার দরবারে উপস্থিত একটি " সাধারন মেয়ে"-র কোশ্নো আপনাকে...

    [ Statutory reminder : No personal attack please ]
  • sch | 125.242.181.168 (*) | ১১ এপ্রিল ২০১৩ ০৮:৩৭76407
  • কি মুস্কিল -- আমি এখানে ঢুকে গেলাম কি করে। আমি এখনো সিদ্ধার্থের কমেন্ট টাই খুঁজে পাই নি। সেই জন্যেই কনফিউজড বললাম। আর কে একটা আগে সেক্সিস্ট বলেছিল তাকে বললাম। adjective অবশ্যই লিংগ ভিত্তিক হয় - হবে না কেন? "ছেনাল" শব্দটা নিশ্চয় পুরুষদের জন্যে ব্যবহার করে না গালাগাল দিতে বা ঢ্যামনা শব্দটা মেয়েদের জন্যে।

    আমি এখনো বোঝার চেষ্টা করে যাচ্ছি সিদ্ধার্থের এই লেখাতে ওই কথাটার প্রাসঙ্গিকতা কি? একজন ডাকাত চোর গুন্ডা বা টেররিস্ট কেমন দেখতে এটা নিয়ে কোনোদিন আলোচনা শুনি নি। এখানেও তেমনি একজন বাওয়লবাজ কেমন দেখতে সেটা কোনো ভাবেই রেলিভ্যান্ট নয়। সিদ্ধার্থ সিরিয়াস লেখা লেখেন - এরকম একটা অপ্রাসঙ্গিক মন্তব্য করবেন কেন সেটাই বুঝতে পারছি না - আর তাই লাইনটা খুঁজছি - তার পর তো কমেন্ট করবো । তার আগেই একগাদা বক্তব্য
  • Ishan | 214.54.36.245 (*) | ১১ এপ্রিল ২০১৩ ০৮:৩৮76408
  • আরে ভাট থেকে কপি পেস্ট না করে ভাটে লিখুন না।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন