এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • হাসাহাসি

    Swapan Chakraborty লেখকের গ্রাহক হোন
    ২৫ জুলাই ২০২৪ | ৬৭ বার পঠিত
  • হাসতে কি ভুলে গেছ-কথাটা কি সত্যি !
    কতশত হাসি আছি-পেটেতেই ভর্তি।
    কেউ হাসে হা হা করে, কেউ হাসে মুচকে,
    হাসতে হাসতে যায় নাক মুখ কুঁচকে।

    হাসতে সবাই জানে কেউ কম বেশী,
    কারো কারো জন্মেই গালভরা হাসি।
    কেউ কেউ জোরে হাসে যার নাম অট্ট,
    স্মিত হাসি মানে হল হাসি খুব ছোট্ট।

    হি হি করে হাসে কেউ,কারো হাসি দেঁতো,
    বোকা বোকা হাসি হাসে ওপাড়ার ভুতো।
    কারো শুধু মুখে হাসি,মনে ঘোরপ্যাঁচ,
    হাসি দেখে ভাবনার পাবেনাকো আঁচ।

    হাসতে হাসতে কেউ গড়িয়েই পড়ে,
    তারপর কেশে কেশে পেট চেপে ধরে। 
    খুসখুসে কাশি হয়,খুকখুকে হাসি,
    হাসতে হাসতে কারো চোখ বাণভাসি।

    কারো বা হাসির চোটে খিল ধরে পেটে, 
    হাসতে হাসতে কারো দম যায় ছুটে।
    কেউ হাসে হে হে করে,কেউ হাসে হি হি
    কারো হাসি মোটা হাসি, কারো হাসি মিহি।

    দেখেছ কি মোটারা হাসে কেমনে ?
    রোগারা কি মিহি হাসে-কেউ কি তা জানে ?
    হ্যা হ্যা করে হাসে ওই ওবাড়ির লালু,
    মিটিমিটি হাসে শুধু তার দাদা কালু।

    কারো কারো চোখে হাসি,কারো চোখে মুখে,
    হাসো সবে প্রাণখুলে বাঁচবেই সুখে।
    পার্কে কি মাঠে দেখ ব্যায়ামের ছলে,
    হো হো হা হা হাসে সব বুড়ো থেকে ছেলে।

    মেয়েরা হাসলে কেউ দিও নাকো বাগড়া,
    তাহলেই শুরু হবে ভয়ানক ঝগড়া।
    কেউ হাসে নিজ মনে সবার আড়ালে,
    পাগলের হাসি তাকে কারা যেন বলে।

    উল্টোপাল্টা হাসি নেই কোন মানে, 
    ফিকফিক, খিকখিক হাসতে কে জানে ?
    আওয়াজের চোটে যদি কানে ধরে তালা,
    হাসি হল চাবি তার যাবে ঠিক খোলা।

    কেউ দেখি হাসে খুব দেখে শুনে মেপে,
    আমি বলি হাসি পেলে রেখোনাকো চেপে।
    কেউ হেসে হিটলার, কেউ মোনালিসা,
    কারো চোখে হাসিতেই বোঝা যায় ভাষা।

    দুষ্টু মিষ্টি সেই দুচোখের হাসি,
    কারো বুকে শেল হানে বুঝি রাশি রাশি।
    বাধা ভয় জয় করে সাহসী হাসি,
    গর্বেরও হাসি আছে-সাফল্যে খুশী।

    পাতিহাঁস রাজহাঁস তারাও কি হাসে ?
    হায়নার হাসি নাকি ভারী খসখসে ?
    শুনলেই নাকি ভয়ে বুক কেঁপে ওঠে ?
    ভালুকের হাসি মোর শোনা নেই মোটে।

    হাসে শাঁকচুন্নী-মামদো কি গেছো,
    হিঁ হিঁ হিঁ হিঁ হাসে তারা-কখনো শুনেছো ?
    আমিও শুনিনি কভু-বইতেই পড়া,
    হেসেই উড়িয়ে দেয় যত হামবড়া।

    খোকা খুকু হাসে যবে দাঁত নেই মুখে,
    মনে হয় চাঁদ হাসে ধরণীর বুকে।
    উনিশ রকম হাসি গিয়েছে জানা,
    তার মাঝে ছটিতেই সুখের ডানা।

    ভয়েতেও হাসি পায়-বলেছে অনেকে,
    কষ্টেও হাসি পায় জলভরা চোখে।
    রেগে গেলে কেউ কেউ হেসে ফেলে নাকি !
    বলবেই এটা বুঝি শোনা ছিল বাকি।

    পপাত ধরণীতলে-তবু মুখে হাসি,
    যার ঘটে, যারা দেখে-সকলে কি খুশী !
    যদিও লাজুক হাসি যে গেছে পড়ে,
    অন্যেরা হাসে কিছু ঠাট্টার সুরে।

    দুঃখে করুণ হাসি, হাসি অপমানে,
    অবজ্ঞা মেশানো হাসি দাগা দেয় মনে।
    এরকম কতই না আছে ভাই হাসি,
    তাই নিয়ে গবেষণা চলে যত খুশী।

    হাসি ভারি অদ্ভুত-সত্যি কথা,
    একটি হাসিতে ঢাকে শতেক ব্যাথা।
    অন্যের হাসিকে শুধু দেখবার সুখে,
    কান্না লুকিয়ে কেউ থাকে হাসি মুখে।

    হাসি কোন রোগ নয়-হাসি ওষধি,
    বিপরীতে হাসিমুখ জয় করে ব্যাধি।
    উষ্ণ হাসিতে থাকে উদারতা শক্তি, 
    সত্যই অভিনব হাসি নিয়ে উক্তি।

    তবে সবথেকে দামী কথা বলেছেন যিনি,
    মাদার টেরেসা নামে তাঁকে মোরা চিনি।
    “শান্তির সন্দেশ থাকে হাসি মুখে,”
    তাঁর সেই বাণী আজ হাসে ভারী দুখে।

    দেশে দেশে যুদ্ধ,হানাহানি,ধ্বংস,
    রাষ্ট্রনেতারা বুঝি এক একটি কংস।
    কণ্ঠে তাদের শুধু পিশাচের হাসি,
    ফাঁসিকাঠে ঝুলিয়েছে শান্তির বাঁশি।

    তাই এস একসাথে এই করি পণ,
    হাসিতেই যেন ভরে সবার জীবন।
    হবোনাকো কেউ রাম-গরুড়ের ছানা,
    হাসি নিয়ে হাসাহাসি, কাঁদতে মানা॥
    ==========================
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন