এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোটযুদ্ধ ২০১৭

    pi
    অন্যান্য | ০৯ মার্চ ২০১৭ | ১৩৬১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.242.8 | ১২ মার্চ ২০১৭ ১৩:১৫365422
  • এক্চোখে সিঙ্গুর আর অন্য চোখে নন্দীগ্রামের ঠুলি লাগিয়ে যে ধান্ধাবাজ ক্যাবলারা রাজনাথ সিংয়ের সঙ্গে মিটিন করেছিল আর যে সকল শহুরে শিক্ষিত নির্বোধ ক্যাবলারা সেই মিটিন দেখেও চক্ষু মুইদ্যা ছিল তারা যে ভবিষ্যতের "বিগার পিকচার" দেখতে চায়নি/পায়নি সেটা এখন প্রমাণ হয়েছে। তারা আগে তাদের সেই ঐতিহাসিক ক্যাবলামো থেকে শিক্ষা নিক ও ভুল স্বীকার করুক।

    রাজনীতিহীন রাজনীতি, সুর্জিতের পাগড়ী বা ঋতব্রতর কলম কিংবা নোটায় ভোট ইত্যাদি নিয়ে যারা কালক্ষেপ করছে তারা এই গেরুয়া উত্থানের পেছনে সহায় হয়েছে। এবার রাজনীতির মঞ্চ থেকে নিজস্ব ধান্দার (বা বালখিল্যতার) মাদুর গুটিয়ে তারা হাওয়া হোক এইটাই প্রথমে চাইব।

    সাইড এফেক্ট বিহীন ওষুধ দিয়ে মারণ রোগের চিকিৎসা করা যায় না এটা শহুরে পন্ডিতরা কবে বুঝবে?
  • lcm | 83.162.22.190 | ১২ মার্চ ২০১৭ ১৩:১৭365423
  • পিটি-র কথা বুঝলাম না। পশ্চিমবঙ্গে তো এ বছর ইলেক্শন হয় নি - তাই তো? হয়েছে তো উত্তরপ্রদেশ/উত্তরাখন্ড/পাঞ্জাব/গোয়া/মনিপুর । তাই তো দেখলাম।
  • PT | 213.110.242.8 | ১২ মার্চ ২০১৭ ১৩:২১365424
  • রাজনাথ সিং-এর সঙ্গে মিটিনের প্রসঙ্গটা বুঝলেন না? আর খর্গপুর থেকে দিলীপ ঘোষের জেতার ব্যাপরটা বুঝতে হলে তৃণমূল স্তরে কান পাততে হবে!! উত্থান তো একদিনে হয়না......
  • lcm | 83.162.22.190 | ১২ মার্চ ২০১৭ ১৩:২৭365425
  • কি এমন মিটিং হল খড়গপুরে যে তার জন্যে ইউপি-তে বিজেপি জিতল - সত্যিই জানি না।
    ইউপি-তে বিজেপির উত্থান একদিনে হবে কেন, আগে তো বিজেপি সরকার ছিল ওখানে - তাই তো?
  • lcm | 83.162.22.190 | ১২ মার্চ ২০১৭ ১৩:২৯365426
  • *রাজনাথের মিটিং, আর, খড়গপুরে ঘোষ - এর সঙ্গে ইউপি/উত্তরাখন্ডের রেজাল্টের যোগসূত্র বুঝলাম না
  • sm | 53.251.91.176 | ১২ মার্চ ২০১৭ ১৩:৩০365427
  • আজকাল পিটি কে ধরা যায় না।মানে কথার মানে ধরা যায় না। ভীষণ ই ক্রূদ্ধ আছেন বোধ হয়। বিজেপি ইউপি তে জিতেছে; এটাই বড় কথা। সংবিধান স্বীকৃত দল।এবং নির্বাচনে জিতেই এবসল্যুট মেজরিটি হাসিল করেছে।ঘোড়া কেনা বেচার অভিযোগ ও করা যাবে না।
    আগামী দিনে ওড়িশা তেও জিতবে।
    কিনতু বাম দলের কি হালত? ওনারা কি দেশে মধ্যে ওনাদের কে ভোট দেওয়ার মতো লোকজন খুঁজে পাবে?নাকি
    এ ছাগল ও তাঁর লক্ষী পেঁচা এসব বলে কাঁদুনি গেয়ে বেড়াবে।
  • PT | 213.110.242.8 | ১২ মার্চ ২০১৭ ১৩:৩৬365428
  • এ নিয়ে আপনার সঙ্গে আমি তক্কে নেই!!
  • dc | 132.174.108.230 | ১২ মার্চ ২০১৭ ১৩:৪৩365429
  • সারা দেশ জুড়ে ছাগোল জনতা আর ক্যাবলা জনতার অত্যাচারে জর্জরিত বামেরা কোথায় যায়? পাত পেড়ে বসে আছে, কিন্তু ভাত আর আসে না।
  • lcm | 83.162.22.190 | ১২ মার্চ ২০১৭ ১৩:৫৩365430
  • বামেদের তো যেমন ছিল মোটামুটি তেমনই আছে।

    ২০১৬-তে কেরালায় বাম অ্যালায়েন্স ৪৩% ভোট পেয়ে প্রথম স্থানে, পশ্চিমবঙ্গে ৩৮% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে, ২০১৩-তে ত্রিপুরাতে প্রায় ৫০% ভোট পেয়ে প্রথম স্থানে।

    এই তিন রাজ্যেই তো ছিল।

    অবশ্য বলছে, ২০১৬-তে এই তিন রাজ্যেই নাকি বিজেপি ভোট একটু বেড়েছে। সে তো বাড়বেই, একটা ন্যাশনাল ওয়েভ।
  • dc | 132.174.108.230 | ১২ মার্চ ২০১৭ ১৩:৫৮365432
  • ঠিক, বামেরা যেমন ছিল তেমনই আছে। চল্লিশ বছরে এক পা এগয়ওনি, পেছয়ওনি :d। ও নানা, দুয়েক পা বোধায় পিছিয়েছে - পবতে ধুয়ে সাফ হয়ে গেছে, আর সেন্টারেও ধুয়ে সাফ হয়ে গেছে। সবই ছাগোল জনতা আর ক্যাবলা জনতার অত্যাচারে।
  • S | 184.45.155.75 | ১২ মার্চ ২০১৭ ১৪:০৫365433
  • আসলে ভারতে দক্ষিন পন্থী বলতে একটাই বড় দল - বিজেপি। এছাড়া বাকি অকালি আর শিবসেনারা বরাবরই বিজেপির সাথে ছিলো-আছে-থাকবে। বজরঙ্গ দল ইত্যাদি আউটফিটও আলাদা করে রাজনৈতীক দল গড়েনি - ঐ বিজেপি দিয়েই চালিয়েছে। বিজেপির পক্ষে (এবং প্রায় সব দক্ষিন পন্থী দলের ক্ষেত্রেই) রাইঙ্গ ইউঙ্গ পলিটিক্সের সব কটি শেডকেই আশ্রয় দেওয়া সম্ভব হয়। সেইটা বোধয় লেফট লিবারেল রাজনীতিতে সম্ভব হয়না। বামেদের বিভিন্ন শেডস - এবং প্রত্যেকের আলাদা দল আছে। ফলে মোদ্দা কথায় ভোট ভাগ হয়। মনে রাখা দরকার এমন বিপুল জয়েও বিজেপি ভোট পেয়েছে ৪২%।
  • Arpan | 24.195.234.115 | ১২ মার্চ ২০১৭ ১৪:০৮365434
  • মহাসিন্ধুর ওপার থেকে এলসিএমদার অ্যানালিসিসগুলো রোব্বারের বাজারে বেশ আরাম করে পড়া যায়। বেশ নাইভ আর গোলগাল, যেমনটি হয়।
  • dc | 132.174.108.230 | ১২ মার্চ ২০১৭ ১৪:১০365435
  • লিডারশিপ একটা বড়ো ডিফারেনশিয়েটিং ফ্যাক্টর (সে অবশ্য শুধু পলিটিক্সে না, ব্যাবসায়েও)। যতোদিন কংএর ভালো লিডারশিপ ছিল, সোনিয়া গান্ধী অবধি, ততোদিন মোটামুটি চলছিল। সোনিয়া গান্ধীর পর কেউ নেই, তাই এখন ডুবছে। বিজেপিকে প্রথমে আদবানি-বাজপেয়ী টেনে তুলেছে, আর এখন মোদি। বামেদেরও যতোদিন ভালো লিডারশিপ ছিল ততোদিন ভালো করেছে, যখন ভালো লিডাররা বসে গেছে তখন থেকেই ডুবতে শুরু করেছে।
  • dc | 132.174.108.230 | ১২ মার্চ ২০১৭ ১৪:১১365436
  • অরে এগুলো lcm দা ইচ্ছে করে লেখে :d
  • sm | 53.251.91.253 | ১২ মার্চ ২০১৭ ১৪:১২365437
  • Talking to TOI, Hiralal admitted that Communist parties could not win even a single seat in 2007 and 2012 Assembly elections in UP. According to him, best performance of Left parties in UP was in 1974 when they won 34 Assembly seats.
    ---
    লেফট রা কেমন করছে অন্যান্য রাজ্যে সহজেই অনুমেয়।
    বিহারেও খাতা খুলতে পারেনি;যদি লিবারেশন কে বাদ রাখা হয়।
    অন্ধ্র তেও জনভিত্তি কমছে।
    কেরালায় কি হয়েছে দেখুন-
    In the 2006 Assembly elections, the BJP polled just 4.75 per cent of votes while the Congress polled 24.09 per cent. In 2011, the BJP's vote share increased to 6.03 per cent and that of the Congress to 26.4 per cent.

    In the 2016 elections, while the Congress' vote share reduced to 23.7 per cent, that of the BJP has jumped to over 15 per cent. Moreover, the BJP may have won just one seat but it came second on seven seats. A jump of more than 20 per cent vote share will get translated into seats, which is quite achievable in the next Assembly ইলেকশনস
    http://www.dailyo.in/politics/kerala-elections-results-2016-bjp-ldf-congress-udf-narendra-modi-ak-antony/story/1/10729.html
  • lcm | 83.162.22.190 | ১২ মার্চ ২০১৭ ১৪:১৫365439
  • বোঝো!
    যা খবর পড়লাম তাই তো লিখলাম। মানে এই এইচটি/টিওআই - এই সব...
  • S | 184.45.155.75 | ১২ মার্চ ২০১৭ ১৪:১৫365438
  • আগে পান্জাবের যে অন্চলে বামেরা জিততো, সেইটা এখন আপের দখলে চলে গেছে।
  • PT | 213.110.242.8 | ১২ মার্চ ২০১৭ ১৪:১৬365440
  • @lcm
    রাস্তায় নীল সাদা আলো লাগিয়ে, ২ টাকা কিলো চাল দিয়ে, উড়িষ্যায় রাস্তা বানিয়ে কিংবা রাহুল-অখিলেশ হাত ধরাধরি করে "ইয়ে দোস্তি, হম নেহি..." ইত্যাদি গেয়ে বিজেপিকে রোখা যাবে না। এক বিজেপি নেতা যখন কালো গরুকে নিজের হাতে ক্যামেরার সামনে জাবনা খাওয়ায় বা আরেকজন যখন প্রকাশ্যে বলে যে সকল ভারতীয়র মৃতদেহ শুধু মাত্র দাহই করতে হবে তখন বিজেপি শুধু তার নিজস্ব রাজনীতির কথাই বলে। সেটা কাউন্টার করা যায় একমাত্র রাজনীতি দিয়েই, কেননা ২ টাকা কিলোর চাল বা ভাল রাস্তা বিজেপির সরকার-ও দিতে পারে। সেই রাজনীতির রাস্তাটি তিনো থেকে সপা-বস্পা সবাই এড়িয়ে চলছে ভেসে থাকার জন্যে।

    খরগপুরে কংগ্রেস হারলেও নিজেরা জিতবে না এটা তিনোরা জানত আর দিলীপ ঘোষের জেতার প্রভাব কি হতে পারে সেটাও তারা জানত। তা সত্বেও বিপুল পরিমাণে ভোট কেটে তারা বিজেপির জেতার পথ সহজ করে দিয়েছে। আপনি বোঝেন না এমন নয়, তবু বলি। পব-তে বিজেপি ২০%-এর কাছে যাচ্ছে মানে সর্বভারতীয় বিজেপির পক্ষে সেটা বিপুল উৎসাহব্যঞ্জক ঘটনা।

    রাজ্যভিত্তিক দলগুলো নিজেদের রাজত্ব সামলানোর জন্যে শুধুমাত্র কারখানার ম্যানেজারের মত বিশ্বকর্মা পূজোর খিঁচুড়ির আয়োজন করে চলেছে। ওতে বিজেপিকে ঠেকানো যাবেনা। বিজেপির খিঁচুড়িতে ডালডার বদলে গাওয়া ঘি থাকতে পারে এমনটা হয়ত আমজনতা আন্দাজ করছে!!

    (ছোট খবরঃ জয়প্রকাশের এক ঘনিষ্ট বন্ধু জানালেন যে জয়প্রকাশ নাকি গ্রেপ্তার হওয়ার পর থেকে সরকারি মোদী/অমিত শাহর দরবারে পরিচিতি লাভ করেছেন!!)
  • lcm | 83.162.22.190 | ১২ মার্চ ২০১৭ ১৪:১৯365441
  • উত্তরপ্রদেশে রাস্তায় নীল-সাদা আলো লাগিয়েছে !! এটা কবে হল...
  • PT | 213.110.242.8 | ১২ মার্চ ২০১৭ ১৪:২১365443
  • আপনি বোঝেন নি যে প্রথম বাক্যে তিনটি রাজ্যের কথা বলা হয়েছে?
  • lcm | 83.162.22.190 | ১২ মার্চ ২০১৭ ১৪:২২365444
  • পশ্চিমবঙ্গে কি এই গত মাসে ভোট হল? ৫ রাজ্যের মধ্যে তো পশ্চিমবঙ্গ নেই।
  • PT | 213.110.242.8 | ১২ মার্চ ২০১৭ ১৪:২৩365446
  • থাক আপনার সঙ্গে আর তক্কে কাজ নেই!!
  • lcm | 83.162.22.190 | ১২ মার্চ ২০১৭ ১৪:২৩365445
  • তাহলে কি ব্যাপারটা এমন হল যে, ২০০৭ এ পশ্চিমবঙ্গে সিঙ্গুর/নন্দীগ্রাম হয়, তার ফলে ২০১৭-তে ইউপি-তে বিজেপি জেতে !!
    এ তো মানে ইয়ে ... এক্কেবারে...
  • Arpan | 24.195.234.115 | ১২ মার্চ ২০১৭ ১৪:২৬365448
  • আর কেরালায় বিজেপির লক্ষ্মীপ্যাঁচা কে এই নিয়ে কবি নীরব!
  • PT | 213.110.242.8 | ১২ মার্চ ২০১৭ ১৪:২৬365447
  • হয়্না? তাহলে ইউপিতে বাবড়ি মসজিদ ভাঙ্গলে সারা ভারতের ভোটের ভিত্তিতে পার্লামেনটে বিজেপির আসন সংখ্যা ২ থেকে কি করে ১৪৪ হয়? এও তো " মানে ইয়ে ।।। এক্কেবারে।।।"
  • dc | 167.50.4.107 | ১২ মার্চ ২০১৭ ১৪:২৭365449
  • :d :d :d
  • lcm | 83.162.22.190 | ১২ মার্চ ২০১৭ ১৪:২৮365451
  • না মানে কাগজে তো নানা ব্যাখা দেখলাম।
    কিন্তু ২০০৭-এর সিঙ্গুর/নন্দীগ্রামের জন্য ২০১৭-তে ইউপি-তে বিজেপি ভোটে জিতেছে -- এটা কোন কাগজে লিখল দেখতে পেলাম না। এমন সুচিন্তিত একটি ব্যাখা মিস্‌ করে গেলাম কি করে।
  • | ১২ মার্চ ২০১৭ ১৪:২৮365450
  • জমেছে :-D
  • সাতমার পালোয়ান | 69.97.159.112 | ১২ মার্চ ২০১৭ ১৪:৩০365452
  • না, আমি ভাবছি ঋতব্রতকে নিয়ে ইস্যুতে ডাক্তারবাউ আমার আর রোবুর মুন্ডুটা কবে কাটবেন:-p
  • lcm | 83.162.22.190 | ১২ মার্চ ২০১৭ ১৪:৩১365455
  • আচ্ছা, ইউপি/উত্তরাখন্ডে এবারে বিজেপির জয় - এর পিছেন কি তামিলনাড়ুতে আম্মার ৫ টাকার থালি রেস্টোরেন্ট খোলার কোনো যোগসূত্র আছে -- নিশ্চয়ই আছে। থাকতেই পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন