এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোটযুদ্ধ ২০১৭

    pi
    অন্যান্য | ০৯ মার্চ ২০১৭ | ১৩৬০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 184.45.155.75 | ১৩ মার্চ ২০১৭ ০১:৩২365523
  • ২০০৪-এর লোকসভা ইলেক্শনে পশ্চিমবঙ্গে বিজেপি পায় ৮% ভোট। কোনো সীট পয়নি।
    ২০০৬-এর বিধানসভা ইলেক্শনে পশ্চিমবঙ্গে বিজেপি কত ভোট পায় জানিনা কারণ তখন দিদির সাথে লড়েছিলো - কিন্তু একটাও সীট পায়নি।
    ২০০৯-এর লোকসভা ইলেক্শনে পশ্চিমবঙ্গে বিজেপি পায় ৬% ভোট। সীট পায় একটি।
    ২০১১-এর বিধানসভা ইলেক্শনে পশ্চিমবঙ্গে বিজেপি ভোট পায় ৪% - একটাও সীট পায়নি। পরে বোধয় বাই ইলেক্শনে একটা জেতে।
    ২০১৪র লোকসভাতে বিজেপি ভোট পায় ১৮%। সীট পায় দুটি।
    ২০১৬-এর বিধানসভা ইলেক্শনে পশ্চিমবঙ্গে বিজেপি পায় ১০।৭ % ভোট। সীট পায় ৬ টি।
  • lcm | 83.162.22.190 | ১৩ মার্চ ২০১৭ ০১:৩৬365524
  • S,
    ইউ আর রাইট।
    ইন্ডিয়া টুডে-র হিসেব পোল ডেটা (কাদের পোল কে জানে) নিয়ে, আমিও পড়ে ঘাবড়ে গেছিলাম।
    থ্যাংক্‌স্‌ ফর পয়েন্টিং আউট।
  • S | 184.45.155.75 | ১৩ মার্চ ২০১৭ ০১:৪২365525
  • তবে লোকে খুব ডিসাইসিভ ভাবে একপক্ষকে জেতাচ্ছে। মানে হাঙ্গ এসেম্বলি আর হর্স ট্রেডিঙ্গকে দুরে রাখছে। মিলিজুলি সরকার নিয়ে দেশবাসীর এক্সপিরিয়েন্স খুবেকটা ভালো নয়। জোট সরকারে কিছু পলিটিশান খুব লাভবান হয় - দেশের হাল কিছুই উন্নতি হয়না। তাই মোদি, দিদি সব্বাই একা লড়ছে (ট্রাস্টেড এলাই ছাড়া)।

    এই মুহুর্তে এনডিএ তে ৪৪ টি দল আছে। এদের মধ্যে অন্তত ১৬ টি দলের মেম্বার আছে লোকসভাতে বা রাজ্যসভাতে। পরের লোকসভাতে মোদি হয়তো অনেক ছোটো এলায়েন্স করে লড়বে।
  • lcm | 83.162.22.190 | ১৩ মার্চ ২০১৭ ০১:৪৫365526
  • আর, পিটি-র কোশ্চেন পাল্টে দিচ্ছি।

    ১৯৮৭ তে বিজেপি ০.৫৮% ভোট
    ১৯৯১ তে বিজেপি ১১.৩৪ % ভোট

    পাঁচ বছরের গ্যাপে পশ্চিমবঙ্গে এই ব্যাপারটা একটু ব্যাখা করবেন।
  • lcm | 83.162.22.190 | ১৩ মার্চ ২০১৭ ০১:৪৭365527
  • S,
    ঠিক তেমন নয়। ১৫ বছর বাদে ইউপি-র লোক (তাও ৩৯%, মেজরিটি নয়), বিজেপি-কে ভোট দিয়েছে - এটা কি তেমন একেবারে সাংঘাতিক আনএপ্ক্সপেক্টেড কিছু?
  • lcm | 83.162.22.190 | ১৩ মার্চ ২০১৭ ০১:৪৯365528
  • হ্যাঁ, অফ্‌ কোর্স, যে কথা কাল বলছিলাম - যে, নর্থ ইন্ডিয়া কামিং ব্যাক টু টু-পার্টি সিস্টেম।
  • lcm | 83.162.22.190 | ১৩ মার্চ ২০১৭ ০১:৫৯365529
  • আর একটা ব্যাপার হল, শর্মিলা (ইরম) এর ভোটের রেজাল্ট। এটা নিয়ে চার আনা চাই। এটা নতুন কিছু নয়, তবে আলোচ্য।
    মানুষ কাকে কীভাবে ভোট দেয়। পার্টি দেখে, ব্যক্তি দেখে, পলিসি দেখে, টিভি অ্যাড দেখে, পারিবারিক ঐতিহ্য, স্রোতে ভেসে, বক্তৃতা শুনে - কোনটার কতটা ওয়েট।
    তবে এই থ্রেডে নয়, অন্য কোথাও।
  • S | 184.45.155.75 | ১৩ মার্চ ২০১৭ ০২:০১365530
  • সারা ভারতেঃ
    ১৯৮৪ তে লোকসভাতে বিজেপি পেয়েছিলো ৭.৭% ভোট। ১৯৮৯ তে লোকসভাতে বিজেপি পেয়েছিলো ১১% ভোট। ১৯৯১ তে পেয়েছিলো ২০% ভোট।

    আরো লিখে দিই।
    ১৯৮৭ তে বিধানসভায় বিজেপির প্রার্থী দিয়েছিলো ৫৭টি সীটে।
    ২০১১ তে বিধানসভায় বিজেপির প্রার্থী ছিলেন ২৯১টি সীটে। এর মধ্যে ২৪০ টি সীটে এফডি হয়।

    আর ১৯৯১ তে ততদিনে অযোধ্যার দামামা বেজে গেছে। আদবাণীর রথযাত্রা বেড়িয়ে পরেছে।
  • S | 184.45.155.75 | ১৩ মার্চ ২০১৭ ০২:০৭365532
  • *১৯৯১ তে বিধানসভায় বিজেপির প্রার্থী ছিলেন ২৯১টি সীটে।

    লসাগুদা, কেন লিখলাম? কারণ ইউপিতে এনডিএ সীট পেয়েছে ৩২৫/৪০৩। মোদি নিস্চই এতো ভালো কাজ করেনি, বা অখিলেশও তো তেমন খারাপ কাজ পরেছে বলে মনে হয়না। অন্যদিকে পান্জাবে দেখুন আপ আসবে আসবে করেও তেমন ভালো রেজাল্ট করলো না। পবেওতাই হয়েছে। মানে অপজিশন বলে কেউ থাকছেই না। এটা একটা জঘণ্য ট্রেন্ড।

    অবশ্যি আপনি মণিপুর আর গোয়া উল্টো উদাহরণ দেখাতেই পারেন।
  • lcm | 83.162.22.190 | ১৩ মার্চ ২০১৭ ০২:২৫365533
  • বিজেপি-কংগ্রেস লোকসভা নির্বাচন (নব্বুই-এর দশক থেকে, ইকনমিক রিফর্মের পর থেকে)

    ১৯৯১ কং (৩২%) বিজেপি (২০%)
    ১৯৯৬ কং (২৮%) বিজেপি (২০%)
    ১৯৯৮ কং (২৫%) বিজেপি (২৫%)
    ১৯৯৯ কং (২৮%) বিজেপি (২৩%)
    ২০০৪ কং (২৬%) বিজেপি (২২%)
    ২০০৯ কং (২৮%) বিজেপি (১৮%)
    ২০১৪ কং (৩১%) বিজেপি (১৯%)

    তো, দুটো তো মেজর পার্টি , এক একবার একটা জেতে।
  • lcm | 83.162.22.190 | ১৩ মার্চ ২০১৭ ০২:২৭365534
  • *২০১৪-টা উল্টে গেছে
  • lcm | 83.162.22.190 | ১৩ মার্চ ২০১৭ ০২:৩২365535
  • না, না, S - এই কথাটাই বলতে চেয়েছিলাম কাল, যা দেখে অপ্পোন/ডিসি রা সব গোলগাল বলল।

    ইউপি-তে বিজেপির এই এই রেজাল্ট ৩২৫/৪০৩, যা দেখে বিশাল জয় মনে হচ্ছে, এক বন্ধুর সাথে কথা হচ্ছিল - দেশটা রামভক্তদের হাতে চলে গেল ... এসেট্রা...
    তাকে বললাম যে, খেয়াল করে দ্যাখ, বিজেপি কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোট পায় নি, পেয়েছে ৩৯% । অখিল-রাহুল-মায়াবতী মিলিয়ে পেয়েছে ৪৪% ।

    ৩২৫/৪০৩ মানে প্রায় ৮০% সিট পেয়েছে বিজেপি, এই নাম্বারটা দেখে যতটা ওভারহোয়েল্মিং মনে হয়, আসল ব্যাপার তা নয়। এর মানে ৮০% লোক বিজেপি-কে ভোট দিয়েছে তা নয়।
    মাল্টি-পার্টি ডেমোক্রেটিক সিস্টেমে এটা হয়।
  • lcm | 83.162.22.190 | ১৩ মার্চ ২০১৭ ০২:৪১365536
  • তবে, হ্যাঁ, তোমার পয়েন্টটা ঠিক, নো অপোজিশন।

    ৪০% এর কম লোকের ভোট পেয়ে ৮০% এর বেশি সিট পাওয়া --- এ জিনিস কাম্য নয়। সিমিলার জিনিস আগে কংগ্রেসের হাওয়াতেও হয়েছে। এখানেও হয়েছে, হিলারি ওট ভোট বেশি পেয়েছে, কিন্তু ট্রাম্প জিতেছে।

    সিস্টেমের নতুন ফরমূলা দরকার।

    আগে এক থ্রেডে আজ্জোর সঙ্গে ইউএস সিস্টেমের সমালোচনার সময় লিখেছিলাম, এখানে কোনো কোনো ইলেক্শনে এই নিয়ে এক্সপেরিমেন্ট চলছে। যেমন, ওকল্যান্ডে সিটি ইলেক্শনে একবার নিয়ম করল যে, তিনজনকে ভোট দিতে হবে এক, দুই, তিন অর্ডারে। তারপরে, কি একটা ফরমূলা বানলো - এইসব।
  • cm | 127.247.98.205 | ১৩ মার্চ ২০১৭ ০৬:২৬365537
  • লসাগুকে এও বলতে হবে বামফ্রন্ট ঠিক কি ভাবে তোল্লাই দিয়েছিল।
  • lcm | 83.162.22.190 | ১৩ মার্চ ২০১৭ ০৬:৪৪365538
  • তোল্লাই দিয়েছিল বলি নি তো। আমি বেসিক্যালি জানতে চেয়েছিলাম যে ইউপি-তে বিজেপি-র জয়ের জন্য কীভাবে সিঙ্গুর-নন্দীগ্রাম কে দায়ী করা যায়।
  • কল্লোল | 233.186.11.31 | ১৩ মার্চ ২০১৭ ০৭:৩৩365539
  • ২০০৬এর পর বামেরা তিনোদের প্যাঁচা হয়েছিলো। কৈ হ্যায়?
  • S | 184.45.155.75 | ১৩ মার্চ ২০১৭ ০৭:৫৬365540
  • পবে বিজেপির ৬-৮% ভোট চিরকালই ছিলো। থাকাটাই স্বাভাবিক। বেশি মাইনরিটি (২৭% মুস্লিম), বর্ডার স্টেট, আর কোলকাতা (আসানসোলেও) বড় অবাঙ্গালী জনগন - এগুলোর জন্য ওর সহজেই এখানে সেখানে ভোট কুড়িয়েছে। সীট তেমন পায়নি কখনই।

    এইবারে ১৯৯১ বা ২০১৪ তে এতো বেশি ভোট পেলো কি করে? প্রথমবার অযোদ্ধা আর এইবারে মোদি হাওয়ায়।

    বামেরা যে ৭ বার জিতেছিলো তার মধ্যে একমাত্র শেষবারেই (২০০৬) ভোট ভাগ হয়ে গিয়ে বামেরা খুব বেশি সীট পেয়ে যাওয়ার সম্ভাবনা। এখন কেউ বলতেই পারেন যে বামেরা তো একাই প্রায় ৫০% ভোট পেয়েছিলো। এবং সত্যিই খুব ভালো ফল করেছিলো। কিন্তু সেটা এগ্রিগেট। হয়তো অনেক সীটেই ভোট ভাগ হয়েছে। তবে আমার ধারণা তেমন সীট সেই ইলেক্শনে কমই ছিলো।

    তবে এইসব কথা বলে লাভ নেই। সংসদীয় গণতন্ত্রে তিন মুখি (ইউপিতে অনেক সময় চারমুখি) লড়াই হলে এক্দল ৪০% ভোট পেয়েও ৮০% সীট পেতেই পারে। সেইটা সবপক্ষই জানে। এমনকি ভোটাররাও। তারাও সেইভাবেই ভোট্দান করে।

    সেক্ষেত্রে এইবারে অখিলেশ কঙ্গের সাথে হাত না মিলিয়ে মায়াবতীর সাথেই হাত মেলাতে পারতো। পরে তো বললো রাজী আছে।
  • dc | 132.174.108.230 | ১৩ মার্চ ২০১৭ ০৮:১৯365541
  • পব থেকে লোকসভার ৪২টা সিট। এই সিটগুলোর জন্য এবার বিজেপি ঝাঁপাবে।
  • sm | 113.192.119.253 | ১৩ মার্চ ২০১৭ ০৮:২৫365543
  • বি যে পি বেশি করে পরিশ্রম করবে কেরালা আর ওড়িশায় ও বিহারে ।এগুলোতে জেতার সম্ভাবনা বেশি ।পব তে বেশি শক্তি খরচ করবেনা।সরকার কে ব্যতিব্যস্ত রাখবে খানিকটা ।
  • S | 184.45.155.75 | ১৩ মার্চ ২০১৭ ০৮:২৬365544
  • সীটর দিক থেকে থার্ড লার্জেস্ট। ইউপি আর মহারাষ্ট্রের পরেই। অন্ধ্র তো ভাগ হয়ে গেছে।
  • pi | 57.29.129.194 | ১৩ মার্চ ২০১৭ ০৮:৩৩365545
  • ডিসি, কংগ্রেসের মত দলের টাকা বা প্রতিশ্রুতির অভাব হওয়ার কথা কি ?
  • dc | 132.174.108.230 | ১৩ মার্চ ২০১৭ ০৮:৫৮365546
  • অবশ্যই অভাব হওয়ার কথা, কারন টাকার সোর্স শুকিয়ে আসছে। বেশ কয়েক বছর ধরেই কংগ্রেসের প্রতিপত্তি কমছে, আর টাকাওয়ালা বড়ো স্টেটগুলোও হাতছাড়া হয়ে যাচ্ছে। তার ওপর শিল্পপতি ইত্যাদিরা এখন কংগ্রেসে ইনভেস্ট করতে রাজী হবেনা, কারন ফিউচার আনসার্টেন। রাহুল গান্ধীর ওপর মনে হয়না কারুরই তেমন ভরসা আছে। উল্টোদিকে মোদি/বিজেপিতে ইনভেস্ট করলে রিটার্ন বেশী। একই কারনে কংগ্রেস খুব একটা ভালো প্রতিশ্রুতি দেওয়ারও জায়গায় নেই।
  • PT | 213.110.242.4 | ১৩ মার্চ ২০১৭ ০৯:০৬365547
  • বিজেপি খামোখা কেন শক্তিক্ষয় করবে পব-তে? বেশী কিছু নাড়াঘাঁটা করতে গেলে কে কার লক্ষ্মীপ্যাঁচা হয়ে যাবে জানা নেই। মাঝের থেকে ফস করে যদি বামেরা ক্ষমতায় চলে যায় তাহলে তো নাগপুরের ক্ষতি।

    দাদার জন্যে দিদি কেমন কিষেণজীকে দিয়ে শুরু করে সুনিপুণ বাদে বাম নিধনের কাজ চালিয়ে যাচ্ছে। এখন তাত্বিক নিধন চলছে। তাই সব বড় রাস্তার মোড়ে মোড়ে শুধুই বগল কামানো চৈতন্যদেবের মূর্তি। গড়িয়া থেকে পাটুলিতে ঢোকার মুখে তিনি। এমনকি বিটিরোড-সোদ্পুরের মুখেও চৈতন্য-খোল-করতাল সহ। অথচ কাছেই পাণিহাটিতে বেঙ্গল কেমিকাল থাকায় প্রফুল্ল্চন্দ্রের মূর্তি বসানো যেত।

    তার সঙ্গে নীল রঙের প্রাবল্যে ধুয়ে-মুছে যাচ্ছে আর সব রঙ। আশচর্য হলাম রহড়া রামকৃষ্ণ মিশনের সব কিছুতে নীল রঙের প্রাবল্য দেখে। "যখন যেমন তখন তেমন"-বললেন একজন। কিন্তু বাম আমলে রামকৃষ্ণ মিশন বাড়ির রং লাল করত, সত্যি? তবে রহড়া যাওয়ার রাস্তার মাঝামাঝি জায়গায় দেখা গেল যে কে বা কারা লেনিনের মুর্তি ভেঙে দেওয়ায় পরেও সেখানে এখনো নতুন মূর্তি বসানো হয়নি।

    এই অবস্থা বদলাবে বিজেপি? আরে বাপু পাগলেও নিজের বুঝ বোঝে আর বিজেপি রাজনীতি বোঝে না?

    (কাল রাতের খবরঃ বোড়াল-নতুন হাট ইত্যাদি জায়গায়ার সংখ্যালঘু অধ্যুষিত কট্টর তিনোরা ভেবেছিল দিদির রিমোট কন্ট্রোলড দাপটে ইউপির ভোটাররা দলে দলে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে। কিন্তু যে সব গেরুয়া বিজয় মিছিল বেড়িয়েছে তাতে নাকি অনেক স্থানীয় তিনো লুম্পেনদের দেখা গিয়েছে!!)
  • dc | 132.174.108.230 | ১৩ মার্চ ২০১৭ ০৯:২০365548
  • নাহ, ফস করে বামেরা ক্ষমতায় চলে আসবে বলে মনে হয়না। এই ইলেকশানগুলোতে, এর আগেরগুলোতেও, কেউই ফস করে চলে আসেনি। কেরালা, পাঞ্জাব, ইউপি, বিহার, আসাম, মহারাষ্ট্র, প্রত্যেক জায়গায় প্রতিটা পার্টি স্ট্র্যাটেজি, টাকা আর লোকবল ঠিক করেছে, কয়েক বছর ধরে নানান ক্যাম্পেন করেছে, মিডিয়ায় নাম এসেছে। কিছু না করেই ফস করে ক্ষমতায় চলে এসেছে, এরকম কোথাও হয়নি।

    আর কাল রাতের খবরে যেমন তিনো লুম্পেনরা বিজেপিতে গিয়ে ভিড়ছে, তেমনি গত কয়েক বছরের খবর যে অনেক বাম সমর্থকরাও বিজেপিতে আর তিনোতে গিয়ে ভিড়েছে।
  • Arpan | 24.195.229.148 | ১৩ মার্চ ২০১৭ ০৯:২৪365549
  • পিটিদা আসলে বলতে চাইছেন ফস করে আসা ছাড়া বামেদের কাছে প্রত্যাবর্তনের আর কোন রাস্তা নেই।
  • sm | 233.223.138.33 | ১৩ মার্চ ২০১৭ ০৯:৩০365550
  • তাই সব বড় রাস্তার মোড়ে মোড়ে শুধুই বগল কামানো চৈতন্যদেবের মূর্তি। গড়িয়া থেকে পাটুলিতে ঢোকার মুখে তিনি। এমনকি বিটিরোড-সোদ্পুরের মুখেও চৈতন্য-খোল-করতাল সহ
    ---
    অত্যন্ত অশ্লীল ও অভদ্র মন্তব্য। আপনি এই "বগল কামানো" শব্দবন্ধ টি কেন ব্যবহার করলেন? বাম আমল বা কংগ্রেস আমলে অন্য কোনো রকম চৈতন্যদেব এর মূর্তি দেখেছিলেন? এই সব হাবিজাবি লিখে নিজেকে স্ট্রিট স্মার্ট প্রমান না করলেই নয়?
    ---
    লেনিনের মুর্তি ভেঙে দেওয়ায় পরেও সেখানে এখনো নতুন মূর্তি বসানো হয়নি।
    --
    দেখুন লেনিন এর মূর্তি কেন ফের বসানো হয়নি - নিশ্চয় আপনার ভাবাবেগে আঘাত লেগেছে; তাই তো এমন লিখছেন।তা, সরকার কি বাঁধা দিয়েছে আর একটা মূর্তি বসাতে?
  • pi | 57.29.129.194 | ১৩ মার্চ ২০১৭ ০৯:৩২365551
  • চৈতন্যদেবের বগল কামনো, এটা আগে খেয়াল করিনি। ভেবে দেখলাম।
  • dc | 132.174.108.230 | ১৩ মার্চ ২০১৭ ০৯:৩৬365552
  • :d
  • PT | 213.110.242.4 | ১৩ মার্চ ২০১৭ ০৯:৩৭365554
  • না এসবের থেকেও আমার দুশ্চিন্তা ঐ চৈতন্যদেবের পুতুল পুতুল মূর্তি নিয়ে। সারা কলকাতায় (বা ডিস্ট্রিক্ট টাউনে) ঘুরলে মনে হয় যে বাঙালী গত ৬ বছরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে সেই রবীন্দ্রনাথ-নজরুল-বিবেকানন্দ-সারদা ইত্যাদি চক্করে আটকে গিয়েছে। কে যেন ডেলিবারেটলি এই কাজটা করছে। এমনকি কোন একটা বাসস্ট্যান্ডে বেগম রোকেয়াকেও দেখেছি। কিন্তু সুকান্ত? তাঁকে দেখা যাচ্ছে না তিনি কারো কাকা হওয়ার সুবাদে লিস্টি থেকে বাদ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন