এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোটযুদ্ধ ২০১৭

    pi
    অন্যান্য | ০৯ মার্চ ২০১৭ | ১৩৬৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 184.45.155.75 | ১৩ মার্চ ২০১৭ ২৩:২৬365623
  • প্রথা অনুযায়ী রাজ্যপাল সবথেকে বড় পার্টিকেই প্রথম সরকার গঠনের জন্য ডাকেন। অবশ্যি প্রি-পোল অ্যালায়েন্স থাকলে আলাদা কথা। তবে ডিসি যেমন বললেন এখন মনে হয় কেউই কঙ্গের নৌকায় উঠবে না। ফলে কঙ্গ হয়তো কোনোভাবেই সরকার গড়ার জায়্গায় নেই। সেক্ষেত্রে আর সময় নষ্ট না করে বিজেপি ডেকে নেওয়াই ভালো।
  • lcm | 176.137.242.86 | ১৪ মার্চ ২০১৭ ০৬:১৭365624
  • from a Facebook post:-

    In Manipur, there are 60 seats. Any party or coalition needs 31 seats to form the govt. BJP got 21 and Cong got 28. BJP submitted their claim to form the govt to the Governor Nazma Heptulla (ex BJP Vice President). Dr. Heptulla asked BJP to form the govt based on their claim that they have support of necessary MLAs which includes 1 Cong MLA, 1 TMC MLA and 3 MLAs from NPP.
    NPP state chief denied the claim and said that they will not support BJP. TMC denied the claim and said that they will not support BJP. And if the one Cong MLA joins BJP, he will lose his seat according to law.
    Still, Dr. Heptulla decided to give BJP the first chance to form the govt.
    I salute her gratefulness. I also salute the party with difference whose PM once kisses the temple of democracy before entering into it with teary eyes.
  • PT | 213.110.242.8 | ১৪ মার্চ ২০১৭ ০৬:৫৬365625
  • "বিজেপি তাদের ২১ জন বিধায়ক , এপিপি সভাপতি ও তাদের চার বিধায়ক , এলজেপি -র বিধায়ক ও ***তৃণমূল কংগ্রেসের বিধায়কদের*** নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিল ৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=30294&boxid=151037329
  • lcm | 83.162.22.190 | ১৪ মার্চ ২০১৭ ০৭:২৯365627
  • পুরো ক্যাওস
  • S | 184.45.155.75 | ১৪ মার্চ ২০১৭ ০৭:৫৬365628
  • এদিকেঃ

    Former External Affairs Minister and former Karnataka Chief Minister SM Krishna is set to join the BJP this week in New Delhi, said a party official on Monday.

    Mr Krishna, 84, resigned from the Congress on January 29 after 46 years of association with the grand old party for "being sidelined by its leadership".
  • S | 184.45.155.75 | ১৪ মার্চ ২০১৭ ০৮:০৪365629
  • মোহনদাস পাই লিখছেঃ
    The massive victory of the BJP in UP has many lessons for India's political parties. A great majority of the voters are below the age of 40 and their world view is largely shaped by the heady growth in GDP of 8.4% in $ terms per annum over 25 years. They want growth, development and jobs, not caste politics, Mulayam and Lalu's brand of crony socialism, or religious conflict. Women seem to have voted largely for PM Modi as they felt that he would protect them and ensure respect and economic opportunities, not the Goonda Raj of the SP.

    ইনফির লোক তো, ঐ জিডিপি টুকুই জানে।
  • S | 184.45.155.75 | ১৪ মার্চ ২০১৭ ০৮:০৮365630
  • সবাই বিভিন্ন ভাবে মোদি বন্দনা করছে। যদি একবার নেক নজরটি পরে, তাইলেই জীবন ধন্য। ইনি জে এন ইউর ভিসি।

    M. Jagadesh Kumar‏
    @mamidala90

    People of India have once again demonstrated overwhelmingly that we stand for development and inclusivity.
  • PT | 213.110.242.8 | ১৪ মার্চ ২০১৭ ০৮:৫২365632
  • ও কল্লোলদা, এসব কি লিখছে গো? তোমাকে তো নতুন সেনাপতির সন্ধান করতে হবে!!

    "..... লোকসভা ভোটে তৃণমূল-কংগ্রেস জোটের রাস্তা বন্ধ করতে এবং এ রাজ্যে শাসক দলের গোপন সাহায্যে কিছু আসন জিততে এর পরেও কেন্দ্রীয় নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নরম মনোভাব দেখাতে পারেন। এমনিতেই জিএসটি বাস্তবায়নে সাহায্য করছে তৃণমূল। তা ছাড়া রাজ্যসভায় বিজেপি-র এখনও সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে তৃণমূলের সঙ্গে সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।"
    http://www.anandabazar.com/national/leaders-trying-to-join-bjp-after-the-election-result-1.579507?ref=national-new-stry#
  • sm | 113.192.119.253 | ১৪ মার্চ ২০১৭ ০৮:৫৯365633
  • পিটি,যে খবর দিলেন সেটা নিজেই ভালো করে পড়েন নি নয়তো বুঝতে পারেন নি। মনিপুরে তিনোদের বিধায়ক সংখ্যা এক।সুতরাং তিনি চাইলে নিজেই দলত্যাগ করতে পারেন।দলত্যাগ বিরোধী আইন এক্ষেত্রে কার্যকরী হবে না।
    সংসদীয় গণতন্ত্রে এমন ভাবেই আইন তৈরী করা আছে।
    এরপর আপনার বক্তব্য কি সেটা ভালো করে বুঝিয়ে বলুন। না বলতে পারলে হাওয়ায় খবর ভাসিয়ে কি লাভ?
  • PT | 213.110.242.8 | ১৪ মার্চ ২০১৭ ০৯:০৪365634
  • এতদিন লেজ বা গোঁফ দেখা যাচ্ছিল শুধু। এখন বেড়াল ঝুলি থেকে বেড়িয়ে রান্নাঘরের জানালায় এসে বসেছে। এখনো দেখা যাচ্ছে না তাকে?
  • lcm | 83.162.22.190 | ১৪ মার্চ ২০১৭ ০৯:০৭365635
  • আচ্ছ, যদি তৃণমূলের বিধায়ক সত্যিই বিজেপি-র সঙ্গে জোটে যায় তাতে পিটি এত অবাক হচ্ছেন কেন বুঝতে পারছি না। তৃণমূল তো আগে এক সময় বিজেপির সঙ্গে ছিল সরকারে, মমতা তো কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন।
  • sm | 113.192.119.253 | ১৪ মার্চ ২০১৭ ০৯:১৩365636
  • তিনো আর কংগ্রেস এর সমঝোতা কে এতো ভয়! আগে তো তিনো আর কংগ্রেস জোট করেই ক্ষমতায় এসেছে। মান্নান বাবু যতই চেঁচামেচি করুন না কেন- কংগ্রেস কে নিজের অস্তিত্ব রক্ষা করতে গেলে পব তে তিনোদের ছাতার তলায় আসতেই হবে।
    বামেদের সঙ্গে থাকা মানে ফালতু টাইম পাস্।
    কংগ্রেস সঙ্গে না থাকলে তিনোদের অন্তত কোনো ক্ষতি হবে না।
    আর বিজেপি তো শক্তি বৃদ্ধি করবেই।বামেদের ভোট যত কমবে-বিজেপির ভোট ততো বাড়বে।
    এবার দেখুন, বঙ্গে বি যে পি কে আটকাতে বামেরা কি পদক্ষেপ নেয়।সব কিছুই কি তিনোদের দায়িত্ব ?
  • PT | 213.110.242.8 | ১৪ মার্চ ২০১৭ ০৯:১৯365637
  • না, না পিটি একে বারেই অবাক হয়নি। শুধু কল্লোলদার কাছে জানতে চেয়েছে যে দিল্লের বিজেপির সঙ্গে লড়তে কল্লোলদার পছ্ন্দের সেনাপতি এখন কে হবে?

    কিন্তু এদিকে একি শুনি মন্থরার মুখে? বিজেপিকে আটকাতে বামেরা কি করবে তাই জানতে আগ্রহী? কেন "মানুষ" বামেদের ছুঁড়ে ফেলে দিয়েছে-একবার নয় দুবার। এখন বিজেপিকে আটকানোর জন্যে বামেদের নিয়ে টানাটানি কেন?
  • Ekak | 53.224.129.57 | ১৪ মার্চ ২০১৭ ০৯:২২365638
  • যে ছাগল দুধ দেওয়া বন্ধ করেছে তাকে কেটে খাওয়া ব্যারন এমন কোথায় লেখা আছে ? বামদের শহীদ করে বিজেপি আটকে , মমতাকে ক্ষমতায় বসানো হবে । জলসম্পদ বা বনমন্ত্রক জাতীয় দুএকটা নয় ধরিয়ে দেওয়া যাবে বামদের :)
  • lcm | 83.162.22.190 | ১৪ মার্চ ২০১৭ ০৯:৩৪365639
  • হ্যাঁ, পশ্চিমবঙ্গের মানুষের অন্তত রুটিরপশন থাকা উচিত। তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি --- তারপর পারমুটেশন করে নানারকম কম্বি
  • sm | 113.192.119.253 | ১৪ মার্চ ২০১৭ ০৯:৫৮365640
  • পিটি উবাচ ,বামেদের তো জনগণ দুবার ছুঁড়ে ফেলে দিয়েছে। তো, তারা আবার নির্বাচনে লড়ে ক্যান?রাজনীতিতে অংশ ন্যায় ক্যান?
    কেরালায় তো বাম ও কংরেস এর মধ্যে অলিখিত চুক্তি; বি যে পি কে বাড়তে দেওয়া হবে না।
    তা, এখানে বিজেপি কে ঠেকাতে জোয়ালের ভার খালি তিনো দের কাঁধে কেন?
    বামেরা কি খালি বাদাম ভাজা খাবে, পাঁচিলে বসে?
  • PT | 213.110.242.8 | ১৪ মার্চ ২০১৭ ১০:১১365641
  • দ্যাকো কানডো!! এত পরিবত্তনের কান্না-কাটির পরে সেই বামেদের শরণাপন্ন!!
  • sm | 113.192.119.253 | ১৪ মার্চ ২০১৭ ১০:১৮365643
  • কে শরণা পন্ন হয়েছে? খেলার মাঠে থাকলে খেলার নিয়ম মেনে চলতে হবে। মুখে বুকনি দেব তিনোরা কেন বিজেপি আটকাতে পারছেনা আর নিজেদের রাজত্ব কাল জুড়ে বিজেপির বার বাড়ন্ত কেন হয়েছিল( যে টা লসাগু আগেই তথ্য দিয়েছে) সে সম্পর্কে কিছুই বলবো না এমন তো হয়না। এখন ই বা বিজেপি কে আটকাতে বামেরা কি ভূমিকা নিচ্ছে বললে সব কিছু তিনোদের দায়িত্ব; বলে গা বাঁচানো কি উচিত হচ্ছে?
    খেলার মাঠে থাকতে গেলে নিয়ে মেনে খেলতে হয়। নয়তো না খেললেই হয়।এই জন্যই তো কেরালার উদাহরণ দিলাম।
  • lcm | 83.162.22.190 | ১৪ মার্চ ২০১৭ ১০:২৫365644
  • ধুস, ওসব তক্কের কথা। কে আবার কাকে বাড়তে দেবে। কেউ কাউকে পাত পেরে আনেও নি, বাড়তেও দেয় নি। স্বাধীন দেশ। যে কোনো পার্টি ক্যান্ডিডেট দিতেই পারে ইলেকশনে। বিজেপি-র মতন জাতীয় লেভেলের পার্টি যে ইলেক্শনে ক্যান্ডিডেট দেবে এতে আর অবাক হবার কি আছে। এই যেমন দেখছি কোথায় সেই মনিপুরে একজন তিনোমুলের ক্যান্ডিডেট জিতেছে - তো ওখানে কি তিনোমুল-কে কেউ ডেকে নিয়ে গেছে নাকি? নিজেরাই গিয়ে ক্যান্ডিডেট দিয়েছে, প্রচার করেছে, একটা সিট জিতেছে।
    এসব এমনি তক্কের কথা - তিনোমুল বা সিপিএম বা কংগ্রেস বা বিজেপি - এরা কেউ কাউকে ডেকে আনে নি।
  • Ekak | 53.224.129.57 | ১৪ মার্চ ২০১৭ ১০:২৮365645
  • শরণাপন্ন আবার কী :) বললুম তো বামরা আর দুধ দেওয়ার অবস্থায় নেই তাই শেষবারের মতো ওদের কেটে খাওয়া হবে । বিজেপি বিরোধিতার জন্যে বামরা মমতার সঙ্গে হাত মেলালেই নিধন যজ্ঞ সম্পূর্ণ । সেক্রেড সার্ভিস বলতে পারেন ।
  • dc | 132.174.106.121 | ১৪ মার্চ ২০১৭ ১০:৩৩365646
  • শুনুন, পবতে মহাগাটবন্ধন হবে। তিনো-বাম-কং মিলে বিজেপিকে আটকাবে। পাহাড় থেকে জঙ্গলমহল হয়ে বঙ্গোপসাগর, সবাই হাসবে।
  • S | 184.45.155.75 | ১৪ মার্চ ২০১৭ ২১:৫৩365647
  • Goa has 40 seats - the majority mark or target for a political party is 21. The Congress won 17. The BJP won 13. However, it moved at top speed to win the support of two small regional parties - Goa Forward and the MGP or Maharashtrawadi Gomantak Party, who have a crucial three seats each and help the BJP to close the gap (it has two independents backing it as well).
  • de | 192.57.89.1 | ১৪ মার্চ ২০১৭ ২২:৫৯365648
  • হাসবে তো বুঝলাম, কিন্তু ক্যানো?
  • PM | 113.52.255.253 | ১৪ মার্চ ২০১৭ ২৩:০০365649
  • শর্মিলা চানুর কেসটা নিয়ে কি বলবেন? ঐ ৯০ টা ভোট কিসের কি বার্তা দিচ্ছে ?-

    এটা কি আফস্পার প্রতি জনসমর্থন? আফস্পার অপপ্রয়োগ যে আদতেই অপপ্রচার ছিলো তার প্রমান?

    নাকি পুরোটাই ছাগল তত্ত্বের আরেকটা ব্যবহারিক প্রমান?

    কাদের জন্য জীবন যৌবন বাজী রেখেছিলেন শর্মিলা?
  • PT | 213.110.242.5 | ১৪ মার্চ ২০১৭ ২৩:০৬365650
  • রাষ্ট্রের ষড়যন্ত্র নিয়ে যারা আসমান-জমিন মাথায় করত তারা তো মনে হচ্ছে শর্মিলা চানুর ৯০ টা ভোট পাওয়ার খবরের পরে ৯ হাত গত্তের নীচে সেঁধিয়েছে।
  • | ১৪ মার্চ ২০১৭ ২৩:০৬365651
  • ইরম শর্মিলা চানুর ৯১ ভোট পেয়ে হার , বিভিন্ন জায়গায় দেখছি অনেকেই খুব বিস্মিত দুঃখিত। তো, যেটা বলার সেটা হল, শর্মিলা তাঁর পরিবার ও নিকট একটি বৃত্তের কাছে এক কাল্ট ফিগার ছিলেন যাকে ভাঙিয়ে দেশ বিদেশের ডোনেশান পাওয়া যায় ও এক উচ্চ সম্মানের আসন পাওয়া যায়। উনি অনশন ভঙ্গ করার সাথে সাথেই ঐ বৃত্ত সেটি খোয়ায়। ফলে ওঁর পরিবার ও নিকটজনেরা প্রচন্ড বিরোধীতা করেছিলেন অনশন ভঙ্গ করার সিদ্ধান্তের।এরপর ভোটে লড়ার সিদ্ধান্তের বিরোধিতা তো বোধহয় মণিপুরের বহু লোকই করেছিল বা এরকম কিছু খবর দেখেছিলাম। এবার এই দীর্ঘ ১৬ বছরে শর্মিলা ও মণিপুরের জনগনের মধ্যে যোগসূত্র ছিল সেই লোকগুলো যাদের শর্মিলা অনশনে থাকলেই লাভ বেশী। কাজেই তাদের সৃষ্ট ইমেজেই মণিপুরে শর্মিলার ইমেজ মূলত। এর মধ্যে উনি নিজে কতটা কি জনসংযোগ করতে পেরেছেন আমার খুব সন্দেহ আছে। এছাড়া নব্বইয়ের দশক বা শুন্যের দশকে AFSPA যেমন জ্বলন্ত সমস্যা ছিল এখন তো আর তা নেই। মণিপুরে এখন মূল সমস্যা পাহাড়ের নাগাদের থেকে উপত্যকার স্বার্থ কে রক্ষা করবে? ক্লিয়ারলি মুখ্যমন্ত্রী ইবোবি শর্মিলার থেকে কয়েকশো মাইল এগিয়ে থাকবেন এখানে। এই মুহূর্তে নাগা ভার্সেস মেইতেই জ্বলন্ত সমস্যা AFSPA কারো চিন্তাতেই নেই, কাজেই শর্মিলার হার অত্যন্ত দুঃখজন হলেও আদৌ অপ্রত্যাশিত নয়।
  • PT | 213.110.242.5 | ১৪ মার্চ ২০১৭ ২৩:১৪365652
  • বিজেপি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অরাজনৈতিক রাজনীতির দিন শেষ। ইন্ডিকেশন আসছিলই, অনেকে মানতে চায়নি। আগে মেধা পাটকর 8.9% ভোট পেয়েছিলেন আর এবার শর্মিলা চানুর পালা।
    এর চাইতে মাদার টেরিজা হয়ে যাওয়া ভাল।
  • s | 60.158.182.25 | ১৪ মার্চ ২০১৭ ২৩:১৭365654
  • দ'দি, এটা নিয়ে তো এইসময় রোব্বারেই একটা খবর করেছিল। আমার সেটা অনেক যুক্তিগ্রাহ্য লেগেছিল। মোনে হয়না, এর বাইরে বেশী তাৎপর্য খোঁজার দোরোকার আছে বলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন