এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোটযুদ্ধ ২০১৭

    pi
    অন্যান্য | ০৯ মার্চ ২০১৭ | ১৩৬০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 184.45.155.75 | ১৩ মার্চ ২০১৭ ১৭:০৬365590
  • হারা ইলেক্শনে গাঁধী পরিবারের বাইরে ক্যান্ডিডেট করতে অসুবিধে নেই তো।
  • Ekak | 53.224.129.57 | ১৩ মার্চ ২০১৭ ১৭:০৬365589
  • চৈতন্য তো এন্ড্রোজেনিক । ওনার বগল -বুক-গাল কোথাও চুল দাড়ি আঁকা হয়না । "আধেক পুরুষ আধেক নারী একলা নিতাই " --- এটাই চৈতন্য সত্বা । পিটিদা ঠিকই লক্ষ্য করেছেন কিন্তু শুধু চৈতন্য প্রমোট করেই যে এন্ড্রোজেনিক ফ্যাশনের বাজার ফিরে আস্তে পারে বাংলার বুকে এটা ধরতে পারেন নি , নাকি পেরেছেন বলেই এতো উষ্মা !! :)
  • umesh | 72.254.195.217 | ১৩ মার্চ ২০১৭ ১৭:০৭365591
  • বলো কি dc,
    কিছুদিন আগেই এক অভিনেত্রী সাজেস্ট করেছেন এই পশু-খামার স্কুলে অবশ্য পাঠ্য করা উচিত, তাতে ছেলে-মেয়েদের মধ্যে পশুপ্রেম জেগে উঠবে।
    আর তুমি কিনা সেটার বিরোধিতা করছো!!
  • Ekak | 53.224.129.57 | ১৩ মার্চ ২০১৭ ১৭:০৯365592
  • আর এই "পশুখামার " । স্টালিনিস্ট দের গুষ্টির তুষ্টি পুজো করা এই নাটকটি নিয়ে কত স্টালিনিস্ট কেই যে না বুঝে উলুতপুলুত হতে দেখলুম :):)
  • PT | 213.110.242.4 | ১৩ মার্চ ২০১৭ ১৭:১২365593
  • না dc আপনাকে ঐ সব নাটক দেখতে বলিনি। শুধু এটাই জানাই যে আগের সরকারের নেতাকে সরাসরি ক্রিটিসাইস করে ঐ নাটক করা হত। অর্থাৎ কিনা ঐ নাটকের নাট্যকার, তাঁর (অ)পছন্দের কোদালকে কোদাল বলতে পারতেন আপনার উল্লেখিত ৩৪ বছরের মধ্যেই।
  • sm | 57.15.3.68 | ১৩ মার্চ ২০১৭ ১৭:১৪365594
  • দেখলাম ৬৪০০ মতন সাপোর্ট পড়েছে।এগুলো সব অনলাইন বোদ্ধা দেড় ক্যাম্পেন। শশী বাবুর জনসমর্থন বলে কিছু আছে কি?উনি আবার ক্যাটেল ক্লাস না কি বলে উপহাস করেছিলেন।
    ওঁর চেয়ে সিধু বেটার ক্যান্ডিডেট।
    পরের বার অকংগ্রেসি কাউকে প্রাইম মিনিস্টার প্রজেক্ট করতেই হবে। নয়তো আরো দশ বছর কংগ্রেস পার্লামেন্টের দরজায় বিরোধী হিসাবে ঘুরে ঘুরে বেড়াবে।
  • sm | 57.15.3.68 | ১৩ মার্চ ২০১৭ ১৭:১৮365595
  • গ্রামে গ্রামে লক্ষণ শেঠ,সুশান্ত বাবু দের হুমকি, চমকি চলতো আর নাটক নিয়ে গণতান্ত্রিক অধিকারের পাঠ হতো।
    আজিব কিসিমের নাটক দেখছি!
  • PT | 213.110.242.4 | ১৩ মার্চ ২০১৭ ১৭:১৯365596
  • আজকাল অনেকেই গ্রামের প্রচুর খবর রাখে বলে দাবী করে!!
  • sm | 57.15.3.68 | ১৩ মার্চ ২০১৭ ১৭:২৬365597
  • কেউ কেউ তো বলে বেড়াচ্ছিল ,সিঙ্গুরে গন্ডগোল হলো বলে এবার ইউ পি তে বি যে পি ইলেকশনে জিতলো।
    জীবন বড়ো চাপের জায়গা যে, দাদা।
  • Ekak | 53.224.129.57 | ১৩ মার্চ ২০১৭ ১৭:২৭365599
  • আর "উইংক টুইঙ্কল " আমি দেখেছি । একাধিকবার । তখন যা মনে হয়েছিল এখনো তাই মনে হয় ।

    এই নাটকগুলো ফিউজ বাল্ব । কোনো প্রতিবাদ টোতিবাদ নয় । দর্শনে একটা কথা আছে "ডিস্ট্যানসিং দ্য সাবজেক্ট এস ডিভাইন " । উইঙ্কল টুইঙ্কল তার আদর্শ উদাহরণ । অর্থাৎ খুব সোজা কথায় বললে : মার্ক্স্ -লেনিন এনারা মহান , তত্বে কোনো ভুল নেই , ভুল আছে ইমপ্লিমেন্টেশন এ , মানুষ এর পাল্লায় পড়ে তথ্য বিকৃত হচ্ছে ।

    ঠিক এই কথাটাই ইসলামিস্ট রাও বলে । যে কোনো রিলিজিয়াস এপোলোজিস্ট বলে । মূল থিওরিকে ডিভাইন ডিসট্যান্স এ রেখে দিয়ে "ইমপ্লিমেন্টেশন " এ ভুল খোঁজা । এরা কখনোই স্বীকার করতে পারেনা যে স্ট্যালিন যা করেছিলেন একজন কমিটেড কমিউনিস্ট তাই করবে , একচুল ও ভুল করেন নি । সেটা বললে কমিউনিজম এর প্রতি ভক্তি নড়ে যাবে তাই স্ট্যালিন কে ভিলেইন করে লেখা নাটক বামপন্থী রায় অভিনয় করে । লিবারাল দর্শকদের বোঝায় দেখো ....এগুলো টো ইম্পলিমেন্টেশনের ভুল ,"আসলে " কিন্তু তত্ব মহান । :):):)

    এসব ঢ্যামনামী অনেক হলো । বরং এখন আমরা জানি মমতার পেছনে কোনো "মহান তত্ব " নেই । চুমু খেলে মমতাকেই খান , খেস্তালেও মমতাকেই খেস্তান । এ ঢের ভালো । আগের ভণ্ডামির বাতাবরণ ভেঙে এই দিনটুকু যে জীবদ্দশায় দেখা গেলো তার জন্যেই বাংলার ভোটার দের অভিনন্দন ।
  • de | 192.57.125.42 | ১৩ মার্চ ২০১৭ ১৭:৩৩365600
  • সুনন্দা পুষ্করের রহস্যজনক মৃত্যু আর তাতে শশী থারুরের অবদান এখনো সন্দেহাতীত নয়। শুধু ভালো কথা বলতে পারে বলে কারোকে পিয়েম বানানো যায় নাকি? আরো কোয়ালিফিকেশন দরকার তো! আর থারুর তো কং য়ে বিজেপী আর মোদীর সবচেয়ে কাছের লোক। কতবার তো বিজেপীর প্রশংসা করে দল থেকে সতর্কিত হয়েছেন। আর সেই "কেটল ক্লাস"?নাঃ পাবলিক মেমোরি বড়ই দুব্বল!
  • S | 184.45.155.75 | ১৩ মার্চ ২০১৭ ১৭:৩৫365601
  • "খেস্তালেও মমতাকেই খেস্তান"
    কোলকাতায় পছন্দের যেকোনো একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে একমিনিট খেস্তান তো দেখি ধক কত?
  • S | 184.45.155.75 | ১৩ মার্চ ২০১৭ ১৭:৩৬365602
  • থরুরের গভার্নেন্স/অ্যাডমিনিস্ট্রশনে একস্পি আছে? ঐ একবার মন্ত্রী হইছিলেন ওসব কতা আর কইবেন না।
  • Ekak | 53.224.129.57 | ১৩ মার্চ ২০১৭ ১৭:৪১365603
  • প্রচুর ছেলেপিলে রেগুলার খেস্তাচ্ছে । তাদের মধ্যে অনেকে ক্যাল ও খাচ্ছে । যায় হচ্ছে সামনাসামনি হচ্ছে তো । ট্যাঞ্জিবল এনিমি । কোনো ঐশ্বরিক থিওরির সঙ্গে ছায়াযুদ্ধ করতে হচ্ছে না । সিপিএম আমলেও পার্টির লোককে খিস্তি করে লোকাল পার্টি অফিসের "দাদা " দের চোখরাঙানি দেখেছি , কলকাতার মানুষ দেখেছে , তাদের কাছে এ আলাদা কিছুনা ।

    আর সিপিএম আমলেও যাঁদের বাড়িতে পার্টির পরিচিতি ছিল তাদের গায়ে হাত পড়তোনা , তারাই এখনো সিপিএম আমল কত অত্যাচারহীন ছিল সেই স্বপ্ন দেখায় । এখনো তৃণ সমর্থক হলে গায়ে হাত পড়েনা । এরাও ভবিষ্যতে তৃণ এমন স্বপ্ন খুঁজবে । এ বাদে আমরা যারা জানি যে শাসক মাত্রেই খেস্তালে মাসল দেখাবে তারা আলাদা করে আর কিছু না , একটি ট্যাঞ্জিবল শত্রু চাই । কোনো মহান থিওরি নয় । বাকিটা জনতা বুঝে নেবে ।
  • sm | 57.15.3.68 | ১৩ মার্চ ২০১৭ ১৭:৪১365604
  • দে,সুনন্দার পয়েন্ট টা ভালো তুলেছেন।
    থারুর, ওয়ান অফ দা ওয়ার্স্ট চয়েস হবে।
  • S | 184.45.155.75 | ১৩ মার্চ ২০১৭ ১৭:৪৯365605
  • আদর্শগত ইস্যুভিত্তিক রাজনীতিতে অনেকেরই অ্যালার্জি থাকে। সেক্ষেত্রে ঠিক আছে। বাকি কথাগুলো হাওয়ায় ভাসানো।
  • PT | 213.110.242.23 | ১৩ মার্চ ২০১৭ ২০:০২365606
  • "এখনো তৃণ সমর্থক হলে গায়ে হাত পড়েনা"
    সত্যি?
    বেশীর ভাগ মারপিট তো তিনোদের মধ্যেই হচ্ছে কলেজে কলেজে কিংবা পাড়ায় পাড়ায় মধুভান্ডের বখড়া নিয়ে।
    সমস্যা হচ্ছে যে যারা "অবাক জলপান" পড়েনি তারা "জলপাই কোথায়" আর "জল পাই কোথায়"-এই দুটো আলোকবর্ষ দুরত্বের সময়ের ফারাক করতে পারছে না।
  • Du | 182.58.107.247 | ১৩ মার্চ ২০১৭ ২০:২৮365607
  • টইয়ের নাম অপ্রাসঙ্গিক।
  • pi | 57.29.129.194 | ১৩ মার্চ ২০১৭ ২০:৫৬365608
  • আগরতলায় তিনো বিজেপিতে বিশাল ক্যাচাল চলছে। মারপিট , ধর্না , অবরোধ ইঃ।
  • pi | 57.29.129.194 | ১৩ মার্চ ২০১৭ ২১:০০365610
  • ভারতের প্লুরালিজম আর বিজেপি আর এস এস এর হিন্দুরাষ্ট্র নিয়েই থারুরের বক্তব্য শুনলাম সেদিন। গেরুয়া লাইনকে একেবারে ধুয়ে দিলেন। প্লুরালিজমের তত্ত্ব দিয়ে।

    সুনন্দা কেস নিয়ে বলতে পারব্না। ওঁর বিরুদ্ধে এই নিয়ে কিছু করছেনা কেন, সেই থেকে মনে হয়েছিল হয়তো অন্য কোন সম্ভাবনাও থাকতে পারে।

    আর ওঁকে পিএম প্রার্থী হিসেবে দাবি করার কোন মানেই দেখিনা, কিন্তু পার্টির মুখপাত্র তো করতেই পারে। মানে এই যাবতীয় চ্যানেলগুলোয় থারুর কং কে রিপ্রেজেন্ট করলে ভাল বই মন্দ হয়না মনে হয়।
  • lcm | 60.242.74.27 | ১৩ মার্চ ২০১৭ ২১:০৬365611
  • কিন্তু কেসটা কি হল - গোয়া আর মনিপুরে বিজেপি সেকেন্ড হয়েও সরকার গড়ছে ক্যামনে?
  • pi | 57.29.129.194 | ১৩ মার্চ ২০১৭ ২১:১৪365613
  • পঞ্জাবে কং এর সাফল্য কি প্রশান্ত কিশোর ? ইনি কি এখনো অব্দি কোথাও ব্যর্থ হয়েছেন ?

    নইলে ২০১৯ এ নিজেদের জন্য নেবার কথা ভাবতে পারে আআপ বাম কং। ইনি কীসের ভিত্তিতে কোন দলের হয়ে কাজ করেন, সে অবশ্য জানিনা। যারা টাকা দেয়, তাদের সাথেই ?
  • pi | 57.29.129.194 | ১৩ মার্চ ২০১৭ ২১:২৯365615
  • অমরিন্দার সিং নিজেই এবার জয়ের ক্রেডিট পিকে কে দিয়েছেন দেখলাম।
  • Arpan | 24.195.224.114 | ১৩ মার্চ ২০১৭ ২১:৩০365616
  • আর ল্যাদোষদা তো সেই দ্বাপরযুগে ইন্ডিয়া ছেড়েছিল। তখন মনে হয় ঘোড়া কেনাবেচা হত না। ঃ)
  • Arpan | 24.195.224.114 | ১৩ মার্চ ২০১৭ ২১:৩৪365617
  • পিকেকে আনা হয়েছিল উত্তরপ্রদেশে জেতাবার জন্য। পাঞ্জাবে স্যাড-বিজেপি এবার যেতই। ঐ জয়ের যা কৃতিত্ব পুরো ক্যাপ্টেনেরই প্রাপ্য। বিনয় করে ক্রেডিট শেয়ার করেছেন।
  • lcm | 179.229.10.212 | ১৩ মার্চ ২০১৭ ২২:৩৩365621
  • কিছু নির্দল প্রার্থী কেনাবেচা হত সরকার গড়ার জন্য সিট কম পড়লে। কি একটা নিয়ম হল না মাঝে, যে ভোটে জেতার পরে পরেই পার্টি বদ্লানো যাবে না - এরকম কিছু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন