এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোটযুদ্ধ ২০১৭

    pi
    অন্যান্য | ০৯ মার্চ ২০১৭ | ১৩৬১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৪ মার্চ ২০১৭ ২৩:৩২365655
  • কি মুশকিল যে যার প্রেফারেন্স অনুযায়ীই তো খবর রাখবে এস। শরমিলার খবর রাখি আমি বহু বছর হল। অনাকে নিয়ে একক মাত্রা, সচলায়তনে লিখেওছিলাম ২০০৯ নাগাদ। কিন্তু আফস্পা এখন ইস্যুই নয়। এই ৮ নভের পর গোটা দেশ যখন ব্যাঙ্কের লাইনে মণিপুর নাগাল্যন্ডে তখন নাগা মেইতেই, নাগা কুকিও বোধহয় দিব্বি সংঘর্ষ হচ্ছে। সেখানে শর্মিলার কোন রেলেভ্যান্সই নেই। আর পাশেও খুব বেশী কেউ নেই কারণ ডোনেশান বন্ধ।
    ৭টা হিল ডিস্ট্রিক্ট বানিয়ে ইবোবি খানিক সামাল দেন। কিন্তু এখন অখানে ওইটা বড় সমস্যা। আর সেটায় শর্মিলার কোন রোল নেই।
  • pi | 57.29.130.216 | ১৫ মার্চ ২০১৭ ০০:৩৯365656
  • হ্যাঁ, দমদির কথায় অনেকটাই একমত।

    এদিকে বুঝিনা, মণিপুর নিয়ে উঃপূ এ অনেকের অভিজ্ঞতাই খুব খুব খারাপ। কোন গবেষক কাজ করতে যেতে চান না। কিন্তু সেটা আফস্পার জন্য না।
    স্বাস্থ্য সূচকে অনেক ক্ষেত্রেই মণিপুরের ডেটা খুব ভাল। একটা স্পেসিফিক এরিয়া নিয়ে কাজ করতে গিয়ে চমকে গেছিলাম, অন্যদের থেকে এত ভাল দেখে। পরে অন্য একটা প্যারামিটার দেখে বুঝলাম, তুমুল আণ্ডররিপোর্টিং। অন্য ক্ষেত্রেও এমনি আছে। পরে লোকজনের সাথে কথা বলে শুনলাম, কেউ কাজ করতে যেতেই চান না, কাজ করা খুব সমস্যার। এত চুরি ছিনতাই। সেসব অদ্ভুত অদ্ভুত সব গল্প শুনেছি। একটু সন্ধের পর রাস্তায় বেরোনোই মুশকিল। দুমদাম কেউ এসে গাড়ি নিয়ে চলে যেতে পারে, জোর জবরদস্তি। বলবে কদিন বাদে ফিরিয়ে দেব। দেয়ও । কিন্তু কোন কাজে যে ঐ চারদিন ব্যবহার হয়ে এল ! এসব নানা গল্প শুনি। এতজন আনরিলেটেড লোকের কাছে এসব শুনেছি যে এসব ঠিক রটনা নয়, কিছু ঘটনাও মনে হয়। সায়েন্টিস্টরা এই নিয়েই গুল মারবেন বলেও মনে হয়্না। তবে এগুলোর কোন ব্যাখ্যাও নিশ্চয় থাকবে। আর অবশ্যই ব্যতিক্রমও ।

    তো মণিপুর নিয়ে কথা হতে লোকজন আজ আবারো এ সব বলে বললেন লস্ট কেস প্রায়। আর আফস্পা তেমন সমস্যা নয় , এও বললেন।
  • pi | 57.29.130.216 | ১৫ মার্চ ২০১৭ ০০:৪৮365657
  • আরেকটা জিনিস শুনলাম। কাল এম জে আকবরের কোন লেখা বেরিয়েছিল কোথাও। তাতে নাকি বলেছে, ইউ পি তে জয়ের দুটো মূল কারণ। পঞ্চাশ লক্ষ ঘরে নাকি গ্যাস পৌঁছে গেছে, যাঁদের আগে ছিল কেবল চুলা। লোকের সাবসিডি ছেড়ে দেওয়ার টাকায় নাকি প্রধানমন্ত্রীর কোন স্কিমে এই গরীব লোকজনের ঘরে ডায়রেক্টকি কেন্দ্র থেকে গ্যাস গেছে। যা নিয়ে নাকি রাজ্য ওয়াকিবহালও ছিল না ( এটা বেশ অদ্ভুত লেগেছে আমার )।
    আর দুনং হল, জনধনযোজনায় এত আকাউণ্ট হয়েছে, তাতে সরকারের নানা সাবসিডি ক্যাশ হয়ে জমা পড়ছে। এটাও নাকি ভোটে প্রচুর ম্যাটার করেছে।
    কেউ কনফার্ম করতে পারেন ?
  • Du | 182.58.104.255 | ১৫ মার্চ ২০১৭ ০০:৫১365658
  • না পাই গল্প নয় এটা হয়।
  • S | 202.156.215.1 | ১৫ মার্চ ২০১৭ ০৪:৪৬365659
  • গ্যাস সিলিন্ডর যে গেছে সেটা তো ডঃ রায়ই বলেছেন এনডিটিভিতে। তবে সবাই পায়নি অব্শ্যই। বিজেপি এইসমস্ত ব্যাপারে খুবই স্ট্র্যাটেজিক খেলে। লাইভমিন্টের খবর ২০১৬-নভেম্বর থেকে।

    Out of 10 million women who have benefited from the centre’s cooking gas scheme, 3.4 million are from Uttar Pradesh, which goes to the polls next year.

    Sitapur district in Uttar Pradesh leads the beneficiary list of Ujjwala with 129,000 cooking gas connections, followed by Allahabad (126,000), Khusinagar (116,000), Unnao (87,752) and Gonda (84,173).

    Uttar Pradesh is the largest beneficiary state with 3.4 million poor women getting connections, followed by Rajasthan, Madhya Pradesh, Bihar and Odisha.

    http://www.livemint.com/Politics/O9ot1h8k7BSy2Leik7dXWN/Uttar-Pradesh-tops-list-of-Ujjwala-scheme-beneficiaries.html
  • S | 202.156.215.1 | ১৫ মার্চ ২০১৭ ০৪:৫১365660
  • বিজেপির ম্যানিফেস্টোতে মন্দিরও আছে, ল্যাপটপ/ইন্টানেটও আছে। তাছাড়া মুসলিম মহিলারা নাকি তিন তালাকের জন্য বিজেপিকে ভোট দিয়েছে। বুঝলাম না এটা আলাদা করে ইউপির ইস্যু হয় কি করে?

  • PT | 213.110.242.6 | ১৫ মার্চ ২০১৭ ০৬:৪৭365661
  • বলেছিলাম, বলেছিলামঃ
    "বিজেপির খিঁচুড়িতে ডালডার বদলে গাওয়া ঘি থাকতে পারে এমনটা হয়ত আমজনতা আন্দাজ করছে"!!
  • Pi | 57.29.131.13 | ১৫ মার্চ ২০১৭ ০৭:১৮365662
  • কিন্তু শুধু স্ট্র্যাটেজিস্ট হলে বিহার এম পি রাজস্থান কেন, পন্জাব উত্তরাখণ্ড মণিপুর গোয়া হওয়া উচিত ছিল। তবে কি্ছু রাজ্যে বোধ্হয় কিছুই ঢোকেনি। ত্রিপুরাতে একটি ঘরেও পানি। অনেকগুলো বিপিএল এপিএল ঘর ঘুরেছি। স্কিমটাই আসেনি।

    তবে এই স্কিমটা ঠিকভাবে ইম্প্লিমেন্ট হলে বেশ ভাল বলব।
    জন ধন ও।
  • S | 184.45.155.75 | ১৫ মার্চ ২০১৭ ০৭:৩৫365663
  • এইজন্যেই আপুনেরা ইলেকশনে হারেন। পান্জাব এমনিতেই হারতো, আর ওখানে বিজেপি তো অকালির ছোটো ভাই। উত্তরাখন্ড, মণিপুর, আর গোয়া ছোটো রাজ্য। আর মনে রাখবেন এই বাজারেও মণিপুর আর গোয়াতে হেরেছে। আজকাল গণতন্ত্রে ভোটে হেরেও সরকার গঠন করা যায় - সে অন্য কথা। মোদিজীর সব দাও ছিলো ইউপিতে। ভাবতে পারেন ইউপিতে হারলে কিহাল হতো।

    বিহার, এমপি, রাজস্থান - এগুলোতে অনেক বেশি গরীব লোক থাকে। তাদের কাছে এইটা কাজের স্কীম। তাছাড়া মোদিজী এখন ২০১৯ এর কথা মাথায় রেখে কাজ করছেন। ইউপি ছিলো সেমি ফাইনাল। আর এই স্টেটগুলোতে বিজেপি ভালো করার চান্স আছে - আর সীটও অনেক।
  • S | 184.45.155.75 | ১৫ মার্চ ২০১৭ ০৭:৩৭365665
  • ইউপিতেও স্কীম বন্টন সব জায়্গায় সমান ভাবে হয়নি বলেই শোনা যায়।
  • dc | 181.49.220.118 | ১৫ মার্চ ২০১৭ ০৮:০৬365666
  • গ্যাসের স্কিমটার নাম উজ্জ্বলা। এই স্কিমটা আর জনধনযোজনায় ডাইরেক্ট সাবসিডি জমা পড়া নিয়ে এখন অনেক জায়গাতেই পড়ছি, যদিও বিজেপি ইলেকশানে জেতার আগে কিছুই পড়িনি। যদি সত্যিই এরকম স্কিম ইমপ্লিমেন্ট হয়ে থাকে তো ভালো, আমার এরকম সব স্কিমই সমর্থনযোগ্য মনে হয়, আম্মার ক্যান্টিন, মমতার দু টাকা কিলোর চাল বা কন্যাশ্রী, যাই হোক না কেন।

    আর S ঠিক বলেছেন, এবার মোদি/বিজেপির প্রায় সমস্ত ফোকাস ছিল ইউপিতে। আর ইউপিতে সত্যি মারাত্মক ভালো সেগমেন্টেশান করেছে। যেখানে যেটুকু হিন্দুত্ব হাওয়া তোলার তুলেছে, যেখানে ডেভেলপমেন্টের কথা বলার বলেছে, যেখানে জাতপাতের সূক্ষ্ম হিসেব কষার কষেছে। আরেসেস তাদের অর্গানাইজেশানাল দক্ষতা পুরোপুরি ব্যবহার করেছে, প্রতিটা বুথে আরেসেসের লোক কাজ করেছে। একদিকে মোদির পপুলারিটি, অন্যদিকে মাইক্রো-সেগমেন্টেশান, যার ফলে এভাবে জিতলো। আরেকটা ব্যপার মনে হয় মোদির রিস্ক টেকিং অ্যাপেটাইট। ইউপিতে একজনও মুসলমান প্রার্থী দেয়নি, এটা কজন পলিটিশিয়ান করতে পারতো সন্দেহ আছে। কিন্তু মোদি রিস্কটা নিয়েছে, ভেবেছে এর ফলে হিন্দু ভোট আরো বেশী করে কনসোলিডেটেড হবে, সেটা হয়েওছে। আশা করব আগামী দিনে এরকমই অন্য কোন রিস্ক নিতে গিয়ে ডুববে।
  • pi | 57.29.131.13 | ১৫ মার্চ ২০১৭ ০৮:৫০365667
  • আরে অন্য রাজ্যগুলোতে দেওয়ার জন্য ২০১৯ এর আগে অনেক সময় আছে তো।

    আসলে ছোটো রাজ্য গুরুত্ব কম পায়।

    আজ গ্রুপে একজন লিখেছেন,
    'আমরা ভুমিপুত্র তাই বলছি ত্রিপুরায় মানে উত্তরপূর্ব ভারতে যেকোন প্রকল্প দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে আসে, ভারতের রাজধানী যেদিন কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হল, সেদিন পশ্চিমবঙ্গের দু:খের দিন না হলেও আমাদের কালো দিন। এটা বয়স্করা বলেই থাকে। যাই হোক এই ধরুন 4G নেটওয়ার্ক আগরতলায় যখন এসছে ইম্ফালে আসতে পারে নি। এদ্দুর দূরে যাচ্ছি না, আগরতলা থেকে মাত্র ১০০ কিমি দূরে আমার গ্রামে মানে আমি এই মন্তব্য 2G নেটওয়ার্কের ছায়াতলেই লিখছি। এই প্রকল্প ত্রিপুরায় বাস্তবায়িত হবে একটু ধৈরজ রাখতে হবে।স্থানীয় নেতারা এও বলে দিল্লী আর ত্রিপুরা এর থেকে ত্রিপুরা- ব্যাঙ্কক তো কাছেই। আমরা মানসিক ভাবে প্রস্তুত থাকতাম কখন সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষার গাইড বই বাজারে আসবে, সে সময় অনলাইন ক্রয় করার সুযোগও নেই ছিল না। সে সময় ছেলেরা আগরওয়াল বা এস চান্দের বই দু-তিন বার রিভাইস করে নিয়েছে। ত্রিপুরায় আসবে কিন্তু এমন যে একজনের নামে চুলা ও গ্যাস সিলিন্ডার এসছে, কিন্তু সেটা দুজনের মধ্যে যাতে ডাইভার্ট না হয়। সব কিছু আমরা মেনে নিতে জানি , 'নাই মামার ত্তুন কাঁনা মামা ভালা "। গরীব ও পশ্চাৎপদ শ্রেনীর উন্নতিই দেশের উন্নতি, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প স্বাগত তবে আমাদের রাজ্য সরকারের মতো কেন্দ্রের সাথে বোঝাপড়া যুক্ত সরকার চাই। ত্রিপুরার বাম ও কেন্দ্রের এন ডি এ দুজনের মধ্যে সুসম্পর্ক বর্তমান। ত্রিপুরা বাম রাজ্য হয়েও ক্যাশ লেস বাস্তবায়নে দেশে প্রথম ( হাইলাকান্দি জেলা হিসাবে প্রথম)। আর প্রথমে কেন বললাম, দিল্লীতে রাজধানী স্থানান্তরিত করাটা বয়স্কদের জবানবন্দি তে কালো দিন, উদাহরণ দিচ্ছি যে এবারের সর্বভারতীয় চিকিৎসা বিজ্ঞান প্রবেশিকা পরীক্ষা, ইংরেজি, বাংলা, তামিল সহ ৮ টি ভারতীয় ভাষায় অনুষ্ঠিত হবে। বাংলা প্রাদেশিক নয় পূর্বভারতীয় প্রধান আঞ্চলিক ভাষা, হিন্দি যেমন টা উত্তরভারতীয় প্রধান আঞ্চলিক ভাষা। যাই হোক বঙ্গ ছাড়াও আসাম,ত্রিপুরায় বাংলা সরকারি ভাষা ও শিক্ষার মাধ্যম। এবার পরীক্ষায় যে বাংলা ভাষা বিভাগের প্রতিনিধি উনি কলকাতার, মানে কলকাতার ৪০ কিমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ। আর ত্রিপুরা বা আসামের খবর জানে না। ত্রিপুরায় সিংহভাগ প্রত্যাশাকারীরা বাংলা মাধ্যমে পরীক্ষায় অবতীর্ণ হবে। প্রথম ঘোষনায় ত্রিপুরাতে পরীক্ষার্থী / পরীক্ষার্থিনী দের মধ্যে এক হতাশা বইতে থাকে, পরীক্ষা দেওয়া যাবে রাজ্যে শুধু ইংরেজীতে বা বাংলাতে তাও কলকাতায় গিয়ে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী দিল্লীতে চিঠি লিখতে থাকলেন, এদিকে ত্রিপুরার বিজেপি'র রাজ্য সভাপতি ও মারাঠি প্রচারক দুজন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে সোজাসুজি দিল্লীতে দেখা করেন। কাজেই ত্রিপুরার সরকারি ও অন্যদিক থেকে এই যৌথ প্রচেষ্টা তে আগরতলায় বাংলা মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের ঘোষনা দেওয়া হয়। এবার ছাত্র/ছাত্রী রাই খুশি।হবে কিন্তু পরে সবই হবে বাবুরা বোঝেন না যে বাংলা ভাষা বাঙালির ভাষা,পশ্চিমবঙ্গের কেবল মাত্র ভাষা নয়। ত্রিপুরা কোথায় পশ্চিমবঙ্গই জানে না।'
  • cm | 127.247.98.224 | ১৫ মার্চ ২০১৭ ১৭:০০365669
  • এই গ্যাসের কলটি সলিড হয়েছে, প্রথমে গ্যাস দিয়ে ভোট আর তারপরে গ্যাসের দাম বাড়িয়ে রোজগার, সরল সমাধান।
  • d | 144.159.168.72 | ১৬ মার্চ ২০১৭ ১২:৩৫365670
  • হ্যা হ্যা হ্যা হ্যা

  • dc | 132.174.99.171 | ১৬ মার্চ ২০১৭ ১২:৪৬365671
  • যাক মা সারদার আশীর্বাদে সর্বত্র শান্তি।
  • pi | 174.100.177.10 | ১৬ মার্চ ২০১৭ ১৪:৫১365672
  • এমনকি নারদের আশীর্ব্বাদেও কলহ নয় শান্তি।
  • Pi | 57.29.134.52 | ১৮ মার্চ ২০১৭ ১৭:৩৭365673
  • যোগী ?
  • yogi | 37.7.204.225 | ১৮ মার্চ ২০১৭ ১৮:৩৮365677
  • বাহ যোগীজি!

    এটা ডিমনির চেয়েও সাহসী সিদ্ধান্ত।

    #৫৬ইন্ঞ্চি
  • S | 184.45.155.75 | ১৮ মার্চ ২০১৭ ২৩:০৬365678
  • যাক এইবারে তাহলে রাম মন্দির বানানোর মাহান কার্য সম্পন্ন হবে।
  • S | 184.45.155.75 | ২১ মার্চ ২০১৭ ১৫:০০365679
  • পরের ভোট কবে?
  • S | 184.45.155.75 | ২১ মার্চ ২০১৭ ১৫:১৫365680
  • তুল্লাম।
  • pi | 57.29.241.8 | ২৮ মার্চ ২০১৭ ১০:২৮365681
  • সুবিধাবাদ কারে কয় দেখুন :P

    Amid a crackdown in Uttar Pradesh by the new BJP government to enforce a ban on cow slaughter and illegal abattoirs, the party has clarified that a similar rule would not be imposed in three northeastern states which go to polls next year.

    Beef is widely consumed in Christian majority Meghalaya, Mizoram and Nagaland and the drive against illegal abattoirs in UP has had repercussions in these states.

    http://www.hindustantimes.com/india-news/no-beef-ban-if-we-come-to-power-in-poll-bound-ne-states-bjp/story-s73qgNWp0gWNf3B6NAJIbM.html
  • S | 184.45.155.75 | ২৮ মার্চ ২০১৭ ১০:৩৮365682
  • আর যারা এদেরকে ভোট দেয়, তারা কারা?
  • dc | 132.178.55.135 | ২৮ মার্চ ২০১৭ ১০:৫৫365683
  • ক্যাবলা ছাগোল।
  • PT | 213.110.242.22 | ২৮ মার্চ ২০১৭ ১১:৫৫365684
  • এতে আশ্চর্য হওয়ারই বা কি আছে?
    তিনোরা যদি পব-তে "মোদী হটাও/দেশ বাঁচাও" শ্লোগান দিয়ে মণিপুরে বিজেপিকে সমর্থ্ন জানাতে পারে বা বিজেপি নেতাদের রাষ্ট্রপতি পদে নাম প্রস্তাব করতে পারে তাহলে বিজেপিও যেখানে যেমন প্রয়োজন তাই করবে।
  • abp | 190.179.46.83 | ২৮ মার্চ ২০১৭ ১২:০৯365685
  • http://www.anandabazar.com/national/after-uttar-pradesh-its-bihar-to-shut-down-illegal-meat-shop-1.587076
    গো-রক্ষা নিয়ে বিজেপিকে বিহারে তাই একটুও জমি ছাড়তে নারাজ শাসক জোট। তা স্পষ্ট রাজ্যে সমস্ত অবৈধ কসাইখানা বন্ধের ফরমানে। রাজ্যের পশুপালন ও মৎস্য দফতরের মন্ত্রী অবধেশকুমার সিংহ বলেন, ‘‘জেলায় জেলায় অবৈধ কসাইখানা বন্ধ করার নির্দেশ পাঠানো হয়েছে।’’ গোমূত্র থেকে ওষুধ তৈরির প্রকল্পের কথাও ভাবছে নীতীশ প্রশাসন।
  • PT | 213.110.242.23 | ২৯ মার্চ ২০১৭ ১১:৫৪365688
  • দেখা যাক তিনো বা কং অথবা দুটো একসাথে লক্ষী প্যাঁচা হয়ে "মাটির প্রদীপ"-এর কাজ করতে পারে কিনা!!
    পব থেকে বাম উৎখাতে কং-এর অবদান তো স্বর্ণাক্ষরে লেখা আছে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন