এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোটযুদ্ধ ২০১৭

    pi
    অন্যান্য | ০৯ মার্চ ২০১৭ | ১৩৬০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.174.108.230 | ১২ মার্চ ২০১৭ ১৯:১১365489
  • মোদির বক্তৃতা টিভিতে দেখাচ্ছে, কিন্তু যাঁরা টিভি দেখতে পারছেন না তাঁদের জন্য এখানে লিংক দিয়ে দিলামঃ

  • Arpan | 24.195.226.94 | ১২ মার্চ ২০১৭ ১৯:১২365490
  • বুঝলাম না। থারুর বাদে বাকি নেতারা কম ধর্মনিরপেক্ষ?
  • pi | 57.29.130.199 | ১২ মার্চ ২০১৭ ১৯:২১365491
  • সেরকম কিছু তো বলিনি। কিন্তু ধর্ম, ধর্মনিরপেক্ষতা নিয়ে ভাল তাত্ত্বিক আলোচনা করতে শুনেছি। বাম সংযোগের জন্য তাত্ত্বিক নেতা নিয়ে কথা উঠেছিল উপরের পোস্টে। সেই প্রসঙ্গে বলেছি। আর সংযোগ হলে মৌলবাদ বিরোধী ধর্মনিরপেক্ষ ফোর্স হিসেবেই হবে নিশ্চয়। ইকনমিক পলিসির গ্রাউণ্ডে তো আর নয়।
  • dc | 132.174.108.230 | ১২ মার্চ ২০১৭ ১৯:৪০365492
  • আর লিডারশিপ। যদি বা দি ফ্যাক্টর নাও হয়, কিন্তু আমাদের দেশে খুব বড়ো ফ্যাক্টর। দুদিকেই কিছু উদাহরন দি।

    প্রথমেই মোদি, যিনি প্রায় একার লিডারশিপ ক্যাপার জোরে গুজরাট থেকে এখন ভারতের পলিটিক্সের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। পিটিদা বল্লেন মোদি আরেসেসের ওপর ভর করে আছেন, এটা একেবারেই ঠিক কথা, কিন্তু এটা পুরো কথা না। মনে করে দেখুন, মোটামুটি ২০১০-১১ অবধি কিন্তু বিজেপি একেবারেই ছত্রভঙ্গ ছিল। আদবানীর আর আগের জোর ছিলনা, সেই সময়ে আরেসেসের সংগঠনও সেরকম কাজে আসছিলনা। আবারও স্বীকার করে নি, আরেসেসের ভয়ংকর সংগঠন তখনো ছিল, কিন্তু সেটা সঠিক ভাবে ব্যবহার করার মতো ন্যাশনাল লিডারশিপ ছিলনা, সেটা করছে মোদি। মোদি যতোটা আরেসেসের সাহায্য নিচ্ছে, ততোটা আরেসেসেসও মোদির সাহায্য নিচ্ছে।

    এবার দেখুন উল্টোদিকের ক্যাম্পে জ্যোতি বসু। জ্যোতিবাবুরও পার্সোনাল ক্যারিশমা ছিল, উনিও খুব ভালো কমিউনিকেট করতে পারতেন, উনিও খুব ভালো স্ট্র্যাটেজাইজ করতে পারতেন। সেইজন্যই উনি আর পার্টি মেশিনারি পরষ্পরের পরিপূরক হয়েছিল। ইন্দিরা গান্ধীও তাই। ন্যশনাল লেভেলে ভালো লিডার হতে গেলে ভালো কমিউনিকেটর, ভালো অর্গানাইজার আর তীক্ষ্ণ স্ট্র্যাটেজি, এই সবই হতে হবে। আদবানীও এক সময়ে এরকমই ছিল। যখনই যে পার্টিতে এরকম কেউ এসেছে তখনই সেই পার্টি ন্যশানাল লেভেলে ভালো ফল করেছে। এমনকি বামেরাও ন্যাশানাল লেভেলে তখনই রেলিভ্যান্ট ছিল যখন পার্টিটায় জ্যোতি বসুর মতো ধুরন্ধর রাজনীতিক ছিল। (এর থেকে পুরনো ইতিহাস জানিনা)

    এবার কয়েকজন লিডারের কথা ভেবে দেখুন যাঁদের এই ক্যাপা ছিলনা বা নেই বলে এদের পার্টিগুলো ডুবতে বসেছে। রাহুলবাবা তো ছেড়েই দিলাম। সোনিয়া গান্ধীও ভালো কমিউনিকেটার না হলেও, ওনার রাজনৈতিক সেন্স অসাধারন ভালো ছিল। যার ফলে কংগ্রেস মোটামুটি চলছিল। মনমোহন ছিলেন স্রেফ ইকোনমিস্ট, লিডার না, ফলে কং পার্টিটা ডুবতে থাকে। আর বামেদের মধ্যেও ইয়েচুরি বা কারাত কেউ ওই লেভেলের কমিউনিকেটর বা স্ট্র্যাটেজাইজার না, ফলে বামেরা ন্যশনাল লেভেলে ধুয়ে গেছে। এমনকি রাজ্য লেভেলেও বুদ্ধবাবু মমতার লিডারশিপ এবিলিটি ম্যাচ করতে পারেননি, তাই সিপিয়েমের মেশিনারি দিয়েও মমতাকে থামাতে পারেননি।

    এবার পিটিদা যেটা লিখলেনঃ "কংগ্রেসকে বাম দিকে মুড়তে হবে যাতে সেকুলারিসম নিয়ে মোদির সঙ্গে পাল্লা দিয়ে গলাবাজী করতে পারে। আর তার সঙ্গে দরকার লেফট-লিবারালদের প্রকাশ্য সমর্থন"

    এরকম হতেই পারে, কং বাম দিকে ঝুঁকতে পারে, সেকুলারিজম সামনে আনতে পারে, অন্য বামেরাও তখন কং কে সমর্থন জানাতে পারে। কিন্তু আমার মনে হয় এগুলো প্রাইমারি ক্রাইটেরিয়ন না। মোদিকে কাউন্টার করতে এগুলো স্ট্র্যাটেজি, কিন্তু এই স্ট্র্যাটেজি এক্সিকিউট করার জন্য দরকার ধুরন্ধর কোন লিডার, যে মোদির উল্টোদিকে হাওয়া তুলতে পারবে। বামপন্থা, সেকুলারিজম ইত্যাদি আইডিয়াগুলো স্রেফ আইডিয়াই থেকে যাবে যতক্ষন না কেউ ওগুলোকে এক্সিকিউট করতে পারে, আর সেটার জন্য চাই ওরকম একজন লিডার।
  • dc | 132.174.108.230 | ১২ মার্চ ২০১৭ ১৯:৫৪365493
  • মোদির পক্ষে তিনটে জিনিস একসাথে কাজ করছেঃ মোদির নিজের অবিশ্বাস্য এনার্জি লেভেল, কমিউনিকেশান আর পলিটিকাল সেন্স; কোন অপোজিশান নেই; আর আরেসেস এর সংগঠন। আর মোদির ট্রাস্টেড লেফটেন্যান্ট অমিত শাহ, যদিও মোদিকে ছাড়া শাহ একা মনে হয়না সেরকম কিছু করতে পারবে।
  • sm | 57.15.0.51 | ১২ মার্চ ২০১৭ ২০:৪৩365494
  • আমার মনে হয় কংগ্রেস এ প্রধান মন্ত্রী হিসাবে মোদী কে টক্কর নেবার মতন লিডার নেই । সোনিয়া চলতে পারে।
    কংগ্রেস কে অন্য ভাবে খেলতে হবে।সেকুলার পার্টি গুলোর সঙ্গে লোকসভা নির্বাচনের বছর খানেক আগেই জোট করতে হবে ও প্রধান মন্ত্রী ক্যান্ডিডেট এর নাম ঘোষণা করে দিতে হবে।এক্ষেত্রে প্রধান মন্ত্রী একজন নন কংগ্রেসি হলেই ভালো।
    আপাতত দুটো চয়েস মনে আসছে -মমতা ও নীতিশ।
    তিন ও ছারে আসবে লালু বা অখিলেশ।
  • dc | 132.174.108.230 | ১২ মার্চ ২০১৭ ২০:৪৯365495
  • লালু তো ভোটে দাঁড়াতে পারবেনা।
  • sm | 57.15.0.51 | ১২ মার্চ ২০১৭ ২০:৫৫365496
  • কারেক্ট।রাজ্য সভায় যেতে বাঁধা আছে কি ?
  • dc | 167.50.0.136 | ১২ মার্চ ২০১৭ ২১:১১365497
  • তা জানিনা।
  • PT | 213.110.242.22 | ১২ মার্চ ২০১৭ ২১:৩৮365499
  • সিবিআই আবার পব-তে এক্টিভ হবে কিনা তার অপেক্ষায় রইলাম। আরো দু একটা যদি জেলে ঢোকে তাহলে মুলোদের "মোদী-হ্টাও/দেশ বাঁচাও" ইত্যাদি স্লোগান ক্রমশঃ হাওয়া হয়ে যাবে যেমন কিনা নোটবন্দী নিয়ে বিপ্লব উবে গিয়েছে এই ভোটের খবর বেরোবার অনেক আগেই।
    এসব ঘটবার পরে দলের ও ব্যক্তির কত দম অবশিষ্ট থাকে সেসব দেখে তারপরেই নাহয় অ-বিজেপি জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর তালিকা বানানো যাবে!!
  • cm | 127.247.98.205 | ১২ মার্চ ২০১৭ ২১:৪৯365500
  • মোদীর আসল অ্যাসেট দেখছি প্রচারকের দল, সব রকম জামা গায়েই দেখছি। অবাক হচ্ছিনা অবশ্যই।
  • sm | 53.251.91.253 | ১২ মার্চ ২০১৭ ২২:২২365501
  • কংগ্রেসকে বাম দিকে মুড়তে হবে যাতে সেকুলারিসম নিয়ে মোদির সঙ্গে পাল্লা দিয়ে গলাবাজী করতে পারে।
    ---
    ৯১-এর ইকনমিক লিবারালাইসেশনের সময় থেকে কংগ্রেস তাত্বিক ভাবে ডিফাংক্ট হয়ে গিয়েছে। সেই ফাঁকটা বামেরা ভরাট করতে পারে।
    ---
    তাহলে এই খোয়াবের খুশবুদার পোলাও টা কে খাচ্ছিলো এতক্ষন ? মোদী হটাও দেশ বাঁচাও ,গলাবাজী ও চিল্লা মিল্লি কে করবে?
    এ চুরি,বৃন্দা দেবী না সেলিম বাবু?
    বরঞ্চ কেরালা তে বামেদের সঙ্গে বি যে পি কেমন স্ট্র্যাটেজি নেয়;তার অপেক্ষায় থাকুন।
  • pi | 233.176.66.29 | ১২ মার্চ ২০১৭ ২৩:০১365502
  • গোয়া, মণিপুরে বিজেপি সরকার গড়ছে মনে হয়, কং একক সংখ্যাগরিষ্ঠ হলেও। এগুলোই বা কী কেস, বিজেপি এই সমর্থন যোগাড় করতে পারে, কং কে কম সমর্থক যোগাড় করতে হলেও পারেনা কেন ?
    ওদিকে টিএমসির হবু বিধায়ক নাকি মণিপুরে বিজেপিকে সমর্থন করছেন শুনলাম। জানিনা ঠিক খবর কিনা।
  • dc | 132.174.108.230 | ১২ মার্চ ২০১৭ ২৩:১৬365503
  • সেটা তো এখন পারেনা। আগে কং ঘোড়া কেনাবেচার খেলায় ওস্তাদ ছিল কারন টাকা আর প্রতিশ্রুতির বাক্স ওদের কাছে ছিল। এখন সেই বাক্সোগুলো বিজেপির কাছে গেছে তাই বিজেপি সাপোর্ট কিনে নিতে পারছে। আবার বছর ৫-১০ পর যদি কং ন্যাশনাল লেভেলে ক্ষমতায় ফিরে আসে তো কং আবার এমপি আর এমেলে কিনতে পারবে।
  • S | 184.45.155.75 | ১২ মার্চ ২০১৭ ২৩:৩১365504
  • থরুর প্রঃমন্ত্রী? লোকটা দেখতে ভালো, খুব ভালো কথা বলে, প্রচুর স্টক অব ওয়ার্ডস, দারুন অ্যাকসেন্ট, ভালো পড়াশুনা আছে। এই অবধিই। বিহারের মাঠে হিন্দিতে ভাষণ দিতে পারবে? কানহাইয়া টাইপের লোকজন চাই। এক নয়। একাধিক। যারা সহজ ভাষায় আসল ইস্যু গুলো নিয়ে আলোচোনা করে মোদির পর্দা ফাঁস করে দেবে।

    গোয়া মণিপুরটা দেখে খুব অবাক হলাম। কঙ্গ এতোটা ক্যালাস হয়ে গেছে?

    আর কঙ্গ ঐ একই পরিবারে সীমাবদ্ধ থাকবে। রাহুলকে সরিয়ে প্রিয়ান্কাকে আনাই ওদের ওনলি চয়েস।

    কঙ্গ এতো দুর্বল। আপ সীমাবদ্ধ। বাকি সব রিজিয়নাল দল। অতেব বিজেপির তো লা লা ল্যান্ড।
  • lcm | 83.162.22.190 | ১২ মার্চ ২০১৭ ২৩:৩৪365505
  • ওটা একটা প্লেস হোল্ডার - থারুর না হয়ে অন্য কেউ, নন-গান্ধী।

    এত অতি-অ্যানালিসিসের বাজারে, একটু গোল গোল করেই বলতে হয়।

    দক্ষিণপন্থী/বামপন্থী, পূর্ব/পশ্চিম, ন্যাশনালিস্ট/গ্লোবালিস্ট - এসব কিসু না। ইউপি ভোটাররা এদ্দিন ক-পার্টিকে ভোট দিয়েছিল, এবার খ-পার্টিকে ভোট দিয়েছে। বিজেপি-কে ৩৯% ভোট দিয়েছে, অখিল/রাহুল/মায়াবতী-কে ৪৪% ভোট দিয়েছে। ১০ বছর বিজেপি থাকলেই আবার উল্টে যাবে। এমন কিসু ব্যাপার না।

    আর, পশ্চিমবঙ্গ/কেরালা/ত্রিপুরা থেকে বাম মুছে যায় নি। ভোটের % কমেছে, কিন্তু মুছে যায় নি।
  • lcm | 83.162.22.190 | ১২ মার্চ ২০১৭ ২৩:৪০365506
  • পিটি যে প্যাঁচা প্যাঁচা করে চিল্লান তার কারণ হ্যাজ।
    পশ্চিমবঙ্গে বামফ্রন্ট যে ৩৪ বছর ৭ টা ইলেকশন জিতেছিল, তাতে কয়েকবার উল্টে যেতেই পারত, যদি না - বিরোধী ভোট কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাগ হয়ে যেত। এই প্যাঁচা-প্রেম কি আর আজকের, বহু পুরোনো।
  • dc | 132.174.108.230 | ১২ মার্চ ২০১৭ ২৩:৪৮365507
  • S এতে তো ক্যালাসের কিছু না, কং এর কাছে অতো রিসোর্স নেই। পার এমেলে হয়তো পঞ্চাশ কোটি দিতে হবে, অতো টাকা হয়তো নেই। তাছাড়া এমেলেরা জানেন কং সরকারে গেলে তেমন কিছু পাওয়া যাবেনা, কিন্তু বিজেপির সাথে গেলে কলাটা মুলোটা পেতেই থাকবেন। কংএ ঘোড়া কেনার ওস্তাদরা এখনো আছে, কিন্তু দাম দেওয়ার ক্ষমতা নেই।
  • S | 184.45.155.75 | ১২ মার্চ ২০১৭ ২৩:৫২365508
  • ১৯৭৭, ১৯৮২, ১৯৮৭, ১৯৯১, ১৯৯৬ঃ তিনোমুল ছিলোনা।
    ২০০১ঃ তিনো+কঙ্গ একসাথে লড়েছিলো।
    ২০০৬ঃ বামফ্রন্ট ভোট পেয়েছিলো 49.7%

    লসাগুদা, আরেকটু ভেবে কথাটা বললে ভালো হতো।
  • dc | 132.174.108.230 | ১৩ মার্চ ২০১৭ ০০:০৩365510
  • নানা এই প্যাঁচা থিওরি, তরমুজ থিওরি, এসব নিয়ে কিন্তু এক সময়ে অনেক কথা হয়েছে। আবাপতেই অনেক লেখা হয়েছে।
  • lcm | 83.162.22.190 | ১৩ মার্চ ২০১৭ ০০:৩৯365511
  • ----
    ১৯৯১ পশ্চিমবঙ্গ ইলেক্শন
    বামফ্রন্ট - ৪৬.৮ % (সিপিএম ৩৫%, ফঃবঃ ৫%)
    কংগ্রেস এবং অন্যান্য - ৩৬% (কংগ্রেস ৩৫% ...)
    বিজেপি - ১১%
    বাকী একগাদা খুচরো পার্টি - ১%

    -----
    ১৯৯৬ পশ্চিমবঙ্গ ইলেক্শন
    লেফট্‌ফ্রন্ট - ৪৭.৬ %
    কংগ্রেস + বিজেপি - ৪৬ % ( ৩৯.৫ + ৬.৫)
    বাকী একগাদা খুচরো পার্টি - ১.৫%

    ----
    এবার ভাবো, প্যাঁচা কে?

    আর খেয়াল রেখো, ১৯৯১ সালে পশ্চিমবঙ্গে বিজেপি ১১% ভোট পেয়েছিল । আর, ২০১৭ সালে বিজ্পি পেয়েছে ১০.২ % ।
  • lcm | 83.162.22.190 | ১৩ মার্চ ২০১৭ ০০:৪২365512
  • অমার ভুল হয়েছে - ১৯৯১ সালে বামফ্রন্টের প্যাঁচা ছিল বিজেপি - তাই তো?
  • S | 184.45.155.75 | ১৩ মার্চ ২০১৭ ০০:৪৬365513
  • আপনি লিখেছেন " বিরোধী ভোট কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাগ হয়ে যেত"।

    তাহলে ১৯৯৬তে কি বামেদের ইসে ছিলো "বাকী একগাদা খুচরো পার্টি"???

    ২০০১ আর ২০০৬ তে বিজেপির ভোট কত ছিলো?
  • dc | 132.174.108.230 | ১৩ মার্চ ২০১৭ ০০:৫৬365514
  • বেসিকালি একটা লম্বা সময় জুড়ে কং এর কিছু নেতা ছিল বামেদের প্যাঁচা। আর সুব্রত তরমুজ। এসব তো অনেক পুরনো কথা।
  • S | 184.45.155.75 | ১৩ মার্চ ২০১৭ ০১:০০365515
  • কিন্তু এগুলো খুবেকটা কাজের কথা নয়। পুরোনো কথা মানেই সব প্রমাণিত সত্য, এমন ভাবতে পারছিনা। আবাপের কথা বাদ দিন। আমি তো উপরে দিয়েই দিলাম সব সংখ্যা। এক ১৯৯১এর ইলেক্শন ছাড়া তো কাউকেই দেখলাম না বামেদের সাহায্য করতে।

    সিঙ্গুর নন্দীগ্রামের আগে কঙ্গ তিনো সব অকর্মণ্য ছিলো। দিদি একবার এই নৌকা আরেকবার ঐ নৌকা করে বেড়িয়েছেন। গু্ছিয়ে ছড়াতো এরা। সেসব ভুলে গেলেন নাকি।
  • dc | 132.174.108.230 | ১৩ মার্চ ২০১৭ ০১:০৭365516
  • পুরনো কথা মানেই প্রমানিত, তা বলছি না। তবে তরমুজ থিওরি আর প্যাঁচা থিওরি এক সময়ে সিরিয়াসলিই নেওয়া হতো। ভোটের পার্সেন্টেজ দিয়েও এগুলো প্রমান বা অপ্রমান কোনটাই করা যাবেনা। তবে এনিওয়ে আমি পুরানো সেই দিনের কথায় খুব একটা ইন্টারেস্টেডও না।
  • PT | 213.110.242.23 | ১৩ মার্চ ২০১৭ ০১:০৯365518
  • বিজেপি ১৯৯১-তে বামফ্রন্টের প্যাঁচা হতে পারেনা কেননা তাহলে ধরে নিতে হবে যে বামেরা-
    ক) বিজেপিকে তোল্লাই দিয়ে তাদের উত্থানে সাহায্য করেছে অথবা/এবং
    খ) বিজেপির সঙ্গে তলায় তলায় সমঝোতা করে কংগ্রেসের ভোট কাটিয়েছে পব-তে
    অথবা/এবং
    গ) এমন কোন রাজনৈতিক খেলা খেলেছে যাতে বিরোধী হিন্দু ভোট ভাগ হয়ে বিজেপির দিকে চলে যায়।
    ১৯৯১-তে বিজেপি কং-কে আটকাতে বামেদের লক্ষ্মীপ্যাঁচা হয়েছিল এর চাইতে বেশী হাস্যকর রাজনৈতিক বিশ্লেষণ এর আগে করা হয়নি।
  • lcm | 83.162.22.190 | ১৩ মার্চ ২০১৭ ০১:০৯365517
  • ঠিক আছে। '৯৬ তে নয়। কিন্তু মার্জিন ওয়াস ভেরি থিন।

    আর এগজ্যাক্টলি, ঐ "ছড়ানো" টাই হল প্যাঁচাগিরি যার অ্যাডভান্টেজ পেয়েছে লেফট্‌ফ্রন্ট।

    ১৯৯১-এ বামফ্রন্ট হেরে পরে আবার জিতে এলে বেটার হত। তিন দশকের জাড্যতা কেটে যেত।
  • lcm | 83.162.22.190 | ১৩ মার্চ ২০১৭ ০১:১৩365519
  • ২০০৯-এর লোকসভা ইলেক্শনে পশ্চিমবঙ্গে বিজেপি পায় ১৭% ভোট।
    ২০১৬-এর বিধানসভা ইলেক্শনে পশ্চিমবঙ্গে বিজেপি পায় ১০.২ % ভোট।

    তাহলে, কি বলতে হবে - যে তৃণমূল পশ্চিমবঙ্গে বিজেপির ভোট কমিয়েছে ?

    না হেসে উত্তর দিন।
  • S | 184.45.155.75 | ১৩ মার্চ ২০১৭ ০১:২২365521
  • ২০০৯ এর লোকসভা ইলেকশনে তো বিজেপি ৬% ভোট পেয়েছিলো পবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন