এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ২০১৮ র মেলায় মেলায় গুরু

    pi
    বইপত্তর | ০৫ জানুয়ারি ২০১৮ | ৭০৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রেয়া | 212.142.65.195 | ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৪৩372046
  • আর সৈকত দার শরীর কেমন? আজ আসতে পারবে? ঃ-(
  • কল্লোল | 233.191.54.224 | ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০২372047
  • গতকাল গেস্লুম। শ্রেয়া আর সব্যসাচী কাউন্টার সামলাচ্চ্চে, ঈশেন একগাদা কাগজ আর কাঁচি নে কিসব সূক্ষ্ম কাটাকাটি কচ্ছিলো। সম্পাদকদের কত্তো কি কাটতে হয়! পরে অবশ্যি মৃগাঙ্ক এসে সে কাজ আপন করে তুলে নিলে। ওয়াঁ তাপ্পর দেখি ঈশেন চেয়ারে চেপে সেব্সব কাগজ দেয়ালে সেঁটে দিলে, তাতে কতো কি লেখা।
    এর মধ্যে হনু হাজির। আমি তকুন বইসই কচ্ছিলুম। হনু চা খাওয়ালে সব্বাইকে। নাঃ সব্বাইয়ের চাইতেও বেশীকে। চাজ্জনের জন্য হনু চা আনলো ছটি। কেন? না, যদি চা আনতে আনতে লোক বেড়ে যায়! কি পোচ্চোন্ডো দুরদার্শনিক। কিন্তু লোক বাড়ে নি। তাই ঈশেন দু ভাঁড় খেয়েও এক ভাঁড় ছিলো। সেটি হনু এক খদ্দেরকে ক্যমোং সেন্টু দিয়ে খাইয়ে দিলে।
    ওদিকে হয়েচে কি, আমার বন্ধু, সে তক্কোগুলি কিনে বাড়ি ফিরে গুরু ব্যাগের থে বই বার কত্তে গে দ্যাখে কবতের পর কবতে বেরুচ্ছে। রাশি রাশি নব্বই। সে খুব ঘেবড়ে গিয়ে আমায় ফোং - "আমি দু দশক এগিয়ে গেছি। এতো আবাপর বাবা। সে তো দাবী করে পড়লে পিছোবেন না, এতো কিনলেই এগিয়ে দিচ্ছে।" যাক সেসব গোল মিটে গ্যাচে। নব্বইয়েরা গুরুতে ফিরে এয়েচে, সে সত্তরে ফিরে গ্যাচে।
    এরই মাঝে বইমেলায় আমার পুরোনো পাপের দোসর চন্দন হাজির। এক স্ট্রিং কম গিটারে খুব কষে গানবাজনা হলো।
    পাই ও তার মা ততোক্ষনে হাজির। আচ্ছা, রৌহিনরে যেন দেকলুম মনে হলো। আজকাল বড়ো ভুলোমন হয়েচে।
  • সিকি | 158.168.40.123 | ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫২372048
  • শ্রেয়া,

    ফেসবুকের কেরদানির জন্য আজকাল সরাসরি ফেসবুকের ছবি এখানে দেওয়া যায় না।

    ছবি postimg.orgতে তুলে এখানে .jpgওলা লিংটা দিলেই ছবি আসবে।
  • pi | 57.15.241.22 | ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৫372049
  • কল্লোলদা ঃ))

    এখানে কেউ ছবিগুলো ডাউনোলোড করে পিকাসায় দিতে পারবেন?
  • pi | 57.15.218.81 | ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১১372050
  • আচ্ছা,

    নতুন বই রমরম করে চলছে - তাতে কী? "আনুষ্ঠানিক উদবোধন" বলে একটা ব্যপার তো আছে। (উলটো) পালটা হলেও তো প্রতিষ্ঠানই। অতএব প্রেস কর্ণারে বইচই মেলাবই। চলে আসুন - আমাদের সব অনুষ্ঠানই আসলে ল্যাল্যা ম্যানিফেস্টোর প্রোপাগান্ডা। গণ্ডায় গণ্ডায় ভরাট করুন প্রেস কর্নার - ঝিলের পাশে, এস বি আই অডিটোরিয়ামের ঠিক পরে।

    জ্জয়জ্ঞুরু। এনজয় গুরু!

    আর সাথে মহীন ও তার বন্ধুদের নতুন আলবামের ও উদবোধন!
  • pi | 57.15.218.81 | ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১৯372051
  • অর্জুন লিখেচে,

    আজ ছিল গানের দিন। একা, দোকা সকলে মিলে গান গেয়ে উঠল গুরুচন্ডা৯ তে। শুরু হল মহারাজের সোলো দিয়ে, তারপর কল্লোল (দাশগুপ্ত) দার গান, অইকত দার গান, গিটার, গুরু (চন্ডা৯) র কার্যালয়ে মাটিতে বসে বিদেশ বসুর গান সকলের অনুরোধে ঈপ্সিত দি আর অভিনবও গেয়ে উঠল।

    মেলা থেকে বেরবার আগে বিদেশ, অইকতদা আর বিদেশের বন্ধু বিট্টু চ্যাটার্জি'র গিটারের স্ট্রোক এখনো কানে লেগে আছে।

    পিনাকী ঠাকুর এসেছিলেন আজ।

    আজ দুবার ইভে করলাম প্রাঙ্গণ থেকে। পারলে শুনবেন সকলে।

    https://m.facebook.com/groups/175129282505026?view=permalink&id=2060256513992284
  • pi | 57.15.218.81 | ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২০372052
  • গ্রুপ থেকে শ্রেয়ার পোস্ট।

    ঈপ্সিত অল Rৌহিন অনের্জী ইনকি ইত্র অইকত অন্দ্যোপধ্যয়

    গুরুর স্টলে শুধু বই বিকিকিনি হয়না। রীতিমত যুক্তি তক্ক গপ্প গানের অবকাশও আছে।
    এফ্তিস্ত না ঋঘ্তিস্ত এই নিয়ে ঠে গ্রেঅত দেবতে এর কীয়দংশ আর বড্ড প্রিয় কিছু গান।

    যাদের ট্যাগ করতে পারলাম না প্লিজ অন্যরা একটু করে দাও।

    https://m.facebook.com/groups/175129282505026?view=permalink&id=2060300497321219
  • সিকি | 158.168.40.123 | ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৫372053
  • পাই ক্রমে ক্রমে একককেও ছাড়িয়ে যাবে। :)

    এফ্তিস্ত না ঋঘ্তিস্ত এই নিয়ে ঠে গ্রেঅত দেবতে এর কীয়দংশ আর বড্ড প্রিয় কিছু গান। >> লেফটিস্ট না রাইটিস্ট এই নিয়ে দ্য গ্রেট ডিবেটের কিয়দংশ ...
  • pi | 57.15.201.253 | ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩২372054
  • ঃ(

    কিন্তু ডিবেটটি মিস করবেন না কমরেড
  • শ্রেয়া | 11.187.248.207 | ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৫372057
  • সিকিদা, আচ্ছা। করে দেব। ঃ))
  • সিকি | 158.168.40.123 | ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০৯372058
  • পাই,

    পিকাসাও আর বেঁচে নেই, বছর কয়েক আগে তার অকালমৃত্যু ঘটেছে। এখন সেই জায়গায় আছে গুগল ফোটোস, কিন্তু তারও ঐ ফেসবুকের মতই এক ঘোড়ারোগ - .jpgওলা লিংক আসে না, ফলে লিংক পেস্টালেও গুরুর পাতায় ছবি দেখা যাবে না।

    ঐ পোস্টইমেজই ভরসা।
  • অর্জুন অভিষেক | 113.52.254.236 | ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩১372059
  • কল্লোল (লাহিড়ী) কবে গেছিলে বইমেলায়? আমি শুক্রবার, রবিবার আর আজ আসিনি।

    আবার কবে আসছো?
  • অর্জুন অভিষেক | 113.52.254.236 | ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৭372060
  • বিদেশের (বসু) গান আর বিট্টু (চ্যাটার্জি) র যে ভিডিওটা তুলেছি, সেটা হঠাৎ কয়েক ডিগ্রি নীচে নেমে একটা লেদার ব্যাগ দেখাচ্ছে। দেবারতি (চ্যাটার্জি) জানতে চেয়েছেন ঐ ব্যাগটির বিশেষত্ব কি?

    ব্যাগটির কোনো বিশেষত্ব নেই, আসলে আমার মনের মত হাত আর চোখও

    'আমি চঞ্চল হে/ আমি সুদুরেরও পিয়াসী'
  • pi | 127.226.192.177 | ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:০১372061
  • ওহ্হ, আর ফ্লিকার?

    আচ্ছা, পুরানো বইমেলার টইগুলো তুলে দেবে? এইসব বাচ্চাকাচ্চারা পড়েইনি!
  • শ্রেয়া | 11.187.253.169 | ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১০372062
  • আমি- সৈকতদার জ্বর এসেছে
    সব্যবাবু- ১৪ তারিখ চলে যাবে
    আমি- জ্বর এসেছে
    সব্যবাবু- পিনাকিদা ১১ তারিখ
    আমি- আরে সিইওর জ্বর এসেছে!!
    সব্যবাবু- অ্যাঁ!
    আমি- *টইতে পোস্টাই*
  • h | 213.132.214.88 | ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৫০372064
  • আমাকে 'একজন' বলায় আমি খুব দুঃখ পেয়েছি। আমি , ভুঁড়ি মিলে তিনজন, কল্লোল দাকে ধরলে আমাদের ছোটো এবং সুখী পরিবার। ঐ জন্যেই ছবি তোলা হয়েছে, তবে কল্লোল দাকে আগের চেয়ে একটু মোটা দেখাচ্ছে বলে ফোটোশপ করার জন্য সময় চেয়ে নেওয়া হচ্ছে।
  • :) | 195.38.14.215 | ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩১372065
  • শ্রেয়া | 11.187.254.46 | ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৫৩372067
  • হ্ত্ত্প্সঃ//ম।ফেবূক।োম/গ্রৌপ্স/১৭৫১২৯২৮২৫০৫০২৬?ভিএ=পের্মলিন্ক&ইদ=২০৬১২৪৬৩৫৭২২৬৬৩৩

    লাইভ গুরু
  • শ্রেয়া | 11.187.254.46 | ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৫৩372068
  • ধুর। লিংক যাচ্ছেনা।
  • শ্রেয়া | 11.187.255.186 | ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:১১372069
  • আজ উজ্জ্বলার চানাচুর জিন্দাবাদ ঃ-ড
    পাই মুঠো মুঠো খাচ্ছিলো, পারলে দুই হাতে খায়
  • শ্রেয়া | 11.187.249.13 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ২২:২৯372071
  • বাকীরা কেউ টইতে লিখছেননা না কেন!!!!!!
    আজ আমাদের বইপ্রকাশ ছিলো। খুব ভালো হয়েছে প্রোগ্রাম। যদিও আমি সারা প্রোগ্রাম পিছনের চেয়ারে বসে বিল কেটেছি।
    সিইওকে আজ সবাই হ্যাট হ্যাট করে সরিয়ে দিচ্ছিলো মায় কফি ভেন্ডার অবধি।
    আর আজ ফেরার সময় পাই প্ল্যান করেছিলো ফ্লেক্স লাগিয়ে মেলা থেকে বেরোবে, কিন্তু সিইও বন্ধ গ্রিলের ফাঁক দিলে রোল করা ফ্লেক্স ছুঁউউউউড়ে স্টলের মধ্যে ফেলে দিয়েছে। তারপর বাকী রাস্তা দুইজন ঝগড়া করতে করতে ফিরেছে।
    আর আমি আজ পাইয়ের একটা পার্সোন্যাল বইও গুরুর বই ভেবে বিক্রি করে দিয়েছি। ঃ-(
  • শ্রেয়া | 11.187.252.65 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ২২:২৯372070
  • বাকীরা কেউ টইতে লিখছেননা না কেন!!!!!!
    আজ আমাদের বইপ্রকাশ ছিলো। খুব ভালো হয়েছে প্রোগ্রাম। যদিও আমি সারা প্রোগ্রাম পিছনের চেয়ারে বসে বিল কেটেছি।
    সিইওকে আজ সবাই হ্যাট হ্যাট করে সরিয়ে দিচ্ছিলো মায় কফি ভেন্ডার অবধি।
    আর আজ ফেরার সময় পাই প্ল্যান করেছিলো ফ্লেক্স লাগিয়ে মেলা থেকে বেরোবে, কিন্তু সিইও বন্ধ গ্রিলের ফাঁক দিলে রোল করা ফ্লেক্স ছুঁউউউউড়ে স্টলের মধ্যে ফেলে দিয়েছে। তারপর বাকী রাস্তা দুইজন ঝগড়া করতে করতে ফিরেছে।
    আর আমি আজ পাইয়ের একটা পার্সোন্যাল বইও গুরুর বই ভেবে বিক্রি করে দিয়েছি। ঃ-(
  • শ্রেয়া | 11.187.252.65 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৩০372072
  • বাকীরা কেউ টইতে লিখছেননা না কেন!!!!!!
    আজ আমাদের বইপ্রকাশ ছিলো। খুব ভালো হয়েছে প্রোগ্রাম। যদিও আমি সারা প্রোগ্রাম পিছনের চেয়ারে বসে বিল কেটেছি।
    সিইওকে আজ সবাই হ্যাট হ্যাট করে সরিয়ে দিচ্ছিলো মায় কফি ভেন্ডার অবধি।
    আর আজ ফেরার সময় পাই প্ল্যান করেছিলো ফ্লেক্স লাগিয়ে মেলা থেকে বেরোবে, কিন্তু সিইও বন্ধ গ্রিলের ফাঁক দিলে রোল করা ফ্লেক্স ছুঁউউউউড়ে স্টলের মধ্যে ফেলে দিয়েছে। তারপর বাকী রাস্তা দুইজন ঝগড়া করতে করতে ফিরেছে।
    আর আমি আজ পাইয়ের একটা পার্সোন্যাল বইও গুরুর বই ভেবে বিক্রি করে দিয়েছি। ঃ-(
  • শ্রেয়া | 11.187.249.13 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৩০372073
  • বাকীরা কেউ টইতে লিখছেননা না কেন!!!!!!
    আজ আমাদের বইপ্রকাশ ছিলো। খুব ভালো হয়েছে প্রোগ্রাম। যদিও আমি সারা প্রোগ্রাম পিছনের চেয়ারে বসে বিল কেটেছি।
    সিইওকে আজ সবাই হ্যাট হ্যাট করে সরিয়ে দিচ্ছিলো মায় কফি ভেন্ডার অবধি।
    আর আজ ফেরার সময় পাই প্ল্যান করেছিলো ফ্লেক্স লাগিয়ে মেলা থেকে বেরোবে, কিন্তু সিইও বন্ধ গ্রিলের ফাঁক দিলে রোল করা ফ্লেক্স ছুঁউউউউড়ে স্টলের মধ্যে ফেলে দিয়েছে। তারপর বাকী রাস্তা দুইজন ঝগড়া করতে করতে ফিরেছে।
    আর আমি আজ পাইয়ের একটা পার্সোন্যাল বইও গুরুর বই ভেবে বিক্রি করে দিয়েছি। ঃ-(
  • pi | 57.15.210.204 | ১০ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৩৯372074
  • বাকিদের না লেখা তুই পাঁচবারে পুষিয়ে দিয়েছিস! ঃ

    আর ঝগড়া করব নাই ব কেন, হুতো সাক্ষী, মামু নিজে তো করবেই না, অন্যে করলেও, বিশেষত ফ্লেক্স নিয়ে কী পরিমাণ ব্যাগড়া দেয়। আমার আর হুতোর বহু পরিকল্পনাই মামুর অজ্ঞাতসারে হয়েছে, যেমন ঐ অ(ন)ন্য মহীনেও। মামির ফ্লাইটে থাকার সুযোগ নিয়ে দুই সোমনাথের সাথে মিলে গুচ্ছ জিনিশ যোগ বিয়োগ করা, এডিটিঙ্গ, মায় মামুর ভূমিকা ছেঁটে ( আর তাতিনের এমনি জবরদস্ত এডিটিঙ্গ যে মামু ধরতে অব্দি পারিনি), মহীনের আলবামের কথা গোঁজা। যতক্ষণে জেনে মামু সেই কুখ্যায়্ত না, এসব হবেনা বলল, বই ততক্ষণে প্রেসে। তবে ফ্লেক্সের সাথে, বা বলা ভাল, আমার ফ্লেক্স ছাপাতে দেওয়া নিয়ে মামু ব্যাগড়াটা সবচে বেশি দিয়ে থাকে।
    এবারে আবার চ্যালেন্জ দিয়েছিল, সব ফ্লেক্স আমি আসলে শেষ রোববারেই লাগিয়ে আসব। অর্থাৎ অর্থের চূড়ান্ত অপচয়। পরিশ্রম নিয়ে বকতে পারেনি কারণ ওটা পুরৈ হুতোর আর হুতোর মনোগত বাসনা, ফ্লেক্সের বিষয়ে আমার অনুরূপ। অন্তত ছিল। আজ, এই গত চারদিন ধরে ফ্লেক্স অবিযান অন্গ্শত সফল ( শুভদীপ, রউহিন, হুতোর কল্যাণে) বা মুখ্যত বিফল হবার পরে ( যার জন্যেও আবার মামুই দয়ী, ফ্লেক্স লাগানোর সেফটিপিন আনার কথা দিয়েও মামু আনেনি) , আজ হুতোবাবু জানালেন উনি ফ্লেক্স বিষয়ে বোধিপ্রাপ্ত হয়েছেন। সম্পূর্ণ নির্মোহ। সোজা বাংলায় আমার পোস্ট বইপ্রকাশ প্রোগ্রাম ফ্লেক্স অভিযানে শামিল না হয়ে উনি সদর দপ্তরে মামুর সাথে বিড়ি দাগা প্রেফার করছেন ( আপনারা সদর দপ্তরে কামান দাগার ছবি আর ভিডিও দেখে নিয়েছেন নিশ্চয়, নইলে দমদির কাছে জেনে নেবেন। তবে সেখানে বসে দমদি আজ যা একখানি মন্তব্য করেছেন, সে কামানের গোলার বাড়া ঃ()

    কিন্তু তাই বোধিপ্রাপ্ত হলে তো আর আমার চলবে না ( বিটিডব্লু, মনে পড়ল, বোধিদা কাল আসছ তো? এই মিটিঙ্গ মিভ্হ্হিলের তোড়ে আগেরদিন দেখা হলনা) , ফ্লেক্স আজও না লাগালে মামুর কথাই সত্যি হয়ে গিয়ে প্রেস্টিজের মুখে আলকাতরা পড়বে। তাছাড়াও মেলার শেষ দিন আমার ফ্লেক্স খোলার দিন। বরাবরই। তো, ফ্লেক্স লাগানৈ না হলে আর খুলব কী?
    তবে অত অত ফ্লেক্স অভশ্য খোলা আর প্যাক করে পাঠানৈ সার, তারপরে এক বছর বাদে বা বছরের মধ্যে বইপ্রকাশ করতে গেলেও ডেখ যায় তারা আঅর ন্নেই। মনে
    হয় ফ্লেক্সের প্যাঁচা উড়িয়ে নিয়ে চলে যায়। কোন গাছের ডালে আমাদের সেসব বুড়িফ্লেক্স বসে চোখ মারে কে জানে।

    তবে আজকে শেষ অব্দি ফ্লেক্সের প্যাঁচা বইমেলার গাছের মাথাতেই বসল। মারিয়াকে বলে আর কাউকে কিচ্ক্ষ্হ্হু না বলে চলে গেলাম গাছে গাছে ফ্লেক্স ঝোলাতে। মারিয়া কোয়েল প্যা`চাকে গাছে চড়াতে ওস্তাদ যা দেখ
  • pi | 57.15.210.204 | ১০ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৫৪372075
  • ধুস্স, কত কী লিখলাম, উড়ে গেল! আর বইপ্রকাশ, ব্যাপক আজকের রেকর্ড বিক্রি, ফ্লেক্স অভিযান ( অসম্পূর্ণ)

    পরে লিখব। এছাড়াও বাদাম চিক্কি খেতে সোনালী আসল বাদাম চিক লেখা কাগজটাও খেয়ে ফেলেছি মনে হচ্ছে। ঘুমানো উিত।
  • শ্রেয়া | 212.142.104.146 | ১০ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০১372076
  • কমেন্টটা বলে দিয়ে যাও। ঃ৩
  • কুমু | 11.39.28.39 | ১০ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৩372078
  • দিল্লি মেলার কথা কেহ তো।বলেনা!!
    দুএকটি প‍্যাঁচা ইদিকপানে উড়ে আসুক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন