এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ২০১৮ র মেলায় মেলায় গুরু

    pi
    বইপত্তর | ০৫ জানুয়ারি ২০১৮ | ৭০৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 116.193.219.104 | ১০ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৫372079
  • খাইসে! কী বলেছিলাম?
  • Pinaki | 52.110.136.58 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৪৯372080
  • কী মারমার বিক্রি রে ভাই! স্রোতের মত লোক আসছে।গুরুর একটা ভালো পরিচিতি তৈরী হয়েছে বলে মনে হল। আগে তো কখনও এতটা ক্লোজলি মেলার সময় থাকি নি। খুবই ভালোলাগা নিয়ে ফিরছি। আর সবচেয়ে যেটা ভালো লাগলো প্রায় ৫০ জন লোক নানা দিক থেকে নানাভাবে কন্ট্রিবিউট করে চলেছে এই পুরো প্রসেসটায়। বিনিময়ে কিছু পাওয়ার আশা না করে। এই স্পিরিট কিন্তু ঝট করে দেখা যায় না।
  • শ্রেয়া | 11.187.250.0 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৫372081
  • পাইয়ের বাড়ি থেকে আলুভাজা ভাত ডিমসেদ্ধ ইঁচরের তরকারী ডাল এবং বিবিধ দিয়ে এক পেট ভাত সাঁটিয়ে মেলার দিকে ছুটছি।
    আশা করি আজ ধামাকা হবে।
  • শ্রেয়া | 11.187.250.0 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৫372082
  • পাইয়ের বাড়ি থেকে আলুভাজা ভাত ডিমসেদ্ধ ইঁচরের তরকারী ডাল এবং বিবিধ দিয়ে এক পেট ভাত সাঁটিয়ে মেলার দিকে ছুটছি।
    আশা করি আজ ধামাকা হবে।
  • শ্রেয়া | 11.187.253.253 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৩372084
  • ইয়ে, পাই সুন্দর সুরেলা নাক ডাকে।
  • সিকি | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৩372085
  • আমিও বাসে। আসছি।
  • সিংগল k | 212.142.114.25 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:১৫372086
  • আচ্ছা পাইদিদি!
    গতকাল কি শেষমেষ সিংগল ডি ম্যালায় এসেছিলেন ?
  • | 52.107.86.243 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৫১372087
  • না কেলোদাদা, পারি নি। আমার যে কতকালের শখ আপনার সাথে পরিচিত হবার।
  • k | 212.142.114.25 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৫৬372089
  • পাইদিদি সৈকদ্দা পিনাকীদা তাপসবাবু সবাই আমাকে অপেক্ষা করতে বলেছিলেন। কি ভাগ্যি যে ওদের কথা শুনে অপেক্ষা করি নি আপনার জন্য।
  • pi | 57.15.156.55 | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:২১372090
  • দমদি পরের দিন আসে নাই ঃ

    এদিকে আমি দমদির দেওয়া একটা ব্যাপক ইস্টবেঙ্গল প্যাঁচার শাড়ির প্যাঁচাকে প্রভূত মেলার ধুলো খাইয়ে এনে এখন বাড়িতে ঝাড় খাচ্ছি শাড়িটাও ঠিকঠাক না পরতে শেখার জন্য, সেদিন মেলাতেও যখ্ন লোকে শাড়ির ছবি তুলে দিচ্ছিল, পারমিতাদি , প্রদীপ্তা, এমনকি শ্রেয়ারাও আওয়াজ দিল ! ঃ(

    রুখসানাদি আসতে ন পারাটা বড় মিস ! বিপ্লব রহমানের বইও পেলাম না। তবে বাংলাদেশের কয়েকজন এসে গুরুর অনেক বই নিয়ে গেছেন আর নিয়মিত নিয়ে যাবেনও বলেছেন।
  • শ্রেয়া | 11.187.176.101 | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫৯372091
  • http://www.eaajkaal.in/epaperdetails/index/d8d16d98-398372d4-b644a977

    আজকালে আমাদের তক্কগুলি আর ক্যালেন্ডার নিয়ে দুচার লাইন :)

    আর আমার খুব মনকেমন করছে..
  • pi | 57.15.156.55 | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২৯372092
  • আজ মিঠুন লিখেছে, '২০১৮'র কলকাতা বইমেলা শেষ হলো। সুদূর অতীতে দুয়েকবার গুরুর স্টলে থাকার অভিজ্ঞতা থেকে জানি, কি প্রচন্ড মজা হয়, কি দ্রুত কাটে সময়। এই ক'বছরে সেই ব্যাপারটা একটুও পাল্টায়নি। আবার কোনদিন থাকতে পারবো হয়ত।

    "কাশ্মীর" বই হিসেবে আত্মপ্রকাশ করেই আশাতীত সাড়া পেয়েছে দেখে ভালো লাগছে। যাঁরা বইটি পড়বেন, সম্ভব হলে পাঠপ্রতিক্রিয়া জানাবেন। ভুলত্রুটি, অভিযোগ, ভালো-মন্দ জানতে পারলে ভালো লাগবে। প্রশ্ন, কৌতূহল, তথ্যের অনুসন্ধান জারি থাকুক।

    এই কদিন গুরুচন্ডা৯'র তরুণ তূর্কীরা জান কবুল করে খাটলো। জুতোসেলাই থেকে চন্ডীপাঠ নিজেরাই করলো (যেমন হয়ে এসেছে এতদিন), পুরোপুরি স্বেচ্ছাশ্রমে উঠে গেল এত কাজ। অল্প কয়েকজনের সাথে পরিচয় আছে, বাকিদের শুধু ছবিতে চিনলাম, আপাতত। আলাদা করে নাম করলাম না। ধন্যবাদ দিয়ে আর কী হবে, দেখা হলেই খাইয়ে দেব, প্রমিস!

    জ্জয় গুরু!!"

    তো লিখলাম,
    সত্যি সত্যিই , এত লোকজনের এই এত হাত বাড়িয়ে দিয়ে হাতে হাতে কাজ,এটার মজার জন্যেই গুরু করে যাওয়া যায়। আর এই এত এত পাঠক , মেলাতেই এত রেসপন্স দিয়ে যান, এটাও সত্যি একটা বিশাল ড্রাইভিং ফোর্স। এই যেমন, নতুন বইগুলোর একেকটা লট খুলেছে আর শেষ হয়েছে, সবাই মিলে হাতে হাতে সে রিফিল করা। প্রেস থেকে মেলা অব্দি। রোজের কত্ত প্ল্যানিং, সবাই মিলে। স্টলে এত্ত এত্ত ভিড়,এতজন এতদিক থেকে এতরকম বই চাইছেন, সেও কেউ না কেউ কোথাও থেকে ঠিক ধরিয়ে দিচ্ছে। ঐ ভিড়ের মধ্যে খালি দেখা যায়্য, একেকটা হাত বাড়ানো, একটা বই দিয়ে। চলে যাচ্ছে পাঠকের হাতে। বিলের টেবিলে একজনের হাত ক্লান্ত হলে আরেক হাত।

    সিকি লিখেছে এটা, এ আমারো মনে কথা।

    'এই হাত বাড়ানোর ম্যাজিকটা দেখার জন্যেই ছুটে আসি। সত্যি বলতে, তত সিরিয়াস না হলেও বাবা হাসপাতালে ছিল, তবু আমি দুবেলা বাবার বেডের সামনে হাজিরা দিতে যেতে পারি নি, বাড়ির লোকেরা একবেলা আমার বদলে উপস্থিত থেকেছে, শুধু গুরুর স্টলে যাব বলে। কত বছর হল যেন? ছয় বা সাত। যারা শুরু থেকে আমাকে দেখেছে, জানে, আমি সাধারণত গুরুর স্টল ছেড়ে কোথাও নড়ি না। এই স্বেচ্ছাশ্রম, এই বাড়ানো হাতের ভিড়ে নিজের হাতটুকু মেলে ধরা - এটা যে কী সাংঘাতিক ডিটক্সের কাজ করে, সে যাদের হাত, তারাই বোঝে।

    যতদিন হাত আছে, ততদিন আমি আছি।'

    এদিকে আজ কিছু তথ্য পড়লাম যে মেলায় নাকি এবারে অনেক কম লোক আর অনেক কম বিক্রি। এটা একজনের পোস্ট, উনি বললেন কোন কাগজে পড়েছেন।
    'গতবার ২০ লক্ষ মত হয়েছিল এইবার সেখানে ১৭ লক্ষ মত... সরকারি হিসাব... বই বিক্রি হয়েছিল ২০ কোটি টাকার মত এইবার সেখানে ১৫.৫ কোটি টাকা... ত্রিদিব বাবু বললেন যে জায়গা ছোট হওয়াতে সমস্যা হয়েছে...'

    এই তথ্যের সত্যি মিথ্যে জানিনা, কিন্তু এদিকে গুরুতে আমরা লোক আর বিক্রির বানে পুরো হাবুডুবু খেয়েছি। অন্যান্য বারের চেয়েও অনেক বেশি।এতজন হাতে হাতে কাজ না করলে কী যে হত তাই ভাবি ! অনেকেই তো না এসেও যে কত কাজ করে দিয়েছে, সেগুলোও না হলেই হত না !আর শুধু তো কাজ বলে কাজ না, বই কিনতে এসে আড্ডা আর গানের অক্সিজেনও যে কতজন জুগিয়ে গেছে !
    যাঁরা আসতে পারেননি, তাঁদেরও কতজন যে করতকম কাজ করে গেছেন, কত নাম করব ?
    আর আলাদা করে নাম বোধহয় হয়ও না, টিমের আর কী নাম হয় ( মিঠুন বলবেন না)।
  • সিকি | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪৬372093
  • গুরুর স্টল এবার ছোট পড়ছিল ভিড়ের চাপে। শনিবার একটা সময়ে লোকে লিটারেলি লাইন লাগিয়ে দিয়েছিল, স্টলে ঢোকার জন্য।
  • h | 52.110.165.149 | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৩372094
  • গিল্ডের ডেটার কোন ভ্যালিডিটি নেই, গিল্ডের ডেটা দিয়ে কিসুই বোঝা সম্ভব না, মেলার আগে বলেছিল বেশি স্টল এখন বলছে কম। ঢপের কেত্তন।
  • শ্রেয়া | 11.187.248.68 | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৫২372095
  • আজ ঘুম থেকে উঠে অপটু হাতে শাড়িটা পরে ব্যাগ নিয়ে ছুটতে গিয়ে খেয়াল হলো যাহ, আজ তো নেই।
    কিন্তু, তারপর মনে পড়লো এখনো কাজ আছে এখনো অনেক অনেক অনেক কাজ আছে। বন্ধুত্ত্ব আছে। লেখা আছে। ঃ-)
  • শ্রেয়া | 11.187.248.68 | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৫২372096
  • আজ ঘুম থেকে উঠে অপটু হাতে শাড়িটা পরে ব্যাগ নিয়ে ছুটতে গিয়ে খেয়াল হলো যাহ, আজ তো নেই।
    কিন্তু, তারপর মনে পড়লো এখনো কাজ আছে এখনো অনেক অনেক অনেক কাজ আছে। বন্ধুত্ত্ব আছে। লেখা আছে। ঃ-)
  • r2h | 233.227.98.201 | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৪০372097
  • বইমেলা সেশ, ছুটি সেশ, খেলার শেষে ঘরে ফেরার পালা।

    এমনিতে বই আমার জীবন বইমেলা আমার যৌবন কলেজস্ট্রীট আমার যৌবনের উপবন কলকাতা আমার বার্ধক্যের বারাণসী এমন কোনো দাবী আমার নেই, দিনের পর দিন কিচ্ছু না পড়েই কাটিয়ে দিই কতকাল, জনগণ বা হুল্লোড়েও হাঁপ ধরে প্রায়শ, বা নিয়মিতই। মূর্খও বটে, সামাজিকও নই। তবে গুরুচণ্ডা৯ সঙ্গে আমার বইমেলা তো প্রায় মাঝবয়সে শুরু, তাই নানাকিছুর সঙ্গে দীর্ঘ বিচ্ছিন্নতার পর এইগুলি কাইন্ডফ নষ্টলজি। সাত বছর আগেও একরকম ছিল, এখন তো আরোই। যত বছর যায় তত বছর যোগ হতে থাকে, গূঢ় ক্ষতে স্মৃতির বিষ। এইগুলো যেন সব হঠাৎ অকারনে হেসে ওঠার দিন, বনের মোষ আর মহীনের ঘোড়াদের দিন। কাজকর্ম, ভলান্টারি এইসব এইসব তো কোন এফোর্ট নয়, নিজেরই সব প্রাপ্তি। দোকান বাজার স্বচ্ছলতা সামাজিক সিধুপানের বাইরেও যে জীবন আছে বা ছিল সেইসব মনে পড়ে যাওয়া। বেশী ধানাই পানাই করেও লাভ নেই, আজ যদি একটা লোভনীয় অনসাইট পেয়ে যাই তাহলে কি আর বইমেলার জন্যে বসে থাকবো, তা তো নয়। তবে ঐ আরকি, গান দিয়ে ঢাকি জীবনের ক্ষত, প্রফেট বলেছেন।

    তবে এইসব বিষাদ ছোটদের জন্যে নয়ঃ)। এই যেমন অর্জুন, মারিয়া, শ্রেয়া, শুভদীপ, সঞ্জীব, চমৎকার লাগলো এদের সঙ্গে দেখা হয়ে, আবার নিশ্চয়ই হবে কোনদিন, সঙ্গগুণে স্বভাববিরুদ্ধ প্রগল্ভতা হবে চারটিঃ)

    বয়ঃপ্রাপ্তদের কথা আর লিখলাম না, যদিও সৈকতদা নিজের বয়েস সাতাশ বলে চালাতে চাইছিলো।

    সে যাই হোক, বইমেলা চমৎকার হলো, গুরুচণ্ডা৯কে শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ! আগামী বছর কিন্তু আরো বড় স্টল লাগবে।

    আজকালের ট্রেন্ডএ উচ্চমধ্যবিত্তের বৈঠকখানার শোভা বিনোদনের বদলে বাংলা বইকে আরো অনেক বেশী পাঠকের সাধ্যের মধ্যে করে তোলার যাত্রা অব্যাহত থাকুক।
  • kumu | 192.68.21.182 | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৪৯372098
  • আসবো,পরের বার-
    যদি থাকি।
  • de | 24.139.119.175 | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৫৩372100
  • আম্মো -

    একটু ছবি-টবি দেখানো হোক!
  • pi | 127.226.132.176 | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৪৪372101
  • samay praay nei, taai kapi pesTai maari.

    আচ্ছা, আমাদের হুল্লোড় যেহেতু শেষ হইয়াও শেষ হয়না, তাই বইমেলা শেষ তো কী, পোস্টবইমেলা ভাট গানবাজনার ঠেক না হলে আর কী হল!

    যদিও আমাদের পরিযায়ী পাখিদের অনেকেই উড়ে গেছেন, কেউ কেউ এখনো উড়ানে, যেমন Sayan Kar Bhowmik Pinaki Mitra, কিন্তু Saikat Bandyopadhyay Samik Mukherjee এর মত আরো কেউ কেউ থাকতে থাকতে আর Jayanti Adhikari দের মত আরো কেউ আসতে আসতে কালই আড্ডাটা সেরে ফেলা ভাল বটে।

    অতএব কালকে, বিকেল সন্ধে থেকে সেই মহাভাট। সবার নেমন্তন্ন।

    কাল : কাল চারটে থেকে যতক্ষণ মনপ্রাণ চায়
    স্থান: আমাকে বললে আমি তো বলব, কলম্বিয়া এশিয়ার উল্টোদিকে, নবমীর ভাট যেখানে হয়েছিল। কিন্তু এই পুরো ঠিকানা না দিলে Arjun Abhishek Roy আমার উপর খুব রেগে যাবে।

    বাড়ির নাম - রায়পাশা।
    বাড়ির ঠিকানা:
    IA -101 , Sector- 3,
    Salt Lake City.. 700097.

    দিকঅনির্দেশ দিতেই পারি, কিন্তু দিলেই Taposh Dash Rouhin Banerjee Sri Parna Anamitra Roy Souvik Ghoshal. রা নিন্দেমন্দ করবে, তাই ক্ষান্ত দিলাম।

    এ কদিন অনেকের সাথে দেখা হল, স্টলে ভিড়ভাট্টায় ভাল করে আড্ডা আলাপ তেম্ন হয়নি সবার সাথে, তো কাল জমিয়ে হয়ে যাক?
  • Shreya | 212.142.65.243 | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৩৩372102
  • Direction of venue:

    Opposite of Columbia Asia Hospital on Broadway.. ঐক্যতানের পিছনে IA park এর পাশেই বাড়ি.. South থেকে আসলে বেলেঘাটা মোড়ে right turn নিতে হবে.. north থেকে আসলে Eastern By Pass নিয়ে Hyatt Hotel er মোড়ে left turn নিতে হবে।দু-তিন মিনিটের walking distant from Hyatt .. উল্টোডাঙ্গা train station থেকে Auto তে 13 no tank / IA Market. Auto ওইখানে শেষ। বেলেঘাটা -বাইপাস মোড় থেকে auto নিয়ে Columbia Hospitalএর gate র উল্টো দিকে নামতে হবে।
  • রুকু | 212.142.104.11 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৪৮372104
  • বইমেলা নোটবই
    প্রথম পর্বঃ গুরু এবং শুরু
    ষাট সত্তরের দশকের হিন্দি ছবিতে কুম্ভ মেলা অর্থাৎ “কুম কে মেলে”-এর একটা গুরুত্বপূর্ণ অংশ থাকত। যারা দেখেছেন মনে আছে নিশ্চয়, নাম দেখানোর ঠিক পরে পরেই ভাইয়ো অর বহেনোরা (মিত্রো নয় কিন্তু) কুম-কে মেলে’তে হারিয়ে যেত আবার সিনেমার শেষে ফের দেখা হয়ে যেত, হ্যাপ্পি এন্ডিং আর কি। আর এই আলাদা আর এক হওয়া নিয়েই মোটামুটি ঘন্টা তিনেক নেচে গেয়ে ক্যালানি দিয়ে এবং খেয়ে পার হয়ে যেত আর কি। তা আজকাল আবার হিন্দি ছবির নায়ক নায়িকারা কুম্ভ মেলায় যায় না, তাদের যাওয়ার জন্য এখন ইওরোপ আম্রিগা হয়েছে আর আমাদের কাছে ওই হারিয়ে পাওয়ার জন্য কিঞ্চিৎ উল্টোপাল্টা সংস্করণ হয়ে টিকে আছে বইমেলা। বইমেলায় দিব্যি বছর তিনেক আগে শেষ দেখা হওয়া বন্ধুর সাথে দেখা হয়ে যায়, বছর দশেক আগের মত দিব্যি ঠেকবাজি করে কেটে যায় ঘন্টা দুয়েক তারপর…… নাহ ব্যক্তিগত গপ্পগুলো থাক আজকে বরং গুরুর গপ্প বলতে এসেছি সেটাই বলি।
    আমাদের গুরুর এ বছর বইমেলার শুরুটা ২০০ নম্বর স্টলে, বইমেলার আগেই অনেককে, গ্রুপে, ফেসবুকে,সাইটে হেঁকে ডেকে জানানো হয়ে গেছিল আমরা এবার ২০০ তে। কিন্তু হলে হবে কি? প্রথমদিন গিয়েই দেখা গেল স্টল একদম গলির ভেতর তার ওপরে স্টলের গড়ন অনেকটা ঠিক, নাহ প্যাঁচার মত হলে অসুবিধে ছিল না, গুরুর লোগোই তো প্যাঁচা। সমস্যা হল স্টলের গলি বড়ই অন্ধকার। প্যাঁচা অন্ধকারে দেখতে পেলেও পাঠকরা পায় কিনা সে নিয়ে অনেকেরই সন্দেহ। অতএব কর্তৃপক্ষ ইলেকট্রিক মিস্তিরির দারস্থ হলেন। এখানে বলে রাখি কর্তৃপক্ষ হলেন, আদি অকৃত্রিম ইপ্সিতা পাল ওরফে গুরুমা ওরফে পাই আর এই তাকে কর্তৃপক্ষের কেতাব প্রদান করেছেন গুরুচণ্ডা৯’র সিইও স্বয়ং সৈকত বন্দ্যোপাধ্যায়। তা যেটা বলছিলাম, আমাদের কর্তৃপক্ষের কাজ করানোর একটা ধরন আছে, ধরুন যাকে দিয়ে কাজটা করাতে হবে তিনি রেগেমেগে বলছেন
    -না দিদি, আজ রাত হয়ে গেছে আজ আর হবে না
    পাই উত্তর দেবে, কিন্তু আমাদের গলিটা বড্ড অন্ধকার হয়ে গেছে, একটু আলো যদি লাগিয়ে দেন
    -দিদি বল্লাম তো আজ অনেক দেরী হয়ে গেছে কালকের আগে হবে না
    সেতো ঠিকই কিন্তু কি জানেন একটু যদি আমাদের স্টলের সামনে আলোটা……
    এরকম ষোল-সতেরোবার চলার পর সে বেচারা নিজের কমিউনিকেশন স্কিল, কলকাতা বইমেলা এবং মানবজাতির ভবিষ্যৎ সব কিছুর সম্পর্কে বীতশ্রদ্ধ হয়ে শেষ পর্যন্ত কাজটা করেই দেয়। অর্থাৎ সেদিন গুরুর স্টলের সামনেটা আলোকিত হওয়া ছাড়া উপায় ছিল না। এখানেই শেষ না, অতঃপর কর্তৃপক্ষ ডেকারেটর, ইলেক্ট্রিশিয়ানের মত গিল্ডকেও ম্যানেজ করে ফেললেন এবং গুরু গলি থেকে চলে গেল সোজা বড় রাস্তায়, স্টল ২০৪ এ তে। আর এরপরে কি হল মানে গুরুর স্টলে কি হল আর কি হল না জানতে হলে আপনাকে পড়তে হবে বইমেলার নোটবই দ্বিতীয় পর্ব।

    শুভদীপ গঙ্োপাধ্যায় উর্ফ উজ্জ্বলা চানাচুরের মালিকের কলমে। :-D
  • সিকি | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩০372105
  • :)

    চালাও পানসি।
  • pi | 57.29.224.24 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৫২372107
  • আজ চলছে রেনবো কার্নিভাল । ট্রায়াঙ্গুলার পার্কে। গুরুর স্টল রয়েছে। আমার যৌনতার তৃতীয় আর বোস্টনে বংগে র দ্বিতীয় সংস্করণের আনুষ্ঠানিক প্রকাশও হবে। প্রচুর ছবিছাব্বা চলে এসেছে আলবামে।
  • pi | 57.29.160.151 | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১০372109
  • গুরুর এবারে ম্যালা মেলা।
    বইমেলা শেষ হল কি হল না, রেনবো কার্নিভাল। তারমধ্যেই নেমন্তন্ন চলে এল যাদবপুরে একুশ বাইশের ভাষামেলায়, গুরু আজ কাল সেখানে। পরশু থেকে রবিবার নেমন্তন্ন বসিরহাটের মেলায়, টাউন হলে।
  • pi | 57.29.255.236 | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:০৬372111
  • বলেই তো ছিলাম, এবারে গুরুর ম্যালা মেলা। আর ম্যালা লোক ও বটে। তাই রোজই চলছে মেলামোচ্ছব।

    তো কাল পরশু যাদবপুরে ইঞ্জিনীয়ারিং এ হইচই এর পর আজ আর্টসের ওয়ার্ল্ডভিউর সামনে।

    আর ওদিকে অর্জুনকুমার বীরবিক্রমে একাই বসিরহাটের পথে।

    কিন্ত একা কি আর হয়? সবাই, যারা দূরেও, সংেই তো আছি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন