এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ১৪৮০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | 24.139.119.175 | ১৭ মে ২০১৮ ১২:৩২374541
  • একটা কমেন্ট চাই পব বাসীদের থেকে -

    এতো রক্ত ঝরা দেখে পরিচিতদের ফোন করেছিলাম - সেখানে শুনলাম এবার তিনোগুন্ডারা বুথ দখল করতে এসে নাকি অনেক জায়গায় গণ প্রতিরোধের সম্মুখীন হয়েছে। তাদের অনেকেই হাসপাতালে ভর্ত্তি - এটা ঠিক কথা?

    এতো রক্ত ঝরতে দেখে ভাবি পব তে পারমানেন্ট রাষ্ট্রপতির শাসন থাক - যেন আর নির্বাচন না হয়!
  • de | 24.139.119.175 | ১৭ মে ২০১৮ ১২:৩৩374542
  • রেজাল্ট দেখচি - সবই তিনো তাও এতো ভয় কিসের?
  • S | 194.167.2.96 | ১৭ মে ২০১৮ ১২:৪৩374543
  • সব সীট না পেলে এই এতোসব বি-শ্রী প্রকল্পের টাকাগুলো কন্ট্রোল করবে কি করে?
  • | ১৭ মে ২০১৮ ১৩:০১374544
  • ভাঙড়ে ৫টা আসনেই নাকি জমি বাঁচাও কমিটি জয়ী। একক মাত্রার অনিন্দ্য দিয়েছে দেখলাম।
  • PM | 56.152.100.168 | ১৭ মে ২০১৮ ১৩:১১374545
  • "কর্ণাটক ভুলে যান। অনেক বড় নাটকের জন্য অপেক্ষা করুন।" আর হজম হবে না
  • | ১৭ মে ২০১৮ ১৩:১৬374546
  • জয়া চৌধুরী লিখছেন

    বাড়ি সুন্দরবন যোগেশখালি
    বয়স৫০
    জীবিকা- পরিচারিকা বৃত্তি

    - কী গো বৃন্দা কেমন আছো? চারদিন পরে আসবে বলেছিলে। যাক এলে তাহলে। তা তোমাদের ওখানে ভোট কেমন হল?
    - এই আছি গো। আর বলেই না দিদি আমরা তো ভোট দিইলাম কিন্তু
    - কিন্তু কি?
    - আমাদের গেরামে ভোট হইয়েল ঠিকই।সব পাট্টি বলে যে জিতুক কিন্তু গন্ডগোল হতে দেওয়া যাবে নি। আমাদের তো তিনটা ভোট। বড় ছেইলে বউমা আর আমার ভোট। কিন্তু কালীতলায় সাঙ্ঘাতিক কান্ড
    - কি হয়েছে?
    - আরে ওইখেনে ভোটে দাইরেছে যে মেইয়ে তার সোয়ামিরে
    - ?
    - মেইয়েটা ভোটের দিন পাট্টির ছেইলেরা ভোট দিতি দিচ্ছে না বলে চিচকার করেছিল।
    কোন পার্টি?
    - কেন তিনোমুল!
    - তার জন্যি বাজারের মইদ্যে ওর সোয়ামিরে ধাওয়া করে কান ছিরে নিয়েছে গো। রক্ত একেবারে দরদর করে ।।।কীকান্ড
    - সবার সামনে এমন করল কেউ কিছু বলল না?
    - কে বইলবে ওদের ই তো সব। ওই মাতলা পেইরে কালিতলায় সব জায়গায় এই কান্ড হইয়েছে। শুধু এধারে নয় গো জলপাইগুরি, মেদিনিপুরের দিকে পোচুর এসব কান্ড,আমার তো এইবারে পোথম ভোট এধারে। ছেলেরা আগে দিইল কিন্তু আমার তো খাতায় আগে নাম ওটে নি। জ্যাখন বাংলাদেশে ভোট দিইছি কি শান্ত ছেল সব। কুনো গোলমাল হত নি কিন্তু এধারে সবার দেকি মন খারাপ।সব জায়গায় তিনোমুল ছি পি এম গোলমাল।।। ভোটের নামে এইসব খুনোখুনি কি সহ্যি হয়? বল দিকিনি ভোট হলে মানুষ মরবে কেন?'
  • T | 165.69.191.252 | ১৭ মে ২০১৮ ১৪:০২374547
  • আরাবুল এবং হাকিবুল মানে বুলফ্যামিলির দুজনেই জিতেছেন। জমি কমিটি পাঁচটিতে জিতেছে।
  • PT | 160.129.67.163 | ১৭ মে ২০১৮ ১৬:১৬374548
  • গণনা কেন্দ্রের মধ্যে ব্যালটে ছাপ্পা মারছে...........
  • S | 194.167.2.96 | ১৭ মে ২০১৮ ১৬:২৩374549
  • দেশের সেরা পন্চায়েত কিনা।

  • PT | 160.129.67.163 | ১৭ মে ২০১৮ ১৬:২৮374551
  • ডোমজুরে ছড়িয়ে দেওয়া ব্যালোট রাস্তা থেকে তুলে এনে গোণা হচ্ছে......
  • S | 194.167.2.96 | ১৭ মে ২০১৮ ১৬:৩৩374552
  • তাতে কি হয়েছে? লোকে চীটফান্ডের রুটি খাচ্ছে এখন।
  • S | 194.167.2.96 | ১৭ মে ২০১৮ ১৬:৫২374553
  • কোথায় একটা বৈধ ভোটের থেকে বেশি ভোট পড়েছে বলে দেখা গেলো।
  • PT | 160.129.67.163 | ১৭ মে ২০১৮ ২০:০৭374554
  • বেষ্পতিবারের মত একটা কাজের দিনে, সকাল থেকে বিকেল পর্যন্ত রাজ্যের কর্মক্ষম যুবক-তরুণেরা রাস্তায় লাঠি-সোঁটা হাতে দাঁড়িয়ে আছে। এদের কি আর কোন কাজ নেই নাকি প্রবল উন্নয়নের কারণে সবাই বেকার?
  • S | 194.167.2.96 | ১৭ মে ২০১৮ ২১:২০374555
  • বেকার না। এরাসব গুন্ডাশ্রী ভাতা পায়।
  • PM | 56.152.100.168 | ১৭ মে ২০১৮ ২২:৫৭374556
  • যা চলছে , তালিবান আমালে আফগানিস্তান কি এর থেকে খারাপ ছিলো?
  • Du | 218.54.86.215 | ১৮ মে ২০১৮ ০০:৪৮374557
  • এইবারে হাইকোর্ট যে পার্সোনালি ক্ষতিপুরনের শর্ত দিয়েছিল সেটা যেন হাওয়ায় মিলিয়ে না যায় সেটা দেখা দরকার।
  • S | 202.156.215.1 | ১৮ মে ২০১৮ ০৩:৪১374558
  • পঞ্চায়েত ভোটঃ লোকসভায় আরও ভাল করব, ওই ভোটটা আমরা করাব, বললেন দিলীপ ঘোষ।

    এই ভোটটা করালেন না কেন? হোম টীম অ্যাডভান্টেজ টাইপের একটা ব্যাপার মনে হচ্ছে। যাদের মাঠে খেলা হবে (মানে যাদের গুন্ডা দিয়ে ভোট করানো হবে), তারাই জিতবে।

    স্পশ্টতই দিদি আর মোদি দুজনেই লোকেদের ছাগল মনে করে। আর পিটিদা বললেই দোষ?
  • amit | 213.0.3.2 | ১৮ মে ২০১৮ ০৬:১৪374559
  • যা চরম চলছে , আমার পষ্টাপষ্টি মত- যে আসে আসুক, মমতা যাক, যে হোক আর যেভাবেই হোক না কেন। এর থেকে আর বেশি খারাপ হবে না। জাস্ট হতে পারে না ।
  • T | 165.69.191.251 | ১৮ মে ২০১৮ ০৭:৫১374560
  • এই হচ্চে কেস। "ক’দিন আগেও যাঁদের গোটা এলাকা চিনত সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে, এ দিন তাঁদেরকেই দেখা গেল পদ্মফুলের ঝান্ডা কাঁধে! ভিড় থেকে একটু দূরে দাঁড়িয়ে ছিলেন কাঁটাপাহাড়ি এলাকার বেশ কয়েকজন তৃণমূল নেতা, যাঁরা এক সময়ে লালগড় আন্দোলনের মুখ ছিলেন। পরবর্তীতে সেই নেতাদের হাত ধরেই লালগড়ের বুকে জোড়া-ফুলের যাত্রা শুরু হয়েছিল।...কিন্তু, কেন এত ক্ষোভ মানুষের? দীপকের মতোই মুখ খুললেন এলাকার অন্য তৃণমূল কর্মীরাও। উগরে দিলেন একের পর এক দুর্নীতির গল্প। জঙ্গলমহলের প্রায় সর্বত্র সাধারণ মানুষকে বঞ্চিত করে নেতাদের লাখপতি হয়ে ওঠার কাহিনি। কিন্তু, সেই দুর্নীতিই কি একমাত্র কারণ এই ভরাডুবির?"

    এই জন্যই ভোটের আগে হঠাৎ করে ছত্রধরের মুক্তি ও গান। রাশ বেরিয়ে গ্যাচে দেখে ফিরে পাওয়ার মরিয় চেষ্টা। এটা তখন লিখতেই রামছাগলের ব্যা ব্যা শোনা যাচ্চিল। :))

    http://www.anandabazar.com/state/bengal-panchayat-election-2018-bjp-got-massive-success-in-jungle-mahal-keeping-tmc-in-bizarre-dgtl-1.800368?ref=hm-ft-stry-ataglance-1
  • PT | 160.129.67.163 | ১৮ মে ২০১৮ ০৭:৫৭374562
  • জঙ্গলমহল হাসছে, দাঁত বের করে.....অট্টহাস্য একেবারে।
  • S | 194.167.2.96 | ১৮ মে ২০১৮ ১১:০৫374563
  • সাম্প্রতিক সময়ে এই প্রথম পবে একটা নির্বাচন হলো যেটাতে প্রায় নিস্চিত ভাবে বলা যায় যে ঠিকভাবে ভোট হলে জয়ী দল বোধয় হারতো।
  • sm | 52.110.150.109 | ১৮ মে ২০১৮ ১১:১৪374564
  • চমৎকার বিশ্লেষণ!ঠিক ভাবে ভোট হলে কে জিততো বলে মনে ?
    বাম, কংগ্রেস ,বিজেপি না নকু?
  • sm | 52.110.150.109 | ১৮ মে ২০১৮ ১১:২৮374565
  • #হয়?
  • kanthal gach | 174.100.25.49 | ১৮ মে ২০১৮ ১১:৫৬374566
  • আবার আসিছে ফিরিয়া। করসেবা শেষ এবারের মতো।
  • PT | 160.129.67.163 | ১৮ মে ২০১৮ ২২:২৫374567
  • শক্তিগড়ের কাছে একটি বুথের দায়িত্বে থাকা বর্ধমানের এক মাস্টারমশাই জানালেন তাঁর আঁখো দেখা হাল।
    শাসক দলের স্থানীয় নেতারা রাজকীয় অভ্যর্থনার পরে হাজির হলেন পরিবার ভিত্তিক ভোটারের তালিকা নিয়েঃ
    -সবাই বাড়িতে কাজে-কম্মে ব্যস্ত বুঝ্লেন কিনা! সেসব ফেলে আবার আসবে এতদূরে ভোট দিতে? আমরই দিয়ে দি, কি বলেন.....
    বলেন শব্দের পরে কোন "?" চিহ্ণ নেই। নিরাপত্তা বলে কোন বস্তু নেই। তাঁর মনে পড়ল তিন শিশুপুত্র, স্ত্রী ও বিধবা মায়ের মুখগুলো। অগত্যা....ভোটারহীন ভোটই হল........
  • এবড়োখেবড়ো | 212.142.96.168 | ১৮ মে ২০১৮ ২৩:৪১374568
  • আমার সহকর্মী ভোট করতে গেছিলেন কল্যাণীর কাছে শগুনায়। ভোটের আগের দিন রাতে পার্টির লোকেরা জিজ্ঞাসা করে 'ভোটার কত?'। ৭৫৯ শোনার পর তারা তখনই বলে এখানে ৬৪৫ পোল হবে। আপনি কাগজপত্র সব রেডি রাখবেন, আমরা বিকেল তিনটে নাগাদ আসব। ভোটের দিন তিনি সেক্টরে ফোন করেন ন'টা নাগাদ মেসেজে কী লিখবেন তা জানতে চেয়ে। সেক্টর অফিসার নির্বিকল্পচিত্তে জানান ওই ৬৪৫কে ভেঙে ভেঙে দেখিয়ে যান আর ওদের আড়াইটে নাগাদ 'অবশ্যই' ফোন করে ডেকে আনবেন। তেনারা তিনটে দশে বুথে ঢোকেন, সব কাজ নিজহস্তে সম্পাদন করেন এবং ৬৪০টি ভোট দেওয়ার পর দুটো সিপিএম এবং দুটো বিজেপিকে দিয়ে শেষ ব্যালটে 'জয় মা' বলে ৬৪১তম ভোটটি দেন। তখন বেলা চারটে দশ। তাদের আদেশ মোতাবেক তখনই সমস্ত ব্যালট বক্স সিল করে তিনি DCRCতে পোঁছন বিকেল পাঁচটা নাগাদ। তিনি খুশ, তারা খুশ, গণতন্ত্র ভি খুশ!

    কাল আমি যাই নাকাশিপাড়া ব্লকে ভোট গণনায়। প্রথম দশটা ব্যালট দেখিয়ে নির্দিষ্ট বালতিতে ফেলছিলাম। কাউন্টিং এজেন্ট(রা) ব্যাজার মুখে বলেন আমাদেরগুলো দেখানোর দরকার নেই, শুধু 'আদার্স'গুলো দেখাবেন। দুই রাউন্ডে তিনটে টিয়ারে গুণতে গিয়ে দেখি একটা ব্যালটও রিজেক্টেড হয়নি, ব্যালটের ভাঁজ নিখুঁত এবং ৬০০ তে ৫৮৫ এবং ৯৪৭এ ৯৪০ তারাই। সব শেষে চরম বিরক্তির সাথে বলেই ফেলি 'এই হিসেবটা আগেই বললে খামোখা গোণার পরিশ্রমটুকু করতে হত না'। বেলা তিনটের পর বাথরুমে জল ছিল না, ছ'টা থেকে পানীয় জল ছিল না এবং 'মোবাইল নিয়ে গণনাকক্ষতে ঢুকবেন না' ঘোষণাকে কাঁচকলা দেখিয়ে ইশারায় প্রতি আধঘন্টা অন্তর বাইরে অপেক্ষমান উৎসাহীদের খবর দেওয়া চলছিল। পাশের টেবিলে ছাপ্পা হয়েছে কারণ গণনাকেন্দ্রের ভেতরে কোন পুলিশ ছিল না। আমরা খুশ, তারা খুশ, গণতন্ত্র ভি খুশ!
  • quark | 204.12.179.216 | ১৮ মে ২০১৮ ২৩:৪৯374569
  • তবে কি এবারই সেই বহু আকাঙ্খিত সোনার বাংলা হবে? ভেবেছিলাম অনেক্দিন আগেই হয়ে গেছে। নেহাৎই ভুল হয়েছিল দেখছি।
  • সিকি | ১৯ মে ২০১৮ ০০:১০374570
  • পাঁড়েজির উঠোনে এবার কোন জায়গার বুথ পড়েছিল?
  • T | 129.74.180.59 | ১৯ মে ২০১৮ ০৫:৫২374571
  • আহাহা, প্রাণীটা বেশ কয়েকদিন খিস্তি না খেয়ে ছটফট কচ্চে। দেকচ না চাদ্দিকে দাও দাও করে বেড়াচ্চে। ওকে দিও না। কাঁঠালপাতা টুকুও না। এনজয় করো।
  • pi | 167.40.232.71 | ১৯ মে ২০১৮ ০৮:০১374573
  • এবড়োখেবড়োর পোস্টটা শেয়ার করলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন