এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ১৪৭৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 52.110.150.216 | ২১ মে ২০১৮ ১২:৫৭374608
  • ব্যাস, একগাদা যুক্তি এসে গেছে।এক্কেরে নায়াগ্রা ফলস যেন!এরপর আসবে বিজেপি ও মাকুদের বন্ধু হতে পারে।
    তিনোদের ওপর আমাদের কোন রাগ নেই তো।
  • PT | 213.110.242.15 | ২১ মে ২০১৮ ২২:৫৪374609
  • "But the real picture of violence that surfaced two days ago proved that the TMC high command does not have the control on the lower layers of the party. Neither many of her party members care for her messages once they manage to get a ticket for the candidature. They spend from their own pockets to appoint the hooligans who in turn manage the election for their master, from vandalising the polling booth to killing of the opposition party aspirants."
    https://www.news18.com/news/opinion/opinion-bengal-panchayat-poll-violence-was-more-about-daily-bread-than-politics-1754033.html
  • Ishan | 202.189.128.15 | ২২ মে ২০১৮ ০৩:১৪374610
  • ব্রিটিশরা পলিসি বদলেছে। সিপিআইও। কিন্তু কংগ্রেস? পলিসিতে অনড় ও অটল। বরং আরেকটু দক্ষিণদিকে গেছে।

    তবে এ সবই তত্ত্বকথা। প্র্যাকটিকালিও কংগ্রেসের সঙ্গে জোট করে বামেদের কিছু পাবার নেই।
  • S | 194.167.2.96 | ২২ মে ২০১৮ ০৪:৩৩374611
  • বামেদের সঙ্গে জোট করে কংগ্রেসের কি কিছু পাবার আছে?

    বামেরা এইবারে ১০টা সীট পেলেও অনেক মনে করবো। ত্রিপুরা থেকে খুব বেশি হলে ১টা আর বাকিগুলো কেরল থেকে পাবে। পব থেকে একটাও সীট আসবে না। কঙ্গ বোধয় পবে তাও দুটো সীট পেতে পারে।

    কারাত বামেদের নিস্চিহ্ন করে দিয়েছে সে বিষয়ে কোনও সন্দেহই নেই। এরপরে কোন দলে উনি যোগ দেন দেখবো। আমার মনে হচ্ছে বিজেপি।
  • pi | 167.40.129.9 | ২২ মে ২০১৮ ০৬:৫১374612
  • কিন্তু এই কঙ্গ বামেদের পররামর্শে রেগা এনেছিল। সোনিয়া গান্ধী ডোমেস্টিক ওয়ার্কার্স বিল( সেটার কী স্ট্যাটাস)।

    আরো দক্ষিণে যাচ্ছে, কীসের ভিত্তিতে? চিদুর পলিসি?
  • pi | 167.40.129.9 | ২২ মে ২০১৮ ০৭:০২374613
  • দক্ষিণ মানে ইকনমিকালি দক্ষিণ তো?
  • S | 194.167.2.96 | ২২ মে ২০১৮ ০৭:০৪374614
  • ইউপিএ ১ দারুন কাজ করেছিলো। সত্যিই প্রোগ্রেসিভ পলিসি এনেছিলো। বহু পুরোনো ভালো পলিসিগুলোতে ফান্ডিঙ্গ বাড়িয়েছিলো।
  • dd | 59.205.217.112 | ২২ মে ২০১৮ ০৯:০৫374615
  • @PM

    "আরো পেছনো যায়। ডিডি দা এসবেতে এগ্রি করবেন তো ?
  • সিকি | 158.168.40.123 | ২২ মে ২০১৮ ০৯:১৪374616
  • সম্মানের কথাই যখন উঠল, বামদল বাদে আর কাকে কবে ভুল স্বীকার করতে দেখেছো ডিদিদা? উনিশশো পঁচিশ সালে জন্মে থেকে আজ পর্যন্ত বামদলেরা কত ভুল যে করল আর কত ভুল স্বীকার করল। মূল্যায়ন হল।

    একই সময়ে জন্মে, আরেসেস কবার ভুল স্বীকার করেছে? বিজেপি? কংরেস? মূল্যায়িত হবার জন্যও যোগ্যতা অর্জন কি করতে হয় না?
  • S | 194.167.2.96 | ২২ মে ২০১৮ ০৯:২২374618
  • আমার তো মনে হয় এখন গাল মন্দ দেওয়াটাও যেমন ঠিক কাজ আবার যখন হাত ধরতে হবে তখন আবার সেটাই ঠিক কাজ হবে। সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতীক আবহাওয়ার পরিবর্তন যেখানে হবেই জানা আছে, সেখানে সম্পর্কের আবরণটাও ধ্রুবক রাখতেই হবে তার মানে আছে কি? উদ্দেশ্যটা ঠিক রাখলেই হবে।

    মনে করুন কালকে বিজেপি দলটাই থাকলো না, তাহলে একজন বিজেপি সমর্থক কি করবেন? কঙ্গের মধ্যেই দক্ষিনপন্থার খোঁজ করবেন, ফলে সেই দলে দক্ষীনপথার প্রেজেন্স বাড়বে। আর তখন বামদিকের দলগুলোর কাছে কঙ্গই প্রধান শত্রু হয়ে দাঁড়াবে। হিসাবটা তো মোটামুটি ঠিকই আছে মনে হচ্ছে।

    বা কালকে দেখা গেলো কঙ্গ বিজেপির থেকেও বেশি দক্ষীনপন্থী হয়ে উঠলো, তখনও তাকে ঠেকাতে বাম দলগুলো বিজেপির সাথে কোনও সমঝোতায় যেতেই পারে। সেও তো ঠিকই আছে। কারণ মুল উদ্দেশ্য কিন্তু একই থেকে যাচ্ছে।

    নইলে রাশিয়া আর ব্রিটেন একদিকের হয়ে যুদ্ধু করতো কোনওদিনও?
  • dd | 59.205.217.112 | ২২ মে ২০১৮ ০৯:২৯374619
  • আরে, এই ত্তো।

    আজকেই কালকেও গত পরশুও- রোজই দেখছি করণাটকে, JD(S) ক্রমাগতঃ ভুল স্বীকার করে যাচ্ছে। কইছে , ওম্মা, জিজেপির সাথে আগে গাঁটছাড়া বেঁধে কী পাপটাই না করেছি, হ্যান ত্যান।

    তারপরে ধরুন দিদিভাই, তিনি অব্শ্য প্রকাশ্যে মচকান নি, কিন্তু বিজেপির মন্ত্রীসভায় মন্ত্রী থেকে বার হয়ে এসে কেমন এখন ফেডারেল গর্মেন্ট করছেন। বিজেপিকে রুখছেন। ওনার কর্মই ওনার বাণী।

    আর যতো দল যতো নেতা পাল্টি খান এবং খেয়েই যাচ্ছেন তারা তো সবাই, ওঃ না বুঝে ক্ষি যে করেছি। এক্ষনে আমি ...... 'র নিতান্ত ভক্ত ও অনুগামী। সে মুকুল বা রেজাক মোল্লা বা লক্ষণ শেঠ। কে নয়?

    আর কংরেস, মনে পড়ছে নীতিগত ভাবে স্বীকার করেছিলো এমার্জেন্সী ভুল হয়েছিলো।

    ইয়েস। মুল্যায়িত হতেও যোগ্যতা চাই। ডেফিনিটলি। কিন্তু সেই সিপিআই/সিপিএম/নকু - এরা যে কতোজনকে মাথায় তুললেন আর তারপরে গালি দিলেন সেই লিস্টিটা বড্ডো বেশী লম্বা।

    আমি শুধু বলেছিলাম গালিটা আস্তে দিন। কম করে দিন। ভবিষ্যতের কথা কে জানে?
  • S | 194.167.2.96 | ২২ মে ২০১৮ ০৯:৩৪374620
  • সোনিয়া গান্ধী বোধয় ১৯৮৪র জন্যও ক্ষমা চেয়েছিলেন কোনও এক সময়ে।
  • sm | 52.110.148.253 | ২২ মে ২০১৮ ০৯:৩৬374621
  • ভবিষ্যত আবার কি!বামেরা বিজেপির হাত ধরবে। ওদের কোঁচায় চোখের জল মুছে, আবেগ তাড়িত গলায় বলবে আপনাদের বিরুদ্ধে কথা বলা অন্যায় হয়ে গেছে।
    আর একটা বিকল্প আছে। তিনো মুলের আশ্রয়ে এসে সমগ্র পৃথিবী তথা ভারতের দক্ষিণ পন্থী শক্তির বিরুদ্ধে লড়বে।
    কে না জানে দিদির চেয়ে বড় বামপন্থী আর কে আছে। আর রাজনৈতিক অবস্থানের পরিবর্তন তো কতই হয়।
    লিস্টি তো দেওয়াই আছে।
  • dd | 59.205.217.112 | ২২ মে ২০১৮ ০৯:৩৯374622
  • বাব্বা রে, অ্যাতো কে লিখবে। সেও এক্ষটেম্পো?

    জার্মানী যখন ৪১ পর্যন্ত্য একের পর এক দেশ খেয়ে নিচ্ছেন তখন রাশাও সমানতালে যোগ দিয়েছে। পোল্যান্ড আদখানা খে নিলেন। ফিনল্যান্ডে বদহজম হোলো। বালটিক দেশগুলো'ও পকেটে পুরলেন। ফ্রান্সের পতনের পর হিটলারকে কনগ্রাচুলেট করলেন। সে ঠিক না ভুল ঐ তর্কে যাচ্ছি না, কিন্তু দেশীয় কমিউনিসরা মস্কোতে বৃষ্টি পরলো তাই কলকাতায় ছাতা খুললাম নীতিতে বিশ্বাস করলেন। সমস্যাটা সেখানে।

    পরিবর্তিত পরিস্থিতিতে সুভাস বোসের বিরোধিতা করেছেন তো ঠিক আছে, কিন্তু সিপিআই তো পারিষদ মাত্র। তাই শতগুন কইলেন, তোজোর কুকুর।

    এহ বাহ্য, ইসরায়েল একতরফা রাষ্ট্র ঘোষনা করলে রাশা প্রথমেই তাকে স্বীকৃতি দেয়।সব দেশের কমিউনিসরাও। প্রতিবাদ কে করবে?

    তো এইসব তো আন্ত্রজাতিক ঘটনা। দেশের কথাই বলছি , সেটাও এই নিয়ে তিনবার। গালিগালাজটা রেখে ঢেকে করুন। সমর্থন নাই করলেন। সন্মানটা যেনো থাকে।
  • S | 194.167.2.96 | ২২ মে ২০১৮ ০৯:৪৩374623
  • ভবিষ্যতে কি হতে পারে সেই ভেবে এখন গালমন্দ করাটা বন্ধ করা হবে কেন? কোনওদিন ইস্টবেঙ্গলের হয়ে খেলতে হতে পারে ভেবে আজকের খেলায় কি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কেউ কম গোল দেয়?
  • dc | 132.164.94.87 | ২২ মে ২০১৮ ০৯:৪৫374624
  • কংগ্রেস ১৯৮৪ র জন্য দুতিনবার ভুল স্বীকার করেছে, মনমোহনও বোধায় করেছেন আর কদিন আগে সালমান খুর্শিদও বল্লেন। তাই বলে টাইটলারদের তাড়িয়ে দিয়েছে এমন না, মুখে ভুল স্বীকার করেছে।

    তবে আশা করবো কং অ্যাট লিস্ট ওদের ইকোনমিক পলিসি নিয়ে কিছু বলবে না, আমি কং কে যতোটুকু সাপোর্ট করি সেটা ওদের ইকোনমিক পলিসির জন্য। এখন যদি হঠাত মননোহন বলে বসে যে লিবারালাইজেশান পলিসি ভুল ছিল তাহলে আমি শেল শকড হয়ে যাবো, কারন ওটা আমার মতে ভারতের ইকোনমিক হিস্টরিতে বেস্ট পলিসি ছিল। নেহরুর ইকো পলিসি নিয়ে কং ভুল স্বীকার করলে অবশ্য ভালোই লাগবে।
  • S | 194.167.2.96 | ২২ মে ২০১৮ ১০:০৫374625
  • ডিসি একটু তক্ক হোক। আমি ডেভিল্স অ্যাডভোকেট প্লে করি।

    লিবারালাইজেশন আগে হলে ভালো হতো কি? কেন? যদি বলি যে ঐ পরিস্থিতিতে, ঐ অবস্থায় আনা হয়েছিলো বলেই সফল হয়েছে। একই পলিসি কিন্তু অন্য অনেক দেশে ফেইল করেছে।

    নেহরুর ইকো পলিসি নিয়েও একই বক্তব্য। ঐ সময়ে অন্য কোনও পলিসি নিলে তার থেকে বেটার রেজাল্ট হতো কি? কেন?
  • dc | 132.164.94.87 | ২২ মে ২০১৮ ১০:০৮374626
  • বেশ, নেহরুর পাবলিক সেক্টর পলিসির প্রয়োজনীয়তা আর ভালো মন্দ, তার পরের ফেসে ইন্দিরা গান্দীর ন্যাশনালাইজেশান, আর তার পরে মনমোহনের লিবারালাইজেশান - এ নিয়ে তক্কো করা যেতে পারে ঃ) কিন্তু আজ রাতে শুরু করবো, আলাদা টই খুলে।
  • dc | 132.164.94.87 | ২২ মে ২০১৮ ১০:০৯374627
  • মানে আমার টাইমের রাতে।
  • PT | 213.110.242.17 | ২২ মে ২০১৮ ১০:২৩374629
  • "`জার্মানী যখন ৪১ পর্যন্ত্য একের পর এক দেশ খেয়ে নিচ্ছেন তখন রাশাও সমানতালে যোগ দিয়েছে। পোল্যান্ড আদখানা খে নিলেন। "

    কেমন গোলগাল (শুধু মধ্যভাগ নয়) ইতিহাস চর্চা!! ২০০ বছর ধরে ব্রিটিশের লাথ খাওয়া জাতি এখনো সোবিয়েতের পেছনে কাঠি করে চলেছে।

    "Papers which were kept secret for almost 70 years show that the Soviet Union proposed sending a powerful military force in an effort to entice Britain and France into an anti-Nazi alliance.

    Such an agreement could have changed the course of 20th century history, preventing Hitler's pact with Stalin which gave him free rein to go to war with Germany's other neighbours.....

    .....The new documents, copies of which have been seen by The Sunday Telegraph, show the vast numbers of infantry, artillery and airborne forces which Stalin's generals said could be dispatched, if Polish objections to the Red Army crossing its territory could first be overcome."
    https://www.telegraph.co.uk/news/worldnews/europe/russia/3223834/Stalin-planned-to-send-a-million-troops-to-stop-Hitler-if-Britain-and-France-agreed-pact.html
  • dc | 132.164.94.87 | ২২ মে ২০১৮ ১০:৩৮374630
  • হিটলারের বিরুদ্ধে চুক্তি করতে চেয়ে তারপর আবার সেই হিটলারের সাথে চুক্তি! স্ট্যালিনও এমন পাল্টি খেত নাকি?
  • S | 194.167.2.96 | ২২ মে ২০১৮ ১০:৪১374631
  • হিটলারকে তখন সবাই অন্যের দিকে লেলিয়ে দিতে চেয়েছে। ব্যাটা যখন সবাইকেই আক্রমণ করে বসলো, তখন সকলের হাতে হাত ধরি হলো।
  • dc | 132.164.94.87 | ২২ মে ২০১৮ ১০:৪৪374632
  • আচ্ছা। যা বুঝছি, পলিটিশিয়ানরা চিরকাল একই রকম :d
  • lcm | 109.0.80.158 | ২২ মে ২০১৮ ১০:৫৯374633
  • ইতিহাস ---

    The Hitler-Stalin Pact (Ribbentrop-Molotov Pact)
    August 23, 1939

    On this day in 1939, Germany and the Soviet Union sign a non-aggression pact, stunning the world, given their diametrically opposed ideologies. But the dictators were, despite appearances, both playing to their own political needs.
    ...
    Stalin was cool to Britain after its effort to create a political alliance with Britain and France against Germany had been rebuffed a year earlier.
    ....
    Plus, Poland’s leaders were less than thrilled with the prospect of Russia becoming its guardian; to them, it was simply occupation by another monstrous regime.
    ....
    Hitler’s foreign minister, Joachim von Ribbentrop, flew to Moscow and signed the non-aggression pact with his Soviet counterpart, V.M. Molotov (which is why the pact is often referred to as the Ribbentrop-Molotov Pact).
    ....
    এবং, ইতিহাসের স্বপ্নভঙ্গ....
    ....
    Supporters of bolshevism around the world had their heretofore romantic view of “international socialism” ruined; they were outraged that Stalin would enter into any kind of league with the fascist dictator.
    ...

    https://www.history.com/this-day-in-history/the-hitler-stalin-pact
  • PM | 56.152.100.168 | ২২ মে ২০১৮ ১১:২৪374634
  • "তাই বলছি গালি গালাজটা একটু রেখে ঢেকে করুন। পরে মত বদলালেও সন্মানটা যেনো থাকে।"

    কি মুসকিল ডিডি দা-- আমি আবার কাকে কখোন গাল দিলাম?
  • PT | 213.110.242.18 | ২২ মে ২০১৮ ১১:৫৪374635
  • lcm
    আমার দেওয়া লিংটা সদ্যপ্রাপ্ত ডকুর ওপরে ভিত্তি করে লেখা। শেষটা চমৎকার!!
    A desperate attempt by the French on August 21 to revive the talks was rebuffed, as secret Soviet-Nazi talks were already well advanced.

    It was only two years later, following Hitler's Blitzkreig attack on Russia in June 1941, that the alliance with the West which Stalin had sought finally came about - by which time France, Poland and much of the rest of Europe were already under German occupation.
    স্ট্যালিনের কথা শুনলে ফ্রান্স, পোল্যান্ড ও বাদবাকি ইওরোপকে জার্মানদের পদানত হতে হত না।
    (এই নিয়ে আগেও লম্বা তক্ক হয়েছে কোন টইতে)
  • lcm | 109.0.80.158 | ২২ মে ২০১৮ ১১:৫৯374636
  • তাহলে কি রিবেনট্রাপ-মোলোটভ প্যাক্ট-টা ঢপ ? এত বড় ঢপ?
  • lcm | 109.0.80.158 | ২২ মে ২০১৮ ১২:২০374637
  • ইতিহাসঃ মধ্য ইউরোপ-কে ছিঁড়ে খেয়েছে হিটলার ও স্তালিন - কে কোনটা খাবে তার ম্যাপও বানিয়েছিল ঐ প্যাক্ট-এ।
  • PT | 213.110.242.4 | ২২ মে ২০১৮ ১৩:১৯374638
  • ইওরোপের লোকেরা ব্যাপারটাকে ঐভাবে দেখেনা। ওরা স্ট্যালিনকেও গাল দেয় কিন্তু স্ট্যালিন ও হিটলারের মধ্যে গুলিয়ে ফেলেনা। টেলিগ্রাফের প্রকাশভঙ্গীতেও সেটা প্রতিভাত। আর তারা এটাও স্বীকার করে নেয় যে সোভিএতের জন্যেই ইওরোপ হিটলারের হাত থেকে রক্ষা পেয়েছে।

    হিটলার যদি শুধু সোভিএতকে বিনষ্ট করে দিত তাহলে বাকি ইওরোপের শাসকেরা বিন্দুমাত্র দুঃখ পেতনা। কেউ আটকাতেও যেত না। কেননা ১৯১৭ থেকেই তারা কেউই চায়নি যে সোভিএত বেঁচে থাকুক।

    কিন্তু এদেশের পন্ডিতেরা "রিবেনট্রাপ-মোলোটভ প্যাক্ট" নিয়ে যত কুম্ভিরাশ্রু মোচন করে তার বিন্দুমাত্রও সময় ব্যয় করেনা মিউনিক প্যাক্ট নিয়ে। আসলে আমরা ব্রিটিশের হাতে তৈরি কেরাণীর জাতি। সাহেবেদের গাল দিতে হবে এমন কাজটি কখনো করিনা। রাণীমাকে হিটলারের সমতূল্য করে দেখাতে আমাদের বুক ফেটে যায় কিন্তু স্ট্যালিন = হিটলারের এটা দেখাতে পারলে কলকাতায় বসেও রাজনৈতিক ফয়দা লোটা যায়।
    (তবু তো নেতাজী হিটলারের কাছে গিয়েছিলেন স্ট্যালিনের কাছে পাত্তা না পেয়ে-সেই পুষে রাখা শোধটাও তোলা যায়!! )

    The agreement was signed in the early hours of 30 September 1938 (but dated 29 September) after being negotiated at a conference held in Munich, Germany, among the major powers of Europe, excluding the Soviet Union. Today, it is widely regarded as a failed act of appeasement toward Germany. .......The agreement was signed by Germany, France, the United Kingdom and Italy.

    Because the state of Czechoslovakia was not invited to the conference, it realised that it had been betrayed by the United Kingdom and France.....

    আর এসব তো উইকিতেই পাওয়া যায়। কিন্তু অর্ধ ইতিহাসের চর্চা যারা ভালবাসে তারা এসব তো দেখতে চাইবেই না!!
    Hitler's fierce anti-Soviet rhetoric was one of the reasons why Britain and France decided that Soviet participation in the 1938 Munich Conference regarding Czechoslovakia would be both dangerous and useless. The Munich Agreement that followed marked a partial German annexation of Czechoslovakia in late 1938 followed by its complete dissolution in March 1939, which was part of the appeasement of Germany conducted by Chamberlain's and Daladier's cabinets. This policy immediately raised the question of whether the Soviet Union could avoid being next on Hitler's list. The Soviet leadership believed that the West wanted to encourage German aggression in the East and that France and Britain might stay neutral in a war initiated by Germany, hoping that the warring states would wear each other out and put an end to both the Soviet Union and Nazi Germany.

    এই চুক্তিটি সাক্ষরিত হয় ১৯৩৮-এ সোভিএতকে বাদ দিয়ে। "রিবেনট্রাপ-মোলোটভ প্যাক্ট" সাক্ষরিত হয় ১৯৩৯-এ। ততদিনে স্ট্যালিন ইওরোপের বাকি শাসকদের দ্বিচারিতা ও ধান্দাবাজিটা বোধহয় ধরে ফেলেছিলেন।
  • lcm | 109.0.80.158 | ২২ মে ২০১৮ ১৩:৩২374640
  • আর বাকি শাসকেরাও স্তালিন-এর ইউরোপ দখলের সাম্রাজ্যাবাদী ধান্ধাবাজিটাও ধরে ফেলেছিলেন। অবশ্য আল্টিমেটলি স্তালিন পূর্ব ইউরোপ-টা খেয়ে নিয়েছিলেন। পশ্চিমে আসতে চেয়েছিলেন, কিন্তু পারলেন না, কোথা থেকে ইউএস যুদ্ধে এসে ঢুকে পড়ল বলে, নইলে স্তালিনের থেকে বড় সাম্রাজ্যাবাদি গত শতাব্দীতে আর একজনই ছিলেন ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন