এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ১৪৬১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 194.167.2.96 | ২৩ মে ২০১৮ ১২:৩৬374708
  • কিসব বোকা বোকা কথাবার্তা।
  • lcm | 109.0.80.158 | ২৩ মে ২০১৮ ১২:৪২374709
  • টি,
    আহা, যদি আমি দুটোর কথাই বলছি - মার্কিন সাম্রাজ্যবাদ এবং সোভিয়েত সাম্রাজ্যাবাদ। কিন্তু তাতেও হবে না। তাই তো? পক্ষ নিতে হবে।

    অবশ্য - সর্বত্রই তাই --- মানে ধরো কারো বাড়িতে গপ্পো হচ্ছে, সবাই ট্রাম্প অ্যাডমিন-এর সমালোচনায় মুখর, আমিও যোগ দিলাম, সঙ্গে এও বললাম, যে কিছু করার আগেই ওবামা নোবেল প্রাইজ পেয়ে গেছিল, বা, ক্লিন্টন অ্যাডমিন ও ক্লিন নয়। সঙ্গে সঙ্গে চারিদিকে কোঁচকানো ভ্রু। দু একজন তো ঘুরিয়ে বলেই বসল - ব্যাটা ক্লোজেট রিপাবলিকান।
  • S | 194.167.2.96 | ২৩ মে ২০১৮ ১২:৫৩374710
  • আম্রিগায় আরেকদল ভারতীয় রয়েছে (এরাই বোধয় মেজরিটি)ঃ মোদিভক্ত কিন্তু ট্রাম্পের নিন্দা করে। লসাগুদা আরো ভালো বলতে পারবেন।
  • cm | 37.62.107.48 | ২৩ মে ২০১৮ ১২:৫৯374711
  • দুটো দেশই সাম্রাজ্যবাদী গোছের যুক্তি শুনলে সেই রবীন্দ্রনাথ, ছাগল ও দাড়ির সেই যুক্তিক্রম মনে আসেনা? লসাগু কি বলেন?

    দাড়ির নিরিখেও রবীন্দ্রনাথ ও ছাগলের ফারাক করা যায় অবশ্য।
  • PT | 213.110.242.6 | ২৩ মে ২০১৮ ১৩:০৭374712
  • পক্ষ তো নিতেই হবে। নাৎসী আর বলশেভিকের মাঝে ঐ সময়কালে কোন নিরপেক্ষ অবস্থান হয় নাকি?
  • lcm | 109.0.80.158 | ২৩ মে ২০১৮ ১৩:০৮374713
  • বড়েস,
    হ্যাঁ, অফ কোর্স, আমাদের পাড়ায় আছেন।

    সিএম,
    বুঝেছি, "সোভিয়েত সাম্রাজ্যবাদ" হল গুলগপ্পো। ছাগল বনাম দাড়ির লড়াইকেই লোকে কোল্ড-ওয়ার বলত।
  • lcm | 109.0.80.158 | ২৩ মে ২০১৮ ১৩:০৯374714
  • ইতিহাসের ও পক্ষ নিতে হবে।
    ট্রুথ ডাজ নট হ্যাভ এনি সাইড, মাই ফ্রেন্ড। ট্রুথ ইজ ট্রুথ, হাউএভার বিটার ইট মে সিম ।
  • T | 165.69.191.253 | ২৩ মে ২০১৮ ১৩:১২374715
  • আহা, পক্ষ নেবেন কি নেবেন না সে তো স্ব স্ব ইচ্ছে। পক্ষ নিলেও আমি অন্ততঃ দোষ দেকি না। ব্যাপার হচ্ছে যে, বুঝতেই তো পারছেন যে লেফটরা কোণঠাসা হয়ে এখন খচে বসে আছে। কিছু বললেই ম্যালা ক্যাওম্যাও আর সিয়াইএ ইত্যাদি। তো উদারপন্থী পুঁজিবাদ শিবির কি আর তাদের অ্যাদ্দিনের শত্রুর এইটুকু দোষ ক্ষমা ঘেন্না করে দেবে না :) মার্কিন সাম্রাজ্যবাদ অতিক্রম করা বীরগণ ক্যানো এইটুকুতে বিষাদহরিণ। আরে মজা নিন ও মজা লুটুন।
  • lcm | 109.0.80.158 | ২৩ মে ২০১৮ ১৩:১৪374716
  • খেয়েছে! পিটি-কে বন্ধু সম্বোধন করে ফেলেছি। কিছু মনে করবেন না। টাইম পাস করি, আপনেরা সঙ্গ দেন - সময়টা বয়ে যায়, ইতিহাস থেকে যায়।
  • lcm | 109.0.80.158 | ২৩ মে ২০১৮ ১৩:২২374719
  • এইত্তো! টি কয়েছেন।

    কিন্তু এই যে লেফ্টরা কোনঠাসা - এইটা কেন? ভোটে জিততে পারে না বলে?

    কিন্তু লেফ্টিস্ট আইডিওলজি নাকি বাড়ছে, মানে সেই আগের শতাব্দীর হার্ডকোর লেফ্‌ট নয়, নতুন লেফ্ট্‌ - হুগো শ্যাভেজের লেফ্ট, যারা চার্চে যায়, পোপ-এর সঙ্গে সেলফি তোলে, মার্ক্স-এর লালবই বাইবেলের মতন আঁকড়ে থাকে না, টুইটার করে, ফেসবুক করে, কোকাকোলা খায় ---- কিন্তু প্রশ্ন করে, প্রতিবাদ করে, গভর্নমেন্ট পাবলিকের ট্যাক্সোর পয়সা নিয়ে কি করে কেন করে জবাবদিহি চায় - ব্রেজিল, কলাম্বিয়া, উরুগুয়ে, আর্জেন্টিনা, পেরু ...
  • cm | 37.62.107.48 | ২৩ মে ২০১৮ ১৩:২২374718
  • সোভিয়েত সাম্রাজ্যবাদ গুলগপ্পো কিনা জানিনা তবে সেই তাদের কথা মনে নেই যারা তিন আর তেত্রিশের ফারাক করতনা, সেই রকম আর কি। আর গুলিয়ে দেওয়ার একরকম মজা আছে তা অস্বীকার করা যায় না।

    নিরপেক্ষতা প্রসঙ্গে, কোন ইস্যুতে নানা অবস্থানের মধ্যে কোনটা নিরপেক্ষ অবস্থান সেটা বোঝা যায় কি করে? আদৌ কোন নিরপেক্ষ অবস্থান থাকবে সেটা কি গ্যারান্টীড? একনম্বর প্রশ্নটাকে যদি ইনভ্যারিয়েন্ট মেজার সম্পর্কে ধরি, তাহলে তেমন জিনিস সবসময় নাও থাকতে পারে।
  • lcm | 109.0.80.158 | ২৩ মে ২০১৮ ১৩:২৩374720
  • সিএম,
    ভাই, নিরপেক্ষতার কথা আসছে কোথা থেকে। ইতিহাস তো, প্লেন হিস্ট্রি। যা হয়েছে, যা ঘটেছে - মানে অতীত। ভূত।
  • সত্য | 195.217.93.22 | ২৩ মে ২০১৮ ১৩:২৯374721
  • স্টালিন বেঁচে থাকলে এই শিপিয়েমকে ত্যাজ্য করত
  • সত্যি? | 135.20.82.164 | ২৩ মে ২০১৮ ১৩:৩৭374722
  • মার্ক্সের গান?
  • dc | 181.49.197.195 | ২৩ মে ২০১৮ ১৩:৪৫374723
  • তাও তো এখনো ডিক্টেটর হিসেবে শুধু স্ট্যালিন আর হিটলার আলোচনায় এসেছে, মাও সে তুং আসেইনি।
  • PT | 213.110.242.19 | ২৩ মে ২০১৮ ১৩:৫১374725
  • নিরপেক্ষতা কাকে বলে!! ২০০ বছর ধরে লাথি খাওয়ার পরেও রাণীমা তালিকা থেকে বাদ!!
  • S | 194.167.2.96 | ২৩ মে ২০১৮ ১৩:৫১374724
  • চীন সম্বন্ধে কিছু বলা যাবেনা। তাহলে আবার বিশাল পোবোন্ধো লেখা শুরু হয়ে যাবে।
  • T | 165.69.191.253 | ২৩ মে ২০১৮ ১৩:৫৩374726
  • আহাহা কোণঠাসা ঐ দেশের ভোটের নিরিখেই। অন্য কিছু না। কিন্তু দ্যাখেন, কলম্বিয়া পেরু ভেনিজুয়েলা গ্যালাপগোস ইত্যাদি নিয়ে আলোচনা চালালে সেইটে আলাদা টই খুলে লেখাই যায়। মানে, বামপন্থা একটি নির্মোহ ব টাইপ। পঞ্চায়েতের ছিছিক্কারের মধ্যে ফট করে সাংস্কৃতিক বিপ্লব এনে ফেললে ভবিষ্যতে এই টই যখন ডিডিদা পড়বেন তো ফোকাস থাকতে পারবেন। ক্যানো শুদুমুদু প্রাজ্ঞ মানুষটিরে কষ্ট দেওয়া। :)
  • PT | 213.110.242.19 | ২৩ মে ২০১৮ ১৪:০৩374727
  • ইতিহাস তো হ্স্ট্রি বটেই।
    কিন্তু তাকে ভিত্তি করে যদি শুধু পোল্যান্ড কে খ্যে ফেলার গপ্পটাই শুধু বারংবার উল্লেখ করা হয় আর চেকোস্লোভাকিয়ার ভাগাভাগিটা সব সময়েই অনুল্লেখিত থাকে তখন সেটা ধান্দাবাজ নয়্ত ছ্দ্ম নিরপেক্ষর স্টাইল বলে মনে হয়।
  • dc | 181.49.197.195 | ২৩ মে ২০১৮ ১৪:২৭374729
  • আজ ব্যাঙ্গালোরে দিদি, সীতারাম ইয়েচুরি, চন্দ্রবাবু নাইডু, অখিলেশ যাদব, মায়াবতী, রাজীব গান্ধীরা সবাই মিলে গভীর পরামর্শ করবে। আর তারপর তিনো-বাম-কং-এসপি-বিএসপি-ডিএমকে সবাই মিলে বিজেপির বিরুদ্ধে লড়াই করার যাক দেবে। সেই ১৯৮৯ এর ঐতিহাসিক দিনগুলো কি আবার ফিরে আসবে?
  • PT | 213.110.242.24 | ২৩ মে ২০১৮ ১৪:৪০374731
  • কে যেন ভয় নিয়ে খিল্লী করলেন?

    রেণুবালা রিপোর্টিংঃ
    -এতদিন কাজে আসনি কেন?
    -মোর বোনের ছ্যালাটারে মেরি দিছে।
    -কেন?
    -জল আনতে গিছিল কলে। তিনোমুলেরা বলে কাকে ভোট দিছু? সে বলে মোর যাকে খুশী দিছি। তো তাতে তিনোমুলীরা বলে যে যারা তিনোরে ভোট দেয়নিকো তারা জল পাবেনি। তো সে কলসী তুলে পিছু হাঁটে। তখন আদিবাসীদের পিছনে লাগায় দেয়। তো তারা টাঙ্গি দিয়ে ঘাড়ে কোপ মেরে মারি ফেলে। মোর মা আটকাতি গেলে ডাং দিয়ে মেরে তার ডান হাঁটুটা ভাঙ্গি দেছে। মা এখন মিদিনিপুরে হাসপাতালে।
    -তো তোমরা কিছু বললেনা?
    -মোর ভাই কোথাথিকে এক খ্ড়্গ শান দিয়ে এনিছে। সেটা কাঁধে করে ঘুরি বেড়াচ্ছে। বলিছে মেরে ফাঁসিতে যাব। তো যারা মেরিছে তারা পলায়ে গেছে। পুলিশের গাড়ি দেখি মোর ভাই সেই খ্ড়্গ নিয়ে তেড়ে গেছে। তো পুলিশও গাড়ী নিয়ে পলায়ে গেছে।

    মহাশ্বেতা দেবীর গল্প মনে হচ্ছে না?
  • sm | 52.110.148.233 | ২৩ মে ২০১৮ ১৭:২৪374732
  • না, আমার; বামেদের আমলের কথা মনে পড়ে যাচ্ছে।
  • Du | 57.184.19.64 | ২৩ মে ২০১৮ ১৭:৩৬374733
  • এল সি এম - হল কি তোমার? আমেরিকা ও প্রকৃত ইউরোপের রাশিয়া বিদ্বেষের কথা বলছি। প্রথম সেন্টেন্স দেখো এই শতাব্দীর কথা বলছি।
  • dc | 181.49.197.195 | ২৩ মে ২০১৮ ১৮:৩৮374734
  • ব্যাঙ্গালোরে বাম-কং-তিনো-এসপি-বিএসপি সব দলের নেতারা একসাথে বিজেপির বিরুদ্ধে লড়ার কথা বলছে। ভালো।
  • PT | 213.110.242.16 | ২৩ মে ২০১৮ ১৯:৪২374735
  • sm-এর মন্তব্য পড়ে পুনরায় আশ্বস্ত হলাম যে পরিবর্তন বলে কিস্যু ঘটেনি।
  • aranya | 83.160.123.238 | ২৪ মে ২০১৮ ০৮:৫৮374736
  • উইকি থেকে -

    Historians working after the Soviet Union's dissolution have estimated victim totals ranging from approximately 3 million[2][3][4] to nearly 9 million,[5] not including those who died in famines, and the total number of Stalin's victims is between 9[6] and 50[7] million.

    Before the 1991 dissolution of the Soviet Union, researchers who attempted to count the number of people killed during the period of Stalin produced estimates ranging from 2 to 60 million.[8] After the Soviet Union dissolved, evidence from the Soviet archives also became available, containing official records of 799,455 executions (1921–1953),[9] around 1.7 million deaths in the Gulag and some 390,000 deaths during kulak forced resettlement – with a total of about 2.9 million officially recorded victims in these categories.[10]

    এর কিছুটা সত্য হলেও স্তালিন-কে দানব বলতে হয়। তার অনেক গুণ নিশ্চয় ছিল, হয়ত সাম্যের আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়েই এত লোক-কে মেরেছেন বা নির্বাসনে পাঠিয়েছেন, কিন্তু দিনের শেষে নরঘাতক দানব ছাড়া আর কোন আখ্যা দেওয়া যাচ্ছে না , end shouldn't justify means

    সেই স্তালিন কেন এখনও কিছু জনের কাছে পূজা পান, এ এক রহস্য
  • aranya | 83.160.123.238 | ২৪ মে ২০১৮ ০৯:০১374737
  • লসাগু একই সাথে মার্কিন স্পাই, ইসলামিক উগ্রপন্থী, চীনের এজেন্ট -একই অঙ্গে এত রূপ, এওএক রহস্য :-)

    যাই হোক, ডলারে লসাগু কত আর্ন করে, তা জাতি (ইয়ানি কি পিটি) জানতে চায়, জানানো হৌক :-)
  • PT | 213.110.242.6 | ২৪ মে ২০১৮ ০৯:১৬374738
  • কে কোন মুদ্রায় কত কামায় তা জানার বিন্দুমাত্র বাসনা পিটির নেই। এমনকি কে কোথায় থাকে সেটা পিটি খুঁজে বের করার চেষ্টাও করেনা আর তক্কতক্কিটা মায়াপাতায় নিক্ষিপ্ত পোস্টিং-এর প্রেক্ষিতেই হয়।

    তবে প্রত্যক্ষ ভয়ের সঙ্গে দূরত্ব বাড়লে ভয় পাওয়ার ক্ষমতা কমে যেতে পারে। একজন প্রবাসী বাঙালীর পক্ষে রেণুবালার প্রতিদিনের ভয়ের হিসেব পাওয়াটা খুবই কঠিন। কজেই ভয় নিয়ে খিল্লী করাটাও অস্ম্ভব নয়।

    সেরকমটাই ব্যাপার ৮০০ দিনের অবরোধ প্রসঙ্গে। কোন নমনীয় ব্যক্তি সেই সময়ে সোভিয়েতে ক্ষমতায় থাকলে ঐ অবরোধ গড়ে তোলা আদৌ সম্ভব হত কিনা কে জানে।

    পরে স্তালিন দানব হয়েছিলেন কি হননি সেটা আমার বক্তব্য বিষয় ছিল না। হয়ে থাকলেও আমরা কেন সাম্রাজ্যবাদী রাণীকে দানবী বলি না বা সারা পৃথিবী জুড়ে হত্যাকান্ড চালানো মার্কিন প্রেসিডেন্টদের দানবের দঙ্গল আখ্যা দিইনা সে এক রহস্য আমার কাছে।

    এমনকি যে চার্চিলের সরসরি হস্তক্ষেপে বিপুল পরিমাণ মনুষ না খ্যে মরে গেল, সেই চর্চিলকেও আম্রা দানব বলিনি। বরং তার দেওয়া "আয়রন কার্টেন" শব্দটি বাংলা কথ্য ভাষায় গেঁথে রেখেছি ও ব্যবহার করে চলেছি।
  • aranya | 83.160.123.238 | ২৪ মে ২০১৮ ০৯:২২374740
  • হোয়াটয়াবাউটরি!
    গণহত্যা-র নিরিখে চার্চিল এবং কিছু মার্কিন প্রেসিডেন্ট অবশ্যই দানব, কিন্তু তাতে স্তালিনের দানবত্ব কিছু কমে না, তার অপরাধ লঘু হয় না।

    আর মায়াপাতার তক্কাতক্কিতে কে কোন কারেন্সিতে টাকা কামায় তা টেনে এনে কি চতুর্বর্গ লাভ হয়, এও এক রহস্য
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন