এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ১৪৬১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 56.152.100.168 | ২৪ মে ২০১৮ ১১:৫৮374774
  • এই টই থেকে এটাই বোঝা যাচ্ছে যে পন্চয়েতের সন্ত্রাস, মানুষের মৃত্যু , ব্যপক হারে গনছাপ্পা এসব সুধীজনের মনে হুব র্কটা রেখাপাত করে নি--- ৮০ বছর আগে স্তালিন কি করেছিলো সুদুর রাশিয়ায় সেটাও আজকের বাংলার মানুষের দুর্দশার চেয়ে বেশী গুরুত্ব পুর্ন--- ভালো

    প্রবাসীরা (আমি সহ) বাংলা থেকে সত্যি অনেক দুরে চলে গেছি
  • বুড়ো চণ্ডাল | 127.194.236.93 | ২৪ মে ২০১৮ ১২:১০374775
  • (বহু প্রতীক্ষিত) বিলম্বিত স্বীকারোক্তি
  • dc | 132.164.23.178 | ২৪ মে ২০১৮ ১২:১৪374776
  • আমি সত্যিই পবর বিষয়ে খুব একটা ইন্টারেস্টেড নই। রাজস্থানে আরেসেস গ্রাসরুট লেভেলে ছড়িয়ে পড়ছে সেটাও ক্ষতিকারক মনে হয়, আর পবতে দিদি গণতন্ত্র একেবারে গন করে দিচ্ছে সেটাও ক্ষতিকারক মনে হয়। এর বেশী ইন্টারেস্ট পাইনা।
  • একক | 53.224.129.45 | ২৪ মে ২০১৮ ১২:৩৪374777
  • "অনিরপেক্ষ" দের বলার যে :)

    কেও নিরপেক্ষ হবে বলে হিটলার আর স্ট্যালিন কে একাসনে বসায় না , বা আমেরিকার শান্তিসেনার সঙ্গে কালচারাল রেভলিউসনের গণহত্যার তুলনা টানে না । এগুলো বলার একটাই অর্থ যে , ভুল রাজনীতির বিরুদ্ধে লড়তে গেলে হলিয়ার দ্যান দাও টা বাড়িতে রেখে এলে ভালো হয় । চারপাশে যা চলছে তা নিন্দনীয় এটুকু বললে কেও বিরোধিতা করেছে বলে তো দেকছিনা । চারপাশে যা ঘটছে তার সুযোগ নিয়ে কিছু লোক "আগের জমানা ধোয়া তুলসীপাতা " ছিল স্কোর করার চেষ্টা করছে , তাই তুলনা আসছে ।

    তুলনা এলেই এত কান্নাকাটি কিসের ? তুলনার শুরু তো ওই "আমরা ভালো ছিলুম'" থেকে । ওইটা বাদদিয়ে বলুন । কেও পুরনো কঙ্কাল ঘাঁটবে না । আপনাদের ও তুলনা সহ্য করতে হবে না । যারা পুরনো শুওরের বাচ্চা দের শুওরের বাচ্চা বলছে তারা কেও অনিরপেক্খ সাজছে না । তারা বলতে চায় যে নিজেরা শুওরের পাল হয়ে নতুন শুওর দের সঙ্গে তুলনামূলক মহৎ সাজার খেলা টা থামান । ওই স্কোরিং প্রচেষ্টা না থাকলেই সকলে একত্রে বর্তমান শুওরদের খিস্তি দেবে ।
  • PM | 56.152.100.168 | ২৪ মে ২০১৮ ১৩:০২374778
  • দেখুন একক , যেহেতু ৪ টে ছাগল /শুয়োরের মধ্যে একটা কে বাছতে হবে , তাই তুলনা হওয়া স্বাভাবিক। না হলেই বরং সমস্যা । কিন্তু পঃবঃ এর পন্চয়েতের আলোচনায় ৮০ বছর আগে স্তালিন কি করেছিলো তা নিয়ে পাতার পর পাতা আলোচনা পঃ বঃ এর মানুষের সমস্যার প্রতি ইন্সেন্সিবিলিটি বলেই মনে হয়। আবশ্যই ব্যক্তিগত মত

    স্তালিন নিয়ে আলোচনা করাই যায় আলাদা টই এ।

    ডিসি যেমন বল্লেন পঃ বঃ নিয়ে আলোচনায় উত্সাহ পাননা। এটাই স্বাভাবিক বহুকালের প্রবাসীদের কাছে। সেক্ষেত্রে এই টই গুলো এড়িয়ে চলাই উচিত। ইনভল্ভ না হয়ে আলোচনা করলে বেশীরভাগ ক্ষেত্রেই তা ট্রোলিং হয়ে ওঠে। রাজস্থান নিয়ে আলোচনায় বেশী উত্সহ থাকলে সেটা নিয়েই আলোচনা করা উচিত । পাঠকরাও অনেক নতুন কিছু জানতে পারবে।

    পুরোটাই ব্যক্তিগত মত যদিও। পছন্দ না হলে কাটিয়ে দিন ঃ)
  • বুড়ো চণ্ডাল | 127.194.236.93 | ২৪ মে ২০১৮ ১৩:০৩374779
  • স্বঘোষিত না-নিরপেক্ষ, না-আকৃষ্ট, 'আমি খুব সদা-উদাসীন' মার্কা দাবী করা মহান সম্মাননীয় ব্যক্তিরা আলোচনাতে অতিরব অংশগ্রহণে কি প্রমাণ করতে ইচ্ছুক, তা জানলে ধন্দের নিরসন হ'ত।
  • dc | 132.164.23.178 | ২৪ মে ২০১৮ ১৩:১১374780
  • পিএমদা, এই টইতে বিশ্বযুদ্ধ প্রসঙ্গ এসেছে মোটামুটি ডিডিদার 22 May 2018 09:39 AM পোস্টের পর থেকে। আর ডিডিদার পোস্টও হয়েছে কিছুটা আপনার পোস্টের প্রেক্ষিতে (আরও পেছনে যায় কিনা), কিছুটা "কাউরেই বেশী গাল মন্দ দিয়েন না। কে কখন শত্রু /মিত্র হয়ে যায় ঠিক আছে", এই মতের প্রেক্ষিতে। তার আগে বোধায় এসব নিয়ে তেমন আলোচনা হয়নি। আর তারপরে এই নিয়েই আলোচনা শুরু হয়ে যায় পিটিদার 22 May 2018 -- 10:23 AM পোস্টের পর থেকে। হোয়াটঅ্যাবাউটরি, পার্সোনাল অ্যাটাক, খিল্লি ইত্যাদিও এর পর শুরু হয়।

    আমিও এর আগে বোধায় একটা দুটো পোস্ট করেছিলাম, তেমন কিছু লিখিনি।
  • lcm | 109.0.80.158 | ২৪ মে ২০১৮ ১৩:১৩374782
  • ওয়ার্ড কাউন্ট করলেই বেরোবে এই টই-তে স্তালিন নিয়ে সব থেকে বেশি শব্দ খরচ করেছেন কোনজন ।
  • dc | 132.164.23.178 | ২৪ মে ২০১৮ ১৩:১৩374781
  • মানে বিশেষ করে এই দৃষ্টিকটু হোয়াটঅ্যাবাউটরি আর পার্সোনাল অ্যাটাক শুরু না হলে আমিও এই টইতে তেমন কিছুই লিখতাম না, এটাই বলার।
  • একক | 53.224.129.45 | ২৪ মে ২০১৮ ১৩:১৪374785
  • না , যেখানে খুনের রাজনীতি ইটসেলফ একটা ভুল রাজনীতি সেখানে কার হাতে ক লিটার বেশি রক্ত লেগে আছে এই তুলনা কোনো কাজের কথা নয় । এতে একচুয়ালি যেটা হয় সেটাই হচ্চে : তৃতীয় সম্ভাবনার জায়গা তৈরী না হওয়া । আপনি রাতদিন নিক্তি মেপে তর্ক করে যাবেন যে টাইম টি তে দাঁড়িয়ে মডেল বি মডেল এর তুলনায় একটু হলেও সঠিক , যেখানে জানেন দুটো মডেল ই জঘন্য, এইটার একটাই ব্যখ্যা হতে পারে যে আপনার লুকোনো বায়াস আছে কোনো একটা মডেলের প্রতি । যুক্তি বা পরিমাপ নয় । পাতি বায়াস ।

    পশ্চিমবঙ্গে নতুন দল দরকার , নতুন রাজনীতি । সেটা কিষান সভার হাত ধরেও হতে পারে । আপ কে সামনে রেখেও হতে পারে । আনকোরা নতুন ও হতে পারে । রাত্রদিন এই খর বিচালি খর বিচালি চিবিয়ে যে হবেনা তা বিলক্ষণ বলা যায় । কাছাকাছি তুলনীয় জিনিসের মধ্যে তুলনা করে করেই যদি বেটার জিনিসে পৌঁছনো একমাত্র পথ হতো তাহলে মানুষ এখনো টলেমিক মডেলে আটকে থাকতো। কোপের্নিকান আসতো না । ইটস হাই টাইম আমরা এই কলুর বলদগিরি থেকে বেরোই।
  • dc | 132.164.23.178 | ২৪ মে ২০১৮ ১৩:১৪374784
  • " চারপাশে যা ঘটছে তার সুযোগ নিয়ে কিছু লোক "আগের জমানা ধোয়া তুলসীপাতা " ছিল স্কোর করার চেষ্টা করছে , তাই তুলনা আসছে ।"

    পেরেকের এক্কেবারে মাথার ওপর হাতুড়ির ঘা ঃ)
  • dc | 132.164.23.178 | ২৪ মে ২০১৮ ১৩:১৬374787
  • "পশ্চিমবঙ্গে নতুন দল দরকার , নতুন রাজনীতি"

    একদম। ১০০%।
  • dc | 132.164.23.178 | ২৪ মে ২০১৮ ১৩:১৬374786
  • বলতে না বলতেই পেরেকের মাথায় আরেক ঘা ঃ)
  • lcm | 109.0.80.158 | ২৪ মে ২০১৮ ১৩:২৫374788
  • তবে কি হ্যাঁ, পিটি-এ লেখার মধ্যে সাংঘাতিক একটা আক্রমণাত্মক ক্রোধ, ক্ষোভ, ফ্রাস্টেশন বেরিয়ে আসে --- 'অতিবদ', 'লাথখোর', 'সাদা চামড়ার চামচাবাজি' -- এসব শব্দচয়ন দেখ্লে বোঝা যায় লোকটা ভীষন ক্ষেপে আছেন।
    কেউ যদি মিনমিন করে আধ লাইন লেখেন যে সোভিয়েত রাশিয়া পোল্যান্ড দখল করেছিল, তখন পিটি আর থাকতে পারেন না, হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়েন - বৃটিশের লাথখোর, ডলার কামানো পাবলিক - হ্যানা ত্যানা নিয়ে প্যারার পর প্যারা লিখতে থাকেন।

    তবে একথাও ঠিক, লেখেন বলেই তো আমরা টাইম পাস করতে পারি।
  • PM | 56.152.100.168 | ২৪ মে ২০১৮ ১৩:২৬374790
  • সেক্ষেত্রে বিজেপি পঃবঃ এ নতুন ঃ)

    তার বাইরে কিছু চইলে সেটা অন্তত ২০ বছরের পরিকল্পনা।

    তবুও এই আলোচনা স্বাগত। আপনি করুন । আন্তত স্টালিনের থেকে বেশী কন্স্ট্রাকটিভ ঃ)
  • T | 129.74.180.59 | ২৪ মে ২০১৮ ১৩:২৬374789
  • কিন্তু তাহলেও ডিসির ইন্টারেস্ট ফিরে আসবে কীনা বলা যাচ্চে না। :))
  • cm | 37.62.109.149 | ২৪ মে ২০১৮ ১৩:২৮374791
  • গেল পরিবত্তোনে নতুন রাজনীতি ছেল না বুঝি?
  • T | 129.74.180.59 | ২৪ মে ২০১৮ ১৩:৩০374792
  • হ্যাঁ মাইরি, বিজেপি নতুন দল তায় আবার নতুন ধরণের রামনবমী রাজনীতি। কিন্তু কোপার্নিকাস খুঁজতে গিয়ে শেষে পোপের হাতে পড়তে না হয়। :))
  • lcm | 109.0.80.158 | ২৪ মে ২০১৮ ১৩:৩৪374796
  • ঐ কথাই হচ্ছিল, টি-এর সঙ্গে, নতুন লেফ্ট - লেফটিস্ট আইডিওলজি - স্তালিন কটা ডামি নিয়ে ঘুরত, বা, শাঁওলি মিত্র-কে ওবামা কয় ডলার পাঠিয়েছে - - এ নিয়ে যাদের বিশেষ মাথাব্যথা নেই ---
    জিগনেশ মেভানি, কানহাইয়া কুমার, যোগেন্দ্র যাদব, অরবিন্দ কেজ্রিওয়াল, সীতারাম ইয়েচুরি...
    এরাই নতুন লেফ্‌ট
  • Ekak | 53.224.129.45 | ২৪ মে ২০১৮ ১৩:৩৪374795
  • "কিন্তু কোপার্নিকাস খুঁজতে গিয়ে শেষে পোপের হাতে পড়তে না হয়। :))"

    হা হা হা হা , নাইসলি সেইড । না বিজেপি র রাম গরু রামগড়ুর এই সব বাদ্দিয়েও দলটিকে এমনিতেই অযোগ্য দল মনে করি । তবে চারনিং করে যেতে হবে । শিম্পাঞ্জি থেকে মানুষ আস্তে এদ্দুর । সেখানে কংগ্রেসের ডাকাতি -সিপুএমের বৌদ্ধিক সন্ত্রাস -তৃণমূলের নির্বোধ সন্ত্রাস এগুলো পর পর স্টেপ মাত্র ।
  • T | 129.74.180.59 | ২৪ মে ২০১৮ ১৩:৩৪374793
  • একক নতুন দলের ডাক দিচ্ছে, পিটিদা ছাগল বদলানোর ডাক দিচ্ছেন। জাতি উদ্গ্রীব :))
  • dc | 132.164.23.178 | ২৪ মে ২০১৮ ১৩:৩৬374797
  • আরে ধুর বিজেপি বাম তিনো বাদ দিয়ে কোন রাজনীতি :d
  • dc | 132.164.23.178 | ২৪ মে ২০১৮ ১৩:৪২374798
  • এদের প্রত্যেককেই আমার ভাল্লাগে, তবে কেজরিওয়াল প্রথমে যতোটা ইন্টারেস্ট জাগিয়েছিল এখন আর অতোটা জাগায় না। এখন আবার কেজরি দিদির বিশেষ বন্ধু হয়েছে, অ্যান্টি কোর অপশান ক্রুসেডারের কি হাল!
  • lcm | 109.0.80.158 | ২৪ মে ২০১৮ ১৩:৪৭374799
  • পশ্চিমবঙ্গেও হবে --- সিপিএম-তিনো থেকে বেরোতে সময় লাগবে - - বিজেপির চাপে উঠে আসবে নতুন লেফ্‌ট আইডিওলজি..

    অন্য থ্রেডে শাক্য একটা কথা লিখেছে যেটা প্রণিধানযোগ্য --
    "...সমাজবিবর্তনের কোনও গ্র্যান্ড থিওরি মার্ক্সবাদ দেয় না। প্রতিটা সমাজ তার নিজস্ব নিয়মে বিকশিত হয়। তাই পুঁজিবাদেরও কোনও গ্র্যান্ড ন্যারেটিভ নেই..."

    ভারতের লেফ্‌ট্‌ ভারতের সমাজের নিজস্ব নিয়মে হবে। তার লেবেল অন্য হতেই পারে।
  • T | 129.74.180.59 | ২৪ মে ২০১৮ ১৪:০৩374800
  • লসাগুদা, কোন জিনিসটারই বা গ্র্যান্ড ন্যারেটিভ 'হয়'। সবকিছুরই ব্যাকড্রপে 'কালের নিয়মে যহা হইবার তাহা হইবে' এই বাজনা বাজছে। তার মধ্যেও কোনো ন্যারেটিভকে গ্র্যান্ড ভাবে এস্টাবলিশ করার জন্যই তো এতকিছু।
  • lcm | 109.0.80.158 | ২৪ মে ২০১৮ ১৪:১০374801
  • এই 'গ্র্যান্ড' ব্যাপারটা থেকে বেরোনো দরকার। অবশ্য হয়েছে খানিকটা, বাঙালির ঐ গ্র্যান্ড হোটেল নিয়ে আদিখ্যেতা গেছে।
  • PT | 213.110.242.19 | ২৪ মে ২০১৮ ১৪:২০374802
  • তবু, তবু, তবুও পোল্যান্ড খেয়ে ফেলা আর চেকোশ্লোভাকিয়া খেয়ে ফেলাকে আলাদা করা হয়। অন্ততঃ বাল্যকাল থেকে আবাপ ও বুড়ো বয়সে গুরুতেও একই অবস্থা। কতবার স্ট্যালিনকে গাল দেওয়া হয়েছে আর কতবার ট্রুম্যানকে সেটা গুনলেই বোঝা যাবে। আসলে পব-র রাজনীতিতে ট্রুম্যান ম্যাটার করে না-ঐ মাঝে মধ্যে টাকা খাইয়ে সরকার ফেলে দেওয়া ছাড়া। অন্যদিকে জ্যোতিবাবু কিছু বললেই সেটা ক্রেমলিনের সঙ্গে জুড়ে দেওয়া কত্ত সহজ। এমককি হাল আমলে পব-তে "লেনিনের বাচ্চা" উপাধি পেল বাচ্চারা কেউ কেউ। "ট্রুম্যানের বাচ্চা" কিম্বা "রেগনের বাচ্চা" অথবা "চার্চিলের বাচ্চা" কিম্বা "ভিক্টোরিয়ার বাচ্চা" ইত্যাদিতে সেই জোশটা আসেনা, বলারও কেউ নেই!!

    তবে বোঝার ওপরে শাকের আঁটির মত পব-তে শুধু বাম বিরোধী নয় অতিবামেরাও ট্রটস্কি/সফিদা/প্রসেনজিৎ ইত্যাদির জন্য চোখের জল ফেলে আর স্ট্যালিনের মুন্ডপাত করে। তাতে বেশ দক্ষিনপ্ন্থী ও অতিবামেদের একটা নিরপেক্ষ দঙ্গল তৈরি হয়!!
  • সিকি | ২৪ মে ২০১৮ ১৪:২৬374803
  • কেজরিতে ইন্টারেস্ট বেশি না জাগার একটা বড় কারণ হচ্ছে, কেজরি বিজ্ঞাপন দেয় না। কেউ জানতেই পারে না কেজরি কী করছে। হয় তো এইটা কেজরির পরের ভোটে হেরে যাবার একটা কারণ হতে পারে। কেজরির সরকার কী করছে জানতে গেলে দিল্লির সরকারি স্কুলগুলোতে ঘুরতে হবে, বড়লোকী অ্যাপার্টমেন্ট ছেড়ে আমজনতার "মহল্লা"য় ঘুরতে হবে, তবে বোঝা যাবে।

    আজ এইটা পেলাম এই একটু আগে। সবার ইন্টারেস্টের বিষয় নয় অবশ্য।

    "Arvind Kejriwal's government order 575 Private Schools of Delhi to refund excess fee with 9% interest."
  • lcm | 109.0.80.158 | ২৪ মে ২০১৮ ১৪:৩২374804
  • হে পিএম-সাহেব,
    এবার দেখুন কে কত শব্দ খরচ করছেন। কোথা থেকে এই সব বাচ্চা-কাচ্চা এই টই তে এল। কিভাবে আলোচনা পশ্চিমবঙ্গের মধ্যে থাকছে দেখুন। দেখতে থাকুন।
  • PM | 56.152.100.168 | ২৪ মে ২০১৮ ১৪:৪৬374806
  • এই নতুন দল নতুন রাজনীতি---- এই সব ফিউচারিস্টিক আইডিয়া ভালো-- কিন্তু পেছনে এটা স্থিতাবস্থাকে লেজিটেমেসিও দেয়--- মানে জদ্দিন না সেরকম কিছু হয় তদ্দিন স্থিতাবস্থা চলুক -- এরকম একটা উহ্য বক্তব্য থাকে।

    আনে ২০১১ সালের দাবী যে আসে আসুক বামেরা এক্ষুনি যাক-- এর বিপ্রতীপে নতুন রজনীতি তৈরী হবার ২০ বছরীয় প্ল্যান একটু ছোখে লাগে --

    হয়তো পঃবঃ এর সমসময়িক ভালো মন্দের সাথে আমাদের বা আমাদের পরবর্ত্তী প্রজন্মের যোগ সামন্য বলেই আমরা এতটা নৈব্যক্তিক হতে পারি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন