এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ১৪৬২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 194.167.2.96 | ২৭ মে ২০১৮ ০৩:২৪374941
  • ১) মাস মার্ডারদের নিয়ে এইযে পস্চিমী দুনিয়ার র‌্যান্কিঙ্গ সিস্টেম, এটা থেকে দুরে থাকাই ভালো। এসব কথা ভেবে ওখানকার লোকে নিস্চিন্তে ঘুমাতে যায়। অমুকে অনেক বেশি লোক মেরেছিলো তাও নিজের দেশের লোক, অতেব আমার দেশ যে সামান্য ম্যাসাকার করেছে যার পুরো ফলটা আমি ভোগ করতে পাচ্ছি সেটা ইজ ওকে।

    ২) ডিক্টেটরদের মাস মার্ডার সবসময়ই বেশি মনে হয় বিভিন্ন কারণে। সংখ্যাটা না, ইমপ্যাক্টও ইনফ্লেটেড হয়। ডেমোক্র্যাসিতে পলিসিগত কারনে যত লোক মারা যায় তার হিসাব কেউ রাখেনা।

    ৩) সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জার্মানি জিতলে আমরা তখন ঠিক করতাম কে বেশি লোক মেরেছে? ইংল্যান্ড, আম্রিগা, না ফ্রান্স? পস্চিমি দুনিয়ায় হিটলার আর স্ট্যালিন নিয়ে অনেক কথা হলেও জাপান নিয়ে হয়না। অথচ এই জাপানই কিন্তু আম্রিগায় অ্যাটাক করেছিলো। জাপান এই লিস্ট থেকে বাদ যায় কেন?
  • aranya | 83.160.123.238 | ২৭ মে ২০১৮ ০৪:২৯374942
  • 'মাস মার্ডারদের নিয়ে এইযে পস্চিমী দুনিয়ার র‌্যান্কিঙ্গ সিস্টেম' - আচ্ছা, এরকম র‌্যাংকিং আছে বুঝি, জানতাম না।

    দুটো পয়েন্ট বলি -

    ১। বাঙালী মারলে আমার কাছে সেই হত্যাকারী বেশি খারাপ, সোমালিয়ান বা কানাডিয়ান (যে কোন দেশবাসী আর কি) মারলে কম খারাপ, কারণ আমি বাঙালী, এই থিয়োরীতে আমি সাবস্ক্রাইব করি না

    ২। চার্চিল আর স্তালিন কে বেশি খারাপ - এই অর্থহীন তুলনা আমি করি নি। তুলনা করেছি দুজনের নির্মমতার, নিষ্ঠুরতার।

    এখন যদি বৈজ্ঞানিকেরা নির্মমতা মাপার কোন যন্ত্র আবিষ্কার করেন, তা দিয়েও অবিশ্যি মাপা যাবে না কে বেশি নির্মম ছিলেন, কারণ দুজনেই আর ধরাধামে নেই।
  • S | 194.167.2.96 | ২৭ মে ২০১৮ ০৪:৩৯374943
  • এইযে কয়েকটা র‌্যান্কিঙ্গ দিলামঃ https://list25.com/25-of-historys-deadliest-dictators/

    http://www.businessinsider.com/most-ruthless-leaders-of-all-time-2015-10।

    আপনিই নিজের দেশের লোককে মারা অন্যের দেশের লোককে মারার থেকে বেশি নির্মম মনে করেন। অথ্চ বাঙালীকে মারা কানাডিয়ান মারার থেকে বেশি নির্মম এটা মানতে পারছেন না। দুটো তো পরস্পর বিরোধি। মানে হয় দুটই মানুন, বা কোনোটাই নয়।

    চার্চিল আর স্তালিন বা হিটলার বা আরো কেউ কে বেশি খারাপ সেটা নির্মমতার, নিষ্ঠুরতার বিচারেই বলা হচ্ছে।
  • aranya | 83.160.123.238 | ২৭ মে ২০১৮ ০৪:৫১374944
  • নির্মম-তা আর খারাপ - এই শব্দ দুটির অর্থ আলাদা।

    আমি পরস্পর বিরোধি কিছু বলি নি -সেটা একটু চিন্তা করলেই বুঝবে।

    চার্চিলের বর্ণবিদ্বেষী সমর্থনের যে মিথ্যা অভিযোগ আমার বিরুদ্ধে এনেছ, সেটা ভেবেছিলাম প্রত্যাহার করবে। কর নি। যাই হোক, চলতা হ্যায়
  • aranya | 83.160.123.238 | ২৭ মে ২০১৮ ০৪:৫২374945
  • * বর্ণবিদ্বেষী উক্তি
  • S | 194.167.2.96 | ২৭ মে ২০১৮ ০৫:১৮374946
  • আরে ধুর আমি মজা করছিলাম। আপনি সবকথা সিরিয়াসলি নিচ্ছেন কেন?
  • S | 194.167.2.96 | ২৭ মে ২০১৮ ০৫:৩৫374947
  • ডিক্টেটরদের নিয়ে কথা বলতে বাঙালীদের ভালো লাগে। বেশ আসর জমে ওঠে। সেই সাড়ে চুয়াত্তরে মেস প্রেসিডেন্টকে ডিক্টেটর বলেছিলো।
  • cm | 37.62.15.221 | ২৭ মে ২০১৮ ০৭:১৬374948
  • রবিঠাকুরকে বোধহয় শুধুমাত্র তার দাড়ির ভিত্তিতেই মূল্যায়ন করে নোবেল দেওয়া হয়েছিল।

    এই যেমন পঞ্চায়েত ভোটে বামফ্রন্ট এতগুলো সিট বিনা প্রতিদ্বন্দিতায় জেতে ইত্যাদি বলার সময় আমরা ভূমি সংষ্কার ইত্যাদি ভুলেই যাচ্ছি।

    স্তালিনের ছবি কোন লিবেরাল পুজো করছেনা কমুনিস্টরা করছে। লিবেরাল একপ্রকার সুবিধেবাদী ধোঁয়া মাত্র।
  • dc | 132.164.52.9 | ২৭ মে ২০১৮ ০৭:২৯374949
  • অরণ্যদার Date:27 May 2018 -- 04:29 AM দুটো পয়েন্টকেই সমর্থন।

    স্ট্যালিন, হিটলার, মাও সে তুং, পল পট, বুশ, ট্রুম্যান - ইতিহাসে এরকম কয়েকজন আছেন যাঁদের কোন মধ্যে কোন কম্পারিসন হয়না। এরা মাস মার্ডারার এদের জন্য এই পরিচয়টুকুই যথেষ্ট, সবচেয়ে ঘৃণ্য ব্যক্তিদের মধ্যে এরা প্রথমে আসে।
  • PT | 213.110.242.22 | ২৭ মে ২০১৮ ০৯:৪৭374952
  • "Stalin in Russia is increasingly portrayed..........as the steely architect of the Soviet victory in World War II"....... আম্মো আলোচনাটাকে এই জায়গায় রাখতে চেয়েছিলাম। আগে বলেছিলাম, আবার বলি.... ইওরোপের মানুষেরা স্তালিনের তুমুল সমালোচনা করলেও স্তালিন আর হিটলারের নাম এক নিঃশ্বাসে উচ্চারণ করেনা। আসলে ভয়ের কেন্দ্রস্থল থেকে দূরে চলে যেতে থাকলে ভয়ের "এক্স্পোনেন্সিয়াল ডিকে" হয়। তাই বেশীর ভাগ বাঙালীর পক্ষেই স্তালিনের কর্মকান্ড বুঝে ওঠা সম্ভব্পর নয়। বেশীর ভাগ আলোচনাই তাই "রুটি নেই তো কেক খায়্না কেন" পর্যায়ে আটকে থাকে।
  • cm | 37.62.45.69 | ২৭ মে ২০১৮ ০৯:৫৫374953
  • দু এর লিঙ্কে আরেকটা জিনিসও লক্ষ্যণীয়, যার কারণ আমার মনে হয় টেকেন ফর গ্রান্টেড ধরে নেওয়া, যে কারণে ১৯৮৯ থেকে সার্ভে চললেও ২০১২ তে স্ট্যালিনের মর্ম মগজে ঢোকে।
  • cm | 37.62.45.69 | ২৭ মে ২০১৮ ০৯:৫৯374955
  • রাজনৈতিক নেতার মূল্যায়নে যেটা সর্বাগ্রে দেখা উচিত সেটা হল আয়ের পুনর্বিন্যাসে তার ভূমিকা। সেসব বাদ দিয়ে একচোখে ওদের দেখা ভুলি শুধু নয় হয়ত উদ্দেশ্যপ্রণোদিত অন্যায়।
  • sm | 52.110.151.149 | ২৭ মে ২০১৮ ০৯:৫৯374954
  • দু তিনটে, জিনিস বুঝতে অসুবিধে হচ্ছে। স্ট্যালিন, ডিক্টেটর। নিজের দেশের লোক মেরেছে অকাতরে।
    হিটলার ডিক্টেটর। নিজের দেশের লোক মেরেছে অকাতরে।যদিও তারা ইহুদী।
    হিটলার এর যুদ্ধন্নমতার জন্য, লাখ লাখ জার্মান তরুণ মরেছে। ইনফ্যাক্ট জার্মানিতে যুবকের সংখ্যা প্রচুর কম হয় গেছিলো।
    এহেন, দুই ডিকটেটরই কিছু দেশ বাসির কাছে সম্মানিত নেতা। কারণ, দুজনেই তাদের দেশ কে সুপার পাওয়ার করার দিকে এগোচ্ছিলেন। এগুলোকে বলে উগ্র জাতীয়তা বাদ।
    কিন্তু , আমাদের দেশে কমিউনিস্টরা স্ট্যালিনের ভজনা করবে কেন?
    তাহলে কোন ভারতীয় রাজনৈতিক দল হিটলারের ভজনা করলেও সেটা জায়েজ হয়ে যাবে।
  • PT | 213.110.242.22 | ২৭ মে ২০১৮ ১১:১১374956
  • " দুই ডিকটেটরই কিছু দেশ বাসির কাছে সম্মানিত নেতা।"
    নাঃ, মোটেই না! এই কিছুমিছু ব্যাপারটাই গোলমেলে আমাদের কাছে। তাইঃ
    ......Germans know that whenever others are angry with them, they will paint a Hitler moustache on posters of their chancellor.
    "তাহলে কোন ভারতীয় রাজনৈতিক দল হিটলারের ভজনা করলেও সেটা জায়েজ হয়ে যাবে।"
    তারা যেন একবার জার্মানদের সঙ্গে ব্যাপারটা আলোচনা করে নেয়।
  • sm | 57.15.150.83 | ২৭ মে ২০১৮ ১৩:০৬374957
  • মহা মুশকিল তো!সি পি এম কি রাশিয়ার সঙ্গে আলোচনা সেরে তবে, স্ট্যালিন এর ভজনা করছে নাকি!
  • PT | 213.110.242.22 | ২৭ মে ২০১৮ ১৩:২১374958
  • CPI(M) মার্ক্সের ভজনা করে। সেইজন্যে M-এর ব্যবহার। লেনিন আর তার আরো পরে স্ট্যালিনও আছেন-কিন্তু ভজনার স্তরে আছে কিনা জানিনা। অনেকে আবার শুধুই CPI কিংবা আরেকটু এগিয়ে CPI(M-L)। স্ট্যালিনকে ভজনা করলে তো CPI(S) লেখা হত!!
    আছে নাকি CPI(S)?
  • sm | 57.15.150.83 | ২৭ মে ২০১৮ ১৩:৫৭374959
  • হা, হা, হা। cpi (s)দারুন নাম হবে একটা। পরিবর্তন কামী নতুন পার্টি হিসাবে গ্রহণ যোগ্যও হবে।
    পুরনো সিপিএম এর বদলী নাম!
  • PT | 213.110.242.22 | ২৭ মে ২০১৮ ১৪:৪৬374960
  • তা হওয়ার নয় বলেই এতদিনে হয়নি!! হবেওনা বলেই আমার বিশ্বাস।
  • aranya | 172.118.16.5 | ২৮ মে ২০১৮ ০৯:৩৮374963
  • cm লিখেছেন 'স্তালিনের ছবি কোন লিবেরাল পুজো করছেনা কমুনিস্টরা করছে'।

    কম্যুনিস্টরা একজন মাস মার্ডারার-কে পুজো করে কেন?
  • aranya | 172.118.16.5 | ২৮ মে ২০১৮ ০৯:৫৩374964
  • S লিখেছিল -
    'আপনিই নিজের দেশের লোককে মারা অন্যের দেশের লোককে মারার থেকে বেশি নির্মম মনে করেন। অথ্চ বাঙালীকে মারা কানাডিয়ান মারার থেকে বেশি নির্মম এটা মানতে পারছেন না। দুটো তো পরস্পর বিরোধি'

    - নির্মমতা হত্যাকারীর প্রেক্ষিতে। তার কাছে নিজের দেশের মানুষ, যাদের তিনি প্রতিদিন দেখছেন, তাদের প্রতি অ্যাটাচেমেন্ট একটু বেশি থাকার সম্ভাবনা, দূর দেশের অদেখা মানুষদের চেয়ে। সুতরাং নিজের দেশের মানুষ মারতে মনকে একটু বেশি শক্ত করতে হয়, বেশি নির্মম হতে হয় - এমনটা আমি ভাবি। সে ভাবনা অবশ্যই সব ক্ষেত্রে মিলবে না।

    একজন বাঙালী যদি কিছু বাঙালী-কে হত্যা করে এবং আর একজন বাঙালী কিছু কানাডিয়ান -কে হত্যা করে, তাহলে প্রথম জনকে বেশি নির্মম বলে মনে করব।

    নির্মমতা, আবারও বলছি, হত্যাকারীর প্রেক্ষিতে। সেই নির্মমতার বিচার যে করছে, তার সাথে আদৌ সম্পর্কিত নয়। সুতরাং এক্ষেত্রে বিচারকারী অরণ্য-র জাতি, দেশ, ধর্ম এসবের কোন ভূমিকাই নেই।
  • PT | 213.110.242.22 | ২৮ মে ২০১৮ ০৯:৫৪374965
  • "মাস মার্ডারার" শব্দটা কি নিহত জার্মান আগ্রাসকদের ধরে না বাদ দিয়ে?
  • aranya | 172.118.16.5 | ২৮ মে ২০১৮ ০৯:৫৫374966
  • বাদ দিয়ে। আক্রান্ত হলে আত্মরক্ষা তো করতেই হবে

    @পিটি
  • aranya | 172.118.16.5 | ২৮ মে ২০১৮ ১০:০২374967
  • ইতিহাসের কুখ্যাত মাস মার্ডারার-দের নির্মমতার তুলনা নিয়ে ওপরের Date:28 May 2018 -- 09:53 AM পোস্টটিই আমার শেষ পোস্ট। এই তুলনার তেমন কোন প্রয়োজন আছে বলে মনে হয় না। আমার বক্তব্য বোঝানোর যথাসাধ্য চেষ্টা করেছি, যদি না বোঝাতে পেরে থাকি, আমারই অপারগতা। এ নিয়ে আর সময় দেওয়ার মানে নেই।
  • aranya | 172.118.16.5 | ২৮ মে ২০১৮ ১০:১৫374968
  • তবে স্তালিন যখন ইউরোপের কিছু দেশ দখল করছেন, তখন তিনিই আগ্রাসক। সেই সব দেশ দখলের যুদ্ধে যত সৈন্য (ইনক্লুডিং রাশিয়ান সোলজারস) এবং সিভিলিয়ান মারা গেছেন, তাদের মৃত্যুর দায় স্তালিনের ওপর বর্তাবে

    @পিটি
  • dc | 132.164.52.9 | ২৮ মে ২০১৮ ১০:২৬374969
  • অরণ্যদা, শুধু অন্য দেশ দখল না, স্ট্যালিন এর সময়ে গুলাগে কতো জন মরেছিল তারও কোনও সঠিক হিসেব নেই বোধায়। উইকি থেকে টুকে দিলামঃ

    The 1931–32 archives indicate the Gulag had approximately 200,000 prisoners in the camps; while in 1935, approximately 800,000 were in camps and 300,000 in colonies (annual averages).[42]

    In the early 1930s, a tightening of Soviet penal policy caused significant growth of the prison camp population.[43] During the Great Purge of 1937–38, mass arrests caused another increase in inmate numbers. Hundreds of thousands of persons were arrested and sentenced to long prison terms on the grounds of one of the multiple passages of the notorious Article 58 of the Criminal Codes of the Union republics, which defined punishment for various forms of "counterrevolutionary activities". Under NKVD Order No. 00447, tens of thousands of Gulag inmates were executed in 1937–38 for "continuing counterrevolutionary activities".

    Between 1934 and 1941, the number of prisoners with higher education increased more than eight times, and the number of prisoners with high education increased five times.[33] It resulted in their increased share in the overall composition of the camp prisoners.[33] Among the camp prisoners, the number and share of the intelligentsia was growing at the quickest pace.[33] Distrust, hostility, and even hatred for the intelligentsia was a common characteristic of the Soviet leaders.[33] Information regarding the imprisonment trends and consequences for the intelligentsia derive from the extrapolations of Viktor Zemskov from a collection of prison camp population movements data.[33][44]
  • PT | 213.110.242.22 | ২৮ মে ২০১৮ ১০:২৬374970
  • এর পরেই যে প্রশ্নটা মনে আসে সেটা হল যে দেশের ভেতরের লোকেদের বিশ্বাসঘাতকতা আটকাতে কত লোককে হত্যা করতে হয়েছে? (কি বিশ্রী একটা প্রশ্ন!!)
    এই সংখ্যাটা বোধহয় আমরা কেউ দিতে পারবে না কেননা পশ্চিমি মিডিয়া আমদের সেই সংখ্যাটা জানান দেয় নি। কিন্তু প্রশ্নটা অস্বাভাবিক নয় কেননা রাশিয়াতে ইহুদি বিরোধী মানুষ (তৎসহ কমুনিস্ট বিরোধী) কত ছিল কেউ জানেনা আর তারা সুযোগ পেলে নাজীদের সহযোগীতার হাত বাড়িয়ে দিত কিনা সেটাও কেউ জানেনা।
    A much bloodier wave of pogroms broke out from 1903 to 1906, leaving an estimated 2,000 Jews dead and many more wounded, as the Jews took to arms to defend their families and property from the attackers. The 1905 pogrom against Jews in Odessa was the most serious pogrom of the period, with reports of up to 2,500 Jews killed.

    যুদ্ধকালীন রাশিয়া দেখিনি। কিন্তু ঘরের কাছের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাজাকারের ভূমিকা দেখিছি। কতজন রাজাকারকে হত্যা করা হয়েছিল? এখনো তো দেখি রাজাকারদের ফাঁসিতে ঝোলানো চালু আছে।

    আমি শুধু যুদ্ধের সময়কালেই আলোচনাটা সীমাবদ্ধ রাখতে চাই।
  • PT | 213.110.242.22 | ২৮ মে ২০১৮ ১০:৩৮374971
  • 10:26 AM @aranya
  • aranya | 172.118.16.5 | ২৮ মে ২০১৮ ১১:০৮374973
  • মুক্তিযুদ্ধের সময় রাজাকার-দের হত্যা করাটা আত্মরক্ষার ক্যাটাগরিতে পরবে। এখন রাজাকারদের ফাঁসিতে ঝোলানো হচ্ছে তাদের যুদ্ধাপরাধ প্রমাণ করা গেলে। যেমন কাদের মোল্লা ওরফে কসাই মোল্লা, যাকে মীরপুরের? কসাই বলা হয়, ৪০০ মত মানুষ খুনের অভিযোগ প্রমাণিত হয়েছিল, তার বিরুদ্ধে।

    স্তালিনের মূল্যায়নের সময় তার নরহত্যার বিষয়টি যে রবীন্দ্রনাথের মূল্যায়নের সময় তার দাড়ি-র বিচারের সাথে তুলনীয় নয়, সেকথা বলাই বাহুল্য।

    নরহত্যা এবং তা যদি বহু মিলিয়ন হয়, সেটা একটা সিরিয়াস ব্যাপার, ট্রিভিয়ালাইজ না করলেই ভাল।

    ওপরের লাইন দুটি CM-কে।

    পিটি, আমি যুদ্ধকালীন সময়ে আলোচনা সীমাবদ্ধ রাখতে চাই না। গুলাগ সম্পর্কিত ডিসি-র পোস্ট-টা দেখুন, যদি দেখতে চান।

    যুদ্ধের আগে এবং পরে স্তালিন নামক কসাই-টির হাতে বহু বহু মানুষ মারা গেছেন।

    btw, আপনি মঝে মাঝেই জঙ্গলমহলে অতি বাম কসাই-দের হাতে কয়েক শ সিপিআইএম সমর্থক হত্যার উল্লেখ করেন। ঠিক-ই করেন, করাই উচিত।

    কসাই উপাধিটি মহান কম্যুনিস্ট স্তালিন-এর জন্যও বরাদ্দ করছেন তো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন