এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ১৪৬২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.164.23.178 | ২৪ মে ২০১৮ ০৯:২৮374741
  • লাটাই ঘুরছে, সুতো ছাড়ছে।
  • aranya | 83.160.123.238 | ২৪ মে ২০১৮ ০৯:৩২374742
  • রেণুবালা-র খবর-টা ডিস্টার্বিং, এবং দুঃখের। বর্তমান পঃ বঙ্গে যে সন্ত্রাসের রাজত্ব চলছে, তাতে হয়ত স্বাভাবিক-ও, মানে এসব ঘটনা মানুষের গা সওয়া হয়ে যাচ্ছে
  • cm | 37.62.147.65 | ২৪ মে ২০১৮ ০৯:৫৮374743
  • ২০১৮র পঞ্চায়েত নির্বাচনে স্তালিন অবশ্য খুবই প্রাসঙ্গিক মোটেই হোয়াটায়াবাউটারি নয়।

    অবশ্য পাইকারি হারে নিরপেক্ষতা অসম্ভব।
  • PT | 213.110.242.19 | ২৪ মে ২০১৮ ১০:০২374744
  • চতুরবর্গ যদি লাভ নাই হয় তাহলে রিয়াক্ট করে ট্রোল করাই বা কেন!! ইগ্নোর করলেই তো হয়।

    @aranya
    স্ট্যালিনের দানবত্ব বা মানবত্ব কোনটা প্রতিষ্ঠা করার কোনই দায় নেই আমার। কিন্তু তাই বলে ইতিহাসের নাম করে একদল শুধু পোল্যান্ড বিভাজনের গপ্পই করে যাবে কিন্তু চেকোস্লোভাকিয়ার টুকরো হওয়া বিষয়ে কিছু বলবে না সেটা মানা কষ্টকর।

    আমরা গান্ধী-নেহেরু-জিন্নার নেতৃত্বে ব্রিটিশদের হাতে প্রায় বিনা প্রতিবাদে দেশ ভাগ হওয়ার দায়িত্ব তুলে দিয়েছিলাম। রুশরা স্ট্যালিনের নেতৃত্বে সোভিএত দখল নেয়া আটকেছিল। এমনকি আমেরিকা হাজার চেষ্টা করেও কাস্ত্রোর জীবৎকালে কিউবাকে ডোবাতে পারেনি।

    জাতিতে জাতিতে তো ফারাক থাকেই। সেই ভিন্নতা দিয়েই তারা রাজনৈতিক নেতাদের দানবত্ব ও মানবত্বের বিচার করে।

    মাত্র কয়েক বছরেই "বর্তমান পঃ বঙ্গে যে সন্ত্রাসের রাজত্ব চলছে, তাতে হয়ত স্বাভাবিক-ও, মানে এসব ঘটনা মানুষের গা সওয়া হয়ে যাচ্ছে" কিন্তু এত দশক পরেও সেই পব-র মানুষদের কাছেই স্ট্যালিন "দানব" হয়ে ফিরে ফিরে আসছেন। কি আশ্চর্য!!
  • modi | 207.231.221.211 | ২৪ মে ২০১৮ ১০:০৩374746
  • হোয়াটঅ্যাবাউটারি তো সবাই করে। করবে নাই বা কেন? জ্ঞানচর্চায় আমেরিকান মডেল হল অ্যাডভার্সারিয়াল। দু'পক্ষ পরস্পরের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কার কি দোষ। হোয়াটঅ্যাবাউটারি বন্ধ করে দিলে সে কি করে হবে?
  • aranya | 83.160.123.238 | ২৪ মে ২০১৮ ১০:০৩374745
  • টই-তে শিরোনাম-এর বাইরে অন্য বিবিধ বিষয়ের আলোচনা তো হয়েই থাকে, গুরুর ঐতিহ্য
  • aranya | 83.160.123.238 | ২৪ মে ২০১৮ ১০:০৬374747
  • স্তালিন দানব হয়ে কেন ফিরে ফিরে আসেন, সেটা বোধহয় তিনি কত সংখ্যক মানুষের মৃত্যুর জন্য দায়ী, সেই সংখ্যাটা দেখলে কিছুটা বোঝা যায়
  • dc | 132.164.23.178 | ২৪ মে ২০১৮ ১০:১১374748
  • আমি ভাবতাম হোয়াটঅ্যাবাউটারি, বা অ্যাড হোমিনেম অ্যাটাক, খুব একটা কাজের কথা নয়। তবে এটাও ঠিক যে হোয়াটঅ্যাবাউটারি আজকাল বেশ পপুলার হয়েছে।
  • aranya | 83.160.123.238 | ২৪ মে ২০১৮ ১০:২৬374749
  • 'দুটো দেশই সাম্রাজ্যবাদী গোছের যুক্তি শুনলে সেই রবীন্দ্রনাথ, ছাগল ও দাড়ির সেই যুক্তিক্রম মনে আসেনা? লসাগু কি বলেন?'

    - উপরোক্ত পোস্টটি চোখে পড়ল। টই-এর শিরোনাম-এর সাথে প্রাসঙ্গিক নয়, এহেন আলোচনায় cm নিজেও দেখছি অংশগ্রহণ করেছেন :-)
  • S | 194.167.2.96 | ২৪ মে ২০১৮ ১০:২৯374751
  • লসাগুদা আমাদের পাকিস্তানি চাচার দোকানে নিয়ে গিয়ে দারুন খাইয়েছিলেন। রুটি মাংস বিরিয়ানি। কোনওদিন ভুলবো না।
  • T | 121.65.63.42 | ২৪ মে ২০১৮ ১০:৩১374752
  • স্তালিন, একটি নির্মোহ ব। জনতার দাবী।
  • dc | 132.164.23.178 | ২৪ মে ২০১৮ ১০:৩৩374753
  • ও বাবা! তার মানে লসাগুদা ট্রিপল এজেন্ট! এমনিতে কেজিবিতে কর্মরত সিআইয়ের ডবল এজেন্ট, কিন্তু আসলে আইএসআইএর মোল!
  • S | 194.167.2.96 | ২৪ মে ২০১৮ ১০:৩৫374754
  • আরে ধুর বড় শক্তিশালি দেশ তৈরী করতে গেলে সাম্রাজ্যবাদী হতেই হয়, যুদ্ধু করতেই হয়।

    তবে এই টই থেকে জানতে পারলাম যে ইতিহাস মানে হিস্ট্রি।
  • PT | 213.110.242.19 | ২৪ মে ২০১৮ ১০:৩৬374755
  • "স্তালিন দানব হয়ে কেন ফিরে ফিরে আসেন, সেটা বোধহয় তিনি কত সংখ্যক মানুষের মৃত্যুর জন্য দায়ী, সেই সংখ্যাটা দেখলে কিছুটা বোঝা যায়"
    ২০০ বছর ধরে পৃথিবীর আদ্দেক দখল করে লুঠপাট, হত্যা র হিসেব কেউ জানে? তার জন্য রাণীকে (ও রাজা, রাণীদের) দানব-দানবী বলছে না তো কেউ!!
    নাকি পব-র রাজনীতির সঙ্গে অতি সহজেই স্তালিনকে জুড়ে দেওয়া, তাই তিনি ফিরে ফিরে আসেন?
  • S | 194.167.2.96 | ২৪ মে ২০১৮ ১০:৩৭374756
  • বাঙালী সাধারনতঃ কাউকে সিয়ার এজেন্ট বা কেজিবির স্পাই ভালোবেসে বলে। যদুপুরের চার অক্ষরের মতন। ওসব অতো গায়ে মাখতে নেই।
  • modi | 195.56.80.242 | ২৪ মে ২০১৮ ১০:৪২374757
  • আহা, সেইটেই তো প্রশ্ন, হোয়াটঅ্যাবাউটারি কাজের জিনিষ নয় কেন? সামাজিক/রাজনৈতিক/অর্থনৈতিক তর্ক তো শূন্যে হয় না। এই ক্ষেত্রগুলোতে একেবারে যীশুর মত নিষ্কলঙ্ক নেতা পাওয়া যাবে কোথায়? তাই ঐ লেসার ইভিল বেছে নিতে হয়। লেসার ইভিল বেছে নিতে হলে হোয়াটঅ্যাবাউটারি ছাড়া উপায় কি?

    মানে ধরুন, এলবিজে আর স্তালিন, দুজনেই খুব খারাপ লোক। অসুবিধা নেই। কিন্তু পৃথিবীর জন্য কে বেশী খারাপ/ক্ষতিকর?
  • aranya | 83.160.123.238 | ২৪ মে ২০১৮ ১০:৫০374758
  • রবীন্দ্রনাথ ও তার দাড়ি, সাম্রাজ্যবাদ - cm-এর পোস্টে এসবের উল্লেখ একেবারেই অপ্রাসঙ্গিক, এই টই-এর জন্য

    তবে, ছাগল ও তার দাড়ি - এটা চলতে পারে, যেহেতু এদ্দিনে আমরা জেনে গেছি পঃ বঙ্গের বেশির ভাগ মানুষ-ই ছাগোল :-)
  • aranya | 83.160.123.238 | ২৪ মে ২০১৮ ১০:৫১374759
  • স্তালিন-কে নিয়ে বিপ্লবের কোন নির্মোহ ব নেই? খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে
  • N-methyl-D-aspartate | 116.203.173.41 | ২৪ মে ২০১৮ ১০:৫৫374760
  • লসাগুদা আর এমন কী? আমাকে গুটিকয়েক ভক্ত সমবেতকন্ঠে একবার টুইটারে যা গাল দিয়েছিলো সেগুলো জুড়লে দাঁড়ায় আমি একজন মাওয়িস্ট, ফেমিনিস্ট, ক্রীশ্চান, ব্রাহ্মণ, এথিস্ট জিহাদী যাকে জিহাদীরা শীঘ্রই খুন করবে।

    হারিয়ে দেখান দিকি।
  • cm | 37.62.95.6 | ২৪ মে ২০১৮ ১০:৫৮374762
  • আমার পোস্ট ছিল lcmএর যুক্তির অসুবিধে বোঝাতে। কিন্তু আর আমি তো হোয়াট্যাবাউট্রির ছাতার তলায় যাইনি।

    চিন্তা নেই নিরপেক্ষতা জিনিসটার যুতসই ডেসক্রিপশন দিলেই দেখবেন উহা অসম্ভব। ঐ ঈশ্বরের মতন জিনিস, তা বলে কি আমরা ভগবান মানিনা!
  • dc | 132.164.23.178 | ২৪ মে ২০১৮ ১০:৫৯374763
  • এলবিজে আর স্তালিন যে লেভেলে ক্ষতি করে গেছেন, তার পর কি "কে বেশী ক্ষতিকর" প্রশ্নটার আর কোন মিনিং থাকে? ইন ফ্যাক্ট হিরোশিমা আর নাগাসাকি অ্যাটাকের সময়ে অ্যামেরিকান প্রেসিডেন্ট ছিলেন ট্রুম্যান - তো ট্রুম্যান, স্ট্যালিন, হিটলার, মাও সে তুং, ইদি আমিন, এদের কে বেশী ক্ষতিকর প্রশ্নটা কি মিনিংলেস না? প্রত্যেকে হাজার হাজার বা লাখ লাখ লোকের মৃত্যুর জন্য দায়ী, মানব সভ্যতার ইতিহাসে একেকজন জঘন্যতম মাস মার্ডারার। এবার আপনি যদি একজনএর প্রসঙ্গ উঠলে অন্যদের নিয়ে হোয়াটঅ্যাবাউটরি করেন তাহলে লাভ কি হয়?
  • dc | 132.164.23.178 | ২৪ মে ২০১৮ ১১:০০374764
  • মানে সঙ্গে করে একটা লম্বা লিস্ট নিয়ে ঘুরতে হয়, এই আর কি।
  • N-methyl-D-aspartate | 116.203.173.41 | ২৪ মে ২০১৮ ১১:০১374765
  • পয়েন্ট সেম হলে গোল ডিফারেন্স।

    সেটাও সমান হলে গোলস স্কোরড।

    সেটাও সমান হলে পারস্পরিক খেলার স্কোর।

    ইত্যাদি।
  • cm | 37.62.95.6 | ২৪ মে ২০১৮ ১১:০৩374767
  • ৫ আর ৭ এর ফারাক যিনি করেননা, তিনি সেটা ঘোষণা করে সাইড লাইনে বসুননা কে আপত্তি করছে?
  • aranya | 83.160.123.238 | ২৪ মে ২০১৮ ১১:০৩374766
  • সে তো বটেই। স্তালিন-কে দানব না বলা অব্দি আপনি যেমন অতি নিরপেক্ষ ভাবে টই-তে অপ্রাসঙ্গিক আলোচনা নিয়ে প্রতিবাদ তো দূরের কথা, তাতে সোৎসাহে যোগ দিচ্ছিলেন..
  • cm | 37.62.95.6 | ২৪ মে ২০১৮ ১১:০৫374768
  • কি মুস্কিল আমিতো বরাবরই বলছি নিরপেক্ষতা একেবারেই থিওরেটিকাল কনস্ট্রাক্ট, যারা ওনিয়ে বেশি শোরগোল করে তারা বেশির্ভাগই অ্যাবস্ট্রাক্ট গ্রাউন্ডে ও কি বস্তু বলতেই পারবেনা।
  • aranya | 83.160.123.238 | ২৪ মে ২০১৮ ১১:০৭374769
  • '-- ট্রুম্যান, স্ট্যালিন, হিটলার, মাও সে তুং, ইদি আমিন, এদের কে বেশী ক্ষতিকর প্রশ্নটা কি মিনিংলেস না?প্রত্যেকে হাজার হাজার বা লাখ লাখ লোকের মৃত্যুর জন্য দায়ী, মানব সভ্যতার ইতিহাসে একেকজন জঘন্যতম মাস মার্ডারার। এবার আপনি যদি একজনএর প্রসঙ্গ উঠলে অন্যদের নিয়ে হোয়াটঅ্যাবাউটরি করেন তাহলে লাভ কি হয়?'

    - এই সার কথাটা লোকে বুঝলে তো হয়েই যেত। দলীয় আনুগত্য, মতাদর্শ-গত আনুগত্য বুদ্ধিমান মানুষকেও ক্ষেত্র বিশেষে অন্ধ করে দেয়
  • aranya | 83.160.123.238 | ২৪ মে ২০১৮ ১১:১০374770
  • নিরপেক্ষতা বা পক্ষ নেওয়া - এসব কথা আসেই বা কোত্থেকে? আমেরিকান হোক বা রাশিয়ান, চীনা বা কম্বোডিয়ান - মানব সভ্যতার ইতিহাসে জঘন্যতম মাস মার্ডারার-দের সমর্থন সুস্থ মস্তিস্কে কেউ করতে পারে না
  • lcm | 109.0.80.158 | ২৪ মে ২০১৮ ১১:১৪374771
  • আরে বাবা না, ইতিহাসে কি লেখা আছে সে কথা বলছিলাম, যুক্তির কুস্তি না, কোনো স্কোরিং গেম ও না, নিরপেক্ষ থাকার ঘোড়দৌড় ও না - সব কিস্যু না। আর তার সঙ্গে পাঁচফোরন কমেন্ট, ঐ টাইম পাস আর কি।
  • S | 194.167.2.96 | ২৪ মে ২০১৮ ১১:২১374773
  • "মানব সভ্যতার ইতিহাসে জঘন্যতম মাস মার্ডারার-দের সমর্থন সুস্থ মস্তিস্কে কেউ করতে পারে না"

    হা হা হা হা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন