এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ১৪৭৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 160.129.67.163 | ১৯ মে ২০১৮ ০৮:১৫374574
  • হায়, তাপসী মালিক! তোমার প্রয়োজন ফুরাইয়াছে। বেচারা মনোরঞ্জন! মেয়ের মৃতদেহর অশালীন প্রদর্শন করে অন্যরা রাজা হল, সে না পেল কলাটা-মুলোটা, না বলতে পারবে কোনদিন সত্যিকথাটা।
    "সাকুল্যে মাত্র ১২৩৭টি ভোট পেয়েছেন তিনি৷ শাসকদলের প্রার্থীর সঙ্গে মূল লড়াইটি হয় সিপিএমের কালীপদ মালিকের৷ ১৯ ,১০৮ ভোটে সিপিএম প্রার্থীকে হারান পূর্ণিমা৷ বাজেমেলিয়ায় নিজের পাড়ার ২৪৯ নম্বর বুথে মাত্র ৪৬টি ভোট পেয়ে চতুর্থ হয়েছে মনোরঞ্জন৷ সেখানে তৃণমূলের পূর্ণিমা পেয়েছেন ৪২৪ ভোট৷ শুক্রবার সাতসকালেই সিঙ্গুর ছাড়েন মনোরঞ্জন৷"
  • sm | 52.110.151.29 | ১৯ মে ২০১৮ ০৮:৩৩374575
  • এবার জেলা পরিষদে বামেরা একটা সান্ত্বনা পুরষ্কার পেয়েছে।
    হি হি!
    এতো জোট ঘোঁট করেও, মাকু দের কি হাল!
    আশায় বাঁচে চাষা!কবি বলে গেছেন।
  • শেসে | 52.110.139.108 | ১৯ মে ২০১৮ ১১:০০374577
  • গ্রাম বাংলায় ও বাংলার আধা শহরগুলোতে "নিজের ভোট নিজে দিন" মার্কা গণতন্ত্র নব্বই-এর দশক থেকেই শহীদের মর্যাদা পেয়েছে | অতীতের পঞ্চায়েত নির্বাচনগুলো ছিল মেহনতী মানুযের স্বার্থে জনগণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আর বর্তমানে তা মামাটিমানুষের উন্নয়নের জন্য লড়াই |
  • S | 194.167.2.96 | ১৯ মে ২০১৮ ১১:১৬374578
  • বলছেন পোরিবত্তন আর উন্নুয়ন হয়নি তাহলে?
  • অনুপম পাত্র | 55.249.73.62 | ১৯ মে ২০১৮ ১৪:১৭374579
  • একটি মিনি কনসেনট্রেশন ক্যাম্প :

    দুটি পক্ষ। দল ও বিক্ষুব্ধ নির্দল।প্রক্রিয়া শুরু। ঘন্টা তিনেক স্বাভাবিক । এরপর হঠাৎ শুরু মুহুর্মুহু বজ্রনিনাদী বারুদপূর্ন গোলক বর্ষণ ।ঠিক পাশের কর্মীরা আক্রান্ত। বাইরে একটু উকি দিলাম। মাঠের একটা দিকে দেখলাম দৌড়ে পালাতে গিয়ে ,এবং ভয়ঙ্কর আওয়াজে কেউ একজন পড়ে গেলেন ,এবং আরেকটি সরাসরি তাঁকে আঘাত করল। তিনি বেঁচে আছেন কি জানা নেই।এবার আমার ঘরটির দিকে ধেয়ে আসতে লাগলো বারুদপূর্ন গোলক।তখন মহিলারা ছিলেন বেশি।মত দান করে বাড়ি ফিরে রান্না বান্না করবেন ,এই কারণেই হয়তো। কিন্তু নলযুক্ত যন্ত্রাদি এবং বারুদপূর্ন গোলকের ধারা বর্ষণে সবাই ঢুকে পড়ল ঘরে। ঘরের ভিতরেও তখন যুযুধান লোকজন। গ্রিল ছিল ভাগ্যিস। সেখানেই পড়তে লাগলো বারুদপূর্ন গোলক। ঘরের দরজা দিলাম। বেঞ্চ চেয়ার দিয়ে ঠেলে ধরলাম। কয়েকটা টেবিল ছিল ,সেটার তলায় মাথা গোঁজার জন্য হুড়োহুড়ি। কিন্তু কজন আর সুযোগ পাবেন।তারস্বরে কান্না, চিৎকার। কাগজপত্র গুলি নিরাপদে রাখলাম। একটা পড়ল দরজায়। কোনাটা উড়ে গেল। বেশ কিছু বাচ্চা মায়ের কোলে ছিল। তাদেরকে দেখে কষ্ট হচ্ছিল খুব। একটা ঘরে ঠাসা ঠাসি হয়ে কতক্ষন থাকা যায়। যখন পুলিশ এলো ততক্ষনে পাশের কেন্দ্রটি দুষ্কৃতীদের দ্বারা লুন্ঠিত, আমার রুম থেকে দরজা খুলতেই সবাই দৌড়ে বাড়ি যাওয়ার চেষ্টা করলেন।কিন্তু আবার গোল বাঁধল। যে কয়জন পুলিশ এসে ছিলেন তাঁরাও অসহায় হয়ে পড়লেন। গন্ডগোল উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল। আবার এসএমএস, ফোন করা হতে লাগলো।এবার 200 জনের রাজ্যের বাইরের বাহিনী এবং রাজ্যের উচ্চ আধিকারিকরা এলেন। ততক্ষনে আমরা মানসিক ভাবে সম্পূর্ণ বিপর্যস্ত। ...... আর তারপর .....

    স্বপ্ন ভেঙ্গে গেল .... দেখি ঘেমে নেয়ে একসা !! ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় .... কিংবা সত্যি ঘটনাও কি স্বপ্ন হয়ে ফিরে আসে ???

    এখনো ভাসছে স্বপ্নে দেখা কিছু দৃশ্যের অবশেষ..... গ্রিল গুলো বেঁকে গেছে,..... গোলকগুলি কি ভাবে আটকে গেছে ....

    আশা করি আমার সব চেনা অচেনা সহ কর্মীরা প্রাণ নিয়ে ফিরেছেন। কিন্তু জানি প্রাণ গেছে অনেকের।
    তারমধ্যে প্রথম জনের নাম গণতন্ত্র !!
  • T | 129.74.180.59 | ১৯ মে ২০১৮ ২০:৫৫374580
  • এদিকে লোকজন স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছে যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেখানে বিরোধী দলের লোকজন বারো তেরো হাজার ভোটে এগিয়ে আছে জেলাপরিষদে, সেখানে হঠাতই কিছু পরে সাইট ডাউন হয়ে যাচ্ছে :). তারপর তৃণমূলকে জয়ের সার্টিফিকেট।
    ছপি দেওয়া হ'ল।

    দুহাজার একুশে রাণীমা পালাবার পথ খুঁজে পাবেন না।
  • quark | 204.12.169.226 | ১৯ মে ২০১৮ ২১:৩৯374581
  • তাজাবুলের নাকি বুকে ব্যথা?
  • PT | 160.129.67.163 | ১৯ মে ২০১৮ ২৩:২০374582
  • চালু হল মহিলাশ্রীঃ
    "জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হল এক মহিলাকে। তিনি তৃণমূলেরই কর্মী। দলের অফিসের সামনে কান ধরে ওঠবোস করানো হল। অভিযুক্ত তৃণমূলেরই কয়েকজন কর্মী।.......স্থানীয় সূত্রে খবর, ভোটের দিনে বুথ জ্যামের প্রতিবাদ করেছিলেন তিনি। "
    http://www.anandabazar.com/state/tmc-allegedly-harassed-wife-of-their-own-panchayat-member-in-west-medinipur-dgtl-1.801919?ref=hm-ft-stry-center-2
  • sm | 57.15.154.48 | ২০ মে ২০১৮ ১৫:১৪374585
  • ভালো প্রচেষ্টা।
  • PT | 125.187.56.124 | ২০ মে ২০১৮ ১৬:১০374586
  • এটা মনে হচ্ছে ঘুষ কেননা দোষীদের যে শস্তি হবেনা সেটা তো বোঝাই যাচ্ছে!!
  • sm | 57.15.145.214 | ২০ মে ২০১৮ ১৬:৫৭374587
  • দোষী দের যদি শাস্তি নাই হবে, তবে ঘুঁসের প্রয়োজন আসছে কোত্থেকে?
  • modi | 117.181.187.55 | ২০ মে ২০১৮ ১৯:২২374588
  • কেউ রানীমাকে খুন করে অভিষেককে চাকরি দিক। দেখা যাক এই সাদা চুলওয়ালা বুড়ো বীচিটা তখন 'ভালো প্রচেষ্টা' বলে কিনা।
  • sm | 57.15.148.235 | ২০ মে ২০১৮ ২০:৩৫374589
  • একটা লিংক দিয়েছি তাতেই মাকু টার পিছন জ্বলে গেছে।
  • PT | 125.187.56.124 | ২০ মে ২০১৮ ২১:৪৪374590
  • যে ২০/২২ জন মারা গিয়েছে সকলকেই তো চাকরী দেওয়া উচিত ছিল। দোষীকে ধরা হবে না সেটা তাপসী মালিক ও তার বাবা সব চাইতে ভাল জানে।
  • sm | 57.15.148.235 | ২০ মে ২০১৮ ২৩:১২374591
  • সবাই কেই সাহায্য করা বা চাকরি দেওয়া উচিত ,দলমত নির্বিশষে। যার ,যেরকম প্রয়োজন।
    মনে রাখতে হবে তিনো মূল এর দিক থেকেও অনেক মারা গেছেন।
    সেদিক থেকে দেখতে গেলে বিরোধী দলের কর্মীরা পরিবারের দিকে আগে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া, সু সৌজন্যের লক্ষণ তো বটেই।
  • PT | 125.187.56.124 | ২০ মে ২০১৮ ২৩:১৭374592
  • ঘুষ তো ঘুষই। নিজের লোককেই দিক আর অন্যদেরই দিক। তবে তাপসী মালিকের বাবার যা হাল হয়েছে মৃত তিনোদের পরিবারেরও একই হাল হবে।

    এইটা কেমন সু সৌজন্যের লক্ষণ?
    "এবার আর শাসক দল নয়। খোদ পুলিশের বিরুদ্ধেই অভিযোগ উঠল জয়ী বিজেপি প্রার্থীর আত্মীয়দের বাড়ি ভাঙচুর করার। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দোসা-চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল এবং বিরোধীদের প্রাপ্ত আসনসংখ্যা সমান। সেই টাই ভেঙে বোর্ডের দখল নিতেইপুলিশ নামিয়ে এই হামলা, অভিযোগ বিজেপির। শুধু ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি পুলিশ, ঘরে থাকাধান-চাল বার করে তাতে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টাও করেছে পুলিশ। অভিযোগ এমনই।"
    http://www.anandabazar.com/state/bengal-panchayat-elections-2018-cops-allegedly-ransacked-house-of-bjp-activists-dgtl-1.802594?ref=hm-editorschoice
  • s | 108.215.107.52 | ২১ মে ২০১৮ ০৭:৪১374593
  • সমস্ত রাজ্যটাকে মুখ্যমন্ত্রী আর তার চামচারা একটা দুষ্কৃতীর স্বর্গরাজ্যে পরিণত করেছে। খুন জখম বোমাবাজি ধর্ষণ আগুন লাগানো লুঠপাট যতরকম কিছু অবাধে চলছে। কোথাও পুলিশ নিষ্ক্রিয় হয়ে, কোথাও অনুপস্থিত থেকে, কোথাও সক্রিয় হয়ে এই সব কাজে মদত দিচ্ছে। যা ধরপাকড় হচ্ছে অধিকাংশ বিরোধী লোকজন। তিনোর নিজের দলের লোকেরা আর এক গোষ্ঠীকে মারছে। মুখ্যমন্ত্রী একবারও নিন্দা করে একটি শব্দ উচ্চারণ করছে না। উলটে পরোক্ষ ভাবে এই কাজে মদত দিচ্ছে। বিরোধীদের দায়ী করছে। বলছে তিনোদেরও অনেকে মারা গেছে। একবারও বলছে না তাদের মেরেছে নিজের দলের লোকেরাই।
    পুলিশ নপুংসক, নির্বাচন কমিশন নপুংসক প্রশাসন নপুংসক। হয় অভিযোগ নেওয়া হচ্ছে না, নিলেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অভিযুক্তরা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে।
    ভোটে বিজেপী প্রার্থী জয়ী হবার পরে, তাকে জয়ের শংসাপত্র তুলে দেবার পরে জবরদস্তি আবার ভোট গণনা করে তিনো প্রার্থীকে জয়ী ঘোষণা করা হল।
    নকশাল আমল, সত্তরের সেই কালো দিন, যার গল্প আমরা শুনেছি, সে সময়ে আজ যে অরাজকতা তার থেকে বেশী কিছু ছিল?
    আর এদিকে এক দুজন সিপিএম পরিবারকে লোকদেখানো ভিক্ষা দিয়ে তিনো মন্ত্রী সম্প্রতি মাড়াচ্ছে। ওদিকে পুড়িয়ে মারা দুজনকে শর্ট সার্কিট বলে, খুন হয়ে যাওয়া প্রিসাইডিংং অফিসারকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে।
    একটা কাগজ বা চ্যানেল পাওয়া যাচ্ছে না যারা কঠিন ভাবে তীব্র ভাষায় এই অরাজকতার নিন্দা করে।
  • S | 194.167.2.96 | ২১ মে ২০১৮ ০৭:৫৭374597
  • বাঙালীদের যেন চিরকাল এরকম ভাগারের মাংসই জোটে।
  • PT | 125.187.56.124 | ২১ মে ২০১৮ ০৮:৩৬374598
  • এটা ২০১৪-তে লেখা। এখন পড়লে মনে হয় কেউ ভবিষ্যতবাণী করেছিলেন যা বাঙালী এখনো শুনতে চাইছে না!! আর কল্লোলদার মত মানুষেরা এদের নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়ার খোয়াব দেখছে।
    In Bengal, the joy of paribartan is over. Now, more than affection for the Trinamool it is the fear of their goons that keeps the Trinamool in place. Horrible rapes and murders of those opposing the Trinamool have become commonplace. Roughnecks like Arabul Islam, Anubrata Mandol, Manirul Islam, Arup Chakraborty, and even ministers like Madan Mitra and Jyotipriya Mullick rule. ......

    In just three years the Trinamool has reached the level of impunity and shameless goondaism that the Left Front took three decades to master.
    https://www.deccanchronicle.com/140705/commentary-columnists/article/bengal-joy-paribartan-over
  • dd | 59.205.217.18 | ২১ মে ২০১৮ ০৯:০০374599
  • এরকম "ভোট" আর নির্লজ্জ একতরফা রেজাল্ট হয়েছিলো ৭২এ। জ্যোতিবাবু ও আরো অনেকে ভোট শুরু হবার কিছু পরেই উইথ্ড্র করে নেন। তাতে বয়ে গ্যাছে।

    ইমার্জেন্সীর পরের ভোটেও বহু বহু বুথে এরকম হামলা হয়েছিলো। প্রচুর রি পোল হোলো। কংরেস হেরে ভুত।

    সেই কংরেস এখন বন্ধু। আর তাদের ছায়াসংগী সিপিআই তো কমরেড।

    সবই হয় রে প্যালা। এখন থেকেই একে তাকে বেশী গাল দিয়েন না, কে যে আবার কমরেড হয়ে যান কে জানে।
  • PT | 125.187.56.124 | ২১ মে ২০১৮ ০৯:১২374600
  • আরো কিছু হয় টেনিদা...সেটাও উল্লেখ করলে ভাল হত।

    কংগ্রেস নিজের পাপের ভারে নিজেই অবনত। এখন দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়াচ্ছে গাঁটবন্ধনের জন্য। আর পব থেকে বামেদের উৎখাত করার খেলায় মদত দিতে গিয়ে নিজেরা কপ্পুর হয়ে গিয়েছে।
    কাজেই এই কংগ্রেস আর সেই কংগ্রেস এক নয়।
    অন্যদিকে জরুরী অবস্থার বিরুদ্ধে লড়াই করা জনতা পার্টি আর বাবরি ও গোধরা পরবর্তী বিজেপিও এক নয়।
    কোনকালে তিনোরাও যদি অন্য কারো হাতে পেঁদানি খেয়ে সিধে হয় (এখন যেটা অসম্ভব মনে হচ্ছে) তখন তাদের চরিত্রও বদলাবে।

    এটা যারা বুঝতে পারে না তাদের রাজনীতির আলোচনাতে অংশ না নেওয়াই মঙ্গল।
  • quark | 204.12.169.226 | ২১ মে ২০১৮ ০৯:২৬374601
  • শেষ লাইনটা না থাকলেও চলত।
  • sm | 52.110.151.215 | ২১ মে ২০১৮ ০৯:২৯374603
  • সেই সি পি এম ও আর নেই রে!
    সেই রামই নেই তো রামরাজ্য!
  • PM | 56.152.100.168 | ২১ মে ২০১৮ ১২:৪১374604
  • "সেই কংরেস এখন বন্ধু। আর তাদের ছায়াসংগী সিপিআই তো কমরেড।"

    এই সুত্র মেনে চল্লে নিচের জিনিশ্গুলো হবে -

    ১। ব্রিটেনের সাথে ভারতের কুট্নৈতিক সম্পর্ক থাকবে না-২০ বছরের অত্যাচরের কথা মাথায় রেখে

    ২। ৭১ এর যুদ্ধে আমেরিকা বিরোধিতা করেছিলো-- মায় ৭ম নৌবহর ও পাঠিয়েছিলো। তাই ওদের সাথেও মুখ দেখাদেখি বন্ধ
    ৩। পাকিস্তানের সাথে তো কোনো সম্পর্ক থ্হাকতেই পারে না
    ৪। নাদির শাহ আফগানিস্তান থেকে এসে লুটেছিলো তাই আফগানিস্তান ও দুশ্মন
    ৫। একি সুত্রে পর্তুগিজ, ডাচ ফরাসী রাও শত্রু
    ৬। বর্গিরা এককালে নিয়ম করেবাংলা লুটতো, তাই মারঠি রা আমাদের চিরশত্রু হবে

    আরো পেছনো যায়। ডিডি দা এসবেতে এগ্রি করবেন তো ?
  • kanthal gach | 174.100.151.63 | ২১ মে ২০১৮ ১২:৪৪374607
  • দাড়ি বাড়তে বাড়তে বীচিতে ঠেকেছে। সাথে প্রবল আবেগমিশ্রিত বেগ।
  • PM | 56.152.100.168 | ২১ মে ২০১৮ ১২:৪৪374605
  • "সেই কংরেস এখন বন্ধু। আর তাদের ছায়াসংগী সিপিআই তো কমরেড।"

    এই সুত্র মেনে চল্লে নিচের জিনিষ গুলোও মানতে হবে ---

    ১। ব্রিটেনের সাথে ভারতের কুট্নৈতিক সম্পর্ক থাকবে না-২০০বছরের অত্যাচরের কথা মাথায় রেখে

    ২। ৭১ এর যুদ্ধে আমেরিকা বিরোধিতা করেছিলো-- মায় ৭ম নৌবহর ও পাঠিয়েছিলো। তাই ওদের সাথেও মুখ দেখাদেখি বন্ধ
    ৩। পাকিস্তানের সাথে তো কোনো সম্পর্ক থ্হাকতেই পারে না
    ৪। নাদির শাহ আফগানিস্তান থেকে এসে লুটেছিলো তাই আফগানিস্তান ও দুশ্মন
    ৫। একি সুত্রে পর্তুগিজ, ডাচ ফরাসী রাও শত্রু
    ৬। বর্গিরা এককালে নিয়ম করেবাংলা লুটতো, তাই মারঠি রা আমাদের চিরশত্রু হবে

    আরো পেছনো যায়। ডিডি দা এসবেতে এগ্রি করবেন তো ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন