এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ১৪৬২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.164.94.87 | ২২ মে ২০১৮ ১৫:৩৫374673
  • ছি ছি! এখানে ট্রোলচর্চা কারা করছে? কাদের এতো সাহস? তার চেয়ে সুতো গোটানোর কাজে মন দেওয়া ভালো।
  • PT | 213.110.242.23 | ২২ মে ২০১৮ ১৬:২২374675
  • কিন্তু এইসব আমড়াগাছী সত্বেও সত্যি কথাটা হল যে ফিনল্যান্ড নাৎসিদের সহযোগী হয়েছিল সোভিয়েত দখলের চেষ্টায়, কিন্তু পূর্ব ইওরোপ দখল না করেই ৮৭২ দিনের অবরোধ সোভিয়েতরা তাদের মাটিতেই জিতেছিল!!
  • modi | 186.126.252.12 | ২২ মে ২০১৮ ১৭:১৩374676
  • " নইলে স্তালিনের থেকে বড় সাম্রাজ্যাবাদি গত শতাব্দীতে আর একজনই ছিলেন ।"

    আ-আ!! এটা কি সেই যাদের সাম্রাজ্যে সূর্য্য অস্ত যেত না তাদের কথা বলা হল? নাকি দু'দিকে সমুদ্র দিয়ে ঘেরা তাদের উত্তরসূরীর কথা বলা হল?
  • PM | 56.152.100.168 | ২২ মে ২০১৮ ১৭:৫০374677
  • পঃবঃ এর ভয়ন্কর পরিস্থিতির কথা আলোচনা হলেই লোকে আগে ৩৪ বছর অর এখন চেকোস্লোভাকিয়া , রাশিয়া, আমেরিকার ১০০ বছরের ইতিহাস টেনে আনছে --- ভালো ভালো। ৩৪ বছর টা মনে হয় ডিমিনিশিঙ্গ রেট অফ রিটার্নের ধাকায় পড়েছে।

    কিন্তু পিটি বাবু এতো সহজে ফাদে পা দেন কেনো?
  • sm | 52.110.149.197 | ২২ মে ২০১৮ ১৭:৫৮374678
  • মিথ্যুক, এর কথায় কান দেবেন না।
  • PT | 213.110.242.16 | ২২ মে ২০১৮ ১৯:১৫374679
  • @PM
    আমি তো dd-দার "`জার্মানী যখন ৪১ পর্যন্ত্য একের পর এক দেশ খেয়ে নিচ্ছেন তখন রাশাও সমানতালে যোগ দিয়েছে। পোল্যান্ড আদখানা খে নিলেন। " বক্তব্যের প্রেক্ষিতে এট্টু ইতিহাস চর্চা করার চেষ্টা করছিলাম মাত্র।

    খ্যাল করে দেখবেন যে এদেশে লক্ষণের দাদা গুহ থেকে শুরু করে হগ্গল পন্ডিতই সোভিয়েতকে যখন গাল দেয় তখন হিটলার ছাড়া বাকি ইওরোপের হাড় বজ্জাত নেতাগুলোকে আলোচনায় আনেনা। যেন একরাশ হুরি-পরী বেষ্টিত ইউরোপে হঠাৎই স্ট্যালিন আর হিটলার তান্ডব নেত্য শুরু করে দিয়েছিল। আর তখন যদি তাদের মনে করিয়ে দেওয়া হয় যে আরে বাপু ছোট্ট একটা দ্বীপের রাণী আমাদের বংশ পরমপরায় লাথাচ্ছে আর ফ্রান্স একদিকে আফ্রিকার কেলে-কুচ্ছিত মানুষগুলোকে কচমচ করে চিবিয়ে খাচ্ছে আর অন্যদিকে ইন্দো-চায়নার পিন্ডি চটকাচ্ছে। তখন তারা রেগে-মেগে সাগর পার থেকে গণতন্ত্রের ধ্বজাধারীকে এনে হাজির করে যারা নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ২০ মিলিয়ন মানুষকে জবাই করেছে!!

    পোল্যান্ড ভাগ করে খেয়ে ফেলা খুব খারাপ কিন্তু আমাদের মনিবরা করেছে বলে চেকোস্লোভাকিয়া ভাগ করাটা হালাল অতএব আলোচনার যোগ্য বিষয়ই নয়।
  • dc | 132.164.94.87 | ২২ মে ২০১৮ ১৯:১৮374680
  • এবার হোয়াটঅ্যাবাউটরির সুতো খোলা শুরু হয়েছে। লাটাই এর অফুরান সাপ্লাই।
  • lcm | 109.0.80.158 | ২২ মে ২০১৮ ১৯:৫৩374681
  • মোদিজি,
    খেয়াল করো নি বোধহয়, লিখেছিলাম - "গত শতাব্দীতে মার্কিন এবং সোভিয়েত সাম্রাজ্যবাদ তো ইতিহাস।" -- গত শতাব্দীর দুই সাম্রাজ্যবাদী কারা বোঝা যাচ্ছে। চন্দ্র-সুর্যের মতন পরিষ্কার।

    পিএম,
    হঠাৎ "পছন্দের" ইতিহাসের কিছু নমুনা দেখে এই থ্রেডে লিখতে শুরু করলাম, নইলে পশ্চিমবঙ্গের বর্তমান অব্স্থার মূল কারণ তো অন্য টই-তে ব্যাখা হয়ে গেছে, তুমি বোধহয় খেয়াল করো নি। ওবামা শাঁওলি মিত্র-কে ওয়েস্টার্ন ইউনিয়ন-এর থ্রু দিয়ে দিয়ে মাসে মাসে ডলার পাঠাতেন, তাই পেয়ে না শাঁওলি গুল মারলেন যে নন্দীগ্রামে নদীতে লাশ ভাসছে, আর তাতেই না সিপিএম হারল, আর তাই না পশ্চিমবঙ্গের বর্তমান এই অবস্থা।
    এরে কয় ইন্ডাকটিভ রিজনিং।
  • lcm | 109.0.80.158 | ২২ মে ২০১৮ ২০:১১374682
  • গণতন্ত্র আবার কোথা থেকে এল, লিখেছিলাম - "...আল্টিমেটলি স্তালিন পূর্ব ইউরোপ-টা খেয়ে নিয়েছিলেন। পশ্চিমে আসতে চেয়েছিলেন, কিন্তু পারলেন না, কোথা থেকে ইউএস যুদ্ধে এসে ঢুকে পড়ল বলে..." ।

    এতো যুদ্ধের গপ্পো, এখানে গণতন্ত্র তো নাই। পছন্দ অপছন্দ - কোনো ভার্সানেই নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপের মাটিতে ইউএস এর বিলম্বিত প্রবেশ, মিত্রশক্তির জয় - এবং ফলত, একটি ব্যালান্স অফ পাওয়ার তৈরি হয় - এ তো ইতিহাস। এর সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই। অবশ্য "পছন্দের" ইতিহাসের ইন্টারপ্রিটেশন অমন উল্টোপাল্টা হয়।
  • lcm | 109.0.80.158 | ২২ মে ২০১৮ ২০:২০374685
  • আমড়াগাছি সংক্রান্ত প্রশ্ন কি চলবে?
    উহা কি কোনো জায়গার নাম - বামনগাছির কাছাকাছি?
  • T | 129.74.180.59 | ২২ মে ২০১৮ ২০:২৫374686
  • মুহম্মদ খসরুকে দেওয়া ঋত্বিক ঘটকের ইন্টারভিউ যা বাংলাদেশ চলচ্চিত্র সংসদের চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা "ধ্রুপদী"র চতুর্থ সংকলনে প্রকাশিত হয়। ১৯৭৭ সালে। অংশবিশেষ,

    মুহম্মদ খসরুঃ কিন্তু তার অভিযোগটা খুব বড় করে দেখানো হয়েছে।

    ঋত্বিক ঘটকঃ সেটা আনন্দবাজার পত্রিকা গ্রুপ। Because he works in আনন্দবাজার। তারা ওটা নিয়ে নাচানাচি করেছে। তাতে কিছু যায় আসে না। আমাদের দেশের চলচ্চিত্র আন্দোলনের কিস্সু যায় আসে না। আনন্দবাজার তো হচ্ছে একটা fascist organisation. Fascist ও নয় CIA agent।

    মুহম্মদ খসরুঃ এটা কি Off the record না কি?

    ঋত্বিক ঘটকঃ Off the record কেন, on the record. I shout from the house tops, from the house tops to the streets। আজকে তোমাদের এখানে off the record করতে যাব কী জন্য?
  • dc | 132.164.94.87 | ২২ মে ২০১৮ ২০:২৭374687
  • উফ, আর সবাই দূরে কিন্তু একজন ভয়ের এক্কেবারে সামনসামনি দাঁড়িয়ে।
  • cm | 37.62.199.241 | ২২ মে ২০১৮ ২২:০৪374688
  • সন্দ হতিছে, লসাগু বোধহয় অ্যাকশন আর রিঅ্যাকশনের ফারাক করেননা। এ বক্তব্য সাম্রাজ্যবাদ প্রসঙ্গে।
  • PT | 213.110.242.7 | ২২ মে ২০১৮ ২২:১৮374689
  • রেণুবালা তো দাঁড়িয়েই সরাসরি ভয়ের সামনে।
    "বুঝলে দাদা......মুসলমান তিনোমুলগুলা খালি কুরকুর করতিছে, কাকে মারবে, কাকে মারবে। বাঙালী তিনোমুলগুলা অতটা না। তারপরে পুলিশ বন্দুক উপরে করে গুলী ছুঁড়তে সব পালাল....কিন্তু আমার বাপের বাড়ির গেরামে তিনোমুল, সিপিএম, বিজেপি মিলে ঝা মারামারি....পুলিশগুলান পাইলে গেছে।"
    Date:16 May 2018 -- 04:59 PMঃ (বৃহৎ ইতিহাস নিয়ে ব্যস্ত থাকায় এইসব ছোটখাটো খপর পড়ার সময় হয়নি বোধহয়।)
    রোজ ঘর ঝাঁট-পোঁছ করার সময় সে তার ভয় ভাগ করে নেয় আমার সঙ্গে।

    আর বেশীর ভাগ বাঙ্গালী পন্ডিত ইওরোপের ইতিহাস চর্চা করার আগে যেন একবার প্রখর শীতকালে লেনিনগ্রাদের (এখন সেন্ট পিটার্সবার্গ) ঐ বধ্যভূমিতে গিয়ে ঘন্টাখানেক দাঁড়িয়ে আসে। কোন পোশাক গায়ে, কোন খাদ্য খেয়ে রাশিয়ানরা লড়েছিল সেসব ভয়ের বিভৎসতা ওখানকার স্থানীয় মিউসিয়মে রাখা আছে। সোভিয়েটের পতনের পরে, কিংবা ঘোর স্ট্যালিন বিরোধীরাও সেই ইতিহাসকে গৌরবের সঙ্গে স্মরণ করে।

    কিন্তু স্ট্যালিন পশ্চিমে আসতে চেয়েছিলেন? ঠিক কতদূর?
  • Du | 218.54.86.249 | ২২ মে ২০১৮ ২২:২৭374690
  • রাশিয়ার পেছনে লাগা এখনও চলছে। স্ট্যালিন নেই, সমাজবাদও নিপাত গেছে, তাও। সন্দেহ হয় এটা অন্যরকম বিদ্বেষের গল্প।
  • PM | 56.152.100.168 | ২২ মে ২০১৮ ২২:৪৪374691
  • কদিন বাদে শোনা যাবে সিরিয়ায় পুতিনের হস্তক্ষেপ ও নয়া সাম্রাজ্য বাদ
  • lcm | 179.229.10.174 | ২২ মে ২০১৮ ২৩:১৯374692
  • ব্যাপারটা এত জটিল কিছু নয়।

    ধরুন কেউ আপনাকে বলল, পশ্চিমবঙ্গের নির্বাচনে সিআইএ বা কেজিবি বা দাউদ-এর হাত আছে।

    আপনি বিস্ময় প্রকাশ করলেন - ধুস্‌, বাজে কথা।

    ব্যস্‌ --- আপনি তখন থেকে সিআইএ-এর দালাল, বা কেজিবি-র এজেন্ট, বা দাউদের থেকে টাকা খান।

    খুব সিম্প্‌ল ব্যাপার।

    তো এই হচ্ছে তক্কের নমুনা - অবশ্য, অনলাইন-অফলাইন সব জায়গাতেই একই ব্যাপার।
    ---
  • lcm | 179.229.10.174 | ২২ মে ২০১৮ ২৩:৩০374693
  • সিএম,
    অ্যাকশন-রিঅ্যাকশন এর কথা আর আপাতত বিশেষ বলছি না - কিছুদিন আগে একজনের সঙ্গে তার অ্যাকশন(গোধরা)-রিঅ্যাকশন(গুজরাট রায়ট) এর যুক্তি নিয়ে সামান্য তক্কো হয়... তিনিও আমাকে সিআইএ-এর দালাল... আইসিস সমর্থক এবং চিনের এজেন্ট বলেছিলেন, চেনাজানা তো, তাই একদম মুখের ওপর নয়, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে অনেকবার করে।
  • Du | 182.56.7.101 | ২২ মে ২০১৮ ২৩:৩৪374695
  • S | 194.167.2.96 | ২৩ মে ২০১৮ ০২:৩২374696
  • যেসকল মুলোপন্থীরা পরিবর্তিত পস্চিমবঙ্গে ঠিকভাবে ভোট প্রক্রিয়া হবে এবং গণতন্ত্রের ধ্বজা উড়বে ভেবেছিলেন, তারা সমস্বরে ব্যা-অ্যা-অ্যা করুন।
  • Atoz | 161.141.85.8 | ২৩ মে ২০১৮ ০৩:০৬374697
  • কিন্তু ওই ওঁরা? গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি? তাঁরা কিছু করছেন না এই প্রহসনের প্রতিবাদে?
  • PT | 213.110.242.19 | ২৩ মে ২০১৮ ০৯:০৫374698
  • একদিকে অম্বিকেশী দাওয়াইএর নিশ্চয়তা আর অন্যদিকে বঙ্গবিভূষণ থেকে দেশিকোত্তমর মায়াহরিণ। সেসব ভুলে কে আবার পোতিবাদের ঝ্ঞ্ঝাটে যায়?
  • lcm | 109.0.80.158 | ২৩ মে ২০১৮ ১১:৪৯374699
  • দু,
    অন্যরকম বিদ্বেষ - সেটা কি ব্যাপার? গত শতাব্দীতে মার্কিন ও সোভিয়েত সাম্রাজ্যবাদের ইতিহাস তো সর্বজনবিদিত।
  • lcm | 109.0.80.158 | ২৩ মে ২০১৮ ১১:৫৩374700
  • পিএম,
    কিন্তু, পুতিন কে নিয়ে তো কথা হচ্ছে না। তাতিন কে নিয়েও না। স্তালিন-কে নিয়ে হচ্ছে। সোভিয়েত সাম্রাজ্যবাদ - কথাটা কি ভুল, শুধু মার্কিন সাম্রাজ্যবাদ মনে রাখব, আর বাকিটা ভুলে যেতে বলছ, তুমিও "পছন্দের" ইতিহাস পড়তে বলছ ঃ-)
  • T | 121.65.63.42 | ২৩ মে ২০১৮ ১২:০৯374701
  • পুঁজিবাদ শিবির যদি সোভিয়েত সাম্রাজ্যবাদ এর কতা তোলে তো বাম শিবির আম্রিগান সাম্রাজ্যবাদের কতা তুলবে। এই তো সামান্য ব্যাপার। অ্যাকশন ও রিয়াকশন।
  • . | 222.76.254.98 | ২৩ মে ২০১৮ ১২:১৪374702
  • এই লসাগুরা বহু বছর আমেরিকায় থেকে মার্কিন মিডিয়ার গপ্প শুনে আর ম্যাগাজিন পড়ে স্তালিনকে দানব বলে। কিন্তু রেগান থেকে বুশ হয়ে আজকের ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলতে এদের প্রেক্ষিত এসে যায়।
  • cm | 37.62.107.48 | ২৩ মে ২০১৮ ১২:২৬374703
  • তা বটে, ভিয়েতনাম আর আম্রিগা যে একই মহাদেশে সে কথা অস্বীকার করার জায়গা নেই।
  • lcm | 109.0.80.158 | ২৩ মে ২০১৮ ১২:২৮374704
  • ডট,
    তুমি হয়ত আমার আগের অনেক পোস্ট এখানে দেখো নি। মার্কিন সাম্রাজ্যবাদের রক্তক্ষয়ী অমানুষিক নৃশংসতা নিয়ে অনেক আলোচনা করেছি এখানে, বুশ-চেনি, ইরাক ওয়ারের সময় কত কথাই হয়েছে।

    কিন্তু এই যে লোকজন স্টিরিওটাইপিং করে - দিস ইজ হোয়াই পিপ্‌ল আর ইন্টারেস্টিং।

    মানে - তোমাকে সাইড নিতে হবে - হয় ওদিকে নয় এদিকে।
  • lcm | 109.0.80.158 | ২৩ মে ২০১৮ ১২:৩৩374707
  • সিএম,
    তাহলে তুমি বলতে চাইছ যে অ্যাক্রশ কন্টিনেন্ট হলে সেটা সাম্রাজ্যবাদ, আর একই মহাদেশের মধ্যে হলে তেমন কিছু নয়। মানে, নিকারাগুয়ায়, গুয়াতেমালায় যা হয়েছে সেগুলো তাহলে সাম্রাজ্যবাদ নয়। যাক, একটু অন্যরকম "পছন্দের" ইতিহাস হল ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন