এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ১৪৬২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 194.167.2.96 | ২৫ মে ২০১৮ ১০:৩৪374874
  • লসাগুদা দুটই কিন্তু সত্যি কথা।

    একদিকে ট্রাম্প ও এই সরকারকে নিজে মজা করা এখন ন্যাশনাল পাসটাইমে পরিণত হয়েছে (ফক্স নিউজ ভিউয়ার্স ছাড়া যারা অবশ্যি আম্রিগার পপুলেশনের ৪০%), সেটা যেমন সত্যি কথা।

    অন্যদিকে এটাও সত্যি যে আপনি একটা সোশাল মিডিয়া চ্যানেল খুলে সেখানে ক্রমাগত আমেরিকান পলিসিগুলোর সিরিয়াস সমালোচনা করলে ঝামেলায় পড়তে পারেন। বিশেষ করে তার আগে যদি মিডল ইস্টে একবছর কাটিয়ে আসেন। একথা আমাকে এক আম্রিগান সাহেবই বলেছিলো।
  • modi | 195.220.101.7 | ২৫ মে ২০১৮ ১০:৪৮374875
  • দূরে বসে ঠিক বোঝা যায় না। যেটা মনে হয়, আমেরিকায় কোন পার্টি, সরকার বা প্রেসিডেন্টের সমালোচনা করলে খুব অসুবিধা নেই। কিন্তু ক্যাপিটালিজমের সমালোচনা, বা সোশ্যালিস্ট/কমিউনিস্ট কথাবার্তা বললে মুশকিল আছে। ট্রাম্প খারাপ, লোকে তেমন কিছু মনে করবে না। কিন্তু সকলের জন্য চিকিৎসার সুযোগ চাই বললে লোকে সোশ্যালিস্ট কথা বলছে বলে খিস্তি দেবে। বেশী বললে অন্য অসুবিধাও হতে পারে। আর মিলিটারী নিয়ে বেশী বলতে মনে হয় অনেকেই ভয় পায়।

    অর্থাৎ, ব্যক্তি প্রেসিডেন্টের সমালোচনা ঠিক আছে। কিন্তু আমেরিকান ডিপ স্টেটের সমালোচনা বেশী করলে ঝামেলা হতে পারে।
  • S | 194.167.2.96 | ২৫ মে ২০১৮ ১০:৫৬374876
  • এইযে টকশো হোস্টরা রোজ রাত্রে বসে ট্রাম্পকে ধোয় (বা আগে ফক্স নিউজ ওবামার সবেতেই খারাপ দেখতো) সেটা কিন্তু পার্টি লাইন ধরে দুদিক দুদিককে গালি দেয়। কিন্তু আমেরিকান এজ ওল্ড পলিসিগুলো নিয়ে কেউ কথা বলেনা যেগুলোতে সমর্থন দুদিকেই আছে। খুব বড় রেবেলরাও আস্তে করে কাটিয়ে দেয়।

    সবজায়্গাতেই তাই। আপনি ইন্ডিয়াতে বসে যাই বলুন ইন্ডিয়ার পাকিস্তান পলিসির সমালোচনা করতে পারবেন? কাশ্মীর নিয়ে আলোচনা করতে পারবেন? এই গুরুতে বসে কেউ গোর্খাল্যান্ড চাইতে পারবেন?
  • sm | 52.110.150.201 | ২৫ মে ২০১৮ ১১:০৩374877
  • গোর্খাল্যান্ড তো অনেকেই চেয়েছে। স্বপক্ষে কত লিখেছে, এই গুরুতেই।
  • সিকি | 158.168.40.123 | ২৫ মে ২০১৮ ১১:০৬374878
  • কাশ্মীর নিয়ে শুধু আলোচনা নয়, রীতিমত বইও বেরিয়েছে গুরু থেকে। শুধু গুরু নয়, ভারতে বসেই ভারতের পাবলিকেশন থেকে কাশ্মীরের ওপর এমন এমন বই প্রকাশিত হয়েছে। যেগুলো ভারত স্টেটের গলা দিয়ে খুব সহজে নামবে না। এক নয়, একাধিক বই। আফজল গুরুকে নিয়েও। ভারতের পাকিস্তান পলিসি নিয়েও। গাঁতিয়ে, গুছিয়ে সমালোচনা হয়েছে। বড় বড় বই আছে।
  • S | 194.167.2.96 | ২৫ মে ২০১৮ ১১:১৮374879
  • যদিও সেটা কথাটার উদ্দেশ্য ছিলোনা। উদ্দেশ্য হলো এইসব কথা লিখলে ঝামেলায় পড়ার সম্ভাবনা বাড়ে। বিশেষ করে যদি আপনার কথা জনসমাজ ক্রমশঃ মানতে শুরু করে এবং সেই নিয়ে আরো আলোচনা হয়। মোদির সমালোচনা করেছিলো বলে প্রণয় রায়ের বাড়িতে রেইড হয়েছিলো। আমি আপনি করলে কি হতে পারেনা সেটাই ভাবছি।

    সেইসব বইতে কোথাও পাকিস্তানকে ভারতের থেকে বেটার বলা হয়েছে? বলা হয়েছে যে সত্যিই পাকিস্তানকে কাশ্মীর দিয়ে দেওয়া উচিৎ বা এইধরনের কিছু? বলা হয়েছে যে পাকিস্তান যেটা চাইছে মানে ভারতের টুকরো হোক, সেটা ঠিক কথা? এক্জন ভারতীয় মুসলমান সেইরকম দাবী করে বই লিখলে বা ক্রমাগত কথা বললে কি কি ঝামেলা হতে পারে সেই সম্বন্ধে আইডিয়া আছে আশা করি।

    কাশ্মীর সংক্রান্ত গুরুর বইয়ের কনক্লুশনটা কি, জানতে চাই?
  • S | 194.167.2.96 | ২৫ মে ২০১৮ ১১:২৮374880
  • বই লেখা ভুলে যান। আপনি আপনার অফিসের গ্রুপ ইমেইলে ভারতের বাংলাদেশ পলিসি আর পাকিস্তানের কাশ্মীর পলিসি ইকুয়েট করে দেখুন কি অবস্থা হয়।
  • T | 113.211.20.203 | ২৫ মে ২০১৮ ১১:৩৬374882
  • হ্যাঁ, বইপত্রের অ্যাকাডেমিক দুনিয়ার কথাবার্তার বাইরে কেস খুবই খারাপ এতে কোনো সন্দেহই নেই। তবে রাণা আয়ুবও বই লিখে বিপদে পড়েছেন। ফেবু ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় কিছু লিখলে লিঞ্চিং থেকে শুরু করে দাঙ্গা অবধি হয়ে যাচ্ছে।
  • S | 194.167.2.96 | ২৫ মে ২০১৮ ১১:৩৬374881
  • সিকি, আপনি আমার কথার বিরোধিতা করতে গিয়ে আমার পয়েন্টের সমর্থনেই একটা উদাহরণ দিয়ে দিয়েছেন। আমি আর বেশি কিছু বলবোনা।
  • সিকি | 158.168.40.123 | ২৫ মে ২০১৮ ১২:১৫374884
  • আমার অফিসে রাজনীতি বিদেশনীতি ইত্যাদি নিয়ে কোনও রকমের আলোচনা হয় না। অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে কেবলমাত্র প্রজেক্টের বিষয় নিয়ে ডিসকাশন হয়, অফলাইন কোনও টপিক নিয়েও আলোচনা হয় না। সুতরাং এর বাইরে অফিসে কীভাবে এই সব প্রসঙ্গ পাড়া যেতে পারে, আমি জানি না।
  • S | 194.167.2.96 | ২৫ মে ২০১৮ ১২:১৮374885
  • অফিসটা একটা উদাহরণমাত্র। যাগ্গে।
  • সিকি | 158.168.40.123 | ২৫ মে ২০১৮ ১২:২০374886
  • শুনুন বড় এস,

    ভারত বাংলাদেশ পাকিস্তান ইত্যাদি নিয়ে আলোচনা করার আগে একটা বেসিক জিনিস ক্লিয়ার করে নেওয়া দরকার। স্টেট আর নেশন - দুটো এক জিনিস নয়। দুটোর নেচার আলাদা, ভৌগোলিক দেশটার ওপরে দুটোর ইমপ্যাক্ট আলাদা রকমের হয়।

    আমার চারপাশে - অফিসে, বা পাড়ায় - মূলত এমন একজনও দেখি নি যে বা যারা স্টেট আর নেশনের মধ্যে তফাত বুঝতে পারে। প্রশ্ন যখন এই সহজ সরল গোল গোল টপিকে ঘুরতে থাকে - পাকিস্তানকে কাশ্মীর দিয়ে দেওয়া উচিত কিনা বা ভারতের টুকরো হয়েছে বলা ঠিক কিনা - আমি সেখানে নিজেকে আর এনগেজ করি না। আলোচনার জন্য একটা কমন প্ল্যাটফর্ম দরকার হয়, কিছুটা পড়াশোনা - একটা লেভেল পর্যন্ত। প্ল্যাটফর্মটা আলাদা হয়ে গেলে খিল্লিই পড়ে থাকে, সিরিয়াস ডিসকোর্সে যাওয়া যায় না।
  • S | 194.167.2.96 | ২৫ মে ২০১৮ ১২:৪০374887
  • স্টেট আর নেশন - দুটো এক জিনিস নয়, এটা সবাই জানে। আপনার আশেপাশের লোকেরা কেন জানেনা, তা বলতে পারবোনা। তারা বোধয় নেশন-স্টেটের আইডিয়াতেই অভ্যস্ত।

    কিন্তু সেটা এই আলোচনার মুল বিষয়বস্তুই নয়। কথা হলো স্টেটের এগেইনস্টে খুব বেশি কথা বললে (যে কথায় সাবস্ট্যান্স আছে এবং যা লোকের মত বদ্লাতে পারে), আপনাকে ফাঁসানোর চান্স বাড়বে। আপনি নিস্চই ডেভিড কেলি আর ভ্যালেরি প্লেমের কথা জানেন।
  • S | 194.167.2.96 | ২৫ মে ২০১৮ ১২:৪৩374888
  • আপনিও তো একটা উদাহরণ প্রায় দিয়েছেন। কাছাকাছি।
  • PT | 213.110.242.22 | ২৫ মে ২০১৮ ১৪:২৫374889
  • কে স্টেট, কে নেশন আর কে ব্যক্তি? ভয়, শুধু ভয় ঘনিয়ে আছে......খ্যাল করে দেখুন যে শুধু প্রধানমন্ত্রী আর জাতীয় সঙ্গীতে থামেনি প্রশ্নবাণ। যারা থাপ্পর মারছে তারা গোধরা থেকে কত দূরে বসে ভয় দেখাচ্ছে?

    "প্রধানমন্ত্রী কে? ঠিক উত্তর মিলল না। ...জাতীয় সঙ্গীত কী? উত্তর এল, ‘‘জানি না ঠিক।’’ সঙ্গে সঙ্গে সপাটে এক চড়।.....
    "‘পশ্চিমবঙ্গের সিএম কে’?".....সঠিক উত্তর দিলেন। শুনে আক্রোশ আরও বাড়ল। চড়থাপ্পড় আর অকথ্য গালাগালি।
    https://www.anandabazar.com/state/west-bengal-news-muslim-man-abused-and-beaten-for-not-knowing-pm-modi-s-name-1.805303?ref=hm-ft-stry-center-1
  • b | 135.20.82.164 | ২৫ মে ২০১৮ ১৪:৩৪374890
  • গা শিউরে ওঠে।
  • Ekak | 53.224.129.52 | ২৫ মে ২০১৮ ১৪:৪১374891
  • এই কেস টা এফআইআর হয়েছে । অপরাধীর শাস্তির অপেক্ষায় ।
  • PT | 213.110.242.15 | ২৬ মে ২০১৮ ১০:৫৮374892
  • oooooopssss......!

    According to a stunning new report by the Victims of Communism Memorial Foundation, one-third of Millennials (32%) “believe more people were killed under George W. Bush than under Joseph Stalin.” And it isn’t just those silly Millennials that we like to view as clueless. One in four Americans generally (26%) believe more people were killed under Bush than Stalin.

    .......Thus, it’s not surprising that close to half (45 percent) of Americans aged 16 to 20 (first-time voters in this presidential election) said they would vote for a socialist, and 21 percent would vote for a communist.

    অতএব ঢালধারীরা নেমে পড়েছে লাশ গুনতে.......আর মোটেই আশ্চজ্জির বিষয় নয় যে এই লেখাটিতে ভিয়েতনামের নাম গন্ধ নেই কিন্তু কম্বোডিয়া আছে!!!!! একেই বোধহয় বলে নির্মোহ ইতিহাস চর্চা।
    https://www.cnsnews.com/commentary/dr-paul-kengor/bush-killed-more-stalin-profound-ignorance-communism-thanks-failed
  • S | 194.167.2.96 | ২৬ মে ২০১৮ ১১:০৯374893
  • আম্রিগার পলিটিক্স নিয়ে টইটা হলে এখনে অনেক কিছু লিখতাম। কিন্তু .....
  • PT | 213.110.242.15 | ২৬ মে ২০১৮ ১১:২৬374895
  • লিখুন, লিখুন আলাদা টই খুলে। আমরা যারা ভয়ের খুব কাছে ও পোকিত গনতন্ত থেকে অনেক দূরে থাকি তাদের জ্ঞানচক্ষু ঝক্কাস করে খুলে যায়।
  • dc | 120.227.243.89 | ২৬ মে ২০১৮ ১১:৪৬374896
  • :d
  • s | 183.226.51.50 | ২৬ মে ২০১৮ ১১:৪৭374897
  • পিটিদাদাঃ
    সেরকমটাই ব্যাপার ৮০০ দিনের অবরোধ প্রসঙ্গে। কোন নমনীয় ব্যক্তি সেই সময়ে সোভিয়েতে ক্ষমতায় থাকলে ঐ অবরোধ গড়ে তোলা আদৌ সম্ভব হত কিনা কে জানে।
    ----------------------------
    এইটা দাদা এক্কেবারে ভুল কথা। স্টালিন সে সময়ে নিজে মস্কো ছেড়ে পালাবার ধান্দা করছিল (ছিলেন লিখতে পারলাম না)। জিনিসপ্ত্র (এক্ষেত্রে গোপনীয় নথি টথি) গোছগাছ হয়ে গেছিল, ট্রেনও রেডী ছিল। স্ট্যালিন শেষ মুহুর্তে মত বদলিয়ে মস্কোতে থাকার সিদ্বান্ত নিয়েছিল।
    এটা স্টালিনের ওপর একটা ডকুতে দেখেছিলাম।
    এই লিন্কটাও দিলাম।
    http://ww2history.com/key_moments/Eastern/Panic_in_Moscow
    By October 1941 the situation for the Soviet Union looked desperate. At the start of the month the 3rd and 4th Panzer armies had joined together to create a massive encirclement around the town of Vyazma, west of Moscow, with the Germans trapping five Soviet armies. And together with the German victory at the nearby town of Bryansk, more than 600,000 Red army soldiers were captured. The road to the Soviet capital now seemed open to the Germans.

    Moscow was defended by less than 100,000 troops and preparations were being made to move the government east, to Kuibyshev on the Volga. A secret document (no. 34) from the State Defence Committee, dated 15 October 1941, records that it had been decided ‘To evacuate the Presidium of the Supreme Soviet and the top levels of Government… (Comrade Stalin will leave tomorrow or later, depending on the situation)… In the event of enemy forces arriving at the gates of Moscow, the NKVD – Comrade Beria and Comrade Shcherbakov – are ordered to blow up business premises, warehouses and institutions which cannot be evacuated, and all Underground railway electrical equipment.’i

    Anastas Mikoyan, a member of the Soviet Politburo, later said that Stalin had told him on 15 October that he intended to leave the Soviet capital. Crucial communications equipment and documents were taken from the Kremlin and packed on board Stalin’s train, waiting at Moscow station. On the night of 16 October, key personnel were told to leave their offices and prepare to flee. ‘There was a car waiting outside [the Kremlin],’ recalls Nikolay Ponomariev, Stalin’s telegraphist. ‘We were driven away. Moscow was completely dark. The weather was wet. I saw we were heading for the railway station. I saw the armoured train and Stalin’s guards walking to and fro on the platform. It became clear to me that I would have to wait for Stalin and go into evacuation with him.’

    তবে চার্চিল যে তিলে ধ্যামনা এ বিষয়ে আপনার সংগে সম্পূর্ণ একমত। রানীর তো কোন ক্ষমতা নেই তাই আলাদা করে আর খিস্তি দিলাম না। চার্চিল তো স্টালিনের মত হারামির হাতবাক্সেরও এককাঠি উপরে ছিল। স্টালিনের সঙ্গে মিটিঙ্গে কত প্রতিশ্রুতি দিয়েছিল, আপনি এগিয়ে যান কমরেড, জার্মানি রাশিয়ার দিকে এগোলেই ব্রিটেন পিছন থেকে অ্যাটাক করবে।
    স্টালিনের সেই আশায় মস্কোতে গ্যাঁট হয়ে বসে ছিল। কিন্তু আসল সময়ে ব্রিটিশদের টিকিরও দেখা পায় নি। তারপরে রাশিয়া যখন আক্রমণে গেল, তারও পরে চার্চিল গুটিগুটি ব্রিটিশ সেনা আর মালপত্র পাঠাতে শুরু করল।
  • S | 194.167.2.96 | ২৬ মে ২০১৮ ১১:৫৩374898
  • পিটিদা, শুধু এটুকু বলে দিই। এইযে এতো শতো পোল দেখতে পারছেন, ভোট বাক্সে তার একটুও প্রতিফলন হয়্না। কারণ আম্রিগায় যারা বাম ভোটার যেমন কলেজ ছাত্ররা, তাদের বিভিন্ন ভাবে ভোট দিতে ডিসকারেজ করা হয়। জেরিম্যান্ডারিঙ্গ আর ভোটার সাপ্রেশন আম্রিগার পলিটিক্সের নিত্যসঙ্গী এখন।

    অতেব পোকিত গনতন্ত কি জিনিস এবং কোথায় আছে, তা জানিনা। ফ্রান্সে থাকতে পারে।
  • T | 113.211.20.203 | ২৬ মে ২০১৮ ১১:৫৬374899
  • এই বিষয়ে বরুণ সেনগুপ্তের বক্তব্যটা তুলে দিলেই ষোলো কলা পূর্ণ হয়। :)
  • PT | 213.110.242.17 | ২৬ মে ২০১৮ ১৩:৪০374900
  • s
    ধন্যবাদ।
    কিন্তু এতটাই যখন খুঁড়লেন তখন আরেকটু খুঁড়ে জানান যে পালিয়ে স্ট্যালিন কোথায় যেতেন আর কেনই বা শেষ পর্যন্ত গেলেন না। কেননা "To evacuate the Presidium of the Supreme Soviet and the top levels of Government"-এর মানে অন্যরকম। এবং তৎসহ "ordered to blow up business premises, warehouses and institutions which cannot be evacuated, and all Underground railway electrical equipment." যুদ্ধের ক্ষেত্রে খুব অস্বাভাবিক কিছু নয়।
  • PM | 56.152.100.168 | ২৬ মে ২০১৮ ১৭:০৭374902
  • এর পরেও চুপ করে থাকা,
    র পরেও সংযমী সময়
    এর পরেও পতপত পতাকা
    এর পরেও দৃড় কনভয়।

    এর পরেও সন্দেহ অতীত,
    এর পরেও চকচকে স্যালুট
    এর পরেও লক্ষ্য শুধু জিৎ
    এর পরেও বাহিনী মজুত।

    এর পরেও শব্দ শালীনতা
    এর পরেও স্তুতি আর স্তব
    এর পরেও টক শো আর কথা
    এর পরেও কবিতা উৎসব

    এর পরেও বিশ্বাস প্রনতি,
    এর পরেও ঘুম আসবে চোখে
    এর পরেও বাকি আছে ক্ষতি-
    এর পরেও ভোট দেবে লোকে

    -শ্রীজাত-

    ( গুরু পড়লে "এর পরেও পোল্যান্ড , রাশিয়া " লাইনটা আসতো
  • PT | 213.110.242.17 | ২৬ মে ২০১৮ ১৭:১৩374903
  • সিনেমার লিং দিয়ে মস্করা যেমন!!
  • T | 113.211.20.203 | ২৬ মে ২০১৮ ১৭:৪২374904
  • এই তো আমি লিখে দিচ্চি,

    এর পরেও মানুষ হইবে লাশ,
    এর পরেও বিবেক মরিবে জাগিয়া
    এর পরেও শাগ ঢাকা ইতিহাস
    এর পরেও পোলান্ড হইতে রাশিয়া।
  • S | 194.167.2.96 | ২৬ মে ২০১৮ ১৮:০৫374906
  • প্রথমে আসে ৩৪ বছর
    পরে আসে প্রেক্ষিত
    তারপরে আসে পোবোন্ধো
    সবশেষে আসে বেশ করেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন