এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ১৪৬২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.242.16 | ২৮ মে ২০১৮ ১১:৩১374974
  • আমার আগের সমস্ত পোস্টে কোথাও আমি স্তালিনের যুদ্ধ পরবর্তী কাজকম্ম নিয়ে কোন মন্তব্য করিনি। কিন্তু সেখানেও সমস্যা আছে। এই গুলাগের কথা সম্ভবতঃ বিশ্বের মানুষ প্রথম জানতে পারে সল্ঝেনিৎসিনের লেখা-পত্তর থেকে। এই সলঝিনিৎসিন, যিনি বাঙালী বুজীদের প্রাণের মানুষ, কি কোথাও ভিয়েতনামের হত্যা নিয়ে আমেরিকান প্রেসিডেন্টকে কসাই বলেছেন? dc কোন লিং বের করে দেখাতে পারবেন?

    "আপনি মঝে মাঝেই জঙ্গলমহলে অতি বাম কসাই-দের হাতে কয়েক শ সিপিআইএম সমর্থক হত্যার উল্লেখ করেন।"
    এই নরহত্যা তারা কার উপকারে করেছে? আপনি কি এতদিন এদেরকে কসাই বলেছেন কোথাও? সম্ভব্তঃ বলেননি এবং আমি ছাড়া অন্ততঃ গুরুর পাতায় কেউই বোধহয় এদেরকে কসাই বলেনি।
    কেন বলুন তো?

    আসলে আমি বা আপনি কি বলছি সেটা কোন ইস্যু নয়। কেননা কোন সুস্থ মানুষই হঠাৎ হাততুলে নরহত্যাকে সমর্থন করতে পারেনা।
  • dc | 132.164.52.9 | ২৮ মে ২০১৮ ১১:৩৪374975
  • আমি সলঝিনিৎসিন এর কোন লেখা তো দূরের কথা, এই লোকটির নামই এর আগে তেমন শুনিনি। একদম সিরিয়াসলি বল্লাম, কোন ফাজলামো না করে।
  • dc | 132.164.52.9 | ২৮ মে ২০১৮ ১১:৪০374976
  • তবে উইকিতে স্ট্যালিনের সময়কার গুলাগ নিয়ে যে লেখাটা টুকেছি তার সোর্স হিসেবে দেখছি মাইকেল জ্যাকবসন, গালিনা ইভানোভা ইত্যাদি কাদের যেন সব নাম আছে। এরা কারা জানিনা, এদের নাম কখনো শুনিনি। এখন উইকিতে দেখলাম।

    সত্যি বলতে কি, স্ট্যালিন বা হিটলারের কাজকম্মো নিয়ে আমার তেমন কোন ইন্টারেস্ট নেই, এদের নিয়ে কে কি লিখেছে তাও কখনো পড়ে দেখিনি। এরা একেকজন মাস মার্ডারার, বিভিন্ন উপায়ে হাজার হাজার লোক মেরেছে, এটুকুই জানি।
  • aranya | 172.118.16.5 | ২৮ মে ২০১৮ ১১:৪০374977
  • কসাই বলেছি কিনা মনে পড়ছে না, তবে জঙ্গলমহলে ঐ নরহত্যার নিন্দা ২০০৯-এ করেছি, যখন খুনগুলো ঘটছিল। তার পরেও করেছি ঐ ঘটনা নিয়ে কথা উঠলে।

    'এই নরহত্যা তারা কার উপকারে করেছে?' - এই লাইনের অর্থ কি - কারও উপকারে নরহত্যা হলে তা জায়েজ হয়ে যায়?

    সলঝিনিৎসিন মার্কিন প্রেমী হতেই পারেন, কিন্তু গুলাগ-এ বিরোধী-দের পাঠানো কি রটনা মাত্র? শুধুই অপপ্রচার?
  • dc | 132.164.52.9 | ২৮ মে ২০১৮ ১১:৪৯374978
  • আর ইয়ে সলঝিনিৎসিন বাঙালি বুজিদের প্রাণের মানুষ কিনা তাও জানিনা, কারন আমি বাঙালি বুজিদের লেখাও পড়িনি। বাঙালি বুজি কারা, মানে তাদের নাম কি? রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র ইত্যাদি যদি হয় তো এদের কারুর কোন লেখা ১২ ক্লাসের পর পড়িনি (১২ ক্লাস অবধি কয়েকটা কবিতা আর গল্প পড়তে হতো)। এছাড়া কোন বাঙালি বুজির নাম জানিনা।
  • aranya | 83.160.123.238 | ২৮ মে ২০১৮ ১১:৫১374979
  • 'কোন সুস্থ মানুষই হঠাৎ হাততুলে নরহত্যাকে সমর্থন করতে পারেনা'

    - সুস্থ কিনা জানি না, তবে কম্যুনিস্টরা স্তালিন-কে পুজো করেন, তার ছবি পার্টি আফিসের দেয়ালে টাঙিয়ে রাখেন। তারা স্তালিনের গণ হত্যাকে সমর্থন করেন বলেই তো মনে হচ্ছে। নাকি ভুল বুঝছি?
  • dc | 132.164.52.9 | ২৮ মে ২০১৮ ১১:৫৯374980
  • অরণ্যদা, এটা বোধায় জেনারালাইজেশান হয়ে গেল। আমি বিভিন্ন সময়ে অনেকের সাথে কথা বলেছি যাঁরা নিজেদের কমিউনিস্ট মনে করতেন, তাঁদের অনেকেই এটা ওটা নিয়ে কথা বলার সময়ে স্ট্যালিনের কাজকম্মের বিরোধিতা করেছেন। তবে এটাও ঠিক যে কমিউনিসম সমর্থনকারীদের মধ্যেও আবার অনেক মতবাদ আছে, তাই এনারা কারা কোন দিকে তা জানা হয়নি (অতোটা ইন্টারেস্টও আমার দিক দিয়ে ছিলনা)।
  • aranya | 83.160.123.238 | ২৮ মে ২০১৮ ১২:০৭374981
  • ডিসি, আমি আগে লিখেছিলাম -

    'আমার চেনা জানা বেশ কিছু লোক আছেন, যারা নিজেদের কমিউনিস্ট মনে করেন, আর নরহত্যাকে ঘৃণা করেন। কমিউনিজমের সংজ্ঞায় কোথাও মানুষ খুনের কথা বলা নেই'

    সুতরাং অমন জেনারালাইজেশান আমি করছি না।

    'কম্যুনিস্টরা স্তালিন-কে পুজো করেন' এটা cm-এর পোস্ট থেকে।

    আমার মনে হয় না যে কম্যুনিস্ট বলে হোমোজিনিয়াস কিছু আছে। কম্যুনিজম-এর সংজ্ঞাও ব্যক্তিভেদে বিভিন্ন হবে।
  • aranya | 83.160.123.238 | ২৮ মে ২০১৮ ১২:০৮374982
  • আমার আগের পোস্ট-টাকে এইভাবে লিখি -

    সুস্থ কিনা জানি না, তবে কিছু কম্যুনিস্ট শুনেছি স্তালিন-কে পুজো করেন, তার ছবি পার্টি আফিসের দেয়ালে টাঙিয়ে রাখেন। তারা স্তালিনের গণ হত্যাকে সমর্থন করেন বলেই তো মনে হচ্ছে। নাকি ভুল বুঝছি?
  • dc | 132.164.52.9 | ২৮ মে ২০১৮ ১২:১৭374984
  • হ্যাঁ তা হলে তো ঠিকই আছে।
  • PT | 213.110.242.25 | ২৮ মে ২০১৮ ১২:২৯374985
  • সমস্যাটা মিটছে নাঃ
    সলঝেনিৎসিন বিস্তর লিখে গুলাগের হ্ত্যাকান্ডের নিন্দা করছেন কিন্তু ভিয়েতনাম প্রসঙ্গে প্রায় হীরণ্ময় নিরবতা পালন করছেন।
    পব-র বিস্তর বাঙালী গুলাগ মাথায় করে বাম দলগুলোর নিন্দা করছেন কিন্তু জঙ্গলমহলের কসাইখানা সম্পর্কে প্রায় হীরকের নিরবতা পালন করছে।
    বাম দলগুলো গুলাগের কথা জেনেও স্তালিনের ছবি পার্টি আপিসে টাঙিয়ে রাখছে।
    অন্যদিকে গুলাগ-জ্ঞানী কিংবা সম্পূর্ণ গুলাগ-অজ্ঞানী নেতাজীর হিটলারের সঙ্গে সমঝোতা করাকে "শত্রুর শত্রু আমার মিত্র" জাতীয় চিনির প্রলেপ দিয়ে ঢাকা-চাপা দিয়ে কট্টর হিটলার-বিরোধী বামেদের গাল দিচ্ছে!!

    অর্থাৎ কিনা হত্যারও একটা রাজনীতি আছে। সেটা শুধু সংখ্যার বিচারে বিশ্লেষণ করা যায় না।
  • amit | 149.218.82.84 | ২৮ মে ২০১৮ ১২:৩১374986
  • ইয়ে মানে কেও একটু সোজা করে বলবেন এখানে আলোচনাটা ঠিক কি নিয়ে হচ্ছে ? পুরো মাথার ওপর দিয়ে যাচ্ছে কি না ।
  • T | 165.69.191.251 | ২৮ মে ২০১৮ ১২:৩৩374988
  • হীরকরাণীর কারবার দেখে অরণ্যদার স্টালিনের কথা মনে পড়ে গ্যাচে - ব্যাপারটাকে এইরকম ভাবে যদি পিটিদা দ্যাখেন তো শান্তিকল্যাণ হয়। মানে যে পরিমাণ শতাব্দী প্রাচীন গঞ্জনা সাঁতরে তীরে উঠে আসতে হবে বলে দেকা যাচ্চে তাতে সুভাষ মুখুজ্জ্যের আক্ষেপ ও আপ্তবাক্যটির কোনো কারণই নেই বলে ধরে নেওয়া যেতে পারে।
  • aranya | 83.160.123.238 | ২৮ মে ২০১৮ ১২:৩৩374987
  • গুলাগ আর্কিপেলাগো, উইকি থেকে -

    The Gulag Archipelago (Russian: Архипела́г ГУЛА́Г, Arkhipelág GULÁG) is a three-volume book written between 1958 and 1968 by Russian writer and historian Aleksandr Solzhenitsyn. It was first published in 1973, followed by an English translation the following year. It covers life in the gulag, the Soviet forced labour camp system, through a narrative constructed from various sources, including Solzhenitsyn's own experience as a gulag prisoner, reports, interviews, statements, diaries, and legal documents.

    Following its publication, the book initially circulated in samizdat underground publication in the Soviet Union until its appearance in the literary journal Novy Mir in 1989, in which a third of the work was published in three issues.[1] Since the dissolution of the Soviet Union, The Gulag Archipelago has been officially published, and since 2009, is mandatory reading as part of the Russian school curriculum.[2] A fiftieth anniversary edition will be released in 2018

    ২০০৯ থেকে রাশিয়ান স্কুল সিলেবাসে অব্শ্য পাঠ্য, এই গুলাগ আর্কিপেলাগো
  • aranya | 83.160.123.238 | ২৮ মে ২০১৮ ১২:৩৯374989
  • হত্যার রাজনীতি তো আছেই।

    ব্যাপার-টা এই ভাবে দেখা যায়। সলঝেনিৎসিন ভিয়েতনাম প্রসঙ্গে প্রায় হীরণ্ময় নিরবতা পালন করছেন , ধরে নিলাম তিনি মার্কিন দালাল।

    কিন্তু তিনি যা লিখেছেন, সেটা কি অন্তত আংশিক সত্যি?

    স্তালিন ৯ মিলিয়ন - ৫০ মিলিয়ন মানুষ মেরেছেন। এটা কি অন্তত আংশিক সত্যি?

    যদি আংশিক সত্য-ও হয়, তা স্তালিন-কে মাস মার্ডারার বলার জন্য যথেষ্ট।

    একজন মাস মার্ডারার-কে কসাই আখ্যা দেওয়া তো অবশ্যই যুক্তিযুক্ত, তা রাশিয়ার স্তালিন-ই হোন বা জঙ্গলমহলের কিষেণ জী-ই হোন
  • T | 165.69.191.251 | ২৮ মে ২০১৮ ১২:৪০374990
  • আলোচনাটা এইরকম হচ্চে। প্রথমে সিপিয়েমরা পঞ্চায়েত ভোটের হিংসা ও হিংসে ইত্যাদি পোস্ট করছিল। ন্যাচারেলি কনসিকোয়েন্স হিসেবে 'এই তোরা কী কত্তিস' বলে বিবিধ ঢাল চলে আসে। এরই মাঝে দুম করে ডিডিদা আন্তর্জাতিকতা করে ফেলেন। এরপর জল চতুর্দিকে গড়িয়ে যায় এবং অরণ্যদা স্টালিন খেলে দেন। সেই নিয়ে আপাতত পিটিদা ডিফেন্স করছেন। কিন্তু কে না জানে এই তর্কের কোনো শেষ নেই তাই পঞ্চায়েত ইত্যাদি নিয়ে আলোচোনায় মুলতুবি প্রস্তাব চলচে। লেনিন ধর্ম্মতলায় ওয়েট করবেন ততক্ষণ। মীমাংসা হলে তখন ঐক্যবদ্ধ প্রতিবাদের চেহারা ইত্যাদি ইত্যাদি। ও হ্যাঁ, আর ডিসি কিচ্ছু জানতেন না, শুনেচেন কিছু কিছু।
  • | 116.210.204.22 | ২৮ মে ২০১৮ ১২:৪৪374992
  • উঁহুঃ ডিডি আন্তর্জাতিক ব্যপার প্রথমে আনেন নি তো। শুধু কম করে গাল দিতে বলেছিলেন যে কবে কার সাথে আবার সন্ধি হয়ে যায়। বলে কটি দেশীয় উদা রেখেছিলেন।
    তো তাতে পিএমবাবু ব্রিটিশ ইত্যাদি টেনে আনেন। কাজেই তখন আন্তর্জাতিক ব্যপার আনতেই হয় এই আর কি!
  • | 116.210.204.22 | ২৮ মে ২০১৮ ১২:৪৫374993
  • ^^পোস্টটা @টি
  • PT | 213.110.242.25 | ২৮ মে ২০১৮ ১২:৪৮374995
  • না, না! আব্বুলিশ! আমি বলেছিলাম যে আলোচনায় পোল্যান্ড তুললে চেকোস্লোভাকিয়াও তুলতে হবে।
  • T | 165.69.191.251 | ২৮ মে ২০১৮ ১২:৫৮374996
  • এদিকে রাজকুমারবাবুর খুনিদের খুঁজে বার করে গ্রেপ্তার না করে রাণীমার পুলিশ উলটে শিক্ষকদের গ্রেপ্তার করছেন। শোনা যাচ্ছে মাইনে বন্ধ হয়েছে সত্তর জনের। চমতকার ব্যবস্থা।
  • dc | 132.164.52.9 | ২৮ মে ২০১৮ ১৩:০৩374997
  • "ইয়ে মানে কেও একটু সোজা করে বলবেন এখানে আলোচনাটা ঠিক কি নিয়ে হচ্ছে ? পুরো মাথার ওপর দিয়ে যাচ্ছে কি না "

    অমিতবাবু হাত মেলান :d

    এদ্দিন শুধু জানতাম স্ট্যালিন, হিটলার ইত্যাদি কয়েকজন মাস মার্ডারার ছিলো যারা আনকাউন্টেবল লোক মেরেছে। এখন দেখছি কোথাকার কে সলঝেনিৎসিন না তালঝেনিৎসিন কাকে কি বলেছিল না বলেনি, তার সাথে বাঙালি বুজি - কি নিয়ে যে আলোচনা হচ্ছে কে জানে :d
  • aranya | 83.160.123.238 | ২৮ মে ২০১৮ ১৩:০৭374998
  • 'স্তালিনকে নিয়ে এত ব্যস্ত যে নিজের দেশের গণহত্যাকারীর দিকে নজর দেওয়ার সময়ই নেই'

    - নিজের দেশের গণহত্যাকারীদের তো নিজের দেশের কেউ পুজো করে না।

    স্তালিনকে করে, কিছু অসুস্থ মানুষ (পিটি-র ভাষ্য অনুযায়ী, কোন সুস্থ মানুষই হঠাৎ হাততুলে নরহত্যাকে সমর্থন করতে পারেনা)
  • dc | 132.164.52.9 | ২৮ মে ২০১৮ ১৩:১০374999
  • পুরো হরিবোল অবস্থা। যাই হোক, এই টইতে আমি লিখতে শুরু করেছিলাম বিচ্ছিরি পার্সোনাল অ্যাটাক আর হোয়াট অ্যাবাউটরি শুরু হবার পর (তার আগে বোধায় একটা দুটো পোস্ট করেছিলাম)। পার্সোনাল অ্যাটাক বোধায় বন্ধ হয়েছে, আর হোয়াট অ্যাবাউটরি চলছে। সেটা কোন ব্যাপার না, কারন আমরা সবাই জানি সিয়াচেনের সৈন্যদের ছাড়া তর্ক জমে না। এই টইতে এটাই আমার লাস্ট পোস্ট, কি নিয়ে তর্ক হচ্ছে তাই বুঝছি না তো আর লিখব কি।
  • | 116.210.204.22 | ২৮ মে ২০১৮ ১৩:২৮375000
  • শুধু তাই না, রাজকুমারবাবুর খুনীদের বিচার চাইলে মানে চেয়ে মন্তব্য করলে আনন্দবাজের নিজস্ব অ্যাকাউন্টটি লকড হয়ে যাচ্ছে বুঝলি টি!
    চমৎকার মানে একেবারে িত্ত চমৎকার আর কি!
  • | 116.210.204.22 | ২৮ মে ২০১৮ ১৩:২৯375001
  • হ্যাঁ মন্তব্যটি যে ডিলিটেড হয়েছে সে তো আর বলার অপেক্ষা রাখে না। বুঝতেই পারচিস।
  • S | 194.167.2.96 | ২৮ মে ২০১৮ ১৪:১৭375002
  • পেহলে দিদি অ্যান্ড মোদি,
    ফির আয়া হিটলার,
    ফির আয়া স্টালিন,
    অব ভিয়েতনাম।
    গণহত্যা-আ-আ-আ।
  • S | 194.167.2.96 | ২৮ মে ২০১৮ ১৪:১৮375003
  • অরণ্যাদা সেই কখন বলে গেলেন যে গণহত্যা নিয়ে আর কোনও পোস্ট করবেন না। তার পরে পোস্টের ফ্রিকোয়েন্সি বেড়ে গেলো দেখি ঃ))
  • T | 165.69.191.251 | ২৮ মে ২০১৮ ১৪:৩৭375004
  • হ্যাঁ, জানি তো। আবাপর সাংবাদিকদের সাথে মতে না মিললে ওঁরা মন্তব্য ডিলিট করে দেন। এই সেদিন সার্ন সংক্রান্ত ছাগলামোতেও দেখা গ্যাচে। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আবাপ রাজকুমার বাবুর খুনের ঘটনাটিকে গুরুত্ব দিতে রাজী নয়। এরফলে শিক্ষকরা খচে গিয়ে গতপরশু থেকে এবিপিকে বাজে রেটিং দিতে শুরু করে। ফলে ওদের রেটিং একসময় ১.৭ এ দাঁড়িয়ে গিয়েছিল। যেমন টইতে লিখেছে। তারপর ঐ সংক্রান্ত কোনো মন্তব্য ওরা ডিলিট করছে। জার্নালিজমের কী নমুনা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার নির্বাচন কমিশনের ঐ বাবুটি কোনো মন্তব্য করেন নি। কী অবলীলায় নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে! দুদিন বাদে রাণীমা কাউকে টাকা পয়সা দিয়ে পাঠাবেন। রাজ্য নয় জমিদারী চলচে যেন।
  • T | 165.69.191.251 | ২৮ মে ২০১৮ ১৪:৪২375006
  • এদিকে ভোটের পরের দিন যখন ইনি নিখোঁজ, দুজনের মৃত্যু হয়েছে আর আরেকজনকে তুলে নিয়ে গেছে বলে খবর রটেছে, এমনকি আবাপ নিজেই সে খবর ফ্ল্যাশ করেছে, সেই অবস্থায় খবরটি শেয়ার করা মাত্র মুলোদের অভিযোগের ভিত্তিতে মহম্মদ সেলিমের ছেলের পিছনে পুলিশ হাত খুলে পড়ে গেছে। এই হচ্চে গিয়ে বিশ্ববাংলু ব্যবস্থা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন