এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ১৪৬২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 57.29.208.254 | ২৬ মে ২০১৮ ১৯:১৮374907
  • বাংলা সংস্কৃতি মন্চের বক্তব্য।

    বাংলা সংস্কৃতি মঞ্চের তরফ থেকে আজ আক্রান্ত জামাল মোমিনের স্ত্রীকে নিয়ে কালিয়াচক থানায় FIR করা হয়েছে।পুলিশ প্রথমে FIR নিতে রাজি হয়নি।আমাদের পরিচিত কয়েকজন বিশিষ্ট মানুষের সহযোগিতায় ও এস.পি মহাশয়ের আদেশে পুলিশ FIR নিতে বাধ্য হয়।সংগঠনের তরফ থেকে পুলিশের কাছে ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানানো হয়েছে। পুলিশ যাতে যথাশীঘ্র দুষ্কৃতিদের খুঁজে গ্রেপ্তার করে সেদিকে আমাদের নজর থাকবে। ঘটনাটিকে "রাজ্য মানবাধিকার কমিশন"-এর নজরে আনা হবে। রাজ্যের বাইরে কর্মরত জামালের পশ্চিমবঙ্গে কোন কাজের ব্যবস্থা করা যায় কিনা সেটা সংগঠনের তরফ থেকে দেখা হচ্ছে। আমাদের এই লড়াই জারি থাকবে যতদিন না দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হয় যাতে ভবিষ্যতে এই ধরণের ঘটনা এই বাংলার বুকে কেউ ঘটানোর সাহস না করে।সকলকে এক হয়ে লড়াই করতে হবে একসাথে...তবেই আমরা রবীন্দ্র-নজরুলের চিন্তাচেতনা তথা বাংলার সংস্কৃতিকে এইসব বিকৃতদের হাত থেকে রক্ষা করে পুনঃসঞ্চার করতে সক্ষম হব।সকল শুভাকাঙ্খীদের আন্তরিক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। Bangla Sanskriti Mancha'

    '
  • pi | 24.139.221.129 | ২৬ মে ২০১৮ ২০:৪৩374908
  • আপনারা দাদার লাইভ দেখ্ছেন না কেউ?

    সময় পিছিয়ে এখন হচ্ছে।

    "আজ সন্ধ্যা ৬:৩০ এর সময় লাইভে আসছি মিডিয়ার কুৎসা ও অপপ্রচারের জবাব দিতে আরব সাগরের তীর থেকে....
    সাংঘাতিক কিছু একটা ঘটতে চলেছে...."

    https://m.facebook.com/story.php?story_fbid=172593593427750&id=136220117065098
  • aranya | 83.160.123.238 | ২৬ মে ২০১৮ ২২:৩১374910
  • 'চার্চিল-কে বাঙালী কোন দিন কসাই বলার সাহস জোটাতে পেরেছে?'

    - বাঙালী কি বলেছে জানি না। বাঙালী বলে কোন হোমোজিনিয়াস এনটিটি আছে এবং সারে বাঙালী একই কথা বলে এমন ভাবি ও না।

    যেমন সিপিআইএম সমর্থ্ক ছাড়া আপামর বাঙালী ছাগল - এমন তত্বে সাবস্ক্রাইব করি না।

    একই ভাবে, পঞ্চায়েত নির্বাচনে তিনোদের সন্ত্রাস, হত্যা থেকে দৃষ্টি সরানোর জন্য স্তালিন নিয়ে কথা হচ্ছে, এমনটাও মনে করি না। সন্দেহবাতিক, কনস্পিরেসি থিয়োরিস্ট কেউ তেমন ভাবতেই পারেন।

    চার্চিল কসাই তো অবশ্যই, যেমন কসাই বুশ-চেনি-অ্যাসক্রফট, তবে কসাইত্ব-র মাপকাঠিতে স্তালিন আরও ওপরে থাকবেন। কারণ চার্চিল নিজের দেশের লোক মারেন নি। যে কর্মটি অবলীলায় করেছেন মহান স্তালিন। নিজের দেশের মানুষ মারতে অনেক বেশি নৃশংস, নির্মম হতে হয়।

    এবং এটা আমার আশা, সিপিআইএম-এর শুভবুদ্ধির লোকজন কোনদিন আলিমুদ্দিনের এবং অন্যান্য পার্টি আফিসের দেয়াল থেকে স্তালিনের ছবি সরিয়ে দেবেন।

    একজন নির্মম গণহত্যাকারীর ছবি দেয়ালে টাঙিয়ে রাখলে তার স্ট্র্যাটেজি-কে, নিজের স্বার্থ বা তার কল্পিত কমিউনিজমের স্বার্থে বহু মিলিয়ন মানুষ বলি দেওয়াকে বৈধতা দেওয়া হয়।
  • S | 194.167.2.96 | ২৬ মে ২০১৮ ২২:৩৮374911
  • স্বদেশী লাশের ওয়েট বিদেশি লাশের থেকে বেশি? ভালো যুক্তি।
  • PT | 213.110.242.8 | ২৬ মে ২০১৮ ২২:৫১374912
  • "`কারণ চার্চিল নিজের দেশের লোক মারেন নি। "-ওয়াও!!!!
  • S | 194.167.2.96 | ২৬ মে ২০১৮ ২২:৫৫374913
  • চার্চিল নাকি বলেছিলেন যে বাঙালীদের মরাটা নাকি এমন কিছু না, কারণ বাঙালীরা এমনিতেই পশুসুলভ জাতি ইত্যাদি। আজকে এক বাঙালী তার সমর্থন করে দিলেন।
  • aranya | 83.160.123.238 | ২৬ মে ২০১৮ ২৩:০৩374914
  • আমি বলি নি - 'স্বদেশী লাশের ওয়েট বিদেশি লাশের থেকে বেশি'। ওটা তুমি ভুল বুঝছ @S

    আমি বলেছি - 'নিজের দেশের মানুষ মারতে অনেক বেশি নৃশংস, নির্মম হতে হয়', দ্যাটস অল।

    যেমন নিজের পরিবারের লোকদের, বন্ধু বান্ধব -দের মারতে আরও বেশি নির্মম হতে হয়, যেহেতু অ্যাটাচমেন্ট বেশি থাকার কথা তাদের সঙ্গে।
  • aranya | 83.160.123.238 | ২৬ মে ২০১৮ ২৩:০৫374915
  • 'চার্চিল নাকি বলেছিলেন যে বাঙালীদের মরাটা নাকি এমন কিছু না, কারণ বাঙালীরা এমনিতেই পশুসুলভ জাতি ইত্যাদি। আজকে এক বাঙালী তার সমর্থন করে দিলেন'

    - কোথায় সমর্থন করলাম? এভাবে ভুল বুঝে মুখে কথা বসালে মুশকিল। তোমার কাছে এটা প্রত্যাশিত নয় ।
  • aranya | 83.160.123.238 | ২৬ মে ২০১৮ ২৩:১১374917
  • এই কমিউনিকেশনের সমস্যা গুলো মুখোমুখি আলোচনায় হয় না।

    চার্চিল আদ্যন্ত বর্ণবিদ্বেষী ছিলেন - জানি, তিনি বাঙালীদের সম্বন্ধে কি বলেছিলেন তাও জানি।

    বাঙালীদের সম্পর্কে চার্চিলের উক্তি আমি কোথায় সমর্ত্থন করেছি - পার তো, আমার পোস্টের লাইন তুলে দেখাও।

    না হলে ওটা তোমার কল্পনা বলেই ধরতে হবে।
  • S | 194.167.2.96 | ২৬ মে ২০১৮ ২৩:১৮374918
  • "চার্চিল নিজের দেশের লোক মারেন নি।"

    হ্যাঁ, একদম ঠিক কথা। উনি নিজের দেশের লোক মারেননি, আমার দেশের লোক মেরেছেন।
  • S | 194.167.2.96 | ২৬ মে ২০১৮ ২৩:২০374919
  • আর আম্রিগায় কত কালো লোককে মারা হয়েছিলো? এখনো চলছে।
  • dc | 181.49.188.98 | ২৬ মে ২০১৮ ২৩:৩৪374920
  • তর্কটা কি এই নিয়ে হচ্ছে যে চার্চিল কতো লোক মেরেছিল আর স্ট্যালিন কতো লোক মেরেছিল আর হিটলার কতো লোক মেরেছিল? তাহলে নিষ্পত্তি হতে সময় লাগবে কারন প্রত্যেকেই অনেক লোক মেরেছিল। সহজে গুণে শেষ করা যাবেনা, একেকজন এতো লোক মেরেছিল।
  • PT | 213.110.242.8 | ২৬ মে ২০১৮ ২৩:৪০374921
  • "বাংলা সংস্কৃতি মঞ্চের তরফ থেকে আজ আক্রান্ত জামাল মোমিনের স্ত্রীকে নিয়ে কালিয়াচক থানায় FIR করা হয়েছে।পুলিশ প্রথমে FIR নিতে রাজি হয়নি।আমাদের পরিচিত কয়েকজন বিশিষ্ট মানুষের সহযোগিতায় ও এস।পি মহাশয়ের আদেশে পুলিশ FIR নিতে বাধ্য হয়।"

    যে রাজ্যে সরকারের স্থায়িত্ব মোটামুটি ভাবে সংখ্যালঘুদের ভোটের ওপরে নির্ভরশীল, সেখানে এ ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে তো পুলিশের নিজের থেকেই FIR করাটা প্রত্যাশিত ছিল। "বাংলা সংস্কৃতি মঞ্চে"-কে এবং আরো আশ্চর্যের, "কয়েকজন বিশিষ্ট মানুষ"-কে কেন এ ব্যাপারে এগিয়ে আসতে হল? স্থানীয় তিনোরাও এগিয়ে আসেনি?
  • aranya | 83.160.123.238 | ২৬ মে ২০১৮ ২৩:৫৪374922
  • S, উনি আমার দেশের লোকও মেরেছেন।

    আমি জাস্ট একটা থিয়োরি দিয়েছি যে নিজের দেশের লোক মারতে একজন মানুষকে বেশি নির্মম হতে হয়।

    এছাড়া কিছু বলি নি। স্তালিন আর চার্চিলের নির্মমতার একটা তুলনা করেছি, আর কিছু নয়।

    বাঙালীদের সম্পর্কে চার্চিলের উক্তি আমি কোথায় সমর্ত্থন করেছি - পার তো, আমার পোস্টের লাইন তুলে দেখাও - এটা আবারও লিখলাম।

    যদি না দেখাতে পার, তবে চার্চিলের উক্তি সমর্থন বিষয়ক তোমার নিচের লাইনটি মিথ্যা বলেই ধরতে হবে -

    'চার্চিল নাকি বলেছিলেন যে বাঙালীদের মরাটা নাকি এমন কিছু না, কারণ বাঙালীরা এমনিতেই পশুসুলভ জাতি ইত্যাদি। আজকে এক বাঙালী তার সমর্থন করে দিলেন'
  • aranya | 83.160.123.238 | ২৭ মে ২০১৮ ০০:০৬374924
  • তর্ক-টা, বা সমস্যাটা আমার দিক থেকে এরকম যে চার্চিল-কে বা বুশ-কে মোটামুটি লিবারাল ভাবধারার, মানুষের ভাল চান এমন লোকজন কেউ গুরুঠাকুর বলে মনে করেন না।

    নিন্দা করেন, কসাই-এর মত স্ট্রং টার্ম ইউজ না করলেও, হত্যাকারী হিসাবেই দেখেন, অন্তত গুরুঠাকুর বানিয়ে পুজো করেন না।

    কিন্তু স্তালিনের ব্যাপারটা অন্য। ঘোষিতভাবে বামপন্থী মানুষজন - ধরেই নেওয়া যায় তারা মুক্তবুদ্ধির মানুষ, সাম্য চান, গরিবের ভাল চান - অথচ স্তালিনের ছবি দেয়ালে টাঙিয়ে পুজো করছেন - এটা ডিস্টার্বিং।

    চার্চিল , হিটলার বা বুশ -এদের ভক্তদের কাছে আমার কোন প্রত্যাশা নেই। বামপন্থীদের কাছে আছে, সিপিআইএম দলটির কাছেও আছে, বস্তুত আজকের ভারতবর্ষে যতই দুর্বল হয়ে পড়ুক, একমাত্র বাম দলগুলির কাছেই কিছু প্রত্যাশা আছে। সে জন্যই চাই তাদের স্তালিন ঠাকুরের পূজা বন্ধ হোক
  • modi | 104.230.208.147 | ২৭ মে ২০১৮ ০০:০৬374923
  • কি বলব বুঝতে পারছি না। এক বাঙালীর চোখে বাঙালী হত্যাকারী চার্চিলের চেয়ে স্তালিন বেশী খারাপ - কেন না স্তালিন নিজের দেশের লোক মেরেছিলেন!! নীরদবাবুর দেওয়া বিশেষণটি, যতই গয়ে জ্বালা ধরাক না কেন, হয়তো কিছুটা সত্য বহন করে।

    কিন্তু নিজের দেশের লোক মারার মাপকাঠিতে আব্রাহাম লিংকন কোথায় থাকবেন?
  • aranya | 83.160.123.238 | ২৭ মে ২০১৮ ০০:১২374925
  • এই আলোচনায় বাঙালী, অবাঙালী-র প্রশ্ন আ্সছে না, সেটা একটু মাথা খাটালে বুঝতে পারবেন। @মোদি

    দুজন মাস মার্ডারের নির্মমতা-র তুলনা হচ্ছে, দ্যাটস অল।
  • aranya | 83.160.123.238 | ২৭ মে ২০১৮ ০০:১৬374926
  • ধরুন দুজন হত্যাকারী - ক আর খ।

    ক নিজের বৌ, বাচ্চা-কে মেরেছে। আর খ মেরেছে আমার অর্থাৎ অরণ্য-র বৌ, বাচ্চাকে।

    আমার রাগ বেশি হবে খ-এর ওপর, কিন্তু তুলনামূলক ভাবে আমি ক-কে বেশি নির্মম মনে করব।
  • aranya | 83.160.123.238 | ২৭ মে ২০১৮ ০০:২৬374929
  • টি-এর লাইন ধার নিয়ে লিখি -

    এর পরেও মানুষ হইবে লাশ,
    এর পরেও বিবেক মরিবে জাগিয়া
    সদর্পে বিশ্বকাপ শকার
    সবাই যাইবে রাশিয়া

    হ্যাঁ, এর পরেও গুরুর ভাটে, টই-তে জার্মানি, আর্জেন্তিনা নিয়ে আলোচনা চলবে, কবিতার টই-তে অরাজনৈতিক কবিতা লেখা হবে, এমন কি খাওয়াদাওয়া, সিনেমা, গান - এসব নিয়েও কথা হবে।

    সেসব কথাবার্তায়, আড্ডায়, আলুচানায় যারা এখানে পঞ্চায়েত সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, তারাও থাকবেন। জীবন এরকমই
  • PT | 213.110.242.8 | ২৭ মে ২০১৮ ০১:০৩374930
  • কিন্তু কে কত বড় হত্যাকারী এসব নিয়ে তো আলোচনা হচ্ছিল না। বলা হয়েছিল যে পোল্যান্ড খেয়ে ফেলা খারাপ হয়ে চেকোস্লোভাকিয়া খেয়ে ফেলাটাও খারাপ সেটা যেন উল্লেখ করা হয়। আসলে ঐ সময়কালটাও খুব খারাপ। কাজেই কোন একটা ঘটনা (বা একজনকে) বেছে নিয়ে আলোচনা করাটা খুব একটা যুক্তিযুক্ত নয়।
    তারপরে কি হইল তাহা শ্যামলাল জানে।
    কিন্তু যারা তার পরেও সোভিয়েত নিয়ে গাল পেড়ে চলল (হলিউডের মস্তিষ্ক প্রক্ষালক ছবির কথা মনে রাখার মত) তারাই কি করে যেন একের পর এক মানুষ মারার কল তৈরি করে চলল দেশে দেশে!!
    ঐ সেই "৩৪ বছরের অপশাসন"-এর মত প্রচার আর "যে আসে আসুক সিপিএম যাক"-তত্বের বৃহত্তর প্রয়োগ করে দেশে দেশে সরকার উল্টে দেওয়ার খেলা।
    কে কার আলোতে উদ্ভাসিত হয় কে জানে!!
  • modi | 207.231.221.211 | ২৭ মে ২০১৮ ০১:১৬374931
  • @অরন্য। দুটি কথা।

    ১। স্বজাতির হত্যাকারী যদি বেশী নিষ্ঠুর হয়, তাহলে আব্রাহাম লিঙ্কন চার্চিলের চেয়ে বেশী নিষ্ঠুর কি না।

    ২। সেক্ষেত্রে, যে মানুষ স্বজাতির হত্যাকারীকে (উদা, বাঙালী হয়ে বাঙালীর হত্যাকারীকে) ঠান্ডা মাথায় অন্য পশুদের সাথে তুলনা করতে পারে, সে শীতল রক্তের প্রানী কিনা।
  • aranya | 83.160.123.238 | ২৭ মে ২০১৮ ০১:৩০374932
  • @মোদি,

    ১। আমি দুঃখিত, কিন্তু ঐ লুপে ঢুকছি না। কোন মাস মার্ডারার অন্যের চেয়ে বেশি নিষ্ঠুর, এ নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, আমার দিক থেকে আর কোন বক্তব্য নাই। মূল বক্তব্য ছিল একটাই, গণহ্ত্যাকারীদের যেন হিরো বানিয়ে পুজো করা না হয়। দ্যাটস অল।

    ২। শুধু স্বজাতি কেন, আমি তো নিজের বৌ বাচ্চার (কল্পিত) হত্যাকারী-কেও, অন্য হত্যাকারীর সাথে তুলনা করলাম। তো আমি শীতল রক্তের প্রাণী কিনা, সেটা নিজে তো জানি না, বোঝাই যাচ্ছে জানেন আপনি। ব্যক্তি আক্রমণ করতে চান, করুন না, প্রাণ খুলে করুন, যত ইচ্ছে গাল দিন, শুধু শীতল রক্তের প্রাণী কেন, আরও কিছু বলুন।

    তবে গালাগাল ইঃ সেশ হলে এটাও জানাবেন যে আমার রক্তের উষ্ণতা এই তক্কে কোন ভ্যালু অ্যাড করছে কিনা
  • aranya | 83.160.123.238 | ২৭ মে ২০১৮ ০১:৫৬374933
  • এরকম শীতল রক্তের প্রাণী অবশ্য খুঁজলে আরও পাবেন। বাংলাদেশে ইসলামিক মৌলবাদীরা হিন্দু মারছে, দেখবেন ভারতের কিছু শীতল রক্তের হিন্দু, কিমাশ্চর্য্যতৎপরম, তাদের সাথে গোধরায় মুসলিম হত্যাকারী মোদী এবং হিন্দুত্ববাদী-দের তুলনা করছে।

    নিজ ধর্মের লোকেদের হত্যাকারী-দের সাথে ঠান্ডা মাথায় অন্য পশুদের তুলনা করে - খুবই শীতল রক্তের সব প্রাণী
  • aranya | 83.160.123.238 | ২৭ মে ২০১৮ ০১:৫৯374934
  • ইয়ে, অরণ্য আর প্রাণী - দুটি শব্দেই মূর্ধন্য ন @মোদি
  • modi | 97.118.92.43 | ২৭ মে ২০১৮ ০২:০৪374935
  • @অরণ্য

    তুলনা করতে রাজী না কথাটার অর্থ কি? আব্রাহাম লিঙ্কন, চার্চিল আর স্তালিন একই রকম ঘৃণ্য!! এদের কাউকেই প্রশংসা করা উচিত নয়।

    বেশ, আপনার নীতিবোধ আপনার কাছে। আমি সেটায় প্রশংসনীয় কিছু দেখি না।

    পুঃ নীতিবোধ যেহেতু ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে কথা বলতে গেলে কিছুটা ব্যক্তি উল্লেখ এড়ানোর কোন উপায় দেখি না।
  • aranya | 83.160.123.238 | ২৭ মে ২০১৮ ০২:১২374936
  • তুলনা করতে রাজি না = মাস মার্ডারার-দের তুলনা করে বাইট খর্চা এখন আর করতে ইচ্ছে করছে না।
    পরে যদি কখনো ইচ্ছে হয়, তো আপনার প্রশ্নের উত্তর দেব।

    ব্যক্তি আক্রমণ না করে বক্তব্য অবশ্যই রাখা যায়, যদি ইচ্ছা থাকে।

    ধরুণ আপনি মাস মার্ডারার দের নিয়ে কিছু লিখতে চান। তো সেই কনটেক্সটে তো ব্যক্তি অরণ্য কত শীতল রক্তের সরীসৃপ - এটা না আনলেও চলে, তাই না?
  • aranya | 83.160.123.238 | ২৭ মে ২০১৮ ০২:১৫374937
  • আর যদি মাস মার্ডারার তুলনাকারীদের রক্তের উষ্ণতা নিয়ে লিখতে চান, সেই সেট-টায় অবশ্যই আমিও পড়ছি, তো সেক্ষেত্রেও ব্যক্তি অরণ্যের উল্লেখ ছাড়াও বক্তব্য অতি সহজেই পেশ করা যায়, এগেইন যদি ইচ্ছে থাকে
  • modi | 82.52.77.102 | ২৭ মে ২০১৮ ০২:৫৬374938
  • বেশ তো, ব্যক্তি অরণ্যকে প্লেস হোল্ডার ধরে নিন। আমিও ব্যক্তি উল্লেখ কথাটা সেই অর্থেই ব্যবহার করেছি।

    আমার ধারণা আপনার ঐ তুলনা করার ইচ্ছে কখনোই হবে না, কেন না এরকম অ্যাবসোলিউটিস্ট পজিশন (সব গনহত্যাকারীই একই রকম খারাপ) সমর্থন করার মত যুক্তি কিছু নেই। তবে ভুল প্রমানিত হলে খুশি হব।
  • S | 194.167.2.96 | ২৭ মে ২০১৮ ০৩:১৫374940
  • অরণ্যবাবু, "নিজের দেশের লোক মারতে একজন মানুষকে বেশি নির্মম হতে হয়।" আপনার এই থিয়োরিটা মেনে নিতে অসুবিধা হচ্ছে। একটু নাইভ শোনাচ্ছে। কেন বেশি নির্মম সেটাও তো বুঝতে পারছিনা। কারণ চার্চিল যে বাঙালী মেরেছিলেন সেটা শুধু গণহত্যা নয় তার সাথে সেখানে জাতিবিদ্বেষ, অ্যাপার্থিড ইত্যাদি ব্যাপারগুলো-ও রয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন