এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • 'সেই বৃন্দাবনের লীলা অভিরাম' - আজ দিলীপকুমার রায়ের জন্মদিন

    অর্জুন অভিষেক
    অন্যান্য | ২২ জানুয়ারি ২০১৯ | ৭৭২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 238912.66.1290012.155 | ২৩ জানুয়ারি ২০১৯ ১৩:৪৭380420
  • অর্জুন অভিষেক
    আলোচনায় একটু অপ্রসঙ্গ হবে।

    চতুরঙ্গ র তথ্য টা ভুল হয়েছে দিতে। ওটা এতদিন পর গুলিয়ে গেছে। তবে মার্কিন ফান্ডিং এ (রকফেলার ফাউন্ডেশন না কি একটা)কোনো একটা পত্রিকার উনি(আবু সাইদ আয়ুব) সম্পাদক হন, যেটা কিছুতেই মনে করতে পারছি না। এটা নিয়েও কিছু বিতর্ক হয়েছে। গত বছর নীরদ সি র চিঠি( ওনাকে লেখা) দেশ পত্রিকায় এই প্রসঙ্গ আছে।

    আর বু.ব র সঙ্গে মনান্তর বলিনি। মতান্তর। বাংলা কবিতার সংকলন নিয়ে বিবাদ নয়। বু.ব বোদলেয়ারের কবিতা দিয়ে তরুণ প্রজন্মের ক্ষতি করছেন। আবু সাঈদ আয়ুব এই অভিযোগ আনেন। এই নিয়ে প্রবল বিতর্ক উপস্থিত হয়। আবু সাইদ আয়ুবের 'পান্থজনের সখা' ও ' আধুনিকতা ও রবীন্দ্রনাথ' বই দুটিতে এর প্রমাণ পাওয়া যায়।
    হীরেন মুখো র সঙ্গে যুগ্ম সম্পাদনার বইটি আমার সংগ্রহে আছে।
  • অর্জুন অভিষেক | 561212.96.565612.165 | ২৩ জানুয়ারি ২০১৯ ২০:৩৮380421
  • কল্লোল-দা'র মন্তব্যের সুর টেনেই বলি দিলীপকুমার সংগীতের ক্ষেত্রে কিছু মাত্রায় অ্যাম্বিশন পোষণ করতেন। এটা ওঁর কিছু বই( 'স্মৃতিচারণ' বইয়ের বৃহৎ অংশ ওঁর সংগীত অন্বেষণ সম্পর্কিত) ও ওঁর সম্পর্কে লেখা স্মৃতিকথা পড়ে আমার মনে হয়েছে উনি একটা দৈলীপি ধারার প্রবর্তন করতে চেয়েছিলেন। কিন্তু সংগীত বিষয়ে পাণ্ডিত্যের সঙ্গে যতটা সংগীত বোধ দরকার (কি বলা যায় তাকে মিউজিক্যাল অ্যাসথেটিকস) সেটার বিশেষ অভাব ছিল। দানাদার গলা তাই ওর নিজস্ব একটা ঘরানা ক্রিয়েট করতে সচেষ্ট ছিলেন যেটা ব্যর্থ হয়। দিলীপকুমার নিজে একা ওইরকম গান সকলে ধন্য ধন্য করেন, ওটার শুরু ও শেষ ওখানেই। ওই স্টাইল কেউ ফলো করতে ইচ্ছুক ছিলেন না।

    দিলীপকুমারের কাছে গান শিখেছেন অনেকেই। কিন্তু ওর এই স্টাইল তৈরি করার জন্যে উনি একমাত্র যাকে পেয়েছিলেন তিনি হলেন উমা বসু (হাসি)।

    উমার মত অমন একটা 'গাম্ভীর্য, তীক্ষ্ণতা, সাবলীল, স্বাচ্ছন্দ্য, মাধুর্য, গতি, লয়শুদ্ধতাঃ এক সঙ্গে জড়ানো এক অত্যাশ্চর্য কণ্ঠ' পেয়ে তিনি একটা দৈলীপি মডেল হয়ত সৃষ্টি করতে চেয়েছিলেন।
    কিন্তু সেখানে বড্ড বাড়াবাড়ি হয়ে গেল। উমা বসু বাংলার সংগীত জগতের 'বুলবুল' হলেন কিন্তু অকালমৃত্যু তাকে অচিরেই গ্রাস করল।

    উমার এই অকালমৃত্যুর জন্যে অশোক মিত্র দিলীপকুমারকেই দায়ী করেছেন ' কয়েক বছরের মধ্যেই উমা বসুর ক্ষয়রোগে মৃত্যু, তিনি যথার্থ গান গেয়ে গেয়ে ক্ষয়ে গেলেন, দিলীপকুমারের কঠিন অনুশাসনেের পীড়নেই সম্ভবত তাঁর কণ্ঠ দীর্ণ- বিদীর্ণ, গানের ঐশ্বরিক মাহাত্ম্যের কাছে মহিলার জীবনবিসর্জন।'

    'দিলীপকুমারের গানের মাধ্যাকর্ষণের শিকার না হলে আরও অনেকটা বছর বাঁচতেন হয়তো বা'।

    আমার এক সংগীতবোদ্ধা দাদা বলেন উমা বসুর গলাটা এতই দুর্দান্ত ছিল যে দিলীপকুমার ওই দৈলীপি স্টাইল ওই গলায় বসাতে পারেননি।
  • b | 4512.139.6790012.6 | ২৩ জানুয়ারি ২০১৯ ২০:৪৬380422
  • আরে মশাই গান দিন।
  • অর্জুন অভিষেক | 561212.96.565612.165 | ২৩ জানুয়ারি ২০১৯ ২০:৫০380423
  • উমা বসুকে নিয়ে আমার অবসেশন সর্বজনবিদিত। 'গুরু'তে এর আগেও দিয়েছি।

    দিলাম।

  • pi | 7845.11.452312.59 | ২৩ জানুয়ারি ২০১৯ ২৩:৪৯380424
  • রতনধান্যপুষ্পিতা তো বেশ বেশ ভাল! নাসাল টোনাল কোয়ালিটিও আমার ভাল লেগেছে। পছন্দ আপ্না আপনা।কিম্বা মেয়েদের বোধহয় পছন্দ হয় ;)
  • Atoz | 125612.141.5689.8 | ২৪ জানুয়ারি ২০১৯ ০৬:৫৭380425
  • এই গানগুলো যখন রেকর্ড করা হয়েছে তখন রেকর্ড করার টেকনোলজিও তো অনেক ইয়ে মানে ইয়ে ছিল।
    (অভ্যু বলতো হামুরাবি আর ক্লিওপ্যাট্রার গান রেকর্ড করার মতন অবস্থা ঃ-) )
  • কল্লোল | 238912.66.3434.93 | ২৪ জানুয়ারি ২০১৯ ১০:৩৯380426
  • এইত্তো জমে গেছে।
    সঙ্গীত বা সেই অর্থে যে কোন শিল্পের মূল সৌন্দর্য্যের জয়গাটা হলো সংযম। গানে এর শ্রেষ্ঠ উদাহরণ রবীন্দ্রনাথ আর সলিল চৌধুরী, পরের দিকে সুমন।
    মান্না দে আর মানবেন্দ্রের গায়কী খেয়াল করুন খুব স্পষ্ট এই সংযম ও সংযমহীণতার ভেদরেখা। আমি যে জলসাঘরে(মান্না) আর এই মৌসুমী মন(মানবেন্দ্র)। কুহু কুহু কোয়েলিয়া (শচীন দেব আর মানবেন্দ্র) পরপর শুনুন।
    মানবেন্দ্র অসাধারণ গায়ক/সুরকার। কিন্তু ঐ যে..........
    দিলীপবাবুর এই বোধটার অভাব ছিলো।
    উমা বসুর এই গান দুটো শুনে সেটা বুঝতে অসুবিধা হবে। কারণ গান দুটোই গলা খেলানো দাবী করে। যেমন মান্নার/সলিলের বাজে গো বীণা।
    বিখ্যাত বাঙ্গালীর নাম দিলীপ হলেই কি গন্ডোগোল??
  • কল্লোল | 238912.66.3434.93 | ২৪ জানুয়ারি ২০১৯ ১০:৫২380427
  • পেয়ে গেলাম। শুনুন। কুহু কুহু কোয়েলিয়া
    শচিনকত্তা

    মানবেন্দ্র
  • sm | 2345.110.675612.151 | ২৪ জানুয়ারি ২০১৯ ১০:৫৩380428
  • না,দিলীপ পালিত ভালো ফুটবলার ছিলো।
    দিলীপ রায় ও ভালোই অভিনেতা।
    কিন্তু দিলীপ মানে কি?
  • কল্লোল | 238912.66.3434.93 | ২৪ জানুয়ারি ২০১৯ ১০:৫৯380430
  • ক্যা বাৎ পেয়ে গেলাম আরও।
    মান্না দে

    akhilabandhu
    <
  • কল্লোল | 238912.66.3434.93 | ২৪ জানুয়ারি ২০১৯ ১১:০০380431
  • অখিলবন্ধু
  • ন্যাড়া | ২৪ জানুয়ারি ২০১৯ ১১:৫১380432
  • উমা বসু 'উমা বসু' হয়েছিলেন হিমাংশু দত্তর গানের জন্যে। মন্টুবাবু ছাড়া উমা বসু হরেন চট্টোপাধ্যায়ের (যাঁর কন্যা কৃষ্ণা চট্টো) কাছেও গান শিখেছেন। হরেনবাবুর সঙ্গে বালিকা উমার রিনরিনে গলায় 'মেঘেরা দল বেঁধে যায়' রেকর্ডও আছে।
  • কুশান | 232312.15.2389.82 | ২৪ জানুয়ারি ২০১৯ ১৩:০৫380433
  • দিলীপবাবুর সঙ্গে হিমাংশু দত্তের যোগাযোগ ছিল?
    তাছাড়া জ্যো তিরিন্দ্র মৈত্রের সঙ্গে?
    সমকালীন বাংলা গানে এদের ভূমিকাও তো অনস্বীকার্য।
    তবে, কল্লোলদা, আপনার বক্তব্য মেনেও বলি মান্নাকে অতিরিক্ত কালোয়াতীর জন্য কবীর সুমন কিছুটা অভিযুক্ত করেছিলেন। কোথায় পড়েছি ্কিছুতেই মনে করতে পারছি না।
  • b | 562312.20.2389.164 | ২৪ জানুয়ারি ২০১৯ ১৩:২০380434
  • স্বগতঃ কদ্দিন ধরে বলে আসছি মনবেন্দ্র-র জাগো অচিন্ত্য আমার ভালো লাগে না, বড্ড বেশি গিটকিরিতে ভক্তিভাব উড়ে যায়, তা কেউ শুনলে তো!
  • কল্লোল | 342323.191.8912.127 | ২৪ জানুয়ারি ২০১৯ ১৬:৪৭380435
  • সুমন-নচিকেতাদের গান ছাড়া কথাবার্তা মন্ত্যব্যের কোন গুরুত্ব নেই। এরা বিভিন্ন সময়, নানান অনুষ্ঠানে - কে কিশোর, কে মান্না -এসব বলে বাজার গরম করেছে। আবার সুবিধামতো এদের মাথস্য তুলেছে। সুমন তো নিজেই এখন বাঙ্গলা খেয়াল গেয়ে "কালোয়তি" করে।
  • de | 90056.185.673423.53 | ২৪ জানুয়ারি ২০১৯ ১৭:১২380436
  • আমার রাগপ্রধান গান খুবই ভালো লাগে শুনতে - বাংলা রাগপ্রধানের সর্বভারতীয় আবেদন কিন্তু খুবই - মহারাষ্ট্রে আসার পর সেটা বুঝতে পেরেছি -

    আমার পছন্দের তালিকায় মানবেন্দ্র, মান্না দে ইত্যাদীরা কবীর সুমনের অনেক অনেক আগে থাকেন - বরাবরই -
  • de | 90056.185.673423.53 | ২৪ জানুয়ারি ২০১৯ ১৭:১৩380437
  • জাগো অচিন্ত্য না তব অচিন্ত্য?

    আমার আবার খুবই ভালো লাগে - ভক্তি-টক্তি নেই বলেই বোধ্ধয় -
  • de | 90056.185.673423.53 | ২৪ জানুয়ারি ২০১৯ ১৭:১৭380438
  • ভীষ্মদেব আর তারাপদ দুই চক্কোত্তি বাবুর গান, শিপ্রা বসুর গান - এইসব খুবই পছন্দ করি -

    কবীর সুমন, নচিকেতা - সাম্প্রতিক বিষয় নিয়ে ভালো পদ্য লেখেন - ভালো গায়ক এমন আমার কখনো লাগেনি -
  • কুশান | 238912.66.898912.155 | ২৪ জানুয়ারি ২০১৯ ১৭:২৩380439
  • 'আমি এত যে তোমায় ভালোবেসেছি' মন্দ লাগে না।
    মানবেন্দ্র কি 'জয় জয়ন্তী'র সুরকার ছিলেন? মন্দ সুর করতেন না বোধ হয়।

    কোথায় একটা মান্নার ইন্টারভিউতে পড়লাম যে শচীন কর্তা মান্নাকে বাঙাল ভাষায় বলছেন যে, বেশি কালোয়াতি করছিস, এই প্রসঙ্গ।

    কোথায় পড়লাম মনে নেই। চট করে লিংক দিতে পারব না।
  • rabaahuta | 232312.171.2389.173 | ২৪ জানুয়ারি ২০১৯ ১৮:২৯380441
  • মান্না দে'র আদির অস্থানে অতিরিক্ত কালোয়াতি ভাল্লাগেনা বলে মাঝেমধ্যে গালমন্দ খেয়েছি। তখন যদি এইসব লেখা হতো তাহলে রেফারেন্স দিয়ে দিতাম। তা যাক, এখন পড়ে আনন্দ পাচ্ছি। এমনিতে মান্না দে'র কিছু গান আমার খুব প্রিয়, তবে সেগুলোতে ঐ সংযম বেশী, বুঝতে পারিনা, ব্যকরণ জানিনা তো।

    আর বাংলা খেয়ালের কালোয়াতি আর বাংলা আধুনিক গানের কালোয়াতি তো আলাদ জিনিস হলো। খেয়াল তো বোধয় কালোয়াতি করারই জায়গা।

    কিন্তু সুমন আর নচিকেতার নাম পাশাপাশি দেখলে একটু বেদনা পাই। তা কী আর করা।

    আমাদের সময়, আমাদের সময় নিয়ে আধুনিক গানে সুমনের ধারে কাছে কাউকে দেখিনা। ডাইনোসরেরা বৃহত্তর, তবে তাঁদের সময় পৃথিবী অন্যরকম ছিল।

    (এই বলে আমি কেটে পড়লাম, আশা করি কোন বিপদ হবেনা, তবে হলে আগামী তিনদিন আর এই টইটা খুলবো না।)
  • rabaahuta | 232312.171.2389.173 | ২৪ জানুয়ারি ২০১৯ ১৮:৩৫380442
  • *মান্না দে-আদির
  • অর্জুন অভিষেক | 340123.212.124523.255 | ২৪ জানুয়ারি ২০১৯ ১৯:১৬380443
  • @খ
    আমাদের এখানকার আলোচনাগুলো ঘরোয়া, 'নেই কাজ তো খই ভাজ' ও বলা যায়। তাই এখানে সবসময়ে তথ্যের ব্যাপারে যে খুব পার্টিকুলার হতে হবে এমন মাথার দিব্যি নেই। কিন্তু এখানে সকলেই খুব পড়াশোনা করা, চর্চা করা মানুষজন। আর আমার একটা সমস্যা, একবার কোনো তথ্য পড়লে বা শুনলে সেটা একেবারে গেঁথে থাকে।

    বু ব রিপন কলেজের চাকরী ছেড়ে পূর্ণ সময়ের জন্যে সাহিত্যে মনোনিবেশ করেন। সেই সময়ে আর্থিক ভাবে খুব সমস্যায় ছিলেন। প্রতিভা বসু'র স্মৃতিকথা থেকে জানা যায়। সেই সময়ে হুমায়ুন কবীর বু ব'কে নানাভাবে সাহায্য করেন। আপনি ঠিকই বলেছেন রকারফেলার ফেলোশিপ নিয়ে তিনি ইণ্ডিয়ানা বিশ্ববিদ্যালয়, ব্লুমিংটনে যান। ব্লুমিংটনের সঙ্গে শুধু বু ব নয়, পরবর্তীকালে যাদবপুরের অন্যান্যদেরও যোগস্থাপন হয়। নরেশ গুহ, দীপক মজুমদার, নবনীতা দেবসেন, প্রণবেন্দু দাশগুপ্ত এবং অন্যান্যরা গবেষণার জন্যে সেখানে গেছিলেন।

    আবু সৈয়দ আইয়ুব ও বুদ্ধদেব বসুর বিতর্কটার কথা জানিনা। খুঁজতে হবে। সৈয়দ মোটামুটি ২০২ র কাছের লোক। বু ব'র পরবর্তী প্রজন্ম তাদের বাবার সঙ্গে যাদের বনিবনা হয়নি তাদের অনেকে আধ্য শ্রাদ্ধ করেছে, আইয়ুবকে ভাল নজরেই দেখেন তারা।
  • অর্জুন অভিষেক | 340123.212.124523.255 | ২৪ জানুয়ারি ২০১৯ ১৯:২০380444
  • বাহ আলোচনা দিব্যি চলছে।

    উমা বসুর প্রথম সংগীত গুরু হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কিন্তু দিলীপকুমার রায় খুব তাড়াতাড়ি টেক ওভার করেন।

    দিলীপকুমার ও সাহানা দেবীকে নিয়ে গুগলে একটা খুব সুন্দর ইংরেজি লেখা পড়েছিলাম দু- তিন বছর আগে। লেখক পণ্ডিচেরীর মাদার স্কুলের শিক্ষক, বঙ্গসন্তান। লেখাটা খুঁজে পাচ্ছিনা।
  • pi | 2345.110.125612.113 | ২৪ জানুয়ারি ২০১৯ ২০:০৩380445
  • আমি এত যে তোমায় ভালবেসেছি গানটা জাস্ট ভালবেসে ফেলার মত ভাল।
    আমার আবার মানবেন্দ্র বড় প্রিয়। ওই মাখন মিহিন গলায় গিটিকিরি কারুকাজের অনই মজা। এমনিও আমার আবার সূক্ষ্ণাতিসূক্ষ্ণ কাজের উপর ব্যথা আছে। নিভাঁজ নিখাঁজ গায়নে অস্বস্তি হয়, মনে হয় দি একটা কাজ গুঁজে। তবে ওই, গয়নাগাটি খুব বেশি হলেও জবরজং।

    মানবেন্দ্রর নজরুল হোক কি তব অচিন্ত্য যেমন ভাল লাগে, তেম্নি আমার এ যৌবন, মেটিরিয়া মেডিকার কাব্য, আর শ্যামলের সংগে সেই যুগলবন্দি, দোলে দোদুল ঝোলে ঝুলনা। ওই গানটায় কিন্ত্য কাজ কম আর বেশির ভাল কন্ট্রাস্ট বোঝা যায়। সেদিন আবার শুনলাম, এই গানে মানবেন্দ্রকে নাকি কাজ কমাতে বলেছিলেন উত্তমকুমার, নায়কের গলার চেয়ে শাগরেদের গলায় বেশি কালোয়াতির চমতকারিত্ব এসে গেলে নাকি নায়কের নায়ক ইমেজের জন্য চাপ! তার মানে বেশি কালোয়াতি বেশি কেরদানির ব্যাপার হিসেবেই প্রোজেক্টেড হত।
  • ন্যাড়া | 1278.202.5634.85 | ২৪ জানুয়ারি ২০১৯ ২১:১৭380446
  • মানবের কালোয়াতি শুরু হল নজরুলে এসে। তাও প্রথমদিকের নজরুলে অত কালোয়াতি নেই। আধুনিকে যখন অন্যদের সুরে গাইছেন, তখন খুবই পরিমিত। এমনকি নিজের সুরেও খুব কালোয়াতি দেখাননি। বিমান মুখুজ্জের হাত ধরেই ওনার পতন শুরু।
  • কল্লোল | 342323.176.452312.219 | ২৫ জানুয়ারি ২০১৯ ০৯:৩৪380447
  • রবাহুতো। আমি সুমন-নচিকেতার গান বাদ দিয়ে কথাবর্তা/মন্তব্য নিয়ে লিখেছিলাম। ওগুলো গুরুত্ব দেবার মতো নয়। এরা মান্না দে নিয়ে বলেছেন বহু অনুষ্ঠানে - উনি কোন গায়কই নন। সেগুলো নেহাৎ বাজার গরম করা কথা। বাজারে টিঁকে থাকতে হলে ওদের সময়ে এসব করতে হতো - মিডিয়া খায়।
  • PT | 015612.129.7867.75 | ২৫ জানুয়ারি ২০১৯ ১৪:৩৭380448
  • পন্ডিতম্মন্য বাঙালীর সংখ্যা ইদানিন বড্ড বাড়তির দিকে। কচিনেতা এ ব্যাপারে অগ্রপথিক। এই যেমন মানবের পরে পব-র বাঙালী নজরুলগীতিকে মহাপ্রস্থানের পথে পাঠিয়ে দিল!! কিন্তু কারো গলা দিয়ে প্রয়োজনীয় কাজটুকুও বেরোল না যা দিয়ে নজরুলগীতি গাওয়া যায়। আর বাংলার রাগপ্রধান গান তো কব্বে উধাও।
    এখন তো সংগীত মানে অনুপম রায়!!
  • sm | 3490012.31.0145.11 | ২৫ জানুয়ারি ২০১৯ ১৫:৫২380449
  • sm | 3490012.31.0145.11 | ২৫ জানুয়ারি ২০১৯ ১৫:৫৫380450
  • এই ছোট ইন্টারভিউ টা বেশ।
    কবির সুমন আর নচিকেতা ,এই দুই গায়ক মান্না ও মানবেন্দ্র এদের ট্রেনি হবার যোগ্য ও নয়।
  • sm | 3490012.31.0145.11 | ২৫ জানুয়ারি ২০১৯ ১৫:৫৭380452
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন