এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • 'সেই বৃন্দাবনের লীলা অভিরাম' - আজ দিলীপকুমার রায়ের জন্মদিন

    অর্জুন অভিষেক
    অন্যান্য | ২২ জানুয়ারি ২০১৯ | ৭৭৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 3490012.31.0145.11 | ২৫ জানুয়ারি ২০১৯ ১৬:০০380453
  • এই তা উত্তমের গলায় মান্নার প্রথম গান। শংখবেলার ও আগে।এই গানের শেষে যে ইয়ুডলিং আছে, কিশোর কুমার ও আশ্চর্য হবে।
    এইসব গাইতে পারলে তবে সুমন/নচিকেতা নম্বর পাবে।
  • অর্জুন অভিষেক | 561212.96.235612.131 | ২৫ জানুয়ারি ২০১৯ ১৬:০৪380454
  • বাংলায় শেষ সফল রাগপ্রধান গায়ক কে? অজয় চক্রবর্তী !!
  • PT | 015612.129.7867.75 | ২৫ জানুয়ারি ২০১৯ ১৬:১৬380455
  • না, বোধহয়!!
  • de | 90056.185.673423.54 | ২৫ জানুয়ারি ২০১৯ ১৭:০১380456
  • অজয়বাবু রিসেন্টলি বম্বেতে গান শুনিয়ে গেলেন - ওনার এক স্টুডেন্টও গাইলো - ব্রজেশ্বর বোধহয় নাম (খুবই দুঃখিত, কিছুতেই মনে পড়ছে না নামটা) - কি ভালো গায়! আমার মানবেন্দ্র মনে পড়ে গেলো আবার -

    আমি মানবেন্দ্রর অলটাইম ফ্যান - খুবই ভালো লাগে -

    অজয়বাবু আর বেগম আখতারের যেসমস্ত বাংলা রাগপ্রধান গান আছে - জ্ঞানপ্রকাশ বাবুর, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের লেখা আর আরো অনেকেরই লেখা গানের - সেই সংকলনটা অসাধারণ লাগে।

    এছাড়াও একেবারে প্রথম দিককার সতীনাথবাবুর গানগুলো অপূর্ব - ধনঞ্জয়ও ভালো গাইতেন -

    আরতি মুখোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত, হৈমন্তী শুক্লার খুবই অসাধারণ কিছু কাজকম্মো আছে, যেগুলো তুলতে গেলে বোঝা যায় কি সাংঘাতিক!

    তখনকার দিনের বাংলা গানগুলো সব আধুনিক কবিতা বলে মনে হোতো না।
  • শিবাংশু | ২৫ জানুয়ারি ২০১৯ ১৭:৩৫380457
  • এই টইটা পড়ছি মন দিয়ে। বাংলা 'আধুনিক' গানের শিদ্ধ শিল্পীদের নিয়ে একটা বড়ো লেখা বহুদিন ধরেই মাথায় আসাযাওয়া করছে। মানে তাঁদের গায়ন, তইয়ারি, নিবেদন, সিদ্ধি ও বাজার-অর্থনীতি নিয়ন্ত্রিত গত সত্তর বছরে বাঙালির শ্রবণ অভ্যেসের বিবর্তন নিয়ে কিছু কথাবার্তা। লিরিক ও মেলোডির রনপা দুটি বাংলাগানের দ্রুত এগিয়ে যাওয়ার অবলম্বন ছিলো। তাদের স্টিম ফুরিয়ে গেলো কেন?

    টইটির বিভিন্ন মন্তব্য থেকে বেশ চিন্তার খোরাক পাচ্ছি। নিশ্চিত নই, তবে মনে হয় এই টইয়ে যাঁরা মন্তব্য করছেন, তাঁদের বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টির মধ্যে। ছিন্ন-বিচ্ছিন্নভাবে নানা স্বপ্নের শিল্পীদের নাম বৃষ্টিধারার মতো ঝরে পড়ছে এখানে। প্রত্যেক শ্রোতাই তাঁদের বেঁচে থাকা, বড়ো হয়ে থাকার সঙ্গে ওতপ্রোত সুরঝরনাগুলির প্রতি আনুগত্যের দায়টি পালন করায় তৎপর। এটা বিশেষ ভাবে ইতিবাচক লক্ষণ। দেখা যাচ্ছে, শুরুটা যদি রবীন্দ্রনাথ ঠাকুর , শেষ নামটা 'অনুপম রায়'। বাজারি চাপ ও রুচির অবনমনের এই বিপজ্জনক গ্র্যাফটি থেকে বাংলাগানকে উদ্ধার করার জন্য এইসব শ্রোতার সচেতন ও সক্রিয় প্রয়াস বাংলাগানের জন্য জরুরি।
  • শিবাংশু | ২৫ জানুয়ারি ২০১৯ ১৭:৩৬380458
  • এঃ, 'সিদ্ধ'...
  • শিবাংশু | ২৫ জানুয়ারি ২০১৯ ১৭:৪১380459
  • আর হ্যাঁ, 'আবু সয়ীদ আইয়ুব'... :-)
  • অনুরোধের আসর | 342323.191.7834.95 | ২৫ জানুয়ারি ২০১৯ ২১:০১380460
  • আপনারা গলার কাজটাকেই একমাত্র মাপকাঠি করছেন। সেক্ষেত্রে বাংলা গানের ইতিহাস থেকে লুপ্ত হোন, আপনাদের ধারাভাষ্য মেনে:
    ১) হেমন্ত
    ২) শ্যামল মিত্র
    ৩) তরুণ বাবু
    ৪) আরতি মুখো

    লিস্ট দীর্ঘায়িত করছি না। আরো নাম আসতে পারে।
    এদেরও যথাযথ ট্রেনিং নিশ্চয় ছিল।
    এনারা কি হেব্বি কাজনির্ভর ও রাগাশ্রয়ী গান করতেন? কিছু ব্যতিক্রমী উদাহরণ থাকলেও থাকতে পারে। সে তো মান্নারও 'জীবনে কি পাবো না' আছে। আর sm ও একটা লিংক দিলেন মান্নার সেরকম গানের।

    হেব্বি কাজনির্ভর গানেই অনেকে গানের আসল সার্থকতা পান।

    শিবাংশুর তোলা প্রশ্ন এখানে নতুন আলোচনার পরিসর তৈরি করতে পারে।
  • PT | 015612.129.7867.75 | ২৫ জানুয়ারি ২০১৯ ২১:৩১380461
  • রাগ্প্রধান গান? পরিমিতি বোধ?
  • চাঁদ কহে চামেলী গো | 342323.191.7834.95 | ২৫ জানুয়ারি ২০১৯ ২২:০৫380463
  • হিমাংশু দত্তের গান? তাও গেয়ে দেখিয়েছেন। মুড়ির সঙ্গে মিছরির দর গুলিয়ে ফেললে হয় না। সুমন, সুমনই, বাংলা গানের ইতিহাসে থাকবেন নিজের জোরে।
    আপনারা তো ৬০এর দশক রেফার করছেন। তখন তো অনেকে হিমাংশু গাইতেন।

    তা ৭০-৯৫ কতজন হিমাংশুর গানের চর্চা করেছেন? ৯৫ সালে সুমন হিমাংশু দত্ত গেয়ে দেখালেন।

  • চাঁদ কহে চামেলী গো | 342323.191.7834.95 | ২৫ জানুয়ারি ২০১৯ ২২:০৭380464
  • সুমন, নচিকেতা এক নয় বোঝাতে।
  • sm | 3490012.31.0145.11 | ২৫ জানুয়ারি ২০১৯ ২২:১৭380465
  • অপ্রসঙ্গ | 342323.191.7834.95 | ২৫ জানুয়ারি ২০১৯ ২২:১৮380466
  • যে জায়গায় আলোচনা গেছে সেখানে এবং শিবাংশুর পয়েন্ট ধরে, এই বিষয়ে প্রামাণ্য বই কতগুলি আছে? Wiki র link নয়।
    বাংলা বেসিক গান, আধুনিক গান, এই বিষয়ে কতগুলি কাজ হয়েছে? লোক সংগীত বিষয়ক নয়, বাউল, ভাওয়াইয়া বা ভাটিয়ালি নয়, উচ্চাঙ্গ সংগীত নয়।

    একটু আলোকপাত করলে ভালো হয়।
  • অর্জুন অভিষেক | 561212.96.672312.63 | ২৫ জানুয়ারি ২০১৯ ২২:২০380467
  • আপনারা হিমাংশু দত্তকে নিয়ে একটু বলুন। উমা বসু ও হিমাংশু দত্ত একে ওপরের পরিপূরক ছিলেন।

    ওর সমসাময়িক আরেকজন প্রণব রায়। উমা বসু, যূথিকা রায় গেয়েছেন ওর গান।
  • sm | 3490012.31.0145.11 | ২৫ জানুয়ারি ২০১৯ ২২:২১380468
  • হেমন্তর টা আরেকটু বেশি ভালো।স্যুদিং।
  • কুশান | 342323.191.7834.95 | ২৫ জানুয়ারি ২০১৯ ২২:২৪380469
  • Sm আমি আগেই বলেছি এই গানের আরো কিছু পাবেন। কিন্তু তা অনেক আগে গাওয়া। এটি আমার শোনা।
    শ্যামলের পাবেন। উমা বসু বা অন্যদেরও পাবেন। প্রত্যেকটি গায়কীতে ভিন্নতা আছে।
    প্রশ্ন হলো, ১৯৯৫ তে সুমনের ভার্সন টি শুনে কি মনে হয় যে তিনি album টা হালকাচালে করেছেন? আমার তো যথেষ্ট সিরিয়াস কাজ মনে হয়েছে।

    সুমন বললে প্রকৃত মূল্যায়ন করতে গেলে সঙ্গীত বিষয়ক প্রকৃত প্রসঙ্গ গুলিও আসুক। ফুৎকারে উড়িয়ে দেওয়ার প্রবণতাও তো এক ধরণের পুরোনো অভ্যেস, ওই আগের সবই ভালো, এখনের সবই মন্দ ইত্যাদি।
  • কল্লোল | 342323.191.3412.89 | ২৫ জানুয়ারি ২০১৯ ২২:২৭380470
  • এসএম। উঁহু একমত নই। ঐ ইয়ুডলিং কিশোর করেছে বহু।
    কিন্তু এটা করতে গেলে কিশোরেরও ফাটতো ঐ স্কেলে।
    ১ মিনিট ৫ সেকেন্ড থেকে ১মিনিট ১৬ সেকেন্ড পর্যন্ত।


    গলার কাজ নিশ্চই গানের অলঙ্কার। তবে সেটা গানের উপর নির্ভর করে।
    আমি এখানে সুগম সঙ্গীতের কথাই বলছি।
    আমি যে জলসাঘরে বা পত্তা পতা বুটা বুটা-র মতো গজলধর্মী গানে সে অলঙ্কার থাকবে, একটু বেশী থাকলে ক্ষতি নেই, কিন্তু "একটু" বেশী অবধিই। এখন মান্না যদি জীন্দগী ক্যায়সি হ্যায় পহেলি (আনন্দ সিনেমায়) কাজ টাজ দিয়ে গাইতো সেটা কি ভালো হতো??

    http://www.milansagar.com/kobi/suresh_biswas/gaan/sH-vir-shahido-mere-dosto.mp3
    এই গানটা শুনুন। এটা প্রচুর গলার কাজটাজ দিয়ে গাওয়া যেতো। কিন্তু তাতে গানের মেজাজটা মার খেতো।
  • sm | 3490012.31.0145.11 | ২৫ জানুয়ারি ২০১৯ ২২:৩২380471
  • কুশান | 342323.191.7834.95 | ২৫ জানুয়ারি ২০১৯ ২২:৩২380472
  • হিমাংশু দত্ত নিয়ে অশোক মিত্রের একটি রচনা পড়েছিলাম। সম্ভবত বরিশাল থেকে (ভুল হতে পারে) তিনি কলকাতায় আসেন। ওর গানে চাঁদ আর চামেলী এই দুটি শব্দ খুব বেশি। অশোক মিত্র বলেছেন কোনো এক গায়িকা, যাঁর নাম চামেলী, তাঁর প্রতি হিমাংশুর প্রণয় ছিল। এটিই কারণ, চামেলী শব্দের বারবার উল্লেখ। উক্ত মহিলা হিমাংশু র সুরে কথায় গান রেকর্ড করেন। কিন্তু তিনি বিবাহ করেন অন্য কাউকে। এর কিছু পরেই হিমাংশু মারা যান, অশোক বাবুর মত, তীব্র শোক কারণ হতে পারে। যাই হোক শেষ অবধি তাঁর প্রকৃত নাম অশোক বাবু সচেতন ভাবে গোপন করেন, কারণ, ওই মহিলার সামাজিক পরিচয় ও সংসার রয়েছে।
    সম্পূর্ণ সমৃতি থেকে লিখছি। দুম করে প্রমাণ দিতে পারব না। অশোক মিত্রের কোনো একটা সংকলনে পড়েছিলাম।
  • sm | 3490012.31.0145.11 | ২৫ জানুয়ারি ২০১৯ ২২:৩৩380474
  • প্রশংসা করতে গেলে,এমন করেই করতে হয়।এতেও এদের কাছে শেখার।
  • sm | 3490012.31.0145.11 | ২৫ জানুয়ারি ২০১৯ ২২:৩৯380475
  • কল্লোলবাবু, ইয়ুডলিং এ কিশোরের ধরে কাছে কেউ নেই। উনি একমেবাদ্বিতীয়ম ।তবে মান্না বাবু চাইলে করতে পারতেন।এটাই বলতে চেয়েছি।মান্না দে একটা ইন্টারভিউ তে ন্যাট কিং কোল এর মোনালিসা গাইছেন তাও অবাক করে দেবার মত।
    যেটা বলতে চেয়েছি, মান্না বাবুরা খালি রাগ রাগিনী নিয়ে পড়েছিলেন না।
    ওনার গুজরাটি ফোক তো বিরাট জনপ্রিয়।
  • Kushan | 342323.191.7834.95 | ২৫ জানুয়ারি ২০১৯ ২২:৪৪380476
  • শেষ গানটি বেশ অন্যরকম। কিন্তু মান্নার গলা নয় তো!

    এই কন্ঠ চিনতে পারছি না। কিন্তু গানটি বেশ জড়িয়ে ধরছে।

    কল্লোল, শেষ লিংকটির গান কার গাওয়া? আলোকিত করুন।
  • ন্যাড়া | ২৫ জানুয়ারি ২০১৯ ২২:৪৮380477
  • অশোক মিত্রর লেখাটার নাম চাঁদ-চামেলীর উপাখ্যান।

    সুমনবাবু হিমাংশু দত্তর গানগুলি না করলেই পারতেন।
  • Kushan | 342323.191.7834.95 | ২৫ জানুয়ারি ২০১৯ ২২:৫৩380478
  • আহা, আপনিও ওটি পড়েছেন এবং মনেও রেখেছেন।
    ন্যাড়া, আপনার ও আমার কানের ভিন্নতা থেকেই ভিন্ন পারসেপশন আমরা রাখি। এই নিয়ে ভোট নিলেও হেরে যেতে পারি, তবু, উপলব্ধির কাছে সৎ থেকেই বললাম।
    শুনেছি, প্রতিভা বসু সুমনের হিমাংশু দত্তের গান শুনে খুশী হয়েছিলেন।
    এটিরও প্রামাণ্য রেফারেন্স দিতে পারব না।
  • ন্যাড়া | ২৫ জানুয়ারি ২০১৯ ২২:৫৭380479
  • সুমনের হিমাংশু দত্ত গাওয়ায় সিরিয়াসনেসের অভাব ছিলনা। কিন্তু দত্তজার গান গাইতে গলার যে নমনীয়তা আর স্বর-প্রক্ষেপণ লাগে, তা সুমনবাবুর নেই বলেই মনে হয়।

    এ ব্যাপারে শিবাংশুদা, কল্লোলদা - এঁরা আরও ভাল বোঝাতে পারবেন।
  • অর্জুন অভিষেক | 561212.96.672312.63 | ২৫ জানুয়ারি ২০১৯ ২৩:১৭380480
  • @থ্যাঙ্ক ইউ কুশান

    বরিশাল নয় কুমিল্লা বোধহয়। হিমাংশু দত্ত ও শচীন কত্তারও একটা কিছু কানেকশন আছে। দুজনের শিক্ষক এক, এইরকম কিছু।

    অশোক মিত্র ছাড়া আর এসব কেউ বা লিখবেন! লেখাটা ওর কোন বইয়ে আছে?

    আপনারা শচীন কত্তার গান নিয়ে কিছু বলছেন না?
  • অর্জুন অভিষেক | 561212.96.672312.63 | ২৫ জানুয়ারি ২০১৯ ২৩:১৯380481
  • সুমনের গলায় ঐ গানগুলোর প্রশংসা করেছেন দীপালী নাগ ও।
  • Kushan | 342323.191.7834.95 | ২৫ জানুয়ারি ২০১৯ ২৩:২৬380482
  • ওহ ইয়ে দেবব্রত বিশ্বাসের সঙ্গে কলকাতায় হিমাংশু দত্তর যোগাযোগ ছিল। ব্রাত্যজনের রুদ্ধসঙ্গীতে হালকা রেফারেন্স আছে।

    ৯০ এর দশকেও সুরসাগরের স্মরণে কিছু অনুষ্ঠান হতো।
  • শিবাংশু | ২৬ জানুয়ারি ২০১৯ ০০:১২380483
  • অশোক মিত্রের 'চাঁদ-চামেলি উপাখ্যান' ধ্রুবপদ-বার্ষিকী ১৯৯৯ তে পুনর্মুদ্রিত হয়েছিলো। সেটি আমার কাছে রয়েছে। মূল লেখাটি কোথায় প্রকাশিত হয়েছিলো, মনে নেই।
    কুমিল্লার সঙ্গীতের ঐতিহ্য বিস্তৃত। একেবারে লাগোয়া ব্রাহ্মণবাড়িয়ার লোক ছিলেন স্বয়ং বাবা আলাউদ্দিন। সরাসরিভাবে কুমিল্লার সঙ্গে জড়িত কুমার শচীনদেব, সুবোধ পুরকায়স্থ, অজয় ভট্টাচার্য, শৈল দেবী, বটু দত্ত এবং তাঁর অনুজ হিমাংশু দত্ত।

    'নিশীথে বহে হিমেল বায়' গানটি যে কিশোরী শিল্পী গেয়েছিলেন তিনিই ছিলেন হিমাংশুর মিউজ 'চামেলি'। অশোকবাবুর মতটি এরকম। কিন্তু এই লেখাটি প্রকাশিত হবার সময় তিনি জীবিত ছিলেন বলে অশোকবাবু তাঁর নাম উল্লেখ করেননি।

    শচীনকত্তার সঙ্গে সুমনের একটা বড়ো মিল আছে। নিজেদের কম্পোজিশনে এঁরা এককথায় অনন্য বললে কম বলা হবে। বাংলাগানের মোড় ঘুরিয়ে দেওয়া দিকপাল। কিন্তু এঁদের সুর-লাগানো, কণ্ঠস্বরের ধরন বা যাকে তাসির বলা হয়, একেবারেই ব্যক্তিগত নৈপুণ্য। ওঁদের ঘরানার কোনও উত্তরসূরি নেই। মন্টুবাবুর মতো'ই। কিন্তু অন্য যেকোনও গানে এঁরা মসৃণ হতে পারেন না। শচীনকত্তা তো চেষ্টাই করেননি, এক আধটা নজরুলের গান ছাড়া। যেহেতু তখনও নজরুলের কোনও ঘরানা তৈরি হয়নি (এখনও হয়েছে কি?)। কিন্তু সুমন সব রকম গানই চেষ্টা করেছেন। খ্যয়াল থেকে রবীন্দ্রসঙ্গীত। তিনি এই ধারাগুলিতে পৃথকভাবে প্রশিক্ষিত হওয়া সত্ত্বেও 'অলসো র‌্যান' হয়েই থেকে গেছেন। তাঁর কণ্ঠপ্রক্ষেপন বা সুরলাগানোর ধরনের সঙ্গে এই গীতধারাগুলি মেলেনি। হিমাংশু দত্তের গানের ক্ষেত্রেও তাঁর সঙ্গে একই অসুবিধে ঘটেছে, দেখতে পাই।

    অজয়বাবুর বাংলাগান আসেনা। শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীতের তালিম থাকলেই কেউ কৃষ্ণচন্দ্র বা শচীনকত্তা হতে পারেননা।

    " ফুৎকারে উড়িয়ে দেওয়ার প্রবণতাও তো এক ধরণের পুরোনো অভ্যেস, ওই আগের সবই ভালো, এখনের সবই মন্দ ইত্যাদি।" এই প্রসঙ্গে বলি সুমনের গান নিয়ে নেই নেই করেও আমার কিছু লেখা রয়েছে বিভিন্ন জায়গায়। গুরুতেও রয়েছে। আমি তাঁর গানের নিবেদিত, একনিষ্ঠ শ্রোতা। 'সুমনের গানে'র যে সুমন, তিনি বাংলাগানের একটি বাতিঘর। এতে কোনও দ্বিমত থাকতে পারেনা। তাঁর সমসাময়িক অন্যান্য গায়কদের তাঁর সামনে পিগমি মনে হয়। ১৯৯৩-৯৪ সালের সুমনের সঙ্গে তাঁর গান নিয়ে ব্যক্তিগত বিনিময়ও হয়েছিলো। আমাদের দুর্ভাগ্য তাঁর সৃষ্টিশীলতার ভাঁটার টানটি তিনি অহমবোধ দিয়ে পূর্ণ করতে চেয়েছিলেন। এই দুর্দৈবটি প্রথমদিকে ছিলোনা তাঁর। এটা বাংলাগানের বড়ো ক্ষতি।

    এঁদের সবাইকেই শুধু পারফর্মার নয়, বিষয় ভেবে এগোনোর স্পৃহা আমার বহুদিনের। এখন শুধু সবার কথা শুনছি।
  • ন্যাড়া | ২৬ জানুয়ারি ২০১৯ ০০:১৭380485
  • চাঁদ-চামেলী অশোক মিত্রর প্রবন্ধ-সংকলনেও আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন