এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভবিষ্যতের ভূত তুলে নেওয় হলো

    কল্লোল
    অন্যান্য | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৪৩১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 342323.191.3423.232 | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৫৮381605
  • সিনেমাটা দেখার ইচ্ছে ছিলো খুব। কি ছিলো তাতে জানি না। তবে, পরিচালক অনীক দত্ত ঘোষিত মমতা বিরোধী।
    সিনেমাটা শুধু নন্দনেই নয় আরও বহু হল থেকে তুলে নেওয়া হয়েছে।
    ধিক্কার।
    জানি না কিভাবে করবো, কিন্তু প্রাইভেট শো করা যায় কি?
  • dd | 670112.51.7812.214 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১৭381686
  • বাংলা কাগজে ক্যামন একটা আবছা ভাবে রেখেছে খবরটা।

    কোথায় একটা পড়লাম বোধহয় চড়াম চড়াম ইঃ টার্মগুলো ছিলো। কেষ্টবাবুকে মশকরা ছিলো - অ্যামং আদার থিংস।

    মনে পড়লো, "কলকাতা৭১"র নিয়েও একটা "সেন্সরশিপে"র আবহ তৈরী ছিলো। যেরকমঃ স্টেট্সম্যান পত্রিকায় সিনেমার রিভিউই দেয় নি। গুজব উঠলো ব্যান হয়ে যাবে। মেট্রোর সামনে লাইন পড়েছিলো ভোর চারটের থেকে। আমি গেছিলাম সকাল সাতটায়। কিন্তু কোনো কাগজেই ছাপে নি সেই খবর। যেমন দাড়ি সুমনের গেরেপতারের নিউসও বেমালুম গাপ হয়ে গেলো।

    কোনো পোলিটিকাল সিনেমা দেখবার জন্য অমন উদ্দীপনা আর কোথাও শুনি নি।
  • বঙ্গসন্তান | 7845.15.892312.118 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫৪381697
  • নন্দনে এই ছবি রিলিজ হয়নি আর হবেও না সেটা জানতাম । এই ছবি শুটিং এর দিন থেকে অনেক খবর পেয়েছিলাম । তাই মুক্তির দিনের অপেক্ষা করতে গিয়ে এমন দিনে হল পুরো দিন ব্যস্ত । শনিবার শুনলাম ছবি মাল্টিপ্লেক্স থেকে উঠে গেছে ।
    এই ছবিতে বর্তমান সরকারকে অস্বস্তিতে ফেলার মত অনেক কিছুই আছে । আছে সারদা , অনুব্রত মণ্ডল, আরাবুল, জেলে মদন মিত্র । আছে নারদার ভিডিও ফুটেজ । যার শুটিং করতে গিয়ে পোষাক , চেহারা , আকৃতি কোন কিছু বদলানো হয়নি । বিশেষ করে শোভনের চশমা । চশমা নাকি মেলেনি তার জন্য সহকারী পরিচালককে ফ্লোর থেকে বাইরে বের দেয় । পরে ঠিকঠাক চশমা এনে রিশুট হয়েছিল ।
    আরো আরো অনেক ঘটনা ।
  • PT | 340123.110.234523.6 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩০381708
  • বালখিল্যরা বেশ কিছুদিন ধরেই বোঝানোর চেষ্টা করে যাচ্ছিল যে অমিতমোদীর রাজনৈতিক অবস্থান নিয়ে চিৎকৃত আলোচনাটাই জরুরী। তাদের মস্তিষ্কে এটা ঢোকেনি যে ঘরের কাছের আরশীনগরে বেশ কয়েক বছরেই উইয়ের ঢিপি জেঁকে বসে ভেতর থেকে ঝাঁঝড়া করে দিচ্ছে।

    "অনীক দত্ত ঘোষিত মমতা বিরোধী"-আহা কি মধুময় দেগে দেওয়া!! উইংকল-টুইংকল অথবা পশুখামার দেখে কেউ কি লিখেছিল যে ব্রাত্য বা অর্পিতা বুদ্ধ বিরোধী? না, না, তখন তো মতাদর্শের পুনঃস্থাপনার জন্য বৃহত্তর লড়াই চলছিল!!

    বেশ কিছুদিন আগেই এই খবরটি প্রকাশিত হয়ঃ
    "গত নভেম্বরেই পরিচালক অনীক দত্তকে নিয়ে একটি বিতর্ক দানা বেঁধেছিল। তখন কলকাতা চলচ্চিত্র উৎসব চলছে। উৎসবের মঞ্চ থেকেই তিনি নন্দন চত্বর জুড়ে মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। একটি আলোচনা সভায় অনীক দত্ত কটাক্ষের সুরে বলেছিলেন, ‘‘সিনেমা এখন আর পরিচালক, প্রযোজকদের বিষয় নয়, নন্দন প্রাঙ্গণে যাঁর ছবি ছড়িয়ে আছে, বাস্তবে তিনিই বোধহয় সিনেমার একমাত্র ব্যক্তিত্ব।’’ মন্তব্যের সমর্থনে অনীকের যুক্তি ছিল, ‘‘একটি চলচ্চিত্র উৎসবের প্রাঙ্গণে রাজনৈতিক ব্যক্তিত্বের ছবিসর্বস্ব হোর্ডিং, কাট আউট লাগানো হবে কেন? এটা অর্থহীন এবং মোটেই নান্দনিক নয়।’’"

    সংস্কৃতির ধ্বজাধারী গুরুজনেরা অথবা ব্রাত্যজনেরা কেউই কি এ বিষয়টিকে আদৌ গুরুত্ব দিয়ে দু এক কলম লিখেছিলেন?

    মেরুদন্ডহীন ভন্ডামির কো কোন লক্ষণ রেখা হয়না গা?
  • b | 4512.139.6790012.6 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫০381719
  • কেন, মেরুদন্ডী হিসেবে এই তো আপনি লিখলেন।
  • | 670112.193.780123.170 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৩381741
  • মোদিশাকে সাপোট করুন এই ত কথা। তা বলতে এত ঘোরপ্যাচ কিসের
  • S | 458912.167.34.76 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৬381752
  • কত্ত বুদ্ধি। দিদির পাঠশালায় শিখিয়েছে?
  • PT | 340123.110.234523.22 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪৬381763
  • b
    আপনি কিছু লিখেছিলেন তো?
  • b | 4512.139.6790012.6 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২২381606
  • আরে না না। আমি তো আপাদমস্তক সুবিধেবাদী, ভন্ড। নেক্সট বছর বঙ্গবিভূষণ পাবো। খামখা লিখবো কেন?
    আপনি গুরুতে লিখলেন তো। তাহলে গুরুতে কেউ লেখে নি এই থিওরি দাঁড়ায় না।
  • PT | 340123.110.234523.22 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৯381617
  • আসল ইস্যুটাকে ঘেঁটে ধামাচাপা দেওয়ার জন্যেই বোধহয় খামোখাই পায়ে পা দিয়ে একটা অর্থহীন ঝগড়া শুরু করলেন।
  • dc | 011212.227.782323.151 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১০381639
  • ইশ এই বালখিল্যদের নিয়ে আর পারা যায়না। তবে পিটিদা একাই একশো মেরুদন্ডীর সমান।
  • sm | 2345.110.9005612.10 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৪381650
  • পিটি, আপনি ঠিক ই লিখেছেন। বি, এর ছাগলামির দিকে দৃষ্টিপাত না করে আলোচনা জারি রাখুন।
    একটা জিনিস খেয়াল রাখবেন,শিল্পী ও পরিচালকের পূর্ন স্বাধীনতা আছে তিনি কি সৃষ্টি পেশ করবেন।
    কিন্তু দেখতে হবে তাতে কারো ভাবাবেগ এর ওপর আঘাত না নেমে আসে। পলিটিক্যাল স্যাটায়ার ভালো জিনিস। আমাদের দেশে জরুরি। কারণ কাজ কম হয়েছে।
    কিন্তু দেখতে হবে পরিচালক যেন জাজমেন্টাল হয়ে না পড়েন। অর্থাৎ তাঁর মতটি চাপিয়ে দেবার চেষ্টা না করেন।
  • S | 458912.167.34.76 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২১381661
  • ঊফ।
  • কল্লোল | 342323.191.0156.121 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৫381672
  • হার্বার্ট, আ ডে উইথ এ হ্যাঙ্গম্যান, পদ্মাবত, ভবিষ্যতের ভূত।
    ক্ষমতা একই লাইনে খেলে - কি বিজেপি-কি তৃণমূল কি সিপিএম।
    নোটা আর দুর্বল সরকার চই।
  • S | 458912.167.34.76 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪০381683
  • হার্বার্ট নিয়ে কি সমস্যা হয়েছিল?
  • ন্যাড়া | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৭381684
  • লেনিনের স্ক্রিনিং ভন্ডুল করে দেওয়াটা ভুলে যাবেন না কমরেড।
  • S | 458912.167.34.76 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৫381685
  • পছন্দসই সিনেমা না দেখতে গেলেই তো হয়।
  • PT | 340123.110.234523.6 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:১৮381687
  • "ইশ এই বালখিল্যদের নিয়ে আর পারা যায়না"
    সত্যিই যায়্না। এরা সকলেই টলিউডে কাজ না পাওয়ার ভয়ে অনিকের আগের অবস্থান, "একটি চলচ্চিত্র উৎসবের প্রাঙ্গণে রাজনৈতিক ব্যক্তিত্বের ছবিসর্বস্ব হোর্ডিং, কাট আউট লাগানো হবে কেন?" বক্তব্যকে আর পাঁচটা শিক্ষিত বাঙালীর মত ইগ্মোর মেরেছিলেন। সেটা ক্ষমতাশালীদের নজর এড়ায়নি। সেইজন্যেই সিনেমাটা একদিনের মধ্যে কোন প্রপার ডকুমেন্ট এবং বিস্তর কোন হট্টোগোল ছাড়াই তুলে নেওয়া গেল। আর dc যাদের বক্তব্য পড়ে উদ্বেলিত হয়েছেন তাদের অনেকেই বোধহয় ছবিটির সঙ্গে আর্থিক ভাবে জড়িত।

    চিন্তার স্বাধীনতার দাবিতে কোন মোমবাতি মিছিল বেরোবে নাকি যেমনটি ২০১১-র আগে ঘন ঘন রাস্তায় দেখা যেত? নাহ, সকলেই মনে রেখেছে অম্বিকেশী দাওয়াইএর কথা।
  • dc | 011212.227.782323.151 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২১381688
  • আমি তো কোন বক্তব্য পড়িনি, শুধু এই টই পড়েছি। এই সিনেমাটার নাম জানতাম না, এই টই পড়ে জানতে পারলাম।
  • PT | 340123.110.234523.6 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩০381689
  • ফিল্মোৎসব নিয়ে অনিকের আগের বক্তব্য জানা থাকলে অনিকের ছবির প্রদর্শন বন্ধ হয়ে যাওয়া নিয়ে বৈপ্লবিক কথাবার্তা একেবারেই অর্থহীন। যা হয়েছে সেটাই প্রত্যাশিত ছিল।
    আশাকরি কেউ কেউ নিরপেক্ষতা প্রমাণ করার জন্য লোক-দেখানো কান্নাকাটি করছেন না।
  • dc | 011212.227.782323.151 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৪381690
  • আমি তো কোন বৈপ্লবিক কথাবার্তা বলিনি, মেরুদন্ডী কথাও বলিনি। আর আমি নিরপেক্ষ হতে যাবো কেন, লাস্ট ভোট তো সিপিএমকে দিয়েছিলাম ২০১১তে, তবে মেরুদন্ডহীন ভন্ডামি নিয়ে অবশ্য পোস্ট করিনি।
  • PT | 340123.110.234523.6 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৭381691
  • দ্বিতীয় পোস্টং আপনাকে উদ্দেশ্য করে নয়।
    অনিক একমাত্র মানুষ যিনি প্রকাশ্যে ফিল্মোৎসবে একটি মাত্র মুখে প্রদর্শনীর প্রতিবাদ জানিয়েছিলেন। কেউ তাঁকে প্রকাশ্যে সমর্থন জানায়নি। সর্বনাশের শুরু কেউ দেখতে পায়নি? এখন কান্নাকাটি করে কি হবে?
  • Du | 7845.184.4534.204 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৩৩381692
  • অন্ধত্ব আর জো হুজুরি নিয়ম হয়ে গিয়েছে। তাই স্বাভাবিক ক্রিটিসিজম যেটা এই সিনেমা এবং অনীকের আগের সিনেমাতেও সবাইকেই একটু আধটু করা হয়েছে সেটা ঘোষিত মমতা বিরোধিতা বলে মনে হয়।
  • Pm | 018912.210.012323.15 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০৪381693
  • এই "হায়ার অথোরিটি " র কথা রাজীব বাবু ও বলেছিলেন না?
  • র২হ | 342323.176.6767.49 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০১:২২381694
  • ‘কিন্তু দেখতে হবে পরিচালক যেন জাজমেন্টাল হয়ে না পড়েন। অর্থাৎ তাঁর মতটি চাপিয়ে দেবার চেষ্টা না করেন।’

    কেন? চিত্রপরিচালক তো রিপোর্টার নন।
  • মানিক | 78900.84.6767.126 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৩৬381695
  • এসএম ভারী মিষ্টি করে বললেন, দেখতে হবে যেন কারো ভাবাবেগের ওপর আঘাত না নেমে আসে। অর্থাৎ শিল্প করতে হবে, হাঁটে না কি ছোটে না, কাউকে সে কাটে না। কি সুইট সুইট, পুরো সঞ্জয় গান্ধী।
  • S | 458912.167.34.76 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১৭381696
  • হা হা।

    সিনেমা সিরিয়ালে তাহলে আর খুনের সুবিচার দেখানো যাবেনা। খুনিদের ভাবাবেগের ওপর আঘাত নেমে আসবে।
  • Atoz | 125612.141.5689.8 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৫০381698
  • আরে খুনও তো দেখানো যাবে না! ভাবাবেগ ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন