এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভবিষ্যতের ভূত তুলে নেওয় হলো

    কল্লোল
    অন্যান্য | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৪৩০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন অভিষেক | 561212.96.450112.10 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৫৫381765
  • @এলেবেলে

    আমার ধারণা ওদের ফাঁদে পড়ে এই রঙের রাজনীতি আমরাই বেশী করি।
  • PT | 340123.110.234523.8 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৫৩381766
  • তো সেই "লাফিয়ে হই পার" এখন কোনদিকে?
  • Du | 237812.58.780112.0 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৩৮381767
  • আবাপ তাও মহারানীকে জিজ্ঞেস করেছে। তিনি বলেছেন ডোন্ট আস্ক মি দিস কোশ্চেন্স। বলে চলে গিয়েছেন তাই পরবর্তী কোশ্ন প্রশ্ন ফাঁস নিয়ে আর করা যায় নি।
  • Du | 237812.58.780112.0 | ২২ ফেব্রুয়ারি ২০১৯ ০০:২৭381768
  • যাক নেহেরুর পা অ্যাটলিস্ট সেফ ।
    ধামা আর ধরতে হচ্ছে না আপাততঃ জুতোর তলায় বাস তেনাদের। বন্ধের দিন যারা অফিস যাচ্ছেন স্বেচ্ছায় এবিষয়ে তারা এফিদেভিট দিতে পারবেন।
  • PT | 340123.110.234523.10 | ২২ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৮381769
  • "যারাই সেদিন প্রতিবাদ করেন নি"
    যার সিধুদার কর্মকান্ডের প্রতিবাদ করেনি তারা ইন্দিরা কংগ্রেসের ধামা ধরা ও পাচাটা ছিল।
    যার চারুদার কর্মকান্ডের প্রতিবাদ করেনি তারা নক্শালদের ধামা ধরা ও পাচাটা ছিল।
    যার সিপিএমের কর্মকান্ডের প্রতিবাদ করেনি (কিম্বা তাদের সমর্থনে ভোটে দাঁড়িয়েছিল) তারা বামেদের ধামা ধরা ও পাচাটা ছিল।
    যারা চারুদার কর্মকান্ডের প্রতিবাদ করেনি তাদের একটা অংশ তিনোদের ধামা ধরা ও পাচাটা হল।
    যার সিপিএমের কর্মকান্ডের প্রতিবাদ করেনি তাদের একটা অংশও তিনোদের ধামা ধরা ও পাচাটা হল।
    আর একটা দল নিরপেক্ষ, নিরপেক্ষ ভাব দেখিয়ে, নোটার সমর্থনে কথা বলে পরোক্ষে তিনোদের ধামা ধরা ও পাচাটা হল।
    বাপরে.......!!!
  • . | 234512.148.235623.254 | ২২ ফেব্রুয়ারি ২০১৯ ২২:২৩381770
  • হার্বাট নিয়ে নন্দনে নাকি প্রবলেম হয়ে ছিল। আর কোথাও না, অব্শ্য মিথ্যা বলাটা কেঊ কেঊ আর্টের পর্যায়ে নিয়ে গেছে।।
  • বঙ্গসন্তান | 7845.15.122323.199 | ২২ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৫৩381771
  • ভালো লাগলো ছবির মধ্যে " আহা কি আনন্দ " নামে " নিউজ চ্যানেলে দেড়েক সঙ্গে সুমনা " ।
    কৌশিক সেন অনবদ্য আম্বুবাচি দত্তর চরিত্র । সব্যসাচী দত্তর আদল কিন্তু কথা কি ওভাবে বলেন ?
  • sm | 2345.110.234512.11 | ২২ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৫৬381772
  • আগের ভূ ভ এর চেয়ে কি ভ ভূ কে বেশি উপভোগ্য?
  • PT | 671212.193.563412.98 | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৫৪381773
  • "মিথ্যা বলাটা কেঊ কেঊ আর্টের পর্যায়ে নিয়ে গেছে"
    এই কায়্দাটা ২০০৬/৭ থেকে চালু রয়েছে। ইতিহাস বিকৃতি, অর্ধসত্য, অপসত্য ইত্যাদিকে আপন মনের মাধুরী মিশায়ে নিরপেক্ষ অবস্থানের ভান করা হচ্ছে। আসল উদ্দেশ্য তিনো সরকারকে চোখের মণির মত রক্ষা করা। নকশাল থেকে কংশাল আগেও হয়েছিল। আর অধুনা চারু মজুমদারের পদলেহনকারীরা নিরপেক্ষ তিনোশালে পরিণত হয়েছে।
  • ইয়ে | 2390012.160.230112.169 | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২৯381607
  • ২০০৬/৭ সালে তিনো সরকার!!!
    ইহা কি শিল্পের পর্যায়ভুক্ত হইবেক?
  • aranya | 3478.160.342312.238 | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:০১381608
  • সিনেমাটা কেমন হল একটু জানার ইচ্ছে ছিল @বঙ্গসন্তান
  • | 670112.220.238912.15 | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২১381609
  • দুটো লিঙ্ক পেলাম যেখানে নন্দন-এ হারবার্ট আটকানোর কথা বলা হয়েছে। খুঁজলে আরো পাওয়া যাবে নিশ্চয়। এই সময় এ লিখেছিল ২০১৬ তে

    "২০০৪ সাল পর্যন্ত নন্দন -এ কোনও ছবির বাণিজ্যিক মুক্তির জন্য নির্বাচক কমিটির দ্বারস্থ হতে হত না৷ এ রকম কোনও কমিটিই তখন অবধি ছিল না৷ গণ্ডগোলটা প্রথম শুরু হল ২০০৫ -এ , যখন নন্দন সুমন মুখোপাধ্যায়ের ছবি ‘হারবার্ট’ আটকে দিল৷ ঠিক আজকের মতোই সে দিনও বলা হল দর্শকদের কাছে ভুল বার্তা যেতে পারে এই আশঙ্কায় ‘প্রিভিউ কমিটি ’ ছবিটি দেখাতে আপত্তি করেছে৷ ঠিক আজকের মতোই সে দিনও পুরো বিষয়টিই ছিল মৌখিক , লিখিত ভাবে কিছু জানানো হল না৷"

    https://eisamay.indiatimes.com/editorial/post-editorial/criticisim-start-when-nandan-was-disagree-to-show-the-movie-cosmic-sex-/articleshow/53536733.cms

    আবাপ'তেও লিখেছে

    http://archives.anandabazar.com/archive/1121105/5binodan1.html

    তো, হারবার্ট নন্দন এ দেখাতে দেওয়া হয় নি, 'ভুল বার্তা যাবে' বলে। বাকী হলে সম্ভবত চলেছিল (যদি এখানে প্রকাশিত কমেন্টকারীদের সত্যবাদী ধরি।) আবার ভবিউষ্যতের ভুত দেখছি কলকাতায় বন্ধ করলেও মফস্বলে চলছে।

    মাঝখান থেকে কোনও এক পুটকি কল্লোল যেহেতু এই কথা তুলেছিলেন তাই তাঁকে 'মিথ্যেবাদী' বলে গেলেন। এটা অবশ্য প্রথম নয়। এই পুটকি'র কল্লোলের উপর বিশেষ কোন ব্যক্তিগত খার আছে যেটা হীরাভ'তে অনেকবার দেখা গেছে।

    (এই পোস্টগুলো দেখে বুঝতে পারি ২০০৬ - ২০১০ পর্যন্ত নিয়মিত নোংরা মেলগুলো কাদের থেকে পেতাম। )
  • PT | 671212.193.563412.98 | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৩381610
  • ইয়ে, বোধহয় এই পেত্থমবার আলোচনায় জুড়্লেন! মিথ্যা ইত্যাদির আশ্রয়ের শুরু সেই রিজানুরের সময় থেকে.....কিম্বা তারো আগে।

    নকশালদের "পা চাটা" এক বিখ্যাত কাকা সদরে কামান দাগার নাম করে তিনোর "পা চাটা" হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। তখন কে কোথায় পোতিবাদ করেছিল সেসব সাত হাত মাটির তলায় এখন।
  • মানিক | 78900.84.6767.126 | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৯381611
  • এই সময়ের লেখাটাতে বলেছে হারবার্ট শেষ অবধি নন্দনে তিন সপ্তাহ চলেছিল।

    আশা করছি ভবিষ্যতের ভুতও শেষ অবধি সব হলে মুক্তি পাবে, এবং দর্শক দেখতে চাইলে চলবে। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছবিটি দেখে নির্দেশ দেবেন ছবিটি মুক্তি পাবার ব্যবস্থা করা হোক। বুদ্ধবাবু 'কালের রাখাল' মুভিটি সম্পর্কে যা করেছিলেন।
  • :( | 781212.194.340123.51 | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩১381612
  • সিনেমাটা আর গুরুত্বপূর্ণ নয়। সেটা নিয়ে রাজনীতিটাই মুখ্য। পিটি যেমন কল্লোলদার উপর ব্যক্তিগত খার মেটানোর চেষ্টা দৃষ্টিকটুভাবে প্রকাশ্যে সমস্ত টইতেই (যেখানেই দুজনের মন্তব্য একত্রে পড়েছে) করে এসেছেন, আগেও, এখানেও তার বিন্দুমাত্র ব্যতিক্রম নেই। সমস্যা হল সেটা নিজের চোখেও পড়ে না। শিক্ষিত অধ্যাপক মানুষজন, কী আর বলব।

    যাকগে, সোদপুরের রথীন্দ্র তে কি আজ আর কালও ১-৪৫ এর শো তে ভভূ চলছে? কেউ চট করে কনফার্ম করতে পারবেন?
  • কল্লোল | 011212.227.9000112.214 | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৬381613
  • হার্বার্ট তিন সপ্তাহ চলার পর বন্ধ করে দেওয়া হয়েছিলো, কোন লিখিত কারন না দেখিয়েই।
    হ্যাঙ্গম্যান দু দিন পর বন্ধ করে দেওয়া হয়েছিলো কোন লিখিত কারন না দেখিয়েই।

    ব্যাজার মুখ। বাদ্দিন মশয়। আমি তো আমোদিত হই। বিশুদ্ধ আমোদ।
  • PT | 561212.187.4545.246 | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২৬381614
  • "পিটি যেমন কল্লোলদার উপর ব্যক্তিগত খার মেটানোর চেষ্টা "

    চোখে দেখেন তো ঠিক মত মহায়? "ধামা ধরা ও পাচাটা" জাতীয় শব্দ ব্যবহার করে কে কার ওপরে ব্যক্তিগত/রাজনৈতিক খার মেটাচ্ছে? কোন বিশেষ রাজনীতিকে টেনে নামানোর জন্য বছরের পর বছর অসত্যের বা অর্ধসত্যের বিস্তর ব্যবহার হয়েছে গুরুর পাতায়। সেসব ভোলার নয়।
  • dc | 232312.164.6712.67 | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৫381615
  • উফফ :d
  • কল্লোল | 011212.227.9000112.214 | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৬381616
  • পিটি। তোমার উপর আমার কুনো ব্যক্তিগত "খার" নাই। এইত্তো সেদিন তুমি / আমারে শোনালে / পুরাতনী গান / কতোখান...........
    আমারে স্বরাজ রায়ের ফোন্নং জোগাড় করে দিলে.....
    তাপ্পরে তুমি বলতে পাল্লে "ব্যক্তিগত/রাজনৈতিক খার মেটাচ্ছে?"
    হায়!!!!
  • PT | 561212.187.4545.246 | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪৪381618
  • কল্লোলদা যা লিখিনি তা পড়লে কিভাবে? আমাকে বলেছ বলিনিতো কোথাও!
    কিন্তু ঐ জাতীয় শব্দের ব্যবহার করে যারা রাজনৈতিক আলোচনা করে তাদের জমে থাকা ক্রোধটা ধরা যায়। "বিশেষ রাজনীতিকে টেনে নামানোর জন্য" কথাটাও বাদ গেল। চশমা বদলের সময় হয়েছে বোধহয়!!
  • কল্লোল | 011212.227.9000112.214 | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫৫381619
  • আমি তো সব রাজনৈতিক দলের(সিপিএম, তিন, বিজেপি) পাচাটা ও ধামাধরাদের কথাই লিখলাম। তাহলে "বিশেষ রাজনীতিকে টেনে নামানোর" কথা উঠছে ক্যানো?
  • T | 561212.112.4578.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৫381620
  • উফফফ, এরা মাইরি!
  • PT | 561212.187.4545.246 | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৮381621
  • সে তক্কটা আপাততঃ তোলা থাক কল্লোলদা। শুধু তুমি যে আমার পোস্টিং-এর ভুলভাল মানে করেছিলে সেটাই ধরিয়ে দিলাম।
  • মানিক | 78900.84.6767.126 | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:১৭381622
  • হারবার্ট নিয়ে খুব কনফিউসড। এইসময় বলল প্রথমে হারবার্ট চালাতে আপত্তি ছিল, পরে তিন সপ্তাহ চালিয়েছিল। এখানে শুনছি তিন সপ্তাহ চালিয়ে তারপর বন্ধ করে দিয়েছিল। কোনটা ঠিক?

    তিন সপ্তাহ চালানোর পর অন্য কোন সিনেমাকে হল দিলে সেটাকে দুরভিসন্ধিমূলক বলা যায় কিনা কে জানে।

    সাদা চোখে মনে হয় একটা মুভি নন্দনে চালানোর জন্য সিলেক্ট না করা, আর অনেক প্রাইভেট হলকে ভয় (?) দেখিয়ে চালাতে না দেওয়া ঠিক এক গোত্রের জিনিষ না। পশুখামার নিয়ে কিছু গোলমাল হয়েছিল শুনছি। ঠিক কি হয়েছিল জানি না। কেউ বলতে পারেন?

    আশা করব মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করবেন। ফিল্ম উৎসব ওনার ছবি দিয়ে মুড়ে দেওয়া নিয়ে অনিকবাবুর মন্তব্য মনে রাখবেন না।
  • বঙ্গসন্তান | 785612.40.1256.36 | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:২২381623
  • কোন এক সাইটে ছবির রিভিউ তে প্রচণ্ড খারাপ লিখেছে । ছবিটি দেখার পর বুঝলাম কেন ? ছবির রিভিউ যে সাংবাদিকরা লেখেন সেই সবের পেছনে কি কি ঘটে সেটা নিয়ে চিমটি আছে ।
    খুব মজা লাগল দিদির ছবি বিক্রিকে কটাক্ষ করে যে দৃশ্য তৈরি হল তাতে হলের লোকেরা হাসিতে ফেটে পড়েন ।
    সব্যসাচী দত্ত যেমন এখানে আম্বুবাচি দত্ত, তেমনি অনুব্রত মণ্ডল এখানে বিষ্টু মণ্ডল । " ভাঙ্গড়" হয়েছে " ভাঙা গড়া " ।
  • S | 458912.167.34.76 | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২৯381624
  • কল্লোলদা আর পিটিদার এই ডুয়েল আমার বেশ ভালো লাগে। কেন জানি না মনে হয় দুজন দুজনকে অপরিসীম স্নেহ করেন, কিন্তু রাজনীতির কথা উঠলেই গুছিয়ে ঝগড়া।
  • S | 458912.167.34.76 | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৩৫381625
  • হার্বার্ট নিয়ে কি হয়েছিলো জানিই না। কিন্তু অতো ভালো সিনেমাটা এতো কম লোকে দেখেছিলো জেনে খুব খারাপ লেগেছিলো। তিন সপ্তাহ চললে বোধয় ঠিকই আছে। ওর থেকে বেশি আজকাল দেবের সিনেমাও হলে চলেনা। কিন্তু তুলে নিলে খুব খারাপ করেছে। কবির সুমনের অভিনয় দারুন লেগেছিলো।

    কিন্তু হার্বার্ট বাদ দিলেও, সিপিএমের জ্যাঠারা আমি কি গান শুনবো, পাশের বাড়ির ছেলেটা কিভাবে নাচবে, পাড়ার মেয়েরা কি ধরনের পোষাক পড়বে - সবেতেই বড্ড দাদাগিরি করতো। আর সবাই নেতা। দুই সাইকেলে ধাক্কা লাগায় ঝগড়া হলেও সেই ছিপিএম দলকে টেনে আনতো। বড্ড রাগ হতো।
  • বঙ্গসন্তান | 785612.40.90056.180 | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪৪381626
  • হারবার্ট আর দেবের সিনেমা চলার মধ্যে কিছু পার্থক্য আছে ।
    হারবার্ট নন্দনে ১টা শো চলে । দেবের সিনেমা কলকাতার একাধিক হলে একাধিক শো , আবার কিছু হলে ৪টে শো চলে । কলকাতার বাইরে অনেক হলে এখনো নিয়মিত ৩টে শো হয় । একটা সময়ে বাংলা ছবির প্রধান ব্যবসা হত কলকাতার বাইরের হলে । আজ হল কমে গেছে । ব্যবসায় থাবা বসিয়েছে টি ভি । তবুও এখনো ভরসার জায়গা ।
  • S | 458912.167.34.76 | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০১:০৫381627
  • তিন সপ্তাহ ব্যাপারটা বোধয় আপনি বুঝতে পারছেন না।
  • কল্লোল | 342323.191.1256.109 | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৩৭381629
  • বঙ্গসন্তান।
    এই যে তিন সপ্তাহ বা দুদিন প্রত্যকটারই আলাদা গল্প আছে।
    হার্বার্ট চলছিলো আপনমনে, শুধু নন্দনে। এটা নিয়ে কেউ খুব মাথা ঘামায় নি। পুরস্কার পাওয়া সিনেমা তো। এটা খুবই পষ্টো যে কেউ তিন সপ্তাহ বাদে সিনেমাটা দেখে চুকলি করেছে বুদ্ধবাবুকে। উনি তখন নন্দনে প্রায়ই বিকালে যেতেন সত্যজিত রায় আর্কাইভে। তাই তিন সপ্তাহ।
    হ্যাঙ্গম্যান বুদ্ধবাবু নিজে দেখতে যান, দ্বিতীয় দিন। কিছুক্ষন পরে বেরিয়ে এসে ছবিটি বন্ধ করার হুকুম দেন। এটিও শুধুই নন্দনে চলছিলো।
    অনীক মমতার ছবি নিয়ে মন্তব্য করায় - এটা আগেই ছক করা ছিলো। ছবিটা কোন হল নাই পেতে পারতো। সেটুকু ব্যাবস্থা করা ক্ষমতায় থাকা দলের কাছে নস্যিতুল্য ব্যাপার। কিন্তু, অত বুদ্ধি থাকলে কি আর মানুষে তিনো নয়? তাই মুক্তি পাওয়ার পর নন্দন ও কলকাতার অন্যান্য হল থেকে তুলে নেওয়ার হুকুম হলো।
    পিটি।
    তুমিও তো আমার পোস্টের ভুল অর্থ করেছো।
    আমি তো সব রাজনৈতিক দলের(সিপিএম, তিন, বিজেপি) পাচাটা ও ধামাধরাদের কথাই লিখলাম। তাহলে "বিশেষ রাজনীতিকে টেনে নামানোর" কথা উঠছে ক্যানো?
    যাগ্গে তক্কো করতে না চাইতেই পারো।
    বড় এস।
    হ্যাঁ আমি পিটিকে মোট্টেও খারাপ বাসি না। সপুত্র পিটি লুরুতে আমার বাসায় গেসলো। গান শুনিয়েছে, আড্ডা হয়েছে। আমরা এট্টুও ঝগড়া করিনি। ডিডি সাক্ষী।
    পিএম লুরুতে এলে তার সাথে দেখা করেছি। গান আড্ডা, কিঞ্চিত পান-ভোজন সবই হয়েছে।
    তাবলে এখানে ঝগড়া কর্বো না!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন