এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভবিষ্যতের ভূত তুলে নেওয় হলো

    কল্লোল
    অন্যান্য | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৪৩১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 458912.167.34.76 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৪৫381732
  • হার্বার্ট আমার দেখা বিগত ৩০ বছরের সেরা বাংলা সিনেমা।
  • sm | 7845.15.898912.235 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৫২381733
  • বড় এস,এর পোস্ট পড়ে মনে হচ্ছে ভীষণ উত্তেজিত এক সামুরাই, হাওয়ায় তলোয়ার ঘোরাচ্ছে।,
  • ন্যাড়া | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২৩381734
  • পিটিবাবু আবার গেরুয়া পরে ভাজা মাছের একদিক খেয়ে রেখে দিচ্ছেন, পলিটব্যুরো এসে উল্টে দেবে বলে! সৌমিত্র-সুবোধ-অরিন্দমদের তখন, কৌশিক গঙ্গো-টঙ্গোদের কথা বুঝি। লাইনে না খেললে রুজিতে টান পড়বে, যেমন অনীকের পড়েছে। সমর্থন না করলেও বুঝি। পিটিবাবুর তো নিষ্কাম পদলেহন। ইন্টেলচুয়াল ডিজঅনেস্টির মডেল ধরা যায় ওনাকে।
  • মানিক | 78900.84.6767.126 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২৭381735
  • মৃনাল সেন তবু আড়াইখানা চলনসই সিনেমা বানিয়েছিলেন। পিটির তো অধখানাও ভাল পোস্ট পাওয়া যাবে বলে মনে হয় না।
  • | 453412.159.896712.72 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২২381736
  • আচ্ছা কোবরাপোস্টের লিঙ্কটা কি এখানে পোস্টাব?
  • PT | 340123.110.234523.10 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২৫381738
  • "যে ছাত্রেরা মতপ্রকাশের স্বাধীনতা ব্যাহত হচ্ছে বলে রগরগে মিনি-বিপ্লব ফলায়, তারাই উল্টো-মতের সিনেমা ক্যাম্পাসে দেখাতে দেয় না।"
    উপ্প্স!! এটা যে লিখেছে সে বোধহয় গেরুয়া জঙ্গিয়া ধারণ করে!!
  • S | 458912.167.34.76 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৫381739
  • চন্দ্রীলের মাথাটা গেছে। অনেকটা চন্দ্রবিন্দুর পপুলারিটির মতন। মমতা এতো সুক্ষ্ম বুদ্ধি দিয়ে কোনো কাজ করেছেন কখনো?
  • PT | 340123.110.234523.10 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৮381740
  • মাথা অনেকেরই গেছে।
    কিন্তু নিরপেক্ষতা দেখাতে গেলে "বুদ্ধ ইন অ ট্র্যাফিক জ্যাম" দেখানোর পক্ষে সমর্থন জানাতেই হবে। না হলে সেটা দেখে শুনে কাঁচা গু পাড়িয়ে দেওয়ার মত ধ্যাস্টামো হবে।
    না হলে বলতে হবে যে তারা নিরপেক্ষ নয়, সেরেফ তিনোমুলী আর না হলে অন্ন্ততঃ পক্ষে প্যাথোলজিকাল সিপিএম বিরোধী!! কাজেই সরকারের নিন্দে না করে পিটির পিণ্ডি চটকানোর মত একটা সহজতর রাস্তা ধরে ইস্যুটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ঐ জন্যেই কোন কাগজের মাথায় লেখা থাকেঃ "আমরা নিরপেক্ষ নই, মেহনতি মানুষের পক্ষে"!!

    তাই শুধু রাজনীতির লোক নয় , চন্দ্রিলের এই বক্তব্যটা অনেক ধা-বুজী ও পন্ডিতম্ম্মন্যর ক্ষেত্রেও প্রযোজ্যঃ
    "আর কিছু শিক্ষিত লোক শিক্ষাটাকে অ্যাক্কেরে মুচড়ে পকেটে ভরে নিয়ে, মেজরিটি অশিক্ষিতের দলে ভিড়ে মুষ্টি তুলে ডবল চিল্লাতে থাকেন, আর নিজেকে বলেন, আগে তো লাগাতার আন্দোলনের মাধ্যমে মাটিতে স্বর্গ নেমে আসুক, ছাপ্পা ভোটের মাধ্যমে সুশাসন নিশ্চিত হোক, অন্য প্রার্থীকে মেরে পাট করে মনোনয়ন জমা দিতে না-দেওয়ার মাধ্যমে একটা ***অসাম্প্রদায়িক বাতাবরণ**** লীলা করুক, তার পর ও-সব সূক্ষ্ম জটিল ন্যায়নীতির কথা তোলা যাবে। ফলে দলের যে লাইন, মূল প্রবণতা, তা সব সময় অশিক্ষার দিকে হেলে থাকে, কারণ শিক্ষিত ধারণা ও ভাবনা বেশি ক্ষণ বেশির ভাগ লোককে টেনে রাখতে পারে না। বা, বলা ভাল, অশিক্ষিত চিন্তা ও কাজ অনেক দ্রুত বেশির ভাগ লোককে দলে টেনে নেয়।"
  • dc | 127812.61.234523.175 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০১381742
  • বুদ্ধ ইন অ জ্যাম দেখাতে দিতে অসুবিধে কোথায়? অবশ্যই সিনেমা হলে রিলিজ করতে বাধা দেওয়া উচিত না, লোককে নিজের মতো দেখে নিজের মত প্রকাশ করার স্বাধীনতা দেওয়া উচিত। যে কোন সিনেমাই রিলিজ করতে বাধা দেওয়াটা ভুল কাজ। যে কোন বইই ছাপা হতে বাধা দেওয়াটা ভুল কাজ।
  • ;l | 568912.220.230112.8 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৫৪381743
  • কল্লোল | 342323.233.90034.254 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৩৮381744
  • পিটি। দুঃখিত। একটু ঘেঁটে ছিলাম।
    হ্যাঁ। আমার কোন ফিল্ম বা সিরিয়াল দেখাতে দিতে কোন আপত্তিই নেই। Buddha In A Traffic Jam আর তসলিমার গপ্প নিয়ে সিরিয়ালটি দেখানো নিয়েও কোন আপিত্ত নাই।
    যাদবপুরে কিছু ছাত্র জোর করে আরএসএসের সমর্থনে একটা ফিল্মের প্রদর্শন বন্ধ করে দিয়েছিলো, আমি তারও বিরোধী। ভভূ, হার্বার্ট, আ ডে ইউথ এ হ্যাঙ্গম্যান প্রদর্শন বন্ধ করে দেওয়ার বিরোধী।

    শাঁওলি, যোগেন চৌ, শুপ্র ইঃ ইঃরা চুপ কেন?
    ঠিক যে কারনে হার্বার্ট, আ ডে উইথ এ হ্যাঙ্গম্যান বন্ধ করে দেবার সময় সৌমিত্র, তরুন মজুমদার, অনীক দত্ত, সুবোধ-অরিন্দমেরা চুপ করে ছিলেন - এক্কেবারে সেই কারনে - সরকারের পা চাটা ধামাধরা - তাই।
  • অর্জুন অভিষেক | 561212.96.233412.191 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩৯381745
  • 'ভবিষ্যতের ভূত' এ কাদের ভূত দেখানো হয়েছে যে সিনেমাটা বন্ধ। তবে শুনছি শুধু কলকাতাতেই। অন্য জায়গায় নাকি চলছে।

    আচ্ছা, রঙ নিয়ে যে কটাক্ষ করা হয়, পলিটিক্যাল পার্টিগুলো কি রঙের কপিরাইট কিনে নেয় নাকি?

    রঙ তো একটা বেশ শৈল্পিক ব্যাপার।
  • এলেবেলে | 2345.110.343412.97 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১২381746
  • পলিটিক্যাল পার্টিগুলো রঙের, সঙের, ঢঙের মানে সবকিছুরই কপিরাইট কিনে নেয়। তাই কেউ কেউ কখনও কখনও সং সেজে ঢং করেন। সবই রঙের মাহাত্ম্য! শৈল্পিক ব্যাপার কিনা!! নীল আকাশের নীচে কাঙাল মালসাট আঁধি মাচালে তো ভবিষ্যতের ভূত হবেই। আরে বাবা এটাই তো কিসসা কুর্সি কা!!!
  • aranya | 236712.115.4545.101 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০২:২৮381747
  • 'তুমিও মানুষ, আমিও মানুষ
    তফাৎ শুধু শিরদাঁড়ায়'

    - কবি কয়েছেন। ঋজু শিরদাঁড়া-র মানুষ আজিকার বঙ্গে কম পড়িতেছে।

    অনীক সিপিএম সাপোর্টার কিনা জানি না, তাতে কিছু যায় আসেও না। ফিল্ম ফেস্টিভ্যালে যে নেত্রীর হাস্যমুখ কাট-আউট সংস্কৃতি-র বিরোধিতা করেছেন, যথেষ্ট ঝুঁকি নিয়েই করেছেন, অন্যরা যখন নিশ্চুপ, এটা প্রশংসনীয়।
  • amit | 340123.0.34.2 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৪৫381748
  • এটা হোয়াটস্যাপ এ ঘুরে বেড়াচ্ছে :) :) আবার কেও অম্বিকেশ হবেন কিনা কে জানে।

    "ভবিষ্যতের ভুতকে বর্তমানের পেত্নী তাড়া করেছে"।
  • PT | 340123.110.234523.10 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৪৮381749
  • "অনীক সিপিএম সাপোর্টার" কিম্বা "ঘোষিত মমতা বিরোধী" বলে দেগে দিলে (এই যেমন কল্লোলদা দিয়েছে) একটা বেশ নিরপেক্ষ, নিরপেক্ষ ভাব দেখিয়ে তিনোদের দুষ্কর্মকে কমিয়ে দেখানো যায়।
    শিরদাঁড়া সোজা রেখে সব জমানাতে ঘেউ ঘেউ করা অতই সহজ নাকি?
  • কল্লোল | 342323.233.6745.146 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:২০381750
  • আমি লিখলাম
    শাঁওলি, যোগেন চৌ, শুপ্র ইঃ ইঃরা চুপ কেন?
    ঠিক যে কারনে হার্বার্ট, আ ডে উইথ এ হ্যাঙ্গম্যান বন্ধ করে দেবার সময় সৌমিত্র, তরুন মজুমদার, অনীক দত্ত, সুবোধ-অরিন্দমেরা চুপ করে ছিলেন - এক্কেবারে সেই কারনে - সরকারের পা চাটা ধামাধরা - তাই।
    এতে তিনোদের স্বৈরাচরীতা কমিয়ে দেখানোর কি হলো? সিপিএমের ধামাধরাদের্ক্থা গায়ে লাগছে?
  • PT | 340123.110.234523.10 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫১381751
  • "অনীক দত্ত" সিপিএমের লোক সেটা কিভাবে জানা গেল? ২০০৬-২০১০ পর্যন্ত জানতে যে "শাঁওলি, যোগেন চৌ, শুপ্র"-রা তিনো সরকারের "ধামাধরা পা চাটা" লোক হয়ে যাবে? যখন সিপিএমের সমর্থনে ভোটে দাঁড়িয়েছিলে তখন কি তুমি সিপিএমের "ধামাধরা পা চাটা"ছিলে?
    সরলিকরণের তো একটা লক্ষণরেখা আছে!!
  • sm | 2345.110.234512.6 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১০:০১381753
  • সোজা কোশ্চেন এর সোজা উত্তর দিন না?কল্লোল বাবু যেসব শিল্পী বা বুদ্ধিজীবী দের নাম করলেন,তাঁরা ওই হার্বার্ট বা আ ডে.. এইসব প্রদর্শনী বন্ধ হবার সময় চুপ করে ছিলেন কেন?
    যদিও আমি জানিনা ,কোন প্রদর্শনী বন্ধ হয়েছিল কিনা আদৌ।
    আর আজকে খবরে পড়লাম কলকাতায় বা মফস্বলের কিছু হলে ভ ভু নাকি দেখাও যাচ্ছে।
    তো গন্ডগোল টা ঠিক কি নিয়ে?
  • S | 458912.167.34.76 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১০:১৯381754
  • দিদির গুন্ডারা একসঙ্গে কতদিক সামলাবে? দেশোদ্রোহিতার কারণে লোকের বাড়ি বাড়ি গিয়ে নিরপরাধ লোকেদের পেটানোতে কত পরিশ্রম হয় জানেন? তারপরে আবার সিনেমা হল ভাঙচুর করতে হলে তো ছেলেপিলেগুলোকে সারা দিনরাত কাজ করতে হবে। আহারে।
  • sm | 7845.15.672323.23 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৪381755
  • ওটা তিনো দের লোকজন করছে না।
  • sei | 456712.100.235612.63 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩০381756
  • তা ঠিক। তিনোরা যদুপুরের উপাচার্যকে ক্যালাতে ব্যস্ত ছিল হয়তো।
  • sm | 2345.110.234512.6 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৮381757
  • সেকি!এই সেই উপাচার্য না,যিনি ক্যাম্পাসে সিসিটিভি বসানোর বিপক্ষে?পুলিশ ঢোকানোর ও পক্ষপাতী নন?
    এগুলো তো রেকর্ড হয়ে যেতো!
    আর প্রহৃত হলে পুলিশ কে খবর দেওয়া যেতো।
    কেউ যদি উপাচার্য কে মেরে থাকে,তাহলে দল ফল না দেখে সোজা ফাটকে পোরা উচিত।
    এই বাঁদরামি বাড়তে দেওয়া উচিত নয়।
  • sei | 456712.100.6723.66 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫৭381758
  • তাহলে গোটা তৃণমূল দলটাই গারদে ঢুকবে।
  • PT | 340123.110.234523.5 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১০381759
  • "কল্লোল বাবু যেসব শিল্পী বা বুদ্ধিজীবী দের নাম করলেন,তাঁরা ওই হার্বার্ট বা আ ডে।। এইসব প্রদর্শনী বন্ধ হবার সময় চুপ করে ছিলেন কেন?"

    এটার উত্তর তেনারাই সবচাইতে ভাল দিতে পারবেন কিন্তু উত্তর দেওয়ার আগে জানা দরকার যে এনারা কি জনসমক্ষে অথবা গোপনে কোনই বক্তব্য রাখেননি?
    কেউ কি জানে কেন সরোজ দত্তর হত্যা দেখে মহানায়ক বম্বে পালিয়ে গিয়েছিলেন? তিনি কি কংগ্রেসের "পা চাটা ধামাধরা" ছিলেন?
    সব চাইতে বড় কথা অনীক দত্ত সিপিএমের "পা চাটা ধামাধরা" ছিলেন এমনটির পক্ষে কল্লোলদা একটি চুলের টুকরোর মত প্রমাণও দেখাতে পারেনি। শুধু সৌমিত্র, তরুণের সঙ্গে অনীকের নাম জুড়ে দিয়ে ব্যাপারটাকে ঘেঁটে দিয়েছে। হার্বার্ট বা আ ডে.. -র প্রদর্শনী বন্ধ হওয়া নিয়ে মৃণাল সেন কিছু বলেছিলেন? তিনি সিপিএমের "পা চাটা ধামাধরা" ছিলেন এমনটি তো কেউ লেখেনি কোথাও!!
    অনীক সম্পর্কে ঐ জাতীয় ঐ প্রমাণটা পাওয়ার পরে বাকি আলোচনা করা যাবে।

    A section of Kolkata's intellectuals, at the instance of the Calcutta Khilafat Committee, had urged the state government to ban the controversial book in the interest of communal amity. Last week, the Calcutta high court had passed an interim stay on the publication, printing and sale of the book following a defamation suit filed by a poet in Kolkata.
    খুঁজে বের করুন সেইসব intellectuals-দের আর সেই কবিকে। তারা কি সকলে সিপিএমের "পা চাটা ধামাধরা" ছিল?
  • Amit | 012312.22.786712.113 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০১381760
  • কল্লোল দার point ঠিক কি ? তরুণ বা সৌমিত্র হার্বার্ট এর স্বপক্ষে দাঁড়ান নি, সুতরাং তাদের কোনো মরাল রাইট নেই অনিকের পক্ষে দাঁড়ানোর ? এটাই কি ?
  • sm | 2345.110.892312.91 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৪381761
  • Sei,একটা বাংলা প্রবাদ আছে,আশায় বাঁচে চাষা!
  • কল্লোল | 342323.233.12.69 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৪১381762
  • যারা আজ চ্যাঁচাচ্ছে, তাদের অনেকেই সেদিন চুপ ছিলো। সেটুকুই মনে করিয়ে দিলাম। আগেই লিখেছি - প্রতিবাদ প্র্যাকটিস করুন তারা। ভালো কাজ প্র্যাকটিস করাও ভালো।
    যারাই সেদিন প্রতিবাদ করেন নি, সে তিনি বা তারা যেই হোন না কেন তারা অবশ্যই সিপিএমের ধামা ধরা ও পাচাটা। ঠিক যেমন আজ যারা চুপ মেরে আছে্ন তারা তিনোদের পাচাটা ও ধামাধরা।
    তসলিমার বই যারাই নিষিদ্ধ করতে চেয়েছেন তারা অবশ্যই সিপিএম ও মুসলমান মৌলবাদীদের পাচাটা ও ধামাধরা।
    সাম্প্রদায়িক ঝামেলা না হতে দেওয়াটা প্রশাসনের কাজ। সেটা বই নিষিদ্ধ করে নয়, যারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে।
    কোর্ট কিছু পবিত্র গাভী নয়।
  • মানিক | 78900.84.6767.126 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৫৬381764
  • হারবার্টের কেসটা কি হয়েছিল? সিনেমাটা কোন একটা হলেই দেখেছি বলে মনে পড়ছে যেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন