এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভবিষ্যতের ভূত তুলে নেওয় হলো

    কল্লোল
    অন্যান্য | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৪৩১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 340123.110.234523.7 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৫৪381699
  • "ছবিটি মুক্তি পাওয়ার দিন চারেক আগে, ১১ ফেব্রুয়ারি রাজ্য গোয়েন্দা শাখার এক অফিসার জানিয়েছিলেন যে, তাঁদের কাছে খবর আছে, ছবিটির বিষয়বস্তু সাধারণ মানুষের ‘ভাবাবেগ’-এ আঘাত করে ‘রাজনৈতিক বিশৃঙ্খলা’ সৃষ্টি করতে পারে।"
    https://www.anandabazar.com/entertainment/west-bengal-intelligence-department-wrote-a-letter-to-anik-datta-to-see-the-movie-before-release-1.953465
  • | 230123.142.560112.254 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:২৭381700
  • ☺☺☺☺☺☺☺প্রচন্ড সুইট
  • amit | 340123.0.34.2 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৪৭381701
  • আজকাল দেখছি মানুষের ভাবাবেগ একেবারে সোডার বোতল হয়ে গেছে। একটু সামান্য ছিপিতে টান লাগলেই ভসভস করে উথলে উঠে ভাসিয়ে দিচ্ছে। সে রাম মন্দির হোক বা দিদির ভজন।

    তবে PT-দার একটা কথা একদম সত্যি, আগে যে আগুনখেকো বুজিরা কথায় কথায় মোমবাতি দিয়ে বিপ্লবের আগুন জ্বালিয়ে দিতেন, তারা একেবারে ন্যাতানো ন্যাকড়ার মতো মাটিতে মিশে গেছেন। একদিকে ভালোই হয়েছে হয়তো, এইসব পাবলিক এর আসল কানাকড়ি দামটা লোকের সামনে এসেছে, আগেতো সব এমন হাব ভাব করতেন যেন এই নোবেল বা অস্কার ফুড়ুৎ করে এলো বলে।
  • S | 458912.167.34.76 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৪৯381702
  • দিদি এই কাজটা খুব ভালো করেছেন। এরা যে আসলেই ফালতু, সেটা পষ্টো করে প্রমাণ করে দিয়েছেন। কয়েক হাজার টাকার মাসোহারা পেলেই ঘেউ ঘেউ করতেও ভুলে যায়।
  • amit | 340123.0.34.2 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:০০381703
  • তবে আজকাল এই ভাবে কোনো কিছু দেখানো আটকানো যায় নাকি ? একবার নেটফ্লিক্স বা ইউটুবে এ ছেড়ে দিলেই হয়ে গেলো। কত আটকাবে ? প্রোডিউসার এর টিকেট বিক্রির লাভটা মারা গেলো, এই আর কি। আফটার অল খালি পেটে তো আর শিল্প হয়না, হাজারটা লোকের রুটি রুজি জড়িয়ে আছে।

    হাসান মিনহাজ এর প্যাট্রিয়ট এক্ট এর সৌদি এপিসোড তো সৌদিরা চাপ দিয়ে নেটফ্লিক্স থেকে তুলে নিয়েছে, কিন্তু ইউটিবে এ হাজারটা কপি ঘুরে বেড়াচ্ছে। কে আটকাবি আটকা। মমতা তো চুনোপুটি ওদের তুলনায়।
  • sm | 2345.110.892312.54 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৬381705
  • r2h,এবং মানিক কে।ছোট প্রশ্ন।ওপরের সিনেমা টি আলোচনায় কে ধরছি না,আপাতত।
    কয়েকজন পরিচালক একদম আর এস এস এর ধামাধরা ও ডজন খানেক তাদের সমস্ত ইস্যুকে জাস্টিফাই করে সিনেমা নামিয়ে দিলো।কি বলবেন?
    কেউ কেউ ধর্মীয় ভাবাবেগ কে সুড়সুড়ি দেওয়া সিনেমা বানিয়ে দিলো।
    সব কিছুই কি পরিচালকের ইচ্ছে বলে মেনে নেবেন?
  • S | 458912.167.34.76 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫৩381706
  • "কি বলবেন?"
    কিচ্ছু বলার নেই। এরকম সিনেমা পোচ্চুর পরিমাণে হয়। প্রচুর সিনেমা-সিরিয়ালে ধার্মিক সুড়সুড়ি থাকে। কিচ্ছু বলার নেই।

    খুব বেশি হলে দেখবো না।
  • sm | 2345.110.892312.54 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫৯381707
  • হা,হা।তাহলে ফেকু প্রচার বা উস্কানি মূলক পোস্ট পড়লেও নীরব থাকবেন।পড়বেন না বা দেখবেন না ।
    আপনি তো সেদিন পাল্টা ফেক পোস্টের পক্ষে সওয়াল করলেন।
  • amit | 340123.0.34.2 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৪381709
  • ধর্মীয় ভাবাবেগ কে সুড়সুড়ি দিয়ে সিনেমা, সিরিয়েল কি বানানো হচ্ছেনা ? কার ঘাড়ে কটা মাথা এখন যে আটকাবে ? আর যেদেশে মেইনস্ট্রিম হিন্দি সিনেমাতে নায়কের নাম হিন্দু রাখতে হয় আর ভিলেন দের মুসলিম দেখাতে হয় মেজরিটি দর্শকের পছন্দ বা আবেগ মাথায় রেখে, সেখানে আবার আরএসএস এর কথা আলাদা করে বলতে হয় নাকি ? পদ্মাবৎ তো জাস্ট কন্ট্রোভার্সি র জোরে হিট করে গেলো।

    জ্যোতিষের নাম করে যাবতীয় কুসংস্কার, জাতপাত কে প্রচার দেওয়া হচ্ছে রোজ TV-তে গন্ডা গন্ডা চ্যানেল এ, কেও আটকাতে পারছে ? তখন তো এটাই বলা হয় যে ভালো না লাগলে সেই চ্যানেল দেখবেন না, মিটে গেলো।

    তাহলে অন্য দিকের ভিউ এলে এতো এতো ভাবাবেগ সোডার মতো উথলে ওঠে কেন ? না দেখলেই তো ল্যাটা চুকে যায়।
  • S | 458912.167.34.76 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৪381710
  • নীরব থাকবো কেন? প্রতিবাদ করে উল্টো পোস্ট করবো। সেন্সরসিপ করতে যাবো কেন? মারধর আর গুন্ডামো ছাড়াও প্রতিবাদ করা যায়।
  • S | 458912.167.34.76 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৬381711
  • যদুপুরে এক আরেসেস চামচা ডিরেক্টরের ফিলিম প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছিলো/ উনাকে কথা বলতে দেওয়া হয়নি। এজিনিস আমি একদম সমর্থন করিনা। বরন্চ উনি যেখানে কথা বলতে গেলেন, সেখানে না গেলেই হলো। হল ফাঁকা থাকলে জুতোর বাড়িটা আরেকটু জোড়ে লাগতো।
  • sm | 2345.110.123412.78 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৯381713
  • আপনার সঙ্গে একমত হওয়া গেল না।পাল্টা ফেক পোস্ট,জোর করে প্রদর্শনী বন্ধ বা জুতোর বাড়ি কোন কিছুই ঠিক নয় বলে মনে করি। তিনটে ক্ষেত্রেই আইন হাতে তুলে নেওয়া হচ্ছে।প্রতিবাদ জরুরি কিন্তু ধরণ টা হবে আলাদা।
    আইন তার মত করে রিভিউ বা মতামত জারি করবে।
    কিছুদিন আগে, রাজ থযাকরে বাবু ,আপ কি আদালতে বলছিলেন,যেহেতু বিহারী ও কিছু বাংলা দেশি মুম্বাই অভিবাসী দের মধ্যে ক্রাইম রেট বেশি তাই তাদের ওখানে না থাকাই উচিত।
    কথা হলো ,সংবিধান অনুযায়ী সবার ভারতের যেকোন জায়গায় থাকার অধিকার আছে।
    এই ধরণের বক্তব্যের প্রতিবাদ তো হাওয়াই উচিত।না, দেখলেই হয় বললে চলে?
  • S | 458912.167.34.76 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪৪381714
  • আপনি গুলিয়ে ফেলছেন। প্রতিবাদ করা আর গুন্ডা লাগিয়ে জোড় করে সিনেমা তুলে দেওয়া বা সেন্সরশিপ করার মধ্যে পার্থক্য আছে।
  • S | 458912.167.34.76 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪৬381715
  • এইযে আপনি যে এতো আজেবাজে লেখেন।ঃ)) এখন গুরুর সবাই মিলে যদি আপনার লেখাকে ব্যান্ক করে আইপি ধরে, তাহলে সেটাকে আমিও সমর্থন করবো না এক্দমই। কারণ আজকে আপনার লেখাকে ব্যান করছে, কালকে আমার লেখাকে করবে।
  • S | 458912.167.34.76 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪৮381716
  • আর ভাগ্যিস রাজ ঠাকরে এরকম একটা কথা বলেছিলো এবং সেটা টেলিকাস্ট করা হয়েছিলো। এর ফলে নিস্চই অনেকেই বুঝেছে যে ও ব্যাটা দেশের কতবড় শত্রু।
  • কল্লোল | 011212.227.9000112.214 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫০381717
  • অনীক দত্ত হার্বার্টের বেলা বা আ ডে উইথ এ হ্যাঙ্গম্যানের কি করেছিলেন মনে নেই। যাক, সুমন মুখুয্যে ভ্ভূ'র বেলা প্রাতিবাদ করেছে।
    আজ অনেকেই যারা পোতিবাদে মুখর তারা অনেকেই হার্বার্টের বেলা কড়িকাঠ গুনছিলেন।
    করুন, তারাও পোতিবাদ করা প্যাকটিশ করুন।
  • PT | 340123.110.234523.4 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৭381718
  • আপততঃ যাদের প্রতিবাদ খবরে ছাপানো হয়েছে তারা বেশীর ভাগই ছবিটির সঙ্গে আর্থিক ভাবে যুক্ত। আর অম্বিকেশ, সৌমিত্র ও তরুণের পিঠে তো ছাপ মারাই আছে। আমি সেই সব এপার-ওপার হওয়া "লাফিয়ে হই পার" জাতীয় বুজীদের খুঁজছি।

    হার্বার্ট বোধহয় শুধু নন্দনে দেখানো বন্ধ করা হয়েছিল। সারা রাজ্যে দেখানো বন্ধ করা হয়নি বা হল থেকে তুলে নেওয়া হয়নি। নন্দনে দেখাতে না দেওয়ার সিদ্ধান্তটিও অতি ন্যক্কারজনক। তবে সব রকমের কন্ট্রোভার্সি বন্ধ করার জন্য এবার থেকে যেন "বেদের মেয়ে জ্যোৎস্না"-ও নন্দনে রিলিজ করা হয়। কিন্তু যে নির্বোধরা ঐ কম্মটি করেছিল তারা জানত না যে ছবিটা ইউটিউবে দেখা যাবে?

    কিন্তু তাই বলে কল্লোলদা "কি করেছিলেন মনে নেই" বলে কি তিনোর দোষ কমিয়ে দেখানোর চেষ্টা করে যাচ্ছে নাকি? কল্লোলদা কি ‘Buddha In A Traffic Jam’-দেখানোর পক্ষে কখনো সওয়াল করেছিল? এটা নন্দনে দেখালে কাদের আপত্তি আছে?
  • PM | 9001212.30.8934.130 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪১381720
  • নন্দন এ ভভু না দেখালে আমার আপত্তি ছিলো না--- সরকারী প্ল্যটফর্ম ব্যবহার করে সরকারের দাড়ি ওপরানোর গনতন্ত্র আশা করা আমাদের দেশে আকাশ কুসুম--- বাম ডান নির্বিশেষে।

    নন্দনে দেখনো হবে সরকার বিরোধী ছবি এটা ভাবার মতো সরলমতি আমি নই। এখানে আপত্তি টা যে তা নিয়ে নয় এটা না বোঝার মত সরলমতি কল্লোলদাও নয় ঃ)
  • sm | 2345.110.123412.78 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২৯381721
  • S,দেখুন দু তিন দিন ধরে ভুলভাল বকেই চলেছেন।একবার বলছেন কোন পরিচালক কে জুতোর বাড়ি মারবেন আর একবার ফেক পোস্ট করবেন
  • কল্লোল | 011212.227.9000112.214 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩১381722
  • পিটি।
    হার্বার্ট সম্ভবতঃ শুধু নন্দনেই মুক্তি পেয়েছিলো।
    হার্বার্ট এবং আ ডে উইথ এ হ্যাঙ্গম্যানের বেলা অনীক কি করেছিলেন মনে নেই, তবে সৌমিত্র স্পিকটি নট ছিলেন, সুবোধ-অরিন্দমরাও কিচ্ছুটি কন নাই।
    তাতে তিনোদের দোষ কমলো কি ভাবে বোঝা গেলো না। বরং তিনোরা যে সিপিএম বা বিজেপির চেয়ে কোন অংশে পিছিয়ে নেই সেটাই বোঝা গেলো।

    পিএম। উবাচ - "নন্দনে দেখনো হবে সরকার বিরোধী ছবি এটা ভাবার মতো সরলমতি আমি নই"
    তইলে হার্বার্ট-আ ডে উইথ এ হ্যাঙ্গম্যান-ভ্ভূ বন্ধ করে দেওয়াটাই বেশ ভালো কাজ। কি বলো?
    বাঃ বাঃ
  • Amit | 9003412.218.0178.214 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫৪381723
  • S কে, বলি একটু সোজা করে লিখে দিন। দেখছেন তো অবস্থা ।
  • PT | 340123.110.234523.10 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫৬381724
  • "সৌমিত্র স্পিকটি নট ছিলেন, সুবোধ-অরিন্দমরাও কিচ্ছুটি কন নাই"

    বেশ বেশ! ওরা তো ছাপ্পা মারা লোক। সরকারের পক্ষেই বলবে। তো তোমাদের সেই "লাফিয়ে হই পার" কি করছে এখন?

    তা তোমরা নন্দনে ‘Buddha In A Traffic Jam’ দেখানোর পক্ষে সওয়াল করবে না? অথবা ২০১৪ সালে তসলিমার গপ্প নিয়ে নির্মিয়মাণ সিরিয়ালটি আবার চালু করার পক্ষে সওয়াল করবে না?

    জেনে খুবই দুঃখ পেলাম যে হার্বার্ট শুধু নন্দনেই মুক্তি পেয়েছিল। এমন ছবি লোকে বানায় কেন যা কমার্শিয়াল চেনে মুক্তি পায় না? মৃণালের ছবি তো এর চাইতে বেশী ভাল ব্যবসা করত!!
  • কল্লোল | 011212.227.9000112.214 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১১381725
  • পিটি উবাচ - "এমন ছবি লোকে বানায় কেন যা কমার্শিয়াল চেনে মুক্তি পায় না?"
    সত্যি, যুক্তিরও মা-নাসী। ঠিকই তো এমন ছবি তো বন্ধই করে দেওয়া উচিৎ। অপূর্ব।
    "তো তোমাদের সেই "লাফিয়ে হই পার" কি করছে এখন?"
    তুমি তো বলেই দিলে - "ওরা তো ছাপ্পা মারা লোক। সরকারের পক্ষেই বলবে"।
  • :) | 90056.160.011223.3 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২১381726
  • খিলখিল্লির মুল্লুকেতে থাকত নাকি দুই বেড়াল
    একটা শুধোয় অরেকটাকে

    তুই বেড়াল না মুই বেড়াল
  • PT | 340123.110.234523.23 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩৭381727
  • "ছবি তো বন্ধই করে দেওয়া উচিৎ"
    বলেছি সেকথা? কল্লোলদা সেই তথ্য বিকৃতির লুপে ফের ঢুকে পড়েছে।
    কিন্তু Buddha In A Traffic Jam আর তসলিমার গপ্প নিয়ে সিরিয়ালটি প্রসঙ্গে কল্লোলদার নীরবতায় কানে তালা ধরে যাচ্ছে যে!!
  • sm | 2345.110.786712.189 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫২381728
  • আর ইউ টকিং এবাউট গাউঠাম বুদ্ধা?
  • PT | 340123.110.234523.5 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:২৬381729
  • ঢপবাজ ধা-বুজীদের অবস্থান। কল্লোলদা বোধহয় এইসব খবরের খবর রাখতে চায় না!!

    " রাজ্যসভার সাংসদ, চিত্রশিল্পী যোগেন চৌধুরীরই মত, ‘‘আমি পুরোদস্তুর শিল্পীর স্বাধীনতায় বিশ্বাসী।’’ তবে অনীকের ‘ভূতেদের’ ঠিক কী হয়েছে, তাঁর ‘জানা নেই’!

    ‘‘তবে ফেসবুকে মতপ্রকাশের স্বাধীনতার যা হিড়িক, তাতে ছবিটির কণ্ঠরোধ হয়েছে, তা-ই বা কী করে বলি? আমার কাছে তেমন তথ্য নেই!’’— এখনও বলে চলেছেন কবি সুবোধ সরকার।

    ...শাঁওলি মিত্র। তিনিও নীরব! বললেন, ‘‘গত ১৪ ফেব্রুয়ারির পর থেকে যা যা ঘটছে, তাতে মন ভাল নেই। এই সিনেমার বিষয়টি জানিও না! এটা নিয়ে এখন বলব না!’’

    চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ফোনে, এসএমএসে সাড়া দেননি।

    নৈঃশব্দ্যের আর এক রকম ছবি দৃশ্যমান টালিগঞ্জেও। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ফোনে বিষয়টি শুনে বলেন, ‘‘এখন মিটিংয়ে আছি!’’ সে মিটিং ‘শেষ’-এর খবর শেষ পর্যন্ত মেলেনি। ঘটনাচক্রে, কৌশিকের ছবি রিলিজ়ও সামনেই! "
  • S | 458912.167.34.76 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৪৩381731
  • জুতোর বাড়িটা মেটাফরিকাল। একটু ভালো করে আমার লেখাটা পড়লে আর ব্যাপারটা জানা থাকলে হয়তো বুঝতে পারতেন। না, আপনি তাও বুঝতে পারতেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন