এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভবিষ্যতের ভূত তুলে নেওয় হলো

    কল্লোল
    অন্যান্য | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৪৩১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 238912.66.897812.7 | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৮381630
  • ছি ছি ছি, এতো দ্বিচারিতা ছাড়িয়ে ত্রিচারিতা প্রায়। :)
  • sm | 2345.110.9002312.12 | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২১381631
  • তাই নাকি হাফপ্যান্ট?
  • কল্লোল | 342323.191.1256.109 | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২৪381632
  • হে হে। ত্রিচারিতা - টা ভালো লাগলো।
  • বঙ্গসন্তান | 785612.40.6756.42 | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫০381633
  • ভ ভূ নন্দনে রিলিজ হয়নি । তাই হল থেকে উঠিয়ে নেওয়ার প্রশ্নই আসে না । কলকাতার গুটিকয়েক হল থেকে তুলে দিয়ে কি হল ? অন্যত্র তো চলছে । সেখানে প্রায় ৮০ % জনসমাগম হচ্ছে ।
    হারবার্ট প্রসঙ্গে আসি । ঐ ছবি নন্দন থেকে উঠে যাবার পর মিনার, বিজলী , ছবিঘর চেনে মুক্তি পেয়েছিল । জাতীয় বা অন্য কিছু পুরষ্কার পেয়েছিল ? যতদূর জানি সে বছর কোন জাতীয় পুরস্কার দেওয়াই হয়নি । প্রধান চরিত্রে শুভাশিস মুখার্জির পাওয়ার সম্ভাবনা ছিল । কিন্তু কি একটা ডিসপুট ছিল তার জন্য কোন পুরষ্কার ঘোষণা করেনি । আর মজার ব্যাপার এই চরিত্রটা শুভাশিস মুখার্জির করার কথাই ছিল না । বম্বের বিজয় রাজ করবে বলে শুনেছিলাম ।
    আমি এত বললাম কারন ঐ ছবির সঙ্গে আমি যুক্ত ছিলাম ।
  • sm | 2345.110.785612.173 | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫৯381634
  • ইউ টিউবে দেখাচ্ছে, বেস্ট বেঙ্গলি ফিল্ম ,ন্যাশনাল এওয়ার্ড,অডিয়েন্স এওয়ার্ড ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল,লংকেশ এওয়ার্ড,প্রমিসিং ডিরেক্টর এওয়ার্ড বাই, জার্নালিস্ট অফ ফিলম ,BFJF।
    এগুলো কি সত্যি?
    আর এতো এওয়ার্ড পাওয়ার যোগ্য?
  • PT | 561212.187.4545.246 | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৭381635
  • কল্লোলদা
    তক্ক করব নাই ভেবেছিলাম। কিন্তু বঙ্গসন্তানের পোস্টিং পড়ে দেখলাম যে খুব সামান্য এবং/অথবা অর্ধসত্য তথ্যের ওপরে ভিত্তি করে হারবার্ট ও ভূ-ভকে একই গজ-ফিতে দিয়ে মাপছ।
    অর্ধ্সত্য দিয়ে সরকার/রাজনীতি মাপার কাজ আগেও করেছ। সে তালিকার শুরু রিজানুরের মৃত্যু দিয়ে... বাকিগুলো বহু আলোচিত। তাই তালিকা দিলাম না।
    আমার বিচারে তুমি মোট্টে নিরপেক্ষ নও। প্যাথোলজিকাল সিপিএম বিরোধী-যা তুমি হতেই পার। তার জন্যে বহু বছর ধরেই তথ্য কমানো-বাড়ানো-বাঁকানো করেই চলেছ।

    কারো কারো অবগতির জন্যঃ কল্লোলদা অনেক ধৈর্য ধরে আমার ও পুত্রের গান শুনে আমাদের বাধিত করে ছিল তারপরে কিসের যেন মুখে-দিলে-মিলিয়ে -যায় কাবাব খাইয়েছিল। নিজেও গেয়েছিল। ডিডি দা সাক্ষী। দেখা হলে আবার গান গাওয়া/শোনা কাবাব খাওয়া হবে আগের মতই।
  • কল্লোল | 342323.191.12.54 | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০১381636
  • পিটি। এই যে অর্ধসত্য-অর্ধসত্য বলে যাচ্ছ, তো, কোনটা অর্ধসত্য?
    হার্বার্ট বন্ধ করে দেওয়া, হ্যাঙ্গম্যন বন্ধ করে দেওয়া - কোনটা?
    যা শোনা যাচ্ছে হার্বাট পরে আবার মুক্তি পেয়েছিলো। সেটা সরকার আটকাতে পারতো কিন্তু আটকায় নি।
    তিনোরা নন্দনসহ কলকাতার অন্য হলগুলোতেও ছবিটা আটকে দিয়েছে। সিপিএমের চাইতে এক কাঠি উপরে।
    তাতে অবশ্য সিপিএমের কিত্তী লাঘবিত হয় ন।
    আমি অবশ্যই সিপিএম বিরোধী। আমি কখনোই তিনো নই, বিজেপিও নই। নকশাল ছিলাম - অনেককাল নকশালও নই। মার্কসবাদী নই, তবে মার্কসের চিন্তার বহুকিছু অসাধারণ বলে মনে হয়। আবার অনেককিছু ঠিক নয় বলেও মনে হয়। সম্প্রতি মার্কসের কিছু অপ্রকাশিত লেখাপত্তররের কথা শুনলাম। কেবিন অ্যান্ডারসন, মার্কস অ্যাট দ্য মার্জিনস নমে বইটিতে মার্কসের কিছু অপ্রচলিত লেখা নিয়ে ক্জ করেছেন। তাতে প্রচুর কৌতুহলোদ্দীপক কথা আছে। এখন পড়ছি চেরা জাসুলিচের মার্কসকে লেখা চিঠি ও মার্কসের জবাব (মোট ৪ খানা খসড়া)। যাতে মার্কস সামন্ততন্ত্র থেকে ধণতন্ত্র টপকে সমাজতন্ত্রে যাওয়ার কথা বলছেন।
    এই আর কি।
  • T | 342323.191.3456.222 | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৫381637
  • :))
  • কল্লোল | 342323.191.12.54 | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৬381638
  • * ভেরা জাসুলিচ
  • সিকি | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৮381640
  • টরেন্ট পাওয়া যাচ্চে? পেলে জানাবেন।
  • b | 4512.139.6790012.6 | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০০381641
  • কল্লোলদার ১১ঃ০১ এ কাবাবের কথা নাই।
  • PT | 561212.187.4545.246 | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৭381642
  • কল্লোলদা
    মার্কসবাদ নিয়ে তোমার সঙ্গে তক্ক করার ন্যূনতম যোগ্যতাও আমার নেই। সেই প্রসঙ্গে কোন প্রশ্ন আমি তুলিওনি।
    তবে আমি নিশ্চিত যে রিজানুর থেকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সংক্রান্ত মিথ্যা/অর্ধসত্য/অপসত্য তথ্যের সাহায্যে তুমি একদা সিপিএম সরকারের বিরোধীতা করেছ সরাসরি অথবা তাদের পক্ষে বক্তব্য রেখেছ যারা ঐসব অপ্রমাণিত তথ্য নিয়ে জলঘোলা করেছে।
    হারবার্ট আটকানোটাও যেমন সত্য, হার্বার্ট পুনরায় মুক্তি পেলে না আটকানোটাও সত্য। এতক্ষণে সকলেই জেনে গিয়েছে যে তুমি কোন অর্ধটা বেছে নিয়েছিলে।
  • aranya | 3478.160.342312.238 | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৩381643
  • 'আর এতো এওয়ার্ড পাওয়ার যোগ্য?' - এটা যদি হারবার্ট প্রসঙ্গে হয়, আমার মতে যোগ্য।
  • S | 458912.167.34.76 | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৫381644
  • এসেম, হার্বার্ট দেখে আমি যতটা অভিভূত হয়েছিলাম, বিগত কয়েক দশকে তৈরী হয়েছে এরকম অন্য কোনো বাংলা সিনেমা দেখে হইনি। কিন্তু এইটা আমার একেবারেই ব্যক্তিগত মতামত। লগানের মতন ফালতু সিনেমা যেখানে অস্কার নমিনেশন পায়, সেখানে হার্বার্ট আরো অনেক বড় পুরষ্কার পেলেও অবাক হতাম না।
  • aranya | 3478.160.342312.238 | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৬381645
  • কল্লোল-দা কি ব্ল্যান্কেট সিপিএম-বিরোধী না কি সিপিএম-এর কিছু মন্দ কাজকর্মের বিরোধী? ঐ দলের কিছু ভাল কাজ-ও তো আছে। জাস্ট কিউরিয়াস
  • কল্লোল | 342323.191.23.24 | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৪১381646
  • পিটি। আমার পোস্ট পড়ো না। অর্ধেক পড়ে নিজের মতো মানে করে নাও।
    আমি লিখেছি - IP Address : 342323.191.12.54 (*) Date:24 Feb 2019 -- 11:01 AM
    যা শোনা যাচ্ছে হার্বাট পরে আবার মুক্তি পেয়েছিলো। সেটা সরকার আটকাতে পারতো কিন্তু আটকায় নি।
    তিনোরা নন্দনসহ কলকাতার অন্য হলগুলোতেও ছবিটা আটকে দিয়েছে। সিপিএমের চাইতে এক কাঠি উপরে।
    তাতে অবশ্য সিপিএমের কিত্তী লাঘবিত হয় ন।
    আমি তুমি আমায় প্রশ্ন করছো - Name: PT
    IP Address : 561212.187.4545.246 (*) Date:24 Feb 2019 -- 02:07 PM
    হারবার্ট আটকানোটাও যেমন সত্য, হার্বার্ট পুনরায় মুক্তি পেলে না আটকানোটাও সত্য। এতক্ষণে সকলেই জেনে গিয়েছে যে তুমি কোন অর্ধটা বেছে নিয়েছিলে।

    আমি তো অর্ধেক বাছিনি। পুরোটাই ধরেছি। তুমি অর্ধেক পড়ে নিজের মতো মানে করে নিয়েছো। আসলে তুমি আমায় "প্যাথোলজিকাল" সিপিএম বিরোধী বলে ভাবতে ভালোবাসো। সেটা তোমার সমস্যা।

    অরণ্য। কোন সুস্থ মানুষই কোন কিছুর "ব্ল্যান্কেট" বিরোধী বা সমর্থক হতে পারে না।সব কিছুরই নানা দিক থাকে। যেটা আমার মতে মেলে না তার বিরোধীতা করি, যেটায় মেলে তার সমর্থন করি। তবে সমর্থন বা বিরোধীতা কোনটাই নিঃশর্তে নয়। কারন আমি বিশ্বাস করি আমার মতও নির্ভুল নয়। তাই অন্যের মত গুরুত্ব দিয়ে শোনা উচিৎ।
    এই আর কি।
  • aranya | 3478.160.342312.238 | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৪৮381647
  • 'যেটা আমার মতে মেলে না তার বিরোধীতা করি, যেটায় মেলে তার সমর্থন করি'
    - থ্যাংকস কল্লোল-দা, আমিও তাই ভেবেছিলাম।
  • কল্লোল | 342323.191.23.24 | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:০৩381648
  • অরণ্য। ঠিক তাই, তবে সমর্থন বা বিরোধীতা কোনটাই নিঃশর্তে নয়। ভভূ বন্ধের সিদ্ধন্তের যারা বিরোধীতা করছেন, তাদের সমর্থন করেও একথা মনে করিয়ে দেওয়াটা আমার কাছে জরুরী যে তারাও একদিন এমনই কাজের প্রত্যক্ষ/পরোক্ষ সমর্থন করেছিলেন। তসলিমার বই নিষিদ্ধ করার বেলায় প্রত্যক্ষ, হার্বার্ট আর হ্যাঙ্গম্যানের বেলায় পরোক্ষ।
    এই ব্যাপারটা, এই যে অন্ধ সমর্থন না করা, এটা অনেকের পছন্দ নয়। তাদের দর্শন নিঃশর্ত পক্ষ নেওয়ার। আমি তাদের সাথে একমত নই।
  • PT | 561212.187.4545.153 | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২৩381649
  • কল্লোলদা
    পক্ষ নিতে বলিনি। শুধু রাজনৈতিক বক্তব্য রাখার আগে তথ্য যাচাই করতে বলেছি। রিজানুর থেকে তালিকা বানাও। নিজে বুঝবে কোন তথ্যের ওপর নির্ভর করে কোন কথা বলেছ ২০০৬-২০১১-র আগে পর্যন্ত। এ সবই ডকুমেন্টেড গুরুর পাতায়।
    তাছাড়া "পা চাটা ধামাধরা' ইত্যাদি এক্স্ট্রিম বিশেষণ। এসব শব্দ একবার ব্যবহৃত হওয়ার পরে সব আলোচনার রাস্তাই বন্ধ হয়ে যয়। তোমার কি মনে হয় প্রতুল এখন তিনোর "পা চাটা ধামাধরা" লোক? সেটা লিখিত ভাবে ডকুমেন্টেড হোক।
    যারা তিনোর মধ্যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব খোঁজে আর অন্যদিকে ভোটে পলায়ন মনোবৃত্তি দেখিয়ে নোটার পক্ষে তদ্বির করে তাদের বোধহয় রাজনৈতিক দলের (যে কোন দলই) কর্মকান্ডের সমালোচনা থেকে বিরত থাকা উচিৎ।
  • কল্লোল | 011212.227.9000112.214 | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৪381651
  • অমি তো বলেই দিয়েছি - যারাই ভভুর বিষয়ে চুপ করে থাকছে তারাই তিনোদের ধামাধরা ও পাচাটা। প্রতুল যদি চুপ থাকেই তিনিও তাইই।

    তুমি তো বলেই দিলে - "ওরা তো ছাপ্পা মারা লোক। সরকারের পক্ষেই বলবে"।
    তোমার কাছে তো এটা দোষের নয়। আমার কাছে দোষের - সে প্রতুলই হোন বা সৌমিত্র।
  • PM | 012312.50.7812.99 | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১০:১৮381652
  • -"হার্বার্ট চলছিলো আপনমনে, শুধু নন্দনে। এটা নিয়ে কেউ খুব মাথা ঘামায় নি। " - কল্লোলদা
    - " তিন সপ্তাহ চালিয়েছিল"

    এই গুলো হলো তথ্য । সেই তথ্যের ওপোর ভিত্তি করে সঠিক প্রশ্ন টা মানিকবাবু করেছেন

    "তিন সপ্তাহ চালানোর পর অন্য কোন সিনেমাকে হল দিলে সেটাকে দুরভিসন্ধিমূলক বলা যায় কিনা কে জানে। "-- মানিকবাবু

    কিন্তু কল্লোলদার নিচের মন্তব্য অর্ধ সইত্য বা পুরো মিথ্যা কিছু একটা যার উৎস প্যথলজিকাল সিপিয়েম বিরোধিতা --- তিনোর কার্যকলাপকে লঘু করার মিশ্টি প্রচেষ্টা--

    "এটা খুবই পষ্টো যে কেউ তিন সপ্তাহ বাদে সিনেমাটা দেখে চুকলি করেছে বুদ্ধবাবুকে। উনি তখন নন্দনে প্রায়ই বিকালে যেতেন সত্যজিত রায় আর্কাইভে। তাই তিন সপ্তাহ।"

    এটার সমর্থনে কোনো তথ্য নেই--- যাষ্ট বামবিরোধী কুৎসা ছাড়া আর কিছু নয়। উনি নিশ্চিত তিনো সমর্থক নয় । ওটা আসলে বাম বিরোধীতার বাই প্রোডাক্ট। কিন্তু এটা এখন হেমোগ্লোবিন এর সাথে অতো মিশে গেছে কিওর মুস্কিল। এই নিয়েই ঘর করতে হবে ঃ)

    যাই হোক কল্লোলদার সাথে তিন বছর আগে কাটানো লুরুর হাওয়ার্ড জনসনে কাটানো সময় অনবদ্য। দারুন সুন্দর স্মৃতি। শোনার সময় গায়ে কাটা দিচ্ছিলো। গিটার নিয়ে গান রেকর্ড করা আছে--- আপলোড করব ইউটিউব এ।
  • sm | 7845.15.0190012.110 | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৬381653
  • একজন মিথ্যাবাদী কাউকে দোষারোপ করছে।
    সিঙ্গুর আন্দোলন নাকী স্পন্সরড বাই সারদা!
  • কল্লোল | 011212.227.9000112.214 | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৫381654
  • পিএম। "এটা খুবই পষ্টো যে কেউ তিন সপ্তাহ বাদে সিনেমাটা দেখে চুকলি করেছে বুদ্ধবাবুকে। উনি তখন নন্দনে প্রায়ই বিকালে যেতেন সত্যজিত রায় আর্কাইভে। তাই তিন সপ্তাহ।" - না এটা নিয়ে কোন তথ্যসূত্র নেই। এটি আমার অনুমান।

    তাহলে তিন সপ্তাহ পর হার্বার্ট তুলে দেবার কারন কি বলে তোমার মনে হয়।
    যতদূর জানি হার্বার্ট হঠাৎ বন্ধ করে দেওয়া হয় নন্দনে। সেটা নিয়ে বেশ হৈচৈও হয়েছিলো।

    কিন্তু হ্যাঙ্গম্যান বন্ধ করা নিয়ে যেটা লিখেছি, সেটা অনেক খবরের কাগজেও বের হয়েছিলো।
    এই ছবিটা বন্ধ করা নিয়ে তুমি ও পিটি নীরব কেন কবি!!
  • PM | 012312.50.7812.99 | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০২381655
  • "পিএম। "এটা খুবই পষ্টো যে কেউ তিন সপ্তাহ বাদে সিনেমাটা দেখে চুকলি করেছে বুদ্ধবাবুকে। উনি তখন নন্দনে প্রায়ই বিকালে যেতেন সত্যজিত রায় আর্কাইভে। তাই তিন সপ্তাহ।" - না এটা নিয়ে কোন তথ্যসূত্র নেই। এটি আমার অনুমান।"

    এই রকম অনুমানেই তো কবি কাঁদেন।

    প্যাথোলজিকাল বাম বিরোধী নয় এরকম লোক হলে অনুমান করতো যে ছবিটার ব্যবসায়িক লাইফ ৩ সপ্তাহে শেষ হয়ে গেছিলো, তাই বানিজ্যিক কারনেই হল থেকে সরে গেছিলো। হলের ভাড়া পোষাচ্ছিলো না। হার্বার্ট চমত্কার ছবি-- কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই রকম ছবি ৩ সপ্তাহের বেশী চলবে সেটা প্যথলজিকাল কষ্ট কল্পনা। ঃ)
  • PM | 012312.50.7812.99 | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০৮381656
  • "অরণ্য। কোন সুস্থ মানুষই কোন কিছুর "ব্ল্যান্কেট" বিরোধী বা সমর্থক হতে পারে না।সব কিছুরই নানা দিক থাকে। যেটা আমার মতে মেলে না তার বিরোধীতা করি, যেটায় মেলে তার সমর্থন করি। তবে সমর্থন বা বিরোধীতা কোনটাই নিঃশর্তে নয়।" -- ঠিক -- কিন্তু এটা অন্য কথা যে ১৯৮২ র পর থেকে মতে মেলার মতো দুর্ঘটনা আর ঘটে নি :D :D
  • pi | 2345.110.564512.161 | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩৪381657
  • পশু খামার আর উইন্ক্ল টুইন্কল নিয়ে কী কী হয়েছিল, কেউ তথ্য দেবেন?

    আর এই এত হইচইয়ের পরেও ভভূ কোলকাতায় কোথাও ব্যাক করেছে? না করলে সেই নিয়ে আর কিছু শোনা যাচ্ছেনা কেন?
  • কল্লোল | 011212.227.9000112.214 | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৭381658
  • পিএম। হার্বার্ট তিন সপ্তাহের বেশী চলবে না, ধরেই নিচ্ছি। কিন্তু কারন না দেখিয়ে হঠাৎ বন্ধ করে দেওয়া হলো কেন? টিকিট বিক্রি হচ্ছে না বললেই হতো। তাও তো বল হয় নি।
    আর হ্যাঙ্গম্যান?
  • PT | 561212.187.4545.153 | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৯381660
  • হ্যাঙ্গম্যান নিয়ে আমার কাছে পক্ষে বিপক্ষের কোনই তথ্য নেই। খুঁজেও পাচ্ছিনা। তাই কোন বক্তব্য নেই। কিন্তু এবার থেকে "বাবা কেন চাকর" অথবা "বেদের মেয়ে জ্যোৎস্না" জাতীয় ছবি কেন নন্দনে দেখানো হবে না সেটার রাজনৈতিক দৃষ্টিকোণটাও খোঁজা হোক।
    যে কোন সরকার বা রাজনীতিকে গাল দিয়ে ছবি বানালে সেগুলো কেন নন্দনে দেখানোর ইচ্ছা চাগিয়ে ওঠে কে জানে!! কমার্শিয়াল চেন সে ছবি না দেখালে তখন কাকে গাল দেওয়া হবে?
  • T | 561212.112.4578.134 | ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৯381662
  • পশুখামার নিয়ে আমি যদ্দুর জানি, যে মাধ্যমিকের হপ্তায় পড়ে গেছিল, তাই মাইক বাজানোর অনুমতি দেওয়া হয়নি প্রথমে। এরপরেই হুলুস্থুলুস বাধে। বুজীরা টিভি স্টুডিও থেকে হুঙ্কার দিতে শুরু করেন। তখন প্রশাসন থেকে তড়িঘড়ি, কে র‍্যা এইসব বারণ করেছিলিস' এই মোডে ফের অনুমতি দেওয়া। ততক্ষণে প্রেক্ষিতদিদি যা করার করে দিয়েছেন। উইঙ্কল টুইঙ্কলের কেস ডিটেলে জানি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন