এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • amit | 340123.0.34.2 | ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:০১382197
  • ম্যাচুরিটি কোনো গাছের পাকা আমি বা কাঁঠাল নয় যে গাছ থেকে ধুপ করে নিজে নিজে পড়বে। আমরা নিজেরা একটা যুদ্ধের প্যারানয়া চাগিয়ে রাখবো, সারাক্ষন 56" ছাতি বাজিয়ে জোশ দেখাবো , সুযোগ পেলে দাদাগিরি করবো আর কিছু ঘটনা ঘটলে হলে তখন অন্যকে আঙ্গুল দেখাবো "সব ওদের দোষ" বলে, তাহলে ম্যাচুরিটি ১০০ বছরেও আসবে না।

    আঙ্গুল দেখানোর যুগ চলে গেছে, চীন আদৌ যুদ্ধে আগ্রহী নয়, ওরা জাস্ট ডেবিট ট্রাপ এ ফেলে অনেক দেশকে কিনে পুরো গিলে ফেলছে। বেকার যুদ্ধ করে খরচ করতে কেন যাবে ? আর সোজা কোথায় চীনের সাথে যুদ্ধে যাওয়ার মুরোদ নেই আমাদের, ওদের ইকোনমি আমাদের দশ গুন্, কিছু না করে বসে থাকলেও ওদের কুটোটি নাড়ার সাধ্য নেই আমাদের। ডোকলাম হোক বা অন্য কিছু, ওসব বুক বাজানো সব নিজের দেশের মিডিয়ায়। ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্ডিয়াকে আদৌ কোনো পাত্তাও দেয় না, ফেকুর চ্যালারা যতই ফটোশপ করুক না কেন।

    প্রতিবেশী বলতে ময়নমার পুরো চীনের কব্জায়। ওখানে ইন্ডিয়া বেশি নাক গলাতে সাহস পায়না। নেপাল, ভুটান ছেড়েই দিচ্ছি, ল্যান্ড লকড পুচকে দেশ। ওগুলোর ওপরে ইন্ডিয়া অনেক দাদাগিরি দেখিয়েছে এতো বছর, এখন চাপে পড়েছে চীনের নজর ওগুলোর দিকে পড়ায়। তো বাকি রইলো বাংলাদেশ, শ্রী লঙ্কা আর পাকিস্তান। শ্রীলংকা বা বাংলাদেশ এর ওপর ইন্ডিয়া অনেক দাদাগিরি দেখিয়েছে, এখন হালে বাংলাদেশ এর ইকোনমি অনেক ভালো পারফর্ম করছে। শ্রীলংকাতে বেশি নাক গলাতে গিয়ে রাজীব গান্ধী শহীদ হয়ে গেছে। তারপর নাকে কেঁদে IPKF-কে ফেরত আনা হয়েছে। এখন শ্রীলংকা কে চীন ডেবিট ট্রাপ এ ফেলেছে। কিন্তু ওগুলোর সাথে যুদ্ধ যুদ্ধ খেলাটা ঠিক জমে না, একটু একুয়াল খেলোয়াড় চাই।

    তো বাকি রইলো পাকিস্তান। ওই সবেধন নীলমনি দেশটাই আমাদের এই গোদা সাইজের সাদা হাতি মিলিটারি আর যুদ্ধ ব্যবসাকে বাঁচিয়ে রেখেছে। একেবারে রাম লক্ষণ জোডি। কেও কম যায়না। আমরা যতটা বুক বাজাই , ওরাও ততটাই বাজায়। দুটো দেশের মিলিটারি আসলে একে অন্যের ওপর ভরসায় বেঁচে আছে। কোনো ভাবে কোনো লিডার দু দেশের মধ্যে শান্তির চেষ্টা করলে দু দেশের আর্মিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই বুঝি সব গেলো। পাকিস্তানে আর্মি সরাসরি সরকারকে চালায়, কোনো লিডার বেশি চালাকি করলে সোজা বেহেস্ত এ । আর এদিকে ইন্ডিয়াতে এতটা সরাসরি করতে পারেনা। যতই সিয়াচেন নিয়ে আবেগ ছড়াক, এখনো ডেমোক্রেসি একটু হলেও রয়ে গেছে। তাই অন্য ভাবে ব্যবসাটা চালানো হয়। আতঙ্ক জারি রাখো, কোনো শান্তি আলোচনার দরকার নেই, শুধু এস্টিমেট করো ওরা এতো মিসাইল বানালো, আমাদের আরো আন্টি মিসাইল লাগবে। ওরা F-১৬ কিনলে আমাদের রাফালে চাই। মাঝের থেকে আম্বানি নেপো হয়ে দই খেয়ে যাক।

    ফুল স্কেল যুদ্ধ বেঁধে গেলে দু দেশেরই আর্মির অনেকের প্যান্ট হলুদ হয়ে যাবে। তাই ওসবের দরকার নেই। বর্ডার এ খুচরো টার্গেট প্রাকটিস ই ভালো। আর্মস ডিল আর দালালির ব্যবসা চলুক পুরো দমে। কেও তো করে কম্মে বাঁচুক।
  • S | 458912.167.34.76 | ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৫৬382198
  • ডেবিট ট্র্যাপ না, ডেট ট্র্যাপ। উফ, চারিদিকে অশিক্ষা। ঃ))

    বাকি সব ঠিক আছে। মালদিভ আর মরিশাসের কথা ভুলে গেলেন?
  • সিকি | ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:০৫382199
  • সংরক্ষণের সুফল ;)
  • sm | 2345.110.895612.26 | ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২৮382200
  • আমি জানতাম,এরকম বোকার মতন পোস্ট পড়বেই। সেজন্যই লিখেছিলাম দোষ যার ই থাকুক,এই উপমহাদেশে আলোচ্য রাষ্ট্রগুলোর মধ্যে,এখনো ম্যাচুরিটি আসে নি। ওমনি এর দোষ,দাদাগিরির দোষ,এসব উদাহরণ আসতে শুরু করেছে।
    চীন ,ঋণের ফাঁদে,মায়ানমারকে ফেলে কাজ হাসিল করতে পারে। ভবিষ্যতে,পাকিস্তান, নেপাল,ভুটান কেও সস্তার ঋণের ফাঁদে ফেলে কিনে নেবে। মালদ্বীপ কেও নেবে। কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে স্ট্র্যাটেজি তো এক হবে না।কারণ ইন্ডিয়া বড় ইকোনমি,হাজার হোক ঋণ চাইলে সারা বিশ্বের কাছে পাবে। ফালতু চৈনিক ঋণ নিতে যাবে কেন?
    সুতরাং, ইন্ডিয়ার জন্য চীন আলাদা প্রস্তুতি নেবে। নিজে মাঠে না নামলেও, অধমর্ণ দেশ গুলোকে যুদ্ধ যুদ্ধ খেলায় নামিয়ে দেবে।
    এমন তো নয়,সারা পৃথিবীতে শান্তির বাগান!কোথাও কোন যুদ্ধ হচ্ছে না।কেন যুদ্ধ গুলো হচ্ছে বলুন তো?
    উঃ কোরিয়া নিয়ে এত উদ্বিগ্নতা কেন?
    আর যাই হোক সস্তা ঋণ দিয়েই তো উঃ কোরিয়া সমস্যা মিটিয়ে ফেলা যেতো।
    চাই কি,রাশিয়া কে সস্তা ঋণ দিয়েই তো ইউরোপ /আম্রিকা নিশ্চিন্তে বসে থাকতে পারতো।
    তাই আবার বলছি ম্যাচুরিটি একটা বিরাট জিনিষ।এরপরেও অন্যান্য ফ্যাক্টর আছে।অস্ত্র বিক্রি না হলে,বহু দেশের ইকোনমি তে প্রভাব পড়বে।
    রাশিয়া,আমেরিকা যুদ্ধাস্ত্র বিক্রি না করলে ,চীন করবে।
    চীনের সুমতি হলে,পাকিস্তান করবে।পাকিস্তান সুবোধ হলে,উঃ কোরিয়া করবে।মন থেকে হিংসা আর লালসা যাবে কোথায়?
  • amit | 340123.0.34.2 | ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫০382201
  • এটা S- একদম ঠিক লিখেছেন। চারদিকে অশিক্ষায় ভরে গেলো। :) :) এই জন্য আমি সংরক্ষণ বিরোধী।

    যাই হোক, হাঁটুতে মগজ নিয়েও কয়েকজন বাকিদের বোকা বোকা পোস্ট গুলো পড়েন আর চালাক চালাক উত্তরও দিয়ে দেন, দেখে বড়ো আনন্দ হয়।
  • sm | 2345.110.895612.26 | ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০৩382202
  • না,এটার মগজ হাঁটুতেই আছে।আরে বড় এস তো ডেট ট্র্যাপ
    না ডেবিট ট্র্যাপ বলে কি একটা ভুল ধরলো না?
    যাই হোক, দল ভারী করার ডাকটা ভালোই লাগলো।
  • Amit | 012312.22.230112.192 | ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০৪382203
  • ইয়ে মানে ওপরের পোস্ট এ কিন্তু S বা সিকি কে খোঁচা মারিনি , মাইরি বলছি ।
  • sm | 2345.110.895612.26 | ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১২382204
  • আবার সেই কিঁচ কিঁচ, ফিচ ফিচ।
    কিছু বক্তব্য থাকলে লিখে ফেলো না বাপু।না, ফালতু বড় এস,আমি না, ছোট এস তাই না,সিকি এ মা... বাগেরা ,বাগেরা।
    এসব জোটে কোত্থেকে
  • রং দে বাসন্তী | 9001212.56.67900.66 | ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০১382205
  • বিভাস রায় চৌধুরী ফেসবুকে

    #SaveAirForce

    ১লা ফেব্রুয়ারি হিন্দুস্থান এরোনটিক লিমিটেড (হ্যাল) এর আপগ্রেড করা এক যুদ্ধবিমান Mirage-2000 ক্র্যাশ করলে স্কোয়াড্রন লীডার সমীর আব্রোল আর স্কোয়াড্রন লীডার সিদ্ধার্থ নেগী মারা যান। এই দুই টেস্ট পাইলটের বয়স ৩৩ এর কাছাকাছি।

    এটা কি কেবল মাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা?

    আমি যখন এয়ার ফোর্সে জয়েন করি তার আগে যুদ্ধবিমান Mirage-2000 এয়ার ফোর্সের জন্য কেনা হয়েছিল ( জুলাই ১৯৮৪)। তার মানে এই সব যুদ্ধবিমান গুলোর বয়স ঐ দুর্ভাগা টেস্ট পাইলটদের বয়সের থেকেও বেশি।

    এয়ার ফোর্সে আমাদের অন্যতম প্রধান জেট ফাইটার Mig-29 এসেছে ১৯৮৫ সালে। নিশ্চয় মনে আছে কার্গিলের যুদ্ধে পাকিস্তানি ঘাঁটির উপড়ে যখন Mirage-2000 বিমান থেকে লেজার গাইডেড বোম ফেলা হয়েছিল তখন সেই বোমারু বিমান কে এসকর্ট করে নিয়ে গেছিল Mig-29। কার্গিল যুদ্ধের পরে কেনা হয়েছিল আরেকটা রুশ যুদ্ধ বিমান ‘Su-30MkI , তাও সেই ২০০০ সালে। বাকি প্লেন গুলো আরো অনেক আগে কেনা।

    ২০১৫-১৬ সাল থেকে আজ পর্যন্ত বার্ধক্যজনিত রোগে ভোগা এয়ারফোর্সের সব মিলিয়ে ৩৫ খানা প্লেন ক্র্যাশ হয়েছে। যাতে প্রান হারিয়েছে ৪৫ জন বায়ুসেনা! যদি ২০১১ সাল থেকে এয়ার ফোর্স আর্মি নেভী সব মিলিয়ে ধরি তাহলে ক্র্যাশ এয়ারক্রাফটের সংখ্যা ৭৫, মৃতের সংখ্যা ৮০!

    মিগ কে ‘ফ্লাইং কফিন’ বলে পার্লামেন্টে চীৎকার হলো। তারপর থেকে আমাদের সমর ভান্ডার কেনার কথা উঠলেই আমরা শুধু খবরের কাগজে স্ক্যাম আর রাজনৈতিক টানা পোড়েন দেখে এসেছি। কিন্তু আর কোনো আধুনিক সমরাস্ত্র কেনা হয়ে ওঠে নি। রাজনীতি আর কমিশন এজেন্ট মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কখনও ভেবে দেখিনি আর্মি, এয়ার ফোর্স, নেভীর কি প্রয়োজন। দেশের সুরক্ষার চেয়ে সরকার-বিরোধীদের বিরুদ্ধে CBI কে লাগিয়ে দেওয়া মুখ্য ফুটেজ পেয়ে এসেছে। প্রেস মিডিয়াও তাতেই ব্যস্ত।

    হ্যাল বা অর্ডন্যান্স ফ্যাক্টরি, যাদের কে বানানোই হয়েছিল ডিফেন্স সার্ভিসকে সমরাস্ত্র যোগাতে তারাও মারাত্মক ভাবে ফেল করেছে। সেদিন এয়ার চীফ, এয়ার চীফ মার্শাল ধানোয়া বলেছেন, “সার্ভিসের দিক থেকে আমরা হ্যাল কে কনশেসন দিয়েছি। কিন্তু শত্রু কি আমাদের ব্যাটল ফীল্ডে কনশেসন দেবে ?”

    ২৬ খানা রাফায়েল কেনা নিয়ে আজ রাজনৈতিক মহল উচ্চস্বরে গান গাইছে। ঠিক যেমন হয়েছিল বোফর্স কেনার সময়। ৬৪ কোটি টাকা কমিশন কে কে খেয়েছে, সেটা খুঁজে বের করতে প্রায় ২০০ কোটি টাকা খরচ হয়েছে। সময় গেছে ৩০ বছর, লাভ হয়নি কিছুই। কোয়াত্রকি কে জেমস বন্ড ও খুঁজে পায়নি।

    বোফর্স ঝামেলার পরে মিলিটারি প্রোকিওরমেন্ট প্রায় বন্ধ হয়ে গেছিল। কার্গিলের যুদ্ধে নেমে তখন আমাদের হুঁস ফেরে। আসলে এয়ার ফোর্সের প্রয়োজন নিয়ে কারুর চিন্তা নেই। মান্ধাতার আমলের জেট ফাইটারদের মডিফিকেশন / আপগ্রেড করে কাজ চালাতে হচ্ছে। কোনো বিরোধী দল এ প্রশ্ন করেনা কেন পুরনো প্লেনের ‘আপগ্রেডেশন’ করতে হবে ?
    ৭০’র মিগ-২১ এখনো আমাদের পাইলটদের প্রান নেবে কেন ?

    এমনিতেই আমাদের ৪২ খানা ফাইটার স্কোয়াড্রনের প্রয়োজন। যদিও এই ৪২ টি ফাইটার স্কোয়াড্রন একসাথে চীন আর পাকিস্তানের মোকাবিলা করার জন্য অপ্রতুল। থাক সে কথা। হিসেব মতো একটা স্কোয়াড্রনের হাতে ১৮টা সার্ভিসিবল প্লেন আর ২ টো ট্রেনার থাকার কথা। আজ আমাদের হাতে আছে কেবল মাত্র ৩১ খানা স্কোয়াড্রন। আমাদের সবচেয়ে ভালো সময় ছিল ১৯৯০ সালে। তখন স্ট্রেংথ পৌঁছেছিল ৩৯.৫ তে।

    MiG 21-Bison (এটা আবার আপগ্রেড ভার্সান) আছে ৪ স্কোয়াড্রন, MiG 21- Bis আছে ১ স্কোয়াড্রন, MiG 21 M/MF আছে ১ স্কোয়াড্রন। MiG 27 এর ২’টো আর জাগুয়ার এর ৬’টা স্কোয়াড্রন। ৪র্থ জেনারেশনের মধ্যে Mirage 2000 এর ৩’টে, আর MiG 29 এর ৩’টে। Su 30 MKi এর অবস্থা একটু ভালো এদের আছে ১১ টা স্কোয়াড্রন।
    আমাদের হ্যাল’র তৈরি ‘‘তেজস’ আছে ৯ খানা প্লেন। এই জানুয়ারি’তে অবশ্য তাদের ফাইনাল ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। এবার তার স্কোয়াড্রন তৈরি হতে পারে।

    তারসাথে এবারে পাকিস্তান এয়ার ফোর্সকে তুলনা করি। ওদের আছে ২০ খানা ফাইটার স্কোয়াড্রন, তাতে আছে অ্যাডভান্স জেট ফাইটার ‘চাইনা মেক’ JF-17 ( চাইনা মেক বলে হাসির কিছু নেই) আর আমেরিকান F16 । চীন এয়ার ফোর্সের একারই আছে ১৭০০ ফাইটার প্লেন। তার মধ্যে ৮০০ হচ্ছে আধুনিক বা ৪র্থ জেনারেশন ফাইটার।

    রাজনীতি, পার্লামেন্ট, ভোট, CBI, সুপ্রীম কোর্ট সবাই নিজের মত থাকুক। কিন্তু দেখবেন দেশের সুরক্ষা যেন বিঘ্নিত না হয়। দেশ থাকলে তবেই রাজা থাকে। তবেই বাঁচবে রাজনীতি।
    ©বিভাস

    তথ্য ঋণ ঃ
    https://www.daijiworld.com/news/newsDisplay.aspx?newsID=558856
    https://www.ndtv.com/india-news/pilot-dies-as-mirage-2000-trainer-fighter-aircraft-crashes-at-hal-airport-in-bengaluru-news-agency-a-1986556
    https://www.indiatimes.com/news/india/forget-rafale-row-with-just-31-squadrons-of-jets-iaf-chief-bs-dhanoa-s-worry-is-genuine-361643.html
    https://theprint.in/governance/this-is-what-the-indian-air-forces-fighter-squadron-strength-has-been-reduced-to/121323/
  • sm | 2345.110.673412.218 | ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:২১382207
  • দ্বিতীয় লেখাটি আরো ভালো।
    দেখা যাচ্ছে,সীমান্তে যুদ্ধ হলেও আধুনিক অস্ত্র শস্ত্র ও আধুনিক ফাইটার প্লেন জরুরী।
    নিছক রুটিন গোলা গুলি বিনিময় বলে কাটিয়ে দেবার বিষয় নয়।
    কিন্তু প্রশ্ন হলো,ভারতের মত জনবহুল দেশে এতো বিপুল বাজেট, অস্ত্র শস্ত্র ও ফাইটার প্লেন কিনতে ব্যয় করার পিছনে কি কি বিরাট যুক্তি আছে?
    এই ব্যয় এর একাংশ কি কোন ভাবে কমিয়ে জনহিতকর প্রকল্পে ব্যয় করা যায় না?
    এই যে প্রতিবার এতো বোফোর্স কেলেঙ্কারি,রাফাল কেলেঙ্কারি ,এর থেকে মুক্তির উপায় কি?
    হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আমরা নিন্ম মানের জিনিস কিনছি না তো?
  • S | 458912.167.34.76 | ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৪১382208
  • যিনি লিখেছেন তিনি যুদ্ধ বিমান সম্বন্ধে খুবেকটা খোঁজ খবর রাখেন না। বোধয় রাফালে চুরির পরে মোদি-আম্বানির পক্ষে যুক্তি খাড়া করতে কিছু খোঁজখবর করেছেন।
  • | 2345.106.9003423.9 | ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ২২:১১382209
  • হিন্দু থেকে এন রামের রাফালেস্ক্যাম সিরিজের লিঙ্কিগুলো রখানে কপি করতে হবে।
  • lcm | 9006712.229.0112.212 | ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ২২:২৫382210
  • হা হা - আচ্ছা ধরো চিন যদি বর্ডার থেকে সেনা-পাহাড়া সরিয়ে দেয় বা শিথিল করে দেয় - তাহলে কি ভারত দলবল নিয়ে চিনে ঢুকে পড়বে?
    পৃথিবীর সমস্ত দেশের বাউন্ডারিতে পাহাড়া বলতে সড়ক/রেল পথ গুলোতে চেক পয়েন্ট, সমুদ্র তীরে জাহজে চেক পয়েন্ট - কোথাও কোথাও নির্দিষ্ট দূরত্বে চেক পয়েন্ট। এসব কিন্তু যুদ্ধ আট্কানোর জন্য নয়। এগুলো মূলত বেআইনি অনুপ্রবেশ আটকানো, এক দেশের অপরাধীদের অন্য দেশে পালিয়ে যাওয়া আটকানো - এই সব।
    বর্ডার দিয়ে ঢুকে পড়ে যুদ্ধ, দেশ দখল - - এসব চেঙ্গিজ খান-এর সময় হত।
  • sm | 2345.110.673412.218 | ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৪৮382211
  • উঁহু, এটা ঠিক নতুন গুড়ের সন্দেশ এর মতন নয় ব্যাপারটা।ধরা যাক ম্যাকমোহন লাইন।এটা ভারত/পাক/চীন সীমান্ত ডিফাইন করছে।ফাইন।কিন্তু চীন বা পাকিস্তান মানছে কি?
    তাহলে কাশ্মীরের ম্যাপের একটা মুন্ডু পাকিস্তান আর এর একটা চীন দখল নিতো না।
    তর্কের খাতিরে মানলুম ,পাকিস্তান দুস্টু দেশ। কিন্তু চীন?
    সে কেন লাডাক ও তার ওপরের অংশ নিতে চায়?
    অরুণাচল প্রদেশ এর ভিতরে বেশ কিছুটা ঢুকে পড়ে দখলে রেখেছে কেন?
    সর্বোপরি ভারতের অভ্যন্তরে গন্ডগোল বাঁধতে পারলে,চীন প্রতিবেশী বন্ধু ফেস টিকে বেশি অস্ত্র বিক্রি করতে পারবে। সিম্পল।
    এ জন্যই আগের দিন ইংল্যান্ড/ফ্রান্স বা ফ্রান্স/জার্মানি/ইংল্যান্ডের উদাহরণ দিলাম। এদের নিজেদের মধ্যে শত্রুতা শতাব্দী প্রাচীন। কিন্তু একটু বেশি ম্যাচিওর।তাই বর্ডার এর গুরুত্ব তুলে দিয়েছে।নিজেদের মধ্যে যুদ্ধের ভাবনা তাকে তুলে রেখেছে।
    তার মানে এই নয় ফ্রান্স আর ইংল্যান্ডের সাবমেরিন মুখোমুখি হলে, এ ওকে ছেড়ে দেবে।
  • S | 2390012.156.561223.1 | ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৩৭382212
  • তাহলে সামস্যাটা কি? চীন ম্যাকমোহন লাইন মানছে না। তাইতো?

    রাফালে কিনলে মানবে বলছেন? তাহলে আমি রাজী আছি।

    আরেকটা বোকা বোকা উপায় আছে। আলোচনার মাধ্যমে পার্মানেন্ট সলিউশনে আসা যেখানে দুপক্ষই মেনে নিলো।
  • S | 2390012.156.561223.1 | ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৪০382213
  • অনেকক্ষন ধরে ম্যাচিওরিটি ম্যাচিওরিটি করছেন।

    বুক বাজিয়ে নিজের প্রতিবেশির সঙ্গে যুদ্ধের উন্মাদনা বজায় রাখা = ইম্ম্যাচিওরিটি।

    আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা এবং বন্দুত্বের পরিবেশ বজায় রেখে দেশের লোকের জন্য রুটি জোগাড় করা = ম্যাচিওরিটি।

    শত্রুর অভাব নেই। চাইলে লিস্টি দিয়ে দেবো।
  • সিকি | ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৪৩382214
  • দেব যে এত কষ্ট করে অমন লেখাটা লিখল, পুউরো জলে গেল। অবিশ্যি কাঁটালপাতা ছেড়ে কে-ই বা কবে ...
  • sm | 2345.110.673412.218 | ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৫৫382215
  • আরে ধ্যাত।এসব ছেলে মানুষী যুক্তি করেন কেন?কে বলেছে,রাফাল বিমান কিনলে চীন বর্ডার ক্রস করবে না। বা,পাকিস্তান যুদ্ধ করা ছেড়ে দেবে?
    এটা একটা আলোচনার জায়গা।এমন নয় যে ভারত নিরস্ত্র হয়ে বোস্টম গিরি করলে,চীন বা পাকিস্তান হিংসা ছেড়ে দেবে।
    এটা দেশের নিরাপত্তার ব্যাপার।সার্বভৌমত্বের ব্যাপার।সব রকম সম্ভাবনার কথা মাথায় রেখেই চলতে হয়।
    ইংল্যান্ড/ফ্রান্স যুদ্ধ অদূর ভবিষ্যতে না হলেও,তারা সেনা বাহিনী রাখে,অস্ত্র শস্ত্রে সজ্জিত থাকে।
    প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি। এটাতো আদ্যন্ত কাল থেকে চলে আসছে।
    ভারত আর চীন কি কম আলোচনা করিয়াছে?দরকার পড়লে প্রতিদিন আলোচনা করতেই বা কে বাঁধা দিচ্ছে?
  • lcm | 9006712.229.0112.212 | ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৫৭382216
  • হো হো, অর্থাৎ, ইউকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে সাবমেরিন কিনছে কারণ দেখা হলে ফ্রান্স-কে ছেড়ে কথা বলবে না বলে -- দিজ ইস ফানি
  • S | 2390012.156.561223.1 | ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৫৯382218
  • "এমন নয় যে ভারত নিরস্ত্র হয়ে বোস্টম গিরি করলে,চীন বা পাকিস্তান হিংসা ছেড়ে দেবে।"
    চীন আর পাকিস্তান কি করবে? সত্যিই জানতে চাই।

    "ইংল্যান্ড/ফ্রান্স যুদ্ধ অদূর ভবিষ্যতে না হলেও,তারা সেনা বাহিনী রাখে,অস্ত্র শস্ত্রে সজ্জিত থাকে।"
    নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে রাখেনা কেন? ওদের ভয় নেই বলছেন? কেন?
  • lcm | 9006712.229.0112.212 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০৩382220
  • এসএম-এর কথা শুনে মনে হচ্ছে, এই যে সব ডিস্‌আর্মামেন্ট এফোর্ট - এগুলো সব ফালতু -- সব দেশের উচিত আরও যুদ্ধাস্ত্র কিনে রাখা, কারণ বলা যায় না কখন কি কাজে লাগে।

    অর্থাৎ, নিরস্ত্রীকরণ এর যে গ্লোবাল এফোর্ট একটা আছে, সেটি তুলে দাও, প্রবল সন্দেহবাতিক দুনিয়া বানাও, আর প্রচুর যুদ্ধবিমান-টিমান কিনে ফেলো সবাই। রেডি হয়ে থাকো সবাই, বলা যায় না কখন কি হয়।
  • sm | 2345.110.673412.218 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০৩382219
  • lcm, একটাই রিকোয়েস্ট।ফ্রেঞ্চ আর ব্রিটিশ সাবমেরিন কলিশন নিয়ে গুগল সার্চ করে দেখুন কি কি খবর পান?
  • lcm | 9006712.229.0112.212 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০৬382221
  • ঠিক এই চিন্তাভাবনার পোষনই চায় ডিফেন্স কন্ট্রাকটিং লবি গুলি
  • Atoz | 125612.141.5689.8 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১০382222
  • ঐ হাজারে হাজারে বোমগুলো ---ওগুলো কি ডিসম্যান্টল করছে? করাই উচিত। ফুয়েল রড করে নিয়ে পাওয়ার প্ল্যান্টে দিলে কত কাজে লাগে।
  • sm | 2345.110.673412.218 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১২382223
  • S, খালি প্রশ্ন করতে শিখেছেন।অন্যে প্রশ্ন করলে উত্তর দেন না বা এড়িয়ে যান।
    সে যাক গে। ভয় সবার ই আছে। মিনি মাগনা ইউ কে বা ফ্রান্স, সৈন্য রাখে না।
    নরওয়ে, সুইডেন,জার্মানি এরা একরকম বশ্যতা স্বীকার করে নিয়েছে বা দাদার বরাভয়ে আছে।এই নয় যে আশঙ্কা মুক্ত।তবে ওই যে বললাম , ম্যাচুরিটি বেশি।দুটো বিশ্ব যুদ্ধের ভয়ঙ্কর স্মৃতি বুকে জমা আছে।তাই চট করে ইউরোপের লোকজন যুদ্ধে যাবে না।
    জাপান ও যুদ্ধ থেকে সরে এসেছে।বড় আঘাত পেয়েছিল তো। কিন্তু মনে মনে প্রচুর শঙ্কা,উঃ কোরিয়া আর চীন কে নিয়ে।

    আর প্রথম প্রশ্নের উত্তর তো দিয়েই দিলাম।ভারত বোস্টম গিরি করলেও প্রতিবেশীরা শাক্ত ই থাকবে।
  • lcm | 9006712.229.0112.212 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১৫382224
  • ভারতের পক্ষে ডিফেন্স বাজেটে বছরে ৫০ বিলিয়নের কম খরচ একটু "বোস্টম গিরি" হয়ে যাবে, একটু বাড়ানো উচিত - নাকি? এই ধরুন ৭৫ বিলিয়ন - তাই তো?
  • sm | 2345.110.673412.218 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:২১382225
  • LCM,আপনি যেটা লিখলেন সেটি সঠিক।ডিসআরমামেন্ট চলছে আবার যুদ্ধের প্যারানোইয়া সু -কৌশলে ছড়িয়ে দেওয়াও চলছে। হাতে হাত রেখে চলছে।ঠিক যেন গ্লোবাল ওয়ার্মিং আর ইনডাস্টরিয়ালাইজেশন।যখন যেমন তখন তেমন নীতি।
    যখন পৃথিবীর দুই শক্তি শালী দেশের কয়েক হাজার নিউক্লিয়ার অস্ত্র মজুত হয়ে গেছে।তখন বলছে আর বানাবো না।কেন যেগুলো আছে,সবগুলো জলে ফেলে দাও না।
    তো চীন,ভারত এরাও বা শুনবে কেন?তারাও প্রতিযোগিতায় অংশ নিতে চায়।
    উঃ কোরিয়া বলছে, ছোট বলে আমায় অবজ্ঞা করো না যেন।
  • sm | 2345.110.673412.218 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:২৫382226
  • দেখুন,কয়েক পোস্ট আগে আমার কতিপয় প্রশ্ন ছিল, কিভাবে ভারত ডিফেন্স বাজেট কমাতে পারে?কিভাবে দুর্নীতি মুক্ত চুক্তি করতে পারে?
  • lcm | 9006712.229.0112.212 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:২৮382227
  • গল্পটা সহজ ---- পাবলিক মানি (বেসিক্যালি হাজার টাইপের ট্যাক্স কালেকশন) --- আগে লোকে রাজস্ব বা কর দিত রাজাকে -- এখন চোদ্দ রকম ট্যাক্স দেয় সরকারকে -- এখন এই ট্যাক্স কালেক্শনের টাকা --- বিপুল পরিমান টাকা কোন খাতে খরচ করলে তার থেকে দু-পয়সা কমিশন থাকবে --- এটি ঠিক করেন নির্বাচিত প্রতিনিধিরা --- কিন্তু কোনো সলিড বাহানা চাই যা দিয়ে যুগ যুগ ধরে ট্যাক্সোর পয়্সা এধার ওধার করা যায় --- প্রতিরক্ষার বাহানাটি সলিড, জনসমর্থন জোগাড় করা যায় প্রোপাগান্ডা চালিয়ে ----
  • sm | 2345.110.673412.218 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩১382229
  • lcm, আগে একটি প্রশ্ন করেছিলাম।এখন আর একটি রাখছি।যদি বিনয় বশত উত্তর দেন।
    আম্রিকা বা রাশিয়া তাদের সমস্ত পারমাণবিক অস্ত্র সমুদ্রের জলে বিসর্জন দিচ্ছে না কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন