এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 2345.110.892312.27 | ১০ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:০৭382141
  • LCM,প্রথমে ঠিক করুন ঠিক কি বিষয়ে আলোচনা চান।ডিফেন্স বাজেট না যুদ্ধ বিমান কেনা শুধু।
    যুদ্ধ না দেশ দখল।
    আপনি পন্ডিত ব্যক্তি,তর্কের খাতিরে বার বার দেশ দখল আনছেন কেন বলুন তো?
    যাই হোক। একটু বিশদে লিখছি।

    আপনার প্রথম বক্তব্য ছিল, বর্ডার রক্ষার্থে,মিগ,ফিগ দরকার হয় না।কিন্তু সূত্রধর স্পষ্ট করে দিয়েছেন,কার্গিল যুদ্ধে ভালো রকম ফাইটার প্লেন ইউজ হয়েছে।
    দুই,কে কার দেশ দখল করলো?যদিও দেশ দখল করা নিয়ে আমি কিছু লিখি নি।তবুও দুটো ছোট উদাহরণ দিচ্ছি।
    ইরাক,কুয়েত দখল করেছিল।এবং সেটা থেকেই এই বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধের সূত্রপাত।
    চায়না, তিবেত দখল করেছে।
    ধরাযাক, তিবেত একটি পারমাণবিক অস্ত্রে সজ্জিত দেশ।
    তাহলে চায়না এমন সহজে দেশ টি দখল করতে পারতো?
    তাইওয়ান কেও পিওপলস রিপাবলিক অফ চায়না, নিজের মনে করে ও ধরুন কার্যত নিজ কব্জায় নিয়েছে।নিতে পারতো,যদি তাইওয়ান আধুনিক অস্ত্র শস্ত্র ,মিসাইলও বিরাট সৈন্য সম্বলিত দেশ হতো?
    মনে রাখবেন,তাইওয়ান বিরাট ধনী দেশ।1.2 ট্রিলিয়ন ডলার তার (পি পি পি) জিডিপি।
    তিন,আপনার প্রশ্ন কোথায় পৃথিবীতে যুদ্ধ হচ্ছে? কি বলবো ক্যাঙ্গারু তেও হাসবে
  • lcm | 900900.0.0189.158 | ১০ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:২৭382142
  • ওহ, দুঃখিত ! আপনি খুবই পয়েন্টে কথা বলেন, ফোকাস্‌ড আলোচনা করেন, তথ্যনিষ্ঠ গোছানো বক্তব্য রাখেন।

    আপনি একদম ঠিক ধরে ফেলেছেন - পৃথিবীর বেশির ভাগ দেশ ফাইটার জেট কেনে বর্ডার সুরক্ষা করার জন্য, তিব্বত বা তাইওয়ানে যদি নিউক থাকত তাহলে আর চিন ওদের দখল করে নিতে পারত না। চিনের কাছাকাছি যেসব দেশের নিউক নেই এই যেমন থাইল্যান্ড, মায়ামার, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মঙ্গোলিয়া, বাংলাদেশ, জাপান, ফিলিপিন্‌স্‌, কাজাকাস্তান, তাজিকিস্তান -- এই সব দেশ চিন দখল করে নিতে শুরু করছে কারণ তাদের নিউক নেই। তবে চিন কোনোদিন পকিস্তান, নর্থ কোরিয়া, আর ভারত দখল করতে পারবে না কারণ ওদের নিউক আছে, ওরা খুব বুদ্ধিমান দেশ।

    দেখলেন তো, আল্টিমেটলি সব বুঝতে পারলাম, একটু লেট হল, কিন্তু পারলাম কি না।
  • সিকি | 238912.66.1290012.130 | ১০ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৩৭382143
  • লসাগুদাকে গুচ্ছখানেক এফসি :) এটা চরম হয়েচে।
  • Amit | 9003412.218.8945.72 | ১০ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৫৩382144
  • যাক বাবা । এতদিন রাতে ঘুম হচ্ছিলো না । এই বুঝি চীন ঢুকে পড়লো আর কাঁচা বাঁধাকপি খেতে দিলো জোর করে। ভাগ্যিস lcm দা বলে দিলেন । আর চিন্তা নেই । জয় বাবা রাফালের জয় ।
  • sm | 2345.110.892312.27 | ১০ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:১৪382145
  • মোদীর সব | 670112.220.1278.234 | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪৫382147
  • মিথ্যে। এদের দিয়ে মিথ্য বলিয়েইছে।
  • Amit | 9003412.218.8945.72 | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫৩382148
  • Hindu রিপোর্ট। Deal is dearer
  • রং দে বাসন্তী | 9001212.56.89900.112 | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:১০382149
  • The Hindu তে রাম শ্যাম যদু টাইপের "Domain Expert" রা কি মনে করেন, আর Economic Times এ CAG report। Choice is yours
  • খোয়াক | 670112.220.1278.234 | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৬382151
  • এন্রামের বোফর্স ফাঁস তো খুব পচন্দ হয়েএছিল এখঞ্চ খুব চুগছে হ্যাঁ!
  • Amit | 9003412.218.8945.72 | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫১382152
  • Yes। Choice is ours । যে ফেকু আম্বানি আদানির কেনা চাকর, সেই ফেকুর মনিপুলেটেড ক্যাগ রিপোর্ট এর থেকে হিন্দুর রিপোর্ট আমরা ঠিক মনে করি।
  • সিকি | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:২৩382153
  • জানা গেল CAG Mehrishi was part of the decision making team for the #RafaleDeal. He was finance secretary when the deal was signed.

    এবার বাসন্তীচাড্ডি বুঝে নিক ক্যাগের রিপোর্ট বিশ্বাস করবে কিনা।
  • dc | 232312.164.45900.90 | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩৫382154
  • হে হে হে ক্রেডিবিলিটি নিয়ে কথা হচ্ছে নাকি? চয়েস?

    যে সরকার নিজের স্ট্যাটিসটিক্স কমিটির রিপোর্ট ছাপে না জব লস ডেটা ফাঁস হয়ে যাবার ভয়ে, যে সরকারের সিবিআই প্রধান সুপ্রিম কোর্টে অবমাননার দায়ে কানমলা খায় আর এক লাখ টাকা জরিমানা দেয় সেই সরকারের ক্রেডিবিলিটি নিয়ে কথা হচ্ছে বুঝি? যে সরকার সিএজি রিপোর্ট পাবলিশ করতে মাসের পর মাস লাগিয়ে দেয়, আর এমনকি সেই জল মেশানো রিপোর্টেও বলা থাকে লেটার অফ কমফর্ট মানে সেল্ফ গোল, সেই সরকারের ক্রেডিবিলিটি নিয়ে কথা হচ্ছে? চয়েস নিয়ে? হে হে হে
  • রং দে বাসন্তী | 9001212.56.900900.227 | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৩১382155
  • #এবার_কি_হবে ?

    ইচ্ছে ছিল আজ থেকে ৭১ যুদ্ধের লেখা পোষ্ট করার । কিন্তু মন একদমই ভালো নেই।

    সাধারনত এক্সটার্নাল কোনো ঘটনা আমাকে এত বিচলিত করে না যাতে আমার নিজস্বতা বেলাইন হয় যায়। আজ কিন্তু প্রায় সেই অবস্থা। নিজেকে অনেক ভাবে বোঝাতে চাইছি, কিন্তু পারছি না।

    আসলে হাইব্রিড ওয়ারফেয়ার হয়ত এভাবেই একটা দেশকে, জাতিকে ভেতর থেকে নষ্ট করে দেয়। যে নষ্ট করে সেও জানে না কি করছে, কেন করছে। যে নষ্ট হচ্ছে সেও বোঝে না, কে আসলে অপকর্ম করলো!

    পুলবামার ঘটনা কি একটা বিচ্ছিন্ন ঘটনা?

    ২৫০০ ট্রুপ্স নিয়ে প্যারা মিলিটারি জম্মু শ্রীনগর রাস্তায় ৭৮ খানা গাড়ির কনভয় নিয়ে কেন যাবে ? এই প্যরা মিলিটারি ফোর্স তৈরি হয়েছিল আর্মির আদলে, কিন্তু অপারেট করে হোম মিনিস্ট্রির আন্ডারে। ইন্ডিয়ান পুলিস সার্ভিসের তাবড় তাবড় অফিসারেরা এদের মাথায় বসে কম্যান্ড করেন। মিডল আর জুনিয়র লেভেলে সেন্ট্রাল পুলিশ সার্ভিসের অফিসার, তাদের তো না আর্মি'র মত স্পেশ্যাল ট্রেনিং আছে না আই পি এস দের মতো ক্ষমতা! এই প্যারা মিলিটারি ফোর্সকে বলা হয় আর্মির মতো কাজ করতে আর স্টেট পুলিশের ফেশিলিটি নিতে। এরা কি জাদুকর পি সি সরকার, নাকি ?

    কনভয় যাওয়ার আগে রোড ক্লিয়ারেন্স করে আর্মি! তাদের অবস্থা কি ? বরফে ঢাকা রাস্তা খুলেছে, ঠান্ডা কেমন সেটা বোঝাতে হবে না। আর্মির এক দল কাজ শুরু করে শ্রীনগরের দিক থেকে, অন্য দল জম্মুর দিক থেকে। রাত ৩ঃ৩০ ( হ্যাঁ, এই ঠান্ডার রাত সাড়ে তিনটে) থেকে ডিউটি শুরু। ২৬৬ কিমি রাস্তা। দুই দল এসে থামে বানিহালে। জম্মু থেকে প্রায় ১৬০ কিমি। এই রাস্তা স্যানিটাইজ করে কি করে? রাস্তার নীচে কোনো মাইন পোঁতা আছে কিনা, কোথাও রাস্তা বন্ধ আছে কিনা। এর বেশি আর কি এক্সপেক্ট করা যেতে পারে? রাস্তার ধারে কোনো গাড়িতে ৬০ কেজি আলু কিংবা বাদাম বস্তা আছে কিনা সেটা কে খুঁজে পাওয়া গোয়েন্দা সিনেমাতেই সম্ভব।

    কাশ্মীর সমস্যা কে অনেকেই ৪৭ সালের ধর্ম ভিত্তিক দেশ ভাগ আর মহারাজা হরি সিং এর ভারতে যোগদানের নাটক থেকে শুরু করছেন। আসলে তো কাশ্মীর সেদিনের সমস্যা না। এর শুরু আরো অনেক আগে থেকে। এ ব্যাপারে এখানে বেশি কিছু লিখছি না। কিন্তু আজকের যে সমস্যা সেটা কি কোনো ভাবেই হরি সিং আর জিন্নার সাথে কানেক্টেড? সমস্যা এখানেই। আমরা এখনো সেই spade কে spade বলতে শিখিনি, কেউটে কে গোসাপের কাজিন ব্রাদার বলতে শিখেছি। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, কাশ্মীর প্রবলেম কি কাশ্মীরীদের স্বাধীনতার প্রবলেম? নাকি গ্লোবাল টেররিজমের একটা পার্ট?

    আতঙ্কবাদ আজ সারা পৃথিবীর সমস্যা। আর এ সমস্যা বিগত কয়েক'শ বছর ধরে ইসলামিক ভুতের কাঁধে চেপেছে। একথা স্বীকার করতে আমাদের খুব কষ্ট হয়। এই ভূত শুধু যে ধর্ম নিরিপেক্ষ দেশ, দূর্বল দেশ, ধনী দেশকেই ক্ষতি করছে তা কিন্তু না। কিছু মুসলিম দেশ বাদে প্রায় সমস্ত ইসলামিক দেশ, ইওরোপ, আমেরিকা আর এশিয়ার দেশ গুলো সবাই ভুগছে। সব চেয়ে বড় উদাহরণ পাকিস্তান নিজে, সাথে আফগানিস্তান, কিছুটা হলেও বাংলাদেশ, সিরিয়া, ইরাক। কাকে বাদ দেবো?

    যাকগে, তাহলে এখন কি করা ? এই হচ্ছে প্রশ্ন !

    পলিটিকাল পার্টি'র মুখপাত্রদের বয়ানবাজী তে কিছু হবে ?
    ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিছু হবে ?
    আবার সার্জিক্যাল স্ট্রাইক করে কিছু হবে ?
    এই প্রশ্নগুলো'র উত্তর আমি কি দেব তা আপনাদের জানা।
    ছোট্টো করে কতগুলো ইচ্ছে জাহির করছি। ভালো লাগলে লাইক মারবেন না হলে অগ্নি শর্মা!

    ১, সিন্ধু নদীর জল ঠেকাও। এই জলেই টেরর ফান্ডিং হয়, ঘুর পথে।
    ২, পাকিস্তানে খাদ্য বস্তুর রপ্তানি বন্ধ করা যাক।
    ৩, নিউক্লিয়ার যুদ্ধে কেউ যাবে না। শর্ট টার্ম কনভেনশনাল গোলা গুলি চলতেই থাকবে। এক্টু বেশি করে চালিয়ে খেল।
    ৪,, ভোটের আগে আর পরে সার্জিকাল স্ট্রাইক না করে রেগুলার বেসিসে স্ট্রাইক করতে হবে। প্রত্যেক'টা আতঙ্কবাদী হামলা হলেই তার ৪ থেকে ৬ গুন বেশি ফায়ার করতে হবে, সঠিক টার্গেটে, যাতে তার পরের হামলার আগে টেরর অর্গানাইজেশন দু'বার ভাবে।

    কি ভাবে সেটা সম্ভব?
    ১, এয়ার ফোর্স কে পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে ঢুকে মেরে আসতে হবে। LOC কে LOC'র মতই ট্রিট করতে হবে। International Border এর মত না। আন্তর্জাতিক মহলে কেউ বেশি ট্যাঁফোঁ করতে পারবে না।

    ২, DRDO যে এত বছর ধরে কয়েক লক্ষ কোটি টাকা খরচ করে হেভী সাইজের সুন্দর নামের মিশাইল বানালো সে গুলো কি দেওয়ালী তে ফোটাবে বলে ? মুজাফফরাবাদ না হোক অন্তত লঞ্চ প্যাড গুলোকে তো উড়িয়ে দিক!
    পাক পাঞ্জাবের ভাওয়াল্পুর জয়েসে'র হেড কোয়ার্টার 'বর্ডার থেকে খুব একটা দূরে না।

    ৩, আমরা জানি কোথা দিয়ে টেররিস্ট ঢুকছে। জিওগ্রাফি কে সোজা করে নেওয়া যাক। কন্ট্রোল লাইন সোজা করতে কিছুটা দখল করলে বা ছেড়ে দিলে বাজারে খুব একটা হৈচৈ ফেলবে না।

    ৪, আর কিছু দান খয়রাত বালুচিস্তানে কি করা যায় না ?

    জানি ফেসবুকের কথা কেউ শুনবে না। তবুও বিশ্বাস আছে, কিছু তো একটা হবেই। কোনোটা হয় দেখা যাক।

    Bivas Roy Choudhury
  • dc | 232312.174.898912.86 | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:১৮382156
  • দুর এসব মিসাইল টিসাইলে কিস্যু হবে না। পিঠে করে কয়েকটা অ্যাটোম বোম নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসতে হবে।
  • সিকি | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩৫382157
  • উফফ, একে পেলে তো আর্মি লুপে নেবে! এই লেভেলের স্ট্র্যাটেজিস্ট! তা বিভাসবাবুকে ঐ জম্মু তাওয়াই এক্সপ্রেসের টাইমিংটা জানিয়ে দেবেন। দুকুরবেলায় ছাড়ে। আর রাতে হিমগিরি। এমন সুযোগ হেলায় হারাবেন্না।

    দিনক্ষণ ঠিক হলে জানাবেন, টিকিটের টাকাটা আমরা চাঁদা তুলে দিয়ে দেবো।
  • S | 458912.167.34.76 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪৬382158
  • আর্মি লুফে না নিলেও ফেকুর আইটি সেল নেবে। নাকি অলরেডি নিয়ে নিয়েছে?
  • Amit | 9003412.218.0178.214 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:০১382159
  • ব্যাস। এবার চাড্ডিপনার স্বরূপ ভালোভাবে বেরিয়ে পড়েছে । এতদিন এইসব প্লেন এর ব্যাপারে জ্ঞান গম্মির ভড়ং টা কেন দরকার ছিল কে জানে। তো কবে যাচ্ছেন ইনি বর্ডার এ লড়তে? নাকি যত বীরত্ব মায়াপাতায় ?
  • lcm | 900900.0.0189.158 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫৪382160
  • এসএম,
    টিবেট কিন্তু ঐতিহাসিকভাবে চায়্নার অংশ ছিল - চিনের Qing সাম্রাজ্যের মধ্যে প্রায় ২০০ বছর ছিল (১৭২০-১৯২০) - এই যে Qing সাম্রাজ্যের ম্যাপ


    গুরুচন্ডালিতেই এক ভদ্রলোক চিন নিয়ে এক দীর্ঘ লেখা লিখ্ছিলেন, যতদূর মনে পড়ছে তিনি টিবেট এবং তাইওয়ান-এর ব্যাপারটা কভার করেছিলেন।

    সুতরাং, আমেরিকা-ভিয়েতনাম যুদ্ধ আর, পিপ্‌ল্‌স্‌ রিপাবলিক অফ্‌ চায়না-র একটি অঙ্গরাজ্য তিব্বত --- এই দুটি সম্পূর্ণ আলাদা ব্যাপার।
  • amit | 340123.0.34.2 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১০:০৭382162
  • দেব বলে একজন লিখেছিলেন চীনকে নিয়ে লেখাটা। অসাধারণ ডিটেলস এ লেখা। কেও যদি পারেন, একটু তুলে দিলে ভালো হয় , কি করে খোঁজে জানিনা।
  • sm | 2345.110.786712.189 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৯382164
  • উপমহাদেশের দেশভাগ ও সীমান্ত রেখা মোটামুটি ভাবে ব্রিটিশরা ঠিক করে দিয়েছে। আন্তর্জাতিক ভাবে সেটাই মান্যতা পেয়েছে।কুইং সাম্রাজ্য তিব্বত দখল করে রেখেছিল আপ টু 2010 সাল।lcm। এর ম্যাপ দ্রষ্টব্য। এরপরে তিবেট স্বাধীনতা কামীরা চায়না আর্মি কে পর্যদুস্ত করে ও স্বাধীন ঘোষণা করে।
    1914 সালে ম্যাকমোহন সাহেব তিবেট বাউন্ডারী মেপে দেয়।
    যথারীতি চায়না তা স্বীকার করে । 1951 এর চম্ব যুদ্ধে চীন তিবেট দখল করে নেয় পুনর্বার।
    সেই থেকে দখলীকৃত আছে।
    প্রশ্ন হলো কুইং সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল,সে নিয়ে আজকের চীন দাবী জানাবে কি করে?
    তাহলে ভারত কি আবার বাংলাদেশ,শ্রীলঙ্কা,পাকিস্তান এসব নিজেদের দেশ বলে ক্লেম করবে?মঙ্গোলিয়া অর্ধেক পৃথিবী এমন কি ইউরোপ পর্যন্ত ক্লেম করতে পারে।
    ভিক্টরিয়ার অধীনে ভারত ছিল বলে ব্রিটিশরা ভারত পুনরায় ক্লেম করবে?
    দুটি সল্যুশন হতে পারে।
    এক তিবেট এ গণভোট নেওয়া।যেটা চায়না করতে দিচ্ছে না।
    দুই,ইউ এন এর সার্বিক মান্যতা।
    এক্ষেত্রে চায়না পার্মানেন্ট মেম্বার।ও ভে টো দেবার অধিকারী।
    পার্মানেন্ট মেম্বার দের অধিকাংশই এনএক্সি হিসাবে বিতর্কিত ল্যান্ড বা দেশ নিজেদের কব্জায় রেখেছে।
    যেমন ইউক্রেন কে রেখেছে রাশিয়া।
    মোদ্দা কথা,তিবেট একটি শক্তি শালী আর্মি,পারমাণবিক অস্ত্র সম্বলিত দেশ হলে চায়নার দাদা গিরি চলতো না।
  • T | 561212.112.4578.134 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৭382165
  • সিকি | 894512.168.0145.123 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫০382166
  • ক্ষিউটনেস ওভারলোডেড :)
  • sm | 7845.15.898912.235 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২৪382167
  • টিবেট জোর করে অধিগ্রহণের পক্ষে তাহলে যুক্তিটা ঠিক কি?
    মনে রাখা দরকার কয়েক লাখ লোক ,মূলত তিব্বত বাসী মারা গেছেন,এই কনফ্লিক্ট এ।
    দুই ১৯১২ -৫০ অবধি টিবেট স্বাধীন ছিল।
    তিন,ইউ আন ও কুইং ডাইন্যস্টির আগে টিবেট স্বাধীন ছিল ও মঙ্গোল রা গোটা চীন ই নিজেদের কব্জায় নিয়েছিল।
    তিব্বত চিরকাল ই মনে করে,তারা চায়নার ইন্ত্রীগাল পার্ট নয়।
    চায়না, একটি ধো তু দেশ হওয়া সত্বেও গণভোট নেয় নি।
    এটাকেই তো দখল করা বলে,নাকি?
    আজ তিবেট নিয়েছে, দুদিন পর বলবে ,অরুণাচল প্রদেশ ও আমাদের কুইং সাম্রাজ্যের অংশ।এবং কার্যত তাই ই দাবী।
  • lcm | 900900.0.0189.158 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৬382168
  • ১৯১২-১৯৫১ টিবেট ------

    When the Provisional Government of the Republic of China replaced the Qing dynasty as the government of China, and signed a treaty with the Qing government inheriting all territories of the previous dynasty into the new republic, giving Tibet the status of a "Protectorate" with high levels of autonomy as it was Protectorate under the dynasty.

    So, Tibet became a "Protectorate" under the People's Republic of China.

    ইতিহাস, ইতিহাস । পাতিহাঁস নয়, ইতিহাস।
  • lcm | 900900.0.0189.158 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৯382169
  • হা হা, আজ টিবেট নিয়ে নিয়েছে কাল চায়্না বালীগঞ্জ নিয়ে নেবে --- হো হো, মাইরি।
  • lcm | 900900.0.0189.158 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১০:০২382170
  • জোক্‌স্‌ অ্যাপার্ট ---
    টিবেটের গন্ডগোলটা ছিল মেইনলি চাইনিজ কম্যুনিস্ট পার্টির সঙ্গে মোনাস্ট্রি-র -- বৌদ্ধমঠ প্রতিষ্ঠান বনাম পার্টি। এটা ঠিক দেশে দেশে যুদ্ধ নয়।
  • sm | 2345.110.675612.231 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১০:১৮382171
  • আমি আমার যুক্তি দিয়েছি। আপনি চাইনিজ সরকারের যুক্তি পেশ করেছেন ।আপনি ব্যক্তিগত ভাবে কি মনে করেন তিবেট চায়নার অবিচ্ছেদ্য অংশ?
    তার মানে এই যে সিস্টেম্যাটিক জেনোসাইড ঘটিয়েছে,তাতে চায়নার দোষ কম,তিবেট এর লোকজনের দোষ বেশি?
    আমি আগের গোটা দুয়েক পোস্টে দিয়েছি 1912 -50 তিবেট নিজেকে স্বাধীন ঘোষণা করে।
    চায়না1950 এ তিবেট সেনা নামিয়ে দখল নয়।
    আমার কাছে এটা ঠিক কম্যুনিস্ট পার্টি ও মোনাসট্রির গন্ডগোল নয়।হলে এতো লাখ লোকের মৃত্যু হতো না।
  • lcm | 900900.0.0189.158 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৫382173
  • না না, আমি উইকিপেডিয়া থেকে দিয়েছি ইংলিশ টেক্সটা, চাইনিজ গভর্নমেন্টের সাইট থেকে না।

    আমি চায়্নার সরকারের ভক্ত নই, তাদেরকে ধোয়া তুলসীপাতাও বলি নি, কার দোষ তা নিয়েও কিছু বলি নি -- আমি বলেছি চায়না-টিবেট কনফ্লিক্ট দেশে দেশে যেমন যুদ্ধ যেমন হয় তেমন ব্যাপার নয়, যেমন হয়েছিল আমেরিকা-ভিয়েতনাম, বা, চায়্না-জাপান, বা, ইরাক-ইরাণ ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন