এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 9006712.229.0112.212 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩৮382230
  • উত্তরটা এই আগের পোস্টেই আছে
  • lcm | 9006712.229.0112.212 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪৪382231
  • আর এটা কিন্তু টিপিক্যাল বিজনেস স্ট্র্যাটেজি --- যেমন ধরুন যাদের বন্দুক-গুলি কেনাবেচার বিজনেস, সেই সব ব্যবসায়ীরা সব সময় চায় ক্রাইম রেট যেন না কমে -- কারণ ক্রাইম বাড়লে যারা ক্রাইম করছে তাদের মধ্যে মার্চেন্ডাইজ-এর বিক্রিবাটা তো বহাল রইল বা বাড়ল --- আর যাদের ওপর ক্রাইম হচ্ছে তারাও নিজেদের সুরক্ষার জন্য গুলি-বন্দুক কিনে মজুত করছে --- অর্থাৎ, দুদিকেই মার্কেট বাড়ছে।
  • সিকি | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৫৫382232
  • চীন আর পাকিস্তান খুবই হিংস্র দেশ, ভারত ডিফেন্স বাজেটে একটু ঢিলেঢালা দিলেই হালুম করে হামলা করবে। কাঁচা খেয়ে নেবে।

    ভারত কিন্তু খুবই নিরীহ দেশ।
  • Amit | 9003412.218.8945.72 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৫৭382233
  • আহা নিরীহ না । একটু খানি ইমমাচেওরিড মাত্র। ও বড়ো হলে ঠিক হয়ে যাবে ।
  • T | 238912.66.234512.253 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৩৮382234
  • যাব্বাঁ_, এই শুনলাম সিটু আন্দোলন করে আকাশ থেকে প্লেন নামিয়ে আনচে, আবার এখন বলচে ডানায় বার্ধক্যজনিত রোগ তাই নেমে আসছে। :)))

    এবাদে অমর চিত্রকথা মাফিক ইতিহাস খুবই মজাদার। সংরক্ষণ করুন ভাইলোগ।
  • sm | 2345.110.673412.218 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৫382235
  • তাহলে কি খাড়াইলো?
    শক্তিশালী দেশেরা পারমাণবিক অস্ত্রশস্ত্র নিস্ক্রিয় করে ফেলেছে?না ফেললে, কেন? A-Z ও একই প্রশ্ন করেছেন।
    lcm কে প্রশ্ন। একটু বিশদে উত্তর দিন প্লীজ।
    S, কে প্রশ্ন।আমার আগের পোস্ট গুলোতে লেখা আছে,ভারতের ডিফেন্স বাজেট কমানো উচিত।দোষ ভারত ও তাদের প্রতিবেশী রাষ্ট্র গুলির দু পক্ষের ই আছে।
    কিন্তু চীন কেন কয়েক হাজার বর্গ কিলো মিটার ঢুকে পড়েছে?কেন ম্যাক মোহন লাইন কে মান্যতা দিচ্ছে না?কেন সিমলা চুক্তি গ্রহণ যোগ্য বলে মনে করে না?
  • S | 458912.167.34.76 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১০:১২382236
  • "কিন্তু চীন কেন কয়েক হাজার বর্গ কিলো মিটার ঢুকে পড়েছে?"
    চীন ঠিক উল্টোটা ভাবছে।

    "কেন ম্যাক মোহন লাইন কে মান্যতা দিচ্ছে না?"
    কেন দেবে? আমি এসে আপনার আর আপনার প্রতিবেশীর মধ্যে জমি ভাগ করে দিয়ে গেলাম লাইন টেনে। আপনাকে ডাকলামও না। তাইলে আপনি রাজী থাকবেন?

    "কেন সিমলা চুক্তি গ্রহণ যোগ্য বলে মনে করে না?"
    কে মনে করেনা? সিমলা চুক্তিতে কি লেখা আছে?
    যুদ্ধে জিতে ঐরকম গাড়লের মতন টেক্সট কেউ লেখে? সবই ওপেন টু ইন্টারপ্রিটেশন করে রাখা আছে। তখনো আশা আজাদ কাশ্মীর নিয়ে নেবো। তারপরে ১৯৮৪ সালে সিয়াচেন হয়েছে। সিমলা চুক্তি ইন্ডিয়াও ভেঙ্গেছে।

    গাড়লামো না করে চীনের সাথে সুসম্পর্ক রাখলে আরেকটা গাড়ল পাকিস্তানও এতোদিনে ঠান্ডা হয়ে আসতো। তা না। বুক বাজিয়ে সবার সাথে ঝগড়া করে বসে। এরকম করলে দুদিন পরে রাশিয়াও হাতছাড়া হবে।
  • S | 458912.167.34.76 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১০:১৪382237
  • আর কবে আম্রিগা কোলে তুলে একটু আদর করবে, সেই আশায় বসে থাকলে এই অবস্থাই হয়। এবারে বোঝো।
  • lcm | 900900.0.0189.158 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৮382238
  • কোন দেশের কত নিউক এখনও আছে তার তালিকা (অনুমানিক) দেখলে https://en.m.wikipedia.org/wiki/List_of_states_with_nuclear_weapons
    দেশ - মোট / মোতায়েন করা হয়েছে
    ইউএসএ - ৬৪৫০ / ১৭৫০
    রাশিয়া - ৬৮৫০ / ১৬০০
    ফ্রান্স - ৩০০ / ২৮০
    চায়্না - ২৮০ /
    ইউকে - ২১৫ / ১২০
    একটু খেয়াল করলে দেখা যাবে এসব তৈরি শুরু হয়েছে প্রায় ৫০-৭০ বছর আগে।

    তো প্রশ্ন হল, এদ্দিনের পুরোনো মাল - এগুলো এখনও রেখে দিয়েছে কেন, নষ্ট করে দিচ্ছে না কেন? যে দেশ গম বেশি উৎপাদন হলে জাহাজে করে সমুদ্রে ফেলে দিয়ে আসে তারা এসব নিউক রেখে দিয়েছে কেন?

    - এগুলোর এখনও বাজারে দাম আছে, খদ্দেরও আছে, এক গ্রাম ইউরেনিয়ামের বাজার দর এখন প্রায় ৪০০০ ডলার
    - এগুলি বানাতে অনেক খরচা হয়েছে এক সময়, অনেক টাকার ইনভেস্টমেন্ট হয়েছে
    - এগুলি সমুদ্রে গম ফেলে দেওয়ার মতন জাহাজে করে নিয়ে ফেলে দেওয়া যায় না... ঠিকভাবে ডিস`আর্ম করার একটা খরচ আছে (...estimated costs that cover the destruction of equipment and facilities alongwith other costs would amount to between US$ 410 million-1.8 billion (1990 prices) in total...)
    - এবং, একটি কারণ হল সবকটি দেশ সহমত হয়ে না করলে লজিস্টিক্যালি সম্ভব নয়
  • sm | 2345.110.675612.104 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩৫382240
  • এই যুক্তিতেই আমার আপত্তি।1914 সালে ব্রিটিশ সরকার ও তিবেটিয়ান রিপ্রেজেন্টেটিভ কে নিয়ে চুক্তি অনুযায়ী নর্থ ইস্ট ইন্ডিয়ার বর্ডার ঠিক করা হয়।
    এখন তিবেত চীনের অন্তর্গত।
    চীন মনে করে তিবেত এর ওই চুক্তি করার কোন গ্রহণ যোগ্যতাই নেই।
    এবার চিন কি করতে পারতো?ইস্যু টি আন্তর্জাতিক স্তরে সমাধানের চেষ্টা করতে পারতো।
    কিন্তু বাস্তবে কয়েক হাজার কিমি অঞ্চল দখল করে রেখেছে। কেন? চীন ধো তু?
  • sm | 2345.110.675612.104 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০১382241
  • জবাব দেবার জন্য ধন্যবাদ lcm।আপনি নিজেই আপনার পোস্ট পড়ে ভাবুন,আপনার পোস্ট কি এই কয়েকবার পৃথিবী ধ্বংস করার মত অস্ত্র মজুত করার সাফাই দিচ্ছে?
    সহমত ও সবাই হতে পারছে না।
    কেন?এটাই বড় প্রশ্ন।
  • S | 458912.167.34.76 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৩382242
  • এইবারে ইন্ডিয়ারও একটু "ম্যাচিওরিটি" দেখানোর সময় এসেছে। চীনের সাথে দুসপ্তাহের বর্ডার কনফ্লিক্টও (ফুল ফ্লেজড যুদ্ধ বাদই দিলাম) ইন্ডিয়া সহ্য করে উঠতে পারবেনা।

    চীন ধোতু নয়। আমি সিওর ওদেশেও অনেক লোক আছে যারা রোজ ইন্ডিয়ার সাথে যুদ্ধু করবো ভেবে গা গরম করে চান করতে যায়। কিন্তু তাই দিয়ে ফরেন পলিসি ঠিক হয়্না।
  • S | 458912.167.34.76 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৫382243
  • আরো কারণ আছে, লসাগুদা। এইযে নিউক্লিয়ার মিসাইল সাইলো রেখেছে আমাদের রাজ্যে এবং পাশের দুই রাজ্যে। এর জন্য ওয়াসিংটন থেকে ডলার আসে প্রতি বছর এই রাজ্যগুলোতে। এসবই ডোমেস্টিক পলিটিক্সের পস্চারিং।
  • lcm | 900900.0.0189.158 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১০382244
  • তাহলে কি বোঝা গেল - যে, ভারতের ৫০ বিলিয়ন ডলার ডিফেন্স বাজেট যথেষ্ট নয়, আরও বাড়ানো উচিত - কারণ ইউএস আর রাশিয়া ওদের নিউক্লিয়ার উইপেন সব ডিস`আর্ম করে নি এখনও।
    ঐ সব দেশ যদি কখনও সেরকম কিছু হয়, তখন না হয় এসব নিয়ে কথা বলা যাবে - তদ্দিন খরচাপাতি চলুক। কারণ বলা যায় না কখন কি হয়, প্লাস, ট্যাক্সোর টাকা আর কীভাবেই খরচা করা যায়, টাকা তো ফেলে রাখা যায় না।
    তাই তো?
  • sm | 2345.110.675612.104 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪৩382245
  • না,তা নয়।ভারত কে নিজের স্বার্থে ডিফেন্স শক্তিশালী রাখতে হবে।
    মরডানাইজ করতে হবে।
    কিন্তু ডিফেন্স বাজেট এর ইউজ যথাযত করতে হবে। চুরিচামারি,দালালি কমাতে হবে।
    আপাতত এটুকুই।
  • lcm | 900900.0.0189.158 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১০382246
  • অ, যাক - তাহলে ইউএস-রাশিয়ারা পরমাণু অস্ত্র ধ্বংস করে দেওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
    'নিজের স্বার্থে' , অর্থাৎ কিনা দেশের স্বার্থে, দশের মঙ্গলের জন্য ট্যাক্সোর টাকা দিয়ে যুদ্ধবিমান কিনে যেতেই হবে, যেতেই হবে।
    হে মঙ্গলময় ! হে গুরু !
  • sm | 2345.110.675612.104 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৩382247
  • দেখুন,আপনি আগের পোস্টে যে হাজার হাজার পারমাণবিক অস্ত্র রাখার স্বপক্ষে যুক্তি দিয়েছেন সেটা যুক্তি যুক্ত কিনা?
  • S | 458912.167.34.76 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৯382248
  • প্রশ্নটা কি?
  • sm | 2345.110.675612.104 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩২382249
  • চীন এক সুবোধ বালক...
    আগের পোস্টেই প্রশ্নটি রাখা হয়েছে।
  • lcm | 900900.0.0189.158 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩৪382251
  • অ, আমি পারমানবিক অস্ত্র রাখার পক্ষে যুক্তি দিয়েছি ! মানে, এই ২০১৯ সালে ইউএস-রাশিয়া-ইন্ডিয়া-চায়না এদের আরও আরও পারমানবিক অস্ত্র বানানো উচিত - যুক্তি দিয়ে আমি এরকম বুঝিয়েছি -- এসব কি বাংলায় লিখলাম তো - নাকি? অবশ্য বাংলা লেখার জন্যেই তো এই সাইটে আসি।
    নাহ্‌, বাংলাটা একটু ভাল করে শিখতে হবে, নিজের স্বার্থেই শিখতে হবে।
  • amit | 9003412.218.8945.72 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩৯382252
  • যাকগে, কাঠালপাতা ছেড়ে মূল লেখা টায় ২নড পর্বে ফিরি একটু। যদিও ওনাকে কোনো কিছুর উত্তর দিতে দেখা গেলো না এখনো পর্যন্ত, কে জানে উনি হয়তো মন কি বাত এ বিশ্বাস করেন শুধু। ওনার বদলে আর একজন চার পায়ে নাপিয়ে বেড়াচ্ছেন।

    বলা হচ্ছে এয়ার ফোর্সের ৪২ টা স্কোয়াড্রন দরকার। আবার তার পরের লাইনেই বলা হচ্ছে পাকিস্তান আর চীনের সাথে একসাথে লড়তে গেলে ৪২ টাও যথেষ্ট নয়। দুটো যুদ্ধ এক সাথে করার আদৌ ক্ষমতা আছে কিনা , সেই কথা ছেড়েই দিচ্ছি, ধরে নিলাম ওটা রসিকতা ছিল। তাহলে ৪২ দরকার এই বেসিস টা কিসের থিওরিতে পৌঁছনো গেলো -?

    যদি যথেষ্ট নাই হয়, তাহলে ৪২ টা কোন কাজে আসবে ? যুদ্ধ ২ দিনে হারা আর দু মাসে হারার মধ্যে কি এসে গেলো ? তার থেকে তো শান্তি আলোচনা ভালো।

    আর যদি শুধু পাকিস্তান এর ২০ টা স্কোয়াড্রন এর বিরুদ্ধে লড়তে গেলে আমাদের ৪২ টা স্কোয়াড্রন লাগে, তাহলে তো আমাদের এয়ার ফোর্স একেবারে অপদার্থ। ২:১ ratio তে লড়তে পারেনা। আমি অবশ্য ধরে নিচ্ছি চীনের এগেইনস্ট এ ৪২ টা নিয়েও হবে না, তবে কে জানে ৫৬" হয়তো অনেক কিছু পারে। ফটোশপ করে ৪২ কে ১৪২ বানাতে কতক্ষন ?

    এতো যদ্ধের দামামা শুনে শুনে একটা পুরোনো জোক মনে পরে গেলো।

    ১৯৪৭ অগাস্ট এর এর পরে নেহেরু সব মন্ত্রীকে নিয়ে মিটিং এ বসেছেন, দেশের একেবারে হাড়ির হাল, সরকারি রসদ ফাঁকা, কি দিয়ে দিন চলবে কোনো হিসেব নেই। নেহেরু সব মন্ত্রীকে জিজ্ঞেস করছেন কেও কোনো পরামর্শ দিতে পারে কি না কি ভাবে সরকারি ভাড়ার ভরানো যায়। একজন উপদেশ দিলেন (প্যাটেল কিনা কে জানে) - "আসুন আমরা আমেরিকার এগেইনস্ট এ যুদ্ধ ঘোষণা করি।"

    নেহেরু আঁতকে উঠলেন। "কেন, আমেরিকার এগেইনস্ট এ কেন ? ওদের তো এটম বোম্ব আছে। আমাদের তো শামি কাবাব করে দেবে ওরা চাইলে । "

    তো সেই মন্ত্রী বললেন, " অরে যুদ্ধ চালাতে কে বলেছে ? আমরা যুদ্ধ ঘোষণা করবো শুধু, যেই আমেরিকা জাহাজ পাঠাবে, তখনি আমরা আত্ম সমর্পন করবো। কোনো গুলি গোলা চালাবো না। আমরা যেই আত্ম সমর্পন করবো, তখন আমেরিকা খুশি হয়ে জাপানের মতো আমাদের কেও বিলিয়ন বিলিয়ন ডলার এর এইড দেবে, তখন আর পয়সার অভাব থাকবে না। ওরাই সব কাজ সেরে দেবে"।

    নেহেরু খানিক্ষন ভাবলেন মাথা নিচু করে। তারপর পকেট থেকে গোলাপ ফুল বের করে শুকে বললেন " তোমার আইডিয়া টা তো বেশ ভালো হে। বুদ্ধি আছে তোমার। প্ল্যান টা খেটে যেতেও পারে । কিন্তু একটা সমস্যা আছে। ধরো, বাই চান্স আমরা যদি জিতে যাই -? তখন -???"
  • sm | 2345.110.675612.104 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫২382253
  • Icm, আপনি নিজের ব্যক্তিগত যুক্তি বা মতামত দেন নি।
    আপনি আগের পোস্টে একটি লিস্টি দিয়েছেন ও শক্তিশালী দেশ গুলি কেন নিরস্ত্রীকরণে সামিল হচ্চে না, তার স্বপক্ষে যুক্তি বা রিজন দিয়েছেন।
    ওটা আপনার মূল লিস্টির ট্যাগ হিসাবে দিয়েছেন।
    আপনার ব্যক্তিগত মতামত কেউ ই বলে নি।এটা ক্লিয়ার করলাম।
  • lcm | 900900.0.0189.158 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫৬382254
  • কিন্তু, সে তো কেন পুরোনো অস্ত্র ফেলে দিচ্ছে না (ডিস`আর্ম করছে না) - সেই গপ্পো। কিন্তু আপনি তো বললেন যে সেটা কারণ নয়, 'নিজের স্বার্থে' ভারতকে ডিফেন্স বাজেট বজায় রাখতে হবে।
  • sm | 2345.110.675612.104 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৫382255
  • আমি তো আমার যুক্তি তে ঠিক আছি।ভারত তার প্রতিবেশী দেশ গুলোর কার্য কলাপ সম্পর্কে নি সন্দেহ না হওয়া পর্যন্ত ,নিজের স্বার্থে ডিফেন্স কে শক্তিশালী ও মরডানাইজ রাখার চেষ্টা করবে।
    রাখাই উচিত বলে মনে করি।
  • lcm | 900900.0.0189.158 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৬382256
  • ও, আচ্ছা তাহলে ইউএস-রাশিয়া এরা কি ভারতের প্রতিবেশি দেশ?
  • sm | 2345.110.675612.104 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০২382257
  • এটা কি রকম যুক্তি হলো। আম্রিকা,রাশিয়া ও তো প্রতিবেশী দেশ নয়।
  • lcm | 900900.0.0189.158 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:১৬382258
  • তাহলে আপনার যুক্তি (এই আগের আগের পোস্টে) যে প্রতিবেশী দেশের কার্যকলাপ .... --- ওটি তাহলে ঠিক নয়। তাই তো?
  • sm | 2345.110.675612.104 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৫৩382259
  • না,আংশিক ঠিক।ভারতের প্রতিবেশী দুটি দেশ পারমাণবিক অস্ত্রে সজ্জিত।
    যদি আম্রিকা ও রাশিয়া কয়েক হাজার কিমি দূরত্বে থেকেও পরস্পর কে এতো সমীহ করে বিপুল অস্ত্র ভান্ডার জমা করতে পারে;তাহলে ভারত /চীন তো পাশা পাশি দেশ!
  • lcm | 900900.0.0189.158 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৫৮382260
  • ওহো, তাই তো! তার মানে ভারত-পাকিস্তান-চীন --- এদের তো ইউএসএ বা রাশিয়া-র থেকেও বেশি ডিফেন্স বাজেট করা উচিত। ওরা পরস্পরের থেকে এত দূরের দেশ হয়েও যদি পরস্পরের ভয়ে এত টাকা খরচা করে যুদ্ধাস্ত্র বানায়, তাহলে তো একদম গায়ে গায়ে দেশ হয়ে ভারত-পাকিস্তান-চীনের তো আরও বিলিয়ন বিলিয়ন খরচা করা উচিত।
    ইয়ে বহুত না ইনসাফি হ্যায়।
  • sm | 2345.110.783412.25 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ২০:১৪382262
  • খরচা করার ক্ষমতা যা যেরকম সে সেরকম করবে।চীনের ক্ষমতা বেশী তাই চীনের ডিফেন্স বাজেট বেশী হতেই পারে।
    এতে আশ্চর্য্যের কি আছে?
    এমন তো নয়,চীন ডিফেন্স বাজেট একেবারে কমিয়ে দিয়ে, ভারতের সুবুদ্ধির ওপর ভরসা রেখে, ধূপ ধুনো দিচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন