এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 132.177.192.162 | ২৯ মার্চ ২০১৩ ১৩:৫৭387474
  • হ্যাঁ, এক্সট্রা লাইন টেনে হবে, আর পাতি জ্যামিতি দিয়েই হবে। দেখছি।
  • নেতাই | 132.177.72.197 | ২৯ মার্চ ২০১৩ ১৪:০৫387475
  • ৩০ ডিগ্রী
    করে ফেলেছি?
  • নেতাই | 132.177.72.197 | ২৯ মার্চ ২০১৩ ১৪:০৭387476
  • না গোলমাল আছে
  • siki | 132.177.192.162 | ২৯ মার্চ ২০১৩ ১৪:১৩387477
  • নাহ, হচ্ছে না। লাইন টেনেও খেই পাচ্ছি না।
  • siki | 132.177.192.162 | ২৯ মার্চ ২০১৩ ১৪:১৭387478
  • x লেস দ্যান সিক্সটি ডিগ্রি। এই পর্যন্ত আমিও পাচ্ছি এলিমেন্টারি জ্যামিতি দিয়ে।
  • নেতাই | 132.177.72.197 | ২৯ মার্চ ২০১৩ ১৪:২৬387479
  • এইখানে দেখতে ৩০ ডিগ্রী আছে।
  • siki | 132.177.192.162 | ২৯ মার্চ ২০১৩ ১৪:২৯387480
  • দেখতে দিয়ে তো হবে না। তোর ছবি অনুযায়ী x আর y মিলিয়ে ষাট ডিগ্রি আমি বের করে ফেলেছি অনেকক্ষণ আগেই। সেই হিসেবে x হবে ষাটের থেকে কম।

    কিন্তু কত?
  • নেতাই | 132.177.72.197 | ২৯ মার্চ ২০১৩ ১৪:৩০387481
  • এখানে BC ar DH ar EG সমান্তরাল
    DG ar EH সমান্তরাল এরকম করে রম্বস বানিয়েছিলাম।
    এখন ছবি দেখে মনে হছে প্রতিটা বাহু সমান। এতোয়েব x ৩০।
  • চান্দু মিঁঞা | 127.193.37.186 | ২৯ মার্চ ২০১৩ ১৪:৩৩387482
  • নেতাইবাবু না এলে ধাঁধার টই জমেনা। তবে এ অধমের পরামর্শ রুল অফ সাইনটাকেই ত্রিকোণমিতি ছাড়া প্রমাণ করে নিলেই হয়। অর্থাৎ কিনা দুটো ত্রিভুজের কোণ গুলো সমান হলে তাদের সাইডগুলো আনুপাতিক হবে। সেতো আর তত শক্ত নয় তার পরে সেটা লাগালেই চলে।
  • siki | 132.177.192.162 | ২৯ মার্চ ২০১৩ ১৪:৩৪387484
  • রম্বস না হয়ে যদি সামান্তরিক হয়? রম্বস যে সেটা কী করে প্রমাণ হচ্ছে?

    আমিও মোটামুটি ঐ রাস্তাতেই হেঁটেছি।
  • siki | 132.177.192.162 | ২৯ মার্চ ২০১৩ ১৪:৩৫387485
  • রুল অফ সাইন জাস্ট মনে নেই। একটু লিখে দেওয়া যাবে? একেবারে মনে নেই কিচ্ছু।
  • চান্দু মিঁঞা | 127.193.37.186 | ২৯ মার্চ ২০১৩ ১৪:৪১387486
  • ত্রিভুজের তিনটে কোন A,B,C এবং তাদের বিপরীত দিকের দৈর্ঘ্য যথাক্রমে a,b,c হলে a/sinA=b/sinB=c/sinc হবে।
  • Treebeard | 131.241.218.132 | ২৯ মার্চ ২০১৩ ১৪:৪৩387487
  • ৩০ ডিগ্রী।

    কেং কোয়ে এখন বলবো না, তবে দুইখান লাইন টানতে হবে।
  • sosen | 125.241.3.253 | ২৯ মার্চ ২০১৩ ১৪:৪৪387488
  • কিন্তু একক বলছে রুল ইউজ করা যাবে না।
  • sosen | 125.241.3.253 | ২৯ মার্চ ২০১৩ ১৪:৪৬387489
  • ৩০ তো অনেকক্ষণ বেরিয়ে গেছে, আমিও নেতাই এর মতই করেছি, কিন্তু রম্বস ই যে ওটা সেটা কি করে স্থির হবে?
  • Treebeard | 131.241.218.132 | ২৯ মার্চ ২০১৩ ১৪:৫১387490
  • রম্বস দরকার নেই। A থেকে CB-র ওপর একটা লাইন টানো যাতে সেটা AB-র সমান হয়। আর D থেকে সেই পয়েন্ট অবধি একটা লাইন টানো।

    এবার অ্যাঙ্গলের হিসেব করো।

    একটা হিন্টঃ একটা ইকুইল্যাটের‌্যাল ট্রায়াঙ্গল আসবে কোথাও একটা।
  • Ekak | 125.118.169.154 | ২৯ মার্চ ২০১৩ ১৪:৫৩387491
  • হ্যা ৩০ , এক্স্তেন্ষণ ড্র করেই হবে । রুল অব সাইন লাগবেনা ।
  • Ekak | 125.118.169.154 | ২৯ মার্চ ২০১৩ ১৪:৫৫387492
  • হ্যা , ইকুইল্যাতেরাল আসবে :)
  • সৈকত রায় মহাশয় | 203.234.247.50 | ২৯ মার্চ ২০১৩ ১৫:০৩387493
  • @Treebeard: hint এর জন্য ধন্যবাদ। করে ফেলেছি। ৩০ ডিগ্রীই আসছে।
  • siki | 132.177.239.235 | ২৯ মার্চ ২০১৩ ১৬:২১387495
  • নাহ। তাতেও হল না। একটা কেন, একাধিক সমদ্বিবাহু ত্রিভুজ আসছে। কিন্তু EDG কোণের মান না পেলে তো এগোতেই পারছি না। ওটা কীভাবে আসছে?

    http://postimg.org/image/cq9kdytjj/ , অরিজিতের ফর্মুলা ধরে।
  • siki | 132.177.239.235 | ২৯ মার্চ ২০১৩ ১৬:২৩387496
  • সৈকত রায় মহাশয় | 203.234.247.50 | ২৯ মার্চ ২০১৩ ১৬:৪২387497
  • সি্কি র ছবি থেকে -

    AG = EG আবার্ triangle ADG সমবাহু।

    ফলতঃ GD=GE,আর <GDE = <GED

    এবারে <GDE + <GED = <DGB=140
    তাহলে হল <GED=70.

    ( < গুলো কোণ চিহ্ন ধরতে হবে )
  • siki | 132.177.254.141 | ২৯ মার্চ ২০১৩ ১৭:৫১387498
  • ছবিটা আঁকার দোষে ঐ সমবাহু ত্রিভুজটা অ্যাকেবারে খেয়াল করি নি। বাকিটা বুঝে গেছি, এবারে সমস্যা হয়েছে আরও আগে। AGD যে কীভাবে ৬০ ডিগ্রি বের করলাম এখন আর সেটা মনেই করতে পারছি না। কিংবা BDG যে ১০ ডিগ্রি সেটাই বা কী করে বের করলাম?

    ঘেঁটে গেছি।
  • নেতাই | 132.177.72.197 | ২৯ মার্চ ২০১৩ ১৭:৫৬387499
  • ঃ))
  • সৈকত রায় মহাশয় | 203.234.247.50 | ২৯ মার্চ ২০১৩ ১৮:০৭387500
  • সিকি,

    ১। নানাবিধ সমদ্বিবাহু ট্র্যাঙ্গেল কন্সিডার করে দেখুন। AB AD আর AG সমান। অ্যাঙ্গেল গুলো দেখতে হবে।

    ২। কোনো সমদ্বিবাহু ট্র্যাঙ্গেল এর একটা কোন ৬০ ডিগ্রী হলেই সে ব্যাটা সমবাহু।
  • siki | 132.177.254.141 | ২৯ মার্চ ২০১৩ ১৯:২৪387501
  • ভেরি সরি। দেখার আগেই অবশ্য নিজে জিজে মনে পড়ে গেছে।

    তবে অরিজিতের ক্লু টা না পেলে হত না। অজ্জিত কি নিজে নিজে ক্লু টা বের কল্লে? ক্ষী সাংঘাতিক!
  • T | 24.139.128.15 | ২৯ মার্চ ২০১৩ ১৯:৪০387502
  • সিকির জন্য,
    ধরা যাক E থেকে AB সমান্তরাল সরলরেখা টানা হল, যা AC কে F বিন্দুতে ছেদ করে। আরও ধরা যাক, F থেকে B তে সরলরেখা টানা হল যা AE কে G বিন্দুতে ছেদ করছে। D এবং G যোগ করা হল। এখন যেহেতু <ABD = <ADB = 50, সুতরাং AD = AB. এরপর খুব সহজেই দেখানো যায় AG=BG. ফলে <GAB = <GBA = 60. তারমানে <AGB = 60. অর্থাৎ AGB সমবাহু ত্রিভুজ। এখন, AB = AG. আবার AD = AB, তারমানে AD = AG. অর্থাৎ, <ADG = AGD = 80. (ADG ত্রিভুজ থেকে)। এবার, <DGF = 180 - <AGB - <AGD = 40. আবার, খুব সহজেই দেখানো যাবে, <AFB = <AEB = 40. তারমানে, DG = DF. এবার DFE এবং DGE এই দুই ত্রিভুজের মধ্যে DF = DG, EF = EG, DE সাধারণ বাহু। ফলে DFE এবং DGE ত্রিভুজদুটো সদৃশকোণী। তারমানে, <DEF = <DEG = 60/2 = 30.
  • T | 24.139.128.15 | ২৯ মার্চ ২০১৩ ২০:১০387503
  • করালীস্যার হেসে বললেন, " বুঝলে সবাই! জুতোর দোকানের কর্মচারী। তা আমার বেশ ভালোই লাগছিল। দোকানের মালিকটি ভালমানুষ গোছের, হিসেব টিসেব বোঝে না। লাভ ক্ষতি বা লেনদেনে হিসেবের গোলমাল বুঝলেই আমাকে ডেকে জিজ্ঞেস করে, আচ্ছা করালীবাবু, হিসেবটা কী হবে বলে দিন তো! যাই হোক, কাজটা আমার বেশ ভালোই লাগছিল। খদ্দের এলে জুতো বের করছি, পরাচ্ছি, পছন্দ হল বা ফিট করল কিনা দেখছি, মাঝে মাঝে মুখে মুখে অংক কষে মালিককে হিসেব বুঝিয়ে দিচ্ছি। বেশ লাগছে। এমন সময় এক খদ্দের এলেন। একজোড়া জুতো তাঁর পছন্দ হয়ে গেল। দরদস্তুর করে কুড়ি টাকায় রফা হল। তিনি মালিককে একশো টাকার নোট দিলেন। মালিকের ক্যাশ বাক্সে তখন অত টাকা ছিল না, আমাকে নোটটা দিয়ে বললেন, করালীবাবু, পাশের দোকান থেকে টাকাটা ভাঙিয়ে আনুন তো।... লিটল ফ্রেন্ডস, তোমরা খুব মন দিয়ে ট্রানজ্যাকশনগুলো লক্ষ্য করো।...হ্যাঁ, তারপর তো আমি পাশের দোকানে গিয়ে একশো টাকার নোট ভাঙিয়ে এনে মালিককে দিলাম। মালিক কুড়ি টাকা রেখে খদ্দেরকে আশি টাকা ফেরত দিলেন। খদ্দের জুতোর বাক্স বগলে নিয়ে চলে গেলেন। কিন্তু একটু বাদেই পাশের দোকানের মালিক এসে নোটটা আমার মালিককে ফেরত দিয়ে বললেন, মশাই, এ নোটটা জাল, এটা বদলে দিন। মালিক নোটটা ভাল করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, তাই তো বড্ড ঠকিয়ে গেল দেখছি ! এই বলে মালিক ক্যাশ বাক্স থেকে কুড়িয়ে বাড়িয়ে একশো টাকা নিয়ে দিয়ে দিলেন। পাশের দোকানের লোকটা চলে গেল। তারপর মালিক অনেকখন অংক কষে বের করবার চেষ্টা করলেন তাঁর কত ক্ষতি হল। কিন্তু লোকটা ভারি বোকাসোকা ভালমানুষ গোছের, তাই কিছুতেই হিসেব মেলে না। একবার উহুহু করে উঠে বলেন, ও বাবা আমার দুশোটাকা লস হয়েছে। আমি জিগ্যেস করলাম, কি করে? তিনি বললেন, খদ্দেরকে আশি টাকা দিলেম, দোকানদারকে একশো টাকা, আর একজোড়া জুতো-দুশো দাঁড়াচ্ছে। আবার বললেন, না না, মোটে আশি টাকা গচ্চা গেছে দেখছি...ঐ যাঃ হিসেবের ভুল, একশো টাকা আর কুড়ি টাকার জুতো, মোট একশো কুড়ি টাকা গেল। আবার বলেন, না না একজোড়া জুতো ছাড়া আর তো আমার কিছুই যায়নি...না না আবার সেই ভুল! দোকানদারকে যে একশো টাকা দিলুম।...যাই হোক, শেষ পর্যন্ত তিনি আমার দিকে করুণ চোখে চেয়ে বললেন, করালীবাবু আমার কত দণ্ড গেল তা একটু হিসেব করে বলে দেবেন ?...মাই ফ্রেন্ডস, আজকের প্রথম অঙ্ক এটাই। ভেরি সিম্পল অ্যারিথমেটিক, বলতে গে ক্লাস টুর অঙ্ক।জলবৎ তরল। তিনি মিনিট সময় দিচ্ছি, কষে ফেল।"
  • দ্বিতীয় অঙ্ক? | 125.241.22.138 | ২৯ মার্চ ২০১৩ ২০:১৫387504
  • একশ আশি।
  • ? | 78.48.231.217 | ২৯ মার্চ ২০১৩ ২০:২৫387506
  • নাকি ১০০ ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন