এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঘোষ এয়ন্দ কোম্পানী ঋইউপর্ন ঘোষ

    kanti
    অন্যান্য | ০৭ ডিসেম্বর ২০০৮ | ১১৫৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kanti | 125.20.11.34 | ০৭ ডিসেম্বর ২০০৮ ২২:৩৭404170
  • ঋতুপর্ন ঘোষের ঘোষ এন্ড কোম্পানী ষ্টার জলসায় আপনারাকেউ কেউ নিশ্চয় দেখেন।সেখানে মীরকে ডেকে চূড়ান্ত অপমান কর ভাবে বোকা গোঁয়ারের ম্‌ত কথা বোলে ঋতুপর্ন মীরকে অপদস্ত করার চেষ্টা করেন।ব্যাপারটাআমার অসম্ভব নিন্দনিয় মনে হোয়েছে।ঋতুপর্ন সম্পর্কে সব ধারনা গুলিয়ে দিয়েছে।আপনারা এ বিষয়ে মতামত দিন। আজ রবিবারের টেলিগ্রাফে এ বিষয়ে উল্লেখ কোরে একটি লেখা বেরিয়েছে। সেখানে বলা হয়েছে যে এ বিষয়ে মীর কোথাও একটি খোলা চিঠি লিখেছেন। কোথায় কেউ বলতে পারেন?
  • I | 59.93.206.20 | ০৭ ডিসেম্বর ২০০৮ ২২:৩৯404281
  • টাইমসে।
  • MM | 24.70.95.205 | ০৭ ডিসেম্বর ২০০৮ ২৩:৪৫404357
  • link টা কি পাওয়া যাবে?
  • siki | 122.162.83.221 | ০৮ ডিসেম্বর ২০০৮ ০৯:৫৪404368
  • আর যাঁরা স্টার জলসা দ্যাখেন নি, বা দেখতে পান না?
  • kanti | 125.20.11.34 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১১:১৫404379
  • কোন টাইমস-এ , কবে,তাড়াতাড়ি জানান,প্লিজ ।
  • shyamal | 24.119.209.40 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৩:০৬404401
  • আমি ঋতুপর্ণর এই ইন্টারভিউ দেখিনি তাই বিচার করা সম্ভব নয়। কিন্তু ইউ টিউবে মীরের কমেডি দেখার দুর্ভাগ্য হয়েছিল।
    ভারতে কমেডি, বিশেষত: প: বঙ্গে অতি নীচু মানের। মীরের কমেডিকে ভাঁড়ামো বললে ভাঁড়েদের অপমান করা হবে। কমেডিতে আমেরিকা, ব্রিটেন বহু যুগ এগিয়ে। দেখুন সাইনফেল্ড, জন ক্লীস, জন রিটার, সুজান সমার্স।

    আমার ভানুর কমেডিও বোকা বোকা লাগে। একজনের কমেডি ভাল লাগত - বিরূপাক্ষ (বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র)। মাসে একটা রবিবার দুপুরে রেডিওতে নাটক হতনা। তার বদলে হত বিরূপাক্ষের সংবাদভাষ্য।
  • siki | 219.64.11.35 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৩:২৮404412
  • রাজু শ্রীবাস্তব আর হিন্দি চ্যানেলের লাফটার চ্যালেঞ্জ শো দেখলে মীরকেও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মনে হবে।
  • Partho | 202.177.144.18 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৪:৩১404423
  • ঋতুর মতে
    ১) mimicry কখনই উচ্চ পর্যায়ের art form হিসেবে গন্য হয় না। mimicry করে তাই একটা নির্দিষ্ট গন্ডি ছাড়িয়ে উপরে ওঠা সম্ভব নয়।
    ২) উদ্ভাবনি ক্ষমতার সীমাবদ্ধতার জন্যই মীর সবসময়েই mimicryর আশ্রয় নেয়।
    ৩)ঋতুকে ভেঙানর কারনে ঋতুর মত মেয়েলি পুরুষরা আঘাত পায় - এই minority community (যার মধ্যে ঋতুও পড়ে) র মানুষদের মনে তীব্র আঘাত দিয়ে আনন্দ বেচা সমর্থন যোগ্য নয়।

    Siki কে
    First Indian Laughter Challenge Show তে মীর শুধু মাত্র mimicryর উপরে ভর্সা করেছিলো তাই প্রথম পাঁচ এর মধ্যে আসতে পারেনি। ঐ show তে সুনীল পাল প্রথম হয়, রাজু শ্রীবাস্তব দ্বিতীয় হয়।
  • kanti | 125.20.11.34 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৫:১৫404171
  • ঋতুপর্ন কিন্তু খুব স্পস্ট কোরেই বলেছেন যেঐ জন্য তিনি বিন্দু মাত্র কষ্ট পাননি।কিন্তু যারা কষ্ট পেয়েছেন সেই হিজরে গোষ্ঠীর হয়ে তিনি এই প্রতিবাদ জানাচ্ছেন। এই সঙ্গেই জানিনা কেন বলেছেন,'তুমি জান আমার কোন সেক্সের সমস্যা নেই।' এ ছাড়াও তিনি কেন প্রকাশ্য অনুষ্ঠানে একজন ভদ্রলোককে ডেকে এনে কোন রুচিবোধে বলেন,' তুমি নিজের নাম বল মীর, সেটা কি তুমি মাইনরিটি কমুনিটির লোক সেটা জানাতে চাওনা বলে?' এই রকম একটি অনুষ্ঠান নিশ্চয় সন্‌চালকের ব্যক্তিগত কারনে অতিথিকে আচমকা অক্রমন করে ঝাল মেটানর জায়্‌গা নয়। সে দিনের অনুষ্ঠানে ঋতুপর্ন সৌজন্য ও শালীনতার ভংগ র্করেছিলেন।এই ঋতুপর্ন আমাদের অচেনা। মীর কিন্তু উত্তেজিত হবার যথেষ্ট কারন থাকালেও অসাধারন সংযম দেখিয়েছেন।
  • siki | 219.64.11.35 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৫:২৬404193
  • ঋতু যে পরিষ্কার হিজড়ে এতদিনে প্রমাণ পাওয়া গেল। :-))

    বলছিলাম কি, মিমিক্রিও একটা আর্ট। আর আমি যতটুকু দেখেছি মীরের অনুষ্ঠান, মিমিক্রি ছাড়াও অনেক কিছু মীর করে, ভুলভাল শায়েরি বলা, বা punningএর মাধ্যমে কথা বলা, বা দুর্বোধ্য কিছু শব্দাবলী দিয়ে অ্যারাবিয়ান অ্যাক্‌সেন্টে অনর্গল কথা বলা ... এগুলোতেও মীর পারদর্শী। ঋতু ন্যাকা ন্যাকা ভাবটা ছাড়লেই পারে, হিজড়েপনাও করবে আর এক্সপেক্ট করবে কেউ তাকে খোরাক করবে না, দুটো কী করে চলে? পিসি সরকার বা মিঠুন চক্কোত্তি তো মীরের মিমিক্রিতে কখনও বিরক্ত হন নি! মীর তো ওদেরও হুল্লাট নকল করে।
  • Partho | 202.177.144.18 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৫:২৬404182
  • Kanti কে
    ঋতু কিন্তু মেয়েলি পুরুষ - কথাটার প্রয়োগ করেছে- হিজড়ে নয়। হিজড়ে শব্দটা আচম্‌কা মীর প্রয়োগ করে । দুটি শব্দর অর্থে কিন্তু অনেক তফাত আছে।
  • san | 12.144.134.2 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৫:৪২404204
  • প্রথমত: ট্র্যানসে্‌সক্সুয়াল আর হিজড়ে আদৌ এক না। এই অনুষ্ঠানটার গল্প আমি শুনলাম বাড়ির লোকের থেকে। শুনলাম ঋতু পরিষ্কার বলেছিলেন ট্র্যান্সসেক্সুয়াল আর মীর তার উত্তরে বলেন হিজড়ে। একটা শিক্ষিত লোক দুটোকে এক করে দেবেন কেন ?

    হিজড়েপনা কথাটাকে সিকি যেভাবে ইউজ করল, খুব বিচ্ছিরি। ঋতুর কথা বাদ দাও। যারা সত্যি হিজড়ে তাদের আচরণ মাত্রেই খোরাকযোগ্য ? কেন ?
  • san | 12.144.134.2 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৫:৪৫404215
  • প্রসঙ্গত: , উনি যে গায়ের ঝাল মেটানো টাইপের আক্রমণ করে যাচ্ছিলেন আর মীরকে কিছু বলার সুযোগও দিচ্ছিলেন না এটাও শুনলাম।

    *** মীরের কমেডি আমারও জঘন্য লাগে। তবে তার সঙ্গে এর কোন সম্পর্ক নেই।
  • siki | 219.64.11.35 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৫:৪৬404226
  • ঋতুর আচরণ খোরাকযোগ্য। বাকি "সত্যি' হিজড়েদের আচরণ অসম্ভব বিরক্তির উদ্রেক করে। গায়ে জোর থাকলে পিটিয়ে জিওগ্রাফি বদলে দিতে ইচ্ছে করে।
  • Blank | 203.99.212.224 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৫:৪৭404237
  • হিজড়ে বলতে যে ছবিটা চোখে ভাসে, তার সাথে খোরাক জিনিসটা চলে আসে এমনিতেই
  • siki | 219.64.11.35 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৫:৫০404248
  • ঋতু অ্যাকচুয়েলি হিজড়ে নয়। অত্যন্ত গা-জ্বলানো ন্যাকামো করে একরকমের ট্রেন্ডসেটার হতে চেষ্টা করে ঋতু। "বেণুদি তুই' তথা বিশ্বশুদ্ধ লোককে তুই-তোকারি করা, কিংবা শাড়ির আঁচল সামলানোর ঢংএ কাঁধের চাদর গুছনো, ও খুব নোয়িংলি করে, এক রকমের ট্রেন্ড সেট করতে চায় সম্ভবত। তাতে লোকে খোরাক পায়, খোরাক করে। পাবলিক ফিগার, কে কী বলবে?
  • san | 12.144.134.2 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৬:০৮404270
  • কাউকে ন্যাকা মনে হওয়া , তাই নিয়ে খোরাক করা - ইত্যাদি নিয়ে আমার কোন চাপ নেই।

    হিজড়েদের ছবিতে যারা 'খোরাক' দেখে, সেটা তাদের দেখার চোখের প্রতিভা। আমরা যেরকম - ওরা সেরকম না, অতএব খোরাকযোগ্য। এরকম লোক ও চোখ বহুৎ দেখেছি, অবাক হলাম না। তবে ছি: টা বলবো।

    সিকি, আচরণ মানে কি ভাবভঙ্গী? না হামলা করে টাকা চাওয়া ইত্যাদি ? কোনটাতে তোমার পেটাতে ইচ্ছে করে ?
  • Partho | 202.177.144.18 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৬:০৮404259
  • একজন মেয়েলি পুরুষের কাছে স্বাভাবিক পুরুষের আচরন প্রত্যাশা করা উচিত নয়। তা হলে তো ঐ মানুষটিকে সবসময়ে অভিনয় করে যেতে হবে!
  • siki | 219.64.11.35 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৬:২০404282
  • ভাবভঙ্গীতে তো দিব্যি পুরুষালি লাগে। হামলা করে টাকা চাওয়া, না দিলে অশ্রাব্য খিস্তি মারা, শাড়ি শায়া তুলে যৌনাঙ্গ দেখানো, গায়ে হাত দেওয়া, সবকিছুতেই জুতো খুলে পেটাতে ইচ্ছে করে।

    খোরাক একটুও লাগে না।
  • Blank | 203.99.212.224 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৬:২৬404293
  • স্যান 'হিজড়ে' বলতে কাদের কথা বলছে? 'হিজড়ে' বলতে আমার অন্তত সেই ছবিটার মনে আসে, যারা বাড়ি বাড়ি ঘোরে বাচ্ছা হলে বা ট্রেনে ওঠে।
    ভয়ানক জোর করে টাকা নেয় এরা, না দিতে পারলে রীতিমতন গায়ে হাত তোলে। ছিনতাই টাইপ।
  • san | 12.144.134.2 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৬:২৯404304
  • বিরক্তি লাগা স্বাভাবিক। তবে একেবারে পেটাতে ইচ্ছে করে ? ওদের কোন অল্টারনেট অপশন আছে ? ফ্যামিলি ছেড়ে যেতেই হবে , লেখাপড়া বা চাকরির সুযোগ পাবেনা । খাবে কি ? পরবে কি ? থাকবে কোথায় ? লোককে উত্যক্ত করলে যদি তারা নিষ্কৃতি পাবার জন্য টাকা দেয়, তাইলে তারা খেতে পাবে। নয়তো পাবেনা। না খেয়ে মরাটাই কি ওদের উচিত বলছ ?
  • siki | 219.64.11.35 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৩১404315
  • প্রতিবন্ধী বা সক্ষম ভিখিরিদের কোনও অলটারনেট অপশন আছে? তারা তো কই এরকম করে না?
  • Blank | 203.99.212.224 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৩২404326
  • আর এরা খোরাক করার মতন জিনিস ও করে এবং ইচ্ছাকৃত ভাবে।
  • san | 12.144.134.2 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৩৬404337
  • তাদের তো যৌনতার কারনে অ্যাজ এ রেস হ্যারাসড হতে হয়না। তাই তারা যৌনতাকেই অস্ত্র হিসেবে ইউজ ও করেনা। আর তারা কারো খোরাক ও নয়। অতএব অত অ্যাগ্রেশন তাদের গজায়না।
  • san | 12.144.134.2 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৩৯404348
  • ও, মাথা নিচু করে ভিক্ষে নেওয়ার মডেলে সিকির আপত্তি নেই , কিন্তু স্বাভাবিকভাবে না পেলে কেড়েকুড়ে নিতে দেখলে রাগ হয় ! মানে এরা মাথা নিচু করেই থাকুক, দয়া উদ্রেক করে ভিক্ষে চাক, অত অ্যাগ্রেশন কিসের ? এই কেস !
  • Blank | 203.99.212.224 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৪০404354
  • এটা অজুহাত। এতে মুল সমাজ থেকে আরো দুরে যায় এরা
  • Blank | 203.99.212.224 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৪১404355
  • স্যানের কথা মতন চুরি ছিনতাইকারিরাও নিরপরাধ
  • siki | 219.64.11.35 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৪৩404356
  • এগ্‌জ্যাক্টলি স্যান, এইটাই কেস। অ্যাগ্রেশন জিনিসটা সমাজ স্বীকার করে না। ঐভাবে গায়ে হাত দিয়ে খিস্তি মেরে টাকা চাওয়া আর ছুরি দেখিয়ে টাকা চাওয়া, ব্যাপারটা তো মোটামুটি একই।
  • kanti | 125.20.11.34 | ০৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৪৫404358
  • পার্থকে, ভাল করে ভেবে দেখুন। সে দিন ঋতুপর্ন বলেছিলেন,আমিআহত হইনি।আমি তাদের হয়ে প্রতিবাদ জানাচ্ছি।।।।।এই তারা কারা? যদি ধরেই নেওয়া যায় যে হিজড়ে কথাটা মীরই প্রথম বলেছেন তবু ঋতুপর্ন এক বারও বলেননি যে উনি হিজড়েদের কথা বালছেননা। বরং তিনি যে ওদের হয়েই প্রতিবাদ জানাচ্ছেন এটা আরো স্পষ্ট করে জানিয়েছেন। এছাড়াও নিজের বাগে পেয়ে নানা ভাবে মীরকে যে ভাবে আক্রমন করেছেন তা কোন ভদ্রতার পর্যায়ে পড়ে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন