এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঘোষ এয়ন্দ কোম্পানী ঋইউপর্ন ঘোষ

    kanti
    অন্যান্য | ০৭ ডিসেম্বর ২০০৮ | ১১৫৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sayan | 160.83.72.211 | ১৭ ডিসেম্বর ২০০৮ ০০:৪৪404425
  • মু:সে: - "আয়না, এবার বলো তো এ রাজ্যের সবথেকে সুন্দরী কে?'
    আয়না - "তুমি, তুমি'

    (এটা কোন যে একটা প্রাচীন বাঙ্গালা সিরিয়ালে হত তার নাম আর মনে পড়ে না)
  • tania | 65.115.93.98 | ১৭ ডিসেম্বর ২০০৮ ০০:৫৫404426
  • শ্বেত কপোত
  • sayan | 160.83.72.211 | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:১১404427
  • ইপ্পি!! তানিয়াদা থ্যাঙ্কু :)
  • r | 125.18.104.1 | ১৭ ডিসেম্বর ২০০৮ ১৩:৫৫404428
  • সিকি তো ভারি ছেলেমানুষ! কোনো স্ক্যান্ডালই জানে না।
  • siki | 122.160.41.29 | ১৭ ডিসেম্বর ২০০৮ ১৭:৩০404429
  • ও আর কনফার্ম করার কিছু নেই। ঐ স্টেডিয়ামেই তো হবে, নয় তো মিলনমেলা।
  • siki | 122.160.41.29 | ১৭ ডিসেম্বর ২০০৮ ১৭:৩৪404430
  • সরি, ভুল জায়গার পোস্ট।

    আসল সিরিয়ালটার নাম ছিল রং বেরং। শ্বেত কপোত ছিল স্নো হোয়াইটের বাংলা।
  • Binary | 70.64.8.206 | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪২404431
  • এইটা কেউকি দেখেছে ? আমি কিন্তু কোনো তর্কে নেই, জাস্ট দেখলাম,

  • rokeyaa | 203.110.246.230 | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০১404432
  • পাগ্লা চুল্কে দে!
  • Samik | 219.64.11.35 | ০১ ডিসেম্বর ২০০৯ ২১:০৭404433
  • মীর ঋতু সংক্রান্ত সমস্ত লিংক এইখানে আরেকবার লেবার দিয়ে পোস্ট করে দিলে হত না?
  • pi | 72.83.98.106 | ০১ ডিসেম্বর ২০০৯ ২২:৪৯404172
  • এই তো টই। তালে এখানেই লিখি।
    মামু কাল বল্লো ঋতুপর্ণ মীরকে নাকি থ্‌র্‌য়াশ করেছে। আমার তো মনে হল একজন প্রস্তুতি নিয়ে অন্যোজনের অপ্রস্তুত থাকার সুযোগ সুযোগ নিয়েছে। এবং কোনো টক শো য়ের হোস্ট সেটা করলে ব্যাপারটা বেশ দৃষ্টিকটু হয়।

    আর আরেকটা কথা। কাল ই শুনলাম। ঋতুপর্ণ ঐ সেক্সুয়াল মাইনরিটি গ্রুপের রিপ্রেসেন্টেটিভ প্রসঙ্গে। মানবী সোমনাথ যখন ওনার যৌনতা নিয়ে ঝাড়গ্রাম কলেজে হেনস্থার শিকার হয়েছিলেন, তখন তার প্রতিবাদ পত্রে সই করার জন্য ঋতুপর্ণকে নাকি অনুরোধ করা হয়েছিল ( সেলিব্রিটি এবং প্রতিনিধি, এরকম কোনো কারণে)। ঘোষমশায় এটা নাকি সিধে না বলে দেন, এই যুক্তি দিয়ে, উনি কোনোভাবেই কোনো কিছুর রিপ্রেসেন্টেটিভ নন।
    হঠাৎ করে এই শো তে সেটা বলা কেমন যেন সুবিধাবাদী ঢালের মত ব্যবহার মনে হয়েছে। আর যদ্দুর মনে পড়ছে, মীর একথা বলেছেন, সেক্সুয়াল মাইনরটিদের কে টার্গেট করে খিল্লি করেননি।
    তবে, যখন নিজের এই শো তে উনি নিজেকে রিপ্রেসেন্টেটিভ বলে ঘোষণা করেছেন, পোস্ট ঘোষ এন্ড কোম্পানী শো তে, মীর, সায়ন দীপাংশু র শো গুলো তে যেভাবে শুধু ওনার এমনি আচরণ না, ভেরি মাচ সেক্সুয়াল মাইনরিটি স্পেসিফিক ট্রেইটগুলো কে নিয়ে খিল্লি করা হয়েছে, বেশ মোটা দাগের, বিরক্তিকর ও আপত্তিকর লেগেছে সেগুলো।
    মনে হয়েছে, ব্যক্তি ঋতুপর্ণ্র উপর প্রতিশোধটা পুরো মাইনরিটি কম্যুনিটির র প্রতি ই ব্যঙ্গ হয়ে দাঁড়িয়েছে অনেক জায়গায়। সেগুলো করার কোনো প্রয়োজন ছিল না।
  • Ishan | 12.163.39.254 | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:০৫404173
  • এখানেই লিখি।

    প্রথমে ঋতুপর্ণর সো কলড "ন্যাকামি' নিয়ে। মাসীর বয়সী লোকজনকে "তুই' বলা, হাত ঘুরিয়ে কথা বলা, একটু "মেয়েলি' টানে কথা বলা, ইত্যাদি ইত্যাদি, আমার কেমন লাগে? এক কথায় অতি পচা লাগে। কিন্তু এটা নিয়ে একটু গভীর ভাবে ভেবে দেখেছি, পচা লাগার আসল কারণ পুরোটাই ঋতুপর্ণর ম্যানারিজম না। আসল কারণটা ঐ "মেয়েলিপনা'। ঋতুপর্ণ "তুই' না বললেও পচা লাগত। পুরুষ এবং নারীর আচরণের একটা প্রোটোটাইপ আছে, সেইটা অতিক্রম করলে চোখে কেমন একটা লাগে, সেটাই এই পচা লাগার কারণ। যা দেখলে আমরা "ন্যাকা' বলি।

    এইটা কয়েকটা থট এক্সপেরিমেন্ট করলেই বোঝা যাবে। ধরুন মীরের অনুষ্ঠানেই দুটি লোককে দেখলাম মঞ্চ আলো করে বসে থাকতে। একজন চন্দ্রবিন্দুর দাড়িওয়ালা অনিন্দ্য। অন্যজন এক সুন্দরী অভিনেত্রী নাম জানিনা। দুজনেই কথাবার্তা বললেন। বেশ নর্মালই লাগল। এবার আসুন এক কাজ করি। এই লোকদুটিকে এক রেখে কথা বলার ভঙ্গীটা উল্টে দিই। অনিন্দ্যর ভঙ্গীটা বসিয়ে দিই মহিলার শরীরে। আর মহিলার কথা বলার ভঙ্গীটা বসিয়ে দিই দাড়িওয়ালা অনিন্দ্যর ঠোঁটে, মুখে, হাতে। ভেবে দেখুন, এই দুনম্বরটা অতি অসহ্য লাগছে। ন্যাকা, পচা, যা বলবেন, সব লাগছে। "স্বাভাবিক' জিনিসটা ভীষণ বাজে লাগতে শুরু করেছে এক লহমায়।

    একই ভাবে আরও অনেক রকম থট এক্সপেরিমেন্ট করা যেতে পারে। ধরুন, দুজন খুব এলিগ্যান্ট মহিলা। ধরা যাক, শর্মিলা ঠাকুর আর অরুন্ধতী রায়। এঁদের কথা বলার ধরণে ন্যাকামি আছে কেউ বলবেনা। কিন্তু জাস্ট ভঙ্গীটা তুলে এনে বসিয়ে দিন, ধরুন রজতাভ দত্ত আর মীরের শরীরে। অসহ্য লাগবে।

    এটা কিন্তু ঠিক নিজেকে ক্যারি করার সমস্যা নয়। অমিতাভ বচ্চনকে অনিল কাপুর স্লামডগ মিলিয়নিয়ারে কপি করেছে। ক্যারিশমায় কোথায় অমোতাভ আর কোথায় অনিল কাপুর। কিন্তু দিব্য লাগছে। কাজেই এটা ঠিক ক্যারি করার সমস্যা নয়। মহিলদের "মেয়েলি' ভঙ্গী পুরুষের শরীরে অসহ্য লাগে। এইটাই হল ব্যাপার। এটা হল চালু প্রোটোটাইপের বাইরে যাবার সমস্যা। ঋতুপর্ণর সমস্ত "বাড়াবাড়ি' সত্বেও এটা বলতে বাধ্য হচ্ছি।
  • dukhe | 117.194.229.100 | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:১১404174
  • বড্ড বাজে সিনেমা বানাচ্ছেন ভদ্রলোক । "পাতি, ঢনঢনে, দেখনশোভা" । কী কষ্টে যে 'চোখের বালি'তে পেছন সেঁটে বসেছিলাম !
  • Ishan | 12.163.39.254 | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:১৫404175
  • দুই নং কথা হল মীর এর "অপ্রস্তুত' থাকা। একজন নিয়মিত টকশো হোস্ট, যে কথা বেচে খায়, সে অতো সহজে অপ্রস্তুত হয়ে যায়না। মীর আমতা-আমতা করছিল, কারণ মীরের কাছে ঋতুপর্ণর আক্রমনের কোনো জবাব ছিলনা। সত্যিই ব্যক্তি ঋতুপর্ণ নয়, ঋতুপর্ণর "মেয়েলিপনা'কেই তো টার্গেট করে এসেছে এতদিন। সেটা নিয়ে প্রশ্ন উঠলে উত্তর আসবে কোথা থেকে।

    এবং মেয়েলিপনাই যে আসলে টার্গেট, সেটা পরের শোটা দেখলেই বোঝা যায়। ওটা ঠিক যেরকম ভাবে ফ্রেম করা হয়েছে, তার মেসেজটাই হল, লে: তোদের এই গে-পনা, মেয়েলিপনা দেখলে গোষ্ঠী তুলেই খিল্লি করেছি এবং করব। করলে বেশ করব। এই মেসেজটা এতো এতো পরিষ্কার করে তুলে ধরা হয়েছে, যে, সেটাই ঋতুপর্ণর বক্তব্যের ভ্যালিডিটিকে পরিষ্কার করে দিচ্ছে।

  • pi | 72.83.98.106 | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:২৪404176
  • ঋতুপর্ণর আচরণ টা অরুন্ধতীর রায় এর মধ্যে ঢোকানোর থট এক্সপেরিমেন্টটাও একটু করে দেখো। অসহ্য লাগে কিনা :)

    মুনমুন সেন কেও তো অনেক পুরুষ কপি করিয়ে দেখিয়ে থাকেন। মীর ই বোধহয় দেখিয়েছেন। সেইটার থেকে এইটা কতটা আলাদা ? আমি ঘোষ এন্ড কোম্পানী পরবর্তী শো গুলোর কথা বলছিনা।
  • Ishan | 12.163.39.254 | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:২৫404177
  • তা বলে কি খিল্লি করবনা? ঋতুপন্নো সক্কলকে হাত ঘুরিয়ে "তুই' বলবেন, মিমিক্রিকে বলবেন পচা শিল্প, এমন হাবভাব দেখাবেন যেন উনি ফিলিম করে জগৎ উদ্ধার করছেন আর বাকি সব ধুর, সেটা নিয়ে খিল্লি করা যাবেনা?

    একশবার করবেন। কিন্তু কান্ডজ্ঞান বজায় রেখে। সবকিছু নিয়ে খিল্লি করা যায়না। একটা উদাহরণ দিই। ধরুন সায়ন-দীপাংশুর এই স্পুফের জবাবে কেউ ঋতুপর্ণর শো-তে একটা পাল্টা খিল্লি করল। সেটা ধরুন যদি এরকম হয়:

    ঋতু: উচ্চ করে শির/ঐ এয়েচে মীর।
    মীর: ঋতুদা বেসি বাড় বেড়োনা, পিছনে লাগিয়ে দেব কিন্তু।
    ঋতু: লাগাবি কিকরে ভাই, তোর তো জম্মো থেকেই কাটা।

    (ব্যাকগ্রাউন্ডে হাসির শব্দ)
    ....

    এটা মেহাৎই কাল্পনিক সংলাপ। কিন্তু এটা কি খিল্লি হিসেবে নিতে পারব আমরা? নেওয়া উচিত?

    এইটাই হল পয়েন। আর কিছু না।
  • a x | 143.111.22.23 | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৫404179
  • ঈশানকে ক তে পুরো ক।

    এবার আমার একটা প্রশ্ন আছে। মেয়েলি বা ছেলেলি জিনিসটা কি? একধরণের কথা বলা? শাড়ি গয়না পরতে ভালো লাগা? ধরা যাক তিস্তা দাসের কথা, ওনার যে নিজেকে মেয়ে বলে মনে হত, সেই মনে হওয়াটা কি? আমি নিজে মেয়ে, কিন্তু আমি কিছুতেই এই মনে হওয়াটা খুঁজে পাচ্ছিনা। শাড়ি গয়না না পরলে আমার দিব্যি চলে যায়। আমি যেভাবে কথা বলি, অনেক ছেলে সেই ভাবে কথা বলে (অনেক মেয়েও বলে)। নিজের সেক্সুআলিটি আর জেন্ডার আইন্ডেন্টিটি সম্পূর্ণ আলাদা জিনিস। তো জেন্ডার আইন্ডেন্টিটি আসে কি ভাবে?
  • Arpan | 122.252.231.12 | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৫404178
  • ইকিরে ভাই, মামু জুন মালিয়াকে চেনে না!!

    মামুর চৌদ্দ বছর বনবাস হোক।
  • d | 117.195.40.180 | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৪১404180
  • অনেকদিন বাদে ঈশানের সাথে একেবারে কাঁটায় কাঁটায় ক।

    আ: অপ্পন, উনি জুন 'মাল্য'।

    অক্ষ, কেন আমি তো নিজেকে দিব্বি আস্ত একটা মেয়েই ভাবি। কক্ষণো পুরুষ বা অন্যকিছু ভাবি না। শাড়িগয়না তো তেমনকিছু ফ্যাক্টর নয়।
  • pi | 72.83.98.106 | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৪২404181
  • আরে ঐ ইঙ্গিত গুলো খুব আপত্তিকর সে তো লিখলাম ই ।

    কিন্তু ঋতুপর্ণ র ঐ তোমার উল্লিখিত 'খিল্লিযোগ্য' আচরণ গুলো ই কিন্তু বেশিরভাগ সময় ঘুরে ফিরে আসে খিল্লি করার জন্য।
    এবার সেই খিল্লি গুলো করার সময় যদি ঋতুপর্ণর মত পোশাক পরে করা হয় , তাহলে কি সেটা কি সেক্সুয়াল মাইনরিটি কে টার্গেট করা হবে না কি ব্যক্তি ঋতুপর্ণকে বোঝানো হবে ?
  • a x | 143.111.22.23 | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৩404183
  • দ, এই মেয়ে ভাবাটা কি? মানে কিভাবে মেয়ে?
  • Arpan | 122.252.231.12 | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৬404186
  • ঋতুর মেয়েলিপনা টার্গেট না। মিমিক্রির সাবজেক্ট হল ম্যানারিজম। ঋতু, পিসি সরকার, অঞ্জন, গৌতম যেই হোক না কেন। এদের মধ্যে ঘটনাচক্রে একজন এফিমিনেট মেল।

    তো, ঋতুর বক্তব্য একবার করলে মানা যায়, বারবার করলে সেটা মাইনরিটি সেকশনের সেন্টিমেন্টকে হার্ট করে। তো, প্রশ্ন হল "কাণ্ডজ্ঞান' বজায় রাখা কীভাবে হবে? ঋতুপর্ণর ম্যানারিজম বাদ দিয়ে "বেণুদি, তুই' বলা?
  • Du | 65.124.26.7 | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৬404185
  • নিজের ওপর ট্রাই করে দেখার নিয়ম দিয়ে এক্ষেত্রে খুব এগোতে পারছি না। আমাকে কপি করলে আমার হাসিই পায়। ভ্যাঙালে খারাপ লাগে অবশ্য।

    তবে পাইয়ের ঐ কথাটা - দরকারমত মাইনরিটিদের ব্যবহার করা - সেটা আমারও মনে হয়েছে। ঋতুপর্ণকে মেয়েলী পুরুষ আমার মনে হয় না। মীর বরং সেটা করেননি - করতেই পারতেন - কারণ মীরের কি ধর্ম সেটা ঋতুপর্ণর কোন বিষয়ই নয় - তাও ওটা উনি টেনেছেন।
  • d | 117.195.40.180 | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৬404184
  • পরে কখনও লিখবো। এখন খুব ঘুম পেয়েছে।

    এই "ন্যাওড়ানিন্নি কল্লু' না কি যেন .... এটার মানে কী?
  • Arpan | 122.252.231.12 | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৮404187
  • আবাপ "মাল্য' বলে তো কী হল? আমি কি আবাপতে চাগ্রী করি নাকি? :-)

    যা, পাইদিদির সাথে দেখি আজকাল বেশ মতে মিলছে। শুধু ওই নীলচে সবুজ আর সবজেটে নীলের ব্যপারটাই যা অন্যরকম।

    যাই, সিনিমা দেখি।
  • Arpan | 122.252.231.12 | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৫০404188
  • হ্যা, দুদির লাস্ট পয়েনটা আমারো চোখে লেগেছিল। ভুলে গেছিলাম লিখতে।
  • a x | 143.111.22.23 | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৫১404189
  • কেউ একটু এই শো'টার আগের মীরের শো'র ক্লিপ দাও। কারণ পরের ঐ ছোকরা দুটো তো ছড়া কেটে ঋতুপর্ণর (supposed) হোমোসেক্সুয়ালিটিকেই টার্গেট করল।
  • Sayantan | 159.53.46.141 | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৫২404190
  • ""... গাট্টা, গ'য়ে আ'কার ট'য়ে ট'য়ে আ'কার'' - পাগলা চুলকে নে!
  • aka | 168.26.215.13 | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৭404191
  • বেসিকালি অতি পচা দুজনেই। রিতুর ঢাল হচ্ছে ঐ মাইনরিটি সম্প্রদায়। নইলে কি আর এত লোকে ক হত? হ্যাঁ সায়ন আর দীপাংশুর স্পুফটিও অতি বাজে, এককথায় অশ্লীল। কোন সেন্সিবল লোকের থেকে এক্সপেকটেড নয়।
  • rimi | 168.26.215.135 | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:০৪404194
  • অক্ষর প্রশ্ন নিয়ে আমিও অনেক সময় ভেবেছি। আমার মনে হয়েছে জেন্ডার আইডেন্টিটি বলতে অক্ষ যা বোঝাচ্ছে, সেটা আসলে সোশ্যাল কন্ডিশনিং, এমন সূক্ষ্মভাবে চলে আসে আমাদের মধ্যে, যে আমরা টেরও পাই না।
    কিছুদিন আগে পর্যন্তও আমার ছেলের বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত হতাম। "কেন মেয়েরা লিপস্টিক পড়ে? কেন ছেলেদের পড়তে নেই? কেন শুধু মেয়েরাই টিপ পড়ে? কেন ছেলেরা শাড়ি পড়ে না" ইত্যাদি। ইদানীং এইসব প্রশ্ন অনেক কমে গেছে। এই ধরণের ব্যপারগুলোকে বিনা প্রশ্নে মেনে নিতে শিখে গেছে চার বছরের বাচ্চা। মজার ব্যপার হল, মূলত শিখেছে এগুলো স্কুল থেকে। কোনটা "গার্লস স্টাফ" আর কোনটা "বয়েস স্টাফ" চিনে গেছে। মেয়ে বন্ধুর জন্মদিনের উপহার যে ছেলে বন্ধুর জন্মদিনের উপহারের থেকে আলাদা তা নিয়ে জ্ঞান আহরণ করেছে স্কুলে, এবং বাড়ি এসে আমাকে তা বিতরণ করেছে। এগুলো সোশ্যাল কন্ডিশনিং ছাড়া আর কি? ভারতবর্ষে একরকম, যেমন মেয়েরা ছোটো থেকেই মিষ্টি করে কথা বলবে, একটু বড় হলেই জোরে আর ছুটবে না, বেশি খাবে না, খেলাধুলো না করলেই ভালো, কিন্তু গানটা শিখতেই হবে ইত্যাদি। আমেরিকায় অন্যরকম - গোলাপি, বেগুনী ইত্যাদি হবে প্রিয় রং, সিন্ডেরেলা ইত্যাদি জিনিষ ভালো লাগবে টমাসের থেকেও বেশি, কেননা ছোটোবেলায় বিছানা ব্যাগ থেকে শুরু করে চিরুনি পর্যন্ত গোলাপী প্রিন্সেসের ছবিওয়ালা থাকবে। ছেলেরা সকার গেম ভালোবাসবেই ইত্যাদি ইত্যাদি।

    এইরকম জেন্ডার প্রোটোটাইপিং আমার ব্যক্তিগতভাবে মেনে নিতে অনেক ক্ষেত্রেই অসুবিধা হয়, হয়েছে, ভবিষ্যতেও হবে। চারপাশে যাদের দেখি, বা যাদের সঙ্গে থাকি, তারা প্রোটোটাইপিংএর বাইরে যেতে আতংক বোধ করে। অধিকাংশ মানুষ জেন্ডার প্রোটোটাইপিংএর সঙ্গে সেক্সুয়ালিটিকে গুলিয়ে ফ্যালে। কোনো মানুষ প্রোটোটাইপিংএর সীমানা একটুও লংঘন করলে তাকে নিয়ে হাসিঠাট্টা চলে।

    আর আমেরিকায়, এই ল্যান্ড অফ ফ্রিডম-এ, প্রোটোটাইপিং ভয়ানক বিপজ্জনক হয়ে উঠতে পারে। কিছুদিন আগে খবরে পড়েছিলাম, একটি এগারো বছরের ছেলে আত্মহত্যা করে, কারণ স্কুলে অন্যান্য ছেলেরা তাকে "গে" বলে ডাকত আর বুলি করত। ছেলেটি নরম মিষ্টি চেহারার, সকার গেমের থেকে বেশি ভালবাসত ছবি আঁকতে।

    হ্যাঁ, ভালো কথা, আমার নিজের ছেলেকে নিয়েও এই কথা শুনতে হয়েছে যে আমার সঙ্গে অতিরিক্ত মেশার ফলে ছেলের বই পড়া ও ছবি আঁকা জাতীয় "মেয়েলি" জিনিষে আগ্রহ জন্মাচ্ছে, অন্যদিকে খেলাধুলো জাতীয় "ছেলেলি" বিষয়ে কোনো এক্সপোজার হচ্ছে না!!!!
  • pi | 72.83.98.106 | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:০৪404192
  • ei effiminate gay der nie amar ekta prashno ache.... jara gender confomity scale e ekdom extreme e ...female side e ...tnara anekei sex change korie neoa prefer karan...tar theke kom jnaara..tnader achoron ekjon meyer theke o beshi haoata katota swabhabik ar katota samajik abodamon janito kinchit bikrito bohiprakash ?
    enader aneker meyeli achoron e kemon imposed byapar achhe, ekta show off achhe mone hae

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন