এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সি।পি।ম কি? সি।পি।ম কে?

    sahana
    অন্যান্য | ২৪ এপ্রিল ২০০৯ | ৭৭০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 203.99.212.224 | ১৭ জুন ২০০৯ ১০:৫০411434
  • বিশ্বভারতী তে, এস এফ আই করার জন্য, লোককে ৫ বছর সাসপেন্সন পেতে হয়েছে, বহু লোকের ফার্ট ক্লাস হয় নি, বা ফার্স্ট সেকেন্ড হওয়ার কথা, কোন মতে পাশ করতে হয়েছে, বা পড়াশুনো ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে। এটাই ৭০-৮০-৯০ এর দশকের আশ্রমিক ট্র্যাডিশন।

    আমি স্রেফ এস এফ আই করার জন্য প্রচুর মার খেয়েছি, একবার হসপিটালে ভর্তি হয়েছি। আবার ছোটোবেলার বন্ধুরা সকালের দিকে মার দিয়ে বিকেলে হাসপাতালে এসে কান্নাকাটি করেছে ইত্যাদি। ঘটনাবহুল ছাত্রজীবন। ল্যাহাপড়া স্বাভাবিক ভাবেই জিরো হয়েছে, মহৎ ছাগল তৈরী হয়েছি।
  • ranjan roy | 122.168.19.187 | ১৭ জুন ২০০৯ ১১:৪২411435
  • হনু,
    তোমার কথা এবং ব্যথা দুটৈ বুঝতে পেরেছি, আমাকে আপনি বলবে না।
    তোমাকে ক্ষমা করবো?
    "" ক্ষমার কথা ওঠেই নাকো, কে কারে করে ক্ষমা?
    আজকে তোমার অমাবস্যায়
    আমার পূর্ণিমা।
    তাই বলে কি হৃদয়্‌জুড়ে জ্বলবে হিরোশিমা?''

    আবার সময়মত ঠিক ঝগড়া করবো, গাল দেবো মেটাফর দিয়ে, কিন্তু হাসিমুখে।
    মাক্কালী!
  • Arijit | 61.95.144.123 | ১৭ জুন ২০০৯ ১১:৪৫411436
  • শুধু বিশ্বভারতী কেন - যদুপুরে কম হয়েছে নাকি? অন্য কারো নাম নেবো না, তবে আমি নিজে কম ভুগিনি - মাত্র দেড় বছরের জন্যে মাস্টার্স করতে গেছিলুম - ওই সময়ের মধ্যেই।
  • shrabani | 124.30.233.105 | ১৭ জুন ২০০৯ ১১:৫৬411437
  • এস এফ আই ক্যালাত নিজেদের স্বার্থে আর বাকীরা বিপ্লবের স্বার্থে। ঐ ক্যালানি জায়েজ হ্যায়!
  • lcm | 69.236.189.2 | ১৭ জুন ২০০৯ ১১:৫৬411438
  • SFI, DSO, IC, CP, ... abcd... যাই হোক না কেন, স্টুডেন্ট ইউনিয়ন করলেই অল্পবিস্তর মারপিট, মার খাওয়া, মার দেওয়া এসব হয়। সাধে কি আর লোকজন স্টুডেন্ট ইউনিয়ন থেকে দূরত্ব রাখে। ছাত্রদের নিজেদের মধ্য মারপিট - এটা পশ্চিমবঙ্গে আরো বেশী।
  • Arijit | 61.95.144.123 | ১৭ জুন ২০০৯ ১১:৫৮411439
  • আর টিচাররা কেন ভিক্টিমাইজ করতো? বা করে?
  • lcm | 69.236.189.2 | ১৭ জুন ২০০৯ ১২:০৪411440
  • এটা আমরো প্রশ্ন? টিচার-রা কেন স্টুডেন্ট পলিটিক্সে জড়ায়। আমি একজনের জিগ্গেস করেছিলাম, সে আমায় বলেছিল, যাদবপুর/কলকাতা বিশ্ববিদ্যালয়ে-য় কিছু কিছু ফ্যাকাল্টি নাকি বিভিন্ন পলিটিক্যাল চ্যানেলে নিয়োগ হয়। এবার তাদেরকে নিয়ে ঝামেলা শুরু হয়। জানি না ঠিক কি না।
  • nyara | 64.105.168.210 | ১৭ জুন ২০০৯ ১২:০৯411441
  • ভাগ্যিস, ৭৭ থেকে ৯৩ - ষোল বছর এস এফ আই বা সিপিয়েম করিনি। কি কঠিন কঠোর দিন ছিল রে ভাই! পাশ করতে পারতাম না, ক্যালানি খেয়ে প্রাণ যেত, পুলিশ এসেও নিশ্চয়ই এস-এফ-আই খুঁজে খুঁজে প্যাঁদাত! হাসপাতালে শুয়ে বিপ্লবের পাঠ নিতে হত। এখন বুঝছি যারা তখন বিপ্লবের স্বার্থে এস এফ আই করত, তারা সব ভগৎ সিং।

    আমি বোধহয় অন্য যাদবপুরে পড়েছি, অন্য পশ্চিমবঙ্গে থেকেছি।
  • Arijit | 61.95.144.123 | ১৭ জুন ২০০৯ ১২:১৪411442
  • যদুপুরে কম কেস নেই। আর্কিটেকচার ডিপার্টমেন্টে একটা ছেলের কেরিয়ার শেষ করে দিয়েছিলো। অনেক বছর কোর্টে লড়ে শেষ অবধি সে জেতে - কিন্তু বছর চারেক লস আর কখনো মেক-আপ হয়নি।

    এক শিক্ষক (এখন টিভিতে মাঝে মাঝে দেখা যায়) ম্যাণ্ডেট দিয়েছিলেন স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশানের ভোট ওঁর সামনে দাঁড়িয়ে দিতে হবে। অবভিয়াসলি ওঁর অপছন্দের দলকে কেউ ভোট দিতে পারতো না ওইসব ক্লাসে।

    গ্র্যাণ্ড ভাইভায় বাকি সকলের আপত্তি থাকা সত্বেও একজন সকলকে ওভাররাইড করে (কারণ সেই ক্ষমতা ওঁর ছিলো) কম নম্বর দেন - কিছু সিমিলার কারণে। সংশ্লিষ্ট ছেলেটি দুটো সেমিস্টারে এগিয়ে থাকলেও ওই একটা জায়গায় বাঁশ খেয়ে ক্লাসে এক থেকে তিনে নেমে যায়।

    টিচাররা স্টুডেন্ট ইউনিয়নকে ব্যবহার করে। T1 ব্যবহার করে S1-কে, আর T2 ব্যবহার করে S2-কে, বা উল্টোটা...এবং দরকার মতন S1 বা S2-ও সঙ্গত করে অনেক ভুল দাবিদাওয়া নিয়ে টিচাররা বাওয়ালি বাধালে।
  • pi | 69.143.119.233 | ১৭ জুন ২০০৯ ১২:১৮411444
  • এখানে যে যার অভিজ্ঞতার কথা বলছেন, যার সব ই হয়তো ঠিক। তাই সেগুলো 'নোপানুপি করে' সত্যি হয়তো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।

    কিছু ব্যতিক্রম বাদে যে যেখানে ক্ষমতা পেয়েছে, তা নিজের লোকের স্বার্থে ব্যবহার করেছে, অন্য পার্টির লোকজনকে বাঁশ দিয়েছে টিয়েছে। ডান বাম পার্টি নির্বিশেষে। এটা বোধহয় মনুষ্য চরিত্রের ই স্বভাবদোষ।

    কিন্তু পার্টির পলিসি ই যদি এই হয় ?
    আদর্শের আড়ালে পাইয়ে দেওয়া নয়, আদর্শের দোহাই দিয়েই পাইয়ে দেওয়া ?

    সিপিএম এর এক ঘোষিত সমর্থকের একটি লেখা পড়েছিলাম একটি ওপেন ফোরামে।

    স্বজনপোষণ নিয়ে প্রশ্ন তোলাতে দ্ব্যর্থহীন ভাবে এই উত্তরটি এসেছিল।
    মনে হল এটা একটু এখানে তোলা থাক।
    ( এই ঘুমচোখে লেখাটাকে বাংলা হরফে করার চাপ নিতে ও সময় দিতে অপারগ, দুংখিত)

    infiltration e kono bhul dekhi na.
    infiltration korei system ke subvert korte hoy.
    oi je jaygay jaygay 'nijeder' lok dhokanor kotha bolle shetai to
    lokhhyo chhilo ekdom prothom theke. ekhono.
    keno, bojhate gele, ekhon abar shei hegemony'r purono goppo te firte hobe.
    hegemony nullified hoy na. onno hegemony diye replace kora jay maatro.
    working class er hegemony.
    communist party'r to ghoshito strategy shetai.

  • Arijit | 61.95.144.123 | ১৭ জুন ২০০৯ ১২:১৮411445
  • ন্যাড়াদা - ওই যে বোধি লিখেছিলো - অভিজ্ঞতা নোপানুপি করে কিসু হয় না। তিনটে উদাহরণ দিলুম যে - দুটো দেখা, আর, একটা ভোগা। অন্য কেউ ঠিক এর উল্টো উদাহরণও দিতে পারে। তাতে দুটোর কোনোটাই মিথ্যে হয়ে যায় না।
  • ranjan roy | 122.168.19.187 | ১৭ জুন ২০০৯ ১২:২২411446
  • ক্ষমতায় যে যখন থাকে সে ক্ষমতা হারানোর ভয়ে ক্যালায়, কংসরাজা ভাগ্নে-ভাগ্নীকে ছোটবেলাতেই নিকেশ করতে চায়। সব রাজ্যেই তাই। বিরোধিতা কেউ সহ্য করতে পারে না। এর সঙ্গে বিপ্লবের সম্পক্কো অতিক্ষীণ, এটা আসলে পাওয়ারের গপ্পো।
    কোলকাতা থেকে এসে দুর্গ গভমেন্ট কলেজে ভর্তি হওয়ার সময় লোক্যাল দাদা টাইপের সিনিয়র ছেলে প্রোটেক্‌শন মানি চেয়ে আমার ছোটভাইকে মাবাপ তুলে গাল দেয়। ভাই এক ঘুষি মারে।
    পরের দিন দুই পিরিয়ডের ফাঁকে জনা কুড়ি স্থানীয় ছেলে এসে ফার্স্ট ইয়ারের ক্লাসে ঢুকে ভাইকে এইবলে মারে --- আমরা পুরনো দাদা, কোন নয়া দাদাকে এখানে উঠতে দেবো না।
    পাওয়ারের গপ্পোটা মোটামুটি এই, বঙ্গদেশে একটু রাজনৈতিক রং লাগে আর কি!
    হিন্দিবলয়ের সেই বহুশ্রুত গপ্পোটা আছে না?
    সন্তানপ্রাপ্তির আশায় মন্দিরে যাওয়া মহিলাকে দরজা বন্ধ করে পূজারী কিছু অনুষ্ঠান করলো।
    যথা সময়ে সন্তান হলে কৌতূহলী স্বামী জানতে চাইলো-- তখন পুরুতঠাকুর দরজা বন্ধ করে কী মন্ত্র পড়েছিলেন?
    স্ত্রী তাচ্ছিল্যের সঙ্গে জানালো--- আরে কিচ্ছু না। রোজ তুমি যা কর, তাই করছিলেন। শুরুতে আর শেষে একটু ঘন্টা নাড়িয়েছিলেন।''
    ছাত্র-ইউনিয়নের ক্যালাকেলির ব্যাপারটা তাই, কং-মাকু-নকু-তিনো- বিজেপি নির্বিশেষে।
    খালি কোলকাতা-দিল্লিতে আগে-পিছে একটু রাজনীতির ঘন্টা বাজানো হয়।
  • lcm | 69.236.189.2 | ১৭ জুন ২০০৯ ১২:৪১411447
  • রঞ্জনদা বোধহয় অন্য রাজ্যে ছাত্র সংঘর্ষ বা দাদাগিরি-র কথা বলছেন। এটা নিয়ে একবার তর্ক হয়েছিল। একজনের যুক্তি ছিল, পশ্চিমবঙ্গে কলেজগুলোতে যারা স্টুডেন্ট ইউনিয়ন করতে যায়, তারা মূলত দাদাগিরি বা লিডারশিপ ফলানোর প্লাটফর্ম খোঁজে। আমি পার্টলি এগ্রি করলেও, পুরো একমত হতে পারি নি। কিছু ছেলে এই কারণে আসে ঠিকই, আমার মনে হয় জেনারেলি পলিটিক্যালি অ্যাকটিভ ফ্যামিলির ছেলেমেয়েরা অনেকে আসে।
  • Arijit | 61.95.144.123 | ১৭ জুন ২০০৯ ১২:৪৯411448
  • হ্যাঁ, আমিও পার্টলি এগ্রী করি।
  • ranjan roy | 122.168.19.187 | ১৭ জুন ২০০৯ ১২:৫২411449
  • T এবং শ্রাবণীকে,
    এ'ব্যাপারে শ্রাবণীর বক্তব্য অনেকাংশে ঠিক।
    T, একটু ঠান্ডামাথায় ভেবে দেখুন, এগুলো কেন হয়, কিভাবে হয়।
    পাবলিক সেক্টরে টপ পোস্টের জন্যে যাঁরা কমপিট
    করেন---তাঁরা অনেকেই নানা ভাবে যোগ্য, তুল্যমূল্য।
    এখন সেখানে distinguishing/determining factor কী হবে?
    বর্তমান করাপ্ট সিস্টেমে অবশ্যই লবিইং ও গ্রাফট্‌।
    এখনও চাকরি এক বছর আছে তাই ভয়ে ভয়ে বলছি-- আমাদের এক প্রাক্তন চেয়ারম্যান স্টেট ব্যাংকের ছত্তিশগড়ের সিনিয়রমোস্ট স্কেল সেভেন অফিসার নিজের স্ত্রীকে উপঢৌকন দিয়েছিলেন। এটি এস বি আই সার্কেলে স্বীকৃত ঘটনা। আমাকে অন্যেরা ছাড়াও তৎকালীন জেনারেল ম্যানেজার নিজে বলেছিলেন।
    আর এই সবচেয়ে বড় ব্যাংকের অফিসাররা কিভাবে পয়সা কামান, অডিটরকে ধমকে পেয়ারের ইন্ডাস্ট্রিজের ব্যাড অ্যাকাউন্টকে গুড্‌ সার্টিফিকেট দেয়াতে থাকেন তা তো নিজের চোখে দেখেছি। আর কে না জানে এই দুনিয়ায় ফ্রি- লাঞ্চ বলে কিছু নেই!
    আজ থেকে বচর তেইশ আগে বড় ব্যাংকটির এম ডি ছিলেন জনৈক আনন্দশংকর।
    ""আউটলুক'' পত্রিকা স্টোরি করার চেষ্টা করলো যে গরমের সময় ওনার সপরিবার ইংল্যান্ড প্রবাসের খরচ একটি কোম্পানি দিয়েছে,বদলে তাদের বিশাল ক্রেডিট লিমিট দিতে হয়েছে।
    মহাশয় প্রথমবার বিভিন্ন মহলে ধমকে-ধামকে খবরটা প্রায় চাপা দেওয়ালেন। পরের বছর পত্রিকাটি কোমরবেঁধে লাগলো। আনন্দশংকরকে স্বেচ্ছায় অবসর নিতে হল।
    ভিলাই স্টীল প্ল্যান্টের জেনারেল ম্যানেজার পৃথ্বীরাজ আহুজার জরুরী অবস্থার সময় চাকরি যায়-- মাতাল অবস্থায় অফিসার্স ক্লাবের্ব সুইমিং পুলের সামনে রাশিয়ান দোভাষী মহিলার হাত ধরে টানাটানি করে চড় খাওয়ার পর।
    দিল্লির পাঞ্জাবী লবির জোরে পোস্ট পাওয়া এই লোকটির নারীখেকো কালচার্সর্বজনবিদিত ছিল।
    বৌদের ভেট চড়ানো অল্পশিক্ষিত লোকজনের চটপট প্রমোশন হত, কারু কারু জন্যেনতুন ডিপার্টমেন্ট খোলা হত। দুর্ভাগ্য এই যে এক বাঙালী অফিসার ম্যাট্রিক পাশ হয়েও ওনার প্রসাদে একটি বিভাগের প্রধান হয়ে বসলেন, তাঁকে যোগ্য করতে ফ্রান্স থেকে ট্রেনিংম্‌করিয়ে আনানো হল।
    সুন্দরী বিধবারা চাকরি ও কোয়ার্টার পেতেন জদি ওনাকে নিয়মিত ছুটিছাটায় বাড়িতে আপ্যায়ন কারার গ্যারান্টি থাকে।
    যাকগে, ডিমের ঝোল দিয়ে ভাত খেতে যাই, মুখের স্বদ খারাপ করে কি হবে।
  • r | 125.18.104.1 | ১৭ জুন ২০০৯ ১৩:৩৪411450
  • পাইয়ের ইস্যুটা ইন্টরেস্টিং।

    এই ধরনের হেজিমনি তৈরি সি পি এমের ঘোষিত পলিসি কি না জানি না। কোনো আন্ত:-পার্টি দলিল আছে কি?

    অন্য বামপন্থী দলগুলো এই রাজনৈতিক হেজিমনিতে বিশ্বাস করে না? বিশেষত: লিবারেশন আর সি পি আই (মাওবাদী)?

    সংহতিতে একটা ইন্টারেস্টিং লাইন দেখলাম:

    "Such a situation necessitates continuous dialogues among different streams of radical left and other democratic voices."

    র‌্যাডিকাল লেফ্‌ট ডেমোক্র্যাটিক? কবে থেকে?

    মুক্তাঞ্চলে কি সব পার্টির রাজনৈতিক কাজকর্ম অনুমোদিত?

    লিবারেশন আর সি পি আই (মাওবাদী) ডেমোক্রেটিক সে¾ট্রালিজ্‌ম আর পার্টি লাইন মেনে চলা- সাবেকী কমিউনিজমের এই দুই স্তম্ভ বিসর্জন দিয়েছে?

    লিবারেশন বা সি পি আই (মাওবাদী)-র অন্তিম লক্ষ্য বামপন্থী হেজিমনি নয়?

    র‌্যাডিকাল লেফ্‌ট পার্টিকর্মীরা "আমাদের লোক"-"ওদের লোক" বলেন না? আমার অভিজ্ঞতা যদিও উল্টো। :-)

    কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে সি পি এম যেমন থার্ড ফ্রন্ট নামক জগাখিচুড়ি বানায়, সি পি এমের বিরোধিতা করতে গিয়ে হুবহু একই স্ট্র্যাটেজিতে র‌্যাডিকাল লেফ্‌ট ডেমোক্র্যাটিক হয়ে যায়, বা বোধির জবানে, "চন্দ্রবাবু-কারাত এক জায়গায় এলে মানবাধিকার-কংগ্রেস-মুক্তাঞ্চল এক জায়গায় আসতে অসুবিধে থাকার কথা নয়।"
  • h | 206.195.19.42 | ১৭ জুন ২০০৯ ১৫:১৪411452
  • এমন ভাবে আমারে আদ্ধেক কোট করলা, যারা শুধু তোমার লেখা পড়বে, তারা আমার বাইক্যটা ভুল ভাল বুঝবে, কি ক্যাও ছেলে মাইরি।
  • r | 198.96.180.245 | ১৭ জুন ২০০৯ ১৫:২৫411453
  • আচ্ছা।

    'এটুকু মনে করিয়ে দিচ্ছি, কেসটা একই গোত্রের।"

    আর টাইপাতে পারব না। ;-)
  • Arijit | 61.95.144.123 | ১৭ জুন ২০০৯ ১৫:৩৬411455
  • ঘোষিত সমর্থকের ওয়েবে কোথাও একটা পোস্ট আর পার্টির ঘোষিত পলিসি সমার্থক কইর‌্যা ফালাইসে। আমি এমন কোনো ডকুমেন্টেড পলিসি দেখিনি। তবে হপ্তা তিনেক ধরে টেলিগ্রাফ এই রকমই একখান লাইন নিয়েছে বটে - মধ্যমেধা, নেপোটিজম এবং অনিল বিশ্বাস।
  • h | 206.195.19.42 | ১৭ জুন ২০০৯ ১৫:৩৯411456
  • আনফর্চুনেটলি, স্থানীয় রাজনীতি বিষয়ে, বাংলার উচ্চমেধাদের হয়ে ভাবনা চিন্তাটা করে দেওয়ার সামাজিক দায়িঙ্কÄ দীর্ঘ দিন ধরেই আবাপ নিয়েছে। ইংরেজি ও বাংলায়।
  • shyamal | 67.60.248.108 | ১৭ জুন ২০০৯ ১৬:৩৯411457
  • রঞ্জনদা স্টেট ব্যাঙ্কে করাপশন নিয়ে যা বললেন, সেটা ঠিক এই থ্রেডের অংশ না হলেও বলছি। আমি অনেককাল আগে কোন একটি থ্রেডে বলেছিলাম যে সরকারী সংস্থায় দূর্নীতি বেসরকারীর চেয়ে হাজারগুণে বেশী। বেসরকারী সংস্থায় স্টেট ব্যাঙ্কের ঐ এম ডিকে স্বেচ্ছাবসর নিতে হতনা। কাগজে প্রথম রিপোর্ট বেরোনো মাত্র তার চাকরী যেত।
    এ প্রসঙ্গে বলি, আদিত্য বিড়লার একটি ইন্টারভিউ পড়েছিলাম অনেকদিন আগে। তিনি বলেছিলেন, আমার কোম্পানীতে যদি কারো নামে দুর্নীতির অভিযোগ আসে, আগে তার মাইনে বন্ধ হয় আর সে সাসপেন্ড হয়। তারপর দেখা হয় অভিযোগ সত্যি কিনা। সত্যি হলে সঙ্গে সঙ্গে চাকরী যায়। এটা সরকারী সংস্থায় কবে হবে?

    যাই হোক, একথায় গুরুচন্ডালীর বেশ কিছু জনতা হাঁ হাঁ করে উঠেছিলেন। এ কি কথা? বেসরকারী কোম্পানীতে দুর্নীতি কম? এ মিথ্যে কথা। আমার আরেকটা বক্তব্য ছিল যে সরকারী কোম্পানী বেসরকারী করে দিলে দুর্নীতি রাতারাতি উবে যাবে।

    দুধরণের দুর্নীতি আছে। কোন কোন বেসরকারী সংস্থা হয়তো ব্রীজ বানাতে গিয়ে সিমেন্ট কম দেয়। যদিও নামী সংস্থা এরকম করে না বলেই আমার ধারণা। এতে তারা খদ্দেরের ক্ষতি করে।
    কিন্তু সরকারী সংস্থায় দুর্নীতি মুলত: নিজের কোম্পানীর ক্ষতি করে। কদিন আগে বেরিয়েছে যে কাশীপুরের গান ফ্যাক্টরীর হেড হঞ্চোর বাড়ি থেকে কয়েক কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে। আই এ এস অফিসারদের ছেলে মেয়েরা বিদেশে পুরো টিউশন দিয়ে পড়তে যায় কোন বেসরকারী কোম্পানীর টাকায়, এতো সবাই জানে।
  • ranjan roy | 122.168.232.122 | ১৭ জুন ২০০৯ ১৮:৪৭411458
  • হে ভগবান! শ্যামল! এইডা কি কইলাইন? আমিও হাঁ-হাঁ কইর‌্যা উঠলাম।
    আপনার আই এ এস ও আমার ব্যাংকের উদাহরণে এটা স্পষ্ট নয় কি যে পাবলিক সেক্টরে করাপশনের উৎস হল প্রাইভেট সেক্টর।
    সরকারী অফিসারদের ঘুষ দিয়ে মালে কোয়ালিটি কম্প্রোমাইজ করা, মিথ্যে বিল পাস করা, অন্য প্রতিযোগীদের ল্যাং মেরে -- ইত্যাদি কে করায়?
    উদাহরণ দিচ্ছি।
    মধ্যপ্রদেশে সরকারী বাস বন্ধ হয়ে গেল।
    বিদ্যুৎমন্ডল লসে চলছিল। কারণ কি?
    বাসের কন্ডাক্টর বা স্টোরের ইন্‌চার্জ দু'নম্বরী করে যা কামায় বা লাইনম্যান মিটারের চুরি না ধরে যা কামায় তা ফ্যাকটরি গুলোর বিজলি চুরির চেয়ে অতিসামান্য।
    সমস্ত প্রাইভেট সেকটর প্রফিট মোটিভের ফলে বিজলি,সেস, ট্রান্সপোর্ট, ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড সব জায়গা থেকে ঝাড়ে, ফাঁক পেলেই। পি আর ও দের কাজই হচ্ছে ঘুষ দেয়ার কন্ডুইট বের করা।
    হ্যাঁ, নিজেদের কর্মচারি যদি মালিকের প্রফিট থেকে একপয়সাও ঝাড়ে তবে সঙ্গে সঙ্গে অ্যাকশান নেয়। এটাই আপনার আদিত্য বিড়লার কথিত অনেস্টি!
    বিলাসপুরের স্পিনিংমিলের মালিক বিড়লার জামাই। ফ্যাকটরিকে চুষে রাতারাতি মেশিন বের করিয়ে নিল। লক আউট ঘোষণা করলো। গ্র্যাচুইটি-প্রভিডেন্ট ফান্ড এসব কোর্ট কেসে ফাঁসিয়ে দিয়ে কোলকাতা পালিয়ে গেল। শ্রমিক পরিবারগুলো ল্যাক্টোবন্‌বন্‌ চুষলো। ভিখিরি বা ফিরিওয়লা হয়েগেল।
    সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ, জন-অরণ্য, বা মধুর ভান্ডারকরের কর্পোরেট ভারতে বা ইউরোপে সর্বত্র প্রাসংগিক।
    সি এ ফার্মগুলো যে ট্যাক্স ফাঁকি দেয়া শেখায় বা ঘুষ দেয়া নেয়ার মাধ্যমের কাজ করে তা কি আপনি জানেন না?
    সত্যম নামক আইটি জায়ান্টের কেস দেখার
    পরেও?
    হর্ষদ মেহতা কেসে ব্যাংক অফিসারদের ঘুষ হিসেবে মারুতি গাড়ি উপহার কে দিয়েছিলো?
    পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কী পরিমাণ পেমেন্ট কালোটাকায় হয় তা জানেন না? রিয়েল এস্টেটে? কন্সট্রাকশন শিল্পে? ডিফেন্সে পার্চেজে মন্ত্রী ও আমলাদের ঘুষ কে দেয়? জুদেব-বঙ্গারু-বোফর্স মনে করুন।
    আপনার মডেল মানলে পুরো দেশের প্রশাসন প্রাইভেট সেকটরকে, থুড়ি কোন একটা হাউসকে দিতে হবে। তাহলে আন্তরিক করাপশান থাকবে না।কিন্তু বিদেশের সঙ্গে লেনদেন এ থাকবে।
    আপনার ফর্মূলায় লালবাতি এলাকার মেয়েদের অপরাধ ও রোগের উৎস বলে ধরা হবে, মাসি,দালাল ও খদ্দেরদের নয়।
  • kallol | 220.226.209.2 | ১৭ জুন ২০০৯ ১৮:৫৬411459
  • সরকারী কোং-এর অপিসারকে বেসরকারী কোংরা যাদের হাতে টাকা পাঠায় (গোটাটাই নগদায় হয়) সেই বেসরকারী অপিসাররা যা টাকা মারে তারও লেখা যেখা নেই (আক্ষরিক অর্থে)।
    এমন কত দেখলাম।
    এক ফ্যাক্টারির জিএম, অ্যালকোহলের বদলে জল ভরে ট্যাঙ্কার ওজন করিয়ে - অ্যালকহলের বিল পাস করতো। ধরা পড়ার পর কোটি কোটি কালো টাকা এবং তার সমস্ত পাওনা গন্ডা সমেত সে ইস্তফা দিলো। কোন মামলা হয় নি। কোন টাকা কাটা যায় নি। কারন সে ""অনেক"" কিছু ফাঁস করে দেবে বলেছিলো। তাতে কোং ফেঁসে যেতো।
    সব বেসরকারী কোং-ই চালুনী - সে আর ছুঁচকে কি বলবে !!!
  • shyamal | 67.60.248.108 | ১৭ জুন ২০০৯ ১৯:৪০411460
  • রঞ্জনদা,
    আপনার সঙ্গে একমত। শুধু আপনার লেখা পড়ে মনে হবে প্রাইভেট কোম্পানী অতি আনন্দের সঙ্গে ঘুষ দেয় সরকারী বাবুদের।

    মূল দোষটা যে ঘুষ দিচ্ছে তার নয়। যে ঘুষ নিচ্ছে। করাপশন একটি সিম্পটম যার মূলে আছে অযথা কিছু লোককে অন্যায়মত পাওয়ার দেওয়া। এটা আসল কারণ। পাওয়ার সরিয়ে নিন। ঘুষ উবে যাবে।
    কি রকম পাওয়ার? বিভিন্ন ইন্সপেকশন। বেসরকারী কোম্পানীর মুল্যায়ন। ইত্যাদি আরো অনেক কিছু। যত বেশি ইন্সপেকটর লাগাবেন তত বেশি করাপশন হবে কিন্তু যে জন্য ইন্সপেকটর লাগিয়েছেন তার কোন সুফল হবেনা। কারণ ইন্সপেকটর ঘুষ খেয়ে বাজে লোককে কনট্র্যাক্ট পাইয়ে দেবে।

    পুরো দেশের প্রশাসন নয়, কিন্তু সব পাবলিক সেক্টর সংস্থা, টেলিফোন, বিদ্যুৎ, রেলওয়েজ ( রেল লাইন সরকারী থাকুক, ট্রেন বেসরকারি), স্টিল, কয়লা, অন্যান্য খনিজ বেসরকারী করা হোক। খনি বেসরকারি কোম্পানি চালালেও সরকারকে ফি দিতে হবে আর সরকার চাইলে রপ্তানী নিয়ন্ত্রণ করতে পারে।
  • Samik | 219.64.11.35 | ১৭ জুন ২০০৯ ১৯:৪৩411461
  • বেসরকারি অবধি যাবার দরকার নেই। সরকার নিয়ন্ত্রিত সংস্থা আর সরকারের মধ্যেই কত লেনদেন চলে। যেমন এনটিপিসি আর মিনিস্ট্রি অফ পাওয়ার।

    হুঁ হুঁ বাওয়া, আমিও কিছু কিছু জানি।
  • pi | 69.143.119.233 | ১৭ জুন ২০০৯ ২০:২২411463
  • র দা, মাওবাদীদের কাজকর্ম যত দেখছি,তত ই বিশ্বাস করছি তো, তারাও এই হেজিমনিতে বিশ্বাস করে। ভীষণভাবে।

    আর আমারো প্রশ্ন, এ নিয়ে পার্টির ভিতরে কোনো লিখিত ডকুমেন্ট বা মৌখিক নির্দেশাবলী আছে কিনা।
  • a | 122.163.168.182 | ১৭ জুন ২০০৯ ২০:২২411462
  • আর বেসরকারী কোং যে করাপ্টেড হবে না সেই গ্যারান্টি কোথায়? অনেক ক্ষেত্রেই হয় আর প্পোচ্চুর বড় বড় কথা বলে QRM, Ethics, Risk এসব নিয়ে।
  • Suvajit | 58.170.178.79 | ১৭ জুন ২০০৯ ২০:২৪411464
  • এখানে আলোচনা শুনে যা বুঝলাম, যে কংগ্রেস আমলে সিপিয়েম করলে চাকরি/সুবিধা পাওয়া যেত না আর সিপিয়েম আমলে সিপিয়েম না করলে চাকরি/সুবিধা পাওয়া যায় না। এটুকুই যা তফাৎ।
    নিজের লোক ঢোকানো তো ঠিক আছে, কিন্তু সেই লোককে কাজও তো করতে হবে। কাজকম্ম সব সেকেন্ডারি শুধু লাল ঝান্ডা কাঁধে নিয়ে ঘুরলেই হোলো। আর তার সাথে কাঠিবাজি। সিপিয়েম বিরোধীদের যত ডান্ডা মেরেছে তার ১০% ডান্ডা যদি এখানে মারত তাহলে আরও বহুদিন রাজত্ব করতে পারত।
    অ্যাকাডেমিক্সের কথা হলে এটাও দেখতে হবে যে, সিপিয়েম সরকারের আমলে শিক্ষকদের মাইনে কি রকম বেড়েছে। কংগ্রেস আমলের সেই হতদরিদ্র শিক্ষকের কন্সেপ্ট এখন আর আছে কি?
  • T | 203.101.108.91 | ১৮ জুন ২০০৯ ১৮:০৩411466
  • PSU, থুড়ি CPSU-তে corruption নেই বা জনতা টাকা খেয়ে বা খাইয়ে নিজেদের সুবিধা করেনা, এ কথা তো পাগলেও বলবেনা।

    আমার বক্তব্য শুধু এটুকু-ই ছিলো যে সমস্ত GM এবং ED-রাই ঘুষ খাইয়ে সেই জায়্‌গায় পৌছয়, সেটা সঠিক নয়, অন্তত: আমার অভিজ্ঞতায়, Director বা Chairman সম্পর্কে কিন্তু এ কথা আমি বলিনি কারণ সে ব্যাপারে তেমন অভিজ্ঞতা নেই............যাই হোক, এ নিয়ে আর ভাটিয়ে লাভ নেই, আরিজিতের কথাতেই বলি কেউ কোনো উদাহরণ দিলে তার উল্টো উদাহরণ-ও দেওয়া যায়, আর কোনোটই তাতে মিথ্যে হয়ে যায় না।

    আর শ্রাবণী, আপনি কি প্রসঙ্গে মমতা সিপিএম আর বাংলা-কে টেনে আনলেন বুঝলাম না, আমি তো এই ব্যাপারে নিজেকে বিশারদ বলেও দাবি করিনি বা এই সুতোয় এই নিয়ে কিছু মন্তব্য করেছি বলেও মনে করতে পারলাম না........
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন