এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সি।পি।ম কি? সি।পি।ম কে?

    sahana
    অন্যান্য | ২৪ এপ্রিল ২০০৯ | ৭৭০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shrabani | 124.30.233.105 | ১৬ জুন ২০০৯ ১৭:৩০411401
  • আলোচনা গুলো দেখতে বেশ ভয়ংকর লাগলেও আসলে এগুলো গুরুর চিরাচরিত, নতুন কিছু নাই- "যে যেখানে দাঁড়িয়ে"।
    আমার কাছে নতুন শুধু নিজের চিন্তা আর রিয়্যাকশন! কাল থেকে আর্ট অফ লিভিং করব।:)
  • ranjan roy | 122.168.88.111 | ১৬ জুন ২০০৯ ১৭:৩৫411402
  • গাল কোথায় দিলাম? চোখ বুজে বা খুলে?
    গাল দেওয়া তো আপনার একাধিকার ভাই!
    প্রথমে কল্লোলকে দিলেন-- কংগ্রেস ও লিবার‌্যলের আঁতাত দেখিয়ে।
    তারপর আমাকে আনন্দ পুরস্কার দিতে চাইলেন, পেতে গেলে কি কি করতে হবে তা নিয়ে দুপাতা লিখলেন।
    আর আপনার নিজের পোস্টটাই দেখুন। কৃষি ঋণ মকুবের ব্যাপারটাকে আপনিই তুলেছেন, তাও শুধু বড়চাষির মাপ হয়েছে বলে।
    আমি শুরু করেইছিলাম এইবলে যে আলোচনাটাআবার বক্তব্য ছেড়ে ব্যক্তির ওপর কমেন্টের দিকে যাচ্ছে, এটা এড়ানো যায় কি না!
    যাকগে ,ছাড়ান দ্যান, এই মেধাহীন ব্যক্তিটি এখন একটি চ্যানেলে তেজাব ফিলিমে মাধুরীর নৃত্য দেখিবে।
    শ্যামল,
    না, ষাটের দশকের শেষের দিকেও ছিল। নাকতলা স্কুলে ১৯৬৭তে অর্ণবস্যার বি এচ উ থেকে ম্যাথস্‌ এ মাস্টার্স করে এলেন। যোগ্য লোক। তিনমাস পড়ে কমিটি নোটিস ধরিয়ে দিল।
    তখন শিক্ষক-ছাত্র মিলে সাতদিন আন্দোলন করে বহাল করতে হয়েছিল।
  • ranjan roy | 122.168.88.111 | ১৬ জুন ২০০৯ ১৭:৪২411403
  • ও হ্যাঁ, সিপিএমেল এ যে প্রথম দু'বছরের পর কোন বিতর্ক হয় নি শুধু গলাকাটা হয়েছে--- এটাইতো আমি লিখেছি। তাহলে সেখানে বিতর্কের অবকাশ নিয়ে আমাকে প্রশ্ন কেন?
    আসলে আপনার বক্তব্য পছন্দ না হলেই আপনি বক্তাকে হয় তিনোমূল,নয় কংগ্রেস, নয় নকশাল রাবার স্ট্যাম্প লাগাবেনই।
    কেন? এখানে আমরা আপনার মত গুরু বা আমার মত চন্ডাল, এইটুকু ছাপ কি যথেষ্ট নয়।
  • T | 203.101.108.91 | ১৬ জুন ২০০৯ ১৭:৪৪411404
  • এটা শ্রাবণী-কে
    director-এর ব্যাপারে সত্যিই জানিনা political influence কতটা থাকে, কিছু তো থাকে নি:সন্দেহে, কিন্তু পি এস ইউ-তে শুধুমাত্র যোগ্যতা-র জোরে executive director হওয়া যায়না এই তথ্যটি সঠিক নয়। জানিনা আপনি কটা পি এস ইউ-র অভিজ্ঞতার ভিত্তিতে এটা লিখলেন। আর কোটি টাকা খরচ করা? পি এস ইউ-তে চাকরি করে কোটি টাকা রোজগার কি করে করা যায় বলুন তো?
  • h | 206.195.19.43 | ১৬ জুন ২০০৯ ১৮:১১411405
  • আপনি গাল দিলে বন্ধুঙ্কÄপূর্ণ সমালোচনা, আর আমি আপনার যুক্তিকে খন্ডন করার চেষ্টা করলে সেটা গাল এটা চমৎকার ব্যবস্থা। আনন্দ পুরস্কারের সম্ভাবনার কথাটা ভেবে চিন্তেই বলেছি। মেটাফর হিসেবে। কারণ সুবিধেজনক, পোলিটিকাল একসিজেন্সী অনুযায়ী মেধা ব্যবহারের আর্টটি তাঁরা বঙ্গ মানসে অত্যন্ত ভালো ভাবে রোপণ করেছেন। আপনার বক্তব্যের কোন জায়গাটিকে আক্রমণ করে কথাটা বলেছি, সেটার পুনরাবৃত্তি আর করছিনা, সময়ের প্রয়োজনে নানা সাজানো ঐতিহাসিক যুক্তি ও রেটোরিক কাছাকাছি আসে। অসম্ভব হলেও রাজনৈতিক অ্যালাইনমেন্ট হয়। চন্দ্রবাবু-কারাত এক জায়্‌গায় এলে মানবাধিকার-কংগ্রেস-মুক্তাঞ্চল এক জায়্‌গায় আসতে অসুবিধে থাকার কথা নয়। এটুকু মনে করিয়ে দিচ্ছি, কেসটা একই গোত্রের। এই কন্টিনিউআস রিঅ্যালাইনমেন্ট চলেই থাকে, কেউ স্বীকার করে কেউ করে না। কল্লোলদার বক্তব্যের বিরোধীতা এই একই কারণে করেছি। যাক গে নাচ দেখুন। মাধুরী বলে কথা। নো কম্প্রোমাইজ।
  • h | 206.195.19.58 | ১৬ জুন ২০০৯ ১৮:৩২411406
  • আর শেষ কথা হল, উচ্চ মেধাদের ক্যাম্প বিভাজনে একটা সময়ের ব্যাপার আছে। সময়ের ব্যাপার থাকলেই , আইডিয়ার জগতেও একটা রূপান্তরের ব্যাপার থাকে। বলার সুবিধের জন্য এরকম ভাবে ভেবে দেখতে পারেন।

    বিংশ শতকের শুরুর দিকে বলশেভিক বিপ্লবের সময় দিয়ে, বিকল্প আলোচনা বলতে কয়েক রকমের জিনিস বোঝাতো। এক হল, বিকল্প রাষ্ট্র নির্মাণ। দুই হল মেটেরিয়ালিজম আর এম্পিরিসিজম এর ধারণা। এই আলোচনায়, সোভিয়েত পদ্ধতির সঙ্গে, পরে স্পেনের গৃহযুদ্ধ, ফ্যাসীবাদের বিরুদ্ধে লড়াই, একটু পরে কলোনী গুলির স্বাধীনতা আন্দোলনের ও তদুপরি ভিয়েতনাম ও চীনের অভিজ্ঞতা থেকে একটা ভাস্ট বহু বিচিত্র মাত্রার ন্যারেটিভ তৈরী হয়। এই ন্যারেটিভ কে সে আমলের , আমরা যাঁদের এনলাইটেনমেন্ট ট্র্যাডিশনের লোক হিসেবে জানি, সেই সব লোকেরা নিজের নিজের বিষয়ে নিজের মত করে কাজ করেছেন। সোশাল হিস্টরির ধারা গুলো দেখলে, মধ্যযুগের আলোচনায় ধর্মীয় সংগঠন বা পলিটি সম্পর্কে আলোচনায় এই ঘরাণার বৈচিত্র পরিষ্কার।

    এর মধ্যে একটা দিকে মূলত: ব্ল্যাক আইডেনিটিটি পলিটিক্স, নারীবাদী লেখা যোখা ও আন্দোলন আর ছাত্র আন্দোলনের ঘরাণা, যে সব হিস্টরিকাল রিয়েলিটির মধ্যে থেকে গড়ে উঠেছিল সেটাই পরে মার্ক্সবাদ শুধু নয়, এনলাইটেনমেন্ট ধারণা গুলো সম্পর্কে কতগুলো ফান্ডামেন্টাল প্রশ্ন তৈরী করে। কলোনী, ওরিয়েন্ট ও অক্সিডেন্ট এইসব বিষয় গুলির আলোচনায়, এই বিভিইন্ন থট ট্র্যাডিশনের বিভিন্ন বাঁকে আমরা যাঁদের বড় মাপের বুদ্ধিজীবি বলে শ্রদ্ধা করি তাঁরা কাজ করেছেন।

    ব্যক্তিগত ভাবে কে কোন পার্টিকে সমর্থন করেছেন, কার থিসিসে কϾট্রবিউট করেছেন, করলে সেটা কতটুকু গৃহিত হয়েছে, বা গৃহিত হলে আদৌ সেটা পোলিটিকাল প্রোগ্রামে কতটুকু প্রভাব ফেলেছে, আর পার্টির কার্যপদ্ধতিতে আদৌ প্রভাব ফেলেছে কিনা, সেগুলোর সঙ্গে ইন্টেলেকচুয়াল ট্র্যাডিশনের সম্পর্ক নেই তা নয়, কিন্তু ক্যাম্পের ব্যাজ দিয়ে তার মাপ হয় না।
  • arjo | 168.26.215.13 | ১৬ জুন ২০০৯ ১৯:১৪411407
  • যা বুঝলাম, এই মার্ক্সবাদ ব্যপারটা বড্ড কঠিন আর বোঝাটা খুব পরিশ্রম সাপেক্ষ। শুধু ৫০০ পাতার দুটো বই পড়লেই হয় না। অর্থনীতি জানতে হয়, পলিটিকাল সায়েন্স বুঝতে হয় আর ইতিহাস ফলো করতে হয় এবং কন্টিনিউয়াসলি করে যেতে হয়। থিওরীর মূলেই ইনহেরেন্ট বৈষম্য, 'মেধা' বেশি না থাকলে ইজমটাই বোঝা যায় না। বোঝা না গেলে পার্টির গাইডলাইন ঠিক করা যায় না। কিন্তু মার্ক্সইজম কি বলে? না মজদুর শ্রেনীর লোকজনের 'মেধা' বেশি হতে পারে না কারণ তারা সারপ্লাস ভ্যালু তৈরী করতে ব্যস্ত। তাদের 'মেধা' বাড়িয়ে নেওয়ার সময়ই নেই। অর্থাৎ যাদের জন্য পার্টি তারা কোনো গাইডলাইন তৈরী করতে পারবে না কারণ তাদের কোনো 'মেধা' নেই। অতএব যা হয় ওপর তলাটা ক্রমশ এলিট ও প্রিভিলেজড শ্রেনীতে - যাদের 'মেধা' বেশি - ভরে যায়। তারা নির্দেশ দেন পার্টি কমিউনিস্টের স্বার্থ রক্ষা করতেই হবে। মূল লক্ষ্য দুনিয়ার মজদুর এক করা। সেটাই লোকাল কমিটিতে এসে পার্টি কর্মীকে চাকরী পাইয়ে দেওয়া হয়। রামবাবুকে ছেলেমেয়ে নিয়ে শুয়ে থাকতে বলার সাথে রামবাবুকে মেয়েছেলে নিয়ে শুয়ে থাকতে বলার মধ্যে যা পার্থক্য। উপরতলার লোকে খবরই রাখে না যে রামবাবুর ছেলেমেয়ে নেই। আর নীচের তলার লোকে ভাবে কি মহত কাজই না করলাম, সবই কমিউনিস্ট ম্যানিফেস্টোতে লেখা আছে। পিনাকীকে ডিটো দিলাম। থিওরীর আড়ালে নেপোটিজম ভয়ংকর।
  • r | 125.18.104.1 | ১৬ জুন ২০০৯ ১৯:২৩411408
  • "উল্টা বুঝিলি রাম" কেস। :-)
  • r | 125.18.104.1 | ১৬ জুন ২০০৯ ১৯:২৫411409
  • পিনাকীই বলল তাঙ্কিÄক উৎকর্ষ দরকার। আজ্জো এই আইডিয়াটাকে ব্যঙ্গ করে পিনাকীকে ডিটো দিল। :-D
  • arjo | 168.26.215.13 | ১৬ জুন ২০০৯ ১৯:৩৫411411
  • না না পিনাকীকে ঐটায় ডিটো দিলাম। বাকীটায় নয়। এত লোকে এত কথা বলেছে। এট্টু দেরীতে এলেই সব টই ধাঁধা।
  • sayan | 115.108.25.26 | ১৬ জুন ২০০৯ ১৯:৩৭411412
  • রাফা রঞ্জন্দাকে এই প্রথম মেজাজ হারাতে দেখলাম। ফেডেক্স হানুদার ফোরহ্যান্ড ড্রপশটগুলোকে টপস্পিন দিয়ে বেসলাইনে উইনার মারুন - ক্রেম দে লা ক্রেম গেম হবে। কাম অন বাক আপ। :))
  • r | 125.18.104.1 | ১৬ জুন ২০০৯ ১৯:৪০411413
  • ইন ফ্যাক্ট, এই থিওরির আড়ালে নেপোটিজম নিয়েও বক্তব্য আছে। মেরিটের আড়ালে নেপোটিজম, বা আইডেন্টিটি পোলিটিক্সের (আগে থিওরি বলতে সাবেকী মার্ক্সবাদী থিওরি বোঝানো হয়েছে নিশ্চয়) আড়ালে নেপোটিজম, ভয়ঙ্কর নয় কেন? বা, নেপোটিজমের অর্থ যদি হয় অধিক মূল্যের বিনিময়ে নীলামের একটি সুবিন্যস্ত ও সুদৃঢ় চিরস্থায়ী বন্দোবস্ত, তাই বা ভয়ঙ্কর নয় কেন?
  • arjo | 168.26.215.13 | ১৬ জুন ২০০৯ ২০:০২411414
  • সব নেপোটিজমই খারাপ। একটা নোন ডেভিল আর একটা আদর্শের মোড়কে মোরা। বাম নেপোটিজমে অনেক অ্যাপারেন্টলি ভালো লোককে আদর্শের আড়ালে 'পাইয়ে' দেওয়ার রাজনীতি করতে দেখেছি চোখের সামনে। কারন তিনি পার্টি লাইনের চশমা চোখে দেখছিলেন আর বুঝছিলেন এবং বোঝাচ্ছিলেনও। এর প্রভাব দীর্ঘমেয়াদী, সুদূরপ্রসারী, অন্তত প:ব:য়ের পরিপ্রেক্ষিতে তাই ঘটেছে।

  • sayan | 115.108.25.26 | ১৬ জুন ২০০৯ ২০:০৫411415
  • যেমন উদা: -
    জনৈক অংকের শিক্ষক রিটায়ারমেন্টের প্রাক্বালে মিছিলে মিছিলে চড়া রোদ মাথায় ঘুরছেন; যদি পার্টি ছেলের জন্য ইস্কুলের চাকরীটা "পাইয়ে দেয়'।
  • dd | 122.167.5.164 | ১৬ জুন ২০০৯ ২০:৫০411416
  • আচ্ছা এই যে মেধা পাটেকার - হ্যাঁ? তা,উনি কেমন মেধা - উচ্চ,মধ্য না নিম্ন ?
    সেটা কে বলবে ?
  • ranjan roy | 122.168.11.197 | ১৬ জুন ২০০৯ ২০:৫২411417
  • সায়ন,
    এমন করে হটাৎ হাসিয়ে দিলে যে রাগ কপ্পূর হয়ে গেছে।
    তবু বলি-- সরি! মানুষ বটি, রাগ হতেই পারে। কিন্তু লেখায় সেটা প্রকাশ পাবে কেন? বুড়ো হবার লক্ষণ? খেঁকুরে বুড়ো? কি ভয়ংকর!
    যাকগে, মাধুরীর নাচ শেষ।
    সরি হনু, আমি বুঝতে পারিনি যে আপনি আমাকে গালাগাল দেন নি। আনন্দ পুরস্কার নিয়ে এতবার বলাটা আসলে মেটাফর! তাও কারত-চন্দ্রবাবুর কনটেকস্টে!
    আসলে আমার কাছে আনন্দ পুরস্কারটাই গালাগাল।
    এখন মেধাহীন লোকেরা একটু সোজাসুজি কথা বলে। আপনি একবার বলুন দেখি আমি গালটা কোথায় দিলাম, যেটা আপনার মেটফর মনে হয় নি, বিশুদ্ধ গালাগাল মনে হয়েছে? আজকের পোস্ট থেকে একটা উদাহরণ দিন। তাহলেই লাভ-অল্‌।

    আবার ভাল করে আপনার ও আমার লেখা পড়লাম। আমিতো বিশেষ উচ্চমেধার সেমিনাল কাজকম্মের্সঙ্গে বিশেষ পার্টির্সম্পর্কের কোন প্রভাব নেই মনে করি বলেছি।
    কল্লোলের মেধা নিয়ে আলোচনার প্রসঙ্গে ওর ঠিক উল্টো কথা বলেছি যে যত বেশি বামে ঝুঁকছে, তত উচ্চমেধার লোকের সংখ্যা কমছে। এও বল্লাম এম এল গ্রুপে প্রথম দু'তিন বছর পড়াশুনো-বিতর্ক হত, তারপর শুধু গলাকেটে সমস্যার সমাধান খোঁজা হয়েছে।
    আর চারুবাবুর লেখা আমার কাছে আবেগসর্বস্ব বিশ্লেষণহীন লেখা মনে হয়েছে।
    হ্যাঁ, এটা বলেছি যে ষাটের দশকে পার্টি অর্গানেই দার্শনিক ও আর্থ-সামাজিক ইস্যুতে বাম ও ডান পার্টিতে চাপান-উতোর চলতো, এবং তার সম্পর্ক পার্টি-প্রোগ্রামের সঙ্গে ছিল। এতে আপনার বক্তব্যের সঙ্গে বিরোধ কোথায়। আমিতো আপনার এইবক্তব্যকেও ডিটো দিয়েছি যে রঞ্জনদার এইসব কথা বলার কোন মানে হয় না। বলেছি- ছুটির দিনে হাল্কা মেজাজে ভাট বকছি। তাহলে আপনার প্রবলেমটা কোথায়? গালাগাল কোথায় দিলাম?

    আর সিপিএম কে যদি আজ একটি ইলেকশন সর্বস্ব পার্টি বলেথাকি এবং ওর ভূমিসংস্কার ও শিল্পায়নকে সিরিয়াস মার্ক্সিস্ট চিন্তার ফল না বলে ইলেকশান জেতার রণনীতির অঙ্গ বলে থাকি( রাইটলি অর রংলি), তাতে আপনাকে( বা সিপিএমকে) গালাগাল কোথায় দেয়া হল?
    আপনি কিন্তু আপনার আনন্দ মেটাফর দিয়ে ব্যক্তি রঞ্জনকে ঘা' দিলেন।

  • shrabani | 59.94.104.22 | ১৬ জুন ২০০৯ ২১:০৩411418
  • এটা T কে,
    আমি পি এস ইউ য়ের আগে একটা সি রেখেছি। গোলাবেন না। আমার পনের বছরের চাকরি একটা মাত্রই সি পি এস ইউ তে। তবে আমি আমার বক্তব্যের সাফাই পেশ করবনা, অন্তত এখানে, দায়িত্ব নিয়ে বলেছি তো, এমনি এমনি না।
    একটা সি পি এস ইউয়ে এক ব্যবস্থা আর অন্য গুলোকে ছেড়ে দেবে, রক্তমাংসে এত ভেদ করবে আমাদের নেতা-মন্ত্রীরা!

    আর এদের কোটি টাকার জোগাড় করে দিতে কোটি টাকা মাইনে পেয়ে রোজগার করে নিজের ব্যাঙ্ক ব্যালান্স থেকে দিতে হয় এরকম আজব কথা আপনাকে কে বলল!
    রিটায়ার করার পরে পরে বা তেমন তেমন হলে আগেও CVC র দয়া হয়েছে এরকম হাই লেভেলের সি পি এস ইউ অফিসার সংখ্যা কম নেই। খবরের কাগজে বেরোয়না হয়ত কারণ এগুলো মামুলী খবর।
    নেহাত বেশী অভিজ্ঞতা নেই, শোনা কথা, নাহলে কেন্দ্রীয় সরকারী এডুকেশন্যাল ইনস্টিট্যুট মায় আই আইটী ও NCERTর ডিরেক্টরদের জন্যেও একই কথা বলতাম।

    আমারই এক পরম আত্মীয় কে আই আইটীর ডিরেক্টর পদের জন্য অ্যাপ্লাই করলে তাকে ডেকে বলা হয়
    "ও বায়োডাটা অনেক লম্বা চওড়া, পড়তে সময় লাগবে। কত দিতে পারবেন সেটা আগে বলুন।"

    আমার বাড়ীতেই উঠেছিলেন যখন ওকে ডেকে পাঠানো হয়। অনেক লোক টাকার ব্যাগ নিয়ে এগিয়ে আসা সত্বেও উনি রাজী হননি। পরবর্তীকালে এই টাকা গুলো তো ওরা ফান্ড থেকেই তুলত।

    আপনি আমার অভিজ্ঞতাকে প্রশ্ন করেছেন। আমারই আপনার এদেশের সিস্টেমের সম্বন্ধে কতটা ধারণা আছে সন্দেহ হচ্ছে। শুধু মমতা সিপিএম আর বাংলা ভারতবর্ষের কতটুকু!

  • shrabani | 59.94.104.22 | ১৬ জুন ২০০৯ ২১:১৫411419
  • *অবশ্য এক ধরণের সিপিএস ইউ এর আওতায় নাও পড়তে পারে সেটা হচ্ছে সিক সিপিএসিউ। যেখান থেকে আয়ের কোনো উপায় নেই তারা টাকা জোগাড় করে দেবে কোথ থেকে!
    আর টাকার অনুপাত অবশ্য A+, A আর অন্যান্যদের মধ্যে তফাত থাকতে পারে। আমি A+এ। এখানে কোটির খেলা চলে।
  • Ishan | 12.163.39.254 | ১৬ জুন ২০০৯ ২১:১৯411420
  • এইসব তক্কের কোনো মানে নাই। পরিষ্কার খালি চোখে দেখা আছে, সিপিএম বিরোধিতা দেখলেই হেবি ক্যালায়, সেই নব্বইয়ের দশক থেকে। (বিই কলেজে ক্যালাতোনা, কিন্তু অন্য জায়গায় গেট মিটিং করতে গিয়ে ক্যালানি খেয়েছি। :) ) পলিটিকাল রিজনে ক্যালায়না, তাহলে শহীদ হয়ে যাবার চান্স আছে। তাই সাধারণভাবে বদ ছেলে বলে পুলিশ দিয়ে ঠ্যাঙায়, কিংবা আলোচনা করব বলে লেকের পাড়ে নিয়ে গিয়ে নাক ফাটিয়ে দেয়। তারপরেও ট্যাঁ ফোঁ করলে এলাকাছাড়া করে। হনু শান্তিনিকেতনে যা লিখেছে, সেটা একশবার সত্যি, যেখানে ছাপুর জোর আছে, সেখানে তারা যথেচ্ছ দাদাগিরি চালায়, কিন্তু ওটা ছাপুর জায়গায় এস এফ আই রাজ হলে, এসব হেনস্থার সঙ্গে হনুকে এলাকা বা বিশ্ববিদ্যালয় ছাড়া হতে হত।
  • rokeyaa | 203.110.243.22 | ১৬ জুন ২০০৯ ২১:৩৪411422
  • চাপ, বা তিমূচাপের কথা জানি না, ওরাও কি "মেয়েদের সাথে অসভ্যতা করেছে" বলে ক্যালায়? আর সাক্ষ্য দিতে "আক্রান্ত" মেয়েরাও চলে আসে?
  • rokeyaa | 203.110.243.22 | ১৬ জুন ২০০৯ ২১:৩৫411423
  • উহা ছাপ, চাপ নহে
  • Bratin | 117.194.97.73 | ১৬ জুন ২০০৯ ২১:৫০411424
  • "আনন্দ পুরষ্কার" বা ও ই জাতীয় ও পুরষ্কার গুলো পেতে গেলে শুধু ভালো লেখা ই কি এক মাত্র মাপকাঠি? নাকি একটি বিশেষ রাজনৈতিক দলের "কাছের লোক হিসাবে" ও প্রতিষ্ঠা পাওয়া টা ও একান্ত প্রয়োজন??
  • h | 61.95.144.10 | ১৬ জুন ২০০৯ ২১:৫৪411426
  • সরি রঞ্জনদা। নিজগুণে ক্ষমা করবেন।

    কিন্তু আমি কেন বলেছিলাম, সেটা আরেকবার ছোটো করে বলে দি। জাতপাতের রাজনীতির বিরুদ্ধে উঠতে বলেছেন রাহুল গান্ধী, এটা এবার হিন্দী বলয়ে কংগ্রেসের শ্লোগান। এটা শুনতে দারুন, আসল বক্তব্য হল, মায়াবতী আর মুঅলায়ম কে না দিয়ে আমাদের ভোট দিন, আমরা আপনার জাতের প্রার্থী ই দিইচি। এটার সঙ্গে রাজনইতিক চরিত্রে, ফসলের ভাগের ডাক, বর্গাদারকে জমি দেওয়ার পার্থক্য আছে এটা আপনার বোঝবার কথা। যদি না থাকতো, তাহলে সরকারী চাকরির কোটার সঙ্গে হিন্দী বলয়েই ভোমি সংস্কারের কথাটা উঠতে বাধা আসতো না, দলিত এমপাওয়ার্মেন্টের গল্পটাও অন্য রকম হত।
    এ দুটোকে এক-ই গোত্রের পাইয়ে দেওয়ার রাজনীতি বলে থাকে আবাপ ও তার সঙ্গে ঘনিষ্ঠ বুদ্ধিজীবিরা। মন্ডল কমিশনের আমল থেকে এই রেটোরিক চলছে।
  • vikram | 193.120.76.238 | ১৬ জুন ২০০৯ ২১:৫৪411425
  • মাঝে মঝেই বেশ ভালো লিখতে হয়। আগুনপাখি বলে একটা বই আনন্দ পুরস্কার পেলো। কি ভালো লেখা।
  • h | 61.95.144.10 | ১৬ জুন ২০০৯ ২২:১১411427
  • থিয়োরীর আড়ালে নেপোটিজম বলতে মনে পড়লো, মহা বিখ্যাত এক ভারতীয় থিয়োরেটিশিয়ান, এক মহা বিখ্যাত আমেরিকার বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রার্থী নির্বাচনের টিডিয়াস এবং ডিলিজেন্ট পদ্ধতি সমাপ্ত করে, অনেক পরিশ্রমের শেষে, এক আত্মীয়কেই একমাত্র যোগ্য হিসেবে বেছে নিতে পেরেছিলেন। সে খবর আমরা পেয়েছিলাম, এক আশাহত ধড়িবাজের কাছ থেকে।

    এরকম গল্প আকাডেমিয়ার পরতে পরতে। সমাজের জন্য দুশ্চিন্তা অর নো দুশ্চিন্তা। সিভিল প্রোপ্রাইটির জন্য গণতন্ত্রের(বিশেষত: ইরাণে) জন্য চিন্তা অর নো চিন্তা।

    এ লেগেই আছে। বোরিং ব্যাপার।
  • Suvajit | 124.182.63.79 | ১৬ জুন ২০০৯ ২২:২৪411428
  • মধ্যমেধায় অসুবিধাটা কি? সব দেশের সরকারই তো মধ্যমেধার লোকই চালাচ্ছে। পোচ্চুর পড়াশুনা করে দারুন তক্ক করতে পারলাম কিন্তু ইমপ্লিমেনটেশনে গিয়ে ছড়ালাম - এতে লাভটা কি?
    সিপিএম আন্দোলন যা করার করেছে, কিন্তু সরকারে গ্যাঁট হয়ে বসার পর নিজের সংগঠন বাড়াবার কাজে সেই ক্যারট এন্ড স্টিক পলিসি নিয়েছে। তো এই পলিসি তো সব পন্থার ক্ষেত্রেই কমন, কোথাও তাঙ্কিÄক ভাবে বলে কোথাও না বলে। তাতে যারা সিপিএমে এসেছে তারা কিছু পেতেই এসেছে, ওসব তঙ্কÄ ফঙ্কÄ তাদের কাছে সেকেন্ডারি।
    আজকে যে সিপিএম বিরোধী হাওয়া, তাও সিপিএম থেকেই বিরোধী দলে যোগদান করা লোকজনেরই অবদান। দেয়া নেওয়ার হিসাব গন্ডোগোল হয়ে গেছে তাই বিক্ষোভ, প্রতিরোধ। এই যে মাঝে মাঝেই এতজন করে সিপিএম সমর্থক, মায় পঞ্চায়েতের সদস্যরাও তৃমূ কিংবা কংগ্রেসে যোগ দিচ্ছে, এরা এককালে হয়ত কংগ্রেস করত, তারপর সিপিএম, এখন ব্যাক টু কং। এরা কি ভাবে ডানপন্থী দল থেকে বামপন্থী দলে পাল্টি খাচ্ছে/খেয়েছে? বলছে সি পি এমের হ্যান বাজে ত্যান বাজে, তো এদ্দিন বোঝে নি? যেই হাওয়া পাল্টেছে ওমনি বুঝতে শুরু করেছে।
    সি পি এমের সমালোচনার সময় একটা মেন্টালিটি মনে হয় কাজ করে যে এরকম একটা আদর্শবাদী দল কি করে এরকম আদর্শহীন কাজকর্ম করছে। এই মিথ থেকে বের হলে অনেক প্রাকটিকাল সমালোচনা করা যাবে।
  • Bratin | 117.194.97.73 | ১৬ জুন ২০০৯ ২২:৫৮411429
  • @ বিক্রম, " exception proves the rule" ?? :-))
  • arjo | 168.26.215.13 | ১৭ জুন ২০০৯ ০৩:০৯411430
  • অ্যাকাডেমিয়ায় নেপোটিজম এবং করাপশন আর সমাজের মেহনতি মানুষের স্তরে নেপোটিজম আর করাপশন কি এক? প্রশ্ন রইল। র, এই প্রশ্নটাই একটু ঘুরিয়ে করেছে। তা আমি আবার প্রশ্নটা পাস করে দিলাম। জানার ইচ্ছে রইল। আমার মনে হয় দুটো এক নয়। বিশেষত বামপন্থী দলের নীতি বিশ্লেষন করতে বসে তো নয়ই। আমেরিকায় আইভি লিগে ঢুকতে গেলে বাবা কাকা থাকলেই হয় আর পলতায় বাজারে বসতে হলে পার্টির দাদা থাকতে হয় দুটো কখনোই এক নয়।
  • shyamal | 67.60.248.108 | ১৭ জুন ২০০৯ ০৫:৪৬411431
  • খেজুরির কাছে ইটাবেড়িয়ায় সিপিএম অফিসে অস্ত্র আছে এই খবর পেয়ে স্থানীয় মানুষেরা অফিস ঘিরে ফেলেন। পুলিশ বাধ্য হয়ে এসে অফিসে তদন্ত করে। অল্প কিছু বন্দুক, গুলি আর বোমা পাওয়া যায়। কিন্তু যেটা আশ্চর্যের তা হল, সেখানে পুলিশের ইউনিফর্ম, টুপি, বেল্ট, লাঠি ইত্যাদি পাওয়া যায়।
    হিন্দি সিনেমায় অনেক সময়েই দেখা যেত, গুন্ডারা পুলিশের ছদ্মবেশ পরে নিরীহ মানুষকে আক্রমণ করছে। সেটা যে কোন রাজনৈতিক পার্টি আয়ত্ত করবে এটা ভাবা যায়নি। কে জানে ওনাদের গভীর তত্বে বোধ হয় এটাও আছে।
  • lcm | 69.236.189.2 | ১৭ জুন ২০০৯ ০৭:০১411433
  • ধুর! জনগণ সেই উনিশশো ব্রিটিশ সাল থেকে নকশাল অবধি গিয়ে আটকে গেছে।

    তাঙ্কিÄক আদর্শবাদী সিপিএম... গরীবদের মাথায় চড়ানো সিপিএম... সর্বহারার সিপিএম... ... এ সব কবে ক্লিশে হয়ে গেছে।

    ঠিক যেমন, সৎ গান্ধীবাদী নেতা... দেশপ্রেমী আদর্শবাদী কংগ্রেসী... ... এ সব কবে হাওয়া হয়ে গেছে, এমনকি হিন্দি সিনেমার ডায়ালগেও এসব আজকাল আর ব্যবহার হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন