এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমি পদ্য লিখবো

    Bhuto
    অন্যান্য | ২২ এপ্রিল ২০০৯ | ১৪৮৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 203.99.212.224 | ২৩ এপ্রিল ২০০৯ ১৫:৫৫411941
  • কি সব ছেলে, বাবা:-)))
  • d | 117.195.36.23 | ২৩ এপ্রিল ২০০৯ ১৬:০২411951
  • :)) উ: কি প্রতিভা এই ছেলের! এ ছেলে বোধহয় পুকুরে ঈলিশ চাষ ও তজ্জনিত কারণে পুঁটি মাছেদের ঈর্ষা বিষয়েও একখান ছড়া নামিয়ে দিতে পারবে যে কোন সময়ে।
  • Blank | 170.153.65.23 | ২৩ এপ্রিল ২০০৯ ১৬:১৭411952
  • জ্জিও মামা :) এতো শুধু ঘর মোছা নয়, এতো শোষন বঞ্চনার সেই ইতিহাস ...
  • h | 203.99.212.224 | ২৩ এপ্রিল ২০০৯ ১৬:৩৫411953
  • প্রায় হেজেমনির মত হাসির:-)
  • r | 198.96.180.245 | ২৩ এপ্রিল ২০০৯ ১৬:৩৮411954
  • সোসোনের কথাই উঠল যখন, একটি ন্যাতার আত্মকথা:

    তোমাদের মাড়াইপেষাই শরীর পেতে নিয়ে
    মুখ বুজে দেহ ঘষি তোমাদের মেঝেতে,
    তোমাদের পায়ের সুখের জন্য।
    তোমাদের চক্‌চকে ঘরের ভিতরে
    বাহবা দেয় বাবু আর বিবিদের দল।
    বাইরে এসে মুচড়াও আমাকে নিষ্ঠুর হাতে,
    সর্বাঙ্গ বেয়ে নামে ফিনাইল ডেটল।
    তোমাদের মাথা উঁচু রাখার জন্য আমি সদানত,
    আমি তুচ্ছ ন্যাতা।

  • dipu | 121.243.161.234 | ২৩ এপ্রিল ২০০৯ ১৬:৪৬411955
  • চোখে জল চলে এল :-))
  • Arijit | 61.95.144.123 | ২৩ এপ্রিল ২০০৯ ১৭:০০411956
  • সেই এক কালে সিগারেট, তাপ্পর দেশলাই কাঠি, আর আজ এই ন্যাতা ;-)
  • Samik | 122.160.41.29 | ২৩ এপ্রিল ২০০৯ ১৯:১৬411957
  • আমিও তুলছি।
  • dipu | 121.243.161.234 | ২৩ এপ্রিল ২০০৯ ২০:১০411958
  • কি?
  • Tim | 71.62.2.93 | ২৩ এপ্রিল ২০০৯ ২২:১১411960
  • বাইরে বিষ্টি, তাই ন্যাতা একা পড়ে থাকে ঘরে
    টই তুলে কেটে গেছে কয়েক বছর
    সেইসব কবেকার কথা মনে পরে
    জলকেলি সেরে পুঁটি স্মৃতিজর্জর
    ইলিশে এখন সুখ, দৃষ্টিবিলাস,
    সর্বাঙ্গে তেল ঝরে, কোলেস্টেরল।
    ডিমভারে আনতা পুঁটি, তার দীর্ঘশ্বাস
    দীর্ঘায়িত হয়, ক্রেতাদের নোলা বেয়ে
    নেমে আসে জল।
  • Du | 65.124.26.7 | ২৩ এপ্রিল ২০০৯ ২২:২৩411961
  • উফ্‌হ ভয়ানক। এই টইটা :)))))
  • shrabani | 124.30.233.101 | ২৪ এপ্রিল ২০০৯ ০৮:৫৪411962
  • কাল থেকেই ভাবছি একটা পদ্যের অর্ডার দেব কিন্তু টপিক নিয়ে ভাবতে বসলেই চোখে ভাসছে আমার বারান্দায় পায়রার উৎপাত। জুটের শিকেগুলোকে ঠোঁট দিয়ে কেটে দিচ্ছে, টব পড়ে ভেঙে চারধার মাটি আর মাটি! গোলাপগাছগুলোকে কেটে তছনছ করে আমার সাজানো বাগান শুকিয়ে দিচ্ছে!
    কারিপাতার গাছটাকেও ছেড়ে কথা কইছেনা।
  • Tim | 71.62.2.93 | ২৪ এপ্রিল ২০০৯ ১১:২০411963
  • বারান্দায় আর রোদ্দুর নেই
    এখন সেখানে খালি মাটি
    জুটমিলে স্ট্রাইক আর সাজানো বাগানে
    লাগাতার পায়রার ঘাঁটি
    সময় ফুরায়, কারিপাতাপ্রায়
    ঝুরঝুর ঝরে তার বালি
    মাধ্যমিকের পর
    বিশালাক্ষ্মী দিয়েছিলো বর
    তাই এতদিনে কানে এলো
    পায়রার ঠোঁটের খবর।
  • shrabani | 124.30.233.101 | ২৪ এপ্রিল ২০০৯ ১১:৩৫411964
  • কেয়াবাত, কেয়াবাত!! ইরশাদ।
    এটার উৎসর্গপত্রে পায়রাদের নাম থাকবে।
  • Bhuto | 203.91.207.30 | ২৪ এপ্রিল ২০০৯ ১২:৪৯411965
  • এখানে ভোটের জন্য দেরী হল, ক্ষমাপ্রাথনা করি,
    কবিতা লেখা গাঁটরিটা বাড়িতে আছে,সোমবার আনিব বেঁধে দড়ি।

    তাতে সবার অনুরোধের কবিতা আছে। তবু বিক্রমের অনুরোধটা নিয়ে একখান তাড়াহুড়ো করে লিখে দিলাম।

    নমস্কার ভুতোকবির 'অড়হড়ের ডাল'

    খেতে ভালোবেসে দাদু এনেছিলেন কাল,
    সযত্নে রাঁধা হল অড়হড়ের ডাল।
    তৃপ্তিতে শেষ করে পুরো এক হাঁড়ি,
    ঢেঁকুরে তুলে বলেন দাদু খাওয়া হল ভারী।
    স্বপ্নে দেখেন খালি ডাল অড়হড়ের,
    চোখ খুলে দেখেন দাদু বেড হড়হড়ে।
    ডাকা হলো ডাক্তার মোক্তারও এলো,
    দাদুর নরম প্রাণ এই বুঝি গেল।
    শুকিয়ে নরম পেট মরুভূমি হল,
    হড়কানো পেট এযাত্রা রক্ষা পেল।
    সেরে উঠে দাদু ডালে মারেন এক লাথ,
    'যৌবনের খাদ্য খেয়ে হয়েছে মোর ঘাট'।
  • rokeyaa | 203.110.246.230 | ২৪ এপ্রিল ২০০৯ ১৪:২৪411966
  • টইয়ের পোকা নিয়ে একটা হবে?
  • Arijit | 61.95.144.123 | ২৪ এপ্রিল ২০০৯ ১৪:২৮411967
  • "হিন্দি-চীনি ভাই ভাই ও vi' - এই টপিকটা আমি দিলুম।
  • Bhuto | 203.91.207.30 | ২৭ এপ্রিল ২০০৯ ১১:৩৪411968
  • ভূমিকম্পে চামচিকের হৃদকম্প:

    মাটি কেন গুরুগুর
    বুক কেন দুরুদুর
    দুলে দুলে ঝুলি মোরা
    যত সাঙ্গপাঙ্গ।
    ওরে ভূমি কম্প
    তুলে ধর লম্ফ
    গুহা ধসে হবে নাকি
    ভবলীলা সাঙ্গ।
    দোলে বাড়ি দোলে ঘর
    দুলি মোরা পর পর
    কম্পেতে বোধ করি
    হৃদয়ের ঝম্প।
    ওরে দাদা উড়ে চল
    সুনামীর ডামাডোল
    হার্টফেল হয়ে যাবে
    এ যে ভূমিকম্প।
  • lcm | 69.236.185.230 | ২৭ এপ্রিল ২০০৯ ১১:৩৭411969
  • আমি ভূমিকম্প শুনেছি, সেই যখন ভূমি ফাংশান করল, আর গলা কাঁপিয়ে কাঁপিয়ে গাইল।
    যাক, এবার ভুতোর কল্যানে ভুমিকম্প পড়াও হয়ে গেল।
  • Bhuto | 203.91.207.30 | ২৭ এপ্রিল ২০০৯ ১১:৫৫411971
  • নমস্কার কবিভুতোর 'আমি ও একটি ন্যাতা' , একটি মর্মস্পর্শী কবিতা :

    দূরে শহরের বাড়িগুলোর ফাঁকে সূর্য্য হেলে পড়ে,
    ভারাক্রান্ত দেহ,সকাল থেকে জীবনের ওঠা-পড়ার তরে।
    কিবা করি কি উপায় দেহ বিশ্রাম যদিও বা চায়,
    নির্মম পৃথিবী,কেহ কি নাই যে মোরে একটু শুধায়।
    সকলে মগ্ন,তন্দ্রায় আচ্ছন্নদের ঘুমের কি বহর,
    অমি বসে একা হাতে নিয়ে ন্যাতা গুনিতেছি শুধু প্রহর।
    ন্যাতা হাতে নিয়ে এঘর ওঘর এপ্রান্ত থেকে ওপ্রান্ত,
    কোমরে লাগিছে টান গেল বুঝি এ পরাণ এবার না দিলে ক্ষান্ত।
    কেহ নাই কিছু নাই শুধু আমি আর মোর ন্যাতা,
    কহিব কারে,বুঝিবে যে মোরে,কেমনে সহি এ ব্যাথা।
    জলে থুপে থুপে বদলিয়া রূপ ঝকঝকে করি মেঝে,
    ক্লোরিন দেওয়া কলের জলে হাত বুঝি গেল হেজে।
    যদি ডেলিগেট করিতে পারি এ ন্যাতা-বালতি-জল,
    কোমর-পিঠে-ঘাড়ে তবু পাওয়া যায় একটুক সুফল।
    কেহ রেস্ট নেয়,কেহ পান চিবায় কেবা আছে দিবানিদ্রায়,
    আমার কপাল পাষাণ বিধাতা বিঁধেছেন মোরে শরশয্যায়।
    যে আছো যেথায় শত্রু-মিত্র সবাকার তরে প্রার্থনা আমি করি,
    এ জ্বালা যেন সবাকার হয় হাত ফুলে হয় বড়ি।
  • dipu | 207.179.11.216 | ২৭ এপ্রিল ২০০৯ ১১:৫৯411972
  • ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ
  • Bhuto | 203.91.207.30 | ২৭ এপ্রিল ২০০৯ ১২:৩০411973
  • হাঁড়িচাচার পালক !!

    যদি দাও সুড়সুড়ি বিপিনের নাকে,
    সে যে মহা শান্ত,জীবন ঘুমন্ত
    সুড়সুড়ি উবে যাবে নাকের ঐ ডাকে।
    যদি সুড়সুড়ি দাও অমলের নাকে,
    ভাববে প্রেমিকমন,আশার আঁচলকোন,
    উঠিয়া হঠাৎ চুমু খাবে তোমাকে।
    যদি সুড়সুড়ি দাও অশনির নাকে
    ব্যবসায়ে লাভ হলো,কতশত টাকা এলো,
    গুনিবে তোমাকে ধরে থুতু দিয়ে টাকে।
    যদি সুড়সুড়ি দাও কবিগুরুর নাকে
    মন হবে উদাস, দেখবে নীল আকাশ,
    হাঁড়িচাচা স্থান পাবে কবিতার তাকে।
    যদি দাও সুড়সুড়ি ব্ল্যাংকিসোনার নাকে,
    শুঁকে পালকের গন্ধ,
    হৃদয়ে হবে আনন্দ,
    সুলুক জেনে ছাঁকাতেলে ভেজে তুলবে পাখিটাকে।

  • Bhuto | 203.91.207.30 | ২৭ এপ্রিল ২০০৯ ১২:৪৫411974
  • টই-এর পোকা:

    গুরুতে খুলিয়া টই
    দেখি রোজ হৈচৈ
    বাঁধিয়া কোমর সবে
    লেখে বেঁধে কষে।
    তাই রোজ ভোরে বসে
    অমিও কোমর কষে
    কমপ্ল্যান খেয়ে বলি
    এসে গেছি যোশে।।
    হঠাৎ খুলিয়া টৈ
    আজ দেখি নাম কই
    পোকা করে কিলবিল
    ষড়ভব্‌মড়্‌ক্ষণে।
    সবে বলে কই কই
    ইশেন ব্যাটা গেল কই
    দ-দি হেসে বলে ব্যাটার
    ল্যাদ কাটলে এতক্ষণে।

    (ডি:- সবই ই ভাটের ও টই-এর মজাদার কথোপকথন থেকে পাওয়া, ব্যক্তিগত মন্তব্য যে নয় তা আশা করি ইশেনদা বুঝবে,সবই পদ্যের স্বার্থে,নো অসন্মান। এ প্রসঙ্গে দ-দি র মন্তব্যও বহুল প্রচলিত তাই no offense :))))) )
  • Bhuto | 203.91.207.30 | ২৭ এপ্রিল ২০০৯ ১২:৫৭411975
  • পুকুরে ইলিশ, পুঁটির ঈর্ষা:

    পুঁটি ১: উ: দেখে জ্বলে যায় গা
    দেখ দেখ আবার তোয়াজ করছে
    বলি আমরা কি কাজে লাগিনা
    গায়ে কি মোদের ঘা?

    পুঁটি ২: কেনরে অমন বলছিস?
    কি হলো আজকে তোর
    রেগে কেন এত
    কেন ফোঁস ফোঁস ফুলছিস?

    পুঁটি ১: কি আবার, ঐ দেখ না
    এসেছে জেলের দল
    হাঁড়িতে থাবড়াচ্ছে দেখ
    ইলিশ নামবে রে,আমরা এখন ফ্যালনা।

    পুঁটি২ : ইস্‌স নামালেই হল
    ওটা কি একটা মাছ নাকি
    দামড়া একটা
    পাখনা তো নয় যেন কুলো।

    আমাদের বেলা পাঁকের ঘোলা জল
    ওরা নাকি সমুদ্রের,এখানে কি পারবে
    পারবে খেতে এই বাংলার পচা জল?

    পুঁটি ১: দাঁড়া না,ছাড়তে দে
    এমন জল ঘোলা করব
    তোরা নামবি দলে দলে
    ছাড়বো যদি কাঁদে।
  • intellidiot | 220.225.245.130 | ২৭ এপ্রিল ২০০৯ ১৫:৩৫411976
  • দুরন্ত... ভুতোর কথার এক্কা ছুটতে থাকুক
  • Bhuto | 203.91.207.30 | ২৭ এপ্রিল ২০০৯ ১৫:৫৯411977
  • হিন্দী-চিনি ভাই ভাই:

    হিন্দী-চিনি ভাই ভাই
    দুজন মিলে তাই তাই
    পাকিস্তানের মেজাজ গরম
    বলছে এবার বাগে পাই।

    হিন্দী-চিনি ভাই ভাই
    একই পাহাড় একই খাই
    হিমালয়ের এপার ওপার
    মধ্যিখানে নেপাল তাই।

    হিন্দী-চিনি ভাই ভাই
    যুদ্ধ করি (আবার) শান্তি চাই
    অরুণাচল দুজনেরই
    ভিসা কেন লাগবে ভাই।

    হিন্দী-চিনি ভাই ভাই
    কাশ্মীরেতেও ভাগ বসাই
    যে যা পারিস খুবলে নিয়ে
    হয়ে যা না হ কষাই।

    হিন্দী-চিনি ভাই ভাই
    sino-Indian লড়াই
    সিল্ক রোডে আঘাত হেনে
    খোলা-বন্ধ কর তোরাই।

    (যাহ কেলো, কি লিখলাম রে ভাই,অজ্জিতদা কঠিন মাষ্টার, উফ হ ইতিহাস পড়া ধরলো যেন)
  • Bhuto | 203.91.207.30 | ২৭ এপ্রিল ২০০৯ ১৬:১৬411978
  • দীপুর বিষয় নিয়ে লিখছি পরে।
    আগে পায়রা,

    কবুতর:

    বন্ধ ঘরের দখিন দ্বারে
    বাড়ছে ওরা বাড়ছে রে।
    নোংরা করে কার্ণিশটা
    বাড়ছে ওরা বাড়ছে রে।।

    গুটুর গুটুর শব্দ তুলে
    চোখের ঘুম কাড়ছে রে।
    দিন নেই আর রাত নেই
    ঝাপটে ডানা উড়ছে রে।।

    জুট কাটছে টব ভাঙ্গছে
    গোলাপ ধরে টানছে রে।
    দিদির আমার ঘুম নেইকো
    আতঙ্কে দিন কাটছে রে।।

    ভাবছে বসে করবে গুলি
    এয়ারগানটা আন তো রে।
    মারবে যখন রোসো তখন
    টিকিট কেটে আনতো রে।।

    ভাই-বোনেতে মাংস খাব
    পায়রা ঝোলে কব্জি রে।
    ঘুম টুম সব হয়ে গেলে
    বুনু তুই ও আয় না রে।।

    উশুল হবে টবের দাম
    জুটের তারে পালক রে।
    দু একটা এক্সট্রা থাকলে
    টুপির ওপর গুঁজবো রে।।

    এই কবতে শুনিয়ো ডেকে
    আছে যত পায়রা রে।
    কবতে শুনে আতঙ্কেতে
    ভিরমি খেয়েই মরবে রে।

  • vikram | 193.120.76.238 | ২৭ এপ্রিল ২০০৯ ১৬:২০411979
  • তালিয়াঁ
  • Bhuto | 203.91.207.30 | ২৭ এপ্রিল ২০০৯ ১৬:৪২411980
  • ডেওপিঁপড়ের আঁচিল:

    ডেওদার বাঁ-গালেতে হল এক আঁচিল,
    তাই দেখে ডেও-বৌদি দিলে তুলে পাঁচিল।
    কত সেধে বোঝাতে যায় এযে শুধু আঁচিল
    বৌ বলে কেটেছে কোন পরের মেয়ে কুটিল।

    কেঁচো কয় ব্যাঙাচিরে:

    জলের খবর পেয়ে ব্যাটার নাচন দেখো কত,
    রাগে জ্বলে উঠছে পিত্তি,দহন হচ্ছে গাত্র।
    বর্ষা নেমে সব ভাসিয়ে করল গৃহহীন,
    বেশ তো ছিল ইটের নিচের ঘাসটা মসৃণ।
    বৃষ্টি দেখে নাচছে দেখ,পাগলা যেন কেষ্ট
    মারবো লাথি পড়বি জলে বলবে সবাই বেশ তো।
    জল দেখলেই আহ্লাদ মোর হয় না মোটেই সহ্য
    স্যাঁতস্যাঁতে মোর নরম ঘরকে করতে হলো ত্যাজ্য।
    বুদ্ধি বিদ্যে নেইকো মোটেও কাজেও অষ্টরম্ভা
    কোন ব্যাটা গেছে মুতেও তাতেও বাজাস ডঙ্কা।
  • dipu | 207.179.11.216 | ২৭ এপ্রিল ২০০৯ ১৬:৪৯411982
  • ফাট্যে দিচ্চ তো!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন