এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমি পদ্য লিখবো

    Bhuto
    অন্যান্য | ২২ এপ্রিল ২০০৯ | ১৪৮৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 203.199.255.110 | ০৩ নভেম্বর ২০০৯ ১২:০৬411865
  • এই টই-টা খুব স্রিয়াস হয়ে যাচ্চে। আমি প্রোপোস করছি যে, র‌্যাটাসদা-র "রোগা হওয়ার সহজ উপায়' পদ্যে লেখা হোক।

    শুরু করেছিলাম, কিন্তু কেঁচিয়ে যাচ্ছে।

    প্রস্তাবনা:

    লাউডগা সাপ নয়,
    যেন খোলা খাপ
    সিধে তলোয়ার, চাই
    এমন-ই ফিগার।
    লোকে বলে বাপ
    কালিঘাট ব্রিজের উপর
    ধূসর শহরে হাঁটে
    (উত্তম কুমার? ছো:।)
    সর-জিনে-গার।

  • vikram | 193.120.76.238 | ১৩ নভেম্বর ২০০৯ ১৬:২০411866
  • শুক্রবার, কি অসব্য কথা দেখুন - ''শুক্র''
    সত্যযুগে এসব হলে জিভ খসে দুই টুকরো
    হতই
    আরও দেখুন, শেষের দিকে ''বার''
    খান ও খাওয়ান এই বাজারে ইহা - ই দরকার
    শুক্রবারের পদ্য?
    হয়নি বিকাল হয়নি বিকাল অদ্য
    বাংলা মায়ের অ্যাংলো কবি উগ্র
    কি অসব্য কথা দেখুন - শুক্র!
  • ranjan roy | 117.198.7.3 | ১৩ নভেম্বর ২০০৯ ১৭:৫৭411867
  • ব্র্যাভো, ভিকি ব্র্যাভো!
  • arindam | 59.93.204.200 | ১৪ নভেম্বর ২০০৯ ০৯:০৪411868
  • বিক্রম
    অনবদ্য!
  • Bhuto | 203.91.201.56 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৩:৪৬411869
  • পড়ছি কিন্তু লিখছি কই।
    তলিয়ে গেল পদ্য টই।।

    মেডিক্যাল বিল এনকে সলিল
    বাংলা হয়েছে তপ্ত।
    তারানন্দের ক্যামেরা জুড়ে
    বইছে শুধুই রক্ত।
    উত্তর বলে গোর্খাল্যান্ড
    দক্ষিণ বলে মাও।
    কমিটির হাতে অস্ত্র এখন
    পুলিশ বলে ম্যাঁও।
    লালু আসবেন যাদবপুরে
    গায়ে মেখে নিতে লাল।
    দিদির সঙ্গে টক্কর
    টেনে ছিঁড়ে নেবে খাল।
    তেলেঙ্গানার পিচ্ছিল তেলে
    হৃদয় হইল সিক্ত।
    শুনছি ইউপি,কামতাপুরী ও
    হইতে পারে বিভক্ত।
    দুর্ঘটনার খবর হায়
    দু-চারদিনের ম্যাটার।
    জোট প্রক্রিয়া কত জোরদার
    সভা বসে যায় তার।
    ছাত্র হোক বা পঞ্চ প্রধান
    নেইকো কারুর মান।
    দড়ি ধরে টান মারলেই হবে
    রাজার অবসান।
    -লি:লি:
  • vikram | 193.120.76.238 | ০৪ জানুয়ারি ২০১০ ১৯:১৬411870
  • বিলাতি কবিতা
    ____________________

    কাইনে গেল্ডশাইনে
    মানে তোমায় আমি চাইনে
    আমার আঠাশ তারিখ মাইনে

    নি তে তেঙ্গো তেনোরিও
    সেন্যোরিতা কিছু দিও
    তুমি আমার অ্যামিগো মিও

    জ্য ন সে পা, জ্য ন সে পা
    কভু ভুলো না আমায়, নে পা
    সবভবসারসংক্ষেপা

    বোকাদিও চিমিচাঙ্গা
    আমি নেবই এবার পাঙ্গা
    কভু হেন্তাই কভু মাঙ্গা

    নাকুপেন্দা কি মালাইকা
    দেখো স্পুটনিকে ওড়ে লাইকা
    মানে মারাঠি ভাষায় - আইগা!

    এই ভদ, জাহদ, নারদ
    তালব্য শ দিয়ে শারদ
    ভর শীতেও চড়ছে পারদ

    কাইপিরান্যা দাইকিরি
    আমি গোপনে পাকাই বিড়ি
    চলো সো - কর সোমো - রিরি

    নান্দয়ো নান্দয়ো
    মানে ভারতমাতার জয় হো
    আর ব্যাংকের সঞ্চয়ও

    এই নদীতে মিলে না সুতাঁ
    যেন যতীনবাবুর জুতাঁ
    ন যযৌ, ন তস্থৌ, আমি পুনর্মূষিক হবৌ
    আরে রাম কহো - আহ পুতাঁ!
  • a x | 143.111.22.23 | ০৪ জানুয়ারি ২০১০ ২১:৩৯411871
  • :-))
  • ...didi. | 68.45.145.174 | ০৫ জানুয়ারি ২০১০ ০৭:১৩411872
  • আমি লিখব পদ্য
    বলে মোদের ভুতো
    ভবছি তাই হলটা কি
    কন্নড়ি মারল গুঁতো?!
    ব্যাঙ্গালুরু ফিরে গিয়ে
    কি দেখলি ভাই
    মন-পসন্দ সেই কন্নড়ীটি
    আর কি তোর নাই??!
    কলকাতার কিন্নরীরা
    ধরলনা তোর মনে
    আইবুড়ো নাম খন্ডালিনা
    ২০০৯ সনে?
    মতলবটা বলতো কি তোর
    বে করবি কবে?
    মাথার চুলে পাক ধরলে
    আর কি বিয়ে হবে?!!
    পদ্য যদি পেয়ে থাকে
    লিখতে থাক কসে
    প্রেমে পড় ধপাস করে
    আমরা দেখি বসে---হি হি হিহি
  • . | 125.18.104.1 | ০৫ জানুয়ারি ২০১০ ১৩:৪১411873
  • দেশী পদ
    -----------

    চিলা চিলা কুচি উছইল্যা ভাগা
    উড়ি বালুকাড়ি সহচরী পড়ত শামা
    অভাইগ্যা চান্দর মাথালি তাগা
    উকইর পুকইর গাছ ঘরে চল মা।।

          *********

    হিলে চাহে কাস্তর জমিনায় পান্দা
    গাহুলাই হাত ধরি নাই পাখি পাখি নাই
    সাঁইধনী বাছামণি ধাকিচিকি অস্তর
    দাউলায় হাগলর মাথে নাচে শ্যাম রাই।।
  • Bhuto | 203.91.201.56 | ২২ জানুয়ারি ২০১০ ১৫:৩২411875
  • আবার দেখি ঢুকে
    কবতে গেছে চুকে
    কেউ ল্যাখে না পদ্য আর
    বিষয় চাইছি বারংবার।
  • tkn | 122.173.186.214 | ২২ জানুয়ারি ২০১০ ১৬:২২411876
  • ফুটকির লেখা দেশী পদটির মানে বুঝতে চাই...
  • vikram | 193.120.76.238 | ২২ জানুয়ারি ২০১০ ২১:৩০411877
  • অহো রে হুতোর
    তৎসম ঘোর
    লাগিছে দু চোখ
    সিডিতে কিশোর
    বিড়িতে দুটান
    বোতলে কপেগ
    কে গীতবিতান
    পড়িয়া বিভোর
    কিবা সমীচীন
    কে অর্বাচীন
    সুরায় বিলীন
    দ্বিধাথরোথরো
    রতনে রতন
    কথোপকথন
    পিয়াসে কাতর
    রামকিংকরও
  • tatin | 70.177.57.163 | ২৩ জানুয়ারি ২০১০ ০৮:৪২411878
  • প্রেম করা!

    ১)সকাল আমার গেল মিছে
    বিকেল যে যায় তারি পিছে
    মাঝ-ঘুমেতে স্বপ্ন-বিছে
    মেসেজ কি আজ সে রাখিছে গো!

    ২)এমন অফিস ভাল নয়
    ভাল নয় এই ট্রেন-স্টেশন
    বন্ধ তর্কা-রুটি
    ওয়াইন-সসেজ ভাল নয়

    শুধু এই অর্কুট জুড়ে
    উড়ে যাওয়া, উতল শীতকাল
    নি:শব্দ ভয়েস চ্যাটে
    রেখে গ্যালো- সেই বিস্ময়

    ৩)now আর then-এদের খেলা
    আধপোড়া সিগারেটে ছিল
    উড়ে যাওয়া পার্সেপশনে
    স্লিপ খাবে জ্যাক এবং জিলও?
  • vikram | 193.120.76.238 | ২৫ জানুয়ারি ২০১০ ২১:২৮411879
  • স্লিপ কেবল খাওয়া নয়, কাটাও যায়,
    যেমতি মধ্যাহ্নদুপুর সিল কাটাও সিল কাটাও শব্দে গনগন করে
    তেমতি নানাবিধ অশ্লীল ধ্বনিতে রাত কাটে গাছ কাটে
    নির্বোধ কালিদাস যে ডালে বসে সেইডালে মারে কুড়ুলের কোপ
    মারে একশো আট বার (বাকি ফাউ)
    অথচ তাতিন, মানে মোজা,
    সে-ই কিনা কল্কে ধরা বামহাত দিয়ে, বোতাম টিপেছে,
    থাক, যত বেশি কথা তত বেশি বেশি মানের উদয়
    শেষটুকুতে পার্সেপশান, মানে তোমার অ্যাঙ্গেল কোন দিকে
    কোন দিকে গোটাবে লাটাই - হাউ ডু য়ু ফিল?
  • rabaahuta | 203.99.212.53 | ২৫ জানুয়ারি ২০১০ ২২:০৪411880
  • স্লিপ কেন একাকিনী কলঙ্কের ভাগিদার হবে?
    সকল শব্দময় নিহিত নিষ্করুন সতত সাধনা
    সাধুভাষা এই শব্দবন্ধ, প্রপঞ্চে প্রকাশ করে
    শব্দের সাধনা, ত্যাগ, তৎকাল নথিভুক্তি, হেঙ্কÄ¡ভাষ, কর্তুকাম ধারা।
    নীরব রাত্রে জাগে প্রাণ, এসবি সত্য, শেষ কিসনে দেখা
    গঞ্জিকা সেবন ব্যাতীত, এই পার্থিব সুখে ও স্মৃতিতে
    আফিমেও চলে যায় (পাওয়া যাবে, আরে দাদা এক নং মাল)।
    একমত, একশোআটবার, গুণে গুণে দেখে নিন, আরে দাদা আমাদের লং টার্ম প্ল্যান।
    বাকি সব অশরীরি, চলমান, বোকা ইয়ে, বেবাক চেহারা।
  • Shibanshu | 115.117.239.65 | ২৬ জানুয়ারি ২০১০ ০১:০৬411881
  • কতো গন্ডা ময়রা ভোলা
    কত লক্ষ আন্টুনি
    বাল্মীকি আর ব্যাসমশায়ের
    বৃথাই অতো ফান্টুনি

    কোথায় গুরু রবি জীবন
    চন্ড চট্টো শক্তি আর
    মদ্য পদ্য অনবদ্য
    গোপাল কবি পগারপার

    ভুতো কি আর ভেবেওছিলো
    এমন পদ্য অনর্গল
    বেহালা টু বেংগালুরু
    ভাগলো ফেলে খুড়োর কল।
  • rabaahuta | 203.99.212.53 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:০৬411882
  • কর্তুকাম কবিবর কাঙ্খা করে কিরীট, কুসুম
    খঞ্জরে খসে খুন, গরবী গাভীর গোঠে
    ঘনঘোর ঘনঘটা, ঘনান্তে ঘনায়েছে ঘুম
    চতুরস্র চরাচরে চরিষ্ণু চমূ
    ছন্দোময় ছুতানাতা, ছন্নছাড়া ছাতে ছাটঝুম
  • Samik | 219.64.11.35 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:১৩411883
  • বোর্গীজ্জ? বোর্গীজ্জ?
  • rabaahuta | 203.99.212.53 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৩411884
  • জ হারালো হুতো ছড়ালো বোর্গী এলো দেশে
  • vikram | 193.120.76.238 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩২411886
  • জতুগৃহে জৃম্ভন, জগৎবন্ধু জনার্দন জানি
    ঝাঁসীরানীলক্ষ্মীবাঈ ঝিংকালালা ঝিকোয় ঝিঁঝিঁট
    নঞর্থক বাঞ্চাপূরণ গোঁসাঞ কবিবন্দ্যোঘাটীগাঞী
    টরে টক্কা টরে টক্কা টরে ঠুকে
    ঠমকে ঠেকায় ঠিক মিঠি ঠাকুরাইঞ
    ডাকে ডালে ডম্বরুরবে ডাণ্ডাহাতে ডিডি, ডোম্বীপাদ
    ঢাকো, ঢাকো, ঢুপ-ঢাপ, ঢচক্যাঁও ঢিচক্যাঁও
    ণ ত্বে বলে ঙ নাই? দুইয়ে মিলে অবস্থা সঙীণ
  • ranjan roy | 122.168.164.8 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৬411887
  • অলি-ললি রে!
    কালবাদুড়ের ছা,
    দুইলা উন্দুর মাইর‌্যা দিলাম
    ডল বইয়া খা।
    ডাল-ডুল ভাইঙ্গা দিল তেলীবাড়িৎ যা।

    তেলীয়ে দিল ত্যাল, মালিয়ে দিল ফুল,
    রাক্‌খাল রাজায় বিয়া করে উন্দুরে বাজায় ঢুল।।
    ( ময়মনসিংহের ঘুমপাড়ানী ছড়া)
  • Lama | 117.194.226.137 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩০411888
  • হে মহাজীবন, কাহারবা আর নয়।
    এবার কঠোর কঠিন দাদরা আনো,
    উল্টোপাল্টা চাঁটি মারা থেমে যাক
    ছিলিম বাগিয়ে কষে মৌজ করে টানো
  • rabaahuta | 203.99.212.54 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৪৪411889
  • ছিলিমে ছলাৎছল ছলকায় ছিদ্যমান ঘুম
    পেয়ালায়ও পাকা পৌষমাস,
    জ্বলিয়া গিয়াছে প্রাণ
    ঝরো ঝরো ঝঞ্ঝার ঝাঁঝে,
    ঘুরে ফিরে লাট খায়, শেষপাতে,
    কবি আর করবী কুসুম
  • Sam | 122.167.83.19 | ১০ এপ্রিল ২০১০ ১২:১৩411890
  • নগ্ন বেয়োনেট

    তোদের সাথে ছিলাম কত দিন,
    সূর্য্য হবার আগে আমার কথা-
    শুনতে পেতিস শিশির ভেজা রাতে,
    বানিয়েছিলাম মানব-সভ্যতা।

    চান্দের দিকে মুখের ছায়া ফেলে-
    তোদের সাথে কেটেছে রাত কত,
    সূর্য্য হয়ে আজকে জ্বলে গেছি-
    দেহের ধুলো ছডিয়ে ইতস্তত।

    মানুষ হবার অনেক শতক আগে-
    সাজিয়েছিলম ঘরের চার পাশ,
    আজ কে সে ঘর উত্‌স হয়ে জ্বলে-
    ধুসর আগুন আমর নিশ্বাস।

    উপত্যকার নিবিড কোন ভান্‌জ এ-
    জ্বলছি রোজ ই ফিসন-ফিউসন এ,
    হাত বাডালে বন্ধু পবি তোরা-
    বন্ধু পোডে আমর আকর্ষন এ।

    আর কতকাল জ্বলবো জানা বৃথা-
    ফুরিয়ে গেলে জ্বলবে সিলুএট,
    শান্তি পাবো ঢুকিয়ে দিলে বুকে-
    শিশির ভেজা নগ্ন বেয়োনেট।
  • rabaahuta | 203.99.212.54 | ২০ জুলাই ২০১০ ১১:৫৩411891
  • কে লইবে মোর কার্য? জিগিয়েছিলাম আমি
    জগৎ আছিল চুপ, নিরুত্তর ছবি

    রবাহুত: শ্রেষ্ঠ কবিতা

    ***********

    ***********
    অহেতুক আরামের ইচ্ছা ঈষৎ, উত্তরাভিলাষি ঊষাকাল,
    এদিকে ঐহিক, ওদিকে ঔদার্যপ্রকাশ ঋষিমনোধ্যানে
    কর্ষনে খুঁদকুড়ো, গম্ভীর ঘনঘটা ঘ্যাঙোর ঘ্যাঙায়
    চরাচরে ছায়া জমে, ঝরো খরো ঝড় ঝরে ঝাঞ
    টানটান ঠুমকতি দাগ ধরে ণত্ববিধানে
    তাকে থাকে দীঘল ধূসর নিশিথিনী
    পতিত ফাগুন বড়ো ভয়ে মহানাদে
    যাচে রন্ধ্র, লোকসান শুশুকের ষান্মাসিক সহজ হুতাশ
  • marowari mesho | 68.45.167.46 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০৯:৪২411892
  • এফোড় ওফোর হয়েচে হৃতি্‌পণ্ড
    পাউন্ড অফ ফ্লেশ তাই সস্তা...
    জলের দরে দেব অমূল্য বস্তু,
    নিয়ে এসো বিশাল বস্তা!

    দমে গেছে সকল ইচ্ছে
    চূর্ণ হয়েছে সব দম্ভ ...
    মুখোশে ঢেকেছি যত আবেগ
    খুঁজে ফিরি নতুন আরম্ভ.....
  • marowari mesho | 68.45.167.46 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০৯:৪২411893
  • এফোড় ওফোর হয়েচে হৃতি্‌পণ্ড
    পাউন্ড অফ ফ্লেশ তাই সস্তা...
    জলের দরে দেব অমূল্য বস্তু,
    নিয়ে এসো বিশাল বস্তা!

    দমে গেছে সকল ইচ্ছে
    চূর্ণ হয়েছে সব দম্ভ ...
    মুখোশে ঢেকেছি যত আবেগ
    খুঁজে ফিরি নতুন আরম্ভ.....
  • mohiner lyangto ghora | 68.45.167.46 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০৯:৫০411894
  • ম্যারিনেট হয় আত্মা
    ভালবাসার টক দইয়ে....
    অনুরাগ রুপী কেওড়ার জল,
    ছিটিয়ে বানাও সম্পর্কের কাচ্ছি-বিরিয়ানী!
  • test | 69.236.164.54 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ১৪:১৬411895
  • টেস্ট
  • test | 69.236.164.54 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ১৪:২২411897
  • টেস্ট
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন