এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমি পদ্য লিখবো

    Bhuto
    অন্যান্য | ২২ এপ্রিল ২০০৯ | ১৪৮৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rabaahuta | 121.241.111.12 | ২৭ এপ্রিল ২০০৯ ১৭:০৩411983
  • ঘুপচি গাছের এক কোনে
    কপোত কপোতী বসে
    ভালোবাসে
    ল্যাদ খায় হাগু করে
    পথচারী আধেক স্বপনে
    চায়ের পাত্রে ঢালে চিনি
    হিন্দি ঢালে না কোনো দিনই

    এ পোড়া দুপুরে আমি গুনি
    টেক্‌স্‌ট প্যাড নোট প্যাড
    টেকিরা শুধুই গোনে vi
    unix গোনে, গুনে নেয় সব API
    টেকিরা আমার ভাই নয়
    হিন্দিকে চিনি আমি
    বাংলার মুখ তাই
    দেখিতে আমার বড় ভয়

    সবল সন্ত্রাসে সহজিয়া
    হড়িচাঁচা হাঁকে হুঁশিয়ার
    পুঁটিরাম হোয়ো নাকো কাত
    লারেলাপ্পা এই দিনকালে
    পালকেরা ঝরে যায়
    অমোছা শুষ্ক গৃহকোনে
    হেঁচে ফেলে অবোধ পথিক
    পিঁপিড়ার দাস্তান শুনে
  • arjo | 24.42.203.194 | ২৭ এপ্রিল ২০০৯ ১৭:০৬411984
  • একিরে ভাই ভুতোর যে এত পিতিভা জানা ছিল না তো। কাঁপিয়ে দিয়েছ গুরু।
  • dipu | 207.179.11.216 | ২৭ এপ্রিল ২০০৯ ১৭:০৮411985
  • রবাহুতর কবিতার জন্য অনেক ক্ল্যাপ
  • vikram | 193.120.76.238 | ২৭ এপ্রিল ২০০৯ ১৭:৪৭411986
  • কবিকে কবিগুরু বরীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটি কবিতা লেখার জন্য অনুরোধ করছি।
  • Arijit | 61.95.144.123 | ২৭ এপ্রিল ২০০৯ ১৮:০৩411987
  • কবিগুরু, ডিডিটি এবং নস্যি।
  • vikram | 193.120.76.238 | ২৭ এপ্রিল ২০০৯ ১৮:১৬411988
  • ঈশ্বর ও পাদ নিয়ে একটি কবিতা না চাইতেই লিখে দিলাম, জনতার স্বার্থে, কবি জয় গোস্বামীর একটি কবিতার কিছু পংক্তি আমাকে অনুপ্রাণিত করেছে, মানে শেষ দিকটা তো বটেই:

    কবিতা পড়ছেন জয় গোস্বামী
    গরমে ঘামি, আর পেদে চলি আমি
    মরমে মরি, কিন্তু ছেড়ে দেই বায়ু
    এই কুৎপাদগুলি কতখানি আয়ু
    কেড়ে নিলো কত যে কবির
    অথচ দেখেচো ওঁরা পাদগন্ধে ধীর,
    সমাহিত?
    (একদা তারাও তো পাদ-টাদ দিতো!)
    এখন না হয় ঠাণ্ডা এসি রুমে বসে
    রুমালি রুটির সাথে মাংস দিয়ে কষে
    প্যাঁদান, তারপরে
    বাথরুমে মলখণ্ড গর্তে গিয়ে পড়ে
    ফ্লাশ হয়
    ঘুর্ণিপাকে, নাহি কোনও ক্ষয়
    (কবি ডুবে যায় কবি ভেসে ওঠে অলকানন্দা জলে
    অতল না পাতাল কার কার কথা শুনবে বলে)
    এ যেন গীতার সেই আত্মার মতন
    যতই পোড়াও, কাটো, জীর্ণানি বসন
    না কি জানি একটা বলে টিকে থাকে ঠিক
    ব্যকরণে অব্যয় যেমন, অবিনশ্বর (sic.)
    পাদও তেমন, সেই ঈশ্বরের মতই যেন ভাসে,
    নেই, কিন্তু আছে, মানে,বোঝা যাচে আবদ্ধ বাতাসে।
  • Bhuto | 203.91.207.30 | ২৭ এপ্রিল ২০০৯ ১৮:২৯411989
  • সবার গুরু আমার গুরু
    কবিদেরও গুরু
    সবার লেখা সারা হলে
    ওনার হত শুরু।

    দাড়ির পাকে হাত বুলিয়ে
    আকাশপানে চেয়ে
    কাব্য-গদ্য হুড়হুড়িয়ে
    নামতো কলম বেয়ে।

    সারা জীবন ধরা আছে
    রাগ,ক্ষোভ বা দৈন্য
    দেশের কথা দশের কথা
    শিখ-ইসলাম-জৈন।

    বিষয় সবই কভার আছে
    নতুন কিছু নাই
    লিখতে বসে দেখবে তুমি
    বাকি কিছুই নাই।

    হাজার হাজার গদ্য
    এবং হাজার হাজার পদ্য
    নাটক গানে ভরা
    কিতাব যেন কেনা সদ্য।

    চিত্রশিল্প দেখার মতন
    নিজস্ব তার ভঙ্গী
    অবসরে গানই ছিল
    একান্ত তাঁর সঙ্গী।

    আকাশ ভরা সূর্য্য তারা
    ছিল গানের মাঝে
    বরিষন মুখরিত শ্রাবন
    ছিল সাঁঝে।

    মন না মানার দিবস ও রাত
    অঙ্গে বাজিত বাঁশি
    চরণ ধরিতে দিও হে কবি
    তোমারে মর্মে পশি।

    লে সিরিয়াস কবিতা।

    এবার অজ্জিতদার টা

  • Bhuto | 203.91.207.30 | ২৭ এপ্রিল ২০০৯ ১৮:৪৯411990
  • উপদ্রব:

    রবিঠাকুরের ঘরে হয়েছে
    ভীষণ মশার উপদ্রব।
    বাইরে কেডা জল রেখেছে
    গন্ধগোকুল সে এক টব।

    ফেলছি ভরছে ফেলছি ভরছে
    আপদ হল ভারি।
    তার ওপরে দুর্গন্ধ
    হয়েছে এ এক ঝকমারি।

    কি কর যায় কি করা যায়
    বুদ্ধি এলো ঘটে।
    কবিগুরু নস্যি নিলেন
    দৌড়ে গেলেন হাটে।

    গামছা পরে কোমর বেঁধে
    দিলেন স্প্রে করে
    জলে গোলা ডিডিটি
    গেল কোনায় কোনায় ভরে।

    আরাম করে কলম হাতে
    বসলেন পা তুলে।
    মশার বাচ্ছা কামড়ালে এক
    পাছা গেল ফুলে।

    ক্ষার খেয়ে টান দিলেন কবি
    ডিডিটির প্যাকেটে।
    কাজ হয় না দোকানীকে
    কাটবো আগামী হাটে।

    রাগ ঠান্ডা হলো কিন্তু
    কাজ কি হলো কচু।
    মশার কামড় খেয়ে কবির
    শরীর কাঁচুমাঁচু।

    সারা শরীর ফুলে ঢোল
    লেখা উঠলো লাটে।
    প্রকাশকরা মিছিল করে
    মৌণ প্রতিবাদে।

    হঠাৎ চাকর রঘুর মাথায়
    জ্বললো আলোর দ্যুতি।
    কবির নাক আর আঙ্গুল দেখে
    কাজে এলো তার গতি।

    কুমোর পাড়ার গাড়ি বোঝাই
    নিয়ে এলো নস্যি।
    উজাড় করে দিল সেসব
    খেয়ে একগ্লাস লস্যি।

    সেদিন থেকে মশা গায়েব
    কবির হলো স্বস্তি।
    হাঁচির ঘায়ে কাহিল মশারা
    পালালো পাশের বস্তি।
  • Bhuto | 203.91.207.30 | ২৭ এপ্রিল ২০০৯ ১৮:৫২411991
  • **উজাড় করে ছড়িয়ে দিল

    কুমোর পাড়ার গাড়ি বোঝাই
    নিয়ে এলো নস্যি।
    উজাড় করে ছড়িয়ে দিল
    খেয়ে একগ্লাস লস্যি।
  • Bhuto | 203.91.207.30 | ২৭ এপ্রিল ২০০৯ ১৯:১১411993
  • অনুরোধ এলে কাল এসে লিখব।
  • vikram | 193.120.76.238 | ২৭ এপ্রিল ২০০৯ ১৯:৩৭411994
  • রবিঠাকুর লেখেন গান
    রাজা সবারে দেন মান
    সে মান আপনি ফিরে পান
    যেমন স্কোয়ার কাটে চার
    মারেন সুনীল গাভাসকার
    প্রভু নষ্ট হয়ে যায়
    প্রভু ধরে হাতে পায়
    প্রভুর কি হবে উপায়
    প্রভুর হবে কি উপায়?
  • dipu | 121.243.161.234 | ২৭ এপ্রিল ২০০৯ ১৯:৪৩411995
  • ঈশ্বর ও পাদ নিয়ে কবিতাটা ফাটাফাটি হয়েছে।
  • su | 119.15.152.8 | ২৭ এপ্রিল ২০০৯ ২০:০৩411996
  • আহা।

    কবিদের অনুরোধ করচি-

    ১। এম এফ হুসেনের জুতোচুরি
    ২। গন্ধারীর সানগ্লাসভঙ্গ
    ও আমার আসন্ন জন্মদিন উপলক্ষে
    ৩। ঐশ্বর্য রাই-এর দুধ জ্বাল দেওয়া

    নিয়ে কোবতে লিখতে, প্লিজ।
  • debu | 170.213.132.253 | ২৮ এপ্রিল ২০০৯ ০১:২৯411997
  • ভুতোর জন্য নোবেল কি বাঁধা?
  • saikat | 202.54.74.119 | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৩১411998
  • রাষ্ট্রপতিকে বলে ভুতোকে 'পদ্যশ্রী' দিতে হবে।
  • h | 203.99.212.224 | ২৮ এপ্রিল ২০০৯ ১০:৫৩411999
  • কদিন আগে হলে সুভাষ দাকে দিয়ে বলাতাম, হায় ব্রাহ্মনের সে তেজ নেই, হনুমানের সে লেজ নেই। তোমরা বাবা একটু সুনন্দ সান্যালরে দিয়ে বলিও। সোনিয়াজিকে;-)
  • intellidiot | 220.225.245.130 | ২৮ এপ্রিল ২০০৯ ১১:২৪412000
  • ভুতো বেজায় প্রতিভাবান... "পদ্যশ্রী' কে পাত্তা দেবে বলে মনে হয় না। "পদ্যবিভূষণ' হলে ভেবে দেখবে হয়তো ;-)
  • Bhuto | 203.91.207.30 | ২৮ এপ্রিল ২০০৯ ১৪:৪৪412001
  • দে দে একটা কাগজ
    আর মাধুরীর কোমরখানি,
    ছবি একটা আঁকবই আজ
    এগিয়ে দে ঐ পিকদানী।

    আহা আজই মধুর দিনে
    নেমন্তন্ন পেলাম,
    মাধুরী আমায় ডাক দিয়েছে
    পাঠিয়েছে সেলাম।

    রেডি হয়ে বেরই এবার
    গড়িয়েছে সময়কাল,
    যেতে আমায় হবেই
    কারুর হোক না ইন্তেকাল।

    একি আমার জুতো কোথায়
    ইস্পেশাল ঐ ম্যাচিং,
    স্পেশাল জামার স্পেশাল জুতো
    কে করলো স্ন্যাচিং।

    হাত পা ছুঁড়ে হুসেন সাহেব
    করেন চিল্লামিল্লি,
    ঐ জুতোটাই চাই এক্ষুনি
    করো হিল্লিদিল্লী।

    হাপুস নয়ন চুলের গড়ন
    সব হলো বুঝি মাটি,
    যাওয়া বুঝি আর হলো না
    মাধুরীর পার্টি।

    এমন সময় দেবদূত
    হয়ে এলেন মনমোহন,
    সাথে ছিলেন অর্থমন্ত্রী
    প্রাক্তন চিদাম্বরম।

    ধরলে মেলে সন্মুখে
    জুতো এক জোড়া,
    লাফিয়ে উঠে হুসেন বলেন
    কোথায় পেলি তোরা।

    সবিস্তারে বলেন লাজে
    বজায় রেখে দোস্তি,
    আরো বলেন মাফ করেছেন
    জুতোচোরের শাস্তি।

    হুংকারেতে লাফিয়ে উঠে
    হুসেন বলেন স্তব্ধ,
    জুতোচোরকে মাফ করিলি
    করবো তোদের জব্দ।

    অনেক কষ্টে সবাই বলেন
    হচ্ছে এখন দেরি,
    পার্টি যেতে না পারলে
    ডুবে যাবে তরী।

    তবে সাহেব শান্ত হলেন
    ভুলে গেলেন রাগ,
    মনমোহন আর চিদাম্বরম
    পেল বিশাল হাগ (Hug)।
  • Bhuto | 203.91.207.30 | ২৮ এপ্রিল ২০০৯ ১৪:৪৫412002
  • হে হে কি যে বলো,
    যাই হোক, কবিতার নাম ছিল 'হুসেনসাহেবের জুতোচুরি'
  • Arijit | 61.95.144.123 | ২৮ এপ্রিল ২০০৯ ১৫:০৫412004
  • আরেকটা টপিক - দাড়িদাদুর বর্ষার গান, বিশল্যকরণী বাজার, কালিঘাট আর ধর্মগুরু
  • Bhuto | 203.91.207.30 | ২৯ এপ্রিল ২০০৯ ১২:২৯412005
  • দাড়িদাদুর বর্ষার গান:

    সুর দিয়েছি তবে দাড়িদাদুর ঝেড়ে। অন্য সুর দিলে তো এখানে আপলোডের বেওস্থা লাই , তাই সকলের জানা সুরেই দিলাম। সহেনা যাতনা র সুরে গেয়ে নিলেই হবে।

    সহেনা জ্বলুনি
    পোষাক খুলিয়া খুলিয়া বিরলে
    নিশিদিন বসে আছি শুধু বাথটবে বসে
    সখা মেঘ ছাড়লে না।

    সহেনা জ্বলুনি
    পোষাক খুলিয়া খুলিয়া বিরলে
    নিশিদিন বসে আছি শুধু বাথটবে বসে
    সখা মেঘ ছাড়লে না।

    খাট যায় লোক যায় শব যায় আমি বসে হায়
    দেহে বল নাই চোখে ঘুম নাই
    শুকায়ে গিয়াছে দাড়ির জল
    একে একে কলকাতাবাসী ঝরে ঝরে পড়ে যায়।

    সহেনা জ্বলুনি
    পোষাক খুলিয়া খুলিয়া বিরলে
    নিশিদিন বসে আছি শুধু বাথটবে বসে
    সখা মেঘ ছাড়লে না।

    সহেনা জ্বলুনি
    পোষাক খুলিয়া খুলিয়া বিরলে
    নিশিদিন বসে আছি শুধু বাথটবে বসে
    সখা মেঘ ছাড়লে না।

    (** আমাকে মারধোর দেবার আগে যিনি সাবজেক্ট দিচ্ছেন তাকে মারবেন, তবে কবিগুরু বেঁচে থাকলেও আমি তাঁর নাতি হিসাবেই এমন করতেই পারতাম, তাতে তাঁর সন্মান ক্ষুণ্ন হতো না ,শুধু মজা হতো, আরেকবার দু:খিত কারুর অন্তরের কবিগুরু কে অসন্মান করলে)
  • Arijit | 61.95.144.123 | ২৯ এপ্রিল ২০০৯ ১২:৩৩412006
  • এর মধ্যে বিশল্যকরণী বাজার কই? কালীঘাট কই? ধর্মগুরু কই?
  • Bhuto | 203.91.207.30 | ২৯ এপ্রিল ২০০৯ ১২:৫৬412007
  • এই রে মিসটেক হয়ে গেছ, ওগুলো আলাদা সাবজেক্ট বলে ভুল করেছি। ঠিক হ্যায় এখনো ডেডলাইন পার হয় নি, কোড বদলে আবার লিখছি।
  • Arijit | 61.95.144.123 | ২৯ এপ্রিল ২০০৯ ১২:৫৮412008
  • বাই দ্য ওয়ে - সহেনা যাতনা-র সুরটা *লিখে* শোনা ;-)
  • Bhuto | 203.91.207.30 | ২৯ এপ্রিল ২০০৯ ১৩:০২412009
  • বেশ আমি সুর করে গেয়ে কোথাও একটা আপলোড করে দেব :))
  • Arijit | 61.95.144.123 | ২৯ এপ্রিল ২০০৯ ১৩:১২412010
  • উঁহু - লিখে গেয়ে শোনাতে হবে;-)
  • Bhuto | 203.91.207.30 | ২৯ এপ্রিল ২০০৯ ১৪:০০412011
  • ইয়ে সে কি করে হবে এ এ এ ? ? :((
  • omnath | 117.194.193.118 | ২৯ এপ্রিল ২০০৯ ১৯:১৫412012
  • এই যে, জনতা, এদিকে !!! অরিদা র‌্যাগিং কচ্ছে।
  • Bratin | 117.194.97.249 | ২৯ এপ্রিল ২০০৯ ২১:৪১412013
  • :-)))))
  • Bhuto | 203.91.207.30 | ৩০ এপ্রিল ২০০৯ ১১:২৪412015
  • গান্ধারীর সানগ্লাস ভঙ্গ:
    আহা আহা প্রিয় মহারাজ,
    কি সুন্দর এই সানগ্লাস।
    এটা কি পরে আমি যেতে পারি রাজসভা? আপনার সাথে , হাতে হাত ধরে ,
    অগুন্তি প্রজা থাকবে সেথা দেবে বাহবা।

    আপনারে কি বলিয়া দিব ধন্যবাদ,
    মনের মাঝে যে কি আনন্দ কি করে বোঝাই,
    আমার স্পর্শে কি আপনি বুঝতে পারছেন
    সেই আনন্দ,উত্তেজনা যা হৃদয়ে মোর হয়েছে খোদাই?

    আজ সভায় পাশা খেলা
    খেলবে প্রিয় যুধিষ্ঠির আর দুর্যোধনে,
    এমন আনন্দ দিনে ভ্রাতৃপ্রেমের দিনে
    সভামাঝে যাবো সানগ্লাস পরে মহারাজ, আপনার সনে।

    খেলা হল সাঙ্গ করে সকলের মোহ ভঙ্গ
    সভামাঝে কূলবধূ দিল সবারে ছুঁড়িয়া প্রশ্ন,
    কেহ উত্তর দিতে পারিল না,মৌণ হয়ে রহিল
    সকলে ভিতরে হইয়া উঠিয়াছিল প্রিয় দুর্যোধনের প্রতি বিতৃষ্ণ।

    ঘুরিয়া দাঁড়িয়া কূলবধূ মোরে ভর্ৎসনা করিয়া একই প্রশ্ন শুধাল,
    আমি অভাগিনী,আজ যে মোর চোখ ঢাকা চশমায়,কেমনে কহি কিছু বলো।

    স্বামীর সঙ্গী হবো বলে আমি চোখে বেঁধেছিনু কাপড় তবু দেখতাম ফাস্টোকেলাস,
    আমি যে আজ নিরুপায়,পাতলা সিল্কের কাপড় ঢাকা দিয়াছে সানগ্লাস।

    এই শুনে খচে গেল দ্রৌপদী,
    সটান এসে টান মেরে ফেলে দিল সানগ্লাস,
    কি আস্পর্ধা,আমার সাধের চশমা দিল ফেলে,আমায় দেখাচ্ছিল ক্লাস।

    রেগে খচে গিয়ে আমিও এগিয়ে
    মারলাম কষে এক চড়,
    এখন আমি পাচ্ছি দেখতে সবকটা
    কেমন যেন বর্বর।

    চড় খেয়ে হাঁ হাঁ করে উঠল দ্রৌপদী
    ছুটে এল ডিরেক্টর,
    এমন সীন তো ছিল না
    গান্ধারী মারিবে দ্রৌপদীকে চড়।

    গান্ধারী বলিল, আহা এমনও তো ছিলনা
    আমি পড়িব সানগ্লাস,
    এটা নতুন স্ক্রিপ্ট সু-দার
    এটা মহাভারত প্লাস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন