এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমি পদ্য লিখবো

    Bhuto
    অন্যান্য | ২২ এপ্রিল ২০০৯ | ১৪৮৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 117.195.36.53 | ১০ মে ২০০৯ ০৯:৩৯411732
  • ল্লেহ পচা! মামদো, গোভুত, বেহ্মদত্যি যেমন খুশী প্রেম করুক না। আমার কি??

    ইয়ে, "শোনো হে ভো নিষাদ' কেমন যেন লাগছে শুনতে। হয় শোনো হে নিষাদ, নয়ত ভো ভো নিষাদ হলে মনে হয় পড়তে একটু বেশী ভাল লাগবে।
  • kk | 70.242.145.94 | ১০ মে ২০০৯ ১১:২৬411733
  • একটা 'যাত্রা শেষ, বৌ নিরুদ্দেশ' হয়ে যাক।
  • debu | 72.130.158.122 | ১০ মে ২০০৯ ২২:৫৩411734
  • mother's day এর special কিছু হয়ে যাক?
  • Bhuto | 203.91.207.30 | ১১ মে ২০০৯ ১০:০১411735
  • রাতের বেলা বোসের বাড়ি
    কার্ণিশেতে মামদো ধাড়ি
    দাঁত খুটছে অপেক্ষাতে
    হাতে ঝুলছে মাছ।

    হাতের কাজ কর্ম সেরে
    পচা ডোবায় ডুব মেরে
    মেছোপেত্নি বসলো এসে
    মুখে ভরা লাজ।

    ঈষৎ হেসে দাঁত খিচিয়ে
    কনুই দিয়ে গোঁত্তা দিয়ে
    মামদো বলে কি গো তোমার
    হলো সারা কাজ?

    একটু ঘেঁষে কাছে এসে
    অভিমান আর একটু রোষে
    'তোমার ডাকে আসবো বলেই
    এই তো আমার সাজ'।

    করতে তারে নিরীক্ষণ
    মামদো তাকায় কিছুক্ষণ
    জড়িয়ে হাম্পি খেয়ে বলে
    তু চীজ বড়ি হ্যয় মস্ত।

    পেত্নি লাজে মুখটি ঢেকে
    মুখের 'পরে আঁচল রেখে
    চাপা ধমক দিয়ে বলে
    ছাড়ো, তোমার অনেক দোস্ত।

    মামদো হেসে মাছটি দিয়ে
    পেত্নিকে তার চমকে দিয়ে
    হাত ছড়িয়ে দাঁড়িয়ে বলে
    আ গলে লাগ যা।

    মেছপেত্নি মাছ পেয়ে
    টাইটানিকের সুরে গেয়ে
    প্রতি রাতে মোর স্বপনে
    দেখা দিয়ে যা।

    এর পরেতে পা ঝুলিয়ে
    দুজন মিলে গলা জড়িয়ে
    গল্প বলা হলো শুরু
    চাঁদনী রাতের বেলা।

    তোমার আমার জাত আলাদা
    কালচারও যে আরেক বাধা
    পারিবারি আর সামাজিক
    সমস্যাও তো মেলা।

    হাতের পরে হাতটি রেখে
    মামদো চোখে চোখটি রেখে
    বুঝলো প্রিয়তমেসুর
    চোখটি ছলছল।

    সযত্নে চোখ মুছিয়ে দিয়ে
    দৃঢ়মনোভাবাপন্ন হয়ে
    ফয়সালা সব করতে বলে
    চল কোর্টে চল।

    সব বাধা আজ ঝেড়ে ফেলে
    ডিভোর্স টিভোর্স হয়ে গেলে
    আপন করে নেব তোকে
    রাজী কিনা বল।

    ঈষৎ হৃদয় কম্পনেতে
    ঠোঁটের ফড়ফড়ানিতে
    মেছোপত্নি ভেবে বলে
    কেমনে হবে এতো?

    সেসব আমি ঠিক করেছি
    উকিল এক মস্ত ধরেছি
    রিশেসনে বিয়ের পুরুত
    হবে বলছে ভুতো।
  • dipu | 207.179.11.216 | ১১ মে ২০০৯ ১০:০৮411736
  • অসা। ফাফা। হি হি হি হি।
  • intellidiot | 220.225.245.130 | ১১ মে ২০০৯ ১০:২৪411737
  • ভুতোর মুখে ভুতের কবিতা ;-)

    খাফা (খাসা + তোফা) হয়েছে :-)
  • Bhuto | 203.91.207.30 | ১১ মে ২০০৯ ১০:৩৯411738
  • ঐ, ঐ বেজেছে যুদ্ধের দামামা,
    ঐ শোনা যায় রনহুঙ্কার।
    আকাশ পাতাল কাঁপিছে আজি
    সকলে কাঁপিছে ত্রাসে।।

    সকলে তাকায়ে যুদ্ধাক্ষেত্রের পানে,
    হিন্দুস্তানের আজ মহাযুদ্ধ।
    শত্রুর মোকাবিলায় সুবিশাল সেনা আজ
    শাজাহানের পাশে।।

    কিন্তু সম্রাট বিচলিত,
    ঈষৎ চঞ্চল তার ঘোড়া।
    ভোরের আলো ফুটিবার পূর্বে
    যুদ্ধ হঠাৎ ঘোষনা হইল।।

    তড়িঘড়ি করে সকলে প্রস্তুত
    যেমনটি হওয়া উচিৎ।
    সম্রাটের নির্দেশ, ঠিক তেমনটি হলো
    যুদ্ধ শেষে আহার রহিল।।

    হঠাৎ বিশাল বাহিনী দেখা দিল,
    সন্মুখে সেনাধিপতি।
    কিন্তু একি সম্রাট কোথায়,কে দেবে
    সকলেরে ভরসা।।

    খোঁজা শুরু হল,অবশেষে পাওয়াও গেল,
    ডাকা হলো -' সম্রাট, সম্রাট'।
    রাগাস না আমাকে ভোরে উঠিয়াছি
    দেওয়াল করিব ফরসা।

    দেরি যাদের ,অপেক্ষায় থাকবে তারা,
    তাদের কে বল,
    ভোর রাত্রে উঠিয়ে দিয়ে একি খেলা,
    লাজে লাল হোক ওদের কান।

    সকল সেনারা চঞ্চল মোর তাদেরও ডাক,
    সকলে আসিয়া পড়িল।
    তখন আপন খেয়ালে মুতিছে দেওয়ালে
    তাদের সম্রাট শাহজাহান।
  • Bhuto | 203.91.206.167 | ১১ মে ২০০৯ ১১:৩৫411739
  • মায়ের মাথার সিঁদুর, চেটে দিল নেংটি ইঁদুর:

    ঘরের ভিতর বাইরে তখন
    ভীষণ অন্ধকার,
    হঠাৎ হৃদয় বিদারক এক
    তীক্ষ্ণ চিৎকার।

    বাড়িশুদ্ধ জেগে গেলেন
    সবাই ঝটপট,
    আলো জ্বেলে দেখেন তিনি
    করেন ছটফট।

    হাসপাতালে ছোটা হল
    ডেকে অ্যাম্বুলেন্স,
    ডাক্তার আসার আগেই তিনি
    হারালেন সেন্স।

    ডাক্তার এসে ঝুঁকে পড়ে
    করলেন নিরীক্ষণ,
    প্রান নেই যে বুঝিয়ে দিলেন
    গেছে অনেক্ষণ।

    পায়ের ক্ষতচিহ্ন দেখে
    হলো পরীক্ষা,
    ইঁদুরমুখের লালা পেয়ে
    হলো সমীক্ষা।

    অভিযানে পড়ল ধরা
    ধেড়ে সে এক ইঁদুর,
    প্রাণঘাতী সেই সন্দেহ নাই
    রিপোর্ট মিলছে সূদুর।

    পায়ে পায়ে কাতান নিয়ে
    এগিয়ে এলো ব্যাটা,
    বলে আমার বাপ মেরেছিস
    তোরে বাঁচায় কেডা।

    সবাই চেঁচায় শাবাস বলে
    দে ব্যাটাকে কেটে,
    মায়ের সিঁদুর দিলে কিনা
    নেংটি ইঁদুর চেটে!!

  • Bhuto | 203.91.206.167 | ১১ মে ২০০৯ ১১:৫৭411740
  • সবাই ক্ষ্যাপায় পাগলা বলে
    কেউ বা বলে ছাগল,
    বৌ কে এমন বাসতো ভালো
    ছিল না তার আগল।

    সেবার গ্রামে যাত্রাপালা
    এল প্রচার করে,
    তরুন এমন সুদর্শন
    নায়ক কজন রাখে?

    সেবার গ্রামে হইচই
    সীতা হরণ হবে,
    এমন সোঁদর নায়ক নাকি
    রাবণরাজ হবে।

    হোক না রাবণ যাত্রামঞ্চে
    অভিনয়ই তো বটে,
    আসল চাদপানা মুখ
    মেকাপ দিয়ে ঢাকে।

    গ্রামের যত মাইয়া ছেল
    সবাই করতো ভিড়,
    একটা দশটা পঁচিশটা নয়
    ১০০ রাত্রি হিট।

    হঠাৎ তাদের ডাক পড়ল
    কলকাতা থেকে,
    তল্পিতল্পা গুটিয়ে নিয়ে
    পড়ল সবাই কেটে।

    পরের দিন আর বৌ মেলেনা
    ঘরে কিংবা ঘাটে,
    কেউ বা বলে যাত্রা নেশায়
    শহর গেল কেটে।

    অশ্রুপাত করতে করতে
    অনুসন্ধান করি,
    শুনতে পেলাম বৌটি আমার
    এখন পরস্তীরি।

    যাত্রা দেখে মোহিত হয়ে
    পড়েছিল প্রেমে,
    হ্যান্ডসাম ঐ রাবণরাজ
    যাত্রানায়ক সনে।

    রাবণ সেজে করলে হরণ
    মোর প্রিয় স্ত্রী রে,
    পাগল কি আর সাধে হওয়া
    রাগ উঠল শিরে।

    তাই যাত্রা বন্ধ করতে
    ঘুরি দেশ-বিদেশ,
    যাত্রা শেষে বৌ কারো যেন
    হয়না নিরুদ্দেশ।
  • Bhuto | 203.91.207.30 | ১১ মে ২০০৯ ১২:১১411742
  • সবাই ডাকে মা বলে
    কেউ মাম্মি বলেও ডাকে,
    আম্মি বলে,মামনি বলে
    কিন্তু বলে কাকে।

    জন্মদাত্রী বলে জানি
    মোরা সবাই একজনে,
    জন্মদাত্রী সবাই যাদের
    আছে পুত্র-কন্যে।

    মায়ের মন কি ভাগ করা যায়
    আপন পর বলে,
    নিজের মা আর পরের মা
    সে টি কাকে বলে।

    তাই তো বলি এমন দিনে
    পদ্য লেখা হলেও,
    ভালোবাসা অটুট রেখো
    বছর নতুন এলেও।

    আহা কেমন সেন্টু দিয়ে কবতে হলো দেকিচ?
  • dd | 122.167.32.21 | ১৫ মে ২০০৯ ২২:৪৩411743
  • আমার মা ছ্যালো সেয়ানা ইন্দুরানী
    আমি তো তারই যোগ্য পুত্তুর
    ঘর ঘরে আমার মায়েরই কাহানী
    কেউ তো ধরেনি খুঁত তার।

    তবে কি একরাতে দাঁত শানাতে বিছানাতে
    আমারে মায়েরে ছুঁড়ে মারলো
    হাতের সিঁদুর দানী, সেই রক্ত জোছনাতে
    আমার মা সে আঘাতেই মরলো

    আমিও দিশাহারা মেন্টালি হারাকিরি
    চেটেনি সিন্দুরের শেষ রেশ
    খেয়ালও করিনা কতোটা মার্কারি
    কতোটা সীসা ,বাসী না কি ফ্রেশ

    সে থেকে পেটরোগা, কেসও জন্ডিস
    মামাস বয় হওয়া মুশকিল
    এখন শুধু গুনি শেষের কয়দিন
    এবং চেটে নেই জেলুসিল।।
  • dd | 122.167.32.21 | ১৫ মে ২০০৯ ২৩:০৮411744
  • প্রানের কথা ফিসফিসায়ে কারেই বলো কমু?
    ভুতের কথা কইলে পরে বেখুসী হয় দমু
    কয় কিনা সে মামদোবাজীর ইজারা নাই তার
    তা সে ভুতের যতোই কিনা প্রেমের আঠা জমুক

    তাইলে কিছু পদ্য লিখতে পন্থা অত: কিম?
    ভুতোও তো কল্কেতায় আর তাপমাত্রাও কমুক
    নইলে দিল্লি ভাটের চান্সতো এক্কেবারে স্লিম
    আমার বগল নিয়ে বসে আছি ভরসা শুধু তিম।। *

    তিম = টিম, এটাও বলতে হবে ? উফ
  • Tim | 198.82.167.98 | ১৫ মে ২০০৯ ২৩:৪৫411745
  • যাতা! :-))
  • Bhuto | 117.194.228.231 | ১৬ মে ২০০৯ ০১:১৮411746
  • শুকুরবারে রামের দিনে ডিডি বেসামাল
    পদ্য নাকি ভুতোর শোকে হলো এমন হাল।
    কল্কেতা বা বেঙ্গালুরু কিংবা রাজধানী
    ঢেঁকির মতো সর্বত্র ধান আমি ভানি**।

    **ভাঙ্গি ও হয়।
  • d | 117.195.34.8 | ১৬ মে ২০০৯ ১৮:৩১411747
  • ডিডি,
    :O
  • vikram | 193.120.76.238 | ২২ মে ২০০৯ ১৮:৩১411748
  • একটু পদ্য একটু মদ্য
    শুক্রবারের দুপুর অদ্য
    (কারোর বিকাল) কেহবা সদ্য
    খাহিছে ভদকা, কি অনবদ্য!
    নবনবীনের গাহিয়া গান
    আমরা সকলে করিব পান
    এক সে সুরা, এক সে সাকী
    এখনও কিন্তু দুপেগ বাকি
    বাকি বোতলটা কোথায় রাখি
    করে দেব নাকি দান?

  • r | 198.96.180.245 | ২২ মে ২০০৯ ১৯:৩২411749
  • বগলে গুঁজে এনেছিলে অতিপচা রাম
    খেতে না পেরে অন্যকে সেটা করে গেলে দান।
    এই কি তোমার দান ওগো, এই কি তোমার দয়া?
    গুছিয়ে টুপি পরিয়ে ধরাও ছেলের হাতে মোয়া।
    এক পেগকে দু পেগ বলো, না হয় কমতি হুঁশ,
    হও সাওধান, নজর রাখছে মাম্মাটিম্মানুষ।
    হিক্‌!

  • dipu | 121.243.161.234 | ২২ মে ২০০৯ ২০:১১411750
  • :-)))
  • vikram | 193.120.76.238 | ২২ মে ২০০৯ ২০:১৫411751
  • এই যে ম্মা এইযে ম্মাটি
    বহোৎ খাঁটি বহোৎ খাঁটি
    খাঁটি, কিন্তু পচাই তো নয়
    তিন চোলাইয়ে শুদ্ধ যে হয়
    এমন ধেনো, অল্পে কেনো
    পকেট তো নয় দাঁতকপাটি
    কোথায় সে রাম কই লছমন
    আমরা ভাঁড়ের পেছন চাটি
    ম্মা ম্মাটি ম্মাগোম্মাটি
    পা ও মাথা টল্মল করে
    তবু তোমার সঙ্গে হাঁটি
  • dd | 122.167.29.203 | ২৩ মে ২০০৯ ০০:৪৯411753
  • না:, তাহলে শেষমেশ পদ্যই লিখি
    ঠাকুর উবাচ যতদিন বাঁচি ততো শিখি
    বলতে ,কি বলে গিয়ে, বুইলেন না, ইশে
    বেহদ্দ সে ক্লিশে
    আরে, রং টং মুছে নিয়ে খুলে দেখো আঁখি
    যেমন দর্শন করে পাখি
    যদি জার্সি খুলে ফেলে ন্যাংটো হও তবে
    কি ঝকঝকে রোদ্দুর খেলা করে ভবে
    কুরি কুরি দৃষ্টি আর সৃষ্টিতে ফ্রীডম
    ভাবাভাবি। মালিক বা চাষী
    সবই এক। শেষপাতে অশালীন হাসি।।
  • vikram | 193.120.76.238 | ২৯ মে ২০০৯ ১৬:১৮411754
  • একটি পলিটিকাল ও প্যাশানেট বিষাদের কবিতা:

    ম্মাম্মাটি আর ম্মানুষের তরে ঘুচিল ব্যর্থ প্রেম
    সাদা বাংলা স্খলিতবসন আমাদের সিপিএম
    ধরাশায়ী নাকি ভূলুন্ঠিত তা বোঝেনিকো কোনো র‌্যাডার
    দেওয়ালে দেওয়ালে আপন খেয়ালে পোস্টার মারে ক্যাডার
    তথাপি আজিকে শুক্রবারের বিকাল আসিচে মন্দ
    পেয়ালায় সুলা সুলায় পেয়ালা, কাটিছে সকল দ্বন্দ
    মহাসিন্ধুর ওপার হইতে ভাসিয়া আসিছে শব্দ
    'বেয়ারা! বেয়ারা! চালাও ফোয়ারা' - মজা শুরু হবে তব তো!
    দু চার রয়েল ডোজের ঠ্যালায় চোখে দেখি নাকি ভুল যে-
    হাজরার মোড়ে কোলাকুলি করে সিপিএম তৃণমূল যে!
    পটকা এবং দোদমা ফাটায় দুগালে মাখায় আবীর
    রামের বোতলে দ্রবীভূত হয় সাঁইত্রিশ দফা দাবি...
    অর্থাৎ কিনা ধান্যেশ্বরী কিংবা বিলিতি, ফরেন
    খিটখিটে বুড়ো কাশিয়া বলিছে - ""আপনি কি মইদ্যপান করেন?""
  • Somnath | 220.226.186.71 | ২৯ মে ২০০৯ ১৮:১৪411755
  • বিক্রম "যে" দিয়ে লাইন শেষ করছে? চোখে ভুল দেখলাম না তো?

    কি দিনকালই আইলা।
  • vikram | 193.120.76.238 | ২৯ মে ২০০৯ ১৮:৪৭411756
  • রিসেশানের বাজার।
  • dd | 122.167.9.109 | ২৯ মে ২০০৯ ২১:৫৪411757
  • সব কিছুতেই খামতি থাকে,মন্দার বাজার যে
    নুন আন্তে পান্তা ফুরায়, বেকার সবাই কার্য্যে
    অনার্য্য যুগ আসলো বলে সত্য কালকে বর্জ্য
    এট্টুখানি মানিয়ে চলুন সামান্য এই আর্জি।।

  • Ishan | 12.163.39.254 | ২৯ মে ২০০৯ ২২:২৪411758
  • আমাদের নুন আন্তে পান্তা ফুরোয় দম ফেলতে কার্য
    শুধু বুজ্জোয়ারা রাম খাচ্ছে ডিডি এবং আর্য
  • dd | 122.167.9.109 | ২৯ মে ২০০৯ ২২:৪৪411759
  • গ্যালো।
    হয়ে গ্যালো।
    দেশের সব্বোনাস হয়ে গ্যালো।

    অ্যাতোবড় এক সুতার্কিক, সুচিন্তক, সুদার্শনিক একটা ফ্যা ফ্যা মার্কা কবি হয়ে গ্যালেন।

    হা টেম্পেরা, হা মোরেস, হা সেকেন্দার।
  • Tim | 198.82.167.98 | ২৯ মে ২০০৯ ২৩:১৫411760
  • আমি তখনই শংকরকে বলেছিলাম। শুনলোনা....
  • Ishan | 12.163.39.254 | ২৯ মে ২০০৯ ২৩:১৬411761
  • রিসেশন রিসেশন। :))

    ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে
    নেরুদা লইল চিলে
    মমতায় নিল ধুতি পাঞ্জাবি
    ন্যাবায় নিয়েছে পিলে

    রিসেশনে গেল বাড়ি ঘদ্দোর
    বিপ্লব বাস্তিলে
    দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি
    হইয়াছি নাটঢিলে

    :)
  • Ishan | 12.163.39.254 | ২৯ মে ২০০৯ ২৩:২৪411762
  • (আরও আছে)

    স্যামচাচা আজ হাবুডুবু খায়
    সামলাতে সাম্রাজ্য
    শ্যাম রেগুলার ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে
    রাধিকা করেছে ত্যজ্য
    লক্ষণ শেঠ বনবাসে গেল
    ঘুচে গেছে রাজ কাজ্জো
    ধ্বংসের মাঝে জীবনের গান
    রাম খেয়ে চলে আজ্জো
  • dd | 122.167.9.109 | ২৯ মে ২০০৯ ২৩:৩৫411764
  • এ তো না পুজোর মাস ? সব বোনাস*
    তবে তো ক্যানো এই ভ্রষ্টাচার?
    মানে,এই যে ভার্টিকাল পতনরোগ
    উল্টে যায় সব জন গনেশ।
    বংগে উড়ে যায় ছি পির এম
    জনতার সাথে তিনোমুলের প্রেম
    যতেক ভ্যালু সব মায়ের ভোগ।।

    হা, অথেন্টিক যতো কবিরা সব
    খেটেছে দিবানিশি অহর্নিশ
    তারা কি নেহাৎই ল্যাবেন্ডিশ?**
    বিশ্ব রিসেসনে হারালো জব।

    * সব বোনাস = সব bonus = সর্বনাশ। হা হা হা । দ্বিভাষিক pun। হা হা হা।
    ** ও:। ল্যাবেন্ডিশ একটি প্রাচীন বাংলা কথা। মানে গুড ফর নাথিং।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন