এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমি পদ্য লিখবো

    Bhuto
    অন্যান্য | ২২ এপ্রিল ২০০৯ | ১৪৮৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 71.62.2.93 | ০৭ জুন ২০০৯ ১২:৩২411832
  • সূর্য্য তখন মধ্যগগন, থার্মোমিটার চিৎ
    বৃষ্টিরা সব হিস্ট্রিবুকে খেলছিলো কিৎকিৎ
    মর্ত্যধামে ঘোর রিসেশন, সবার চাগ্রি নট
    ফুয়েল ট্যাংকি, বিশ্বব্যাংকি, সমস্ত খটখট
    স্বর্গরাজ্য খাদের ধারে, রোজ নয়া ফরমান
    কষ্ট করিয়া কস্‌টো কাটিং, সক্কলে হয়রান
    ইন্দ্রদেবের বয়স হয়েছে, উৎসাহ নাই কাজে
    সকাল বিকেল ইন্দ্রসভায় ""পার করে দাও"" বাজে
    তেত্রিশ কোটি গড ও গডেস, ভ্রূক্ষেপ নেই কারো
    বরুণ-পবন- বিশ্বকর্মা, লক্ষ্মী-গণেশ, আরো
    ছিলো যত এট্‌সেটেরা, সবাই পুয়োর চ্যাপ
    একাই কুম্ভ ব্রিজ করছেন জেনারেশন গ্যাপ
    পবনপুত্র খুব ডেয়ারিং, মাথাও দিব্যি কুল
    গন্ধ শুঁকেই ধত্তে পারেন সত্যি এবং গুল
    রেবেল সূর্য্য পণ করেছেন, ""প্রতিষ্ঠানের ধ্বজা-
    বইবো না আর, তখন সবাই টেরটি পাবে মজা
    সব ব্যাটারা অষ্টরম্ভা, ফাঁকিবাজির ঠেক
    এক নিমেষে ঝালাই করে তবেই নেবো ব্রেক ""
    সুজ্জিমামার শর্তে ছিলো পঁচিশ দফা দাবি
    ইচ্ছেমতন মিনিস্ট্রি চাই, ইচ্ছেমতন চাবি,
    তিন্নম্বর শর্ত ছিলো অপ্সরাদের নৃত্য
    এ পর্যন্ত শুনেই সবার চমকে গ্যালো চিত্ত
    অমন দারুন টেম্পারেচার, ঐ কড়া ভোল্টেজ
    অপ্সরাদের পেলব দেহে সইবে অমন তেজ?
    তখন সবাই যুক্তি করে বললো আপনমনে
    এ ক্রাইসিসে একটু ত্যালাও পবন নন্দনে
    অ্যাজ ইউজুয়াল বার খেয়েছেন ভক্ত হনুমান
    হাই ভোল্টেজে নাচতে হবে, বিপন্ন তার প্রাণ
    হেড ঢেকেছে সিল্কি চাদর, টেল ঢেকেছে জরি
    ঘোমটা দিয়ে তাথৈনৃত্য, গান ধরেছেন পরি
    তিরিশঘন্টা একনাগাড়ে তিরিশরকম নাচে
    ঠান্ডা হলেন সূর্য্য, হনু ঝলসে গ্যালো আঁচে
    অকালপক্ক প্রভঞ্জনের বৃহন্নলা রূপে
    কমলো টেম্পো, তারিফ করে, সূর্য্য গেলেন লুপে।
  • pi | 69.143.119.233 | ০৭ জুন ২০০৯ ১২:৫২411833
  • তিমি কবির পদ্য,অনবদ্য। তারিফ করবো যে, ভাষাহীন।
    তবে, নাচের আগে মুখপোড়ার কেন জুটলোনা সানস্ক্রিন ?

  • sb | 78.52.233.194 | ০৭ জুন ২০০৯ ১৬:২৪411834
  • ব্রাভো! ব্রাভো!
  • dipu | 121.243.161.234 | ০৭ জুন ২০০৯ ২১:১০411835
  • কি ছুন্দর!
    কি ছুন্দর!
  • dri | 117.194.225.175 | ০৭ জুন ২০০৯ ২১:৩৩411836
  • লাস্ট দুটো লাইন বাদ পড়ে গেছে, বোধায় প্রিন্টিং মিসটেক।

    সান ডুবলে, হনুমানের হেড করে ঝিমঝিম
    শোনেন যত পুণ্যবান, আর বলেন বাবু টিম।
  • Tirthang | 67.183.22.61 | ০৭ জুন ২০০৯ ২১:৩৬411837
  • দুরন্ত, টিম! টেরিফিক!
    পাইয়ের মন্তব্যটিও - খিক! :-)
  • Du | 71.252.223.66 | ০৭ জুন ২০০৯ ২২:৫০411838
  • :)) ও: কি প্লট !!

  • Abhyu | 97.81.79.170 | ০৭ জুন ২০০৯ ২৩:১০411839
  • অসা
  • arjo | 168.26.215.13 | ০৮ জুন ২০০৯ ২০:১৬411840
  • রাবনদাদার সেক্সী চেরী কে করলে চুরি?
    ভুভারতে জন্মায়নি সেই চেরীরই জুড়ি
    মুখখানি গোল চাঁদের মতন, রঙটি মেটে মেটে
    গজগামিনী স্টাইল মেরে বেড়ায় হেঁটে হেঁটে
    কঠিন কঠিন রাক্ষসদের জটিল হৃদিগুলো -
    সব ছিল তার দখলে।
    ছাড়ত ঘর, সুন্দরী বউ, সমস্ত চালচুলো
    ওর অঙ্গুলী হেলনে।
    ওর জন্যই রাক্ষসরা অন্য রাজা চান না
    চেরীহারা রাবনদাদার থামছে না তাই কান্না।

    রাবনদাদার অনেক টাকা,
    ভিডিওক্যামে লংকা ঢাকা -
    অসুর পুলিশ দুপুর রাতে
    ভিডিও দেখে রিমোট হাতে।

    শেরিফ কহে চোরটি খোঁজা
    কাজ কিছু নয় সরল-সোজা,
    হাজারটি ক্যাম, লক্ষ মিনিট, কোটি কম্বিনেশন
    খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে চালিয়ে স্লোমোশন।
    শেষ ছিল সে কোন মোকামে?
    রাবন রাজার কোন হারেমে?
    খাইসিল কি? রাম না চরু?
    হাতে ছিল কি? ঝাঁটা না গাড়ু?
    এসব খবর পাইলে সিধা
    চোর খুঁজতে হয় সুবিধা।
    লংকার সব চ্যানেলে তথা
    চেরী ও চোরের গসিপ কথা।

    রাবনদাদা বেজায় ঝেড়ে
    মিডিয়া জুড়ে হুমকি পাড়ে -
    যে করেছে চেরী হরণ
    জ্যান্ত খাব, চাই না গরম।

    এর পরে কি? রামের গুহায়
    হনু এসে আপডেট দেয় -
    মা জননী সীতার লগে
    কইছি কথা লংকা ব্লগে,
    লংকা নাকি ঝলমলায়
    আর যান না কলতলায়,
    আছেন তো বেশ রসেবসে
    আর কি পোষায় বনবাসে?
    তাই করসি চেরী হরণ,
    নৈবেদ্য, বাড়াও চরণ।

    রাম কইলেন - মরণ,
    আজব ধরণ ধারন।
    রাবণ ব্যাটা হুমকি দিসে
    জ্যান্ত মরব নাকি শেষে?

    চুপটি করে সবটি শুনে মহান জাম্ববান
    রায়টি দিলেন ছোট্ট করে - পাকা হনুমান,
    চুরির চেরী তুমিই রাকো
    বাঁচতে হলে মুখটি ঢাকো।
    নাচো কোদো, যাই করোনা
    আঁচল খানি আর খুলোনা।

    যাহোক সে এক কান্ড বটে,
    পুরাণ কথা বলিনু সাঁটে।

    (ডি: ছন্দের প্রায় পুরোটাই ঝাড়া, যাতে সোমনাথ আর না বকে)
  • Bhuto | 203.91.193.5 | ০৯ জুন ২০০৯ ০৯:৩৭411842
  • এত পদ্য
    অনবদ্য
    কোথায় মারিব তালি।
    হাতে রক্ত
    বেঞ্চ শক্ত
    পাছুও হয়েছে ফালি।

    তাই ...(এবার সুর করে, বলো বলো হরিবোল এর স্টাইলে, হাত মাথায় তুলে)
    বলো বলো পদ্য বলো বলো পদ্য বোল,
    বলো বলো পদ্য বলো।
  • Bhuto | 203.91.193.5 | ০৯ জুন ২০০৯ ০৯:৪০411843
  • একি,শুনলাম সোমুদা মোরে ক্যালাইবে,
    কেন রে বাওয়া? কোথায় হলো অন্যায় বে?

    (আব্বে নয় বেথে র 'বে' :P হে হে )
  • ranjan roy | 122.168.76.85 | ০৯ জুন ২০০৯ ১১:৫০411844
  • পদ্যের সথে মদ্যের দেখ
    হবে আড়ি, নাকি ভাব?
    তাই বসে ভাবি, রঞ্জনকবি
    ---পাছায় গজালো আব।
  • intellidiot | 220.225.245.130 | ০৯ জুন ২০০৯ ১৪:৩৪411845
  • শ্যামলের লেখা ক্ষুরধার অতি
    জানিত পাঠককূল
    লেখা কাকে বলে বুঝিল ফোঁড়ারা
    পশ্চাৎ হল কুল।
  • vikram | 193.120.76.238 | ১৬ জুন ২০০৯ ২২:০৪411846
  • শুনুন শুনুন সুশীলবাবু শুনুন শুনুন
    এমন গরম শীতের রাতে পশম বুনুন
    মাঘের শীতে বাঘের কাঁপন হাওয়ার তোড়ে
    এমন দারুণ দিনেই নাকি চশমখোরে
    পশম বোনে, দশম গুরু নাড়েন ঝুঁটি
    ক্যালেন্ডারে ওনার নামে একটি ছুটি
    শুনুন সুশীল, শুনুন গোপাল, কেষ্টবাবু
    বায়ু, পিত্ত, কফের ওষুধ এই অলাবু,
    যেমন বুনো ওলের আছে তেঁতুল বাঘা
    তেমন তোমার বুনতে থাকা, গুনতে থাকা।
    রাঁধে এবং চুলও বাঁধে, কেমন উনি?
    যাহোক, আমার মুখে বরফ, মাথায় চিনি।
    বাজাও টেবিল, চেয়ার, গিটার, বাজাও কারা
    নৃত্য করেন সুজয়? বিজয়? সুশীল ধাড়া?
    বরং সোফায়, গোপালবাবু, সোফায় হেলান
    গেলান হিসেব, রেশম, পশম ,হিসেব মেলান
  • Bhuto | 203.91.193.5 | ১৭ জুন ২০০৯ ১৮:৫৩411847
  • কেয়াবাৎ কেয়াবাৎ
    এক্কেবারে কুপোকাৎ
  • vikram | 193.120.76.238 | ২৬ জুন ২০০৯ ২১:০৪411848
  • ভুতোর কি হইল অন্তরে ব্যথা
    বসিয়া বিরলে থাকয়ে একলে সা শুনে কাহারও কথা
    সদাই বোতলে চাহে মুখ তুলে চকিত নয়ান তারা
    ঘন বরষায় রামের নেশায় দেখিছে বোতল ভরা
    সাড়ে পাঁচটায় ছুটি হয়ে যায় কুমারী বিকাল অদ্য
    ছিপি খুলিবার সময় এবার আমি তো লিখিব পদ্য
    চকিত চিত্তে চকোর চকোরী চমকে চাহিছে চিহ্ন
    রাম সোডা জিন করিছে রঙীন যদিচ তাহারা ভিন্ন
    সান্নাটা কেন এত ঘন ঘন শনি রোব্বারে ঝড়?
    নীল অঞ্জনঘনকুঞ্জছায়ায় স্তম্ভিত গব্বর।
  • dd | 122.167.19.51 | ২৬ জুন ২০০৯ ২২:১২411849
  • ইঁ:।
    ভিকিদা অ্যামন লিখলে তারপরে অমি আর পদ্যাই ক্যামনে? লোগে যে বগ দ্যাখাবে।
  • Abhyu | 80.221.25.236 | ২৬ জুন ২০০৯ ২২:২৬411850
  • আপনার আজকে কবিতায় শ্যামা মা নিয়ে দুটি কথা থাকবে না? সুরা পান না করা নিয়ে?
  • dd | 122.167.19.51 | ২৬ জুন ২০০৯ ২২:৩৪411851
  • আচ্ছা

    মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেরই মাঝে সুরাসুর
    আমি শালা কিছু সুরাপান করি,সে নিয়ে আমার কি কসুর?
    রাঙাজবা হয়ে শ্যাম মার পায়ে যদি যাই লুটোপুটি
    আমি তো ভক্তিরসে মাতোয়ারা, আপনেরা ফাটাফুটি
    চক্ষু মেলিয়া দ্যাখলেন না তো তবিলদারীর খাতা
    শুধু গুনলেন কটা পেগ হলো
    কতোটা রোদ্রে কতো জমে মেঘ
    মেপে দেখলেন কখনো আমার ইন্টিরিয়রের ব্যাথা?
  • dd | 122.167.29.224 | ২৬ জুন ২০০৯ ২৩:১৬411853
  • আরেট্টা পদ্দ্য লিখি ? ক্যামন ?

    ইসে,ক্রিটিক্যাল এ সময়ে কে বা আর প্রিটি?
    প্যাশনেও জল ঢালে যতো সেলেব্রিটি
    ক্যানো তারা দো আঁশলা? মগের মুল্লুক
    পেয়েছিস যতো সব । সি দেয়ার, লুক
    ঐ সব লাশ আমাদের,আর তোরা
    অন্য দল, স্বাত্তিক স্যুপে অন্য কুক
    চোনা ফ্যালে, অপবিত্র করে হোলি বুক।

    আমি কিন্ত্য খ্যা খ্যা হাসি ,আমি কিন্তু সিটি।

  • Tim | 71.62.2.93 | ২৭ জুন ২০০৯ ১২:২৬411854
  • সূচ হয়ে ঢুকে পড়েছিলো
    ফালি করে কেটে মানিব্যাগ
    এখন সেখানে ফেভিকলে
    সেঁটে আছে লাগেজের ট্যাগ

    ইস্কুলে মুশকিল বড়ো
    আন্টিরা ক্যান্টিনে থাকে
    খিড়কিতে দিও ডোরবেল
    কাজের সময় কাজী ডাকে

    কৃষকদরদী ছেলেধরা
    কৌপিনে মুড়ে রাখা ছুরি
    সেলফোনে সেলফিশ থাকে
    প্যাঁচ খেলে কেটেছে সে ঘুড়ি

    আজব রঙ্গ যদি দ্যাখো
    গান গেয়ে কয়োনাকো কিছু
    আশাভরে উড়াইলে ছাই
    আসিবে সে তোর পিছু পিছু।
  • Tim | 71.62.2.93 | ২৭ জুন ২০০৯ ১২:৩০411855
  • ভিকির গুলো হেব্বি হয়েছে। ডিডিদাও যথারীতি নাজুক।
  • sayan | 115.108.25.26 | ২৭ জুন ২০০৯ ২২:৪৫411856
  • প্রতিটা বিষের পাত্র, প্রতি রাত ধূলিমলিনতা
    তুমি চাও নিরঞ্জন সুরের প্রতিমা, তাল লয়
    আমি ব্যর্থতার মত সহনীয় যেটুকু সঞ্চয়
    নিয়ে বাস করি, তুমি তাকে বল সাফল্যের কথা

    তাকে বল অভিমান, বল দু:খ, এমন বেদনা
    কৈশোর অবধি যার অহঙ্কার, গূঢ় পাপাচার
    অমন বেদনা সে অসহায়, অন্তীম আহার
    তুমি জান স্বকীয়তা, তুমি তার শুদ্ধতা চেন না

    তবে কেন পবিত্রতা, পিছুটান কি রেখেছ হাতে
    এই যে পরান্নভোজী আধো আধো মেয়েলি গরিমা
    এই যে তরলরাত, বিষপাত্র সাফল্যের সীমা
    তোমার সঙ্কÄ¡রা তাকে চিনে নেয় বিনীদ্ররাতে

    তুমিও আমার মত রোদে জলে প্রেমে অত:পর
    গান ধর - যেখানে অনন্ত শোক, অসীম প্রান্তর
  • sayan | 115.108.25.26 | ২৭ জুন ২০০৯ ২২:৫৮411857
  • যেদিন মাঝরাত্তিরে হাওয়া ওঠে, বৃষ্টি নামে
    সেদিন আবার সব অন্যরকম হয়ে যায়, ঘুম ভেঙে উঠে
    চোখে পড়ে আকাশের রঙ লাল
    কেমন যেন অলৌকিক লাগে, পৃথিবী চেনা অচেনা
    আর এই অচেনা সমুদ্র দিক্‌ভ্রান্ত, টালমাটাল
    নেশাগ্রস্ত মনে হয়
    আমাকে ডাক না পাঠিয়ে এ কোন আদিম মহোৎসবে মেতেছে রাত
    না না, ডাক পাঠিয়েছে নিশ্চয়
    না হলে এই ভাঙা মন্দিরে আমি কি করে
    এমন ঝড়জলের রাতে - প্রাচীণ শিবমন্দির, নিÖপ্রদীপ গর্ভগৃহ
    সাথে স্নেহময় সঙ্গিনী - সে ভীরু, সে কোমল, সে নিষ্পাপ আমার
    ছেলেমানুষী খেলাঘরে কী ভীষণ উথালপাথাল নিয়ে এলো
    আজ এই তুমুল দুর্যোগের রাত
    আমাকে ভেঙেচুরে হঠাৎ
    বড় করে দিয়ে গেল, জলস্রোতে ভাসিয়ে নিয়ে গেল
    যেখানে যেটুকু যা ছিল শৈশব
    জীবন ঝাঁপিয়ে এল শৈশবের বেশে, যৌবন তার দুহাত ভর্তি
    আনন্দবেদনা, রোমাঞ্চকল্পনা, সুখশিহরণ, অস্থিরতা সম্ভাবনা নিয়ে
    পক্ষীরাজের পিঠে চেপে উড়ে এসে নামল ভাঙা মন্দিরের দ্বারে
    অন্ধকারে অস্ত্র হাতে দ্বার আগলে বসে বলল -
    আমি কুশাঙ্কুর, পায়ে বিঁধিব না -
    বিঁধল বুকে, বিঁধে রইল
    বৃষ্টির রাতে সেই প্রিয় ক্ষতে বড় মধুর রাতে ব্যথা বাজে
    ফের মন চায় ফিরে যেতে
    ক্ষীণ রক্তাভ দীপালোকে লুকিয়ে দেখতে মন চায়
    গোপন প্রেমাষ্পদের মুখ
    দীপ কেবলই নিভে যায় ঝড়ে ... স্বপ্ন ভেঙে যায়

    বৃষ্টির তোড়ে স্রোতের মে্‌খ ভেসে যাচ্ছে অসংখ্য ছবি, চলমান
    সাধ হয় ঐ স্রোতে ঝাঁপ দিতে নি:শেষে, জানি
    মৃত্যুর গভীরেই গন্ধ পেয়ে যাব অন্য এক সুদূর প্রত্যাবর্ত্তনের
  • sayan | 115.108.25.26 | ২৭ জুন ২০০৯ ২৩:৫৩411858
  • নীচ দিয়ে ভেসে যাচ্ছে ভ্রমণকাহিনী আর
    কনে দেখা আলো
    উপরে চাঁদের গায়ে আগুন ঢেলেছে কেউ
    তার নাম পাতাবাহার
    যে কোনও ক্ষত যেমন সবুজে জুড়ায়
    আহতের জানালায় শ্রাবণ পেরিয়ে যায়
    সোনালী ছুরির মত কি যেন ক্ষত আরও গভীর করে
    শ্রাবণের ভরাবৃষ্টি থেকে উঠে আসে নীল বর্ণমালা
    পুড়েছে আগুনে সেও
    জ্বলে গেছে তার অভিমুখ
    তবুও সে পোড়ামুখে প্রিয়নাম ডাকে বারবার
    ছুঁতে চায় অসুখ
    দূর থেকে তার সেই জ্বলে পুড়ে মরে যাওয়া দেখে
    নতুন শব্দও ফের হিংস্র কবিতার ভাষা শেখে
  • ranjan roy | 122.168.69.11 | ২৮ জুন ২০০৯ ০০:০০411859
  • ""নতুন শব্দও ফের হিংস্র কবিতার ভাষা শেখে।'' নাজুক!!
  • Tirthang | 128.103.186.202 | ২৮ জুন ২০০৯ ০১:০৫411860
  • ভিকিদা, ডিডিদা, টিম ও সায়ন - প্রত্যেককে টুপি খুলে সেলাম।
  • Tim | 71.62.2.93 | ২৮ জুন ২০০৯ ০২:০৮411861
  • সায়ন অনেকদিন পরে এমন লিখলো। লিখে চল ভাই।
  • Bhuto | 203.91.193.5 | ২৯ জুন ২০০৯ ১২:৩১411862
  • অবশেষে রসে বশে সায়নকবি,
    দিলেন পায়ের ধূলো যেন জলছবি।
    ডিডি,ভিকি, টিম আহা কি কারিকুরি,
    সময় পেলে লিখবো আম্মো ঝুড়ি ঝুড়ি।
    তীত্থদা কেন শুধু বাহা বাহা করে
    লিখেও লেখে না কেন এ কাব্যঘরে।
  • vikram | 193.120.76.238 | ১৫ অক্টোবর ২০০৯ ১৭:৩০411864
  • ধর্ম্মশালায় দলাইলামার জন্মদিনের ভোগপ্রসাদম
    দিল মে হ্যায় তুফান জরা দমদমাদম
    বর্ম্ম বাঁচাও চর্ম্ম কাটে, কর্ম্ম? অ্যাহেম! আবাম বয়ম
    নাচ মেরি জান জরা দমদমাদম
    হর্ম্য দেখেই ঘর্ম্ম ছোটে মর্ম্ম বোঝার নাই প্রয়োজন
    তু হ্যায় মেরি জান জরা ঝনন ঝনন
    পালকি তোলো দুলকি চালে বালকি লাগে বড্ড ভীষণ
    দিল হ্যায় পরেশান জরা, গরম গরম
    হলকা দিলেই পলকা হৃদয় হাফসোলে বন্দেমাতরম
    সন সনন সাঁই সাঁই সনন সনন
    উল্টে দেখুন পাল্টে গেছে ব্যালকনিতে নঈ পড়োসন
    মেরা মন, মেরা মন, হো মেরা মন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন