এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আজকের মমতা ও এবারের রেল বাজেট: একটি আলোচনার শুরু

    kanti
    অন্যান্য | ০৩ জুলাই ২০০৯ | ৭৯২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | 220.225.11.171 | ১০ জুলাই ২০০৯ ০৯:৪৮416721
  • ১) নন-স্টপ ট্রেন
    ২) প্রচুর মডেল স্টেশন
    ৩) অনেক আন্তর্জাতিক টার্মিন্যাল

    সবগুলোই তো পজিটিভ, কিন্তু ঐ, যদি হয় তবেই। কারণ

    ১) নন-স্টপ ট্রেন (একটা মাত্র টেকনিক্যাল স্টপেজ) আগেই ছিল - কলকাতা-দিল্লী রাজধানী, তাতে পরে অনেক স্টপেজ হয়, লাল সিগন্যাল তো আছেই।

    ২ এবং ৩) এই ঘোষণাটা আসলে অনেক বছর আগে থেকেই শুনে আসছি, এখনো একটাও হয় নি।
  • Arijit | 121.241.214.50 | ১০ জুলাই ২০০৯ ১০:২২416722
  • বটমলাইনটা রঞ্জনদা লিখেছেন - চাঁদবিবিকা ইত্যাদি...বরাদ্দ/কোত্থেকে আসবে টাকা - এগুলো না থেকে শুধু প্রমিস থাকলে মুশকিল।
  • quark | 220.225.11.171 | ১০ জুলাই ২০০৯ ১৪:১৫416723
  • রেল রেলের জমিতে মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং কলেজ, মায় আইআইটি ও বানাবে, আর এই সবগুলোতে রেলের এমপ্লয়ি দের ছেলেমেয়েদের জন্যে সংরক্ষিত আসন থাকবে।

    জমি আর পয়সা থাকলে আইআইটি বানিয়ে সীট রিজার্ভ ক'রে রাখা যায়?
  • d | 144.160.5.25 | ১০ জুলাই ২০০৯ ১৪:৪৪416724
  • "পয়সা থাকলে বেয়াইয়ের বাপের শ্রাদ্ধ করা যায়' -- আমার দিদিমা বলতেন। জমি থাকলে কী করা যায়, সে সম্পর্কে তিনি কিছু বলে যান নি।
  • rokeyaa | 203.110.243.22 | ১০ জুলাই ২০০৯ ১৪:৪৯416725
  • আজকেই টেলিগ্রাফে দিয়েছে যে আইআইটি এরকম ভাবে ভর্তি করতে পারে না, এটা আইনে আটকায়। এজন্যই মেয়েদের জন্য আইআইটি করা হয় নি।
  • dukhe | 122.160.114.84 | ১০ জুলাই ২০০৯ ১৫:০৬416726
  • রেলের মনোপলি ভাঙলে অনেক সমস্যাই মিটবে । প্লেনেও তাই হয়েছে । কম্পিটিশনে ফেললে বাপ বাপ বলে শুধরোবে । যদি না যখন খুশি সরকারি বাজেটে খাবলা মেরে টাকা তুলে নেওয়া যায় । চোখের সামনে ইণ্ডিয়ান এয়ারলাইনসের উদাহরণ । কিংবা বিএসএনএল ।
  • dukhe | 122.160.114.84 | ১০ জুলাই ২০০৯ ১৫:২২416727
  • কম্পুটার এসেও যখন পৃথিবী রসাতলে যায়নি, রেলে বেসরকারি কোম্পানি (বা নেদারল্যাণ্ডস সরকার) এলেও কি আর যাবে ?
  • Arijit | 61.95.144.123 | ১০ জুলাই ২০০৯ ১৫:৩৯416728
  • কিংবা পটার্স বার। কিংবা রেলট্র্যাক - তারপর নেটওয়ার্ক রেল - সেখান থেকে ডিগবাজি খেয়ে ফের ন্যাশনাল রেল...

    পসন্দ আপনা আপনা।
  • dukhe | 122.160.114.84 | ১০ জুলাই ২০০৯ ১৫:৪৮416729
  • যা কইসেন কত্তা । নোংরা অথবা পরিষ্কার টয়লেট । পসন্দ আপনা আপনা ।
  • Arijit | 61.95.144.123 | ১০ জুলাই ২০০৯ ১৬:৪৯416731
  • ওই যে বল্লাম - টয়লেটের নোংরা পরিষ্কার সরকারি/বেসরকারির ওপর নির্ভর করে না। ঢালাও বেসরকারিকরণই মোক্ষলাভের একমাত্র উপায় এটা আমি মনে করি না।
  • dukhe | 122.160.114.84 | ১০ জুলাই ২০০৯ ১৭:০০416732
  • সরকার মোক্ষ দেবে বলছেন ? ভালো ভালো, ভরসা থাকুক । আপাতত: মোক্ষ চাই না, পরিষ্কার টয়লেট হলেই চলবে । সরকার ষাট বছরে পারেনি । তবে এবার নির্ঘাত পারবে । বলছেন যখন । বিশ্বাসে মিলায় বস্তু ।
  • d | 144.160.5.25 | ১০ জুলাই ২০০৯ ১৭:১২416733
  • চন্ডীগড়, অমৃতসর, লুধিয়ানা ইত্যাদি অঞ্চলে যত পাবলিক টয়লেটে গেছি সব বেশ পরিস্কার।

  • dukhe | 122.160.114.84 | ১০ জুলাই ২০০৯ ১৭:৫৩416734
  • এবার বোধহয় টয়লেট নিয়ে আলাদা সুতো খোলার সময় এসেছে ।
  • shyamal | 67.60.248.108 | ১০ জুলাই ২০০৯ ১৯:০৭416735
  • দুখে,

    আপনার লজিক সব জায়গায় খাটবেনা। ভারতে বিশেষত: প:বঙ্গে বেশ কিছু মধ্যবিত্তের কাছে সরকার ও পাবলিক সেকটর হল একাধারে মা-বাপ ও হোলি কাউ।
    এদের ওপরে খাঁড়া চালানোটা ঠিক কাজ। কিন্তু চালাতে গেলে অনেক বিরোধীতা আসবে।
    ৯৯% ক্ষেত্রে বেসরকারী সংস্থা অনেক বেশি ভালভবে যেকোন কাজ করতে পারে। তার মূল কারণ বেঠিক কাজ করলে সঙ্গে সঙ্গে চাকরি যায়। বেঠিক কাজ করলে কারোর ক্ষতি হয়। যার নাম মালিক। পাবলিক কোম্পানিতে (পাবলিক সেকটর নয়) আমরা স্টক হোল্ডাররাই মালিক। কিন্তু তাহলেও কোম্পানি খারাপ করলে সি ই ওর চাকরি যাবে।

    সরকারি বা পাবলিক সেক্টরে মালিক জনগণ নয়, মন্ত্রী আর আমলারা। যাদের চাকরি যাওয়া খুব কঠিন। তার ফলে..............

  • quark | 220.225.11.171 | ১১ জুলাই ২০০৯ ০৯:৪৮416736
  • ঘোলা জলে মাছ ধরো, জল ঘোলা না থাগলে ঘুলিয়ে দাও ....

    তাইলে দাঁড়ালো গিয়ে বেসরকারী সংস্থা = পাবলিক কোম্পানী (পাবলিক সেক্টর নয়) এবং উহার মালিক আমরা .... স্টক হোল্ডাররা। বেঠিক কাজ করলে মালিকের (অর্থাৎ কিনা আমাদের) ক্ষতি।

    কি সেই ক্ষতি? কোম্পানীর শেয়ারের দাম পড়বে, ডিভিডেন্ড কমবে। এবং সি ই ওর চাকরী যাবে।

    লাভের ডিভিডেন্ড বুঝে নেওয়ার সময় খবর রাখছি কি, সঠিক কাজের আড়ালে ঐ কোম্পানীতে আট ঘন্টার জায়গায় ১৪ ঘন্টা খাটানো হচ্ছে কিনা? খবর রাখছি কি সামান্য অছিলায় চাকরি যাচ্ছে কিনা?

    ভারতবর্ষের মত জায়গায় যেখানে কাজের লোকের চেয়ে সস্তা আর কিছুই নেই, সেখানে পশ্চিমী দেশের ভাবনা কতটা খাটে?
  • shyamal | 67.60.248.108 | ১১ জুলাই ২০০৯ ১০:২০416737
  • কোয়ার্কবাবু,

    ১) আমি জানি ভারতে অনেক আই টি কোম্পানিতে বেআইনীভাবে ১২-১৪ ঘন্টা খাটিয়ে আট ঘন্টার পয়সা দেওয়া হয়। কোন ওভারটাইম দেওয়া হয় না। তা তাতে দোষ কার? অন্যায় যে করে আর অন্যায় যে সহে। আমি জানি যারা এই ক্রীতদাসপ্রথার প্রতিবাদ করে তাদের ব্ল্যাকলিস্ট করা হয় যাতে অন্য আই টি কোম্পানিগুলো তাদের চাকরি না দেয়। কিন্তু এটা পণ দেওয়া নেওয়ার মত ব্যাপার। কেউ যদি নিজের চাকরির ঝুঁকি নিয়ে প্রতিবাদ না করেন তবে অন্যায়টা চিরকাল চলতে থাকবে।
    ২) সামান্য অছিলায় চাকরি যাওয়া আবার কি? আমি মনে করি দেশের নিয়ম না মেনে অধিক খাটিয়ে কম পয়সা দেওয়াটা অন্যায়। কিন্তু চাকরি যাবে না থাকবে সেতো কোম্পানির সম্পুর্ণ ডিসক্রিশন। কোম্পানি কি আপনাকে বিয়ে করেছে নাকি যে টিল ডেথ ডু উই পার্ট? কোম্পানির আজ আপনাকে দরকার কারণ একটা কাজে আপনি পারদর্শী। পাঁচ বছর পরে আপনি হয়তো একইরকম পারদর্শী কিন্তু সেই কাজটা খদ্দেররা চায়না। তো কোম্পানী কেন আপনাকে রাখবে? এর সঙ্গে আপনার অক্ষমতার সম্পর্ক নেই। কোম্পানি আপনার বাবা মা নয় অথবা স্পাউজ নয়।
  • quark | 220.225.11.171 | ১১ জুলাই ২০০৯ ১০:৪৯416738
  • আজ্ঞে ১ নম্বরের উত্তর আমার পোস্টের শেষ লাইনে এবং আপনার ১ নম্বর প্রশ্নের পঞ্চম বাক্যে।

    আর ২ নম্বর : এই পারদর্শিতার সংজ্ঞা ঠিক করবে কে? এই রিশেসনের বাজারে যাদের চাকরি যাচ্ছে, তারা সব কিন্তু দু'দিন আগে অব্দি পারদর্শী ছিল। আমাদের (পাবলিক কোম্পানীর মালিকদের) ডিভিডেন্ড বাঁচাতেই কিন্তু ওঁদের পথে বসতে হচ্ছে।
  • arjo | 24.42.203.194 | ১১ জুলাই ২০০৯ ১০:৫১416739
  • অগত্যা নতুন উপায়?
  • quark | 220.225.11.171 | ১১ জুলাই ২০০৯ ১০:৫৭416740
  • এবার তো শ্যামলবাবুর চাল
  • arjo | 24.42.203.194 | ১১ জুলাই ২০০৯ ১০:৫৯416742
  • দিয়ে দিলাম তো!
  • quark | 220.225.11.171 | ১১ জুলাই ২০০৯ ১১:১৩416743
  • তাইলে অগত্যা আর কি? কাছাখুলে প্রাইভেটাইজেশনের কথা ভাবার আগে কয়েনের উল্টোপিঠটা আরেকবার দেখে নেওয়া ভালো।
  • arjo | 24.42.203.194 | ১১ জুলাই ২০০৯ ১১:১৮416744
  • তা তো শ্যামলবাবু বলেন নি। বলেছেন কি?
  • quark | 220.225.11.171 | ১১ জুলাই ২০০৯ ১১:২৩416745
  • শ্যামলবাবুর Date:10 Jul 2009 -- 07:07 PM এর পোস্ট পড়ে আমার তাই মনে হয়েছিলো।
  • shyamal | 67.60.248.108 | ১১ জুলাই ২০০৯ ১২:৫৫416746
  • কোয়ার্কবাবু,
    আবার বলছি, কোন কর্মির ভরনপোষণের ভার কোম্পানির নয়। ভারতে বোধ হয় আজও একটা ভুল ট্যাবু আছে যে কারোর চাকরি গেলে সে নিশ্চয় অপদার্থ। তাকে দিয়ে কোন কাজ হবেনা তাই অন্য কোন কোম্পানি তাকে নেবেনা।
    এই অবাস্তব দৃষ্টিভঙ্গীর থেকে ভারতকে বেরোতে হবে। এর প্রধান কারণ হায়ারিং ম্যানেজাররা অর্ধশিক্ষিত।

    কোম্পানি একজনকে ছাড়াতে পারে নানা কারণে। তার সঙ্গে সে লোকটির স্কিলের সম্পর্ক না থাকতেই পারে।
    ধরুন আপনি ড্রাইভার রেখেছিলেন। এবার রিসেশনের বাজারে আপনার মাইনে কমল ২০% তাই আপনি ড্রাইভারকে ছাড়িয়ে নিজেই গাড়ি চালাতে লাগলেন। এতে কি ড্রাইভারের স্কিল কমে গেল? এখন যদি অন্য একজন লোক শুধু এজন্য সেই ড্রাইভারকে হায়ার না করে যে তার একবার চাকরি গেছে, তবে বলব সেই লোক বোকা। আর আপনি যে ড্রাইভারকে ছাড়ালেন সেটা ব্যক্তিগত কস্ট কাটিংএর জন্য। এতে ড্রাইভারের কোন দোষ নেই।

    ঠিক একই জিনিষ হয় কোম্পানিতেও।

    আর আপনি বলছেন ভারতে কাজের লোকের চেয়ে সস্তা জিনিষ আর নেই। সস্তা না দামী এটা বাজারকে ঠিক করতে দিলে সবার ডিম্যান্ড থাকবে। আপনার বাজার দর ধরুন মাসে ১০০০০ টাকা। আর আপনি পাচ্ছেন ১৫০০০। সেক্ষেত্রে আপনার চাকরি গেলে সম মাইনের চাকরি পাওয়া কঠিন হবে। আমি জানি কোন কোন সেক্টরে এই বৈষম্য আছে। যেমন প: বঙ্গে যেসব স্কুলে শিক্ষকের মাইনে দেয় সরকার। তারা সবাই বাজারদরের চেয়ে অনেক বেশী মাইনে পায়।

    আমি বেসরকারিকরনের পক্ষে , শুধু স্কুল শিক্ষা ও বেসিক চিকিৎসা বাদে। যত পাবলিক সেক্টর কোম্পানি আছে, লাভ করুক চাই না করুক, আজই বেসরকারি হয়ে গেলে খুব খুশি হব।
  • dukhe | 117.194.224.131 | ১১ জুলাই ২০০৯ ১৮:৪৪416747
  • সরকারি ছাকরি অবশ্যই যারা করে তাদের পক্ষে ভাল । কাজ করতে হয় না, চাকরি যায় না, উপরি আছে । কিন্তু কাস্টমারদের অভিজ্ঞতা আলাদা করে লেখার দরকার নেই । কাস্টমার বলতে সাধারণ মানুষ । বেসরকারি হাতে গেলে তাদের সুবিধে । আপনি কার সাইড নেবেন আপকা পসন্দ ।
    আমাদের শিক্ষা, স্বাস্থ্য সব কিছুতেই তো এন্তার বেসরকারি কোম্পানি । রেল নিয়ে পিসিমাদের এত শুচিবাই কেন ?
  • dukhe | 117.194.224.131 | ১১ জুলাই ২০০৯ ১৯:১১416748
  • আইটি তে মাইনে বেশি । ওভারটাইম বা আণ্ডারটাইমের চল নেই । প্রোজেক্টে লাগলে ২০ ঘণ্টা কাজ করতে হবে, বেঞ্চে থাকলে মুখ দেখিয়ে মাইনে পাবে । এ নিয়ে সিটু এখন পর্যন্ত কোন বনধ ডাকেনি । তাহলে আর কে ঘন্টাপিছু মাইনের দাবিতে আন্দোলন করবে ?
  • pisima | 117.194.227.99 | ১২ জুলাই ২০০৯ ১৬:২৯416749
  • কারণ পিসিমা মনে করেন যে দেশের ট্রান্সপোর্ট ব্যাকবোন মুনাফার আখড়া হলে আখেরে ভালো কিছু হয় না। এই তত্বটা প্লেনের খেত্রে খাটে না, কারণ -

    (১) প্লেন মাস ট্রানজিট সিস্টেম নয় - রেল এবং প্লেনের যাত্রী চরিত্র আলাদা। দুখীজ্যেঠুর মতন বুকপকেটওয়ালা কাস্টমার সবাই নয়।
    (২) ট্রেন দেশের প্রায় প্রতি এলাকায় যায় - প্রত্যন্ত গ্রামেও একে পৌঁছনো সম্ভব - অ্যাজ আ সোশ্যাল সার্ভিস। বেসরকারি প্রতিষ্ঠান ট্রান্সপোর্ট ব্যাকবোনকে একটা সোশ্যাল সার্ভিস হিসেবে দেখবে এটা দুরাশা।

    আপনারা আবার ইউরোপ-আমেরিকামুখী, কিন্তু এই রকম প্রশ্নে সেই উন্নত দেশগুলোই কি বলছে সেটা কানে যায় না।
  • dukhe | 117.194.225.10 | ১২ জুলাই ২০০৯ ১৭:৩৯416750
  • অ । দাতব্য ট্রেন চাইছেন ? ভাড়া লাগবে না ? সরকার দেবে ? মিড-ডে মিলের মত ? সেরকম সোশ্যাল সার্ভিস হলে খুবই ভালো । বেসরকারি কোম্পানি তাহলে হেরে ভূত হয়ে যাবে । তবে খরচাটা কি রামকৃষ্ণ মিশন দেবে, না আমাদের গাঁট কেটেই আসবে ? বাই দ্য ওয়ে, বেসরকারি কলেজ বা বেসরকারি নার্সিংহোম কি এই সোশ্যাল সার্ভিস করছে ?
    প্রতি এলাকায় যদ্দূর জানি মোবাইল ফোনও যেতে পারে । যাচ্ছেও । কোম্পানিরা বড় কাস্টমার বেস পেলে অখুশি হয় এমন শুনিনি । আর প্লেনের যাত্রীরা ভালো টয়লেট পেতে পারে, কিন্তু রেলের প্যাসেঞ্জার গরুছাগল - এটা নিয়ে আমার খটকা আছে ।
    সরকারের দয় বুকপকেটে তো ফর নাথিং ঝাঁঝরা হয়ে গেল । লজ্জার মাথা খেয়ে বলি - রেলমন্ত্রী দের গুষ্টিসুদ্ধ যাবজ্জীবন রেল পাস - এই সোশ্যাল সার্ভিসটা আমার চাঁদায় না হলেও আমি দু:খ পেতাম না । সরকার মাই-বাপ ভাবব তো ভাবি দাদা, কিন্তু কলিতে ভক্তি কম পড়িতেছে । মাফ করবেন ।
    ইউরোপ-আমেরিকার খবর কি অত রাখি পিসি ? আদার ব্যাপারী । তা তেনারা কি শিগগিরি সব সোভিয়েত হয়ে যাবে ? বেসরকারি বলে কিছু থাকবে না ?
  • Arijit | 117.194.231.181 | ১২ জুলাই ২০০৯ ১৮:০৭416751
  • দাতব্য ট্রেনের কথা কেউ বলেনি। এবং গুষ্টিশুদ্ধু রেলপাসের কথাও কেউ বলেনি। ভাড়া দেবে না কেউ তাও কেউ বলেনি। টয়লেট পরিষ্কার দরকার নেই তাও কেউ বলেনি। প্রশ্নটা ওঠে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে। রেল বেসরকারি করে আখেরে যাত্রীদের ভালো কিছু হয়নি তার উদাহরণ কম নেই - পরিষ্কার টয়লেট হয়তো হয়েছে কিন্তু ২০০-৩০০% ভাড়া বেড়েছে, অ্যাকসিডেন্ট হয়েছে কারণ ট্র্যাক মেইনটেনেন্স হয়নি...আবার সরকারের হাতে রেল সার্ভিস রেখে ভালো কাজ হয়েছে তার উদাহরণও কম নেই। এই টইয়ে সেগুলো আছেও।

    বাংলাটা তো দিব্যি লেখেন, কিন্তু বোঝেন না সেটা জানা ছিলো না। এবার একঘেয়ে লাগছে।
  • Samik | 122.162.236.30 | ১২ জুলাই ২০০৯ ২১:২৮416753
  • দুখের আরেকটা কথায় প্রতিবাদ জানালাম। সরকারি কর্মী নিতান্তই কাজ করেন না, চাকরি যায় না, উপরি আছে, এটা একটা জেনারেলাইজেশন বই কিছুই নয়। উনি খুব কম সংখ্যক সরকারি চাকুরে দেখেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন