এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • www.khoyab.in কেমন লাগলো feedback চাই।

    khoyab
    অন্যান্য | ২৫ সেপ্টেম্বর ২০০৯ | ৭০৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • khoyab | 117.200.82.212 | ২৫ সেপ্টেম্বর ২০০৯ ১৭:১১421268

  • rimi | 168.26.215.135 | ২৬ সেপ্টেম্বর ২০০৯ ০১:২৩421304
  • সুজাতা বন্দোপাধ্যায়ের গল্পটা রীতিমত চেনা লাগছে। সুজাতা কারুর ছদ্মনাম নাকি?
  • rimi | 168.26.215.135 | ২৬ সেপ্টেম্বর ২০০৯ ০১:৫৫421315
  • সুজাতার গল্পটা তেকোনার রবিবাসরীয় গল্পের প্রায় ফটোকপি!!!!
  • pi | 128.231.22.89 | ২৬ সেপ্টেম্বর ২০০৯ ০২:৫১421326
  • তাই কি ? সেরকম তো কই লাগলো না। অন্তত একবার পড়ে। হ্যাঁ, গল্প দুটোর থিম এক, কিন্তু ঐ থিমটা টা তো বোধহয় আবাপ থেকে দিয়ে দেওয়া ছিল, তাই না ?
  • a x | 143.111.22.23 | ২৬ সেপ্টেম্বর ২০০৯ ০৩:২৯421337
  • তেকোনা হতে পারে আর সুজাতা হতে পারেনা? :-) ঐ লিখেছে বলে তো মনে হল।
  • pinaki | 131.151.102.250 | ২৬ সেপ্টেম্বর ২০০৯ ০৩:৫০421348
  • সম্ভাবনা ১: টিকেনজি-ই লিখেছেন। ছদ্মনামে। সংযোজনগুলো করেছেন কপিরাইটের সমস্যা এড়ানোর জন্যে।

    সম্ভাবনা ২: সুজাতা ম্যাডাম টিকেনজির থেকে ঝেড়ে টুকেছেন। আর টোকার পরে সংযোজনগুলো করেছেন কপিরাইটের সমস্যা এড়ানোর জন্যে।

    পাইদি, আবাপ কেবল প্রথম দু-একটা লাইন দিয়েছিল। আর এই খোয়াবে আবাপ-র লাইন ফলো করার মাথার দিব্যি তো কেউ দেয় নাই। তাইলে এক গল্প হয় কি করে?
  • pi | 128.231.22.89 | ২৬ সেপ্টেম্বর ২০০৯ ০৪:২০421359
  • আরে পিনাকীদা, আবাপ এক/দু লাইনের সূত্র ধরিয়েছে, সেই সূত্র নিয়ে অন্যত্র লেখা যাবে না এমন মাথার দিব্যি ই বা কে দিয়েছে ?
    আবাপ যখন ঐ থিম দিয়েছিল, অনেকেই সেসময় তা নিয়ে লিখে থাকতে পারেন, এটা এরকম কারুর লেখা , এই সম্ভাবনাটাও তো থাকতে পারে।

    থিমটুকু বাদে আর কোন সেরকম মিল কি আছে ? অবশ্য আমি দুটো লেখার কোনোটাই খুব খুঁটিয়ে পড়িনি।
    একবার পড়ে ঐ আবাপ র দেওয়া থিমের ফোটোকপি লেগেছে, তেকোনাদির গল্পের না।
  • pinaki | 67.43.241.179 | ২৬ সেপ্টেম্বর ২০০৯ ০৭:২৮421370
  • হ্যাঁ, আমি এইটা পড়লাম। পাইদি ঠিক বলেছে মনে হচ্ছে। ইয়ে টিকেনজি কি লেখা নেহি হ্যায়। কাজেই -

    সম্ভাবনা ৩: সুজাতা ম্যাডাম আবাপর জন্যে লিখেছিলেন। কিন্তু সেথায় টিকেনজির লেখা সিলেক্ট হয়ে যাওয়ায় উনি এইখানে দিয়েছেন।
  • a x | 75.53.198.45 | ২৬ সেপ্টেম্বর ২০০৯ ১১:১২421381
  • খোয়াব, প্রথম পাতাটা খুব সুন্দর লাগল। শুধু দুটো জিনিস, ঐ "ক্লিক করুন" আর অ্যারোটা বদলে অন্য কিছু করা যায়? অন্যটা হল, একবার প্রথম পাতা থেকে চলে গেলে, আর সেখানে ফিরে আসা যায়না, ব্যাক বাটন ছাড়া। পরের পাতাগুলোয় ওপরে যে ছোট করে খোয়াব লেখা, ওটাকে হাইপার লিংক করে প্রথম পাতার ঠিকানা দিয়ে দিলে হয়না?

    হ্যাঁ সুজাতার পরিতোষকে এবার পড়ে দেখলাম, একেবারেই অন্য পরিতোষ :-)। তবে কিচ্ছু বলা যায়না!
  • M | 59.93.195.99 | ২৬ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪৪421269
  • ইয়ে আবাপ কি নাম ধাম ও বলে দেয় নাকি?মানে থিম এর সাথে সথে?
  • teman keu na | 122.163.3.121 | ২৬ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৫৬421280
  • হুঁ, আমিও পড়লাম গল্পটা। আবাপ প্রথম লাইনটাই দিয়ে দিয়েছিল তো। তাই ঐ লাইনটা মিলে গেছে। বর্তমানেও একটা লেখা বেরিয়েছিল, তাতেও ঐ সাতষট্টির পরিমলবাবু... ইত্যাদি । গল্পটাও ঐ চ্যাটরুমেরই। সেটা পড়েও আমার এক বন্ধু আমায় জানালো যে তোমার গল্পটার মতই একটা গল্প....ইত্যাদি। আসলে আবাপর ডাকে অনেকে লিখেছেন। ওরা তার মধ্যে থেকে সেরা দুই বেছে নিয়েছিল। বাকি গল্পগুলো অন্য জায়গায় লেখকেরা পাঠিয়েছেন, ছাপাও হচ্ছে। তবে লেখাগুলো আর কোথাও পাঠানোর আগে লেখকেরা যদি ঐ লাইনটা চেঞ্জ করে দেন বা নামগুলো একটু কষ্ট করে চেঞ্জ করে দেন তাইলে আর এই ভ্রমভ্রমর ওড়ে না :-))
    তালেগোলে টিকেন কেমন সুজাতার বন্দ্যোপধ্যায়ের ভাগের ক্রেডিট খেয়ে ফেলছিল আর একটু হলেই :-))))
  • em | 117.99.162.148 | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:১৯421291
  • অক্ষ'র সাথে একমত।

    মেঘ,
    ওই ব্যাক বাটন টেপা ছাড়া ফিরে যাওয়ার ব্যবস্থা করা যায় কিনা দেখো না।

    গল্পটার প্রহম লাইনেই তো ধাক্কা লাগে, আবাপার সেই লেখাই কিনা!

    টিকেন সেই গল্পের লেখক!

    সত্যিই, আমি কত্ত কি জানি না :-((
  • Arpan | 122.252.231.12 | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৭421297
  • খোয়াব। সত্যি ভালো লাগল। আবার ফিরে আসব।

    একটি অনুরোধ। সাইটটি বাংলা ইউনিকোড করার ব্যবস্থা করুন। না হলে খুব কম সার্চ রেজাল্টে সাইটটি আসবে। ইউনিকোডই ইন্টারনেটে বাংলা লেখালেখির ভবিষ্যৎ। একটু ভেবে দেখবেন প্লিজ।
  • d | 121.245.6.58 | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩০421298
  • ১। সাইটটা বেশ দৃষ্টিনন্দন।

    ২। সুজাতা বন্দ্যোপাধ্যায়ের গল্পটা কোনওভাবেই তেকোনার গল্‌প্‌প বলে মনে হয় নি। ওটা একেবারেই আবাপ'র থিম নিয়েই লেখা, সেই সাতষট্টির পরিমলবাবু সন্ধ্যে ছটায় ষোড়শী রিমা ...... ইত্যাদি। এবং সুজাতাদেবীর গল্পটা পড়ে দিব্বি মনে হল এটা রবিবাসরীয়তে মনোনীত না হয়ে ঠিকই আছে।

    ৩। মাহবুব লীলেন যথারীতি লীলেনীয় ধাক্কা মেরেছেন। তবে এই ধাক্কাটা আমার তেমন পছন্দ হল না।

    ৪। কীর্তিনাশা'র এর চেয়ে অনেক ভাল গল্প পড়েছি। এই গল্পটা ভাল্লাগ্লো না।

    ৫। অর্পণের ইউনিকোডের দাবীতে সায় দিলাম।

  • rimi | 24.42.203.194 | ২৮ সেপ্টেম্বর ২০০৯ ০৪:১০421299
  • হ্যাঁ,হ্যাঁ, আমারই ভুল। আবাপতেই এই থিম দিয়েছিল। আমার স্মৃতিশক্তি খুবই খারাপ।:-((
  • Tim | 71.62.121.158 | ২৮ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৫৮421300
  • এত কথাবাত্তা শুনে গল্পটা পড়লাম। মোটেই তেকোনার মত নয়। খুব একটা ভালো লাগলোনা।
  • su | 117.99.174.35 | ২৮ সেপ্টেম্বর ২০০৯ ১১:০৫421301
  • আমি খুব খুশি হয়েছি, টাইপ করে দেবে শুনে। আহা, টুকরো টুকরো কত হিজিবিজি যে জমে আছে। বকি জীবনটা কাট-পেস্ট করলেই চলবে।
  • Du | 65.124.26.7 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩৩421302
  • সুজাতাদেবীর গল্পটা তো আমার মন্দ লাগে নি। কিন্তু এই লেখার স্টাইল অনেকটাই একজন ছেলের লেখার মতন।
  • T | 115.127.11.155 | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ০৭:৫৫421303
  • আচছা কান্ড! সবাই সুজাতাকে নিয়ে পড়ল কেন? আরো কত্ত ও জন ই তো লিখেছেন।তাদের লেখা নিয়ে মন্তব্য করুন।
  • malya | 117.194.6.105 | ০২ অক্টোবর ২০০৯ ১৪:২৩421305
  • su
    ব্যাপারটা আপনার চোখ এড়িয়ে গেছে। যারা বাংলায় টাইপ করতে পারেন না তাদের লেখা আমরা মনোনীত হলে টাইপ করব। সেক্ষেত্রে কিছু টাইপ আপনাকেও প্রয়োজন হলে পাঠানো যাবে। বাংলা গদ্যচর্চার জন্য এটুকু করবেন বলে আমরা আশাবাদী।
    সকলে অন্যান্য লেখা নিয়েও আলোচনা করুন।
    ধন্যবাদ।
  • subiman | 59.94.72.44 | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:৩৯421306
  • এতো আলোচনা দেখে খোয়ব পড়লাম । বেশ ভালো কাজ । নতুন রকমের পত্রিকা । শুধুই গদ্য নিয়ে পত্রিকা, বেশ লাগল । গল্প ভালো, ভ্রমণ ভালো, দুটি প্রবন্ধ বেশ উচ্চমানের । ইন্টারনেট গল্পচর্চা লেখাটার সাথে বেশ identify করলাম । খোয়াব চলুক ।
  • Jaybrata Bhattacharyya | 122.161.60.181 | ২০ অক্টোবর ২০০৯ ১৭:৩৬421307
  • “খোয়াব”- ভাবনার ভাষা, সময়ের গদ্য-এর আগামী সংখ্যা লেখিকাদের সংখ্যা, “মেয়েদের কলম”
    প্রকাশিত হবে ডিসেম্বর, ২০০৯
    আগামী সংখ্যার বিভাগগুলি
    গল্প - বাংলা ছোটগল্প।
    অনুবাদ গল্প – মূল গল্পের উল্লেখ করে যে কোনো বিদেশী ভাষার ছোট গল্পের অনুবাদ অথবা/এবং
    অন্য ভারতীয় ভাষার ছোটগল্পের অনুবাদ।
    অনুগল্প - কমপক্ষে দুটি অনুগল্প।
    প্রবন্ধ - বাংলা গল্পবিষয়ক প্রবন্ধ।
    এছাড়া ‘এই সংখ্যার জন্য নারী’ বিষয়ক প্রবন্ধ।
    আলোচনা - যে কোনো গল্প, গল্পগ্রন্থ, গল্পকার সম্পর্কে
    আলোচনা-নিবিড় পাঠ।

    লেখা পাঠাবার শেষ তারিখ ৩০শে নভেম্বর, ২০০৯
    লেখিকাদের কাছে অনুরোধ লেখা পাঠান (প্রবন্ধ হলে ভাল হয়)।
    লেখা পাঠাবার ঠিকানা:[email protected]
    লেখা অবশ্যই অপ্রকাশিত হতে হবে।
  • d | 117.195.38.236 | ২০ অক্টোবর ২০০৯ ২০:২৩421308
  • জয়ব্রতবাবু,

    খোয়াবে পাঠাবো কেন? গুরুতে দেবো না কেন?
  • a x | 143.111.22.23 | ২০ অক্টোবর ২০০৯ ২১:৩৬421309
  • একেই বলে কনফ্লিক্ট অফ ইন্টেরেস্ট :-))
  • d | 117.195.33.96 | ২১ অক্টোবর ২০০৯ ০৯:০৩421310
  • না ঠিক ইন্টারেস্টের প্রশ্ন নয়, প্রশ্নটা অন্য। আমি কোনকালেও দেখিনি "অনুষ্টুপ'এ "একক মাত্রা'র জন্য লেখা চেয়ে বা "এবং মুশায়রা'তে "অনুষ্টুপ'এর জন্য লেখা চেয়ে কেউ কিছু লিখেছে বলে। এখানেও দেখো "ইচ্ছামতী'র লিঙ্ক দিয়েছিল বিদিশা। তারপরে আমরা অনেকেই মতামত দিলাম, ওঁদের নতুন ইস্যু বেরোলে আপডেটও দেন মাঝেমধ্যে। কিন্তু এখানে লেখা চেয়ে লেখেন না তো। প্রত্যেক ম্যগাজিনের নিজস্ব লেখা সংগ্রহের মেকানিজম থাকে।

    এই পোস্টটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে।
  • birinchi | 121.245.19.158 | ২২ অক্টোবর ২০০৯ ১৮:৪৭421311
  • @d,
    এ সাইটটা শুনেছিলাম মডারেটেড না। কে কি লিখবে সেটা তার ব্যাপার। আপনি মাইরি সবার দোষ ধরেন ক্যানো? সুযোগ পেলেই সবাইকে ঝেড়ে দ্যান। ব্যাপার কি? আপনি কি এখানের মডারেটর? শুনেছিলাম এটা সৈকতের সাইট। সৈকত আপনাকে এরকম ক্যালানি দেবার জন্যে রেখেছে নাকি! কে কি লিখবে সে আপনার মাথা ব্যথা কেন? যে পোস্ট আপনাদের পছন্দ হবে না, তুলে দিন।ক্যালানি ক্যানো?কদিন আগেও দেখলাম কাউকে বানি্‌গ্‌লশ লেখার জন্যে ঝাড়লেন।একজনকে পুরো নাম না লেখার জন্যে এমন দিলেন সে আর লিখলই না।আপনার প্রেশার আছে নাকি? মাইরি গুরু। বলে দিলেই হয় এ আপনাদের পেরাইভেট সাইট। বাইরের লোক আর লিখবে না।
  • d | 117.195.40.105 | ২২ অক্টোবর ২০০৯ ১৯:৩৭421312
  • বিরিঞ্চি

    আহারে ৎচ্চু: ৎচ্চু:
    আপনি তো দেখি এখনও বাংলা বাক্য পড়ে তার মানে বুঝতে পারেন না ঠিকঠাক। তো, আগে বাংলাবাক্যের মানে বুঝতে শিখুন তারপরে কথাটথা হবে বরং। তার আগে তিনটে কথা :-

    ১। "সাইট'টা আনমডারেটেড নয়। সাইটের দুটো বিভাগ "ভাটিয়া৯' আর "টইপত্তর' আনমডারেটেড।

    ২। ঐ যে যাঁর কথা বলছেন না যে "পুরো নাম লিখতে' বলেছিলাম (আপনি যে বাংলাবাক্যের মানে বুঝতে পারেন না তার আদর্শ উদাহরণ) তিনি কিন্তু দিব্বি লিখছেন। চোখকান খুলে দেখুন।

    ৩। "বাংলিশ" লিখতে হলে এইভাবে লিখুন baa`mlish

    বেশী রাগ হলে মাথায় জল ঢালুন। নাহলে মাথায় রক্ত চড়ে গিয়ে শিরাটিরা ছিঁড়ে যেতে পারে।

  • bb | 117.195.188.213 | ২২ অক্টোবর ২০০৯ ২০:৩৮421313
  • birnchi কে সমর্থন। @d আপনি এর আগেও ip ধরে লোকের ব্যাপারে লিখেছেন, ভাবটা যেন এটা আপনার জায়গা। টই এবং ভাট আনমডারেট তাই লোকে লিখতেই পারে। এই পাড়ার মাসিমা টাইপের ব্যাপারটা বিরক্তিকর।
    অবশ্য এটা অনস্বীকার্য এই সাইটে আপনার অনেক অবদান আছে। আশা করব সমালোচনা সঠিকভাবে নেবেন।
  • d | 117.195.40.105 | ২২ অক্টোবর ২০০৯ ২১:০৭421314
  • আইপি?
    আরে আপনাদের দুজনেরই হায়দ্রাবাদের। :-D
    হ্যাঁ আগেও বলেছি। পরেও বলব। আপনার বিরক্তি আপনার ব্যপার।
    আর হ্যাঁ অনবরত বাংলিশে লিখে গেলেও বলব।

  • aataakelane | 198.184.5.252 | ২৩ অক্টোবর ২০০৯ ০১:০৬421316
  • আরে দ কি আমাদের পাড়ার সেই ভট্‌চাজ কাকিমার ছদমনাম নাকি ? যিনি সামনের বাড়ির বারান্দায় মহিলাদের অন্তর্বাস শুকোতে দিলে বাড়ি বয়ে এসে দু কথা শুনিয়ে দিয়ে যান তার হাজব্যান্ড এর অসুবিধা হচ্ছে বলে। যাই হোক হেব্বি জমেছে মাসিমা চালিয়ে যান, শীতের দুপুরে ঝাল ঝাল টক টক আচারের মতন লাগছে। আমি বরং একটু নখে নখ ঘষে নিই এই ফাঁকে। নারদ নারদ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন