এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • www.khoyab.in কেমন লাগলো feedback চাই।

    khoyab
    অন্যান্য | ২৫ সেপ্টেম্বর ২০০৯ | ৭০৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sayantan | 159.53.78.142 | ২৩ অক্টোবর ২০০৯ ০১:১৮421317
  • aataakelane, আপনার অতিজঘন্য এই পোস্টটার প্রতিবাদ করে গেলাম। আনমডারেটেড ফোরামেও অতিসামান্য কিছু ডেকোরাম থাকে। বিকৃত এইসব পোস্ট করার আগে সেটা একটু মাথায় রাখবেন।
  • aataakelane | 198.184.5.252 | ২৩ অক্টোবর ২০০৯ ০২:০৬421318
  • সেটাই তো মাথায় রেখে চলতে চাইছি ভাই, কিন্তু কি জানেন হঠাৎ করে কেউ ফোরামের কালচার কাকু হয়ে উঠতে চাইলে তখন ওসব ডেকোরাম ফেকোরামের খেয়াল থাকে না। আশা করি আপনি এটাও বুঝবেন। দময়ন্তী ভালো লেখেন এবং অনেক করেছেন গুরুচন্ডালীর জন্য সেটা সবার মতন আমিও মানি , কিন্তু ওনার এই কোমর বেঁধে লোককে শিষ্টাচার শেখানোর ধরনটা, বিশেষ করে এইরকম একটা ফোরামে, আমার কাছে ঠিক হজম হল না। এখানে যারা আসেন, লেখেন ও পড়েন মোটামুটি এটা আশা করা যায় তারা শিক্ষিত, এবং তাদের নিজস্ব বিবেচনাবোধের ও অভাব দেখিনি কখনো, কাজেই "কোনটা ঠিক কোনটা ভুল বলে দেবে তারানন্দ" এর মতন তাদের কান ধরে ঠিক বেঠিক বোঝানোর দায়িত্ব আর নাই বা নিলেন।
  • a x | 143.111.22.23 | ২৩ অক্টোবর ২০০৯ ০২:১২421319
  • "মোটামুটি এটা আশা করা যায় তারা শিক্ষিত, এবং তাদের নিজস্ব বিবেচনাবোধ...."
    ভুল আশা করেন। Date:23 Oct 2009 -- 01:06 AM পোস্টটি দেখুন।
  • Blank | 59.93.241.221 | ২৩ অক্টোবর ২০০৯ ০২:৩৮421320
  • ip দেখে আম্মো একটু আইপি ঘাঁটতে গেলাম। গিয়ে তো একটা আইপি দেখে অবাক।
    করেছেন কি aataakelane। এতো ফার্স্ট ডেটার আইপি। যে কোনোদিন সিকিওরিটি অডিটে ধরা পরবেন তো। ফার্স্ট ডেটা PCI complient যে। জিরো টলারেন্স কাজ করেছেন দাদা। আর এমনি করবেন না।
  • aataakelane | 198.184.5.252 | ২৩ অক্টোবর ২০০৯ ০২:৪০421321
  • অক্ষ ম্যাডাম, আপনি হয়ত ঠিক ই বলেছেন, ঐ পোস্ট টি ছাড়াও গুরুচন্ডালীর পাতায় কিছু আপাত শিক্ষিত মানুষের পরষ্পরের প্রতি ব্যাক্তিগত কাদা ছোঁড়াছুঁড়ির পাতা এখনো খুঁজে পাওয়া যাবে বোধহয়।
  • aatakelaane | 198.184.5.252 | ২৩ অক্টোবর ২০০৯ ০২:৪৯421322
  • ছাড়ান দাও ব্ল্যাংক ভায়া, আই পি ধুয়ে কি জল খাবা ? ওদের কাম ওরা করুক আমার কাম আমি করি। ফায়ার আল্যার্ম না বাজলেই হল।
  • kd | 59.93.209.117 | ২৩ অক্টোবর ২০০৯ ০৫:২৫421323
  • এই সাইটটা unmoderated মানে এই নয় যে যে যা ইচ্ছে তাই লিখে যাবে - হ্যাঁ, লিখলে ওটাকে ডিলিট করা হবে না। কিন্তু আমরা যারা just participant, তাদেরও একটা responsibility আছে আমাদের আড্ডার জায়গাটা পরিস্কার রাখার - তার জন্যে সৈকতের পারমিশন চাইবো না। রকের আড্ডাতেও তাই হয় - কেউ একজন থাকে , যে ঐ আড্ডার sanctity maintain করে - বেশী চেঁচামেচি হ'লে ধমকায় - আশেপাশের বাড়ীর কথা ভেবে (অন্তত: আমাদের জমানায় করতো)। দময়ন্তী জাস্ট সেই রোলটাই নিয়েছে - ঐ বলে না, someone has to do the dirty work

    অন্যভাবে দেখতে চাইলে, এই আনমডারেটেড সাইটে আপনি চান আপনার যা ইচ্ছে তাই লিখবেন, ঠিক আছে; তো আপনি কেন অন্য কেউ কিছু বললে তার প্রতিবাদ করছেন?

    ভেবে দেখুন, এটা আড্ডার জায়গা, আমরা সবাই আড্ডা দিতে আসি। আপনি যদি ঝগড়ার মাধ্যমে তাতে participate করতে চান, best of luck। পাড়ার রকে এ'ভাবে ঢুকলে তাকে পেঁদিয়ে বিন্দাবন দেখিয়ে দিতো। অবিস্যি যদি না আপনার বাবা কালোবাজারে বেশ পয়্‌সা কামান আর আপনি রোজ সকলকে বাপের পয়সায় মোগলাই খাওয়ান, ঘুষে কি না হয়। এখানেও ঘুষ চলে, দিন না কিছু ভালো লেখা, আমরা সবাই আপনাকে মাথায় তুলে রাখবো।

    নাহ'লে কিন্তু আপনি আপনার ছদ্মনাম সার্থক করবেন।
  • debu | 72.130.151.116 | ২৩ অক্টোবর ২০০৯ ০৬:১৪421324
  • বুরেঁ নজর বালে
    তেরা মুখ কালা
    WBP00420?
  • d | 117.195.36.30 | ২৩ অক্টোবর ২০০৯ ০৭:৫০421325
  • মেরিল্যান্ডের লোকজন যে বাংলা টাইপাতে শিখে গেছেন, এই দেখে আমি পরম প্রীত। :))))

    আর এদের গালি দেবার ধরণ দেখে একটা গল্পের আইডিয়া আসল মাথায়। লিখে ফেলব ঝটপট।
  • pi | 128.231.22.89 | ২৩ অক্টোবর ২০০৯ ০৮:৩০421327
  • আচ্ছা কে কোন জায়গার সেটা বের করে আর সবাইকে জানিয়ে ঠিক কি অ্যাচিভড হয় ? কারুর জানার ইচ্ছা হলে আইপি থেকে ট্র্যাক করে নিতেই পারে, যে কেউ ই পারে। সেটা অন্যদের খামোখা জানানোর আছেটা কি !
    এই আই পি ঘাঁটাঘাঁটি , লোকজনের পরিচয় নিয়ে টানাটানি ( যদি কেউ নিজে থেকে জানাতএ না চান) কিরকম একটা যেন প্রাইভেসি তে অনুপ্রবেশ মনে হয়।

    আত টই যখন আনমঢারেটেড ই , তাহলে এখানে নিজেদের সাইটের কথা তো কেউ লিখেই যেতে পারেন। অনেকেই তো অন্য কোনো ভালো লাগা সাইটের কথাও লিখে যায়। অভ্যু ই ওদিকে একটা টই খুলেছে। সেটাও তাহলে একধরণের অ্যাড দেওয়া ই তো হল। আর দিলেই বা এমন কি ক্ষতি? আমার ভালো না লাগলে ইগনোর করতে পারি। সেতো এখানে অনেক জায়গায় অনেক কিছু লেখা হচ্ছে। সব কিছু কি সবার পছন্দ হতেই হবে ?
  • dipu | 59.164.188.229 | ২৩ অক্টোবর ২০০৯ ০৮:৩৫421328
  • পাইদির সঙ্গে একমত।

    শুধু সেই রায়ানের মত কেউ যখন একই সাইটের কথা লেখার জন্য বারবার টই খোলেন তখন একটু বোর লাগে। তো সেটা "মশাই এই তো একটা টই খুললেন, আবার কেন!' গোছের বলে দিলেই হয়।
  • pi | 128.231.22.89 | ২৩ অক্টোবর ২০০৯ ০৮:৩৫421329
  • হ্যাঁ, অকারণ খিস্তিখাস্তা , ঝগড়া ঝাঁটি এসব ও খারাপ জিনিস বটে। আর ভার্চুয়াল দুনিয়ায় সেগুলো করার সুযোগ সুবিধেও বেশি। কিন্তু কাব্লিদা, ঝেঁটিয়ে পরিস্কার করার মত dirty work করা তখন ই দরকার, জায়গাটা যখন ও যদি, সত্যি dirty হয়।
  • d | 117.195.36.30 | ২৩ অক্টোবর ২০০৯ ০৮:৩৮421330
  • শুধু অভ্যুর কেন? "ইচ্ছামতী'র টাই তো উদাহরণ হিসাবে দিলাম। সেটা কি দেখা যাচ্ছে না?

    কথা হল কেন খোয়াবে পাথাবো? এই প্রশ্নটার উত্তর চাইলাম। তো সেটা জানতে চাওয়া চলবে না? আর কে কে নিজেদের অপছন্দ জানাতে পারবে? নাকি "অপছন্দ'টাই জানানো চলবে না?

    যাগ্গে আপাতত সারাদিন দেখা হবে না। ততক্ষণ তোমরা বরং আমার নামে একটা টই খুলে খিস্তিখাস্তা কর। মানে এখানে তো মূলত: আক্রোশ দেখা যাচ্ছে ব্যক্তির বিরুদ্ধেই। তো, সেটা একটা নির্দিষ্ট টইতে হলেই তো ভাল।
  • pi | 128.231.22.89 | ২৩ অক্টোবর ২০০৯ ০৮:৪১421331
  • আর হ্যাঁ, কোনটা dirty , কোনটা না, টু সাম এক্সটেন্ট সাবজেক্টিভ।

    আর দীপু যেটা বল্লো , কেউ স্প্যাম করলে , আর সেটা সবাই যদি ইগনোর করে বা অপছন্দ হচ্ছে, একবার জানিয়ে দিলেই তো হল।

    বাংলায় পোস্ট করলে অবশ্য ই ভালো এবং অভিপ্রেত ও । কিন্তু কেউ সময়ের অভাবে একটা দুটো পোস্ট বাংলিশে করলেই বা কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যায় ? আর অশুদ্ধ হলেই বা কি ! :)

  • pi | 128.231.22.89 | ২৩ অক্টোবর ২০০৯ ০৮:৪৩421332
  • আরে ধুর ! তুমি ভুল বোঝো।
    তোমার অপছন্দ জানাতেই পারো তো। সেটা নিয়ে আরেকজন ও উত্তর দিতেই পারেন :)

    ব্যক্তি আক্রমণ মোটেও ভাল ব্যাপার না। আর মনে হয়না সেটা এখানে কেউ এনকারেজ ও করেছে বা করছে।
  • dipu | 59.164.188.229 | ২৩ অক্টোবর ২০০৯ ০৮:৫১421333
  • ডি: কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার বিন্দুমাত্র আক্রোশ নাই :-)
  • a x | 75.53.200.70 | ২৩ অক্টোবর ২০০৯ ০৯:০২421334
  • অ্যাড আর পাব্লিকলি সলিসিটেশনে একটু তফাৎ আছে। সাধারণত এথিকালি, একই ধরণের ফোরামের মধ্যে কিছু আন্ডারস্ট্যান্ডিং থাকে। কেউ অবশ্যই সেটা নাও মানতে পারে। ধর এই খোয়াবের ভদ্রলোক এখানের কারুর লেখা পড়ে তাকে পার্সোনালি যোগাযোগ করলেন, যে আমাদের জন্যও লিখুন, সেটাও সলিসিটেশন একরকমের কিন্তু সেটা "চলে" কিন্তু সেই ফোরামে গিয়েই সাধারণত বলাটা "চলেনা"। তো এই চলে এবং চলেনা কি কোথাও লেখা আছে? নাহ্‌ নেই।
  • Ishan | 173.26.17.106 | ২৩ অক্টোবর ২০০৯ ০৯:১৩421335
  • ইকি। দুক্কুরবেলায় খেতে গিয়ে দুবার বিষম খেয়েছিলাম, তখনই জানি আমায় কেউ স্মরণ করেছে। :)

    কথা যখন উঠেছে, তখন ঝপ করে সাইটের আপিশিয়াল স্ট্যান্ডের কথা বলে দিই। টইয়ে সাধারণভাবে কোনো মডারেশন করা হয়না। খুব রেয়ার এক আধটা জিনিস (আজ পর্যন্ত চার-পাঁচটা পোস্ট) ওড়ানো হয়েছে। তবে এই টইয়ে যে যা লিখেছেন তার কোনোটাই তেমন ওড়ানোর মতো কিছু না। তেমন হলে উড়াইয়া দেওয়া হত।

    আর টইয়ে কি লেখা যাবে, তা নিয়ে তেমন কিছু গাইডলাইনও নেই। খিস্তিখাস্তা না করলেই হল।
  • Samik | 122.162.75.221 | ২৩ অক্টোবর ২০০৯ ০৯:৪০421336
  • কাব্লিদা আর ঈশানের কথারই প্রতিধ্বনি সকলের জন্য। মডারেশনের অর্থ ফিল্টারিং। যেমন বুলবুলভাজা। টাইপ করে পোস্ট করলেই সাথে সাথে বুবুভা-তে সেই লেখা ওঠে না। কেউ অ্যাপ্রুভ করলে তবে ওঠে। টই বা ভাট তা নয়। এখানে টাইপ করে পোস্ট করলেই লেখা ওঠে, মাঝে কোনও ফিল্টারিং হয় না। তাই জয়ব্রত আতাক্যালানে বিরিঞ্চি ইত্যাদিরাও যেমন যা লিখেছেন লিখতেই পারেন, তেমনই দময়ন্তী ব্ল্যাঙ্ক অক্ষরাও যা প্রতিবাদ করেছেন করতেই পারেন। কারুরই বিরুদ্ধে কিছু বলার নাই। জয়ব্রত খোয়াবের বিজ্ঞাপন দিয়েছেন। আমার নিজেরও সেটা একেবারে না-পসন্দ। আমি বিজ্ঞাপনে ব্যক্তিগতভাবে একটু অ্যালার্জি পোষণ করি। দময়ন্তীর পরের দিকের প্রতিবাদও আমার অপছন্দ হয়েছে, ঐ আইপি-র পার্টটুকু। বাকি প্রতিবাদটা জাস্টিফায়েড। আতাক্যালানের পোস্টও আমার অপছন্দ হয়েছে, ল্যাঙ্গুয়েজের কারণে।

    আনমডারেটেড ঠিকই, তার মানে এই নয় আমরা কেউ কোনও ডেকোরাম মেনটেন করব না, কোনও নেটিকেট মেনে চলব না। সেটা একটা অলিখিত নিয়ম। এই যেমন রাস্তায় বেরোলে আমরা সবাই জামাকাপড় পরেই বেরোই, একটা অলিখিত নিয়ম। খালি গায়ে বেরোলে পুলিশ ধরবে না, তবুও জামা পরি।

    জয়ব্রত নিশ্চয়ই এতশত ভেবে এখানে খোয়াবের অ্যাড দেন নি। উনি জাস্ট পাবলিসিটি করতে চেয়েছিলেন খোয়াবের। নো প্রবলেমো। তবে লেখা চাওয়ার বিষয়টি লোকজনকে ব্যক্তিগতভাবে মেল করে স্ক্র্যাপ করে চাইলেই ভালো হয়। আপনি তো অর্কুটেও লোকজনকে অ্যাড করছেন, স্ক্র্যাপ করছেন। সেখানেই লেখা চেয়ে নিন। এটাও একটা অলিখিত নিয়ম। ডেকোরাম। আমরা কি কখনও কৌরব পরবাস কি বাংলালাইভে পোস্ট করে লেখা চাই? না তারা আমাদের সাইটে এসে লেখা চায়? পুরোটাই ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে হয়।

    সবার কাছে একটা রিকোয়েস্ট, আইপি ট্র্যাক করে সেটাকে পাব্লিকলি খিল্লি করাটা এবার বন্ধ হোক। অনেকেরও এটা পছন্দ নয়। বদলে গুরুর নিচে একটা ডিসক্লেইমার লাগানো হোক, আপনার আইপি-ই আপনার পরিচয় ইত্যাদি। বোল্ডে।

    গুরুর নবাগতদের জন্য, প্রথমে গুরুতে আইপি দেওয়া হত না। কিছু নিচু লেভেলের নোংরামির জন্যই গুরুতে আইপি অ্যাড করা শুরু হয়েছে। নোংরা লোকের তো অভাব নেই নেটে।

    আমরা সেইসব নোংরা লোকেদের মত নই, এই চিন্তাটা যেন দিনের শেষে আমাদের মন থেকে মুছে না যায়। এটুকুই রিকোয়েস্ট সকলের। প্রতিবাদ হোক, কিন্তু শালীনতা বজায় রেখে।
  • anaamik | 198.17.70.8 | ২৩ অক্টোবর ২০০৯ ১১:০৬421338
  • অক্ষের Date: 23 Oct 2009 -- 09:02 AM -এ একমত।
  • sumeru | 117.99.9.130 | ২৩ অক্টোবর ২০০৯ ১১:৩৫421339
  • না। আমার আইপিই আমার পরিচয় না।
    খুবই বালখিল্য কথা।
  • Arijit | 61.95.144.122 | ২৩ অক্টোবর ২০০৯ ১১:৫৩421340
  • কিছু টেকনিক্যাল এবং অপ্রয়োজনীয় কথাবার্তা -

    (১) প্রথমে ইপ্পিকে - ইন্টারনেটে তুমি যাই করো না কেন, তোমার আইপি সর্বত্র বিদ্যমান। তুমি কাউকে মেল পাঠালেও সেই মেলের মধ্যে আইপি থাকে এবং সেটা দেখা যায় (তুমি না চাইলেও) - এর জন্যে কোনো স্পেশ্যাল টুল লাগে না। এটাকে ইনভেসন অব প্রাইভেসী বলা যায় কিনা জানি না, তবে এটা না থাকলে ইন্টারনেট চলতো না - টেকনিক্যালি। হ্যাঁ, এখানে এবং অনেক মেইলিং লিস্ট বা ফোরামে আইপি ডিসপ্লে করা হয়, অনেক জায়গায় করা হয় না। কেন ডিসপ্লে করা হয় তার একটা কারণ শমীক লিখেছে।

    (২) আইপিই আমার পরিচয় নয় - এটাও সঠিক কথা। আমার আপিস থেকে কেউ আমার নাম দিয়ে খিস্তি মারলে লোকে আমাকেই ধরবে - কারণ একটা কমন গেটওয়ে আইপি আসবে। এবং কেউ এন্থু নিয়ে করতে চাইলে ফল্‌স আইপিও ব্যবহার করতে পারেন। তাই বরং ব্যবহারটাকেই পরিচয় হিসেবে রাখা ভালো।
  • Samik | 122.162.75.157 | ২৩ অক্টোবর ২০০৯ ১১:৫৭421341
  • না না সে তো ঠিক আছে। আইপি সেই অর্থে অবশ্যই পরিচয় নয়, ওটা কথার কথা, আমি যা বলতে চাইছি সেটা হল একটা ডিসক্লেইমার যে এইখানে আপনি ট্র্যাকেব্‌ল, আপনার আইপির মাধ্যমে, সুতরাং যা লিখবেন ভেবেচিন্তে লিখবেন ... এই রকম কিছু আর কি ...
  • sumeru | 117.99.9.130 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:১৩421342
  • তা হলে, কপি খুব বজে হয়েছে।
  • kallol | 220.226.209.2 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:৩১421343
  • খোয়াবের ঘরপাতা খুব ভালো। লেখাগুলো নিয়ে মতামত দেবার মানে হয় না। কারুর কারুর কোন কোন লেখা ভালো/খারাপ লাগবেই। আমার সব মিলিয়ে ভালো লেগেছে।
  • d | 117.195.36.78 | ২৩ অক্টোবর ২০০৯ ১৯:৩৪421344
  • একটা ছোট্ট আপত্তি::
    =============
    খোয়াবের অ্যাড নিয়ে আমি কিস্যুই বলি নাই। এটা কোত্থেকে আসছে আমার ঘাড়ে? আমি বরং মনে করি নতুন সাইট খুললে সেটা লোককে জানাবার জন্যই বিভিন্নজায়গায় ছড়ানো উচিৎ।
  • ayan | 122.162.25.147 | ২৪ অক্টোবর ২০০৯ ০৯:৫৫421345
  • দম দির মতামতের বিরুদ্ধে গেলে তো গুরুতে টেকা দায় হয়ে যাবে, তবু, না গিয়ে পারলাম না।

    ১। দমদির প্রশ্ন, যেটা নিয়ে এই আলোচনা শুরু হয়, সেটা অতি বোকা, অতি ন্যাকা আর অতি unlike-দম। কেন আপনার লেখা আপনি গুরুতে দেবেন না, খোয়াবে দেবেন বা vice versa সেটা জয়ব্রত বাবু কি করে জানবেন? প্রশ্নটাই ভুলভাল।

    ২। কারুর যদি মনে হয় যে সে খোয়াবে লেখা দেবেন, গুরুতে দেবেনা, কারণ গুরুর থেকে খোয়াবের standard ভালো, তালে অপত্তি কোথায়? নাকি এখানেই অধিকারবোধ ধরা পড়ছে?

    ৩। খোয়াবের লেখা সংগ্রহের mechanism নিয়ে আপনি এত চিন্তিত কেন? নিজে(রা) গুরুতে সেই mechanism তইরীতে চুড়ান্ত ব্যার্থ বলে? (এটা কিন্তু ঘোষিত অব্‌স্‌থান, আপনাদের সম্পাদক মন্ডলীর, পরে বলবেন না)

    ৪। আমি যদ্দুর মনে করতে পারছি, গুরুর জন্মলগ্নে siteটাই un-moderated ছিল। পরে কখনো যদি আপনাদের stand change করে থাকেন, কোথাও লিখেছিলেন কি? অবিশ্যি আপনার private site নিয়ে আপনি stand বদলাতেই পারেন।

    অয়ন
  • kd | 59.93.195.101 | ২৪ অক্টোবর ২০০৯ ১১:৫৩421346
  • really!!!
    ক্রিটিসিজ্‌ম করার আগে রিকোয়েস্ট করছি একবার সিনারিওটা রিভিজিট করুন। কী বলেছে d? ২০শে অক্টোবর, সন্ধে ৮:২৩ শে লিখেছে, 'খোয়াবে পাঠাবো কেন? গুরুতে দেবো না কেন?'। তারপর অক্ষের প্রশ্নের জবাবে ওর এব্যাপারে নিজের ফিলজফি জানিয়েছে। তারপর বিরিঞ্চিবাবুর পোস্ট পড়ুন। ঐ পোস্টের এই উত্তর! তারপর এলেন অ্যাতাক্যালানে। একই টোনে চালাতে লাগলেন। dএর subsequent পোস্টগুলো জাস্ট থার্ড ল মেনে।
    আর আইপি ধরে টানাটানি? এখানে অনেকেই করেছে। আর করলেই বা। অসুবিধে কোথায়? যদি সেরকম ভাবে লুকিয়ে থেকে কেউ কাদা ছুঁড়তেই চান, ছুঁড়ুন - ঐ কী সব আছে কায়দা, সেগুলো ব্যবহার করুন। unmoderated জায়গা তো?
    এই লুকিয়ে বেনামে লেখার মেন্টালিটি বুঝি না। লজ্জা কিসের? এখানে যখন প্রথমে কেউ আসে, ছদ্মনামে হ'লেও বাকি পরিচয় তো লোকায় না - হ্যাঁ, কিছুদিন পর থিতু হ'লে আর দেয় না, দরকার হয়না। অন্তত: আমি তো তাই দেখেছি, ব্যতিক্রম থাকতেই পারে।

    আর জয়ব্রতবাবু, আপনার ম্যাগ পড়েছি, ভালোই লেগেছে, গুরুর অনেকের মতোই। কিন্তু এই বিরিঞ্চিবাবা আর অ্যাতাকেলানের মতো দোস্ত থাকলে আপনার দুশ্‌মনের দরকার হবে না।

    যদিও kdর শেষ কথা d (আর কেউ বলার আগে আমিই বলে দিলুম), আমি যখন এখানে আসি, d কিন্তু আমাকে আমার 'ভুল' কারেক্ট করে দিয়েছিলো, আর আমিও তা খোলামনে মেনে নিয়েছি। কিছুই মনে নিইনি আমার মেয়ের বয়সী কারুর কাছে শিখতে (কারণ হয়তো আমি যে অনেক কিছুই জানি না, তা মানতে লজ্জা পাই না, রক্তটা তত গরম নেই তো আর)।

    যাই, গরমাগরম সিঙাড়া আর জিলিপি দিয়ে ব্রেকফাস্ট করি, উইথ এ ভেরি ডার্ক ডানকিন কফি।
  • Santanu | 82.112.6.2 | ২৪ অক্টোবর ২০০৯ ১১:৫৮421347
  • অয়ন, আপনার প্রথম পয়েন্টটা জয়ব্রতবাবু নিজেই লিখতে পারতেন -

    "আমার খোয়াবে লেখা চাইবার কথা, চেয়েছি, এবার যেখানে আপনার প্রানে চায় সেখানে লেখা দেবেন, ভুলভাল প্রশ্ন করিবেন না"

    un-moderated টই, সাথে সাথে ছাপা হয়ে যেত। এটাই তো মজা, সকলের সব কথাই ছাপা হয়ে যায় (ভাগ্গিস!)
  • gogo2 | 117.200.82.176 | ২৪ অক্টোবর ২০০৯ ১২:০২421349
  • আপনিও তো ছদ্মনামে লিখছেন kdদাদা। আপনার সাইট-সঙ্গীরা হয়ত আপনার নাম জানে।এখানে খোয়াব বা গুরু factor নয়,তা আপনি না বুঝলেও সবাই বুঝেছে।এই মাসিমাগিরি অসহ্য।আর মাসিমাগিরি করতে গেলে সে কথাও জানিয়ে দেওয়াই ভাল।আমি শুরু থেকে গুরু পড়ি।জতদুর বুঝি সৈকত নিজে এ সব নিয়ে মাথা ঘামায় না।অশ্লীল কিছু না লিখলেই হল। dদিদির নিজের সাইটে কাউকে ধরে গালমন্দ করতেই পারেন, আর আপনারা, তেনার বন্ধুরা, support করতেই পারেন।তবে বাইরের লোকের চোখে এটা অপমানজনক।আশা করি সেটা বুঝতে পারছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন