এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অন্ধ্র বনাম তেলেঙ্গানা

    o
    অন্যান্য | ০৯ ডিসেম্বর ২০০৯ | ৩৮৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 80.101.236.215 | ১২ ডিসেম্বর ২০০৯ ০২:০৬425195
  • @dri রামোজি রাওএর eenadu মিডিয়া গ্রুপ, আর বাকি সব যা TKN লিখেছেন। এই ভদ্রলোক আগে TDP কে সমর্থন করতেন বলে, YSR এসে এর পিছনে প্রচুর কাঠি করেছিলেন। মার্গদর্শী চিটফান্ডে আর এক তেলেগু রিজার্ভ ব্যাংকের গভর্নর Y V Reddy এর সাহায্যে।
    রামোজি রাওয়ের একটি বিশেষত্ব হচ্ছে আর বাকি অন্ধ্রের লোকেদের মত উনি তিরুপতি যান না এবং ঈশ্বর ভক্তি কম। ভীষণ ক্ষমতাশালী লোক, উষাকিরণ মুভীস ওনার কম্পানী। ওঁকে টাইট দিতেই YSR এর ছেলে জগন খুলেছে সাক্ষী নামের কাগজ, টিভি চ্যানেল ইত্যাদি।
  • SB | 59.93.162.169 | ১৩ ডিসেম্বর ২০০৯ ২১:২৩425196
  • শরৎ চন্দ্র বোস (নেতাজীর দাদা) চেয়েছিলেন বাংলা হোক আলাদা রাষ্ট্র, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ মিলিয়ে, হিন্দু মুসলমান একসাথে, কারন বাঙ্গালী আলাদা জাতি। হলে কেমন হোত?
  • kallol | 115.184.22.102 | ১৩ ডিসেম্বর ২০০৯ ২২:৩৪425197
  • শুনেছি পাহাড়লাঠিরও মত ছিলো শরৎ বসুর প্রস্তাবে।তাতে নেহেরু খুব ধমকেছিলেন পাহাড়লাঠিকে। আর বাগড়া দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখুজ্জে। তার যুক্তি ছিলো এতে মুসলমানরা সংখ্যাগুরু হয়ে যাবে বাংলায়। হিন্দুদের তবে খুব বিপদ হবে।
  • h | 121.242.55.34 | ১৪ ডিসেম্বর ২০০৯ ০৩:৪৫425198
  • খুব বাজে হত, মানে শরৎ বোসের প্রস্তাব গৃহীত হলে, কারণ বাঙালি শেনশালিজম ব্যাপারটা আরো অসহ্য রকমের বেড়ে যেত, এবং শুধু কলকাতা নয়, ঢাকা থেকেও আনন্দবাজার বর্তমান এইসব ছাপা হত। কেসটা অত্যন্ত বাজে হত।
  • Arijit | 61.95.144.122 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১০:৪৪425199
  • প্রতিবাদ অন রেকর্ড - শুক্তো এবং বাটিচচ্চরি দুটোই বেশ ভালো খেতে।

    ব্ল্যাংকি রাঁধুনি হিসেবে এই প্রথম মনে হয় সাট্টিফিকেট পেলো - এব্বার বে টা হবেই হবে।
  • Blank | 170.153.65.102 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১২:০০425200
  • তেলেঙ্গানা থেকে আম্মার অন্তত একটা ভালো জিনিস হলো :-)
  • SB | 114.31.249.105 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৩:৫৬425201
  • pi আর কল্লোলদার কমেন্টগুলো দেখিনি (BB , SB র গোর্খাল্যান্ড দাবী নিয়ে কী বক্তব্য ?)।

    যাইহোক, এইব্যপারে কোন বক্তব্য নেই, সব ব্যাপারে বক্তব্য থাকতেই হবে নাকি? :-) সিপিএমের বক্তব্য এরকম: পচ্চুর ছোট ছোট রাজ্য হলে একটা পচ্চুর শক্তিশালী কেন্দ্র আর একগাদা ছোট ছোট রাজ্য দিয়ে দেশটা হবে। শক্তিশালী কেন্দ্র তাই পচ্চুর খচরামি করবে, আর পুচকি পুচকি রাজ্যগুলো তার শিকার হবে।

    যাইহোক, ম্যানমোহন দেড়শো রাজ্য করতে পারলে বধয় খুশী হন। তাইলে, ১২১ টু গো!!

    কল্লোল দা পাই দের কাছে প্রশ্ন, এই দেড়শো রাজ্য হওয়ার পক্ষে আপনারা? কেন? না হলে কেন নয়? কোনগুলোর পক্ষে আপনারা? এই সুতোতেই একটা লিস্টি দেখলাম যেন...

    ২০টার দাবী এখনই আছে,যেমন - বোড়োল্যান্ড, মরু প্রদেশ, বিদর্ভ, দিমারাজী, কাছার-কার্বিয়াংলং, গ্রেটার কোচবিহার, সৌরষ্ট্র, কছ, জজ্‌মু, মাদুরাই, কলিঙ্গ, কোশল, এবং আরো অনেকে :)

    কল্লোল দা পাই রা সাথে বিজেপি কেও পাবে।

    কিন্তু বাংলা রাষ্ট্রের আইডিয়াতে হ এরকম জল ঢেলে দেওয়াতে বড় দুখ্যু পেলাম :(
  • Arijit | 61.95.144.122 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৪:০৪425202
  • একটা ইন্টারেস্টিং ইস্যু আছে - গোর্খাল্যান্ড আর গ্রেটার কোচবিহার নিয়ে। কেউ যদি ম্যাপটা দ্যাখো দেখবে গ্রেটার কোচবিহার পুরো গোর্খাল্যান্ড কভার করে যায় - আর অসম থেকেও বেশ কিছুটা টানে। মানে গোর্খাল্যান্ড, গ্রেটার কোচবিহার আর আলফার স্বাধীন অসমের দাবীর মধ্যে কনফ্লিক্ট আছে।

    যারা রাজ্যগুলোকে এই দাবী মেনে ভাগ করার পক্ষে তারা কি এই তিনটেরই পক্ষে? হলে কারো না কারো (মানে এই তিন পক্ষের) কাছে ক্যাল খাবার প্রভূত সম্ভাবনা। এবং পাট্টিকুলার একটার পক্ষে হল কোনটা এবং কেন? অন্যগুলো নয় কেন?

    সেকেন কোশ্চেন - এই মুহূর্তে বিজয়নগর আলাদা হওয়ার কোনো চান্স নেই তো? মানে যা হবার ফেব্রুয়ারী মাসে হোকগে, কিছু বলবো না;-)
  • . | 198.96.180.245 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৪:০৯425203
  • তামিলনাড়ুর রামদোষ (কি সুন্দর নাম!) নাকি একটা কি নতুন রাজ্য চেয়েছে। মনে হয় ওর পার্টি যে কেন্দ্রগুলোতে জেতে সেগুলো নিয়ে।
  • PT | 203.110.246.230 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৫১425205
  • ক্রেমে ক্রেমে সবাই চাইবে। যার যার বেডরুম-বাথরুম সহ একটি রাজ্য। সবাই আসলে হামলে পড়েছে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। যত রাজ্য তত মুখ্যমন্ত্রী আর তার সঙ্গে কম করে এক ডজন সাঙ্গো-পাঙ্গো মন্ত্রী......... লুটেপুটে খাওয়ার এর থেকে আর বেড়ে ব্যবস্থা কি হতে পারে? পিতৃদেবকে হাসপাতাল থেকে বাড়িতে গ্যারেজ করে দিয়েই তেলেঙ্গনার ভাবী যুবরাজ রাস্তায় নেমে পড়েছে.....
  • SB | 114.31.249.105 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৫:০০425206
  • অরিজিৎ, আরো ইন্টারেস্টিং ইস্যু আছে। গ্রেটার নেপাল বলে আরো একটা পুরোন আন্দোলন আছে, তাতে পুরো সিকিম, উত্তরঞ্চলের অংশ, দার্জিলিং ছারাও আরো বেশ কিছু অংশ আছে ভারতের। এই হোল গিয়ে তার ম্যাপ:

    ১৮১৬'র সুগৌলি চুক্তি অনুযায়ী নেপালের একটা বড় অংশ নেপাল থেকে বেড়িয়ে যায়। সেই চুক্তিটা হয়েছিল ব্রিটিশদের সাথে, যেহেতু সেই ব্রিটিশরা আর এখানে নেই, তাই তাদের ন্যজ্য দাবী, ঐ চুক্তি বাতিল করে, স্বাধিন ভারত নতুন চুক্তি করুক আর নেপালকে গ্রেটার নেপালের সমস্ত অংশ ফেরত দিয়ে দিক (= সাম্রাজ্যবাদ নিপাত যাক)।

    এই নিয়েও কল্লোলদা পাই দের মতামত জানতে চাই।
  • dipu | 207.179.11.216 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৫:১৩425207
  • বল্লেই হল! গোটা নেপালটাই ভারতের। আর এস এস জানে। আর এস এস মাঝে মাঝে ভারতমাতার ফটো ছেপে বার করে, তাতে তাঁর অঙ্গে নেপালও শোভা পায়।
  • Arijit | 61.95.144.122 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৫:২৬425208
  • সে তো গোটা চীন বর্ডার নিয়েও গোলগোল ব্যাপার আছে - নেভিল ম্যাক্সওয়েলের বইয়ে পাবে। লোনলি প্ল্যানেটের ট্রাভেল গাইডে আমাদের জিওগ্রাফিতে আঁকা ভারতের ম্যাপের মাথার দিক থেকে অনেকটাই কাটা (দুপাশেই)।
  • Rajdeep | 125.22.62.70 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৫:৩২425209
  • গোর্খাল্যান্ড হবে কিনা কে জানে? কিন্তু ১০টি উপনির্বাচনে জোটের সাথে গোজমুমোর চুক্তিটা নাকি হেব্বি ছিল ! রেজাল্ট আউটে পুরো ১০০% কমন

    কালচিনি তোমার
    রাজগঞ্জ আমার *

    * অশোক ভট্টা উবাচ :)
  • Blank | 170.153.65.102 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৬:১৫425210
  • তার মধ্যে আবার দার্জিলিং ছিলো সিকিমের রাজার হাতে। ওটা ইতিহাসগত ভাবে সিকিমের কাছে যাওয়া উচিৎ। কত্ত সমস্যা।
  • dukhe | 122.160.114.84 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৭:৪৭425211
  • আমার ফ্ল্যাটটা আলাদা দেশ হলে কি খাজনা দিতে হবে না ? তাহলে আট ঘণ্টা অনশন করতে রাজি আছি ।
  • Arijit | 61.95.144.122 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৭:৫২425212
  • এটা আম্মো ভাবছি - পিছনের লোকনাথ মন্দিরের লোকটা রোজ সকালে ওর কুকুরটাকে বাড়ির সামনে ইয়ে করায়। বাড়ি আর সামনের রাস্তাটা আলাদা দেশ হলে ওদের ঢুকতে ভিসা করাতে হবে।
  • . | 198.96.180.245 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৭:৫৪425213
  • এই দাবীতে আমি প্রতিদিন রাত এগারোটা থেকে সকাল আটটা অনশন করছি।
  • dukhe | 122.160.114.84 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৮:১০425214
  • আজকাল রিলে অনশন হিট যাচ্ছে । দু ঘণ্টা নিজে করে আরেকজনকে দু ঘণ্টার জন্য ব্যাটন ধরিয়ে দিলেই হল ।
  • rabaahuta | 203.99.212.53 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৮:১৪425216
  • প্র্যাকটিক্যালি ভাবুন। লিখিত ভাষার ভিত্তিতে দুটো দেশ হবে। একটায় লোক ঠিক বাংলা লিখবে, আরেকটায় ভুল।
  • bb | 62.133.107.186 | ১৫ ডিসেম্বর ২০০৯ ০১:০৫425217
  • SB উত্তর পাওয়ার সম্ভাবনা কম। এদের নীতি সিপিএম যা বলবে তার উল্টোটাই আমাদের মত। দেখি এরা বঙ্গভঙ্গে রাজি হন কিনা।
    এই ব্যাপারটা অত সহজ নয়। নিজের গায়ে আচঁড় লাগলে বোঝা যাবে। এখনতো সবাই দাবি করছেন নতুন রাজ্যের। প্রণববাবু বলেছেন তেলেঙ্গানা ছাড়া অন্যরাজ্যের দাবী মানা হবেনা।
    শুধু কংগ্রেসের নেতারাই যখন ইচ্ছা করবে রাজ্যভাগ করার ডিসিশান নেবেন। মায়াবতী মুখ্যমন্ত্রী হয়ে দাবি করলেও রাজ্য ভাগ হবে না।
    এই দাবী মানার এক দীর্ঘমেয়াদি যে effect আছে তাকে অনুধাবন করলে এই বিড়ম্বনার সম্মুখিন হতে পড়ত না কংগ্রেসকে।
    মাঝখান থেকে আমাদের হায়দ্রাবাদ শহরের ভাগ্য অনিশ্চিত হয়ে গেল :(
  • pinaki | 131.151.102.250 | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:৩৭425218
  • এই নিয়ে ভুলভাল নিজেদের মধ্যে তক্ক না করে যে এলাকার সমস্যা - সেখানে গণভোট নিলেই তো মিটে যায়। "আমরা ঠিক করে দেব কে থাকবে আর কে থাকবে না" - এই মনোভাবটাই তো আধিপত্যকামী। আর bb বাবু, বঙ্গভঙ্গ কি মশাই? যে জায়গাটার অধিকাংশ লোক বাংলাভাষায় কথাই বলে না, তারা আলাদা হলে সেটা 'বঙ্গভঙ্গ'? আপনার 'বঙ্গভঙ্গ'র সেন্টুটা আর একটু যুক্তি দিয়ে বোঝান দেখি। গোর্খাল্যান্ড হলে বাংলার আপামর জনতার কি অসুবিধে হবে? একটু লিস্টি দিন দেখি। তাহলে এই বুকফাটা হাহাকারের কারণগুলো এট্টু কিলিয়ার হয়।
  • Du | 65.124.26.7 | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৪:১২425219
  • সিঙ্গুরেও সমস্যার হাজার একরটাও মালিকদের গনভোট নিলেই হত। কলিঙ্গনগরটাও তাই।
  • bb | 62.133.112.201 | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৪:৩০425220
  • Pinaki ভোট বোধহয় সব কিছু সবসময় decide করেনা। আমি তো আর হাহাকার করি নি। নকুদের মুশকিল নিজেরা গণতন্ত্রে বিশ্বাসী নন ,অথচ যখন সুবিধা হবে তখন গনতন্ত্রের দোহাই দেব :)। আমি তো আর আমরা ঠিককরে দেব বলিনি বরং সেই প্রশ্নটাই করেছি, যে কংগ্রেস একা ঠিক করার কে রাজ্যের সঙ্গে কথা না বলে।
    আর আপনার এই যুক্তিতে তো আন্দামানের দ্বীপগুলি পশ্চিমবঙ্গে হওয়া উচিত কারণ সেখানের অধিকাংশ লোকেই বাঙ্গালী আর বাংলায় কথা বলে।
  • pinaki | 131.151.102.250 | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৫:২৫425221
  • উচিৎ অনুচিৎ নিয়ে আমি কোনো কথাই বলি নি। আন্দামানের লোকেদের ঠিক করতে দিন না, তাঁরা কোথায় থাকবেন, প:ব: এর মধ্যে না বাইরে। আপনি আমি সে নিয়ে গলা ফাটানোর কে? তাঁরা কি দাবী করেছেন যে তাঁরা প: বঙ্গের অন্তর্ভুক্ত হতে চান?

    আর 'বঙ্গভঙ্গ' হলে আমার আপনার মতো আপামর বঙ্গবাসীর কি অসুবিধা সেগুলো একটু জানাবেন প্লিজ।
  • pinaki | 131.151.102.250 | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৫:২৮425222
  • হ্যাঁ, সিঙ্গুরে বা কলিঙ্গনগরে গণভোট নেওয়া তো একশোবার উচিৎ ছিল।
  • dukhe | 122.160.114.84 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১০:০২425223
  • বে এরিয়ার কিছুটা কি তেলেঙ্গানায় পড়ছে ? ওখানে তো তেলুগুর ভালৈ দাপট ।
  • bb | 62.133.112.201 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১১:২৬425224
  • @pinaki সেই ভাবে দেখলে ইরাকে বোমা পড়লে, কিয়োটো প্রোটোকল না মানলে, ড: বিনয়াক সেন জেলে গেলে, আপামর জনগণের কিছুই এসে যায় না।
    একজন বাঙ্গালী হিসাবে আমি চাইনা পশ্চিমবঙ্গ আর ভাগ হোক, এটা আমি ব্যক্তিগত মতামত বলে জানিয়েছি, 'হাহাকার' করিনি। এই কথাগুলি বলা অনেক সোজা কিন্তু নিজভুমে পরবাসী হবার জ্বালা গত প্রজন্মের পূর্ববঙ্গীয় লোকেরা কিছুটা জানেন। আজ রঞ্জনবাবুকে ভাবতে হচ্ছে ৩৬গড়ে থাকবেন না কোলকাতায় ফিরবেন।
    বিরোধিতা করার আগে আশা করব,'চিন্তা' করবেন। আর দয়া করে এই সুতোর লেখা পড়ে দেখুনতো কেউ কি কোনো দাবি নিয়ে গলা ফাটিয়েছেন? লিখবার আগে আশা করব একটু ধৈর্য ধরে অন্যদের মতামতটা পরবেন।
    অলমিতি
  • Arijit | 61.95.144.122 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১১:৩১425225
  • টইগুলোকে গারবেজ বানানোর ট্র্যাডিশন ভেঙে একটু সিরিয়াস কথাই হোক না - জাতিসত্বা/আত্মনিয়ন্ত্রনের অধিকারের দাবিতে কতদূর যাওয়া যায়, আর এই ছোট ছোট রাজ্যগুলো কতটা ইকনমিক্যালি ফিজিবল ইত্যাদি নিয়ে।
  • Arijit | 61.95.144.122 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১১:৩৪425227
  • কিছু পোস্ট আগে একটা ইনফো দিয়েছিলাম - গোর্খাল্যান্ড, গ্রেটার কোচবিহার আর স্বাধীন অসমের দাবির মধ্যে এরিয়া-গত কনফ্লিক্ট নিয়ে। সেটা নিয়ে কারো কিছু জানা আছে? বিশেষ করে যারা রাজ্যভাগকে সমর্থন করেন, তাঁরা তিনটের মধ্যে কোনটার পক্ষে, এবং কেন - নাকি তিনটে দাবি সামনে ফেলেই প্লেবিসাইট করা উচিত?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন