এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভূ ৩

    rokeyaa
    অন্যান্য | ২৬ নভেম্বর ২০০৯ | ৩২২৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.243.21 | ১৩ ডিসেম্বর ২০০৯ ০১:৪৪427897
  • kallol

    যাচ্চলে! প্রমোটারের ব্যাপারে আপনি আর নতুন কি বললেন। এতো বুদ্ধবাবুর বহুবছর আগের staement টুকলি করে দিলেন citation ছাড়াই........
  • PT | 203.110.243.21 | ১৩ ডিসেম্বর ২০০৯ ০১:৫৪427898
  • *statement
  • Mmu | 78.236.153.102 | ১৩ ডিসেম্বর ২০০৯ ০২:৫২427899
  • PT দা একটু wait কোরুন সবই দেখতে পাবেন। ৩২ বছরের ঢপ সব বেরোবে.................ঐ কি যেন-প্রোলেতারিএত, ভুমি সন্সকার,গন আন্দোলন ,শ্রেনি শত্রু আরো কতো কি। সময় আসুক সব বেরোবে। জনগনই সব টেনে বার করবে, রুমানিয়া মডেলে।
  • kallol | 115.184.90.159 | ১৩ ডিসেম্বর ২০০৯ ০৩:০০427900
  • সেজ আর কৃষিজমিতে শিল্প এ প্রসঙ্গে নানা রাজ্যে নানা অবস্থান নিয়ে - আঙ্গুল ব্যাথা কমলে, কিছু মণি-মুক্তো পাবো কি?

    মায়াবতী-মমতার তুলনা। মায়াবতী পরিণত। যে দলটার নীতি হলো যাদের সাথে গেলে ক্ষমতায় যাওয়া যাবে তাদের সাথে জোট বাঁধা, সে মমতার থেকে পরিণত কিসে? মমতাও তো তাইই করছে। এবার সিপিএমএর ""প্রোজেকটেড"" প্রধাণমন্ত্রী বলে? কিছুদিন আগে করুণানিধি, কিছুদিন পরেই সেদিনের বিজেপি-সাথী জয়ললিতা/চন্দ্রবাবু জোটে গ্রহন যোগ্য হয়ে গেলেন - তাতেও যদি কারাত পরিণত হন, তবে মমতা কি দোষ করলো!!!

    সিপিএম প্রোমটার পার্টি নিয়ে আমি যদি বুদ্ধবাবুর কথাই বলে থাকি, তবে সেটা কি আপনিও মেনে নিচ্ছেন বলে ধরে নেবো?
  • Mmu | 78.236.153.102 | ১৩ ডিসেম্বর ২০০৯ ০৩:৩৩427901
  • PT দা। চাষ আবাদ , শিল্প, শিক্ষা য় এখন WB কতো নম্বরে? আগে কতো নম্বরে ছিল?
  • Mmu | 78.236.153.102 | ১৩ ডিসেম্বর ২০০৯ ০৩:৩৫427902
  • কৃষি ?????
  • ranjan roy | 115.184.116.167 | ১৩ ডিসেম্বর ২০০৯ ০৮:৪০427903
  • PT,
    ঠিক বলেছেন, ""তীব্র'' সিপিএম বিরোধী অবস্থান। কারণ, বাম-ফ্রন্টের বিকল্প আরও ভাল বামফ্রন্ট-- এই করে অনেক দিন গেল চলে। ভূমিসংস্কার নিয়েও।
    "" পুরোনো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে যত বেচাকেনা,
    আর চলিবেনা।''
    কাজেই এই মুহুর্তে পরিবর্তনটাই অ্যাজেন্ডা, ঠিক এমার্জেন্সীর সময় ইন্দিরা হটাও গোছের। (এতে সিপিএম এর বিজেপি ইত্যাদিকে সরকারে বসাতে কোন আপত্তি হয় নি। সিপিআই এর সৎপাল ডং এর পাঞ্জাবে বিজেপির সঙ্গে সরকারে যেতে কোন আপত্তি হয় নি। তাহলে আজ বঙ্গে মমতাকে নিয়ে নাক সিঁটকানো কেন?)
    কারণ Power Corrupts, Total Power totally corrupts.
    বুদ্ধবাবুর ""দু:সময়'' নাটক ওনার সময়েই ওনার প্রশাসনের প্রহসন হয়ে দাঁড়িয়েছে।
    ইন্দিরা মাত্র কয়েক বছরেই ফিরে এসেছিলেন। তাতে কি? সিপিএম ও আবার ফিরে আসতে পারে। বিশেষ করে মায়াবতী-জয়ললিতা-মমতাদের যেমন স্বৈরতান্ত্রিক ঝোঁক দেখা যাচ্ছে।
    কিন্তু ""ফিরে-আসা ইন্দিরা'' যেমন আগের তুলনায় সংযত থেকে ""হীরকের রাজা'' সুলভ দাঁত-নখ গুলো লুকিয়ে ফেলেছিলেন, ভবিষ্যতের বাম সরকার গদি হারানোর চাপে কিছু বদলাবে,---- এটাই ভরসা। কেরালার মডেলটাই দেখুন না!
  • ranjan roy | 115.184.116.167 | ১৩ ডিসেম্বর ২০০৯ ০৮:৫৭427904
  • PT,
    না, আর কোন প্রশ্ন করছিনা। কারণ কিছু ভাইটাল প্রশ্নের জবাব আপনি দেবেন না, দেখতেই পাচ্ছি।
    খালি বাম রজনীতি নিয়ে আমার কিছু কথা বলে এই সূতো থেকে পাততাড়ি গোটাচ্ছি।
    এক, রাজনৈতিক দলগুলোর বর্গীকরণ। আপনি ঠিক বলেছেন-- ক্ষমতায় আসাটাই আসল।
    আমি কিষেণজীদের বাদ দিয়ে অন্য সব দল এবং সরকারী বামেদের একই বন্ধনীর মধ্যে রেখেছি কারণ এরা সবাই ভারতের সংবিধানকে মেনে ভারতের মৌজুদা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতে চায়।
    কিষেণজীরা ক্ষমতায় আসার ব্যাপারে মার্ক্সবাদের মৌলবাদী ভার্সনে বিশ্বাস রাখেন।
    এই রাষ্ট্রযন্ত্রকে ( যা কিনা মুষ্টিমেয়ের স্বার্থে বহুকে শোষণের জন্যে তৈরি) দখল করে কম্যুনিষ্টরা ব্যবহার করতে পারেনা, নিজেরাই ব্যবহৃত হয়ে যায়।
    যেমন পাইলট নিজের গাঁয়ের বাড়িতে গিয়ে গরুর গাড়ি চালালে গরুর গাড়িটি এরোপ্লেন হয়ে যায় না, পাইলট নিজে কোচোয়ান বংশীবদন হয়ে যায়।
    তাই পুরোনো রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করতে হবে। ওরা সেই ধ্বংসের কাজে মেতেছে। আপনার ব্যবস্থায় ক্ষমতায় আসার জন্যে নয়।
    এখন এটা ভালো কি মন্দ, আদৌ সম্ভব কি না, এতে আখেরে কার কি লাভ হবে--- সেটা অন্য বিতর্ক।
    আমার চোখে ওরা মার্কসবাদের কালীপূজো করছে।
  • PT | 203.110.243.21 | ১৩ ডিসেম্বর ২০০৯ ১২:২৮427905
  • নকশালরা একবার রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে গিয়ে নিজেরাই শেষ হয়ে গিয়েছে। তাতে তাদের বিপ্লবী সত্বা হয়ত প্রমাণিত হয়েছে। এই ঘটনাতে কিন্তু একই সঙ্গে নকশালদের তাত্বিক বিশ্বাস এবং ভারতবর্ষে তার ব্যবহারিক প্রয়োগের সমস্যাটিও প্রকট হয়েছে। মানুষ গরীব হলেই যে হৈ হৈ করে AK-47 হাতে বিপ্লব করতে যাবে এমন ভাবার কোন কারণ নেই। তাহলে ভারতে বিপ্লব ৬০-৭০এর দশকেই হয়ে যাওয়ার কথা ছিল। উল্টদিকে নকশাল বা কিশাণ্‌জীরা যে রাস্তায় জনগণের উপকার করতে চাইছেন সেই রাস্তাটা আদৌ জনগণের পচ্ছন্দ কিনা সেটাও তো জানা যাচ্ছেনা!

    আমি বার বার যে কথাটা বলেই যাচ্ছি (এবং রঞ্জন আর কল্লোল ignore করছেন) সেটা হচ্ছে যে বামেদের এই ক্ষমতায় থেকে কিছু করার চেষ্টাটাকেও স্বাগত জানানো উচিত। হয়ত কোন এক সময় প্রমাণিত হবে যে নকশালদের পরিত্যক্ত রাস্তার মত ক্ষমতায় থেকে সমাজ বদলের চেষ্টাটাও আরেকটা ভুল রাস্তা। কিন্তু এই পরীক্ষার সঙ্গে বেশকিছু মানুষ যে জুড়ে আছেন সেটা তো অন্তত: দেখতে পাচ্ছি।

    আপনারা যে প্রশ্নের উত্তর আমার কাছ থেকে চাইছেন এটার উত্তর আপনাদের জানাই আছে। কাদাভরা পুকুর পরিষ্কার করতে নেমে গায়ে কাদা লাগবেনা বা কেউ কেউ পাঁকে ডুবে যাবেনা এই প্রত্যশা যাঁরা করেন তাদের রাজনৈতিক উপলব্ধি সম্বন্ধে সন্দেহ করার যথেষ্ট অবকাশ আছে।

    বাচ্চা কালে পড়া একটা chemistry বইয়ের প্রথম পাতায় লেখা ছিল: a man would do nothing, if he waited until he could do it so well that no one would find fault with what he has done। আমি সেই থেকে কিছু করে দেখানোর চেষ্টা করে এমন মানুষদের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছি।
  • kallol | 115.184.125.172 | ১৩ ডিসেম্বর ২০০৯ ১৩:২৩427907
  • এইটাই হলো মজা। যেটা আমরা (আমি আর রঞ্জন) করি নি, বরং উল্টোটাই করেছি সেটাই আবার আমাদের ঘাড়ে চাপানোর চেষ্টা।
    আমরা বাববার বহুবার বলেছি, সামান্য কয়েকটা পোস্ট আগেও রঞ্জন বলেছে, আমি বলেছি - এই রাষ্ট্রব্যবস্থায় অংশ নিয়ে কোন ভালো কাজই করা যায় না। তারপরেও পিটি বলেই যাবেন আমরা নাকি ওঁর বার বার বলে যাওয়া কথাটা এড়িয়ে যাচ্ছি।
    আমাদের প্রশ্নের উত্তরগুলো আমাদের মতো করে জানাই আছে, তবু অন্য দৃষ্টিকোনকে জানার জন্যই মানুষ তার মতো করে উত্তর জানা প্রশ্নও আবার আবার করে অন্যকে করে। কারন অমি অন্তত: বিশ্বাস করি - আমার জানাটাই চরম - এই উপলব্ধি মূর্খতারই নামান্তর।
    আর নকসালপন্থা? আমি ব্যক্তিগতভাবে মনে করি ঐ রাস্তায় কিছুই হয় না। শুধু তাই নয়, আমি বিশ্বাস করি ধণতন্ত্র তো নয়ই, মানুষের ভালো থাকার প্রকল্পটিতে মার্ক্সীয় সমাজতন্ত্রও কোন সমাধান নয়। বেশ কিছু সংখ্যা আগে আমার মার্কসীয় সমাজতন্ত্র নিয়ে কিছু ভাবনার কথা লিখেছিলাম http://www.guruchandali.com/?portletId=1&pid=jcr://content/guruchandali/guruchandali11/1200864285723
    বাকি রইলো, কাদাভরা পুকুর পরিষ্কার করার গপ্পো। ওটা আজকের নয় ১৯৪৪ থেকে ইতালি কম্যুনিষ্ট পার্টির লাইন, যার হোতা ছিলেন তোগলিয়ত্তি। গণতান্ত্রিক উপায়ে সরকারে এসে সমজতন্ত্রের দিকে যাওয়া। ইতালিতে একসময় কম্যুনিষ্ট পার্টি ছিলো অসমাজতান্ত্রিক দেশেউলোর মধ্যে সর্ববৃহৎ। ১৯৭৬এ ৩০%এর ওপর ভোট পেয়েও কিছু করতে পারেনি। আর এতো দুটো অঙ্গরাজ্যে ক্ষমতার নিরীক্ষা! এগুলো আপনি জানেন কি না জানি না, তবে বুদ্ধ-বিমান খুব ভালো জানে।
    ক্রুশ্চভ বা গর্বাচভ নিরঙ্কুশ ক্ষমতায় থেকে যা করতে পারলেন না, তা, নির্বাচনী ক্ষমতার সাপেক্ষে ক্রমাগত কমতে থাকা বামফ্রন্ট দিয়ে হবে কি?
    যাক গে। ভালো থাকুন।

  • PT | 203.110.243.21 | ১৩ ডিসেম্বর ২০০৯ ১৪:১২427908
  • কি কি করে কিছু করা যায়না সে এতক্ষণে মগজে সেঁধিয়ে ঘিলুর অংশ হয়ে গিয়েছে। এবার কি কি করে কিছু করা যেতে পারে সে বিষয়ে যদি কেউ একটু আলোকপাত করেন! এই পৃথিবী গ্রহের কোথায় সেই তত্বের প্রয়োগ হয়েছে সেটাও একটু জানলে আমার বোধোদয় হত।
  • ranjan roy | 115.184.8.222 | ১৩ ডিসেম্বর ২০০৯ ১৫:০৫427909
  • সত্যি কথা। ভালো থাকুন। আমার জানা নেই।
  • Du | 65.124.26.7 | ১৪ ডিসেম্বর ২০০৯ ২০:৩৬427911
  • কল্লোলদা, রিজওয়ানুর এবং টোডিদের ক্ষেত্রে সিপিএম পর্টি বা তার কোন সদস্যের কি ভুমিকা ছিল যদি বলেন মনে করার চেষ্টা করি।
  • dukhe | 117.194.227.27 | ১৪ ডিসেম্বর ২০০৯ ২০:৪৯427912
  • মাইরি, এরপর কোনদিন শুনব লালবাজার আর কলকাতা বিশ্ববিদ্যালয়ও সিপিয়েমের কথায় চলে !
  • dukhe | 117.194.227.27 | ১৪ ডিসেম্বর ২০০৯ ২০:৫২427913
  • ক্ষমতায় থেকে কিছু করার চেষ্টাকে হ্যাটা করবেন না । কিছু না করে ক্ষমতায় থাকার চেষ্টাকেও কুর্নিশ জানান ।
  • Samik | 219.64.11.35 | ১৪ ডিসেম্বর ২০০৯ ২১:১৬427914
  • :-))))))
  • Bratin | 117.194.100.234 | ১৪ ডিসেম্বর ২০০৯ ২১:২৮427915
  • হেজে গেলাম :-))))
  • pinaki | 67.43.241.179 | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:২১427916
  • দুখেকে মিস করছিলাম মাঝের কয়েকদিন। :-) এসেই পুষিয়ে দিয়েছে। :-)
  • Mmu | 88.162.116.162 | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৫427918
  • দুখে,সমিক কোথায় ছিলেন অপনারা?
  • ranjan roy | 115.184.12.33 | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৭427919
  • ""আমার দুখে দুখে জনম গেল গুরু---।
    জনম দোষে কপালপোড়া গুরুআমি একজনা।
  • SB | 59.93.202.77 | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৯:০০427920
  • রঞ্জনদা, ইস্পেসালি আপনার জন্যে :-)

    bবাদলাবেলার কথা/b

    বৃষ্টি ঝরা বাদলা দিনে

    পাগলা হাওয়া লাগে মনে,

    মেতে ওঠে মন আনন্দেতে

    খুশীর পল্লবেতে |

    সুখের আবেগ ছড়িয়ে আসে

    সবুজ পাতায় ঘাসে ঘাসে,

    শস্যশ্যামল সবুজ ঘেরা

    বাংলার নদী মাঠে |

    বন হতে বন বনান্তরে

    হাসির ঝিলিক উঁকি মারে,

    নাচে ময়ূরী পেখম তুলে

    সব কিছু কাজ ভুলে |

    বৃষ্টি ঝরা বাদলা ক্ষণে

    উদাস হাওয়া লাগে মনে,

    মন ভরে যায় আসসেমিতে

    কাজ লাগে না মনে |

    আলসেমির এই ক্ষণে ক্ষণে

    যত কথা পড়ে মনে,

    গেঁথে রাখি অন্তরেতে

    ছোট্ট মালা গেঁথে ||

    ~ দিদিমনি

  • SB | 59.93.202.77 | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৯:০১427921
  • আরেকটা:

    সাগরের মোহনায়

    নদী চলে যায় সাগরের মোহনায়,
    নীহারিকা জ্বলে আকাশের কিনারায় |

    স্বর্গ নাকি সুখের দেবালয়,
    নরক হচ্ছে দু:খের যমালয় |

    ছোট ছোট মাছ শ্যওলা খেয়ে বাঁচে,
    বৃহত মত্‌স শুধু তালে তালে নাচে |

    মাত্‌স্‌য়ন্যায়, খেতে চায় ছোটদের,
    মায়া-মমতা থাকে না যে তাদের |

    গন্তব্যশল সবার থাকে, ছোট থেকে বড় হবার,
    সময়ের তালে খাপ খাওয়ানো, কাজ বড় ক্ষুরধার |

    মুক্তি তো চায় সবাই,
    সবাই কি মুক্তি পায় ?

    মুক্ত নদীর অবাধগতি সাগরপানে যায়,
    যদিও সাগর মন খুলে পথ দেয় |

    মানুষ কি পারে না, সাগরের মত হতে,
    মানুষে মানুষে মিলন-মোহনায় একেবারে মিশে যেতে ||

    :)

  • Rajdeep | 125.22.62.70 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৩:৩০427922
  • অনেক তৃ প বু ভু হল

    চলুন এবার চট করে ২০১১র সম্ভাব্য ক্যবিনেট মানাই , আরে মশাই অত সিরিয়াস কেন? চলুন একটু গেমের মতই খেলি না - বাজি -টাজিও চলবে :)

    মুখ্য - মমতা ব্যানার্জী / ডার্ক হর্স - পার্থ চাটুজ্জে (হুঁ হুঁ ভেতরের খবর তিনি কিংমেকার হিসেবেই থাকতে চান)

    উপমু: - মুকুঊঊল (ড: হাজরার ষ্টাইলে) - গ্র্যান্টি দিচ্ছি উনি উপ হচ্ছেন

    অর্থ - অভিরূপ সরকার (যে রেটে তারানন্দে পুস্পাঞ্জলি দিচ্ছেন ) / ডার্ক হর্স- বিবেক দেবরায়

    তথ্য-সংস্কৃতি - পরলাম না, অনেক চয়েস - মাথা ঘুরছে

    আইটি -মদন মিত্র (কোয়ি শক?)

    স্বাস্থ্য - সুদীপ্ত রায়

    ভুমি- সাঁই ব বাপুলি পরিবারের কেউ / কংকেও ছাড়া হতে পারে

    কৃষি - শুভেন্দু অধিকারী

    সংখ্যালঘু উন্নয়ন- ঈদ্রিস আলি (নভেম্বর বিপ্লব খ্যাত)

    খাদ্য - সোমেন মিত্র ( গোপাল পাঁঠার শিষ্য)

    ...... চলুক
  • PT | 203.110.246.230 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৪:০৪427923
  • ম্মু

    কোথায় গেলেন? উন্নয়নের ইচ্ছাটি কত প্রবল দেখুন।

    Adhikary had unsuccessfully sought time with Prime Minister Manmohan Singh......

    মানুদার সঙ্গে সুবিধে করতে না পেরে প:বঙ্গে এসে ফের ডিগবাজী খাচ্ছেন:

    On Monday, Adhikary seemed to have toned down. “The issue is not with the Centre. Our fight will be against the state government that has to acquire the land for the project. We will not allow that to happen. I have stated our stand clearly in the Lok Sabha after consultation with our leader Mamata Banerjee,” he said, adding he need not meet the Prime Minister now. http://www.expressindia.com/latest-news/congress-trinamool-buy-peace-over-nplant-at-haripur/554248/

    বুঝুন কান্ড! পরমাণু প্রকল্প সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে আর সেই সরকারের প্রধানমন্ত্রী বিশ্বের দরবারে তাঁর সিদ্ধান্ত জানিয়ে এলেন। সেই সরকারের একজন হাফ মন্ত্রীর তরপানি দেখুন। ল্যাজ দেখছি কুকুরকে নাড়াচ্ছে!!
  • PT | 203.110.246.230 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৪:২১427924
  • উরেব্বাস! কি ভুল, কি ভুল! মানুদা হবেনা, মনুদা হবে।

    আর Rajdeep-কে একটা প্রশ্ন। দিদি রেল কি একেবারে ছেড়ে দিয়ে মুখ্যমন্ত্রী হবেন? দিদির বর্তমান-ভবিষ্যতের অনেক খেলাই রেলের ওপর নির্ভর করেই চলবে-নইলে চাকরী, টাকা, সাম্মানিক পদ এসবের দান খয়রাতি কোথা থেকে হবে?
  • Rajdeep | 125.22.62.70 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৭427925
  • আরে মশাই সেই জন্যি তো ঘাউড়া চাটুজ্জেকে ডার্ক হর্স রেখেছি...
    তবে সবই মামামা

    আপনিও একটা বানান না :)
  • Arijit | 61.95.144.122 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৫:১৯427926
  • এটা ভালো গেম।

    শিক্ষা - সুনন্দ সান্যাল
    ভূমি ও ভূমি রাজস্ব - দেবব্রত বন্দ্যো:
  • . | 198.96.180.245 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৫:২৩427927
  • স্পিকার- সোনালি গুহ
    যুবকল্যাণ- অরূপ বিশ্বাস
    ক্রীড়া- টুটু বসু
    দমকল- পরেশ পাল

  • Manish | 117.241.228.167 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৫:২৫427929
  • শিক্ষা : সৌগত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন