এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভূ ৩

    rokeyaa
    অন্যান্য | ২৬ নভেম্বর ২০০৯ | ৩২২৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 122.160.114.84 | ১৬ ডিসেম্বর ২০০৯ ১২:৩৩427963
  • অ্যাঁ! বামপন্থীরাও অবরোধ করে নাকি ? ওটা তৃণমূলের একচেটিয়া নয় ?
    এই তো আবাপ লিখল পুরুলিয়ায় পাইপে পা আটকে ডুবুরি মারা গেছে - উদ্ধারকারী দল নাকি দুর্গাপুরে এস এফ আই এর অবরোধে অনেকক্ষণ আটকে ছিল । এসব বাজারী অপপ্রচারও কি বিশ্বাস করতে হবে ? আমাদের মাথায় ব্রেন নেই ?
  • lcm | 69.236.163.114 | ১৬ ডিসেম্বর ২০০৯ ১২:৪৪427964
  • আচ্ছা, তোমরা কি সত্যি মনে কর যে, জয় / সুমন/ শাঁওলি /মহাশ্বেতা /ব্রাত্য .... এদের জন্যে গত লোকসভা ইলেকশনে বামফ্রন্ট হারল। এদের কি এতই ক্ষমতা যে স্রেফ এদের বিরোধিতার জন্য - বামফ্রন্ট ১৫, বাকিরা ২৭?
    নাকি, স্রেফ ফ্রাস্‌ট্রেশন-এর আউটলেট হিসেবে এদেরকে ব্যবহার করছ। একটা কাউকে চাই, যাদের ওপর প্রিয় রাজনৈতিক দলের ব্যর্থতার ক্ষোভ উগরে দিতে হবে।
  • Arijit | 61.95.144.122 | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৪:২৩427965
  • আমি কিন্তু ক্যাবিনেটটাকে খিল্লি হিসেবেই নিচ্ছিলুম।
  • Manish | 117.241.228.188 | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:২৮427966
  • পোটফোলিও হীন মন্ত্রী : সাধন পান্ডে
  • PT | 203.110.246.230 | ১৭ ডিসেম্বর ২০০৯ ২০:৪৭427967
  • rokeyaa এটা শুরু করে দিয়ে কোথায় লুকিয়ে পড়লেন? এই অতিব জরুরী টইটি যে মরতে বসেছে!!
  • D Guha | 117.200.83.196 | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৫:০৩427968
  • পুলিশমন্ত্রী - সুজাত ভদ্র
    মাওবাদীদের হাতে পুলিশ মরা বন্ধ হয়ে যাবেই । গ্যারান্টি ।
  • D Guha | 117.200.83.196 | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৫:০৬427969
  • কারণ পুলিশ যে মানবাধিকারের আওতায় আসতে পারে, এটা এখনও ভদ্রবাবু বুঝতে পারেন নি । পুলিশমন্ত্রী হলে সে চান্স আছে । জয় বাংলা !

  • SB | 59.93.194.133 | ২২ ডিসেম্বর ২০০৯ ০০:৫৯427970
  • কি ভিষন ভিশন!

    As a corporate policy, Indian Railways has set itself a goal of 1%
    reduction in the sanctioned strength per annum, assuming a 3% annual natural attrition, to reach an equilibrium
    level of right-sized staff-strength.

    Source: http://www.indianrailways.gov.in/DEPTTS/Infrastructure/VISION%202020_Eng_SUBMITTED%20TO%20PARLIAMENT.pdf


    ৩২ নং পাতা দ্রস্টব্য।

    এই মুহুর্তে রেলের কর্মীসংখ্যা ১৪ লক্ষ আর শুন্যপদ ১ লক্ষ ৭০ হাজার। যদিও এর মধ্যে ধরলাম না ৯ লক্ষ কর্মীসংকচন যেটা ইতিমধ্যেই হয়ে গেছে। সেই ৯ লাখ কর্মসংস্থানের ধারে কাছ দিয়েও উনি যাননি। যাইহোক, ১৪ লাখ + ১ লাখ ৭০ হাজার = ১৫ লাখ ৭০ হাজার। এর থেকে ৩% রিটায়ার করলে কমছে ৪৫ হাজার কর্মী প্রতি বছর কমছে। আর ঐ ১% "reduction in the sanctioned strength per annum" করলে কমছে আরো ১৫ হাজার করে প্রতি বছরে।

    ৬০ হাজার কর্মীসংকচন ১০ বছরে = ৬০,০০০ X ১০ = ৬ লক্ষ কর্মসংকচনই হল পরিবর্তনের ভিশন!

    পরিবর্তন কামীদের সবুজ সেলাম, টুপি খুলে :)
  • dukhe | 122.160.114.84 | ২২ ডিসেম্বর ২০০৯ ০৯:৩৬427971
  • বিভিন্ন সরকারি ক্ষেত্রে বসিয়ে বসিয়ে মাইনে দেওয়ার রেওয়াজ তো দীর্ঘদিনের । অজস্র অদরকারি বিভাগ । প্রচুর গ্রুপ ডি স্টাফ যাঁরা একদিন এসে ১৫ দিনের সই করবেন । মাইনের দিন একটা গেট টুগেদার, আলাপ পরিচয় । বারোটায় আসা, তিনটেয় ছুটি । সবাই সরকারের (বকলমে আমার-আপনার) পুষ্যিপুত্তুর । এ বোঝা আমার নামাও বন্ধু নামাও । স্বাগত পরিবর্তন ।
  • PT | 203.110.246.230 | ২২ ডিসেম্বর ২০০৯ ১১:২৩427973
  • dukhe

    একটু সামলে ভাই। যিনি -৩০ ডি.সে. ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দেশের সীমানা পাহারা দেন এবং যিনি +৪০ ডি.সে. রোদে রেল লাইন সারান, তাঁরাও সরকারি কর্মচারী।

    SB একটি অত্যন্ত জরুরী বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। দিদির ক্ষ্যাপামি বা সিপিএমের ঔদ্ধত্যর খেউরের বাইরে এই issue গুলো-ই আলোচ্য বিষয় হওয়া উচিত।
  • dukhe | 122.160.114.84 | ২২ ডিসেম্বর ২০০৯ ১২:০৩427974
  • সামলানোর কিছু নেই । সরকারের ঢের লোক যে বসে বসে মাইনে নেয়, সরকারের থেকে ভালো কেউ জানে না । কিন্তু মন্ত্রীসভা থেকে শুরু করে কোথাও লোক কমানোর কথা উঠলেই সবার গায়ে ফোস্কা পড়বে কেন সেটাই দুর্বোধ্য ।
  • PT | 203.110.243.21 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৩:০১427975
  • আমি নিশ্চিত যে আপনি এটা জানেন না যে, কেন্দ্রীয় সরকারের নির্দেশে অনেক National Institute-এ অশিক্ষক কর্মচারীর সংখ্যা কমতে কমতে এমন জায়গাতে এসেছে যে ক¾ট্রাক্টারেরা বিনা বাধাতে এমনকি শিশু-শ্রমিক নিয়োগ করে কাজ তুলে দিচ্ছে। অবশ্য কেউ কেউ এইজাতীয় exploitation-কে সমর্থন করতেই পারেন। সেটাও তো একধরনের রাজনৈতিক অবস্থান।
  • dukhe | 122.160.114.84 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৩:১২427976
  • জল গড়িয়ে খাবার জন্য শিশু বুড়ো কোন শ্রমিকের দরকার নেই । বাবুদের নিজেদেরই ওটা করা উচিত । না পারলে মাকে নিয়ে আপিসে আসুন । ক¾ট্রাক্টর শিশু শ্রমিক লাগালে আইনমাফিক শাস্তি দিতে বাধা কিসের ?
  • PT | 203.110.243.21 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৩:৩১427977
  • বোঝা গেল আপনি এটাও জানেন না যে বেশীর ভাগ কেন্দ্রীয় সরকারী অফিস থেকে জল গড়িয়ে দেওয়ার প্রথা উঠে গিয়েছে।

    আর কোন আলোচনার সময় ""মাকে নিয়ে আপিসে নিয়ে আসুন"" জাতীয় বাক্যের ব্যবহার সোনালী গুহ বা মুকুল রায়ের কথা মনে করিয়ে দেয়। অবশ্য একই রাজনীতিতে বিশ্বাসী মানুষেরা যে একই ভাষাতে কথা বলবে তাতে আর আশ্চর্য কি?
  • dukhe | 122.160.114.84 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৪:২৭427978
  • লে বাবা - মাকে নিয়ে আসতে বললাম তো বাবুরা নিজেরা জল গড়াতে পারেন না বলে । মুকুল রায়ের সঙ্গে কোন কথাই হয়নি ।
    বেশীর ভাগ নয়, সব কেন্দ্রীয় সরকারী এবং রাজ্য সরকারী আপিস থেকে এই প্রথার বিলুপ্তি চাই । সে আপনার যতই আপত্তি থাকুক দাদা ।
  • kd | 59.93.160.240 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৫:১৪427979
  • দুখে, আমি পিটি'র সঙ্গে একমত। এখন বেশীর ভাগ সরকারী আপিস থেকেই জল গড়িয়ে খাওয়া উঠে গেছে। বেশীর ভাগ কেন, সব আপিস থেকেই, কেন্দ্রীয়, রাজ্য, শহর সব। ভালো কুঁজো পাওয়াই যায় না।
  • dukhe | 122.160.114.84 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৫:১৯427980
  • সত্যি, কুঁজোর আকাল । কেন্দ্রের চক্রান্তে আমাদের কুটীরশিল্প মুমূর্ষু । ফিল্টার খুলে গেলাসে জল ভরে টেবিলে এনে দেওয়াকে কে আর গড়িয়ে দেওয়া বলা যায় ? :)
  • Manish | 117.241.228.175 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৫:২৩427981
  • ভারতীয় রেল যদি তাহার আর্থিক স্বাস্থের উন্নতিতে অতিরিক্ত চর্বি কমাতে যায় তাতে কিছু বলার থাকেনা।সামাজিক দৃষ্টিভগির বদলে আর্থিক দৃষ্টিভগি নিতেই পারে।
    তবে ঘঠা কোরে দিদির প্রতিশ্রুতি কেনো রেলে হাজার হাজার ছেলেমেয়ের চাকরি কোরে দেবো।

  • PT | 203.110.243.21 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৬:৪৩427982
  • dukhe

    কেন্দ্রীয় সংস্থা সম্বন্ধে আপনার জ্ঞান যে শুন্য সেটা আপনি নি:সন্দেহে প্রমাণ করে ছেড়েছেন। ধন্যবাদ তার জন্য। আমি গত দু দশক ধরে (দুটি ভিন্ন প্রদেশে) দুটি কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম ও আছি। এখন তো প্রশ্ন-ই নেই, কুড়ি বছর আগেও আমাকে কেউ জল গড়িয়ে দেয়নি।

  • Rajdeep | 125.22.62.70 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৬427984
  • PTদা প্রমাণ দেবেন না

    প্রমাণ স্থান-কাল-পাত্র নিরপেক্ষ,এখন হল গিয়ে ঋতু নির্বিশেষে দখিনা সুপবনের দিন

    দক্ষিনেত্রী বলেন জল উঁচু তো উঁচু....... ব্যাস

  • dukhe | 122.160.114.84 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৯427985
  • গুড । দুটি কেন্দ্রীয় সংস্থার বাবুরা স্বাবলম্বী হয়েছেন জেনে মুগ্‌ধ হলাম ।
  • PT | 203.110.243.21 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৭:১৫427987
  • *মুগ্‌ধ
  • PT | 203.110.243.21 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৭:১৫427986
  • মুগ্‌ধ হওয়ারই কথা। অজানার আনন্দ আরকি। কিছু না জেনেও, শুন্যগর্ভ শব্দ সাজিয়ে কেমন তর্ক চালিয়ে যাওয়া যায়!!
  • PT | 203.110.243.21 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৭:১৯427988
  • ** সমস্যা। mugdh লিখলে ডানদিকে ঠিক বাংলা শব্দ দেখাচ্ছে কিন্তু......
  • dukhe | 122.160.114.84 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৭:৩৯427989
  • PT, চটে যাবেন না দাদা । জল গড়ানোর ডেটা আমার কাছে নেই । আপনি একটু ডেটা সহযোগে আমাকে আলোতে টেনে আনুন । কতগুলো আপিসে এই প্রথা বহাল, কতগুলোতে (আপনার মতে বেশীর ভাগ) উঠে গেছে, কতজন এই কাজ করতেন , কতজন বাদ পড়েছেন ইত্যাদি ।
    না জেনে তর্ক করা মোটেই উচিত নয় । জানান, কাইণ্ডলি ।
  • Manish | 117.241.228.175 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৮:০১427990
  • না না দুখেবাবু আপনি তর্ক চালিয়ে যান (বিষয় জেনে হোক কি না জেনে হোক)।এটি অতিব স্বাস্থকর প্রথা। তাছাড়া এখানে এই টইতে কোনো অধিকারীর আধিকার নেই বাহুবল প্রদর্শন কোরে কাউকে ঢুকতে না দেওয়ার।
  • dukhe | 122.160.114.84 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৮:১৬427991
  • @Manish, PT-র ওপর ভরসা রাখুন । উনি মোটেই বাহুবল ফলাবেন না । বরং বিশদে জানাবেন । আমাকে আলোতে টেনে আনবেনই । প্রকৃত সিপিয়েম যা করে ।
  • PT | 203.110.243.21 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৯:২৭427993
  • খানিকটা ধারণা পাওয়া যেতে পারে এই লিংকে:

    ....there was rapid growth of employment in the public sector during the period 1961-81, a relative slow down during 1981-91, and a declining trend during 1991-2001...India recoded a slowdown in the public sector employment and a marginal decrease of 0.9 percent in 2001, over 2000.

    http://www.macroscan.org/anl/may09/pdf/Indian_Labour.pdf

  • dukhe | 117.194.230.58 | ২২ ডিসেম্বর ২০০৯ ২৩:১২427995
  • থ্যাঙ্কু । সময় নিয়ে পড়ব ।
    একটা উদাহরণ দিই - রাজ্য সরকার আগে অনেক অফিসে গাড়ি ও ড্রাইভার রাখত । পে কমিশনের দৌলতে ড্রাইভারের মাইনে ১০-১২ হাজার টাকা । এর ওপর ওভারটাইম, পিএফ, পেনশন ইত্যাদি । তাছাড়া ড্রাইভার অনেক সময়েই গাড়ির মেইনটেনান্স বাবদ ন্যায্য-অন্যায্য টাকা নিয়ে যেত ।
    সরকার সেটাকে পাল্টাল । এখন করে কী - গাড়ি ভাড়া করে । উইকডেগুলোতে অ্যামবাসাডর নিলে হাজার দশের কমেই হয়ে যায় । ড্রাইভারসহ । ওভারটাইম, পিএফ, পেনশনের চিন্তা নেই । আউটসোর্সিং এবং সাশ্রয় ।
    ঠিক, আপিসের গাড়ি এবং ড্রাইভার নিয়ে যে বড়বাবু উইকেণ্ডে মাছ ধরতে যেতেন, তাঁর অসুবিধে হল । বা সেই ড্রাইভার যে কত্তার বাড়ির বাজার করে দিত (দিতে বাধ্য হত), তাঁরও ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন