এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভূ ৩

    rokeyaa
    অন্যান্য | ২৬ নভেম্বর ২০০৯ | ৩২২৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 69.236.172.178 | ০৫ জানুয়ারি ২০১০ ১৪:৩৭428130
  • আরে উমেশ, না না। সিপিএম মোটেই এরকম বলে না। বরং যেটা বলে, "তুমি আমার সঙ্গে নও, তাই তোমাকে ঝালমুড়ি দেবো না'। সিপিএম-এর অনেক ঝালমুড়ি আছে, যেমন, প্রাইমারি স্কুলের চাকরি... ইত্যাদি, ইত্যাদি। অবশ্য ক্ষমতায় থাকা সব দলেরই এরকম চানাচুর/ঝালমুড়ি-র থলে থাকে। এই যেমন মমতা এখন রেলেও চাকরির ঝুড়িভাজা নিয়ে নেমে পড়েছে।
  • Samik | 219.64.11.35 | ০৫ জানুয়ারি ২০১০ ১৪:৪৬428131
  • SBরও যা বুঝছি, ঐ দুই লাইনের ফাঁকে তৃতীয় লাইনটা আবিষ্কার করার প্রতিভাটা বিস্ময়কর। আপনি কেমন বুঝে ফেললেন দাদা, যে আমি বলেছি :

    ১) ঘোষিত সিপিএম মাত্রই ব্রেনওয়াশড,

    ২) হয় তুমি আমার সাথে, মানে পরিবর্তন চাও, নাহলেই তুমি ব্রেনওয়াশড।

    আমি নিজেও জানতাম না এমন কথা বলেছি।

    চালিয়ে যান।

    অরিজিৎকে, স্বাধীন মাথা কিনা জানি না, তবে গণতান্ত্রিক পরিসর কীভাবে বজায় থাকে, আর ৩৩ বছর টানা একই পার্টির শাসন / অপশাসনে কীভাবে সেই গণতান্ত্রিক পরিসর বিপদ্‌গ্রস্ত হয়, সে কথা তোমাকে বোঝানোর তো কোনও প্রয়োজন দেখি না! তুমি তো আমার থেকে অনেক বেশিই জানো, বোঝো (বাই হার্ট বলছি, আওয়াজ দিচ্ছি না)। সেই তোমার যখন পয়েন্ট দুই আর তিন অযৌক্তিক লাগে, তখন কেমন যেন মনে হয় সেটা বায়াসনেসের দায়বদ্ধতা ছাড় অর কিছুই নয়। ব্রেনওয়াশিংয়ের কথাটা আমি সেইখান থেকেই বলেছিলাম।

    অমর্ত্য সেনের কথার উত্তরে, কী আর বলব, ওঁর জ্ঞান তাত্বিক, উনি মাথায় থাকুন, কিন্তু আজকের সিপিএম যে জায়গায় এসে পৌঁছেছে, সেটা যদি উনি খুব ভেতর থেকে উপলব্ধি করতেন, তা হলে হয় তো এমন কথা বলতেন না। কাব্লিদার কথাটা এই ক্ষেত্রে একেবারে একজ্যাক্ট উদাহরণ। হোটেলে আগুন ধরেছে, আপনি কুড়ি তলায়। বাঁচার একমাত্র রাস্তা ঝাঁপ দিয়ে নিচে পড়া। এইবার আপনি কী করবেন, পুড়ে মরবেন ফর শিওর, নাকি ঝাঁপ দেবার চেষ্টা করবেন। তাতে বেঁচে যাবার ক্ষীণ হলেও একটা চান্স আছে।

    অমর্ত্য সেনের যুক্তির সাথে, আমি একমত নই। উনি জ্ঞানী মানুষ বলেই যে ওঁর সব কথায় হ্যাঁ-হ্যাঁ বলতে হবে, এমন কথা আমি মনে করি না। উনি কোনও প্রমাণিত সত্য বলেন নি, ওঁর ব্যক্তিগত ধারণা বলেছেন মাত্র, সেটা আমার সাথে মিলবে এমন কোনও কথা নেই।
  • Arijit | 61.95.144.122 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:০০428132
  • আমার বক্তব্যটা খুব সিম্পল। কাল লিখেছি। দোতলা বাড়ি থেকে বস্তিতে যাওয়াও পরিবর্তন, পেন্টহাউজে যাওয়াও তাই। কাজেই পরিবর্তন বলতে কোনটা বোঝাচ্ছ সেটা বলে দিতে হবে। এবং তার পরে কি হবে এবং কি ভাবে হবে তারও একটা ডিটেলস দরকার। সেটা না বলে শুধু পরিবর্তন চাই ফুলস্টপ বলাটা *দায়িত্বহীনতা* ছাড়া কিছুই নয়। হ্যাঁ - ভালো করে ভেবে বলো পরিবর্তন বলতে এই এই চাই, এবং সেগুলো এই এই ভাবে করা হবে - মেনে নেব। সিপিএম যাক, আর কে আসবে তাই নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই এর চেয়ে বড় দায়িত্বজ্ঞানহীন স্টেটমেন্ট খুব কমই হয়। এর মানে দাঁড়ায় হিটলার বা মুসোলিনী বা তালিবান বা বারাক ওবামা - কোনোটাতেই কিছু যায় আসে না। এটাকে দায়িত্বজ্ঞানহীন বলাকে বায়াসনেস বল্লে বায়াসনেস, ব্রেনওয়াশিং বল্লেও তাই। কিন্তু তাও একশোবারই বলবো।

    শুধু গণেশ ওল্টালেই যদি সিস্টেম পাল্টে যেত তাহলে গত কুড়ি বছরে ভারতে (এবং বাকি দুনিয়াতে) অনেক কিছুই পাল্টে যেত।
  • Arijit | 61.95.144.122 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:০২428133
  • আরেকটা কথা - ঠিক ওই দুটো পয়েন্টকে আমি কুযুক্তি বলেছি, অমর্ত্যবাবু "নট ভেরি আর্টিকুলেট' বলেছেন। আমার কুযুক্তি বলাটাকে বায়াসনেস বা ব্রেনওয়াশিং মনে হলে অমর্ত্যবাবুর "নট ভেরি আর্টিকুলেট' বলাটা কেন একই গোত্রের নয়? নাকি একটু বাড়াবাড়ি হয়ে যাবে বলে সাহস করে বলতে পারলে না? ;-)
  • SB | 114.31.249.105 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:১৩428134
  • কুড়িতলা হোটেলে আগুন লেগেছে যুক্তিটা অনেকটা বুশের ওয়ার অন টেররের সময়কার যুক্তির কথা মনে করিয়ে দিল :-)
  • Samik | 219.64.11.35 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:১৫428135
  • অরিজিৎ, সিম্পলেরও আরেকটা দিক আছে। তুমি আগেই অ্যাসিউম করে নিচ্ছো, তুমি দোতলা বাড়িতে আছো। আমি তো সেটা অ্যাসিউম করছি না।

    বা, লেটাস অ্যাসিউম, বাড়িটা দোতলা। কিংবা একটা সোসাইটির ঘ্যামা বারোশো স্কোয়্যার ফুটের দু-কামরার ফ্ল্যাট। সোসাইটিটা বিলাসপুরে, আমার নাম রঞ্জন রায়, চারপাশে অনেক ঘ্যামা ঘ্যামা প্রতিবেশি। পুলিশের কাছে গিয়েও লাভ হয় না, পুলিশ পয়সা খেয়ে রেখেছে।

    আমার কাছে একটা অপশন আছে, রায়পুরে একটা বস্তির ধারে এককামরার এলাইজি ঘর। বিলাসপুরের সেইসব প্রতিবেশি, পুলিশদের থেকে অনেক দূরে। বলো এবার, তোমার কাছে বিলাসপুরের সোসাইটি বেশি প্রেফারেব্‌ল, না রায়পুরের বস্তি।
  • Bratin | 125.18.17.16 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:২০428136
  • এখনকার বামে রা কেন ধরে নিচ্ছে এই শাসন 'দোতলা বাড়ি' সঙ্গে তুলনীয় আর পরিবর্তন যা আসবে তা 'বস্তি বাড়ি' র সঙ্গে। কিসের ভিত্তি তে? তারা কি বলতে চায় ৩২ বছএর শানের পরে ভালো করার বিশেষ কিছু আর অবশিষ্ট নেই। কজে ই তার প্রত্যাশা করা বোকামি। তার থেকে বরং তথাকথিত ( এক জন এই পাতায় বলেছেন শিক্ষিত লোকে রা কি করে বাম বিরোধী শক্তি তে সমর্থন করেন তা তিনি বুঝতে পারেন না) বুদ্ধিজীবি হয়ে পরিবর্তনের ছোঁয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখা অনেক সংবেদনশীল ব্যাপার হবে।
  • Blank | 170.153.65.102 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:২৩428137
  • শমীক যেটা লিখেছে 05 Jan 2010 -- 02:46 PM সেটাকে একটু পাল্টে দিয়ে লিখছি।

    শমীককে, স্বাধীন মাথা কিনা জানিনা, তবে গনতান্ত্রিক পরিসর কি ভাবে বজায় থাকে, আর যাস্ট এই কয়েকমাসে কিছু পঞ্চায়েত আর রেল মন্ত্রকে কোনো একটি বিশেষ মহিলার শাসনে/অপশাসনে কি ভাবে সেই গনতান্ত্রিক পরিসর বিপদগ্রস্ত হয়, সে কথা তোমাকে বোঝানোর তো কোনো প্রয়োজন দেখি না। তুমি তো আমার থেকে অনেক বেশী জানো, বোঝো (বাই হার্ট বলছি, আওয়াজ দিচ্ছি না)। সেই তোমার যখন পয়েন্ট দুই তিন গুলোকে যুক্তি বলে মনে হয়, তখন কেমন যেন মনে হয় সেটা বায়াসনেসের দায়বদ্ধতা ছারা আর কিছুই না।
  • lcm | 69.236.172.178 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:২৫428138
  • ধরো এমন দোতালা বাড়ি, যা একেবারে ভগ্ন, জীর্ণ, ছাদ দিয়ে চুঁইয়ে জল পরছে, যে কোনো মুহূর্তে হুড়মুড় করে ভেঙ্গে পরবে, সিমেন্টের বদলে গঙ্গার মাটি দিয়ে তৈরী, পিলারের মাঝখানে ফাঁপা - সেরকম বাড়ি হলে আমি পালাবো।
  • Blank | 170.153.65.102 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:২৬428140
  • আরে বাড়ি তে থাকলে বস্তি তে যাচ্ছি সেটা তো সিওর, বা বস্তি তে থাকলে খোলা মাঠে যাচ্ছি।
    অবশ্য খোলা হাওয়া খারাপ জিনিস না। বাড়ির ছোট পরিসরের থেকে খোলা আকাশ।
  • lcm | 69.236.172.178 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:২৮428141
  • গনতান্ত্রিক পরিসর.... পরিসর নেই। এমনিতে জায়গা নেই, রাজ্যে গিজগিজ করছে লোক, ন্যানোর মতন ছোট্ট গাড়ী তৈরীর-ই পরিসর নেই।
  • Bratin | 125.18.17.16 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:২৯428142
  • কিন্তু সেটা তুমি ধরে নিচ্ছ!! কী করে জানবে সেটা ঠিক ??
    :-))
  • SB | 114.31.249.105 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:২৯428143
  • @lcm...... এবং এমন বাড়িতে যাবো, যেখানে একটা দলের সাথে না থাকলে, বা শ্রমিকশ্রেনীর অধিকারের কথা বললে খুন হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় :-)
  • Bratin | 125.18.17.16 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:৩০428144
  • আমার ৩:২৯ র পোস্ট , বুনান কে লেখা।
  • Blank | 170.153.65.102 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:৩১428147
  • শিক্ষিত লোকেরা কি করে তিনোমুলকে সমর্থন করে, তা আমিও বুঝি না। অবশ্য শুনেছি নাজি জার্মানী তে এমনি ভাবেই এসেছিল পরিবর্তন।
  • Samik | 219.64.11.35 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:৩১428146
  • না রে ব্ল্যাংকি, ঐ মহিলা বা তার দলের প্রতি আমার কোনও আশা ভরসা দায়বদ্ধতা কিচ্ছু নেই। সেটা তুই খুব ভালো করেই জানিস। :-)
  • umesh | 62.254.196.200 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:৩১428145
  • lcm, ঝালমুড়ি দেবে না মানে-ই তো আমার কাছে মনে হয় শত্রু। গ্রামের দিকে দেখেছি, যেহেতু সিপিএম কে ভোট দেয় না, সিপিএম এর মিছিলে যাই না, তাই অনেক গরীব মানুষ সরকারি সুবিধা গুলো পায়না।
  • Blank | 170.153.65.102 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:৩৩428148
  • আরে না, আমি তোমার দায়বদ্ধতা, বা ঐ সব নিয়ে বলিনি। আমি শুধু বললাম যে তুমি যে কথা গুলো বলছো, সেগুলোকে খুব সামান্য পাল্টে দিলেই অন্যরকম (কু!)যুক্তি হয়ে যায়। সেটাই দেখাবার ছিলো। আর উল্টো ছবি টাতে এতটুকুও সুখের না :)
  • Arijit | 61.95.144.122 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:৩৪428149
  • ফাইন। দোতলা বাড়ি নয় - বস্তির ঘরই ধরে নিলাম। কিন্তু যেটাই ধরি না কেন, সেখান থেকে পরিবর্তনের একাধিক রাস্তা আছে। রাস্তা এবং গোল ডিফাইন না করলে সেটাকে আমিও আর্টিকুলেট বলতে পারি না।

    আর আমি বায়াসড/ব্রেনওয়াশড কিন্তু অমর্ত্যবাবু সেটা নন কেন সেটা তো জানা হল না।
  • lcm | 69.236.172.178 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:৩৫428151
  • বোঝো! আরে ব্ল্যাংক, ঐ যে ১.৪৬ কোটি যারা ২০০৬-এ সিপিএম-কে ভোট দিয়েছিল, বা, ১.৫৮ কোটি যারা তৃ/কং-কে ভোট দিয়েছিল --- তাদের সাথে শিক্ষা/অশিক্ষা/কুশিক্ষা-এ এসবের কোনো যোগ নেই। শিক্ষিত লোকেদের ভোটের ভরসায় থাকলে সিপিএম-কে আর ৩২ বছর ক্ষমতায় থাকতে হত না!
  • Blank | 170.153.65.102 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:৩৬428152
  • ব্রতীন দা
    ঠিক যে ভাবে কল্লোল দা পয়েন ২ আর ৩ ধরে নিয়েছে :)
  • Blank | 170.153.65.102 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:৩৮428154
  • lcm দা
    আমি সিপিয়েম কে ভোট দেওয়ার কথা বলিনি। তিনোমুল কে কি করে ভোট দেয় সেটাই জানতে চাইছি !
    মানে সেই, হয় তুমি পক্ষে নয় তুমি ....
  • Arijit | 61.95.144.122 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:৩৮428153
  • রাস্তা আর গোল যদি এরকম হয় যে আগে সিপিএম হঠুক, তাপ্পর সেখানে হিটলার এলো নাকি সেকেন্দার শাহ এলো নাকি অন্য কেউ সেটা আমার দেখার দরকারই নেই তাহলে সেই রাস্তাকে রাস্তা বলতে আমার আপত্তি আছে। কথাগুলোর মানে আশা করি এবার ব্রতীন বুঝেছে।
  • Samik | 219.64.11.35 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:৩৯428155
  • অরিজিৎ,

    দুটো কারণ।

    ১। অমর্ত্যবাবুর সঙ্গে আমি কোনওদিন এইভাবে আড্ডা মারি নি, তাই তাঁর মতাদর্শ সম্বন্ধে আমি অজ্ঞ। তাঁর লেখাপত্রও খুব একটা পড়ি নি, বিচ্ছিন্নভাবে একটা লেখা পড়ে আমি তাঁর সম্বন্ধে ঐ কথা বলতে পারি না।

    ২। অমর্ত্যবাবু "ঘোষিত সিপিএম' নন।
  • Samik | 219.64.11.35 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:৪২428156
  • ব্ল্যাংকি, আমি কিন্তু তিনোমূলকেও ভোট দিচ্ছি না।

    মানে আমার পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে নামই নেই, সেটা অন্য কথা, কিন্তু ... :-)
  • lcm | 69.236.172.178 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:৪৪428157
  • ধুর! তিনোমূল-কে ভোট দেওয়া খুব সহজ। ব্যালট পেপারে ঘাসফুলে ছাপ মারা। কয়েক সেকেন্ড লাগে।
  • Arijit | 61.95.144.122 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:৪৬428158
  • অর্থাৎ ঘোষিত সিপিএম মানেই বায়াসড/ব্রেনওয়াশড। একটু আগে এটা ডিনাই করলে (২:৪৬-এর পোস্টে);-)

    আর তুমি তিনোমূলকে দাও না ঠিকই - মানে নাম নেই - কিন্তু লেসার ইভিল মনে করো। অর্থাৎ...

    আমার উকিল হওয়া উচিত ছিলো।
  • lcm | 69.236.172.178 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:৪৭428159
  • সিপিএম-কে ছাপ দেওয়াও সহজ। কাস্তে/হাতুড়ি-র মাথায় ছাপ মেরে দিলেই হল।
    বরং, কংগ্রেস-কে ভোট দেওয়া ঝামেলার। আমাদের পাড়ার নবাদাকে কংগ্রেসের ছেলেগুলো অনেক বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়েছিল হাতে ছাপ মারার জন্য, সব শুনে টুনে নবাদা গিয়ে নিজের হাতে ছাপ মেরে এনেছিল।
  • SB | 114.31.249.105 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:৪৮428160
  • ওই আরকি, শমীকের বক্তব্য, অমর্ত্য সেন একটা কথা বল্লে সেটা বায়াসড নয়, তার ব্রেনওয়াশড নয়, কিন্তু কোন ঘোষিত সিপিএম সেই কথাটাই বললে তার ব্রেনওয়াশড।

    এর থেকে যদি কেউ ডিডাকশন করে, যে শমীক বলতে চায় ঘোষিত সিপিএম রা ব্রেনওয়াশড, তাহলে তার প্রতিভা বিস্ময়কর। আর শমীক মোটেও এটা লেবেলিং করে নি। যে এরকম ভাবছে, সে বোকা।
  • Arijit | 61.95.144.122 | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:৫১428163
  • দুটো কন্ডিশন কি AND না OR? OR হলে শমীক ফেঁসে গেলো - ডিফল্ট। AND হলেও টেকনিক্যালি ফাঁসানো যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন